BKSP Public School - All Ex Students

BKSP Public School - All Ex Students BKSP Public School

21/02/2022
আপনার রক্তের গ্রুপ কি?
12/01/2020

আপনার রক্তের গ্রুপ কি?

11/01/2020

প্রবাসীদের না বলা কথাগুলো তুলে ধরে।
আমাদের এক প্রবাসী ভাই খুব সুন্দর একটা কবিতা বানিয়েছে!

জীবন যুদ্ধে হার না মানা গ্রাজুয়েট!তার নাম হাফিজ ভাই ♥JnU 1st Convocation 2020ছবিঃ Shelia Sherbin Nabila আপু
10/01/2020

জীবন যুদ্ধে হার না মানা গ্রাজুয়েট!
তার নাম হাফিজ ভাই ♥
JnU 1st Convocation 2020

ছবিঃ Shelia Sherbin Nabila আপু

10/01/2020

বিশ্ব ইজতেমা কারনে আজকের বিএসবিপিএস এর কমিটি গঠনে জরুরী আলোচনা সভা স্থগিত করা হয়েছে। পরবর্তী আলোচনা সভার তারিখ জানিয়ে দেওয়া হবে

মো: আমিনুল ইসলাম
সাধারণ সম্পাদক
বি এস বি পি এস
মোবাইল নং: ০১৯১৬-৩৫৩৫৯১

10/01/2020

জীবনের কিছু আনন্দ মুহূর্ত, এখন সবাই ব্যস্ত থাকি।
সময় চলে যায় কিন্তু স্মৃতিটা রয়েযায়।

Bksp Public School Reunion 2019

10/01/2020

আপনার চাকরি হচ্ছে না? সংসারে অভাব? কোন প্রকার ইনকাম নেই?বিয়ে হচ্ছে না?
তাদের জন্য এই আমল।
এই দোয়াটি পাঠ করবেন দুই সিজদার মধ্যবর্তী সময়ে।
ﺍﻟﻠّٰﻬُﻢَّ ﺍﻏْﻔِﺮْ ﻟِﻲ، ﻭَﺍﺭْﺣَﻤْﻨِﻲ، ﻭَﺍﻫْﺪِﻧِﻲ، ﻭَﺍﺟْﺒُﺮْﻧِﻲ، ﻭَﻋَﺎﻓِﻨِﻲ، ﻭَﺍﺭْﺯُﻗْﻨِﻲ، ﻭَﺍﺭْﻓَﻌْﻨِﻲْ
উচ্চারণঃ -আল্লা-হুম্মাগফির লী, ওয়ারহামনী, ওয়াহদিনী, ওয়াজবুরনী, ওয়া‘আফিনি, ওয়ারযুক্বনী, ওয়ারফা‘নী।
অর্থঃ - হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন, আমার সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ করে দিন, আমাকে নিরাপত্তা দান করুন, আমাকে রিযিক দান করুন এবং আমার মর্যাদা বৃদ্ধি করুন।
*** ইস্তেগফার করা।
ইস্তেগফার হিসেবে এই দোয়াটি প্রতি নামাজ শেষে তিনবার পাঠ করা। এবং দিনের অন্যান্য সময় বেশী বেশী পাঠ করা।
ﺃَﺳْﺘَﻐْﻔِﺮُ ﺍﻟﻠّٰﻪَ ﺍﻟْﻌَﻈﻴْﻢَ ﺍﻟَّﺬِﻱْ ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﻫُﻮَ ﺍﻟْﺤَﻲُّ ﺍﻟﻘَﻴُّﻮْﻡُ ﻭَﺃَﺗُﻮْﺏُ ﺇِﻟَﻴْﻪِ
উচ্চারণঃ -আস্তাগফিরুল্লা-হাল ‘আযীমল্লাযী লা ইলা-হা ইল্লা হুয়াল হাইয়্যুল কায়্যূমু ওয়া আতূবু ইলাইহি।
অর্থ :- আমি মহামহিম আল্লাহ্র নিকট ক্ষমা চাই, যিনি ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই, তিনি চিরস্থায়ী, সর্বসত্তার ধারক। আর আমি তাঁরই নিকট তওবা করছি।’
বেশী বেশী ইস্তেগফার করা,বেশী বেশী ইস্তেগফার সম্পর্কে রাসূলুল্লাহ সাঃ বলেছেন,
ﻣَﻦْ ﻟَﺰِﻡَ ﺍﻻِﺳْﺘِﻐْﻔَﺎﺭَ ﺟَﻌَﻞَ ﺍﻟﻠَّﻪُ ﻟَﻪُ ﻣِﻦْ ﻛُﻞِّ ﺿِﻴﻖٍ ﻣَﺨْﺮَﺟًﺎ ﻭَﻣِﻦْ ﻛُﻞِّ ﻫَﻢٍّ ﻓَﺮَﺟًﺎ ﻭَﺭَﺯَﻗَﻪُ ﻣِﻦْ ﺣَﻴْﺚُ ﻻَ ﻳَﺤْﺘَﺴِﺐ
যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন।
(আবূদাউদ ১৫২০)
Copied

09/01/2020

সাংস্কৃতিক অনুষ্ঠান

Bksp public school reunion 2019

09/01/2020

জীবন নিয়ে খুব বেশি ফ্রাস্ট্রেটেড ? হা হুতাশ ? তাহলে জীবন বদলাতে এই ৪২ মিনিট ই যথেষ্ট !

09/01/2020





09/01/2020

"বিশ্বস্ততা ও ৫ হাজার ডলারের গল্প" হয়তো ঘুরিয়ে দিতে পারে ব্যবসার মোড়! যেকোনো Entrepreneur যদি successful হতে চায় তাহলে এই ভিডিওটি অবশ্যই একবার দেখা উচিত।

09/01/2020

ব্রাইট স্টার অব বিকেএসপি পাবলিক স্কুল (BSBPS) এর আগামী নতুন পরিচালনা পর্ষদ গঠনের জন্য আগামী ১০/০১/২০২০ইং রোজ শুক্রবার বিকেল ০৪ ঘটিকায় একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
স্থান: বিকেএসপি পাবলিক স্কুল প্রাঙ্গণ।

অনুরোধক্রমে
মো: আমিনুল ইসলাম
সাধারণ সম্পাদক
বি এস বি পি এস
মোবাইল নং: ০১৯১৬-৩৫৩৫৯১

09/01/2020

"পুরনো বন্ধু, হারানো দিন, স্মৃতির ছবিরা আজও রঙিন"

এ শ্লোগানে কনকনে শীত ও বৃষ্টিকে উপেক্ষা করে উৎসব মুখর পরিবেশে বিকেএসপি পাবলিক স্কুল এর
২য় পূর্ণমিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হয় ২৭ ডিসেম্বর ২০১৯ শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে দিন ব্যাপি |

প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে রংবেরঙের ব্যানার হাতে নিয়ে তাদের অংশ গ্রহণে আনন্দ র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

08/01/2020

বিকেএসপির ভর্তি কার্যক্রম 2020
পরবর্তী মিশন - চট্টগ্রাম 11 ও 12 জানুয়ারি
বিস্তারিত www. bksp.gov.bd

ঘটনাস্থান ইন্দোনেশিয়ার জাকার্তা ছবিতে দেখা যাচ্ছে একটি সবুজ ব্যাঙ ক্ষুধার্তএইসব ব্যাঙের প্রিয় খাবার হলো গেছো ইদুর। মজার ...
08/01/2020

ঘটনাস্থান ইন্দোনেশিয়ার জাকার্তা
ছবিতে দেখা যাচ্ছে একটি সবুজ ব্যাঙ ক্ষুধার্ত
এইসব ব্যাঙের প্রিয় খাবার হলো গেছো ইদুর।
মজার ব্যাপার হলো ব্যাঙটি তার চোয়াল খুলে ইদুরটি কে খেতে ধরে। ইদুরটি ভয়ে চোখে বন্ধ করে যদিও লাফ দিয়ে পালিয়ে যেতে চাইত, ব্যাঙটি তার লম্বা ইলাস্টিক জিহ্বা দিয়ে ধরে ফেলতো
ঘটনা সবসময় লিনিয়ার হয় না ব্যাঙটি কি যেন ভেবে চোয়াল বন্ধ করে ইদুরও একসময় বুঝে ফেলে তার ভয়ের কিছু নেই।
এরপর ইদুরটি আলতো করে ব্যাঙর মাথায় হাত রাখে চুমুও খায়
ব্যাঙ ও ইদুরটি হয়ে যায় বন্ধু
অসাধারণ মুহুর্তটি ( BioDiversity )ধারণ করেছেন ফটোগ্রাফার Tanto Yensen
Copy post

৩ মাস পর পর রক্তের কনিকা এমনিতেই নষ্ট হয়ে যায়। এ জন্য আসুন রক্ত নষ্ট না করে ৪ মাস পর পর নিয়মিত রক্ত দানের অভ্যাস গড়ে ত...
07/01/2020

৩ মাস পর পর রক্তের কনিকা এমনিতেই নষ্ট হয়ে যায়। এ জন্য আসুন রক্ত নষ্ট না করে ৪ মাস পর পর নিয়মিত রক্ত দানের অভ্যাস গড়ে তুলে মানব সেবায় অংশগ্রহণ করি।

সৃষ্টিকর্তার এক বিস্ময়কর দান ‘রক্ত’। মানুষের জীবন রক্ষায় রক্তের কোনো ব

07/01/2020

এই ১১ই জানুয়ারী, সারা বাংলাদেশ জুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। অংশগ্রহন করে অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সাথে যোগ দিন!

যেকোনো সহায়তার জন্য আমাদের ইউনিসেফ ব্লু ফোর্সের স্বেচ্ছাসেবীদের সন্ধান করুন!

07/01/2020

রেস্টুরেন্টে মেয়েটি খেতে গিয়ে তার BF কে বললো জান এমুন কিছু বলো যে আমার হৃদয় ধুক ধুক করে
Bf:জান আমার কাছে টাকা নেই
🤣🤣🤣

ভাভাগো! 😳আগে জানলে উনার কাছ থেকে পড়তাম! 🤓ছবি সংগৃহীত।
07/01/2020

ভাভাগো! 😳
আগে জানলে উনার কাছ থেকে পড়তাম! 🤓

ছবি সংগৃহীত।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোহাম্মাদ রিজাউল হক (দিপু) কে বিশেষ সম্মাননা স্মারক তুলে দিলেন ব্রাইট স্টার অব বিকেএ...
07/01/2020

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোহাম্মাদ রিজাউল হক (দিপু) কে বিশেষ সম্মাননা স্মারক তুলে দিলেন ব্রাইট স্টার অব বিকেএসপি পাবলিক স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রীদের একটি সংগঠন (বিএসবিপিএস) এর পক্ষ থেকে মোঃ আমিনুল ইসলাম(সাধারণ সম্পাদক বিএসবিপিএস)।

07/01/2020

পৃথিবীর সবচেয়ে বড় পাপ হলো, নিজেকে দুর্বল মনে করা ।

06/01/2020

আমি এক গাঁজাখোর

06/01/2020

আর তো হবেনা,
আমার মনের সাথে তোমার লেনাদেনা। 🙂

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BKSP Public School - All Ex Students posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category


Other Travel Companies in Dhaka

Show All