The Peace of Islam

The Peace of Islam We have to know about right way to lead peacefully life.
(1)

21/08/2023

যতদিন মানুষ হারামকে হারাম বলে পরোয়া করবে না।মানুষের কল্যাণ নেই, মানুষের নিস্তার নেই,হালাল উপায় উপার্জন করা টাকা, পৈতৃক সূত্রে মালিক হওয়া সম্পদকে মানুষ লোভে পড়ে হারাম ভাবে বৃদ্ধি করতে গিয়ে ডেকে আনে নিজের দুনিয়ার সর্বনাশ, আর আখেরাতে তো রয়েছেই ভয়াবহ শাস্তি,মানুষের উচিত আল্লাহ যা হারাম করেছে তা থেকে সব পরিস্থিতিতে এড়িয়ে চলা। আর আল্লাহ যা হালাল করেছে যেকোনো পরিস্থিতিতে তাতে সন্তুষ্ট থাকা।আল্লাহ লোভী ও হারামখোরদের জন্য দুনিয়া ও আখেরাতে অপমান আর লাঞ্ছনা ছাড়া কিছুই রাখেনা।
আমি কাউকে অপমান করে কথা বলিনি আমি আমার পরিচিতদের আত্মীয়-স্বজনদের মন থেকে নিষেধ করেছি তাই আজ তাদের এই দুরবস্থায় আমি আমার মনের ভার পরিষ্কার করেছি। কেউ ব্যক্তিগত ভাবে এটাকে দেখবেন না ভবিষ্যতে এরকম আরো অনেক খাদ আসবে নিজেদেরকে হালাল অর্থ সম্পদে সীমিত রাখুন।

15/08/2023
17/07/2023

আপনি যখন বুঝতে পারেন যে আমি আপনাকে ঘৃণা করছি, নিশ্চিত জানবেন— কেবল আল্লাহর জন্যই এই ঘৃণা।
আবার, যখন বুঝতে পারবেন যে আপনাকে আমি ভালোবাসছি, তখনও নিশ্চিত হোন— এই ভালোবাসাও কেবল আল্লাহর জন্যেই৷

আমাদের ভালোবাসা আর ঘৃণার মাঝামাঝি কিছু নেই এবং সেসবের কোনো কিছু ব্যক্তিগত ও নয়৷

10/07/2023

একজন ফোন দিয়ে জানতে চাইলেন, 'সাবেরা' নাম রাখা যাবে কি না? আমি সোজা না করে দিলাম। কিন্তু এর অর্থ তো সুন্দর-"ধৈর্যশীলা"। এরপরও না করলাম।

অনেকেই সন্তানদের নাম রাখেন, সাবের/ সাবেরা।
মনে রাখবেন, নামের অর্থের উপর মানুষের প্রভাব থাকে অনেকভাগ।

অনেক মানুষ আল্লাহর কাছে দুয়া করে, আল্লাহ যেন সবুরকারীদের অন্তর্ভুক্ত করেন। ধৈর্য্য বাড়িয়ে দেন।

আমাদের সুনানে নাসায়ির উস্তাদ, হাফিজ মাওলানা মুফতি সিদ্দিক আহমদ চিশতি হুজুর হাফিযাহুল্লাহ আমাদেরকে ছাত্রজীবনে এমন দুয়া করতে নিষেধ করতেন।

তিনি বলতেন, আল্লাহর কাছে শুকুরগোজার বান্দা হওয়ার তাওফিক চাইবে। কৃতজ্ঞ হওয়ার, ধৈর্যের নয়।

কারণ ধৈর্য্য যে চাইবে, তার উপর বিপদ আসতেই থাকবে। আর সে ধৈর্যের পরীক্ষা দিতেই থাকবে। যদিও তার বিনিময় বিরাট। কিন্তু এই পরীক্ষা কষ্টের।

পক্ষান্তরে শুকরিয়া আদায় করলে, আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেবেন, এটি তাঁর ওয়াদা। তিনি বলেন,

لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ
যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দেবো।
(সুরা ইবরাহীম, ৭)

হ্যাঁ, বিপদ চলে আসলে ধৈর্য্য ধরুন। তবে আগ থেকে এটি চেয়ে নেবেন না। আল্লাহ তাওফিক দিন। আমিন।

01/07/2023
19/06/2023

💕💕

18/06/2023

"কোনো মহিলা যদি কোনো পুরুষের সামনে, ঘরের ভিতরে দুলাভাই, ভাসুর, দেবরের সামনে, ঘরের বাইরে রাস্তা ঘাটে বেরিয়ে যান; মাথার চুল বেরিয়ে আছে, কান বেরিয়ে আছে, ঘাড়, গলা বেরিয়ে আছে, বাজু, বাহু বেরিয়ে আছে, তবে প্রতি সেকেন্ডে একটা করে মহা কবিরা গুনাহ ওই মহিলা, তার স্বামী, অথবা আব্বা আম্মার আমলনামায় জমা হতে থাকে।"
- ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহিমাহুল্লাহ)

06/01/2023

💗💗💗

20/12/2022

সুবহানাল্লাহ 🥰🥰🥰

20/12/2022

😭😭😭আহ😭😭😭
কেও বুজেনা ওনাদের নসীহাগুলো😞😞

Address

Dhaka
Dhaka
1232

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Peace of Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Peace of Islam:

Videos

Share


Other Tourist Information Centers in Dhaka

Show All