Asad Noor Travels

Asad Noor Travels "ঘুরে আসি কম খরচে " Expert Travels
(2)

18/11/2022
18/11/2022

ভারতের সবচেয়ে বড় তিন ইন্ডাস্ট্রির সর্বকালের সবচেয়ে বড় ৫ সুপারস্টারের তালিকা :

_____________________

🔰 বলিউড ( হিন্দি ) 🔰

১ → অমিতাভ বচ্চন
২ → ধর্মেন্দ্র
৩ → দিলীপ কুমার
৪ → শাহরুখ খান
৫ → সালমান খান

🔰 কলিউড ( তামিল ) 🔰

১ → এমজি রামচন্দ্র
২ → রজনীকান্ত
৩ → কমল হাসান
৪ → শিবাজি গাণেশান
৫ → বিজয়কান্ত

🔰 টলিউড ( তেলুগু ) 🔰

১ → নান্দোমৌরি তারাকা রামারাও
২ → আক্কিনেনি নাগেশ্বর রাও
৩ → চিরঞ্জিবী
৪ → কৃষ্ণা
৫ → নান্দোমৌরি বালাকৃষ্ণা

_______________________

Created by Box Office Freak BD

18/11/2022
28/09/2022

দ্য স্টোনিং অফ সুরাইয়া এম" - এক নৃশংস বিচার
😢ইরানের একটা ছোট্ট গ্রাম। ওখানে সুরাইয়ার সংসার। স্বামী, দুই কন্যা আর দুই পুত্র সন্তান। স্বামীর হঠাৎ নজর পড়ে চৌদ্দ বৎসর বয়সী এক কিশোরীর ওপর। তাকে বিয়ে করার আকাঙ্খা মাথায় চাপে। কিন্তু ঘরে স্ত্রী থাকতে আরেকটা বিয়ে করা ঝামেলা। খরচাপাতিও বেশী। তখন স্বামী ফন্দি আঁটে। গ্রামের সর্দারের সাথে বোঝাপড়া করে। এবং নিজের স্ত্রীর নামে গুজব রটিয়ে দেয়। গুজব হলো, স্ত্রীর একটা অবৈধ সম্পর্ক আছে। গুজব শক্তিশালী করার জন্য হুমকি ধমকি দিয়ে সাক্ষীও জোগাড় করে। সুরাইয়ার অপরাধ প্রমাণিত হয়। নিয়ম অনুযায়ী সুরাইয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
মৃত্যুদণ্ডটা ভয়ানক। প্রকাশ্যে রাস্তায় গর্ত খোঁড়া হয়। সুরাইয়ার হাত পা বাঁধা হয়। গর্তে কোমর পর্যন্ত পোঁতা হয় তাকে। মাটি দিয়ে ভরাট করা হয় চারপাশ। তারপর দূর থেকে পাথর ছোঁড়া হয় শরীর উদ্দেশ্য করে। প্রথম #পাথর ছুঁড়তে হয় সুরাইয়ার #পিতাকেই। তারপর একেক করে সবাই। এমনকি সুরাইয়ার দুই #পুত্রকেও জোর করে #পাথর ছুঁড়তে বাধ্য করা হয় মায়ের দিকে। বেশ কিছুক্ষণ ধরে অনর্গল পাথর ছোঁড়ার পর সুরাইয়ার চারপাশের মাটি লাল হয়ে আসে, ছিঁটে ছিঁটে রক্ত পড়ে। শরীরের নাড়াচাড়া বন্ধ হয়। তখন স্বামী উপুড় হয়ে পড়ে থাকা সুরাইয়ার রক্তাক্ত মুখের দিকে তাকিয়ে পরীক্ষা করে, সে বেঁচে আছে কিনা। সুরাইয়া বেঁচে ছিল অমন ক্ষত বিক্ষত হওয়ার পরও। চোখ খুলেছিল। তখনও মরেনি বুঝতে পেরে স্বামী সহ গ্রামের সবাই সুরাইয়ার আশপাশে পড়ে থাকা রক্তাক্ত পাথর কুড়িয়ে নিয়ে পুনরায় ছুঁড়তে শুরু করে। সুরাইয়ার মৃত্যু হয় অতঃপর।
এই হৃদয়বিদারক ঘটনাটি লিখেন একজন ইরানি লেখক। নাম, #ফ্রিদৌনি সাহেবজাম। সময়, উনিশশো নব্বই সাল। বইটি ইরান ব্যান্ড করে দেয়। বাস্তবিক একটা ঘটনার আদলে লেখা এই বই ইন্টারন্যাশনাল বেস্টসেলার হয়। দুই হাজার আট সালে এই বইটি স্ক্রিনে আনা হয় প্রথমবার। একটা সিনেমা বানানো হয়। নাম, "দ্য স্টোনিং অফ সুরাইয়া এম"। সিনেমার শর্ট রিভিউ আছে আমার। অনেক আগে দেখার পরও, কখনও এই সিনেমা সম্পর্কে বলিনি কাউকে। কারণ, এই সিনেমা কার মগজে কী পরিমাণ চাপ সৃষ্টি করতে পারে, তার কোনো ধারণাই আমার নেই। অহরহ স্ল্যাশার গেলা আমারই এই সিনেমা হজম হয়নি।
আমাদের প্রজন্ম চিন্তাভাবনা করে। বসে বসে গণ্ডি নির্ধারণ করে। সংস্কৃতি, শালীনতা, অশালীনতার সংজ্ঞা আওড়ায়। ধর্ষণের কারণ খুঁজে। সমস্যার উপায় খুঁজে। আঙুল তোলে, আর দেখায়, কিভাবে নারী নিরাপদ, কোথায় নারী নিরাপদ।
আজ আমার ওদের জানাতে ইচ্ছে করল, সারা গা আবৃত করে চলাফেরা করা একটা দেশে এক মধ্যবয়সী নারীকে পুরো গ্রাম পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে ফেলেছিল শুধুমাত্র একটা অপবাদ শুনে। যে অপবাদের এক ছটাক সত্যতাও ছিল না। ঐ নারী মৃত্যুর আগে সম্মুখে দাঁড়িয়ে তামাশা দেখা দোপেয়ে'দের একটি প্রশ্ন করে গিয়েছিলেন।
"আমি তোমাদের প্রতিবেশী,
তোমাদের সাথেই আহার করেছি,
আমি তোমাদের কন্যা,
আমি তোমাদের স্ত্রী,
আমি তোমাদেরই মা,
তোমরা একটা মানুষের সাথে কিভাবে এইরকম করতে পারো?
সুরাইয়ার চোখজোড়া দেখে তুরস্কের একজন কবি'র কিছু উদ্ধৃতি......
'আমি তোমাকে গোপন ক'রে রাখব, বিশ্বাস করো
আমি যা লিখি, যা আঁকি তার মধ্যে,
আমি যা গাই, যা বলি তার মধ্যে।
তুমি থাকবে অথচ কেউ জানবে না
এবং কেউ তোমাকে দেখতে পাবে না,
শুধু আমার চোখে তুমি বেঁচে থাকবে।'

16/09/2022

ছোটো পোশাক আপনাকে বিজ্ঞানী না বানালেও দেশের প্রধানমন্ত্রী বানায়। 😀

অভিনন্দন নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস! 🧡

16/09/2022

লিখেছেন Mahmudul Hassan Munna

Happy Independence Day to India, the greatest ever ally of Bangladesh  !~
15/08/2022

Happy Independence Day to India, the greatest ever ally of Bangladesh !~

মানব সভ্যতার ইতিহাসের নিকৃষ্টতম রাষ্ট্র পাকিস্তানের জন্মদিনে জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
14/08/2022

মানব সভ্যতার ইতিহাসের নিকৃষ্টতম রাষ্ট্র পাকিস্তানের জন্মদিনে জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

করোনা মহামারীর প্রকোপ কাটিয়ে উঠতে না উঠতেই বিশ্ব সম্মুখীন হয়েছে রাশিয়া-ইউক্রেন সংকটের। নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞায় বিশ...
29/07/2022

করোনা মহামারীর প্রকোপ কাটিয়ে উঠতে না উঠতেই বিশ্ব সম্মুখীন হয়েছে রাশিয়া-ইউক্রেন সংকটের। নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞায় বিশ্ব অর্থনীতি টালমাটাল। বিশ্বের বিভিন্ন উন্নত দেশের মুদ্রাস্ফীতির দিকে তাকালেই সংকটের তীব্রতা টের পাওয়া যাবে। দেশের অভ্যন্তরে অনেকে শুধু বাংলাদেশের মুল্যস্ফীতির কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু প্রকৃত পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থাই তুলনামূলক সহনীয় পর্যায়ে আছে।

বিভিন্ন দেশের মূল্যস্ফীতির চিত্র
যুক্তরাষ্ট্র ৯.১% (জুন ২০২২)
যুক্তরাজ্য ৯.৪% (জুন ২০২২)
জার্মানি ৮.২% (জুন ২০২২)
রাশিয়া ১৫.৯% (জুন ২০২২)
তুরস্ক ৭৮.৬% (জুন ২০২২)
নেদারল্যান্ডস ৯.৪% (জুন ২০২২)
শ্রীলঙ্কা ৩৯.৯% (জুন ২০২২)
পাকিস্তান ২১.৩২% (জুন ২০২২)

বাংলাদেশ ৭.৫৬% (জুন ২০২২)

#মূল্যস্ফীতি #বাংলাদেশ

Mohammad A. Arafat

সানি লিওন খুবই ভালো, খুবই লক্ষ্মী: দীঘিগান বাংলা টিভির মালিক কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে প্রথমবারে...
15/03/2022

সানি লিওন খুবই ভালো, খুবই লক্ষ্মী: দীঘি
গান বাংলা টিভির মালিক কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে প্রথমবারের মত বাংলাদেশে এসেছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। তার সঙ্গে এসেছিলেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবার।
রাজধানীর শেফস টেবিল কোর্ট সাইডে আয়োজিত এই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে সানি লিওন ছাড়াও ছিলেন বলিউড ও ঢালিউডের অনেক তারকা। সেখানে উপস্থিত ছিলেন ভারতের সংগীতশিল্পী কৈলাশ খের, নার্গিস ফাখরি, নুশরাত জাহান, যশ ও মিমি চক্রবর্তী।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। সানি লিওনের প্রতি মুগ্ধতা প্রকাশ করে দীঘি বলেন, সানি খুবই ভালো। যে যখন প্রবেশ করেছিল তখন আমি তার পেছনে দাঁড়িয়ে ছিলাম। পরে ও আমাকে পাশে নিয়ে দাঁড় করিয়েছে। ও আর ওর স্বামী আমাকে বললো আমার পাশে এসে দাঁড়াও কোনো সমস্যা নেই।
দীঘি বলেন, পরে আমি বললাম, সিউর? ও বললো ইয়েস, সিওর। পরে পাশে গিয়ে দাঁড়িয়েছি। স্টেজে উঠার পর আমি তার সঙ্গে ছবি তুলতে চাইলে ও বললো সিউর। পরে হাসি মুখে ছবি তুললো। ও খুবই ভালো, খুবই লক্ষ্মী। পরে আমরা সবাই স্টেজে নেচেছি। ওরা আমাদের একেবারে পরিচিতের মতো আপন করে নিয়েছিল, আমাদের সঙ্গে সেভাবেই এনজয় করেছে।
এর আগে বাংলাদেশের একটি সিনেমায় কাজ করার জন্য সরকারের কাছে অনুমতি চেয়েছিলেন সানি লিওন। তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রথমে তাকে অনুমতি দিলেও পরে তার বাংলাদেশে আসার অনুমতি বাতিল করে দেয়। তবে এবার ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছিলেন সানি লিওন।

জামসেদজির ব্যবসার দর্শন ছিল একটাই, বিশ্বজুড়ে তিনি ব্যবসার মাঝে ভালো ভালো চর্চা খুঁজে বেড়াবেন এবং সেগুলো লুফে নিয়ে ভারতে ...
03/03/2022

জামসেদজির ব্যবসার দর্শন ছিল একটাই, বিশ্বজুড়ে তিনি ব্যবসার মাঝে ভালো ভালো চর্চা খুঁজে বেড়াবেন এবং সেগুলো লুফে নিয়ে ভারতে প্রয়োগ করবেন। তিনি তার টেক্সটাইল মিলগুলোতে এমন এমন রীতির শুরু করেছিলেন, যা ছিল গোটা ভারতের কাছেই অজানা, যেমন পেনশন, বা অসুস্থদের জন্য আলাদা সুবিধা ইত্যাদি। তবে শুধু এগুলো করেই তিনি থেমে ছিলেন না। তিনি ইউরোপে গিয়ে দেখেছিলেন, সেখানে শিল্প বিপ্লব কীভাবে মানুষের জীবনকে বদলে দিয়েছে। তিনি চাইলেন, ভারতেও তিনি একটি শিল্প বিপ্লবের জন্ম দেবেন, ব্রিটিশদের অধীনের শিল্প বিপ্লব নয়, ভারতের নিজস্ব শিল্প বিপ্লব।

১৯০১ সালে তিনি প্রতিষ্ঠা করলেন একটি স্টিল প্রোডাকশন প্ল্যান্ট, যেটি ছিল অনেকটাই তার দেখা জার্মানির প্ল্যান্টগুলোর আদলে তৈরি। তিনি নায়াগ্রা ফলস পাওয়ার প্ল্যান্টও দেখেছিলেন, সেটার দেখাদেখি তিনি ১৯০৩ সালে একটি হাইড্রোইলেক্ট্রিক প্ল্যান্ট প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তবে সেটা সফল হওয়ার আগেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান।

জামসেদজি ট্যুরিজমের সত্যিকারের ক্ষমতা বুঝতে পেরেছিলেন ব্যবসা করতে গিয়ে এবং সে কারণে তার স্বপ্ন ছিল বিশ্ব জুড়ে একটি হোটেল চেইন তৈরি করা। সে স্বপ্নেরই ফল হিসেবে ভারত পেয়েছে তাজ মহল প্যালেস হোটেল, যেটি কি না এখনও ভারতের অন্যতম হোটেল।

https://roar.media/bangla/main/history/history-of-the-indian-business-empire-tata-group

আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের সাফল্যের সিংহভাগই এসেছে মাত্র একটি কোম্পানির হাত ধরে। কাগজে-কলমে এটি একটি প্রতিষ্ঠ...

কিয়েভ দখলে অবস্থানইউক্রেনের রাজধানী শহর কিয়েভ এখন পর্যন্ত মস্কোর অভিযানের মূল লক্ষ্যবস্তু। পূর্ব ও পশ্চিম দিক অগ্রসর হয়ে...
02/03/2022

কিয়েভ দখলে অবস্থান
ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ এখন পর্যন্ত মস্কোর অভিযানের মূল লক্ষ্যবস্তু। পূর্ব ও পশ্চিম দিক অগ্রসর হয়ে পুরো শহর ঘিরে ফেলার মতো অবস্থান তৈরি করছে রাশিয়া। বিশ্লেষকেরা বলেছেন, রাশিয়ার ৬৪ কিলোমিটার দীর্ঘ সামরিক বহরটি এখনো শহরের উত্তর দিকে অবস্থান করছে। পশ্চিম দিক থেকে আক্রমণের জন্য সেনাদের সহযোগিতা করতে এমন অবস্থান নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

খারকিভে যা চলছে
খারকিভ শহরে মর্টার শেল হামলা ও বিমান হামলা অব্যাহত আছে। বিশ্লেষকদের ধারণা, এখন বিমান হামলা চালালেও বুধ কিংবা বৃহস্পতিবার নতুন করে স্থল অভিযান শুরু করতে পারে রাশিয়া।

https://www.prothomalo.com/world/europe/%E0%A6%95%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87%E0%A6%AD-%E0%A6%A6%E0%A6%96%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%97%E0%A7%8B%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B6-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80?fbclid=IwAR0dQQ7iOkvo7Q4OkdHC01EYPj1iwyg7MD4ATWyVynPSjO4YNvkA_A2qHdA

ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের সপ্তম দিন চলছে আজ। ইতিমধ্যে কয়েকটি শহরের দখল নেওয়ার দাবি করেছে রাশিয়া। আ....

25/02/2022
Skåne, Sweden
17/02/2022

Skåne, Sweden

মুসলিম লীগ দলীয় বাঙালি সদস্যদের বাংলাকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে ভোট দেওয়ার খবর ঢাকায় এলে দারুণ প্রতিক্রিয়া দেখা দেয়। ম...
12/02/2022

মুসলিম লীগ দলীয় বাঙালি সদস্যদের বাংলাকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে ভোট দেওয়ার খবর ঢাকায় এলে দারুণ প্রতিক্রিয়া দেখা দেয়। মুসলিম লীগারদের উর্দুভাষা প্রীতির বিরুদ্ধে ঢাকায় ২৬ ফেব্রুয়ারি ছাত্র-ধর্মঘট পালিত হয়। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা রাজপথে বিক্ষোভ মিছিল শেষে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন পরিচালনার উদ্দেশ্যে ২ মার্চ ফজলুল হক হলে কামরুদ্দিন আহমদ-এর সভাপতিত্বে সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মীদের এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ভাষা আন্দোলনকে বেগবান করার জন্য ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ নামে সর্বদলীয় সংগঠন দাঁড় করানো হয়। সংগ্রাম পরিষদের ডাকে ১১, ১৩ ও ১৪ মার্চ (১৯৪৮) সারা পূর্ব বাংলায় হরতাল পালিত হয়। প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিনের বর্ধমান হাউজস্থ (বর্তমানে বাংলা একাডেমী ) বাসভবনে ১৫ মার্চ মুসলিম লীগ সংসদীয় দলের বৈঠকে ছাত্ররা বিক্ষোভ প্রদর্শনকরে। ঐদিনই প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আপস-রফা আলোচনা-বিতর্কের পর প্রধানমন্ত্রী নাজিমউদ্দিন ৭-দফা চুক্তি স্বাক্ষর করেন। দফাগুলি ছিল: ১. বন্দি-মুক্তি, ২. তদন্ত অনুষ্ঠান, ৩. ১৪৪ ধারা প্রত্যাহার, ৪. আন্দোলনকারীদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা রহিতকরণ, ৫. বাংলাকে প্রাদেশিক সরকারি ভাষার মর্যাদা প্রদান, ৬. শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রাদেশিক সংসদীয় সভায় বাংলার প্রচলন, ৭. সংবাদপত্রের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার। ছাত্রদের চাপে প্রধানমন্ত্রী ৭ম দফার পরে ৮ম দফায় নিজ হাতে লেখেন, ‘সংগ্রাম পরিষদের সাথে আলোচনার পর আমি এ ব্যাপারে নি:সন্দেহ হইয়াছি যে, এই আন্দোলন রাষ্ট্রের দুশমন দ্বারা অনুপ্রাণিত হয় নাই।’ এই চুক্তি ছিল বাঙালিদের এক বিশাল বিজয়ের প্রতীক।

বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ৩১ জানুয়ারি (১৯৫২) বিকেলে আওয়ামী মুসলিম লীগ ও পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টির উদ্যোগে ঢাকা বার লাইব্রেরীতে সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয়। মাওলানা ভাসানীর সভাপতিত্বে উক্ত সভায় সর্বসম্মতভাবে ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ’ গঠন করে নিম্নে বর্ণিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় : ক. চুক্তি ভঙ্গ করে খাজা নাজিমউদ্দিনের দম্ভোক্তির নিন্দা, খ. বাংলা ভাষা লেখার জন্য আরবি অক্ষর প্রচলনের অপচেষ্টায় ক্ষোভ প্রকাশ, গ. ৪ ফেব্রুয়ারি ছাত্রদের সাধারণ ধর্মঘটের প্রতি সমর্থন দান, ঘ. জননিরাপত্তা আইন প্রত্যাহার ও এই আইনের আওতায় বন্দি শেখ মুজিবুর রহমানের মুক্তি দাবি।

https://albd.org/bn/articles/news/31507/?fbclid=IwAR1PdWVLS8va7WgTPaXBy0Xs0nChhPTpJf-Jsadiz9y_LEFE_q2wNBaOe7k

এম. নজরুল ইসলামঃ বাঙালির মেরুদণ্ড মাতৃভাষা বাংলা-এই সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য পাকি¯ানের জš§ থেকেই বাঙালির...

Beautiful View from Thame Village, Everest Region, Solukhumbu. 😍Pic.
25/01/2022

Beautiful View from Thame Village, Everest Region, Solukhumbu. 😍
Pic.

দুবাইয়ের শাসকের ৬ হাজার কোটি টাকার বিবাহবিচ্ছেদপ্রথম আলো ডেস্কসংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহ...
22/12/2021

দুবাইয়ের শাসকের ৬ হাজার কোটি টাকার বিবাহবিচ্ছেদ
প্রথম আলো ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুমের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছে। বিচ্ছেদের জন্য স্ত্রী প্রিন্সেস হায়া বিনতে আল-হুসেইনকে সব মিলিয়ে ৫৫ কোটি পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ২১৫ কোটি টাকায়) পরিশোধ করতে হবে। মঙ্গলবার যুক্তরাজ্যের হাইকোর্ট বিচ্ছেদের জন্য অর্থের এই পরিমাণ ঠিক করে দেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪৭ বছর বয়সী প্রিন্সেস হায়া জর্ডানের সাবেক বাদশাহ হুসেইন বিন-তালালের মেয়ে। ৭২ বছর বয়সী ধনকুবের রশিদ আল-মাখতুমের ছয় স্ত্রীর মধ্যে তিনি কনিষ্ঠতম। দুই সন্তান নিয়ে ২০১৯ সালে দুবাই ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান প্রিন্সেস হায়া। তিনি এখন যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলের সুরিতে একটি বিলাসবহুল বাড়িতে সন্তানদের নিয়ে বসবাস করছেন।
যুক্তরাজ্যের হাইকোর্ট জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের জন্য প্রিন্সেস হায়াকে ২৫ কোটি ১৫ লাখ পাউন্ড প্রদান করতে হবে দুবাই শাসকের। এ ছাড়া লন্ডনে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের কেনসিংটন প্রাসাদের পাশের একটি বিলাসবহুল বাড়ি ও সুরির বাড়িটির নিয়ন্ত্রণ থাকবে হায়ার হাতে।

জীবন সংশয়ের আশঙ্কা প্রকাশ করে প্রিন্সেস হায়া সংবাদমাধ্যমকে বলেছেন, ভিন্নমতের কারণে রশিদ আল-মাখতুম তাঁর দুই মেয়ে শেখ লতিফা ও শেখ শামসাকে জোরপূর্বক আটকে রেখেছেন। বিবাহবিচ্ছেদের পর তাঁর ভাগ্যেও এমন কিছু ঘটতে পারে। এমনকি দুবাই ছাড়ার পরও তাঁকে এবং তাঁর সন্তানদের অপহরণের হুমকি দিয়েছেন রশিদ আল-মাখতুম।

এ জন্য প্রিন্সেস হায়াকে নিজের ও সন্তানদের নিরাপত্তা জোরদার করতে হয়েছে। বিচ্ছেদের জন্য দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন প্রিন্সেস হায়া। এর আগে চলতি বছর এক রায়ে যুক্তরাজ্যের হাইকোর্ট বলেছিলেন, দুবাইয়ের শাসক রশিদ আল-মাখতুম প্রিন্সেস হায়া, তাঁর নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ব্যক্তি এবং আইনজীবীদের মুঠোফোন স্পাইওয়ার পেগাসাস ব্যবহার করে বেআইনিভাবে হ্যাক করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন রশিদ আল-মাখতুম। সেই সময় তিনি বলেছিলেন, প্রিন্সেস হায়ার ক্ষতিসাধনের ইচ্ছে তাঁর নেই।

বিচ্ছেদের শুনানিতে বিচারপতি মুর বলেন, ‘যুক্তরাজ্যে অবস্থানরত প্রিন্সেস হায়া ও তাঁর সন্তানেরা ঝুঁকিতে রয়েছেন। তাঁরা বাইরের কোনো উৎস থেকে নয়, বরং নিজেদের পরিবারের পক্ষ থেকে হুমকি পাচ্ছেন। এই মুহূর্তে তাঁদের কঠোর নিরাপত্তার প্রয়োজন রয়েছে।’

বিশ্ব ইতিহাসে অন্যতম ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ বলা হচ্ছে এটিকে। এর আগে ২০১৯ সালে আমাজনের প্রতিষ্ঠাতা ধনকুবের জেফ বেজোস ও স্ত্রী ম্যাকেনজি বেজোসের বিচ্ছেদ হয়। এ জন্য ধনকুবেরকে গুনতে হয় প্রায় ৩ হাজার ৮০০ কোটি ডলার।

New Forest National Park, England 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿
17/12/2021

New Forest National Park, England 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿

USA 🇺🇸, Hawaii, Maui, Haleakala volcano
17/12/2021

USA 🇺🇸, Hawaii, Maui, Haleakala volcano

Peyto Lake, Banff, Alberta, Canada
17/12/2021

Peyto Lake, Banff, Alberta, Canada

A place near heaven !!!
12/12/2021

A place near heaven !!!

A quite place to take rest
12/12/2021

A quite place to take rest

Sea view in the far north
12/12/2021

Sea view in the far north

Somewhere in the Scandinavia Scandinivia
12/12/2021

Somewhere in the Scandinavia Scandinivia

Address

Dhaka
1218

Telephone

+8801830986659

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asad Noor Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asad Noor Travels:

Videos

Share

Category

Nearby travel agencies