Gontobbo Travellers

Gontobbo Travellers Travel to explore. We guide you to explore. We offer standard services. Please don't compare us without take any of our services. Travel To Explore.

বগালেক: বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদু পানির একটি হ্রদ। এর অবস্থান কেওক্রাডং পর্বতের গা ঘেষে, বান্দরবানের রুমা উপজেল...
24/01/2024

বগালেক: বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদু পানির একটি হ্রদ। এর অবস্থান কেওক্রাডং পর্বতের গা ঘেষে, বান্দরবানের রুমা উপজেলায়। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ১,২৪৬ ফুট।

কেওক্রাডং: সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,১৭২ ফুট উচ্চতার এই পাহাড়টি রুমা উপজেলায় বাংলাদেশ ও মায়ানমারের সীমান্ত এলাকায় অবস্থিত। ছোট বড় পাহাড়, ঘন জঙ্গল, এবং নানা ধরনের পশুপাখিতে পরিপূর্ণ এই দুর্গম এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। রোমাঞ্চপ্রিয় মানুষদের কাছে কেওক্রাডং এক অন্যরকম আকর্ষণের নাম

পর্যটক এক্সপ্রেস এর গুরুত্বপূর্ণ তথ্য ✅➡️ নামঃ পর্যটক এক্সপ্রেস। ➡️ ট্রেন কোডঃ ৮১৫/৮১৬। ➡️  রুটঃ কক্সবাজার- ঢাকা। ➡️ সেব...
19/01/2024

পর্যটক এক্সপ্রেস এর গুরুত্বপূর্ণ তথ্য ✅

➡️ নামঃ পর্যটক এক্সপ্রেস।
➡️ ট্রেন কোডঃ ৮১৫/৮১৬।
➡️ রুটঃ কক্সবাজার- ঢাকা।
➡️ সেবাঃ বিরতিহীন।
➡️ পরিসেবাঃ সদ্য কোরিয়া থেকে
আমদানিকৃত কোরিয়ান লাল-সবুজ
স্নিগ্ধা ও শোভন চেয়ার কোচ৷
➡️ সাপ্তাহিক বন্ধঃ রবিবার।

➡️ সময়সূচিঃ

↗️ ৮১৫/ আপ পর্যটক এক্সপ্রেস,
কক্সবাজার থেকে ছাড়বে,
রাত ০৮ঃ০০ টায়।
⬅️ চট্টগ্রাম পৌঁছাবে রাত ১০.৫০ মিনিটে।
➡️ চট্টগ্রাম থেকে ছাড়বে রাত ১১.১৫
মিনিটে।
➡️ ঢাকা বিমানবন্দর স্টেশন পৌঁছাবে রাত
৩.৫০ মিনিটে।
➡️ ঢাকা বিমানবন্দর স্টেশন ছাড়বে রাত
৩.৫৩ মিনিটে।
➡️ ঢাকা পৌঁছাবে রাত ৪.৩০ মিনিটে।

↙️ ৮১৬/ডাউন পর্যটক ঢাকা থেকে
ছাড়বে সকাল ৬.১৫ মিনিটে।
➡️ ঢাকা বিমানবন্দর স্টেশন পৌঁছাবে
সকাল ৬.৩৮ মিনিটে।
➡️ বিমানবন্দর স্টেশন ছাড়বে সকাল
৬.৪৩ মিনিটে।
➡️ চট্টগ্রাম পৌঁছাবে সকাল ১১.২০মিনিট।
⬅️চট্টগ্রাম ছাড়বে সকাল ১১.৪০ মিনিটে ➡️ কক্সবাজার পৌঁছাবে দুপুর ০৩:০০
টায়।

✅ঢাকা- কক্সবাজার রুটের চূড়ান্ত ভাড়া।

➡️ শোভন চেয়ার- ৬৯৫ টাকা।
➡️ স্নিগ্ধা- ১৩২৫ টাকা।

✅চট্টগ্রাম-কক্সবাজার রুটের চূড়ান্ত
ভাড়া।

➡️ শোভন চেয়ার- ২৫০ টাকা।
➡️ স্নিগ্ধা- ৪৭০ টাকা।

🪑সিটপ্লানঃ

➡️ শোভন চেয়ারে উইন্ডো/জানালা নম্বর
সমূহঃ
০১, ০২, ০৪, ০৫, ০৮, ০৯, ১২, ১৩, ১৬, ১৭, ২০, ২১, ২৪, ২৫, ২৮,
[২৯, ৩২, ৩৩, ৩৬]
৩৭, ৩৯, ৪১, ৪৪, ৪৫, ৪৭, ৪৯, ৫১, ৫৩, ৫৬, ৫৭, ৫৯, ৬০৷
[] টেবিল সিট।

➡️ স্নিগ্ধা শ্রেণীর উইন্ডো/জানালা নম্বর সমূহঃ ০১, ০৩, ০৪, ০৭, ০৮, ১১, ১২, ১৫, ১৬, ১৯, ২০, ২৩,
[২৪, ২৭, ২৮, ৩১]
৩২, ৩৫, ৩৬, ৩৯, ৪০, ৪৩, ৪৪, ৪৭, ৪৮, ৫১, ৫২, ৫৪, ৫৫।
[] টেবিল সিট৷

➡️ ৮১৫/ কক্সবাজার- চট্টগ্রাম
৬০-৩৬ যাত্রামুখী।
চট্টগ্রাম- ঢাকা ১-৩৫ যাত্রামুখী৷

➡️ ৮১৬/ ঢাকা- চট্টগ্রাম
৬০-৩৬ যাত্রামুখী।
চট্টগ্রাম- কক্সবাজার ১-৩৫ যাত্রামুখী।

মন মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 💐

আলহামদুলিল্লাহ অবশেষে দেবতাখুম খুলে দিলো 😍😇❤️হবে নাকি দেবতাখুম ইভেন্ট ?? 😇😇
18/01/2024

আলহামদুলিল্লাহ অবশেষে দেবতাখুম খুলে দিলো 😍😇❤️
হবে নাকি দেবতাখুম ইভেন্ট ?? 😇😇

18/01/2024

Magical Maldives

Enjoy the sight of the blue sea waters, explore the marine coral life, or partake in water sports.

3 Days 2 Nights

Package Price Starts from BDT 54,500 per person

Package Includes
1. Return Air Ticket (Dhaka - Maldives - Dhaka)
2. Two Nights Hotel Accommodation
3. Buffet Breakfast
4. Airport Transfer (Pick & Drop) by speedboat.
5. Complementary Wi-Fi in the room

Hotel List & Price, per person

1. Huvan beach - Hulhumale: BDT 54,500
2. Amber Beach - Hulhumale:BDT 61,000
3. Icom Marina Seaview - Maafushi: BDT 57,000
4. Triton Prestige Seaview & Spa - Maafushi: BDT 65,000
5. Kaani Grand - Maafushi: BDT 64,000
6. Kaani Palm - Maafushi: BDT 64,500
7. Hotel Arena Beach - Maafushi: BDT 65,500
8. Villa Nautica Paradise Island (Full Board): BDT 123,000
9. Villa Park Sun Island (Full Board): BDT 142,000

Validity: Till 30 March 2024

For any query or reservation, please call us at +8801713185414, 01713185415, 01713185427, 01713185428, 01713185430, 01713185431

Visit: www.allegrotoursbd.com

সেন্টমার্টিন দ্বীপের উত্তর বিচ।💙🏝️Collected
16/01/2024

সেন্টমার্টিন দ্বীপের উত্তর বিচ।💙🏝️

Collected

সুপ্রভাত
15/01/2024

সুপ্রভাত

করমজল পর্যটন কেন্দ্র সুন্দরবনের পশুর নদীর তীরে অবস্থিত। বন বিভাগের তত্ত্বাবধানে মংলা সমুদ্র বন্দর থেকে প্রায় আট কিলোমিট...
09/01/2024

করমজল পর্যটন কেন্দ্র সুন্দরবনের পশুর নদীর তীরে অবস্থিত। বন বিভাগের তত্ত্বাবধানে মংলা সমুদ্র বন্দর থেকে প্রায় আট কিলোমিটার দূরে ৩০ হেক্টর জমির উপর পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। প্রকৃতির শোভা বাড়াতে এখানে রয়েছে কুমির, হরিণ, রেসাস বানরসহ নানা প্রজাতির পশুপাখি। এছাড়াও নির্মিত হয়েছে কাঠের ট্রেইল এবং টাওয়ার। জেলেদের মাছ ধরার কর্মজজ্ঞ এই পর্যটন কেন্দ্রে অতিরিক্ত প্রাপ্তি। বাংলাদেশের একমাত্র কুমিরের প্রাকৃতিক প্রজনন কেন্দ্রটি করমজলে অবস্থিত।
মংলা থেকে ইঞ্জিন চালিত জালিবোট/লাইফবোটে করে করমজল পর্যটন কেন্দ্রে পৌঁছাতে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে। পর্যটন কেন্দ্রের প্রথমেই রয়েছে সুন্দরবনের মানচিত্র, যা সুন্দরবন সম্পর্কে মানচিত্রে প্রাথমিক ধারণা দেয়। সামনে আঁকাবাঁকা কাঠের তৈরি মাঙ্কি ট্রেইল নামের হাঁটা পথ ধরে এগিয়ে গেলে সুন্দরবনের জীববৈচিত্রের সমৃদ্ধতা সম্পর্কে অনুমান করা যায়। এই পথে এগিয়ে পশুর নদীর দেখা পাওয়া যায় চাইলে সেখানে নির্মিত বেঞ্চে বসে বিশ্রাম নেওয়া যাবে। সেখান থেকে প্রায় আধা কিলোমিটার দক্ষিণে পথের মাথায় একটি শেড রয়েছে। এই জায়গা থেকে পশ্চিম দিকে আরও একটি কাঠের নির্মিত ট্রেইল দেখতে পাওয়া যাবে। এই পথ আপনাকে নিয়ে যাবে কুমির এবং হরিণ প্রজনন কেন্দ্র এবং পর্যবেক্ষণ টাওয়ারে। এই টাওয়ার থেকে আশেপাশের সৌন্দর্য্য দেখা যাবে। ওয়াচ টাওয়ার পাশ থেকে যাওয়া যায় ঝুলন্ত ব্রীজে যা আরো ১কিলোমিটার গভীর জঙ্গলে নিয়ে যায়। এই ব্রীজ ধরে হাটলে শরীরে শিহরন জেগে ওঠে।

09/01/2024
তিন্দুতিন্দু বান্দরবান জেলার থানচি উপজেলায় অবস্থিত। তিন্দুকে বলা হয় বাংলাদেশের ভূ-স্বর্গ। পাহাড়ী সাঙ্গু নদী বয়ে গেছে তিন...
09/12/2023

তিন্দু
তিন্দু বান্দরবান জেলার থানচি উপজেলায় অবস্থিত। তিন্দুকে বলা হয় বাংলাদেশের ভূ-স্বর্গ। পাহাড়ী সাঙ্গু নদী বয়ে গেছে তিন্দুর পাশ দিয়ে। এখানে পাহাড়, মেঘ, নদী, ঝর্ণা, রহস্য ও রোমাঞ্চ সব কিছুই একসাথে পাওয়া যায় বলে তিন্দু অ্যাডভেঞ্চার প্রিয় ভ্রমণকারীদের কাছে অন্যতম আকর্ষনের নাম। এখানে শক্ত কঠিন পাথরকে সারাক্ষণই বুকে নিয়ে বয়ে চলছে শঙ্খ নদীর স্বচ্ছ পানির ঢল। এখানে পাহাড়গলা পানিতে গা ডুবিয়ে সময়ে কাটিয়ে দিতে পারবেন নতুন নতুন মাছের সঙ্গে সারা দিন আড্ডা দিয়ে। স্থানীয় আদিবাসী মানুষের সারল্য ও আতিথিয়তায় মুগ্ধ হবেন অবশ্যই। সকাল বিকেল পাহাড় ঘিরে থাকে মেঘের ভাঁজে। মেঘমেলা দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে তা টের পাবেন না ঘুণাক্ষরে। তিন্দুর অসাধারণত্ব বলে শেষ করা যাবে না। এডভেঞ্চার প্রেমী পর্যটকদের কাছে অঞ্চলটি তার ভিন্ন মাত্রিক প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বেশ পরিচিত। আর তাই আপনি যদি এডভেঞ্চার প্রিয় হয়ে থাকেন তাহলে দেশের ভিতরেই এই অনবদ্য এডভেঞ্চার এর সুযোগ কিছুতেই হাতছাড়া করবেন না। এছাড়া বর্তমানে নাফাখুম ঝর্ণা এডভেঞ্চারপ্রেমীদের কাছে খুবই আকর্ষণীয় জায়গা। নাফাখুম যাওয়া বা আসার পথে তিন্দু ঘুরে দেখতে পারবেন বা চাইলে থাকতেও পারবেন।

🔰 ক্রিসতং - রুংরাং সামিট 🔖ইভেন্ট ফীঃ ৮০০০৳ (জনপ্রতি) (৫ রাত ৩ দিন)🔖ট্রিপ সাইজঃ ১০ জন।🔖ভ্রমনকালঃ ১৪ ডিসেম্বর - ১৮ ডিসেম্ব...
28/11/2023

🔰 ক্রিসতং - রুংরাং সামিট
🔖ইভেন্ট ফীঃ ৮০০০৳ (জনপ্রতি) (৫ রাত ৩ দিন)
🔖ট্রিপ সাইজঃ ১০ জন।
🔖ভ্রমনকালঃ ১৪ ডিসেম্বর - ১৮ ডিসেম্বর, ২০২৩ ইং।
🔖কনফার্মেশন ডেডলাইনঃ (আসন খালি থাকা পর্যন্ত)।
⚠️সতর্কতা⚠️
এইটা বেশ কঠিন ট্রেক,অনেক হাটার মানসিকতা থাকলে ট্যুর কনফার্ম করুন। আগে থেকে ভেবে চিন্তে নিবেন।
রুংরাং এবং ক্রিসতং দুটি পাহাড়ের নাম, যা বান্দরবান জেলার আলীকদম উপজেলায় পড়েছে। রুংরাং অর্থ ধনেশপাখি। পাহাড়ীরা ধনেশপাখিকে রুংরাং বলে। রুংরাং পর্বতে আগে প্রচুর ধনেশপাখি ছিলো। এখন খুব একটা চোখে পড়ে না। হিসাব অনুযায়ী চিম্বুক রেঞ্জের সবচেয়ে উঁচু পাহাড় রুংরাং। তারপর ক্রিসতং। যাবার পথ অতি দুর্গম এবং কষ্টকর। দুর্বল, অসুস্থ্য এবং ভীতু লোকদের জন্য এই ট্যুর না। কারণ টানা হাঁটতে হবে।
বেঙ্গল ট্রেকারস নিয়ে এল রুংরাং - ক্রিসতং সামিট করার এক সুবর্ণ সুযোগ। কষ্টসহিষ্ণু চিত্তের হলে যোগ দিন আমাদের সাথে এক অপূর্ব অভিজ্ঞতার জন্য।
➡️যাত্রার সময়: ১৪ ডিসেম্বর, ২০২৩ রাত ০৮ঃ০০টা
➡️ফেরার সময়: ১৯ ডিসেম্বর, ২০২৩ ভোর ৬ঃ০০টা
🔖 যা যা আমরা দেখবঃ
✅ক্রিসতং (সামিট)
✅ ক্রিসতং ফরেস্ট
✅রুংরাং (সামিট)
✅পালংখিয়াং
✅ক্রাতং ডাবল ফলস
✅তাংখোয়াইং
✅২১ কিলো (বাংলাদেশের সবচেয়ে উঁচু মহাসড়ক )
🔖পেমেন্ট_সিস্টেমঃ
৩০০০ টাকা অগ্রিম দিয়ে সিট কনফার্ম করতে হবে। (অফেরতযোগ্য)।
বাকি টাকা যাত্রার দিন দিতে হবে।
অথবা কল করুনঃ
☎️০১৫৬৮৫৭২৮৯১(মারজান)
☎️০১৮৬৮৫২২৯১৬(সামাউন)
❐নগদে দিতে পারেনঃ
📲০১৯৮০৪২২৯৯২
❐রকেটে দিতে পারেনঃ
📲০১৯৮০৪২২৯৯২৮
🔖বিকাশের/নগদের_নিয়মঃ
১: খরচ সহ করবেন ।
২: বিকাশ/নগদ করার পর, যে নাম্বারে বিকাশ/নগদ করেছেন সেই নাম্বারে ফোন করে অথবা এসএমএস করে জানাবেন এবং কনফার্ম করে নিবেন।
📂 যা যা থাকছে এর মধ্যেঃ
- সকল প্রকার যাতায়াত খরচ (বাস, নৌকা)
- খাবার খরচ
- গাইড খরচ
- থাকার খরচ
- একটি আকর্ষণীয় টিশার্ট
❌ যা থাকছেনাঃ
- কোন ব্যক্তিগত খরচ
- কোন ঔষধ
- ঢাকা থেকে বান্দরবান এবং বান্দরবান থেকে ঢাকা আসা যাওয়ার পথে কোনো খাবার**
🛒 যা সাথে নেওয়া উচিতঃ
- শুকনা খাবার (বাদাম, কিসমিস, খেজুর, বিস্কিট, পানির বোতল)
- ভ্রমণের সময় যত কম জিনিস নেয়া যায়, যত কম কাপড় নেয়া যায় ততই আরামদায়ক হয় ভ্রমণ
- মশা থেকে বাঁচার জন্য অডোমস
- গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
- ব্রাশ
- প্রয়োজনীয় ঔষধ
- টর্চ লাইট (বাধ্যতামূলক)
- ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক (কোন প্রকার বিদ্যুৎ সংযোগ থাকবে না)
🔖ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করতে পারেনঃ
☎️০১৫৬৮৫৭২৮৯১(মারজান)
☎️০১৮৬৮৫২২৯১৬(সামাউন

চীনামাটির পাহাড় বিরিশিরি বিরিশিরি নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম। শুরুতে এটি ইউনিয়ন পরিষদের অন...
18/11/2023

চীনামাটির পাহাড় বিরিশিরি
বিরিশিরি নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম। শুরুতে এটি ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত থাকলেও দুর্গাপুর পৌরসভা হওয়ার সাথে সাথে সদরের পার্শ্ববর্তী হওয়ায় গ্রামটিকে ওয়ার্ড হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। । ইংরেজ শাসন আমলে স্থাপিত শত বছরের পুরনো বয়েজ ও গালর্স হাই স্কুল, সরকারী কালচারাল একাডেমী, সোমেশ্বরী নদী, সাগর দিঘী, দুর্গাপুর রাজবাড়ী, পুরাকীর্তি নিদর্শন মঠগড়, মনোরম প্রাকৃতিক পরিবেশ আর দর্শনীয় স্থানগুলোর কারণে পর্যটকদের কাছে এটির যথেষ্ট সুনাম আছে। স্থানীয় অধিবাসীদের ৬০ ভাগ গারো আদিবাসী ৩০ ভাগ মুসলিম, বাকি ১০ ভাগ হিন্দু ও অন্যান্য জনগোষ্ঠী। এখানে বাসস্ট্যান্ড থাকায় এটি সারাদেশব্যাপী একটি পরিচিত নাম । অনেকে বিরিশিরিকে দুর্গাপুর শহর থেকে আলাদা মনে করেন। কিন্তু বিরিশিরি দুর্গাপুর পৌরসভার একটি ওয়ার্ড। সোমেশ্বরী নদীই দুর্গাপুর ও বিরিশিরিকে আলাদা করেছে।

সাগরকন্যা কুয়াকাটা পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লতাচাপলি ইউনিয়নে সাগরকন্যা কুয়াকাটা অবস্থিত । প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ ...
18/11/2023

সাগরকন্যা কুয়াকাটা

পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লতাচাপলি ইউনিয়নে সাগরকন্যা কুয়াকাটা অবস্থিত । প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ এই কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে একই সাথে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়। এই বৈশিষ্ট কুয়াকাটাকে সকল সমুদ্র সৈকত থেকে অনন্য করেছে। সূর্যোদয় সবচেয়ে ভাল দেখা যায় সৈকতের পূর্ব প্রান্তের গঙ্গামতির বাঁক থেকে। আর সূর্যাস্ত দেখার ভাল জায়গা হচ্ছে কুয়াকাটার পশ্চিম সৈকত। সৈকতের এক পাশে বিশাল সমুদ্র আর অন্য পাশে আছে নারিকেল গাছের সারি। কুয়াকাটার পরিচ্ছন্ন বেলাভূমি, অনিন্দ্য সুন্দর সমুদ্র সৈকত, দিগন্তজোড়া সুনীল আকাশ এবং ম্যানগ্রুভ বন কুয়াকাটাকে দিয়েছে ভিন্ন মাত্রা। প্রায় সারা বছর কুয়াকাটা সমুদ্র সৈকতে জেলেদের মাছ ধরার দৃশ্য দেখা যায়। সৈকতে চাইলে মটর সাইকেল ও ঘোড়া ভাড়া করতে পারেন। ভাড়ার টাকার পরিমাণ সাধারণত দূরত্ব ও সময়ের উপর নির্ভর করে। এছাড়া কুয়াকাটার কাছেই কয়েকটি চর রয়েছে। সেগুলিতে যেতে স্পিডবোট, ট্রলার ও ইঞ্জিন চালিত বড় নৌকা পাওয়া যায়। এছাড়াও কুয়াকাটা সমুদ্র সৈকতের কাছেই রয়েছে পিকনিক করার সমস্ত আয়োজন।

27/10/2023

চলুন পাহাড়ের মাঝে ঝর্ণার সাথে বসে এভাবেই পেটের অশান্তি দূর করবো।

26/10/2023

লেব লুহুমের চূড়া থেকে বান্দরবন দেখতে এমন। 😍😍😍

22/10/2023

চলুন ৭ দিন এমন সৌন্দর্যের মাঝে হারিয়ে যাই একদম নেটওয়ার্ক এর বাইরে?

আর মাত্র ৯ টি আসন ফাঁকা আছে। সময় থাকতে নিজের আসন নিশ্চিত করে ফেলুন।

আসন নিশ্চিত করার শেষ সময় ২৫ অক্টোবর।

Alikadam is an upazila of Bandarban District in the Division of Chittagong, Bangladesh. Alikadam is a popular hiking des...
19/10/2023

Alikadam is an upazila of Bandarban District in the Division of Chittagong, Bangladesh. Alikadam is a popular hiking destination among tourists for the tunnels in the mountains known as "Alir Guha" or "Ali's Tunnels". Tourists are expected to face slippery and muddy terrains for the hike to the tunnels. Winter is the safest season to travel because the mountain streams and rivers are dangerous during Monsoon. Alikadam Upazila is divided into four union parishads: Alikadam, Chaikkhyang, Kurukpata, and Nayapara.

ALIKADAM (6 Nights)

Duration: 8 Nights and 7 Days
Date: 2023
Total Pax: 25
Tariff: 7000 BDT
Groupe Type: Student Group

PRICE SHALL INCLUDE
Transportation:
i. Dhaka-Chakaria-Dhaka Chair Coach Non-AC Bus Ticket.
ii. Chakaria-Alikadam-Chakaria By Jeep.
iii. Alikadam-Amtoli Ghat-Alikadam Local Transfer By Auto.
iv. Amtoli Ghat-Dusri Bazar- Amtoli Ghat Transfer By Boat.

Accommodation:
i. Every Night stay at Zum Ghor Of locals.

Meal: Breakfast, Lunch and Dinner As per itinerary.

Sightseeing: As per itinerary.

Guide Service : Experienced Guide.

For details inbox us.
12/10/2023

For details inbox us.

Today is World Tourism Day 2023. It has been celebrated on September 27 each year since 1980. The theme of the celebrati...
27/09/2023

Today is World Tourism Day 2023. It has been celebrated on September 27 each year since 1980. The theme of the celebration this year is “Rethinking Tourism.”

World Tourism Day is an annual observance that is focused on promoting tourism in various parts of the world. Initiated by the United Nations World Trade Organisation (UNWTO), World Tourism Day 2023 will be celebrated on September 27.

"মারায়ং ডং (ম্যারায়ন থং) বান্দরবান জেলার আলীকদম থানার মিরিঞ্জা রেঞ্জের একটি পাহাড়।এই পাহাড় বিভিন্ন নামেও পরিচিত; মার...
18/09/2023

"মারায়ং ডং (ম্যারায়ন থং) বান্দরবান জেলার আলীকদম থানার মিরিঞ্জা রেঞ্জের একটি পাহাড়।

এই পাহাড় বিভিন্ন নামেও পরিচিত; মারায়ণ টং, মারাইং টং, মেরাই থং জাদি, মারাইং ডং ইত্যাদি। প্রায় ১৬৫০ ফুট উঁচু এই পাহাড়ের চূড়ায় একটি বৌদ্ধ মন্দির রয়েছে। খোলা প্রকৃতির বিশাল বুদ্ধ মূর্তিগুলি এই স্থানটিকে আরও গৌরবময় করে তোলে।

দিগন্তে পাহাড় আর নিচে সাপের মতো বয়ে চলা মাতামুহুরী নদী, ফসলের মাঠ সবই কল্পনার রাজ্যে নিঃশর্ত অনুভূতি দেবে।"

অভিনন্দন মেহেদী হাসান মেরাজ
03/09/2023

অভিনন্দন মেহেদী হাসান মেরাজ

যে দুই নদীর পানি কখনও মিলে নাহ! সারি নদী আর গোয়াইন নদীর সংযোগ স্থল 🔥📌 লালাখাল, সিলেট
11/08/2023

যে দুই নদীর পানি কখনও মিলে নাহ!
সারি নদী আর গোয়াইন নদীর সংযোগ স্থল 🔥

📌 লালাখাল, সিলেট

04/08/2023

Here is the 3rd Vlog.
Leb Luhum summit
Alikadam, Bandarban

একই সাথে পাহার, সমূদ্র ও ঝর্ণা দেখার সুবর্ণ সুযোগ 😍মাত্র ৯৯৯ টাকায় ১৫ আগস্ট সীতাকুণ্ড ১ রাত ১ দিনের ট্যুর 🏖️🏞️🚍 যাত্রার ...
02/08/2023

একই সাথে পাহার, সমূদ্র ও ঝর্ণা দেখার সুবর্ণ সুযোগ 😍
মাত্র ৯৯৯ টাকায় ১৫ আগস্ট সীতাকুণ্ড ১ রাত ১ দিনের ট্যুর 🏖️🏞️

🚍 যাত্রার তারিখঃ
১৪ আগস্ট রাত ১১.০০ টা বাজে ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে যাত্রা শুরু।

🚌 ফেরার তারিখঃ
১৫ আগস্ট রাত ১১:০০ টা বাজে ঢাকার সায়দাবাদ থাকবো ইনশাআল্লাহ।

ইভেন্ট ফিঃ জনপ্রতি ৯৯৯/-টাকা

বুকিংঃ ৫১০৳ (অফেরতযোগ্য)

বুকিংয়ের সিরিয়াল অনুসারে আসন বন্টন করা হবে। তাই আগে বুকিং দিলে সামনের দিকে সিট পাবেন। এছারাও কাপল,বাচ্চা,বৃদ্ধদের সামনের দিকে অগ্রাধিকার দেওয়া হবে।

🗣️ডেডলাইনঃ সিট খালি থাকা সাপেক্ষ।
--------------------------------------------------------------------

এই খরচে যা যা থাকবে
==================
✅ ঢাকা-সীতাকুণ্ড-ঢাকা আসা যাওয়ার বাস ভাড়া।
✅ সকালের নাস্তা
✅ দুপুরের লাঞ্চ

আমরা যা যা দেখবো
==================
🔹 সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়
🔹 চন্দ্রনাথ মন্দির
🔹 রূপসী ঝর্ণা
🔹 ছাগলকান্দা ঝর্না
🔹 গুলিয়াখালী সি - বীচ

এই খরচে যা যা থাকবে না
===================
❌ চন্দ্রনাথ পাহাড়ে যাওয়া আসার সিএনজি ভাড়া
❌ বাশবাড়িয়া সি-বিচ যাওয়া আসার সিএনজি ভাড়া
❌ কমলদাহ ট্রেইলের এন্ট্রি টিকিট+পার্কিং চার্জ
❌ সর্বোমোট ২০০৳ এক্সট্রা খরচ
❌ ম্যানুতে দেওয়া খাবারের অতিরিক্ত খাবার খরচ
❌ ব্যাক্তিগত কোন খরচ

ট্যুর প্লানঃ
=======
আমরা ১৪ আগস্ট রাত ১১:০০ টা বাজে ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে রিজার্ভ বাসে চড়ে চট্টগ্রামের সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিবো।
১৫ আগস্ট ফজরের নামাজের পরে সীতাকুণ্ড নেমে নাস্তা করে সিএনজি করে চলে যাবো চন্দ্রনাথ পাহাড় ও চন্দ্রনাথ মন্দির দেখতে। চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে এসে লোকাল সিএনজি করে চলে যাবো বাশবাড়িয়া সী-বিচে। দুপুর পর্যন্ত সী-বিচে সময় কাটিয়ে, ফটোসেশান করে কাটিয়ে চলে আসবো দুপুরের লাঞ্চ করতে। দুপুরের লাঞ্চ করেই চলে যাবো কমলদহ ট্রেইলে এখানে রূপসী ঝর্ণা, ছাগলকান্দা ঝর্না সহ অসংখ্য ছোটবড় ঝর্নায় ভিজবো, গোসল করবো। তারপর সন্ধায় ঢাকার উদ্দেশ্যে রওনা হব। রাত ১০ঃ৩০-১১ঃ০০ টার মধ্যেই ঢাকায় থাকতে পারবো ইনশাআল্লাহ।

👉 লোকাল ট্রান্সপোর্ট ২০০৳ ইভেন্ট ফির সাথে বাধ্যতামূলক

-----------------------------------------------------------------

খাবার ম্যানু
==========
👉 সকালেঃ ভুনা খিচুড়ি, ডিম অথবা পরটা,সবজি/ডাল,ডিম
👉 দুপুরেঃ ভাত, মুরগী, সবজি,ভর্তা, ডাল
-----------------------------------------------

যোগাযোগ : ০১৬২৭৮৫৬৬৯৪

....................... ট্যুর ট্যুর ট্যুর .......................আবারো বান্দরবান অভিযানে যাচ্ছে গন্তব্য ট্রাভেলার্স। আসন...
26/07/2023

....................... ট্যুর ট্যুর ট্যুর .......................

আবারো বান্দরবান অভিযানে যাচ্ছে গন্তব্য ট্রাভেলার্স।

আসন সংখ্যা : ১০
ট্যুরের সময় : ৩ আগস্ট রাতে রওনা, ফেরা ৯ আগস্ট ইনশাআল্লাহ।
কনফার্ম করার শেষ সময় : ১ আগস্ট রাত ১০ টা।

বি.দ্র. কনফার্ম করতে ০১৬২৭৮৫৬৬৯৪ (হিমেল) নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সবশেষে আমাদের দেওয়া বিকাশ পার্সোনাল নাম্বারে ১০২০ টাকা পাঠিয়ে আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর জানিয়ে কনফার্ম করবেন। ধন্যবাদ।

23/07/2023

আমাদের বান্দরবান অভিযানের দ্বিতীয় ভ্লগ।
ভ্লগ তৈরী করেছেন : Sadad Himel

Address

PC Culture Housing Society
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801627856694

Alerts

Be the first to know and let us send you an email when Gontobbo Travellers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby travel agencies