ASWAM Travelport Limited

ASWAM  Travelport  Limited Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ASWAM Travelport Limited, Travel Company, 56, LAKE Circus ( 1st Floor), RUSSELL Square ( West Panthapath ) , DHANMONDI R/A, Dhaka.

All International & Domestic Air Tickets
Visit Visa Processing , Umrah ( Single, Couple, Group) ,
Tour Packages (Home & Abroad)
&
Bangladeshi New Passport Processing Assistance, Passport Renewal Assistance, NID Card Processing Assistance.

01/12/2024
The Iconic Dubai Clock Tower.......................................
30/10/2024

The Iconic Dubai Clock Tower.......................................

সরকারি প্যাকেজের বিস্তারিত ফিচার ও সুবিধা। সরকারীভাবে প্যাকেজ ঘোষনা হয়েছে। এখন বেসরকারী এজেন্সীগুলো নিজেদের মত করে প্যাক...
30/10/2024

সরকারি প্যাকেজের বিস্তারিত ফিচার ও সুবিধা।
সরকারীভাবে প্যাকেজ ঘোষনা হয়েছে।
এখন বেসরকারী এজেন্সীগুলো নিজেদের মত করে প্যাকেজ ঘোষনা করবে।
যেই প্যাকেজেই যান না কেন বিস্তারিত জেনে ও রিভিউ নিয়ে যাবেন।

আল্লাহ্‌ আমাদের সবাইকে মাবরুর হজ করার তাওফিক দান করুন।
আমিন !

যাত্রীরা বিমান যাত্রায়  ব্যাগেজ নীতিগুলো মেনে চলতে পারলেই যাত্রা হতে পারে সহজ এবং ঝামেলামুক্ত Iব্যাগেজ বা মালামাল নীতি ...
30/10/2024

যাত্রীরা বিমান যাত্রায় ব্যাগেজ নীতিগুলো মেনে চলতে পারলেই যাত্রা হতে পারে সহজ এবং ঝামেলামুক্ত I
ব্যাগেজ বা মালামাল নীতি প্রতিটি এয়ারলাইনসের ক্ষেত্রে কিছুটা ভিন্ন হতে পারে, তবে কিছু সাধারণ নিয়ম বেশিরভাগ এয়ারলাইনের ক্ষেত্রেই প্রযোজ্য।

যাত্রীরা এসব নীতি মেনে চললে তারা সহজেই যাত্রার জন্য প্রস্তুত হতে পারেন।

নিচে সাধারণ কিছু ব্যাগেজ নীতি তুলে ধরা হলো:

১. ক্যারি-অন ব্যাগেজ (হাতে বহনযোগ্য ব্যাগ):
- বেশিরভাগ এয়ারলাইনস একটি ক্যারি-অন ব্যাগ নিয়ে যেতে দেয় যার ওজন সাধারণত ৭ থেকে ১০ কেজির মধ্যে হয়।
- ব্যাগটির আকারও নির্দিষ্ট থাকে। সাধারণত ২২ ইঞ্চি x ১৪ ইঞ্চি x ৯ ইঞ্চি (৫৫ সেমি x ৩৫ সেমি x ২৫ সেমি) এর মতো আকারের ব্যাগ ক্যাবিনে নিয়ে যাওয়া যায়।
- ক্যারি-অন ব্যাগের পাশাপাশি একটি ছোট পার্স, ল্যাপটপ ব্যাগ বা ছোট ব্যাকপ্যাক নিয়ে যাওয়া যেতে পারে।
২. চেকড ব্যাগেজ (ক্যাবিনে বহনযোগ্য নয় এমন ব্যাগ):
- সাধারণত ইকোনমি ক্লাসে ১-২টি চেকড ব্যাগ বিনামূল্যে নেওয়া যায় যার ওজন সাধারণত ২৩-৩০ কেজির মধ্যে হয়।
- চেকড ব্যাগের সর্বোচ্চ আকার সাধারণত ১৫৮ সেমি (দৈর্ঘ্য + প্রস্থ + উচ্চতা) হয়।
- অতিরিক্ত ব্যাগ বা ওজনের জন্য যাত্রীর থেকে অতিরিক্ত ফি নেওয়া হয়। ওজনের অতিরিক্ত পরিমাণের জন্য প্রায়শই ৫০-১০০ মার্কিন ডলার বা তার বেশি ফি হতে পারে।
৩. ওভারসাইজড বা অতিরিক্ত ওজনের ব্যাগেজ:
- যদি ব্যাগের আকার বা ওজন নির্ধারিত সীমার বেশি হয়, তাহলে অতিরিক্ত চার্জ প্রযোজ্য। ওভারসাইজড ব্যাগ বা ওজন বেশি হলে প্রতি ব্যাগের জন্য প্রায় ১০০-২০০ ডলার বা তার বেশি চার্জ হতে পারে।
- সাইকেল, বড় মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট, স্পোর্টস গিয়ার ইত্যাদি বহন করলে এর জন্যও আলাদা ফি প্রযোজ্য হয়।
৪. বিমানের লুকিয়ে বা নিষিদ্ধ মালামাল:
- ধারালো বস্তু, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বা দাহ্য পদার্থ, কিছু ধরণের লিকুইড ইত্যাদি বিমানে বহন করা নিষিদ্ধ।
- এয়ারপোর্ট সিকিউরিটি চেকপয়েন্টে আপনার ব্যাগ স্ক্যান করা হয় এবং নিষিদ্ধ কোনো বস্তু পেলে তা জব্দ করা হয়।
৫. লিকুইড ও জেল নীতি (ক্যারি-অন ব্যাগে) :
- ক্যারি-অন ব্যাগে ১০০ মিলিলিটারের বেশি লিকুইড, জেল বা অ্যারোসোল নেওয়া নিষিদ্ধ। এগুলো একটি স্বচ্ছ, পুনরায় সিলযোগ্য প্লাস্টিক ব্যাগে নিয়ে যেতে হয় যার ধারণক্ষমতা ১ লিটার বা তার কম।
- প্রসাধনী সামগ্রী, পানীয়, পারফিউম ইত্যাদি এ নিয়মের আওতায় পড়ে।
৬. ফ্র্যাজাইল আইটেম বা মূল্যবান সামগ্রী:
- মূল্যবান বা ভঙ্গুর জিনিস (যেমন: ল্যাপটপ, ক্যামেরা, গহনা) ক্যারি-অন ব্যাগেই বহন করা উচিত। চেকড ব্যাগে এসব জিনিস রাখা থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়, কারণ সেগুলোর ক্ষতির জন্য এয়ারলাইনস দায়ী থাকবে না।
৭. বাচ্চাদের জন্য ব্যাগেজ নীতি:
- বেশিরভাগ এয়ারলাইনস শিশুদের জন্য আলাদা ফ্রিব্যাগ দেয়, বিশেষ করে স্ট্রোলার বা কট বহনের ক্ষেত্রে।
- কিছু এয়ারলাইনস শিশুদের জন্য ছোট ব্যাগ বা শিশু সরঞ্জাম বিনামূল্যে চেক-ইন করার সুযোগ দেয়।
৮. ফ্রি ব্যাগেজ ভাতা:
- বেশিরভাগ আন্তর্জাতিক বিমান সংস্থায় ইকোনমি ক্লাসে ১টি থেকে ২টি ব্যাগ বিনামূল্যে চেক করা যায়, বিজনেস ও ফার্স্ট ক্লাসে আরো বেশি ব্যাগ বিনামূল্যে নেয়া যায়।
- তবে লো-কস্ট ক্যারিয়ারগুলোতে সাধারণত বিনামূল্যে কোনো চেকড ব্যাগেজের সুযোগ থাকে না, সেক্ষেত্রে আলাদা করে টাকা দিয়ে ব্যাগেজ অনুমতি নিতে হয়।
৯. লস্ট বা ড্যামেজড ব্যাগেজ:
- যদি আপনার ব্যাগ হারিয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, এয়ারলাইনসকে অবিলম্বে জানানো উচিত। বেশিরভাগ এয়ারলাইনস ব্যাগ হারানোর জন্য ক্ষতিপূরণ প্রদান করে, তবে এর জন্য নির্দিষ্ট প্রক্রিয়া মেনে চলতে হবে।
১০. অনলাইন ব্যাগেজ বুকিং:
- চেকড ব্যাগেজ অনলাইনে আগে থেকেই বুক করা হলে সাধারণত এয়ারপোর্টের তুলনায় খরচ কিছুটা কম হয়। তাই চেক-ইন ব্যাগেজ আগেই বুক করে রাখা ভালো।

এই সাধারণ ব্যাগেজ নীতিগুলো মেনে চলতে পারলেই আপনার যাত্রা হতে পারে সহজ এবং ঝামেলামুক্ত। তাই ভ্রমণের আগে এয়ারলাইনের নির্দিষ্ট ব্যাগেজ নীতি ভালোভাবে দেখে নেয়া শুধু গুরুত্বপূর্ণই নয়, আবশ্যকও বটে I

হজ প্যাকেজ ঘোষণা..................... কোনটিতে কত খরচ পড়ছে। আজ (বুধবার) দুপুরে এ‌ক সংবাদ সম্মেলনে এ দুটি প্যাকেজ ঘোষণা কর...
30/10/2024

হজ প্যাকেজ ঘোষণা.....................
কোনটিতে কত খরচ পড়ছে।
আজ (বুধবার) দুপুরে এ‌ক সংবাদ সম্মেলনে এ দুটি প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
২০২৫ সালের জন্য হজের দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

একটি প্যাকেজে খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা
এবং
অন্যটিতে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০টাকা।

এর আগে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির বৈঠকে আগামী বছরের হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্ম‌সচিব মু. আবদুল হামিদ জমাদ্দার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলামসহ ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

বাংলাদেশিদের জন্য ই-ভিসা সুবিধা চালু করতে যাচ্ছে থাইল্যান্ডএই ভিসা ৫ বছরের জন্য এবং প্রতি ভ্রমণ ৬ মাস মেয়াদী হবে। বাংলা...
27/10/2024

বাংলাদেশিদের জন্য ই-ভিসা সুবিধা চালু করতে যাচ্ছে থাইল্যান্ড
এই ভিসা ৫ বছরের জন্য এবং প্রতি ভ্রমণ ৬ মাস মেয়াদী হবে।

বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের থাইল্যান্ড ভ্রমণের জন্য ই-ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
আগামী বছরের প্রথম দিকে এই সুবিধা পেতে পারেন বাংলাদেশি ভ্রমণকারীরা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার শাখার মহাপরিচালক রাষ্ট্রদূত হ্বরায়ূত পংপ্রাপান্ত থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠককালে এ কথা জানান।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ই-ভিসা চালু হলে বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনের মাধ্যমে ঘরে বসে থাইল্যান্ডের ভিসা নিতে পারবেন। এ সুবিধা থাইল্যান্ড কর্তৃক ইতোমধ্যে তাদের ৬৯টি দূতাবাসের মাধ্যমে শুরু করা হয়েছে।

কনস্যুলার শাখার মহাপরিচালক থাইল্যান্ডে চিকিৎসা নেওয়ার জন্য আগ্রহী বাংলাদেশি পাসপোর্টধারীদের ঢাকা থেকে ভিসা নেওয়ার সময় ডেসটিনেশন থাইল্যান্ড ভিসা (ডিটিভি) নেওয়ার পরামর্শ দিয়েছেন। পরিচর্যাকারীর ভিসাসহ এ ভিসা ৫ বছর মেয়াদী এবং প্রতি ভ্রমণ ৬ মাস মেয়াদী হবে। এক্ষেত্রে থাই ইমিগ্রেশন কর্তৃক বাংলাদেশ দূতাবাস ব্যাংককের সুপারিশপত্র প্রয়োজন হবে না বলে মহাপরিচালক উল্লেখ করেন।

রাষ্ট্রদূত হ্বরায়ূত পংপ্রাপান্ত উল্লেখ করেন যে, ভিসা আবেদনের ক্ষেত্রে বাংলাদেশে আবেদনকারীদের মধ্যে নকল বা মিথ্যা ডকুমেন্ট জমা দেওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে।
এক্ষেত্রে তিনি আবেদনকারীদের সতর্ক হওয়ার পরামর্শ দেন এবং যদি তারা কোনো এজেন্টের মাধ্যমে ভিসা আবেদন করেন সেক্ষেত্রে এজেন্ট সঠিক ডকুমেন্ট জমা দিচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখার অনুরোধ করেন। তিনি আরও বলেন যে, এ ধরনের প্রবণতা বজায় থাকলে থাই কর্তৃপক্ষ সংশ্লিষ্ট আবেদনকারীদের কালো তালিকাভুক্ত করতে বাধ্য হবে।

কনস্যুলার শাখার মহাপরিচালক আরও বলেন, আগামী ১৯ ডিসেম্বর থেকে দুই দেশের সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সুবিধা চালু করা হবে। গত এপ্রিলে ব্যাংককে স্বাক্ষরিত এ সংক্রান্ত চুক্তি আগামী ১৯ ডিসেম্বর তারিখ থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি গত ২০১৮ সাল থেকে কার্যকর রয়েছে।

26/10/2024

"হাঙ্গেরি"-র ওয়ার্ক ভিসা।
হাঙ্গেরির রেসিডেন্স কার্ড+এপয়েন্টমেন্ট লেটার+ভ্যালিড ভিসা।
তিন মাসের মধ্যে। কল মি : ০১৭-৭৮৮৭-১০৬৭

আপনি যদি ইউরোপের দেশ " সার্বিয়া " যেতে চান,( ওয়ার্ক ভিসা সহ ) তাহলে আমাদের সাথে অতি সত্বর যোগাযোগ করুন। আমরা আপনার ওয়ার্...
22/10/2024

আপনি যদি ইউরোপের দেশ " সার্বিয়া " যেতে চান,( ওয়ার্ক ভিসা সহ ) তাহলে আমাদের সাথে অতি সত্বর যোগাযোগ করুন।
আমরা আপনার ওয়ার্ক ভিসা সহ ওখানে যাওয়ার সমস্ত বন্দোবস্ত করে দিবো।
ইন শা আল্লাহ !
=========================================
★ সার্বিয়ার জন্য ভারতে যেতে হবে না। বাংলাদেশেই সব বন্দোবস্ত করা হবে।
★ কোন প্রকার মেডিকেল সার্টিফিকেট লাগবে না বাংলাদেশ থেকে।
★ পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট লাগবে।
★ ইংরাজিতে পূর্ন বায়ো ডাটা, ছবি(১০ কপি),জন্ম সনদ, NID লাগবে।
=========================================
১.আপনার পারমিট পেতে সর্বনিম্ন ০৩ মাস লাগবে।
২.পারমিট অনলাইন করতে ২০ দিনের মতো লাগতে পারে।
৩. সমস্ত ডকুমেন্টস অনলাইন করার পরে ০৩ মাসের ভিতরে এপ্রুভ না হয়;
তাহলে রিজেক্ট চলে আসবে। মানসিক ভাবে তৈরী থাকে হবে। আমরা তখন
অন্যভাবে চেষ্টা করব।
৪.এপ্রুভ হলে, ১০ দিনের ভিতরে ইন্ডিয়ার দিল্লিতে অবস্থিত "সার্বিয়া এম্বাসিতে"
আপনার পাসপোর্ট টি ভিসা স্টিকারের জন্য আমরা পাঠাবো।
৫. স্টিকার হয়ে গেলে, দিল্লিতে পাসপোর্ট হাতে পেতে সময় লাগবে ৩-৭ দিন।
ওই পাসপোর্ট বাংলাদেশে আসতে ৭-১৫ দিন লাগবে।
৬. তারপর বাংলাদেশ থেকে ম্যানপাওয়ার করাতে হবে। সময় লাগতে পারে
৭-১২ দিন।
৭. ম্যানপাওয়ার হয়ে গেলে এয়ার টিকেট কাটা হবে, তারপর স্বপ্নের দেশ
ইউরোপের সার্বিয়ায় চলে যাবেন।
(সব মিলিয়ে সময় ৪-৫ মাস কম বেশি লাগতে পারে).
=========================================
এখন , জেনে নেই এই দেশটি সম্মন্ধে :

" সার্বিয়া "

ইউরোপের একটি ভূমিবেষ্টিত দেশ। মধ্য ও দক্ষিণ ইউরোপের সংযোগস্থলে অবস্থিত, সার্বিয়া বলকান উপদ্বীপ এবং প্যানোনিয়ান সমভূমি ।
১৯৯০ সাল থেকে, দেশের সরকারী নাম সার্বিয়া প্রজাতন্ত্র।
সরকার:
অর্ধ-প্রেসিডেন্ট প্রজাতন্ত্র।
• প্রেসিডেন্ট
আলেকসান্ডার ভুসিক।
• মুখ্যমন্ত্রী
আনা ব্রনাবিক।
২০২১-এর হিসাব অনুযায়ী আদমশুমারি অনুসারে, সার্বিয়ার (কসোভো বাদে) মোট জনসংখ্যা ৭,১৮৬,৮৬২ এবং সামগ্রিক জনসংখ্যার ঘনত্ব মাঝারি কারণ এটি প্রতি বিট ৯২.৮ জন প্রতি বর্গ কিলোমিটার।
রাজধানী :
বেলগ্রেড সার্বিয়ার ও প্রাক্তন যুগোস্লাভিয়ার রাজধানী ও বৃহত্তম শহর।
এটি সাভা ও দানিউব নদীর সঙ্গমস্থল এবং পানোনীয় সমভূমি এবং বলকান উপদ্বীপের সংযোগস্থলে অবস্থিত।
এটি দক্ষিণ-পূর্ব ইউরোপের বৃহত্তম নগরী। পূর্ব ইউরোপে ইস্তাম্বুল, অ্যাথেন্স এবং বুখারেস্টের পর এটি চতুর্থ বৃহত্তম শহর।
মুসলিম:
জনসংখ্যার ৩% সহ, তৃতীয় বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী । সার্বিয়ার দক্ষিণাঞ্চলে, প্রাথমিকভাবে দক্ষিণ রাস্কায় ইসলামের একটি শক্তিশালী ঐতিহাসিক অনুসরণ রয়েছে। বসনিয়াকস হল সার্বিয়ার বৃহত্তম ইসলামি সম্প্রদায়, তার পরে রয়েছে আলবেনীয়; অনুমান করা হয় যে দেশটির প্রায় এক তৃতীয়াংশ রোমা জনগণ মুসলিম।
ভাষা :
সরকারী ভাষা সার্বিয়ান, স্থানীয় জনসংখ্যার ৮৮% ব্যবহার করে।[২৪৭] সার্বিয়ান হল একমাত্র ইউরোপীয় ভাষা যেখানে সক্রিয় ডিগ্রাফিয়া, সিরিলিক এবং ল্যাটিন উভয় বর্ণমালা ব্যবহার করে।
সরকারী ভাষা সার্বিয়ান, স্থানীয় জনসংখ্যার ৮৮% ব্যবহার করে। সার্বিয়ান হল একমাত্র ইউরোপীয় ভাষা যেখানে সক্রিয় ডিগ্রাফিয়া, সিরিলিক এবং ল্যাটিন উভয় বর্ণমালা ব্যবহার করে।
সার্বিয়ার উচ্চ-মধ্য আয়ের পরিসরে একটি উদীয়মান বাজার অর্থনীতি রয়েছে।
মুদ্রা:
সার্বিয়ান ডিনার (RSD) .... দিনারের পাশাপাশি কসোভোতে ইউরো ব্যবহার করা হয়।
কৃষি :
সার্বিয়ার বৈচিত্র্যময় কৃষি উৎপাদনের জন্য খুবই অনুকূল প্রাকৃতিক অবস্থা (ভূমি এবং জলবায়ু) রয়েছে।
শক্তি:
জ্বালানি খাত দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতগুলির মধ্যে একটি। সার্বিয়া হল বিদ্যুতের নিট রপ্তানিকারক এবং মূল জ্বালানি (যেমন তেল ও গ্যাস) আমদানিকারক।
খনিজ সম্পদ :
সার্বিয়ায় প্রচুর পরিমাণে কয়লা এবং তেল ও গ্যাসের উল্লেখযোগ্য মজুদ রয়েছে। সার্বিয়ার ৫.৫ বিলিয়ন টন কয়লা লিগনাইট এর প্রমাণিত মজুদ বিশ্বের পঞ্চম বৃহত্তম (ইউরোপে দ্বিতীয়, জার্মানির পরে)।

“ASWAM Travelport Ltd. “ World-class .........Worldwide ........... Air Ticket Service ........Please contact (24X7):-HO...
21/10/2024

“ASWAM Travelport Ltd. “
World-class .........Worldwide ........... Air Ticket Service ........

Please contact (24X7):-

HOTLINE;
# 00 -88 -0177- 88 -71067 / # 017-227-227-34

Dhaka Corporate Office:
“ASWAM Travelport LTD. “
" আসওয়াম ট্রাভেলপোর্ট লিঃ "

56, Lake Circus (1st Floor)
West Panthapath Main Road
(In front of Square Hospital)
Russell Square, Dhanmondi R/A,
Dhaka-1205 - Bangladesh.

Mobile # 00 -88 -017 227 227 34
E-mail # [email protected] / [email protected]

পৃথিবীর যে কোনো দেশে পৌঁছাতে সর্বনিম্ন ভাড়ায়‌ বিমানের  টিকেট ক্রয় করুন  " আস ওয়াম  ট্রাভেলপোর্ট লিঃ " এর মাধ্যমে। ইউরোপ,...
20/10/2024

পৃথিবীর যে কোনো দেশে পৌঁছাতে সর্বনিম্ন ভাড়ায়‌ বিমানের টিকেট ক্রয় করুন " আস ওয়াম ট্রাভেলপোর্ট লিঃ " এর মাধ্যমে।

ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, মধ্য প্রাচ্য সহ এশিয়ান যে কোনো দেশ গুলোতে ভ্রমণে অতিরিক্ত ভাড়ার দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে আপনার প্রথম ও এক মাত্র পছন্দ হতে পারে ,
" আস ওয়াম ট্রাভেলপোর্ট লিঃ "।

যে কোনো সময়, এমন কি যে কোনো ছুটির দিনেও অনলাইন এ ট্রাভেল রিলেটেড সার্ভিস পেতে " আস ওয়াম ট্রাভেলপোর্ট লিঃ " এর সাথেই থাকুন।
আমাদের সেবা নিন।

ছুটির দিন ছাড়া আমাদের অফিস এসেও সার্ভিস নিতে পারেন।
আপনার ভ্রমণ কে সহজ ও আনন্দদায়ক করতে সর্বদাই আমরা আছি আপনার সাথে।

পৃথিবীর যে কোনো দেশে ভ্রমণ সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন :-

“ ASWAM Travelport Ltd. “
World-class .........Worldwide ........... Air Ticket Service ........

Please contact ( 24X7) :-
HOTLINE ;
# 00 -88 -0177- 88 -71067 / # 017-227-227-34

Dhaka Corporate Office :
“ASWAM Travelport “
56, Lake Circus ( 1st Floor)
West Panthapath Main Road
( In front of Square Hospital)
Russell Square, Dhanmondi R/A,
Dhaka-1205 - Bangladesh.

Mobile # 00 -88 -017 227 227 34
E-mail # [email protected] / [email protected]

"এমিরেটস হলিডেজের" বাংলাদেশে কার্যক্রম শুরু....................বাংলাদেশের ভ্রমণপিয়াসীদের জন্য এবার বিশ্ব পর্যটনের দুয়ার ...
19/10/2024

"এমিরেটস হলিডেজের" বাংলাদেশে কার্যক্রম শুরু....................

বাংলাদেশের ভ্রমণপিয়াসীদের জন্য এবার বিশ্ব পর্যটনের দুয়ার উন্মোচন করলো এমিরেটস হলিডেজ। ঢাকায় প্রতিষ্ঠানটি তাদের এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে দেশের শীর্ষস্থানীয় ট্যুরস অ্যান্ড ট্রাভেল প্রতিষ্ঠান সায়মন গ্রূপের সহযোগি প্রতিষ্ঠান সায়মন হলিডেজকে।

এখন থেকে সায়মন হলিডেজের মাধ্যমে যে কেউ এমিরেটস হলিডেজের সব ধরনের সেবা গ্রহন করতে পারবে। বিশেষ করে খুব সহজেই সুলভ মূল্যে এমিরেটস এয়ারলাইন্সের সকল নেটওয়ার্কের টিকেট ও ট্যুর প্যাকেজ কিনতে পারবেন একজন ক্রেতা।

এ উপলক্ষে রাজধানীর গুলশানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমিরেটস এয়ারলাইন্সের এরিয়া ম্যানেজার জাবের মোহামেদ, অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশ-আটাবের সভাপতি আবদুস সালাম আরেফ, এমিরেটস এয়ারলাইন্সের সেলস ম্যানেজার মোহাম্মদ জাভেদ রহমান ও সায়মন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আফসিয়া জান্নাত সালেহ।

সায়মন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আফসিয়া জান্নাত সালেহ বলেন, এমিরেটস হলিডেজের বাংলাদেশে কার্যক্রম দেশের ট্যুরস অ্যান্ড ট্রাভেল ব্যবসায় নতুন গতির সঞ্চার হবে।
ভ্রমণপিয়াসী মানুষ যেমন উপকৃত হবে ঠিক তেমনি এই সেক্টরের ব্যবসায়ীরা খুব সহজেই এমিরেটাসের সকল গন্তব্যের টিকিটসহ ট্যুর প্যাকেজ কিনতে পারবে।
শুধু তাই নয় এমিরেটস হলিডেজের বিভিন্ন অফারও যে কেউ সায়মন হলিডেজের মাধ্যমে উপভোগের সুযোগ পাবে।

ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটরসদের জন্য নির্দিস্ট কমিশন দেয়া হবে।

বাংলাদেশে এমিরেটস হলিডেজের হটলাইন নম্বর: +৮৮০৯৬০৯০০৬২২।

এছাড়া যে কেউ হলিডেজের যে কোন তথ্যের জন্য ভিজিট করতে পারেন www.emiratesholidays.com

Address

56, LAKE Circus ( 1st Floor), RUSSELL Square ( West Panthapath ) , DHANMONDI R/A
Dhaka
1205

Opening Hours

Monday 09:00 - 05:00
Tuesday 09:00 - 05:00
Wednesday 09:00 - 05:00
Thursday 09:00 - 05:00
Friday 00:00 - 05:00
Saturday 09:00 - 05:00
Sunday 09:00 - 05:00

Telephone

+8801982945904

Alerts

Be the first to know and let us send you an email when ASWAM Travelport Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ASWAM Travelport Limited:

Share