Travelers Of Sikkim

Travelers Of Sikkim Budget friendly Tour Organizer. Specialist For,
Sikkim
Kashmir
Darjeeling
Meghalaya
(47)

01/01/2024

New Year Offer!!!
আজকে রাত ১০টার মধ্যে বুকিংয়ে থাকছে ননএসির খরচে এসি বাসে সিকিম ট্যুর!
১১,১৮ এবং ২৫শে জানুয়ারী সিকিম ট্যুর।

24/12/2023
22/12/2023

সিকিম! ১০,৯৯৯ রুপিতে ঘুরে আসুন ঢাকা থেকে বরফ রাজ্য সিকিম 🔥

☎️ বিস্তারিত কথা বলতে,
+8801683392605
Call/WhatsApp

☃️ Join Our Sikkim Travelling Group
Travelers of Sikkim
=====

✅ মাত্র ১৮,৫০০রুপিতে,
২৭শে জানুয়ারী ঢাকা থেকে ভূ-স্বর্গ কাশ্মীর ট্যুর।
বিস্তারিত এই লিংকে,
https://m.facebook.com/story.php?story_fbid=328675319918910&id=100083293333332&mibextid=Nif5oz

=====

⛔ গাড়ির সামনে-পিছনে বসা নিয়ে সমস্যা।রুম শেয়ারিং সমস্যা। অনাকাঙ্খিত পরিস্থিতিতে ধৈর্য্য ধরতে পারেন না।
তাহলে আপনার প্রতি অনুরোধ এই ট্যুর আপনার জন্য নয়।
রোড ব্লক বা পার্মিশন ইস্যু এর জন্য কোন স্পটে ট্যুর করতে না পারলে এ-নিয়ে কোন ধরনের অভিযোগ গ্রহণযোগ্য নয়।

🔲 অবশ্যই চ্যাংড়াবান্ধা বর্ডার দিয়ে ট্যুরিস্ট ভিসা থাকতে হবে।

✅ অন্য বর্ডার হলে শিলিগুড়ি এসে জয়েন করতে পারবেন, চ্যাংড়াবান্ধা টীমের সাথে টাইমিং মিলিয়ে।

💰 জানুয়ারী সিকিম ট্যুর ইভেন্ট ফিঃ
সিঙ্গেলঃ ১১,০০০ রুপি।
কাঁপলঃ ১১,৫০০×২=২৩,০০০ রুপি।
সিঙ্গেল রুম ১জনঃ ১৪,০০০রুপি।
(সিঙ্গেল ছেলে/মেয়ে/কাঁপল/পরিবার সবাই জয়েন করতে পারবেন)

🔲 শিশু পলিসিঃ
৫ বছর ফুল পেমেন্ট।
৫ বছর এর নিচে আলোচনা সাপেক্ষে।

=========================

✅ জানুয়ারীতে সিকিম ট্যুর,(ঢাকা-সিকিম-ঢাকা)
▪️১১-১৬ই জানুয়ারী,
▪️১৮-২৩শে জানুয়ারী এবং
▪️২৫-৩০শে জানুয়ারী।

🎯 ২/৩/৪/৫/৬++ জন হলে যে-কোন দিনেই ট্যুর করতে পারেন। প্রাইস কতজন হবেন এবং কবে ট্যুর করবেন তার উপর নির্ধারণ হবে।

🔲 শুধুমাত্র বাংলাদেশী ট্যুরিস্টদের জন্য,

✅ সিকিম ট্যুরে যা যা থাকছেঃ
🔲 ঢাকা-চ্যাংড়াবান্দা-সিকিম-গ্যাংটক-ছাঙ্গু লেক-গ্যাংটক-লাচুং-ইয়ামথাংভ্যালী-গ্যাংটক- চ্যাংড়াবান্দা-ঢাকা।
-সকল ট্রান্সপোর্ট(ননএসি বাস/নন-এসি জীপ/
( বাস বর্ডার-গ্যাংটক- বর্ডার)।
-১ জীপ ৮ জন/সীট ক্যাপাসিটি অনুযায়ী।
🔲 শেয়ার বেসিস হোটেলে থাকা।
গ্যাংটক ৩ রাত এবং লাচুং ১রাত।
🔲 সাঙ্গুলেক অথবা গ্যাংটক সিটি ট্যুর।
🔲 প্যাকেজে উল্লেখিত খাবার।
🔲 সাঙ্গু লেক পারমিশন ফি।
🔲 নর্থ সিকিম পার্মিট ফি।
🔲 ০ পয়েন্ট/কাটাও (অতিরিক্ত ফি সাপেক্ষে)
🔲 লোকাল গাইড ফি লাচুং এবং ছাঙ্গু লেক, (চেকপোস্ট ফর্মালিটিস এর জন্য)।

🚫 যা যা থাকছে না
🔲 বর্ডারে কোন প্রকার খরচ।
🔲 ০ পয়েন্ট/কাটাও খরচ।
🔲 এন্ট্রি/পার্কিং ফি।
🔲 প্যাকেজে উল্লেখ নেই/অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বৃদ্ধিপ্রাপ্ত এমন কোন খরচ।

⛔বিঃদ্রঃ শীগ্রই নর্থ সিকিম পুরনো রোড চালু হবে, যদি না হয় তাহলে ২রাত নর্থ সিকিমে থাকতে হবে এর জন্য জনপ্রতি অতিরিক্ত ১,৫০০রুপি খরচ হবে।

✅ সিকিম ট্যুর বিস্তারিত এই লিংকে,
https://www.facebook.com/100083293333332/posts/340351722084603/

Dhaka Office:
✅All Rights Reserved
Ettihad Holidays

111-No Basabo,Dutch Bangla Bank sub bulding,1st Floor,Basabo Bus Stand mahasarak Jame masjid, (Basabo-Madartek road),Dhaka-1214

20/12/2023

চলুন সবচেয়ে কম খরচে ঢাকা থেকে কাশ্মীর।
২৭শে জানুয়ারী।

মাত্র ১০,৯৯৯ রুপিতে ঘুরে আসুন ঢাকা থেকে অনিন্দ্য সুন্দর বরফ রাজ্য সিকিমে 🔥☎️ বিস্তারিত কথা বলতে,+8801683392605Call/Whats...
20/12/2023

মাত্র ১০,৯৯৯ রুপিতে ঘুরে আসুন ঢাকা থেকে অনিন্দ্য সুন্দর বরফ রাজ্য সিকিমে 🔥

☎️ বিস্তারিত কথা বলতে,

+8801683392605
Call/WhatsApp

+8801793392605
Call Only

⛔ গাড়ির সামনে-পিছনে বসা নিয়ে সমস্যা।রুম শেয়ারিং সমস্যা। অনাকাঙ্খিত পরিস্থিতিতে ধৈর্য্য ধরতে পারেন না।
তাহলে আপনার প্রতি অনুরোধ এই ট্যুর আপনার জন্য নয়।
রোড ব্লক বা পার্মিশন ইস্যু এর জন্য কোন স্পটে ট্যুর করতে না পারলে এ-নিয়ে কোন ধরনের অভিযোগ গ্রহণযোগ্য নয়।

🔲 অবশ্যই চ্যাংড়াবান্ধা বর্ডার দিয়ে ট্যুরিস্ট ভিসা থাকতে হবে।
✅ অন্য বর্ডার হলে শিলিগুড়ি এসে জয়েন করতে পারবেন, চ্যাংড়াবান্ধা টীমের সাথে টাইমিং মিলিয়ে।

💰 ইভেন্ট ফিঃ
🔸সিঙ্গেলঃ ১১,০০০ রুপি।
🔸কাঁপলঃ ১১,৫০০×২=২৩,০০০ রুপি।
🔸সিঙ্গেল রুম ১জনঃ ১৪,০০০রুপি।
(সিঙ্গেল ছেলে/মেয়ে/কাঁপল/পরিবার সবাই জয়েন করতে পারবেন)

🔲 শিশু পলিসিঃ
৫ বছর ফুল পেমেন্ট।
৫ বছর এর নিচে আলোচনা সাপেক্ষে।

=========================

🟢 জানুয়ারী ট্যুর

▪️১১-১৬ জানুয়ারী।

▪️১৮-২৩ জানুয়ারী।

▪️২৫-৩০ জানুয়ারী।

🎯 ২/৩/৪/৫/৬++ জন হলে যে-কোন দিনেই ট্যুর করতে পারেন। প্রাইস কতজন হবেন এবং কবে ট্যুর করবেন তার উপর নির্ধারণ হবে।

🔲 শুধুমাত্র বাংলাদেশী ট্যুরিস্টদের জন্য,

🚍 ইকোনমি এসি বাস এড করলে জনপ্রতি ৮২০টাকা বৃদ্ধি পাবে।

⛄ বুকিং কনফার্ম এর জন্য জনপ্রতি
৫,০০০টাকা প্রদান করতে হবে।
৫,০০০টাকা= ৩,৫০০রুপি।
Send Money bKash, (খরচ লাগবে না)
+8801683392605 (Ahmad Mansur)

✅ ট্যুরের বাকি পেমেন্ট ইন্ডিয়া পোঁছে প্রদান করবেন,
▪️সিঙেল- ৭,৫০০রুপি।
▪️কাপল- ৮,০০০×২=১৬,০০০রুপি।

🔲 সম্ভাব্য ট্যুর প্ল্যানঃ
১১,০০০ রুপি থেকে শুরু,এটি একটি বাজেট ট্যুর।

🌙১ম রাতঃ
ঢাকা (টেকনিক্যাল) থেকে নন এসি বাসে চ্যাংড়াবান্ধার উদ্দেশ্যে রওয়ানা।

🌅 ১ম দিনঃ
বর্ডার ফর্মালিটিজ পূরণ করে নির্দিষ্ট গাড়ি (বাস)করে রংপো চেকপোস্ট পৌঁছে, রংপো থেকে পারমিশন নিয়ে রওয়ানা হব গ্যাংটকের উদ্দেশ্যে। যাত্রা পথে কিছু ভিউ পয়েন্ট দেখেতে-দেখতে পৌছাবো গ্যাংটক। গ্যাংটক পৌছে হোটেল চেক-ইন করে এমজি মার্জের আশে-পাশে হেটে ঘুরে বা আড্ডায় সময় কাটাবো, আড্ডা শেষে হোটেলে চলে আসবো খাওয়া-দাওয়া তারপর ঘুম।
🍱খাবারঃ

ইন্ডিয়া সাইডে দুপুর এবং রাতের খাবার।

🌅 ২য় দিনঃ
সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে ৯টায় চলে যাবো ছাঙ্গু লেক।ছাঙ্গু লেক ঘুরে, দুপুরের খাবার খেয়ে গ্যাংটক এর আসে পাশে ঘুরাঘুরি,আড্ডা ও গল্পে সময় কাটাব।

🚫যদি কোন সমস্যা বা কোন কারনে ছাঙ্গু লেক পারমিশন না মিলে তাহলে গ্যাংটক সিটি ট্যুর করব এবং রাতে গ্যাংটক থাকবো।

🍱খাবারঃ সকাল, দুপুর এবং রাতের ৩ বেলা খাবার।

🌅 ৩য় দিনঃ
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমাদের রিজার্ভ করা গাড়ী নিয়ে ১০.৩০টায় রওনা হবো লাচুং এর উদ্দেশ্যে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দেখতে-দেখতে লাচুং পৌছাবো প্রায় বিকাল/সন্ধায়, যাত্রা পথে লাঞ্চ করে নিব। যাত্রা পথে দেখবোঃ নাগা ফলস, তিস্তা ড্যাম ইত্যাদি দেখে লাচুং চলে যাবো। লাচুং পৌছে হোটেল চেক-ইন করে সবাই আড্ডায়/নিজেদের মত সময় কাটাবো এবং রাতের খাবার খেয়ে ঘুম।

🍱খাবারঃ সকাল, দুপুর এবং রাতের ৩ বেলা খাবার।

🌅 ৪র্থ দিনঃ
ভোর সকাল ৬টায়, ঘুম থেকে উঠে ইয়াম্থাং ভ্যালির উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। দুপুর পর্যন্ত ইয়াম্থাং ভ্যালি এবং ০ পয়েন্টে খেলাধুলা করে সময় কাটিয়ে লাঞ্চ করে আবার গ্যাংটক ব্যাক করবো এবং রাতে গ্যাংটক থাকবো।

🚫 ০ পয়েন্ট/কাটাও প্যাকেজে ইনক্লুড থাকবে না,
(এক্সট্রা চার্জ সাপেক্ষে যেতে হবে)।

🍱খাবারঃ সকাল, দুপুর এবং রাতের ৩ বেলা খাবার।

🌅 ৫ম দিনঃ
সকালে ঘুম থেকে উঠে ৬টায় গ্যাংটক থেকে চ্যাংড়াবান্ধা পৌঁছে বর্ডার পার হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো।

🍱খাবারঃ
সকাল এর নাস্তা /(প্যাকিং) এবং দুপুরের খাবার।

✅ খাবার বিস্তারিতঃ

🔲 সকালঃ
পুরি+সবজি।
অথবা,ব্রেড+ অমলেট/জ্যাম।
অথবা, প্যাকিং খাবার।

🔲 দুপুর/রাতঃ সেট মেনু,
✅ চিকেন/ফিস/ডিম কারী +ভাত+সবজি+পাপর+ডাল+লংকা+পেয়াজ।

🟢লাচুংয়ে ভেজ এবং ডিম থালি।

🔥 ১টি ব্যুফে টাইপ ডিনার ❤️

⛔ সিকিমের খাবারের স্বাদ বাংলাদেশ থেকে অনেকটাই ভিন্ন এবং হালাল চিকেন পাওয়া দুঃষ্কর তবে আমাদের চেষ্টা থাকবে সাধ্যমত ভাল খাবারের আয়োজন রাখা।

HOTEL:

🔲GANGTOK:
Indrakhil/Zambala/Ridge Hotel OR SIMILAR.

🔲 LACHUNG:
LACHUNG STANDARD.

📣বাংলাদেশীদের সিকিম পারমিট এর জন্য, মোট ৫ সেটঃ
▪️পাসপোর্ট কপি।
▪️ভিসা কপি।
▪️পাসপোর্ট সাইজ ছবি।

✅ যা যা থাকছেঃ
🔲 ঢাকা-চ্যাংড়াবান্দা-সিকিম-গ্যাংটক-ছাঙ্গু লেক-গ্যাংটক-লাচুং-ইয়ামথাং ভ্যালী-
গ্যাংটক-চ্যাংড়াবান্দা-ঢাকা।
-সকল ট্রান্সপোর্ট(ননএসি বাস/নন-এসি জীপ/( বাস বর্ডার-গ্যাংটক- বর্ডার)।
-১ জীপ ৮ জন/সীট ক্যাপাসিটি অনুযায়ী।
🔲 শেয়ার বেসিস হোটেলে থাকা।
গ্যাংটক ৩রাত এবং লাচুং ১রাত।
🔲 ০ পয়েন্ট ভ্রমণ (পার্মিশন ফি সাপেক্ষে)।
🔲 সাঙ্গুলেক অথবা গ্যাংটক সিটি ট্যুর।
🔲 প্যাকেজে উল্লেখিত খাবার।
🔲 লাচুং এবং সাঙ্গু লেক পারমিশন ফি।
🔲 লোকাল গাইড ফি (লাচুং এবং ছাঙ্গু) (চেকপোস্ট ফর্মালিটিস এর জন্য)।

🚫 যা যা থাকছে না
🔲 বর্ডারে কোন প্রকার খরচ।
🔲 ০ পয়েন্ট যাবার খরচ।
🔲 পার্কিং/এন্ট্রি ফি।
🔲 প্যাকেজে উল্লেখ নেই/অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বৃদ্ধিপ্রাপ্ত এমন কোন খরচ।.

⛔বিঃদ্রঃ শীগ্রই নর্থ সিকিম পুরনো রোড চালু হবে, যদি না হয় তাহলে ২রাত নর্থ সিকিমে থাকতে হবেএর জন্য জনপ্রতি অতিরিক্ত ১,৫০০রুপি খরচ হবে।

Dhaka Office:
111-No Basabo,Dutch Bangla Bank sub Branch Building, 1st Floor,Basabo Bus Stand mahasarak Jame masjid, (Basabo-Madertek road),Dhaka-1214

13/12/2023

মাত্র ১১,৯৯৯ রুপিতে ২১শে ডিসেঃ ঘুরে আসুন ঢাকা থেকে বরফ রাজ্য সিকিম 🔥

☎️ বিস্তারিত কথা বলতে,
+8801683392605
Call/WhatsApp

+8801793392605
Call Only

☃️ Join Our Sikkim Travelling Group
Travelers of Sikkim

=====

✅ মাত্র ১৮,৫০০রুপিতে,
২৭শে জানুয়ারী ঢাকা থেকে ভূ-স্বর্গ কাশ্মীর ট্যুর।
বিস্তারিত এই লিংকে,
https://m.facebook.com/story.php?story_fbid=328675319918910&id=100083293333332&mibextid=Nif5oz

=====

⛔ গাড়ির সামনে-পিছনে বসা নিয়ে সমস্যা।রুম শেয়ারিং সমস্যা। অনাকাঙ্খিত পরিস্থিতিতে ধৈর্য্য ধরতে পারেন না।
তাহলে আপনার প্রতি অনুরোধ এই ট্যুর আপনার জন্য নয়।
রোড ব্লক বা পার্মিশন ইস্যু এর জন্য কোন স্পটে ট্যুর করতে না পারলে এ-নিয়ে কোন ধরনের অভিযোগ গ্রহণযোগ্য নয়।

🔲 অবশ্যই চ্যাংড়াবান্ধা বর্ডার দিয়ে ট্যুরিস্ট ভিসা থাকতে হবে।

✅ অন্য বর্ডার হলে শিলিগুড়ি এসে জয়েন করতে পারবেন, চ্যাংড়াবান্ধা টীমের সাথে টাইমিং মিলিয়ে।

💰 ২১শে ডিসেম্বর ইভেন্ট ফিঃ
সিঙ্গেলঃ ১২,০০০ রুপি।
কাঁপলঃ ১৩,০০০×২=২৬,০০০ রুপি।
(সিঙ্গেল ছেলে/মেয়ে/কাঁপল/পরিবার সবাই জয়েন করতে পারবেন)

🔲 শিশু পলিসিঃ
৫ বছর ফুল পেমেন্ট।
৫ বছর এর নিচে আলোচনা সাপেক্ষে।

=========================

🟢 ডিসেম্বর ট্যুর
▪️ ২১-২৬ ডিসেম্বর।

✅ জানুয়ারীতেও আমাদের ট্যুর থাকবে,
১১,১৮এবং ২৫শে জানুয়ারী।

🎯 ২/৩/৪/৫/৬++ জন হলে যে-কোন দিনেই ট্যুর করতে পারেন। প্রাইস কতজন হবেন এবং কবে ট্যুর করবেন তার উপর নির্ধারণ হবে।

🔲 শুধুমাত্র বাংলাদেশী ট্যুরিস্টদের জন্য,

✅ সিকিম ট্যুরে যা যা থাকছেঃ
🔲 ঢাকা-চ্যাংড়াবান্দা-সিকিম-গ্যাংটক-ছাঙ্গু লেক-গ্যাংটক-লাচুং-ইয়ামথাংভ্যালী-গ্যাংটক- চ্যাংড়াবান্দা-ঢাকা।
-সকল ট্রান্সপোর্ট(ননএসি বাস/নন-এসি জীপ/
( বাস বর্ডার-গ্যাংটক- বর্ডার)।
-১ জীপ ৮ জন/সীট ক্যাপাসিটি অনুযায়ী।
🔲 শেয়ার বেসিস হোটেলে থাকা।
গ্যাংটক ৩ রাত এবং লাচুং ১রাত।
🔲 সাঙ্গুলেক অথবা গ্যাংটক সিটি ট্যুর।
🔲 প্যাকেজে উল্লেখিত খাবার।
🔲 সাঙ্গু লেক পারমিশন ফি।
🔲 নর্থ সিকিম পার্মিট ফি।
🔲 ০ পয়েন্ট/কাটাও (অতিরিক্ত ফি সাপেক্ষে)
🔲 লোকাল গাইড ফি লাচুং এবং ছাঙ্গু লেক, (চেকপোস্ট ফর্মালিটিস এর জন্য)।

🚫 যা যা থাকছে না
🔲 বর্ডারে কোন প্রকার খরচ।
🔲 ০ পয়েন্ট/কাটাও খরচ।
🔲 এন্ট্রি/পার্কিং ফি।
🔲 প্যাকেজে উল্লেখ নেই/অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বৃদ্ধিপ্রাপ্ত এমন কোন খরচ।

⛔বিঃদ্রঃ ১৬ই ডিসেম্বর নর্থ সিকিম পুরনো রোড চালু হবে, যদি না হয় তাহলে ২রাত নর্থ সিকিমে থাকতে হবে এর জন্য জনপ্রতি অতিরিক্ত ১,৫০০রুপি খরচ হবে।

✅ সিকিম ট্যুর বিস্তারিত এই লিংকে,

https://www.facebook.com/100083293333332/posts/334700179316424/

Dhaka Office:
✅All Rights Reserved
Ettihad Holidays
111-No Basabo,Dutch Bangla Bank sub Branch Building, 1st Floor,Basabo Bus Stand mahasarak Jame masjid, (Basabo-Madartek road),Dhaka-1214

10/12/2023

মাত্র ১০,৯৯৯ রুপিতে ঘুরে আসুন ঢাকা থেকে বরফ রাজ্য সিকিম 🔥

☎️ বিস্তারিত কথা বলতে,
+8801683392605
Call/WhatsApp

+8801793392605
Call Only

☃️ Join Our Sikkim Travelling Group
Travelers of Sikkim

=====
✅ মাত্র ১৮,৫০০রুপিতে,
২৭শে জানুয়ারী ঢাকা থেকে ভূ-স্বর্গ কাশ্মীর ট্যুর।
বিস্তারিত এই লিংকে,
https://m.facebook.com/story.php?story_fbid=328675319918910&id=100083293333332&mibextid=Nif5oz
=====

⛔ গাড়ির সামনে-পিছনে বসা নিয়ে সমস্যা।রুম শেয়ারিং সমস্যা। অনাকাঙ্খিত পরিস্থিতিতে ধৈর্য্য ধরতে পারেন না।
তাহলে আপনার প্রতি অনুরোধ এই ট্যুর আপনার জন্য নয়।
রোড ব্লক বা পার্মিশন ইস্যু এর জন্য কোন স্পটে ট্যুর করতে না পারলে এ-নিয়ে কোন ধরনের অভিযোগ গ্রহণযোগ্য নয়।

🔲 অবশ্যই চ্যাংড়াবান্ধা বর্ডার দিয়ে ট্যুরিস্ট ভিসা থাকতে হবে।
✅ অন্য বর্ডার হলে শিলিগুড়ি এসে জয়েন করতে পারবেন, চ্যাংড়াবান্ধা টীমের সাথে টাইমিং মিলিয়ে।

💰 ১৪ই ডিসেম্বর ইভেন্ট ফিঃ
সিঙ্গেলঃ ১১,০০০ রুপি।
কাঁপলঃ ১২,০০০×২=২৪,০০০ রুপি।
(সিঙ্গেল ছেলে/মেয়ে/কাঁপল/পরিবার সবাই জয়েন করতে পারবেন)

💰 ২১শে ডিসেম্বর ইভেন্ট ফিঃ
সিঙ্গেলঃ ১২,০০০ রুপি।
কাঁপলঃ ১৩,০০০×২=২৬,০০০ রুপি।
(সিঙ্গেল ছেলে/মেয়ে/কাঁপল/পরিবার সবাই জয়েন করতে পারবেন)

🔲 শিশু পলিসিঃ
৫ বছর ফুল পেমেন্ট।
৫ বছর এর নিচে আলোচনা সাপেক্ষে।
=========================

🟢 ডিসেম্বর ট্যুর
▪️১৪-১৯ এবং ২১-২৬।

🎯 ২/৩/৪/৫/৬++ জন হলে যে-কোন দিনেই ট্যুর করতে পারেন। প্রাইস কতজন হবেন এবং কবে ট্যুর করবেন তার উপর নির্ধারণ হবে।

🔲 শুধুমাত্র বাংলাদেশী ট্যুরিস্টদের জন্য,

✅ সিকিম ট্যুরে যা যা থাকছেঃ
🔲 ঢাকা-চ্যাংড়াবান্দা-সিকিম-গ্যাংটক-ছাঙ্গু লেক-গ্যাংটক-লাচুং-ইয়ামথাংভালী-গ্যাংটক- চ্যাংড়াবান্দা-ঢাকা।
-সকল ট্রান্সপোর্ট(ননএসি বাস/নন-এসি জীপ/
( বাস বর্ডার-গ্যাংটক- বর্ডার)।
-১ জীপ ৮ জন/সীট ক্যাপাসিটি অনুযায়ী।
🔲 শেয়ার বেসিস হোটেলে থাকা।
গ্যাংটক ৩ রাত এবং লাচুং ১রাত।
🔲 সাঙ্গুলেক অথবা গ্যাংটক সিটি ট্যুর।
🔲 প্যাকেজে উল্লেখিত খাবার।
🔲 সাঙ্গু লেক পারমিশন ফি।
🔲 নর্থ সিকিম পার্মিট ফি।
🔲 ০ পয়েন্ট/কাটাও (অতিরিক্ত ফি সাপেক্ষে)
🔲 লোকাল গাইড ফি লাচুং এবং ছাঙ্গু লেক, (চেকপোস্ট ফর্মালিটিস এর জন্য)।

🚫 যা যা থাকছে না
🔲 বর্ডারে কোন প্রকার খরচ।
🔲 ০ পয়েন্ট/কাটাও খরচ।
🔲 এন্ট্রি/পার্কিং ফি।
🔲 প্যাকেজে উল্লেখ নেই/অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বৃদ্ধিপ্রাপ্ত এমন কোন খরচ।

⛔বিঃদ্রঃ ১৬ই ডিসেম্বর নর্থ সিকিম পুরনো রোড চালু হবে, যদি না হয় তাহলে ২রাত নর্থ সিকিমে থাকতে হবে এর জন্য জনপ্রতি অতিরিক্ত ১,৫০০রুপি খরচ হবে।

✅ সিকিম ট্যুর বিস্তারিত এই লিংকে,
https://www.facebook.com/100083293333332/posts/334700179316424/

Dhaka Office:
111-No Basabo,Dutch Bangla Bank sub Branch Building, 1st Floor,Basabo Bus Stand mahasarak Jame masjid, (Basabo-Madartek road),Dhaka-1214

29/11/2023

১৮,৫০০রুপিতে কাশ্মীর ট্যুর 🔥
অফার প্রাইসে ঢাকা থেকে কাশ্মীর

কাশ্মীর ট্যুর সকলের কাছেই একটা স্বপ্ন, একটা অন্যরকম অনুভূতির বিষয়।

(আমরা বরাবরই বাজেট টাইপ প্যাকেজ করি, তাই মানিয়ে নেয়া এবং সহযোগিতা সম্পন্ন মানসিকতা থাকলেই আমাদের সাথে জয়েন করুন)
=====
🔲 ✅ ১০,৯৯৯রুপিতে বরফ রাজ্য সিকিম ট্যুর ১১ই জানুয়ারী বিস্তারিত,
https://www.facebook.com/100083293333332/posts/340351722084603/
====

▪️জনপ্রতি ১৮,৫০০রুপি মাত্র ঢাকা-কাশ্মীর-ঢাকা 🔥

☃️Join Our Travelling Group
Travelers of Sikkim


✅ কাঁপলদের ক্ষেত্রে পারসোনাল রুম আলাদা খরচ নেই।
✅৪ রাত শ্রীনগর হোটেল এবং ১রাত ডাল লেক
হাউজ বোটে মোট ৫ রাত কাশ্মীরে থাকা।
✅ ১রাত কলকাতায় হোটেলে থাকার খরচ।

🚍 সম্ভাব্য জানুয়ারী ২৭তারিখ ঢাকা থেকে রওয়ানা।

⛔বুকিং নেয়া হবে ট্রেনের টিকিট থাকা সাপেক্ষে।

========

☎️ বিস্তারিত কথা বলতে,
+8801683392605
WhatsApp /Call

+8801793392605
Only Call.

✅ ভ্রমণের বর্ণনাঃ
❤️ ভূ-স্বর্গ কাশ্মীর গ্রুপ ট্যুর

(🚍🚈 বাই রোড ঢাকা-কলকাতা- কাশ্মীর-কলকাতা-ঢাকা)

ভ্রমণ তারিখঃ সম্ভাব্য ২৭শে জানুয়ারী রাতে ঢাকা থেকে ট্রেনে।

✅ প্যাকেজ অন্তর্ভুক্ত:
▪️ঢাকা-দর্শনা-ঢাকা সরাসরি নন-এসি ট্রেন/বাস।
▪️গেদে-কলকাতা-গেদে ট্রেন।
▪️কলকাতায় শেয়ারিং বেসিস ১রাত থাকার খরচ।
▪️কোলকাতা-জাম্মু-কোলকাতা নন-এসি স্লিপার ট্রেন।
▪️জাম্মু-বানিহাল-জাম্মু গাড়ী (জীপ)।
▪️বানিহাল-শ্রীনগর-বানিহাল ট্রেন টিকিট।
▪️সকাল ও রাতের ২ বেলার খাবার (ইন্ডিয়া সাইডে)
▪️আমরা ৫ রাত শ্রীনগরে থাকবো এবং শ্রীনগর
থেকে পেহেল গাও,সোনমার্গ এবং গুলমার্গ,
ডে-ট্রীপ করবো।
▪️শ্রীনগর সিটি ট্রিপ।
▪️৫ রাতের ১রাত হাউজবোটে থাকা।
▪️পেহেলগামের আরু ভ্যালী, বেতাব ভ্যালী ও
চন্দনওয়ারীর জন্য গাড়ি রোড খোলা থাকলে।
▪️ প্রতিদিন সাইটসিন এর জন্য রিজার্ভ গাড়ী
▪️ শিকারা রাইড ১ঘন্টা
▪️ সকল ধরনের লোকাল ট্রান্সপোর্ট

⛔ প্যাকেজ অন্তর্ভুক্ত নয়:
🔸 প্রতিদিন দুপুরের খাবার
🔸যে কোন রাইড ও এন্ট্রি টিকেট
🔸প্যাকেজে উল্লেখ নেই/অনাকাঙ্খিত পরিস্থিতিতে বৃদ্ধি প্রাপ্ত খরচ।

Hotel:
Srinagar :-Hotel Junaed Residency
Or Similar Hotel (Walking distance To Dal lake.)

সম্ভাব্য ভ্রমণ বিস্তারিতঃ
🌙১ম রাতঃ
ঢাকা থেকে ট্রেনে দর্শনার উদ্দেশ্যে রওয়ানা।
🍱 খাবার থাকবে না।

🌄 ১ম দিন:
সকাল গেদে বর্ডার পার হয়ে গেদে থেকে ট্রেনে কলকাতা রওয়ানা। রাতে কলকাতা থাকা।
🍱 কলকাতায় রাতের খাবার।

🌄 ২য় দিন:
কোলকাতা থেকে সকাল এর নন-এসি স্লিপার ট্রেনে জাম্মুর উদ্দেশ্যে রওয়ানা।
🍱 খাবারঃ সকাল এবং রাত।

🌄 ৩য় দিন:
ফুল ডে ট্রেনে।
🍱 খাবারঃ সকাল এবং রাত।

🌄 ৪র্থ দিন:
সকালেই পৌঁছে যাব জাম্মু রওয়ানা হব শ্রীনগর লম্বা জার্নির কষ্ট থেকে রিলাক্স হতে রেস্ট এবং নিজদেরমত ডাল লেক এর আশেপাশে সময় কাটানো।
সন্ধ্যায় হোটেলে পৌঁছে যাব।
🍱 খাবারঃ সকাল এবং রাতের খাবার।

🌄 ৫ম দিন:
সকালের নাস্তা করে বেরিয়ে পরবো সিটি ট্যুরে।
ঘুরবো মুগল গার্ডেন, পুরনো সিটি ইত্যাদি।
বিকেলের দিকে ১ঘন্টা শিকারা রাইড।
🍱খাবার:সকাল এবং রাত।

🌄 ৬ষ্ঠ দিন:
শ্রীনগর থেকে পেহেলগাম "ভ্যালি অফ শেফার্ডস" হয়ে দর্শনীয় স্থান পরিদর্শন করবো জাফরান ফিল্ডস এবং ক্রিকেট ব্যাট কারখানা, পেহেলগাম ভারতীয় চলচ্চিত্র শিল্পের সবচেয়ে বিখ্যাত স্থান। পেহেলগাম আমরা বেতাব উপত্যকাও দেখবো (বেতাব উপত্যকা পেহেলগাম থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। সানি দেওল-অমৃতা সিং হিট প্রথম চলচ্চিত্র বেতাব থেকে এই উপত্যকার নামটি পেয়েছেন। সবুজ ঘাস, তুষার আচ্ছাদিত পাহাড় এবং পাহাড়ে ঘেরা উপত্যকা। ঘন গাছপালা দ্বারা আচ্ছাদিত) এবং আরু উপত্যকা (আরু উপত্যকা একটি ছোট কিন্তু স্বয়ংসম্পূর্ণ প্রাকৃতিক গ্রাম), চন্দনওয়ারি যাব এই সুন্দর জায়গাগুলি উপভোগ করার পরে শ্রীনগর হোটেলে ফিরে আসব,রাত্রি যাপন হোটেল।
🍱 খাবারঃ সকাল এবং রাতের খাবার।

🌄 ৭ম দিন:
সকালের নাস্তা শেষে ১৬ শতকে কাশ্মীরি রোমান্টিক কবি দ্বারা আবিষ্কৃত "ফুলের তৃণভূমি" গুলমার্গের উদ্দেশ্যে রওনা হব, বন্য ফুলে ঢাকা ঘাসের ঢালে অনুপ্রাণিত হব।গুলমার্গ মে মাস পর্যন্ত বরফ পাওয়া যায়। গুলমার্গে পৌঁছানোর পরে আমাদের গাড়ি পার্কিং এলাকায় বা হোটেলে দাঁড়াবে কারণ গুলমার্গে আমাদের গাড়ির ভিতরে প্রবেশের অনুমতি নেই এবং অভ্যন্তরীণ দর্শনীয় স্থানগুলি যা আপনাকে হাঁটা বা ঘোড়ায় চড়ে (আপনার নিজের খরচে) করতে হবে। শীতকালে গুলমার্গকে ভারী তুষারপাতের কারণে আরও সুন্দর দেখায় এবং ভারতের প্রধান স্কি রিসোর্টে পরিণত হয়৷ গুলমার্গে বিশ্বের সেরা স্কি ঢালগুলির মধ্যে একটি এবং ১৮টি গর্ত সহ সর্বোচ্চ গলফ কোর্স রয়েছে যা গুলমার্গ থেকে কাংডুর ১ম গন্ডোলা রাইডের মাধ্যমে প্রতিদিন উপভোগ করা যায়৷১ম ফেজ এবং দ্বিতীয় ফেজ গন্ডুলা টিকিট আমরা ব্যবস্থা করবো। গুলমার্গ থেকে শ্রীনগর ফিরে নিজেদের মত সময় কাটাবো, শ্রীনগরের হোটেলে রাত্রি যাপন।
🍱 খাবারঃ সকাল এবং রাতের খাবার।

🌄 ৮ম দিন:
সকালের নাস্তার পর সোনামার্গের উদ্দেশ্যে একদিনের ভ্রমণের জন্য রওয়ানা হব। সোনামার্গ নামটি এসেছে দুটি কাশ্মীরি শব্দ "সন" এবং "মার্গ" থেকে যার অর্থ "সোনা" এবং "মেডো", একত্রিত হলে এর অর্থ "সোনার তৃণভূমি" শ্রীনগর থেকে ড্রাইভ। সোনামার্গ খুব সুন্দর কারণ আপনি কিছু শহর এবং গ্রামের মধ্য দিয়ে যাবেন, অনেক জায়গায় আপনি একপাশে বয়ে যাওয়া নদী সহ ধানক্ষেতের দৃশ্য উপভোগ করতে পারবেন। (সোনামার্গে আপনি থাজওয়াস হিমবাহ পরিদর্শন করতে পারেন যা সোনামার্গ থেকে প্রায় ৪ কিমি দূরে একটি লোকাল ট্যাক্সি বা পনি রাইড ভাড়া করতে হবে (আপনার নিজস্ব খরচে) সারা দিন উপভোগ করার পরে সন্ধ্যায় শ্রীনগরে ফিরে যাব, শ্রীনগরের হাউজ বোটে রাত্রি যাপন করব।
🍱 খাবারঃ সকাল এবং রাতের খাবার।

🌄 ৯ম দিন :
ভোরেই শ্রীনগর থেকে জাম্মুর উদ্দেশ্যে যাত্রা
হোটেলে সকালে নাস্তার পরে মিষ্টি-মধুর কিছু স্মৃতি সহ শ্রীনগর থেকে ট্রেনে করে বানিহাল হয়ে জাম্মুতে চলে যাবো। সন্ধ্যা বা রাতের ট্রেনে কোলকাতার উদ্দেশ্যে যাত্রা।
🍱 খাবারঃ সকাল এবং রাত।

🌄 ১০ম দিন :
ট্রেনে জার্নি ফুল ডে।
🍱 খাবারঃ সকাল এবং রাত।

🌄১১তম দিন :
কোলকাতা এসে পৌঁছাব এবং সেদিনই গেদে হয়ে
ঢাকার উদ্দেশে রওয়ানা দিব।
🍱 খাবারঃ সকালের নাস্তা।

🌄 ১২তম দিন:
সকালেই ঢাকা পৌঁছে যাব।

------------------------------------------

🟩 অবশ্যই পালনীয় 🟩
ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে। ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে। আমরা শালীনতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব। অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব। পরিস্থিতি বিবেচনায় ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন হতে পারে এবং কোন স্পট বাদ যেতে পারে।

------------------------------------------

⛔ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বৃদ্ধি প্রাপ্ত খরচ গেস্টদের মধ্যে সমানভাবে ভাগ করা হবে।
প্যাকেজ নন-এসি স্লিপার ট্রেনে করা হয়েছে, আপনার বুকিং এর পর ট্রেন টিকিট না পাওয়া গেলে অতিরিক্ত খরচে টিকিট ক্রয় করতে হলে তা গেস্ট বহন করবেন।
জাম্মু থেকে কলকাতায় পৌঁছাতে দেরি হলে যদি কলকাতায় অতিরিক্ত রাত থাকার প্রয়োজন হয় তা গেস্ট বহন করবেন।

------------------------------------------
চাইল্ড পলিসিঃ
৫বছর সম্পূর্ণ ফি।
৫ বছর এর নিচে আলোচনা সাপেক্ষে।

অবশ্যই বুকিং মানি অফেরতযোগ্য।তবে আপনার পরিবর্তে অন্য কাউকে পাঠাতে পারবেন।
প্রাথমিক বুকিং কনফার্ম করার জন্য ডিসেম্বর ২০ তারিখ এর মধ্যে অফিসে অগ্রিম ৫,০০০ টাকা অথবা ব্যাংকের মাধ্যমে ৫,০০০ টাকা দিয়ে প্রাথমিক বুকিং কনফার্ম করবেন এবং জানুয়ারী ১০তারিখ এর মধ্যে আরো ১০,০০০টাকা অগ্রিম বাবদ প্রদান করে পূর্ণাঙ্গ বুকিং কনফার্ম করবেন। বাকি এমাউন্ট ইন্ডিয়াতে আমাদের হোস্ট এর কাছে দিবেন।

বাংলাদেশে প্রদানকৃত টাকা এর ক্ষেত্রে
মোট ১৫,০০০টাকা বর্ডার এক্সচেঞ্জ রেট হিসেবে রুপি নির্ধারণ হবে।

All rights reserved
✅ Ettihad Holidays

🏠Dhaka Office:
111-No Basabo,Dutch Bangla Bank sub Brunch Building, 1st Floor,Basabo Bus Stand mahasarak Jame masjid, (Basabo-Madartek road),Dhaka-1214

১৮,৫০০রুপিতে কাশ্মীর ট্যুর 🔥কাশ্মীর ট্যুর সকলের কাছেই একটা স্বপ্ন, একটা অন্যরকম অনুভূতির বিষয়। (আমরা বরাবরই বাজেট টাইপ ...
29/11/2023

১৮,৫০০রুপিতে কাশ্মীর ট্যুর 🔥

কাশ্মীর ট্যুর সকলের কাছেই একটা স্বপ্ন, একটা অন্যরকম অনুভূতির বিষয়।

(আমরা বরাবরই বাজেট টাইপ প্যাকেজ করি, তাই মানিয়ে নেয়া এবং সহযোগিতা সম্পন্ন মানসিকতা থাকলেই আমাদের সাথে জয়েন করুন)

▪️জনপ্রতি ১৮,৫০০রুপি।
☃️Join Our Travelling Group
Travelers of Sikkim

কাঁপলদের ক্ষেত্রে পারসোনাল রুম আলাদা খরচ নেই।

✅ ৪ রাত শ্রীনগর হোটেল এবং ১রাত ডাল লেক
হাউজ বোটে মোট ৫ রাত কাশ্মীরে থাকা।

✅ ১রাত কলকাতায় হোটেলে থাকার খরচ।

🚍 সম্ভাব্য জানুয়ারী ২৭তারিখ ঢাকা থেকে রওয়ানা।

⛔বুকিং নেয়া হবে ট্রেনের টিকিট থাকা সাপেক্ষে।

========

☎️ বিস্তারিত কথা বলতে,
+8801683392605
WhatsApp /Call

✅ ভ্রমণের বর্ণনাঃ
❤️ ভূ-স্বর্গ কাশ্মীর গ্রুপ ট্যুর

(🚍🚈 বাই রোড ঢাকা-কলকাতা- কাশ্মীর-কলকাতা-ঢাকা)

ভ্রমণ তারিখঃ সম্ভাব্য ২৭শে জানুয়ারী রাতে ঢাকা থেকে ট্রেনে।

✅ প্যাকেজ অন্তর্ভুক্ত:
▪️ঢাকা-দর্শনা-ঢাকা সরাসরি নন-এসি ট্রেন।
▪️গেদে-কলকাতা-গেদে ট্রেন।
▪️কলকাতায় শেয়ারিং বেসিস ১রাত থাকার খরচ।
▪️কোলকাতা-জাম্মু-কোলকাতা নন-এসি স্লিপার ট্রেন।
▪️জাম্মু-বানিহাল-জাম্মু গাড়ী (জীপ)।
▪️বানিহাল-শ্রীনগর-বানিহাল ট্রেন টিকিট।
▪️সকাল ও রাতের ২ বেলার খাবার (ইন্ডিয়া সাইডে)
▪️আমরা ৫ রাত শ্রীনগরে থাকবো এবং শ্রীনগর
থেকে পেহেল গাও,সোনমার্গ এবং গুলমার্গ,
ডে-ট্রীপ করবো।
▪️শ্রীনগর সিটি ট্রিপ।
▪️৫ রাতের ১রাত হাউজবোটে থাকা।
▪️পেহেলগামের আরু ভ্যালী, বেতাব ভ্যালী ও
চন্দনওয়ারীর জন্য গাড়ি রোড খোলা থাকলে।
▪️ প্রতিদিন সাইটসিন এর জন্য রিজার্ভ গাড়ী
▪️ শিকারা রাইড ১ঘন্টা
▪️ সকল ধরনের লোকাল ট্রান্সপোর্ট

⛔ প্যাকেজ অন্তর্ভুক্ত নয়:
🔸 প্রতিদিন দুপুরের খাবার
🔸 গন্ডুলা টিকিট
🔸যে কোন রাইড ও এন্ট্রি টিকেট
🔸প্যাকেজে উল্লেখ নেই/অনাকাঙ্খিত পরিস্থিতিতে বৃদ্ধি প্রাপ্ত খরচ।

Hotel:
Srinagar :-Hotel Junaed Residency
Or Similar Hotel (Walking distance To Dal lake.)

সম্ভাব্য ভ্রমণ বিস্তারিতঃ
🌙১ম রাতঃ
ঢাকা থেকে ট্রেনে দর্শনার উদ্দেশ্যে রওয়ানা।
🍱 খাবার থাকবে না।

🌄 ১ম দিন:
সকাল গেদে বর্ডার পার হয়ে গেদে থেকে ট্রেনে কলকাতা রওয়ানা। রাতে কলকাতা থাকা।
🍱 কলকাতায় রাতের খাবার।

🌄 ২য় দিন:
কোলকাতা থেকে সকাল এর নন-এসি স্লিপার ট্রেনে জাম্মুর উদ্দেশ্যে রওয়ানা।
🍱 খাবারঃ সকাল এবং রাত।

🌄 ৩য় দিন:
ফুল ডে ট্রেনে।
🍱 খাবারঃ সকাল এবং রাত।

🌄 ৪র্থ দিন:
সকালেই পৌঁছে যাব জাম্মু রওয়ানা হব শ্রীনগর লম্বা জার্নির কষ্ট থেকে রিলাক্স হতে রেস্ট এবং নিজদেরমত ডাল লেক এর আশেপাশে সময় কাটানো।
সন্ধ্যায় হোটেলে পৌঁছে যাব।
🍱 খাবারঃ সকাল এবং রাতের খাবার।

🌄 ৫ম দিন:
সকালের নাস্তা করে বেরিয়ে পরবো সিটি ট্যুরে।
ঘুরবো মুগল গার্ডেন, পুরনো সিটি ইত্যাদি।
বিকেলের দিকে ১ঘন্টা শিকারা রাইড।
🍱খাবার:সকাল এবং রাত।

🌄 ৬ষ্ঠ দিন:
শ্রীনগর থেকে পেহেলগাম "ভ্যালি অফ শেফার্ডস" হয়ে দর্শনীয় স্থান পরিদর্শন করবো জাফরান ফিল্ডস এবং ক্রিকেট ব্যাট কারখানা, পেহেলগাম ভারতীয় চলচ্চিত্র শিল্পের সবচেয়ে বিখ্যাত স্থান। পেহেলগাম আমরা বেতাব উপত্যকাও দেখবো (বেতাব উপত্যকা পেহেলগাম থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। সানি দেওল-অমৃতা সিং হিট প্রথম চলচ্চিত্র বেতাব থেকে এই উপত্যকার নামটি পেয়েছেন। সবুজ ঘাস, তুষার আচ্ছাদিত পাহাড় এবং পাহাড়ে ঘেরা উপত্যকা। ঘন গাছপালা দ্বারা আচ্ছাদিত) এবং আরু উপত্যকা (আরু উপত্যকা একটি ছোট কিন্তু স্বয়ংসম্পূর্ণ প্রাকৃতিক গ্রাম), চন্দনওয়ারি যাব এই সুন্দর জায়গাগুলি উপভোগ করার পরে শ্রীনগর হোটেলে ফিরে আসব,রাত্রি যাপন হোটেল।
🍱 খাবারঃ সকাল এবং রাতের খাবার।

🌄 ৭ম দিন:
সকালের নাস্তা শেষে ১৬ শতকে কাশ্মীরি রোমান্টিক কবি দ্বারা আবিষ্কৃত "ফুলের তৃণভূমি" গুলমার্গের উদ্দেশ্যে রওনা হব, বন্য ফুলে ঢাকা ঘাসের ঢালে অনুপ্রাণিত হব।গুলমার্গ মে মাস পর্যন্ত বরফ পাওয়া যায়। গুলমার্গে পৌঁছানোর পরে আমাদের গাড়ি পার্কিং এলাকায় বা হোটেলে দাঁড়াবে কারণ গুলমার্গে আমাদের গাড়ির ভিতরে প্রবেশের অনুমতি নেই এবং অভ্যন্তরীণ দর্শনীয় স্থানগুলি যা আপনাকে হাঁটা বা ঘোড়ায় চড়ে (আপনার নিজের খরচে) করতে হবে। শীতকালে গুলমার্গকে ভারী তুষারপাতের কারণে আরও সুন্দর দেখায় এবং ভারতের প্রধান স্কি রিসোর্টে পরিণত হয়৷ গুলমার্গে বিশ্বের সেরা স্কি ঢালগুলির মধ্যে একটি এবং ১৮টি গর্ত সহ সর্বোচ্চ গলফ কোর্স রয়েছে যা গুলমার্গ থেকে কাংডুর ১ম গন্ডোলা রাইডের মাধ্যমে প্রতিদিন উপভোগ করা যায়৷১ম ফেজ এবং দ্বিতীয় ফেজ গন্ডুলা টিকিট আমরা ব্যবস্থা করবো। গুলমার্গ থেকে শ্রীনগর ফিরে নিজেদের মত সময় কাটাবো, শ্রীনগরের হোটেলে রাত্রি যাপন।
🍱 খাবারঃ সকাল এবং রাতের খাবার।

🌄 ৮ম দিন:
সকালের নাস্তার পর সোনামার্গের উদ্দেশ্যে একদিনের ভ্রমণের জন্য রওয়ানা হব। সোনামার্গ নামটি এসেছে দুটি কাশ্মীরি শব্দ "সন" এবং "মার্গ" থেকে যার অর্থ "সোনা" এবং "মেডো", একত্রিত হলে এর অর্থ "সোনার তৃণভূমি" শ্রীনগর থেকে ড্রাইভ। সোনামার্গ খুব সুন্দর কারণ আপনি কিছু শহর এবং গ্রামের মধ্য দিয়ে যাবেন, অনেক জায়গায় আপনি একপাশে বয়ে যাওয়া নদী সহ ধানক্ষেতের দৃশ্য উপভোগ করতে পারবেন। (সোনামার্গে আপনি থাজওয়াস হিমবাহ পরিদর্শন করতে পারেন যা সোনামার্গ থেকে প্রায় ৪ কিমি দূরে একটি লোকাল ট্যাক্সি বা পনি রাইড ভাড়া করতে হবে (আপনার নিজস্ব খরচে) সারা দিন উপভোগ করার পরে সন্ধ্যায় শ্রীনগরে ফিরে যাব, শ্রীনগরের হাউজ বোটে রাত্রি যাপন করব।
🍱 খাবারঃ সকাল এবং রাতের খাবার।

🌄 ৯ম দিন :
ভোরেই শ্রীনগর থেকে জাম্মুর উদ্দেশ্যে যাত্রা
হোটেলে সকালে নাস্তার পরে মিষ্টি-মধুর কিছু স্মৃতি সহ শ্রীনগর থেকে ট্রেনে করে বানিহাল হয়ে জাম্মুতে চলে যাবো। সন্ধ্যা বা রাতের ট্রেনে কোলকাতার উদ্দেশ্যে যাত্রা।
🍱 খাবারঃ সকাল এবং রাত।

🌄 ১০ম দিন :
ট্রেনে জার্নি ফুল ডে।
🍱 খাবারঃ সকাল এবং রাত।

🌄১১তম দিন :
কোলকাতা এসে পৌঁছাব এবং সেদিনই গেদে হয়ে
ঢাকার উদ্দেশে রওয়ানা দিব।
🍱 খাবারঃ সকালের নাস্তা।

🌄 ১২তম দিন:
সকালেই ঢাকা পৌঁছে যাব।

------------------------------------------

🟩 অবশ্যই পালনীয় 🟩
ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে। ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে। আমরা শালীনতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব। অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব। পরিস্থিতি বিবেচনায় ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন হতে পারে এবং কোন স্পট বাদ যেতে পারে।

------------------------------------------

⛔ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বৃদ্ধি প্রাপ্ত খরচ গেস্টদের মধ্যে সমানভাবে ভাগ করা হবে।
প্যাকেজ নন-এসি স্লিপার ট্রেনে করা হয়েছে, আপনার বুকিং এর পর ট্রেন টিকিট না পাওয়া গেলে অতিরিক্ত খরচে টিকিট ক্রয় করতে হলে তা গেস্ট বহন করবেন।
জাম্মু থেকে কলকাতায় পৌঁছাতে দেরি হলে যদি কলকাতায় অতিরিক্ত রাত থাকার প্রয়োজন হয় তা গেস্ট বহন করবেন।

------------------------------------------
চাইল্ড পলিসিঃ
৫বছর সম্পূর্ণ ফি।
৫ বছর এর নিচে আলোচনা সাপেক্ষে।

অবশ্যই বুকিং মানি অফেরতযোগ্য।তবে আপনার পরিবর্তে অন্য কাউকে পাঠাতে পারবেন।
প্রাথমিক বুকিং কনফার্ম করার জন্য ডিসেম্বর ১০ তারিখ এর মধ্যে অফিসে অগ্রিম ৫,০০০ টাকা অথবা ব্যাংকের মাধ্যমে ৫,০০০ টাকা দিয়ে প্রাথমিক বুকিং কনফার্ম করবেন এবং জানুয়ারী ১০তারিখ এর মধ্যে আরো ১০,০০০টাকা অগ্রিম বাবদ প্রদান করে পূর্ণাঙ্গ বুকিং কনফার্ম করবেন। বাকি এমাউন্ট ইন্ডিয়াতে আমাদের হোস্ট এর কাছে দিবেন।

বাংলাদেশে প্রদানকৃত টাকা এর ক্ষেত্রে
মোট ১৫,০০০টাকা বর্ডার এক্সচেঞ্জ রেট হিসেবে রুপি নির্ধারণ হবে।

All rights reserved
✅ Ettihad Holidays
Associate with...
Sukhim Guest House
Travelers of Sikkim

Dhaka Office:
111-No Basabo,Dutch Bangla Bank sub Branch Building, 1st Floor,Basabo Bus Stand mahasarak Jame masjid, (Basabo-Madartek road),Dhaka-1214



@topfansg

29/11/2023

সাইক্লোন অফার বাজেট ট্যুরে কাশ্মীর
ঢাকা-কাশ্মীর-ঢাকা
ঢাকা থেকে ২৭শে জানুয়ারী
বুকিং শেষ তারিখ ১০ই ডিসেম্বর।

29/11/2023

শর্ত সাপেক্ষে চালু হচ্ছে
সিকিমের লাচুং,ইয়ামথাং এবং ০ পয়েন্ট।
১লা ডিসেম্বর থেকে।

28/11/2023

অফার প্রাইসে চলুন সিকিম+দার্জিলিং।
ঢাকা থেকে ৭ই ডিসেম্বর।

মাত্র ১০১,৯৯৯ রুপিতে ঘুরে আসুন ঢাকা থেকে সিকিম এবং দার্জিলিং 🔥☎️ বিস্তারিত কথা বলতে,+8801683392605Call/WhatsApp ⛔ গাড়ির ...
20/11/2023

মাত্র ১০১,৯৯৯ রুপিতে ঘুরে আসুন ঢাকা থেকে
সিকিম এবং দার্জিলিং 🔥

☎️ বিস্তারিত কথা বলতে,
+8801683392605
Call/WhatsApp

⛔ গাড়ির সামনে-পিছনে বসা নিয়ে সমস্যা।রুম শেয়ারিং সমস্যা। অনাকাঙ্খিত পরিস্থিতিতে ধৈর্য্য ধরতে পারেন না।
তাহলে আপনার প্রতি অনুরোধ এই ট্যুর আপনার জন্য নয়।
রোড ব্লক বা পার্মিশন ইস্যু এর জন্য কোন স্পটে ট্যুর করতে না পারলে এ-নিয়ে কোন ধরনের অভিযোগ গ্রহণযোগ্য নয়।

🔲 অবশ্যই চ্যাংড়াবান্ধা বর্ডার দিয়ে ট্যুরিস্ট ভিসা থাকতে হবে।
✅ অন্য বর্ডার হলে শিলিগুড়ি এসে জয়েন করতে পারবেন, চ্যাংড়াবান্ধা টীমের সাথে টাইমিং মিলিয়ে।

💰 ইভেন্ট ফিঃ ১৪-১৯
সিঙ্গেলঃ ১২,০০০ রুপি।
কাঁপলঃ ১৩,০০০×২=২৬,০০০ রুপি।
▪️১জন সিঙ্গেল রুম নিলে ১৫,০০০রুপি।
(সিঙ্গেল ছেলে/মেয়ে/কাঁপল/পরিবার সবাই জয়েন করতে পারবেন)

🔲 শিশু পলিসিঃ
৫ বছর ফুল পেমেন্ট।
৫ বছর এর নিচে আলোচনা সাপেক্ষে।
=========================

🎯 ২/৩/৪/৫/৬++ জন হলে যে-কোন দিনেই ট্যুর করতে পারেন। প্রাইস কতজন হবেন এবং কবে ট্যুর করবেন তার উপর নির্ধারণ হবে।

🔲 শুধুমাত্র বাংলাদেশী ট্যুরিস্টদের জন্য,

🚍 ইকোনমি এসি বাস এড করলে জনপ্রতি ৮২০টাকা বৃদ্ধি পাবে।

⛄ বুকিং কনফার্ম এর জন্য জনপ্রতি
৫,০০০টাকা প্রদান করতে হবে।
৫,০০০টাকা= ৩,৫০০রুপি।
Send Money bKash/Nagad, (খরচ লাগবে না)
+8801683392605 (Ahmad Mansur)

🔳 বাকি পেমেন্ট ইন্ডিয়া পোঁছে প্রদান
করবেন ১৪ই ডিসেম্বর ট্যুর এর ক্ষেত্রে
▪️সিঙেল- ৮,৫০০রুপি।
▪️কাপল- ৯,৫০০×২=১৯,০০০ রুপি।

🔲সম্ভাব্য ট্যুর বিস্তারিত:
🌙 ১ম রাত:
ঢাকা টেকনিক্যাল থেকে বুড়িমারীর উদ্দেশ্যে রওয়ানা।

🌄 ১ম দিন:
বর্ডার ফর্মালিটিজ শেষ করে চ্যাংড়াবান্ধা থেকে সরাসরি বা শিলিগুড়ি হয়ে দার্জিলিং এর উদ্দেশ্য রওয়ানা হব। পথিমধ্যে প্রকৃতির অপরূপ দৃশ্য অবলোকন করতে করতে পৌঁছে যাব সন্ধ্যারাত অবধি দার্জিলিংয়ে। হোটেলে রাত্রিযাপন।

🍱 খাবার: দুপুর এবং রাতের খাবার।

🌄 ২য় দিন:
ভোর ৩টার মধ্যে উঠে ফ্রেশ হয়ে নিব। গাড়ি চলে আসলে,৪টার পর পরই বের হয়ে পরব টাইগারহিলে কাঞ্চনজঙ্গার গায়ে সূর্যদয় দেখতে। ফিরে এসে নাস্তা করে,একে একে কভার করবো দার্জিলিং এর জনপ্রিয় ভ্রমণস্পট।রাতে দার্জিলং থাকা।

🍱 খাবার:সকাল,দুপুর এবং রাতের খাবার।

🌄 ৩য় দিন:
নাস্তা করে সকাল ৯টার মধ্যে রুম চেক-আউট করে বেরিয়ে পরবো গ্যাংটক এর জন্য। পথিমধ্যে লামাহাট্টার সৌন্দর্য অবলোকন করতে করতে পৌঁছে যাব মনোরম পরিবেশের গ্যাংটক।রাতে গ্যাংটক থাকা।

🍱 খাবার: সকাল, দুপুর এবং রাতের খাবার।

🌄 ৪র্থ দিনঃ
সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে ৯টায় চলে যাবো ছাঙ্গু লেক।ছাঙ্গু লেক ঘুরে, দুপুরের খাবার খেয়ে গ্যাংটক এর আসে পাশে ঘুরাঘুরি,আড্ডা ও গল্পে সময় কাটাব।

🚫যদি কোন সমস্যা বা কোন কারনে ছাঙ্গু লেক পারমিশন না মিলে তাহলে গ্যাংটক সিটি ট্যুর করব এবং রাতে গ্যাংটক থাকবো।

🍱খাবারঃ সকাল, দুপুর এবং রাতের ৩ বেলা খাবার।

🌄 ৫ম দিনঃ
সকালে ঘুম থেকে উঠে ৬টায় গ্যাংটক থেকে চ্যাংড়াবান্ধা পৌঁছে বর্ডার পার হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো।

🍱খাবারঃ
সকাল এর নাস্তা/(প্যাকিং খাবার) এবং দুপুরের খাবার।

✅ খাবার বিস্তারিতঃ
🔲 সকালঃ
পুরি+সবজি।
অথবা,ব্রেড+ অমলেট/জ্যাম।
অথবা, প্যাকিং খাবার।

🔲 দুপুর/রাতঃ সেট মেনু,
✅ চিকেন/ফিস/ডিম কারী +ভাত+সবজি+পাপর+ডাল+লংকা+পেয়াজ।

🔥 ১টি স্পেশাল ব্যুফে টাইপ ডিনার ❤️

⛔ সিকিমের খাবারের স্বাদ বাংলাদেশ থেকে অনেকটাই ভিন্ন এবং হালাল চিকেন পাওয়া দুঃষ্কর তবে আমাদের চেষ্টা থাকবে সাধ্যমত ভাল খাবারের আয়োজন রাখা।

HOTEL:
🔳 Hotel Dewachen retreat/Hotel Highland In or Similar.
🔲GANGTOK:
Sukhim Guest House OR SIMILAR.

📣বাংলাদেশীদের সিকিম পারমিট এর জন্য, মোট ৫ সেটঃ
▪️পাসপোর্ট কপি।
▪️ভিসা কপি।
▪️পাসপোর্ট সাইজ ছবি।

✅ যা যা থাকছেঃ
🔲 ঢাকা-চ্যাংড়াবান্দা-দার্জিলিং-সিকিম-গ্যাংটক-ছাঙ্গু লেক-গ্যাংটক- চ্যাংড়াবান্দা-ঢাকা।
-সকল ট্রান্সপোর্ট(ননএসি বাস/নন-এসি জীপ/( বাস বর্ডার-গ্যাংটক- বর্ডার)।
-১ জীপ ৮ জন/সীট ক্যাপাসিটি অনুযায়ী।
🔲 শেয়ার বেসিস হোটেলে থাকা।
গ্যাংটক ২রাত এবং দার্জিলিং ২রাত।
🔲 দার্জিলিং সিটি ট্যুর।
🔲 টাইগার হিল।
🔲 সাঙ্গুলেক অথবা গ্যাংটক সিটি ট্যুর।
🔲 প্যাকেজে উল্লেখিত খাবার।
🔲 সাঙ্গু লেক পারমিশন ফি।
🔲 লোকাল গাইড ফি ছাঙ্গু লেক) (চেকপোস্ট ফর্মালিটিস এর জন্য)।

🚫 যা যা থাকছে না
🔲 বর্ডারে কোন প্রকার খরচ।
🔲 এন্ট্রি/পার্কিং ফি।
🔲 প্যাকেজে উল্লেখ নেই/অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বৃদ্ধিপ্রাপ্ত এমন কোন খরচ।.

Dhaka Office:
111-No Basabo,Dutch Bangla Bank sub Branch Building, 1st Floor,Basabo Bus Stand mahasarak Jame masjid, (Basabo-Madartek road),Dhaka-1214

Address

Dhaka Office:Atish Deepankar Road, Basabo Bus Stand Mohasarak Jame Masjid, (Dutch Bangla Bank Building, 1st Floor) Dhaka Gangtok Office:Nam Nang Rd, (Near Pantaloons Shop), Opp. Citizen Bank, Mg Mar
Dhaka
1214

Opening Hours

Monday 12:05 - 20:00
Tuesday 12:05 - 20:00
Wednesday 12:05 - 20:00
Thursday 12:05 - 20:00
Saturday 12:05 - 20:00
Sunday 12:05 - 20:00

Telephone

+8801683392605

Alerts

Be the first to know and let us send you an email when Travelers Of Sikkim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby travel agencies