Travel & Tourism

Travel & Tourism বাংলাদেশের যে কোন জায়গা ভ্রমন করতে চাইলে Page এ Like দিয়ে সঙ্গে থাকুন।”Travel is my Therapy”❤️
(3)

14/12/2023

সীতাকুণ্ড ভ্রমন ২০২৩.


সতর্কবার্তা ,,আজকের ঘোষিত এই ভাড়া কক্সবাজারের আমরা স্থানীয়রা প্রত্যাখ্যান করেছি। আপনারা যারা রেলে কক্সবাজার আসবেন কেউ ৩০...
05/12/2023

সতর্কবার্তা ,,
আজকের ঘোষিত এই ভাড়া কক্সবাজারের আমরা স্থানীয়রা প্রত্যাখ্যান করেছি। আপনারা যারা রেলে কক্সবাজার আসবেন কেউ ৩০ টাকার উপরে ভাড়া দিবেন না। নতুবা একটু হেটে মেইন রোড়ে গেলে গাড়ির অভাব হবে না।

যারা রিজার্ভ নিবেন ১৫০ টাকা দিবেন স্বাভাবিক ভাড়া। ধন্যবাদ সবাইকে।
আপনার ভ্রমণ হোক নিরাপদ।

Travel & Tourism + Travel & Tourism

খুশির সংবাদ,কেওক্রাডং Open…… hurry
04/12/2023

খুশির সংবাদ,
কেওক্রাডং Open…… hurry

সবাইকে পাহাড়ের পর্যটন স্পট মুক্তির অভিনন্দন ❤️দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে দেয়া হলো বান্দরবান এর বগালেক কেওক্রাডং পাহাড়। ...
04/12/2023

সবাইকে পাহাড়ের পর্যটন স্পট মুক্তির অভিনন্দন ❤️

দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে দেয়া হলো বান্দরবান এর বগালেক কেওক্রাডং পাহাড়। এখন থেকে পর্যটকরা রাত্রিযাপন করতে পারবেন বগালেক কেওক্রাডং। আগামীকাল থেকে যেতে পারবেন পর্যটকরা।

তথ্যসূত্র-রূমা গাইড

https://youtu.be/I2pYBuu_-RQ?si=HsZb1NUHif3zsKWB
04/12/2023

https://youtu.be/I2pYBuu_-RQ?si=HsZb1NUHif3zsKWB

trekking দামতুয়া ঝর্ণাদামতুয়া ঝর্ণা বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অবস্থিত। বান্দরবান জেলার দুর্গম জায়গ.....

🚨নোটিশ 🚨৩০-১১-২০২৩ অনির্দিষ্টকালের জন্য মারায়ন তং ও মাইতা তৈম ক্যাম্পিং নিষিদ্ধ করা হয়েছে....যাওয়ার আগে অবশ্যই খোজখবর নি...
30/11/2023

🚨নোটিশ 🚨
৩০-১১-২০২৩
অনির্দিষ্টকালের জন্য মারায়ন তং ও মাইতা তৈম ক্যাম্পিং নিষিদ্ধ করা হয়েছে....
যাওয়ার আগে অবশ্যই খোজখবর নিয়ে যাবেন। ধন্যবাদ❤️

Travel & Tourism

সাঙ্গু নদীর বর্তমান পরিবেশ যাবেন নাকি? Md Belal Rashid
22/11/2023

সাঙ্গু নদীর বর্তমান পরিবেশ
যাবেন নাকি? Md Belal Rashid

হায় কপাল 😵‍💫
22/11/2023

হায় কপাল 😵‍💫

13/11/2023

#মারায়নতং #ক্যাম্পিং

10/11/2023

mention your tour mates whom canceled tour last moment ❗

সিলেটের রাতারগুল ভ্রমনে খুশির সংবাদ 🥰 আগে যেখানে ৮০০ কিংবা ৯০০ টাকা নিতো তাঁরা জেলা পরিষদের নাম ভাঙ্গিয়ে চাঁদা বাজি করতো...
10/10/2023

সিলেটের রাতারগুল ভ্রমনে খুশির সংবাদ 🥰
আগে যেখানে ৮০০ কিংবা ৯০০ টাকা নিতো তাঁরা জেলা পরিষদের নাম ভাঙ্গিয়ে চাঁদা বাজি করতো ৷ এইমুহূর্তে জেলা পরিষদ নিজেই নিজেদের ইজারাদার "মেসার্স বৈশাখী এন্টারপ্রাইজ" কর্তৃক মাত্র ৮০ টাকা নিচ্ছে নৌকা প্রতি ৷ আপনারা চাইলেই সিলেটের রাতারগুলে এসে ভ্রমণ করে যেতে পারেন ৷

১. বন বিভাগের প্রতি নৌকার প্রবেশ ফ্রি ৫৭
২. মাঝির টাকা........ ২০০
৩. সি'এম'সি....১১৫
৪. ইজারাদার-৮০

সবমিলিয়ে মাত্র ৪৫২ টাকা হচ্ছে সঠিক ৷ এর বাইরে জেলা পরিষদের নাম ভাঙ্গিয়ে তারা চাঁদাবাজি করতো ৷

সংগৃহীত
Travel & Tourism

On the way of বান্দরবান
01/10/2023

On the way of বান্দরবান

এখন যারা সেন্টমার্টিনে অবস্থান করছেন তাদের জন্য….. সতরকতাTravel & Tourism
29/09/2023

এখন যারা সেন্টমার্টিনে অবস্থান করছেন তাদের জন্য….. সতরকতা
Travel & Tourism

এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, Travel & Tourism আবারও একটি আকর্ষনীয় ভ্রমনের আয়োজন করতে যাচ্ছে।পাহাড় ও পা...
28/09/2023

এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, Travel & Tourism আবারও একটি আকর্ষনীয় ভ্রমনের আয়োজন করতে যাচ্ছে।

পাহাড় ও পাহাড়ে ক্যাম্পিং পছন্দ যাদের,
Travel & Tourism ডাকছে তাদের॥

যাদের পাহাড় পছ্ন্দ তাদের নিয়ে আগামী অক্টোবর মাসের ১ তারিখ রাতে রওনা দিব এবং ঢাকা ফিরব ৪ তারিখ সকালে ইনশাআল্লাহ।

দর্শনীয় স্থানঃ
আলীকদম
দামতুয়া ঝর্না
মারায়ানতং ক্যম্পিং
লামা বাজার
সাদা পাহাড়
মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স

আগ্রহী বন্ধুরা Comment এ যোগাযোগ কর।

বি.দ্রঃ ট্রেকিং করার ইচ্ছে থাকতে হবে। ভ্রমনের দায়িত্ব আমাদের।

World Tourism day 202327th SeptemberStay with Travel & Tourism
27/09/2023

World Tourism day 2023
27th September

Stay with Travel & Tourism

Travel & Tourism সাথে চন্দ্রনাথ পাহাড়  জয়। ✌️
25/09/2023

Travel & Tourism সাথে চন্দ্রনাথ পাহাড় জয়। ✌️

23/09/2023

বুড়িগঙ্গা

ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ কর্তৃক আয়োজিত ফটোগ্রাফি প্রতিযোগিতা।২৭ সেপ্টেম্বর, ২০২৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিস্ট পু...
09/09/2023

ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ কর্তৃক আয়োজিত ফটোগ্রাফি প্রতিযোগিতা।
২৭ সেপ্টেম্বর, ২০২৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশের পক্ষ থেকে একটি ফটোগ্রাফি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য তথা জীববৈচিত্র্য এবং ষড়ঋতুর সৌন্দর্য ছবির মাধ্যমে তুলে ধরা এই প্রতিযোগিতার উদ্দেশ্য। এই প্রতিযোগিতা উপলক্ষে ভ্রমণপিপাসু বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে ছবি আহবান করা হচ্ছে।
প্রতিযোগিতার নিয়মাবলীঃ
১। যে কোন বাংলাদেশের নাগরিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
২। প্রত্যেক অংশগ্রহণকারী কেবল ১টি ছবি জমা দিতে পারবেন।
৩। রেজিস্ট্রেশনের সময় ফটোগ্রাফারকে তার পরিচয়ের প্রমাণ দিতে হবে (এনআইডি/ শিক্ষার্থী আইডি/পাসপোর্ট)
৪। প্রতিযোগীদের পাঠানো ছবির মধ্য থেকে ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ কর্তৃপক্ষ কর্তৃক নির্বাচিত ২০টি ছবি ট্যুরিস্ট পুলিশের ফেসবুক পেইজে আপলোড করা হবে।
৫। নির্বাচিত সকল ছবি ১৪ সেপ্টেম্বর, ২০২৩ থেকে ২৫ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত ট্যুরিস্ট পুলিশের ফেসবুক পেজে প্রদর্শিত হবে। এসময়ের মধ্যে ছবিতে ফেসবুক পেইজের ফলোয়ারদের রিয়্যাকশনের (লাইক ও অন্যান্য) ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে।
৬। কেবলমাত্র ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেইজের ফলোয়ারদের রিয়্যাকশন গননা করা হবে।
৭। সর্বোচ্চ সংখ্যক রিয়্যাকশন (লাইক ও অন্যান্য) প্রাপ্ত প্রথম তিনটি ছবিকে বিজয়ী ঘোষণা করা হবে।
৮। শুধুমাত্র অনলাইন এন্ট্রি গ্রহণ করা হবে। কোনো প্রিন্ট বা ফিল্ম জমা নেওয়া হবে না।
৯। রঙিন এবং সাদাকালো এই দুই ধরনের ছবি জমা দেওয়া যাবে। ছবির বিষয়বস্তু হবেঃ
বাংলার প্রকৃতি ও জীববৈচিত্র্য
ছবি জমা দেওয়ার নিয়মাবলীঃ
১। নিচের নির্দেশনা অনুসারে ছবি অনলাইনে জমা দিতে হবে:
ক) ফাইল .JPEG ফরম্যাটে হতে হবে।
খ) জমা দেওয়া ফটোগ্রাফগুলিতে কোনও কম্প্রেশন আর্টিফ্যাক্ট থাকতে পারবে না।
গ) ফাইলের লম্বা পার্শ্বে কমপক্ষে 3000 পিক্সেল এবং রেজ্যুলুশন DPI 300 থাকতে হবে
ঘ) মোবাইলে তোলা ছবির ফাইলের লম্বা পার্শ্বে কমপক্ষে 1800 পিক্সেল থাকতে হবে।
ঙ) ছবির গায়ে কোন সনাক্তকারী লেখা বা ওভারলে বা ক্রেডিট থাকতে পারবে না।
চ) ন্যূনতম ডিজিটাল ম্যানিপুলেশন (কালার এনহ্যান্সমেন্ট, ক্রপিং) করা যাবে, তবে কম্পোজিশনের মূল উপাদানসমূহ যোগ করা বা অপসারণ করা যাবে না। অত্যধিক ম্যানিপুলেট করা ছবি বাতিল বলে গণ্য হবে।
ছ) কপিরাইট/ওয়াটারমার্ক স্ট্যাম্প/লোগো/বর্ডার সহ ছবি গ্রহণ করা হবে না।
২। ছবি কেবলমাত্র ই-মেইলের মাধ্যমে প্রেরণ করা যাবে। ই-মেইল পাঠানোর আগে ছবির সফট কপির নাম নিম্নোক্তভাবে পরিবর্তন করতে হবেঃ
" ফটোগ্রাফারের নাম_যে স্থানের ছবি তার নাম_শিরোনাম_মোবাইল নম্বর।"
উদাহরণ: আরশাদ সাইদ_রাতারগুল_সবুজ বাংলা_০১৭********
*সঠিকভাবে নাম পরিবর্তন না করলে প্রেরিত ছবি বাতিল বলে গণ্য হবে।
** ছবির শিরোনাম ফটোগ্রাফার নিজের ইচ্ছেমত নির্ধারন করতে পারবেন।
৩। ছবির সাথে ই-মেইলে একটি ডক ফাইলে নিম্নোক্ত তথ্যাবলী সংযুক্ত করতে হবেঃ
ক) প্রতিযোগীর নাম
খ) ঠিকানা
গ) শিক্ষাপ্রতিষ্ঠান ও অধ্যয়নরত বিভাগ/ কর্মরত দপ্তর/ অফিসের নাম
ঘ) ই-মেইল অ্যাড্রেস
ঙ) মোবাইল নম্বর
চ) ফটোগ্রাফারের সংক্ষিপ্ত পরিচিতি
ছ) ছবির বর্ণনা (কোন স্থানের ছবি, ছবি তোলার তারিখ এবং সংক্ষিপ্ত বিবরণ)
* ডক ফাইলের নামও একইভাবে পরিবর্তন করুনঃ
" ফটোগ্রাফারের নাম_যে স্থানের ছবি তার নাম_শিরোনাম_মোবাইল নম্বর।"
৪। ছবির সাথে একই ই-মেইলে সংযুক্তি হিসেবে ছবি প্রেরণকারীর এনআইডি/ শিক্ষার্থী আইডি/পাসপোর্টের কপি প্রেরণ করতে হবে।
ছবি প্রেরণের সময়সীমাঃ
৭ সেপ্টেম্বর, ২০২৩ থেকে ১৩ সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২.০০ ঘটিকা।
ছবি প্রেরণের ঠিকানাঃ
[email protected]
পুরষ্কারঃ
১। প্রথম পুরষ্কারঃ ২০,০০০/- (বিশ হাজার) টাকা।
২। দ্বিতীয় পুরষ্কারঃ ১০,০০০/- (দশ হাজার) টাকা।
৩। তৃতীয় পুরষ্কারঃ ৫,০০০/- (পাচ হাজার) টাকা।
বিশেষ দ্রষ্টব্যঃ
১। একজন প্রতিযোগী কেবল তার নিজের তোলা ছবি প্রেরণ করতে পারবেন। ছবির মালিকানা বা স্বত্ত্ব সংক্রান্ত যে কোন বিতর্কের ক্ষেত্রে ছবিটি বাতিলসহ প্রযোজ্য ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
২। অন্য যেকোন প্রদর্শনীতে পূর্বে প্রদর্শিত ছবি জমা দেওয়া দৃঢ়ভাবে নিরুৎসাহিত করা হচ্ছে। এধরণের ছবি বাতিল বলে গণ্য করা হবে।
৩। ছবিতে অশ্লীল, উত্তেজক, মানহানিকর, যৌনতাপূর্ণ, আপত্তিকর বা অনুপযুক্ত বিষয়বস্তু থাকতে পারবে না।
৪। ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ কর্তৃপক্ষ ছবির উৎস/সত্যতা পরীক্ষা করার অধিকার সংরক্ষণ করে।
৫। জমা দেওয়া যে কোন ছবি ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ কর্তৃপক্ষ প্রচারমূলক কাজের জন্য ব্যবহার করার ক্ষমতা সংরক্ষণ করে।
৬। ছবি জমা দেওয়ার সময় কোন ত্রুটি বা ব্যর্থতার জন্য ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
৭। ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ কর্তৃপক্ষ যেকোন সময় প্রতিযোগিতার নিয়ম পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষন করে।

চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানের নাম কীভাবে এলো?☞ হালিশহরঃ আরবি 'হাওয়ালে শহর' থেকে উদ্ভুত। অর্থ- 'শহরতলি'। এটি ছিল আরব বণ...
01/09/2023

চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানের নাম কীভাবে এলো?

☞ হালিশহরঃ আরবি 'হাওয়ালে শহর' থেকে উদ্ভুত। অর্থ- 'শহরতলি'। এটি ছিল আরব বণিকদের সাময়িক বসবাসের জন্য নির্ধারিত স্থান।

☞ সুলকবহরঃ আরব বণিকদের নৌবাণিজ্যের যুগে প্রাচীন কর্ণফুলী নদীর যে স্থানটিতে বাণিজ্যতরী অবস্থান করত সেটি 'সুলকুল বহর' নামে খ্যাত ছিল। আরবি 'সুলকুল বহর' শব্দের অর্থ- 'বাণিজ্যতরীর বিরতি স্থান- পোতাশ্রয়'। পরবর্তীতে এলাকাটি বর্তমানের 'সুলকবহর' নামে বিবর্তিত হয়েছে।

☞ ষোলশহরঃ সুলকবহরের কাছের এই জায়গাটি 'চাহেলে শহর' নামে পরিচিত ছিল। আরবি চাহেলে শহর নামের অর্থ 'নদীর তীরবর্তী শহর' যা কালক্রমে ষোলশহর নাম ধারণ করে।

☞ আন্দরকিল্লাঃ আরকানি আমলে এখানে প্রাচীন দুর্গ ছিল। নাম ছিল- 'চাটিগাঁ দুর্গ'। ১৬৬৬ সালে মোগল বাহিনী আরকানি বাহিনীকে পরাজিত করে এই দুর্গ দখল করলে প্রধান সেনাপতি উমেদ খাঁ এই দুর্গের নাম দেন 'আন্দরকিল্লা'।

☞ লালদিঘিঃ বর্তমান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে ইংরেজ আমলের শুরুর দিকে একটি পাকা ভবন ছিল যেটির দেওয়ালে লাল রঙ দেয়া হয়েছিল যা 'লালকুঠি' নামে পরিচিত ছিল। লালকুঠির সন্নিকটের দিঘিটি 'লালদিঘি' নামে বিখ্যাত হয়ে উঠে।

☞ হাজারি লেনঃ আন্দরকিল্লার মধ্যস্থিত এই গলিতে বারজন মোগল 'হাজারি' বা সেনাপতির অন্যতম ভগবান সিং হাজারির বাড়ি ছিল। তা থেকে এই নামের উৎপত্তি।

☞ মেহেদিবাগঃ চট্টগ্রাম শহরের এই এলাকাটিতে এককালে মেহেদি গাছের আধিক্য ছিল।

☞ চকবাজারঃ পূর্ব নাম- 'সদরবাজার'। আরকানিদের হটিয়ে চট্টগ্রাম মোগল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলে এই বাজার স্থাপনের মধ্য দিয়ে চট্টগ্রাম শহরের গোড়াপত্তন হয়। চট্টগ্রামের ১৮তম মোগল শাসক নবাব অলি বেগ খাঁ সদরবাজারের নাম 'চকবাজার' নামে পরিবর্তন করেন। চকবাজারেই 'অলি খাঁর মসজিদ' নামে পুরাতন একটি মসজিদ এখনো রয়েছে।

☞ কাপাসগোলাঃ কার্পাস শব্দের বিকৃত রূপ 'কাপাস'। প্রাচীনকালে পার্বত্য চট্টগ্রামের সমস্ত কার্পাস তুলা এখানে বিক্রির জন্য গোলাজাত বা জমা হতো বলে এই এলাকাটি 'কাপাসগোলা' নামে খ্যাত হয়।

☞ কাঠগড়ঃ এই স্থানে আরকানিদের কাঠের নির্মিত দুর্গ ছিল। কাঠের দুর্গের অপর নাম ছিল 'কাঠগড়'।

☞ লাভ লেইনঃ ব্রিটিশ আমলে এটি ছিল ইংরেজ কর্মচারীদের আবাসিক এলাকা। এই এলাকায় ইংরেজ নারী-পুরুষের প্রকাশ্য প্রেমের কারনে এই নামের উৎপত্তি।

☞ আলকরণঃ আলকরণ অর্থ- গণ্ডারের শিং। আরব বাণিজ্যের যুগে এই এলাকায় গণ্ডারের শিং এর আড়ৎ ছিল। তৎকালে পার্বত্য চট্টগ্রাম থেকে গণ্ডারের শিং মধ্যপ্রাচ্য ও ইউরোপে রপ্তানি হতো।

☞ অভয় মিত্রের ঘাটঃ ফিরিঙ্গি বাজার নিবাসী ধনাঢ্য রায় বাহাদুর অভয়চরণ মিত্রের নামানুসারে এই ঘাট।

☞ দেবপাহাড়ঃ ব্রিটিশ সরকার শরচ্চন্দ্র দাস নামের এক ব্যক্তির কাজে খুশি হয়ে তাঁকে পুরষ্কারস্বরূপ 'জয়নামা বা জাঁহানুমা' পাহাড়টি প্রদান করেন। শরচ্চন্দ্র ঐ পাহাড়শীর্ষে একটি দেবমন্দির নির্মাণ করে নতুন নাম দেন 'দেবপাহাড়'।

☞ চন্দনপুরাঃ পার্বত্য চট্টগ্রামে উৎপাদিত আগরকাঠ প্রাচীনকাল হতে চট্টগ্রাম বন্দর থেকে জাহাজযোগে ইউরোপে রপ্তানি হতো। আগরকাঠ সেকালে চট্টগ্রামবাসীর কাছে 'চন্দনকাঠ' নামে খ্যাত ছিল। বর্তমান চন্দনপুরা ছিল এসব চন্দনকাঠের গোলাঘর বা মজুতস্থান।

☞ পার্সিভাল হিলঃ চন্দনপুরার বিপরীতের এক উচ্চ পাহাড়ে 'ব্রেডন পার্সিভাল' নামের এক পর্তুগিজ বাসিন্দা সপরিবারে বসবাস করার জন্য বাড়ি তৈরি করেন। এই পার্সিভাল পরিবারের একাধিক সদস্য পরবর্তীতে চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী ছিলেন। আরেক সদস্য ছিলেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষক। ১৯৪৭ সালে দেশভাগের সময় চট্টগ্রামের পার্সিভাল পরিবারের শেষ পুরুষ চট্টগ্রাম ত্যাগ করে লন্ডনবাসী হন।

☞ পাথরঘাটাঃ কথিত আছে- পীর বদর শাহ আরব দেশ থেকে সমুদ্রপথে একটি পাথরের উপর সওয়ার হয়ে চট্টগ্রামে আসেন। এবং সেই পাথরখানি কর্ণফুলী নদীর তীরবর্তী একটি স্থানে থেমে যাওয়ার পর তিনি তীরে উঠে আসেন। তখন থেকে এই জায়গার নাম 'পাথরঘাটা' নামে খ্যাত হয়৷

☞ এনায়েত বাজারঃ এনায়েত খাঁ নামের একজন মোগল সেনাপতির নামানুসারে এই নামকরণ হয়েছিল। এনায়েত বাজার ছিল তৎকালীন মোগল সেনাবাহিনীর মুসলমান সেনাদলের আবাসস্থল।

☞ টাইগার পাসঃ দু'পাশে উঁচু পাহাড়ের মাঝখান দিয়ে এই রাস্তাটি সোজা চলে গেছে সমুদ্রে। ১৯ শতকের শেষার্ধেও এসব পাহাড় ছিল জনবসতিহীন, গভীর জঙ্গলাবৃত এবং বাঘের আখড়া। ১৮৬২ সালে চট্টগ্রামে কর্মরত ব্রিটিশ সিভিলিয়ান মিস্টার ক্লে'র আত্মজীবনী থেকে জানা যায়- এখানে নিয়মিত বাঘের আক্রমনে লোকে প্রাণ হারাতো, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে এই রাস্তা ধরে বাঘ চলাচল করতো বিধায় এটি "টাইগার পাস" নামে খ্যাত হয়। সেই ঐতিহাসিক স্মৃতির স্মারক হিসেবে বর্তমানে টাইগার পাস এলাকায় টাইগার বা বাঘের মূর্তি স্থাপিত আছে।

☞ বাঘ ভ্যালিঃ চট্টেশ্বরী রোডের ওয়ার সিমেট্রির সন্নিকটস্থ এই পাহাড়ি এলাকাটি একসময় ছিল জনমানবহীন ও জঙ্গল আবৃত- সেখানে দিনে দুপুরে বাঘ বিচরণ করতো। এই এলাকায় বাঘ ধরার জন্য ফাঁদ পাতার ব্যবস্থা ছিল, জীবন্ত বাঘ ধরতে পারলে মিলতো পুরষ্কার। এভাবেই এলাকাটি বাঘভ্যালি বা বাঘের উপত্যকা হিসেবে খ্যাত হয়।

☞ খুলশীঃ আরবি ও ফারসি ভাষার প্রচলিত "খোলাসা" শব্দ থেকে খুলশী নাম উদ্ভুত। খোলাসা অর্থ খোলামেলা, জনবিরল স্থান।

☞ কাজির দেউড়িঃ কাজি মির আবদুল গণির নামানুসারে এই এলাকা খ্যাত হয়েছে। ১৮ শতকের গোড়ার দিকে তিনি দিল্লী গমন করে তৎকালীন মোগল সম্রাটের কাছ থেকে চট্টগ্রামের কাজী (বিচারক) এর দায়িত্ব লাভ করেন এবং স্টেডিয়ামের পূর্বদিকে নিজের দেউড়ি (বহির্বাড়ি) ও মসজিদ স্থাপন করেন।

☞ আসাদগঞ্জঃ পটিয়া থানার বড় উঠান গ্রামনিবাসী ১৮ শতকের প্রখ্যাত জমিদার আসাদ আলী খাঁ'র নামানুসারে এই এলাকার নামকরণ হয়েছে।

☞ বকশীর হাটঃ ইংরেজ আমলের শুরুর দিকে বাঁশখালীর নিবাসী বকশী হামিদ নামের এক সম্ভ্রান্ত ব্যক্তি এই বকশীর হাট স্থাপন করেন। বাঁশখালীর ইলসা গ্রামে বকশী হামিদের নামে দিঘি, মসজিদ ইত্যাদি নিদর্শন আজো বিদ্যমান।

☞ খাতুনগঞ্জঃ উনবিংশ শতকে চট্টগ্রামের একজন অভিজাত, গুণী ও খ্যাতিমান ব্যক্তি ছিলেন খান বাহাদুর হামিদউল্লাহ খাঁ। তিনি ফারসি ভাষায় "তারিখে হামিদী" শিরোনামে প্রথম চট্টগ্রামের ইতিহাস লিপিবদ্ধ করেছিলেন। হামিদউল্লাহ খাঁ'র ২য় পত্নীর নাম ছিল- খাতুন বিবি। কালক্রমে তাঁর স্ত্রী খাতুন বিবির নামে এই খাতুনগঞ্জ গড়ে উঠে।

☞ রহমতগঞ্জঃ ১৬৯৮ সালে নবাব রহমতুল্লা চট্টগ্রামের শাসনকর্তা নিয়োগ হলে এই স্থান তাঁর নামে পরিচিত হয়ে উঠে। বর্তমান জে.এম.সেন হলের উত্তর পার্শ্বে নবাব রহমতুল্লাহর কবর বিদ্যমান রয়েছে।

☞ ফিরিঙ্গি বাজারঃ ১৬ শতকের শুরুর দিকে চট্টগ্রামে পর্তুগিজ বণিকরা আগমন করে। তারা এদেশে "ফিরিঙ্গি" নামে খ্যাত ছিল। অত্র এলাকাটি ছিল ফিরিঙ্গি বণিকদের আড়ত।

☞ রেয়াজুদ্দিন বাজারঃ এই এলাকাটি একসময় ছিল জমিদার দেওয়ান বৈদ্যনাথের বাগানবাড়ি। এখানে সেগুনবাগিচা ছিল। পরবর্তীতে এই এলাকাটি কিনে নেন চট্টগ্রামের প্রথম মুসলমান বিএ, বিএল শেখ রেয়াজুদ্দিন সিদ্দিকির পিতা শেখ মোঃ ওয়াশীল। শেখ রেয়াজুদ্দিন এই এলাকার প্রভূত উন্নয়ন ঘটালে এটি তাঁর নামে পরিচিত হয়ে উঠে।

☞ চেরাগী পাহাড়ঃ কথিত আছে- আরব দেশ থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে হযরত বদর শাহ নামক এক সুফি সাধক মাটি নির্মিত একটি চেরাগ বা চাটি হাতে নিয়ে সমুদ্রে পাথরের উপর আরোহন করে চট্টগ্রাম এসে পৌঁছান। তখন চট্টগ্রাম ছিল গভীর অরণ্যাবৃত এবং জ্বীনপরীর আবাসস্থল। বদর শাহ একটি অনুচ্চ পাহড়ে উঠতে গেলে জ্বীনপরীরা বাধা প্রদান করে এবং থাকার অনুমতি দেয়না। তখন বদর শাহ রাতের অন্ধকারে হাতের চেরাগটি পাহাড়ে রেখে জ্বালাবার স্থানটুকু দিতে অনুরোধ করলে জ্বিনেরা রাজি হয়। কিন্তু চেরাগ জ্বালাবার পর চেরাগের তেজ সহ্য করতে না পেরে জ্বিনেরা স্থান ত্যাগ করে এবং বদর শাহ সেখানে ইবাদাতের স্থান তৈয়ার করেন। উল্লেখ্য "চেরাগী পাহাড়" টি "চাটির পাহাড়" নামেও পরিচিত, চাটি অর্থ মৃৎপ্রদীপ। অনেকে ধারণা করেন- এই "চাটি" শব্দ থেকেই চাটিগাঁ> চাটগাঁ> চট্টগ্রাম নামের উৎপত্তি। বর্তমানে এই চেরাগী পাহাড়ে চেরাগ সদৃশ একটি সুন্দর স্থাপনা নির্মিত আছে।
©সাঈদ আহসান খালিদ

(মেমোরিঃ ২০১৮)
____________________________
তথ্যসূত্রঃ
* বন্দর শহর চট্টগ্রামঃ আবদুল হক চৌধুরী
* চট্টগ্রামের ইতিহাসঃ পূর্ণচন্দ্র চৌধুরী
* চট্টগ্রামের ইতিহাসঃ ওহীদুল আলম
* বৃহত্তর চট্টলঃ মোহাম্মদ নুরুল হক
* From a Diary in Lower Bengle: Mr. A.St. Clay

17/08/2023

#বাসুলিয়া বিল

15/08/2023

1 Day Tour । আড়িয়াল বিল । ঢাকা থেকে ৩০ কি.মি.

#আড়িয়াল বিল #ঢাকা

আড়িয়াল বিল পদ্মা ও ধলেশ্বরী নদীর মাঝখানে অবস্থিত ও মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত একটি অবভূমি।
এটি দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিল।
আড়িয়াল বিলের বেশিরভাগ এলাকাই শুষ্ক ঋতুতে আর্দ্র থাকে এবং বিলে যথেষ্ট পরিমাণ পানি সঞ্চিত থাকে।
বর্ষায় পানিতে টইটুম্বুর থাকলেও শীতকালে এটি বিস্তীর্ণ শস্য ক্ষেতে পরিণত হয়।
এখানে শীতকালে নানা ধরনের সবজির চাষ করা হয়, এ বিলের বিশেষ আকর্ষণ হচ্ছে বিশাল আকৃতির মিষ্টি কুমড়া।

আড়িয়াল বিল যেতে যাইলে নিচের নাম্বারে গুলো তে যোগাযোগ করতে পারেন। সর্বাত্তক সহযোগীতা করবে ইনশাআল্লাহ।

019 5436 5717 Shemanto Sarkar
019 1499 4960 Pranto Banik

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম দোছড়ি এলাকায় ঝর্ণার উপর থেকে পড়ে নিহত পর্যটক/গাইড মোহাম্মদ রাফির মৃতদেহ কঠিন পাহাড়ি প...
15/08/2023

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম দোছড়ি এলাকায় ঝর্ণার উপর থেকে পড়ে নিহত পর্যটক/গাইড মোহাম্মদ রাফির মৃতদেহ কঠিন পাহাড়ি পথ পাড়ি দিয়ে এভাবেই স্বজনদের কাছে পৌঁছে দেয় সেনাবাহিনী।
🥲🥲🥲

এই হল প্রিয় বান্দরবনের সাঙ্গু নদীর অবস্থা
07/08/2023

এই হল প্রিয় বান্দরবনের সাঙ্গু নদীর অবস্থা

বর্ষায় অতি বৃষ্টির কারন মেরিনড্রাইভ সড়কের বর্তমান অবস্থা 🥲😭
07/08/2023

বর্ষায় অতি বৃষ্টির কারন মেরিনড্রাইভ সড়কের বর্তমান অবস্থা 🥲😭

আজকের দৃশ্য বান্দরবন শহর 🥲🥲
07/08/2023

আজকের দৃশ্য বান্দরবন শহর 🥲🥲

07/08/2023

প্রিয় থানচি এখন পানির নিচে। 😭

পদ্ধঝিরি হয়ে যারা আমিয়াখুম জলপ্রপাতে গিয়েছেন। তারা এই পথটির সাথে পরিচিত। দেখে চলার জন্য    সহজ  মনে হলেও ততোটা সহজ না।  ...
28/07/2023

পদ্ধঝিরি হয়ে যারা আমিয়াখুম জলপ্রপাতে গিয়েছেন। তারা এই পথটির সাথে পরিচিত।
দেখে চলার জন্য সহজ মনে হলেও ততোটা
সহজ না। তবুয়ো তারা জীবিকার তাগিদে এইভাবেই পন্য নিয়ে ছুটে চলছে বছরের পর বছর।
বান্দরবান।।

Travel & Tourism

বান্দরবানের রুমা ও থানচি উপজেলার সকল পর্যটন খুলে দিলেও কিছু নিয়ম আপনাকে মানতে হবে যেমন :- ১। আপনি রুমা উপজেলায় ভ্রমন করত...
18/07/2023

বান্দরবানের রুমা ও থানচি উপজেলার সকল পর্যটন খুলে দিলেও কিছু নিয়ম আপনাকে মানতে হবে যেমন :-

১। আপনি রুমা উপজেলায় ভ্রমন করতে পারবেন কিন্তু বগালেক নাইট হোল্ড করতে পারবেন না।নিদিষ্ট টাইমে গিয়ে নিদিষ্ট টাইমে রিটার্ন আসতে হবে।( সপ্তাহে ৩ দিন)

২। আপনি থানচি উপজেলা ভ্রমন করলে ১ নাইট থাকার অনুমতি পাবেন রেমাক্রীতে। নাফাখুম বা অমিয়াখুম যেতে পারবেন না আপাতত।

এরমধ্যে তো ভাই ব্রাদার্স যে হারে ইভেন্ট খুলে ফেলছে তা নিয়ে চিন্তায় আছি!!

Travel & Tourism

বান্দরবান যেতে আর কোন বাঁধা নাই।চল সবাই Travel & Tourism এর সাথে।
14/07/2023

বান্দরবান যেতে আর কোন বাঁধা নাই।
চল সবাই Travel & Tourism এর সাথে।

It’s tracking time bro 🤓
10/07/2023

It’s tracking time bro 🤓

04/07/2023

Animation logo of Travel & Tourism

বর্তমান ঝর্নার অবস্থা৩০-০৬-২০২৩, সীতাকুন্ড
02/07/2023

বর্তমান ঝর্নার অবস্থা
৩০-০৬-২০২৩, সীতাকুন্ড

Travel & Tourism পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই “ঈদ-উল-আযহা এর শুভেচ্ছা,“ঈদ মোবারক”
28/06/2023

Travel & Tourism পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই “ঈদ-উল-আযহা এর শুভেচ্ছা,

“ঈদ মোবারক”

আজ ২৭-০৬-২০২৩ইং মেঘ, সবুজ আর পাহাড়ের খেলাথানচি, বান্দরবান, চট্টগ্রাম
27/06/2023

আজ ২৭-০৬-২০২৩ইং
মেঘ, সবুজ আর পাহাড়ের খেলা
থানচি, বান্দরবান, চট্টগ্রাম

Dear Traveler,As per the new budget of Bangladesh Government 2023-2024, travelers departing from Bangladesh now have to ...
27/06/2023

Dear Traveler,
As per the new budget of Bangladesh Government 2023-2024, travelers departing from Bangladesh now have to pay additional travel taxes. This policy is effective for tickets issued on/after 24 June 2023 and for travel on/after 01 July 2023.

The amended policy of the domestic and international Foreign Air Travel Taxes (UT) is as follows:

Domestic departures: BDT 200

International departures:
SAARC countries (India, Pakistan, Nepal, Maldives, Bhutan, Sri Lanka, Afghanistan): BDT 2,000
North and South America, Europe, Africa, Australia, New Zealand, China, Japan, Hong Kong, North Korea, Vietnam, Laos, Cambodia, Taiwan: BDT 6,000
Other countries: BDT 4,000
Note:
The Domestic Travel Tax (UT) previously withdrawn on 10 June 2015 is now reinstated.
Children (passengers 5 to 11 years of age) continue to pay 50% of UT rate. Infants (under 5 years of age) continue to be exempt.
All other conditions remain unchanged.

Please note that those who haven’t been charged during their air ticket booking may have to pay the additional tax in the airport.

Thank you
Stay with Travel & Tourism

এই রূপসুধা আর পানিতে পা ভেজানোর জন্য আগষ্টে যাচ্ছি । ইনশাআল্লাহ
26/06/2023

এই রূপসুধা আর পানিতে পা ভেজানোর জন্য আগষ্টে যাচ্ছি । ইনশাআল্লাহ

Address

Dhaka

Telephone

+8801954365717

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel & Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel & Tourism:

Videos

Share

Category


Other Travel Companies in Dhaka

Show All