Dreambuzz Tours & Travels

Dreambuzz Tours & Travels We Firamly Believe in Customer Satisfaction and Work very hard to achieve it.

We provide- Amazing Travel Deals, cheap Air ticket, Passport-Visa assistance, Student visa, Tourist visa etc. Our Business Values- We Firamly Believe in Customer Satisfaction and Work very hard to achieve it. We put our Customer comfort on top priority and complete business transparency as a policy. Our motive is to serve you in the best possible Way and Our sole reward is your satisfaction and contentment.

01/01/2025

Happy New Year 2025

পর্তুগালের ভিসার জন্য অনলাইনে আবেদন করুন নিজে নিজেই।যারা চাকরির উদ্দেশ্যে পর্তুগাল যেতে চান তাদের জন্য জব সিকার ভিসা। এই...
24/11/2024

পর্তুগালের ভিসার জন্য অনলাইনে আবেদন করুন নিজে নিজেই।

যারা চাকরির উদ্দেশ্যে পর্তুগাল যেতে চান তাদের জন্য জব সিকার ভিসা। এই ভিসার জন্য, আপনার পর্তুগাল থেকে চাকরির অফার থাকার দরকার নেই। এই ভিসা দিয়ে, আপনি পর্তুগাল যেতে পারেন এবং চাকরি বা চাকরির সুযোগ খুঁজতে পারেন। সারা বিশ্বের আবেদনকারীরা চাকরির অফার ছাড়াই পর্তুগাল ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারেন।বর্তমানে মধ্যপ্রাচ্যের অনেক দেশ থেকে অনেক বাংলাদেশিরা এই ভিসার মাধ্যমে পর্তুগালে আসার খবর পাওয়া যাচ্ছে|

পর্তুগিজ জব সিকার ভিসা, আবেদনকারীদের 120 দিনের জন্য থাকার অনুমতি দেয়। পরবর্তীতে একজন চাকরিপ্রার্থী ভিসা আরও 60 দিনের জন্য নবায়নযোগ্য হতে পারে। পর্তুগাল চাকরিপ্রার্থী ভিসার জন্য আবেদন করার জন্য আপনাকে অবশ্যই সাধারণ যোগ্যতার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে এবং পর্তুগিজ দূতাবাসে কাগজপত্রগুলো জমা দিতে হবে।

পর্তুগাল জব সিকার ভিসা 2024-এর আবেদন প্রক্রিয়া নিচে দেওয়া হল:

পর্তুগাল জব সিকার ভিসার জন্য আপনার কি চাকরির অফার দরকার?

না, পর্তুগাল চাকরিপ্রার্থী ভিসার জন্য আবেদন করার জন্য আপনার চাকরির অফারর প্রয়োজন নেই। এই ভিসাটি একটি অস্থায়ী ভিসা যা আপনাকে পর্তুগালে প্রবেশ করতে এবং 120 দিনের মধ্যে চাকরি খোঁজার অনুমতি দেয়।আপনি যদি এই সময়ের মধ্যে একটি চাকরি খুঁজে পেতে সক্ষম হন, তাহলে আপনি একটি বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারেন।পর্তুগিজ চাকরিপ্রার্থী ভিসার জন্য আবেদনের ফি হল €75।

জব সিকার ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:

✔️ভিসা আবেদন পূরণ এবং আবেদনকারী দ্বারা যথাযথভাবে স্বাক্ষরিত
✔️পাসপোর্ট যা কমপক্ষে 3 মাসের জন্য বৈধ।
✔️ 2 ফটো,পাসপোর্ট-টাইপ সাম্প্রতিক এবং ভাল অবস্থায়
✔️ইমিগ্রেশন অ্যান্ড বর্ডার সার্ভিসেস (SEF) দ্বারা অপরাধমূলক রেকর্ড তদন্তের জন্য অনুরোধ (ষোল বছরের কম বয়সীদের জন্য প্রযোজ্য নয়)
✔️ক্রিমিনাল রেকর্ড , আবেদনকারীর জাতীয়তা বা দেশের দ্বারা জারি করা।
✔️ বৈধ ভ্রমণ বীমা, প্রয়োজনীয় চিকিৎসা খরচ কভার।
✔️ রিটার্ন টিকিটের কপি
✔️কমপক্ষে তিনটি গ্যারান্টিযুক্ত মাসিক ন্যূনতম বেতনের ( 2280€) সমতুল্য আর্থিক সম্পদের প্রমাণ।
✔️IEFP-এ তালিকাভুক্তির জন্য আগ্রহ প্রকাশের আবেদনের প্রমাণ।

কোথা থেকে কাগজপত্র পেতে পারেন?

জাতীয় ভিসা আবেদন: জাতীয় ভিসা আবেদন পর্তুগিজ অফিসিয়াল ওয়েবসাইটে।
পাসপোর্ট: আপনার পাসপোর্ট আছে, অথবা একটি নতুন পাসপোর্ট করুন।
অপরাধমূলক রেকর্ডের জন্য অনুরোধ: আপনি এটি পর্তুগিজ অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেতে পারেন।
ক্রিমিনাল রেকর্ড সার্টিফিকেট: আপনি এটি আপনার দেশ থেকে পেতে পারেন (ক্লিয়ারেন্স সার্টিফিকেট)
ট্রাভেল ইন্স্যুরেন্স: আপনি যেকোনো ট্রাভেল এজেন্টের কাছ থেকে পর্তুগালের জন্য চিকিৎসা এবং ভ্রমণ বীমা এটি পেতে পারেন|

এই ভিসার জন্য আবেদন করার জন্য একজন আবেদনকারীকে যোগ্যতার মানদণ্ড হতে হবে:

✔️আপনাকে অবশ্যই নন-ইইউ জাতীয় হতে হবে।
✔️আপনার অবস্যই একটা পাসপোর্ট থাকতে হবে.
✔️আপনার অবশ্যই একটি পরিষ্কার অপরাধমূলক রেকর্ড থাকতে হবে।
✔️ আপনার অবশ্যই পর্যাপ্ত আর্থিক সামর্থ থাকতে হবে যাতে আপনি চাকরি খোঁজার সময় পর্তুগালে নিজেকে সমর্থন করতে পারেন।
✔️ আপনার অবশ্যই স্বাস্থ্য বীমা থাকতে হবে যা পর্তুগালে আপনার থাকার সময়কালের জন্য আপনাকে কভার করে।

Dreambazz Tour & Travels- We Firamly Believe in Customer Satisfaction and Work very hard to achieve it. We put our Custo...
16/11/2024

Dreambazz Tour & Travels- We Firamly Believe in Customer Satisfaction and Work very hard to achieve it. We put our Customer comfort on top priority and complete business transparency as a policy. Our motive is to serve you in the best possible Way and Our sole reward is your satisfaction and contentment. We provide- Amazing Travel Deals, cheap Air ticket, Passport-Visa assistance, Student visa, Tourist visa etc.

কানাডা ভিসা এপ্লিকেশন প্রসেস করার সঠিক পদ্ধতি। প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার (Chrome, Firefox, Safari...) ওপেন করবেন...
10/10/2024

কানাডা ভিসা এপ্লিকেশন প্রসেস করার সঠিক পদ্ধতি।

প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার (Chrome, Firefox, Safari...) ওপেন করবেন। তারপর সার্চ বারে IRCC লিখে সার্চ করেন। আপনাকে IRCC (Immigration Refugees and Citizenship Canada) ওয়েবসাইটে গিয়ে GCKey বাটনে ক্লিক করে GCKey একাউন্ট খুলতে হবে। একাউন্ট খোলার সময় অনেকগুলো সিকিউরিটি কোশ্চেন আসবে। ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড ও সিকিউরিটি কোশ্চিন এর আনসার সেভ করে রাখবেন। একাউন্ট ক্রিয়েট করার পর আইআরসিসি একাউন্টে লগইন করার জন্য তথ্যগুলো প্রয়োজন হবে। এবার আপনার GCKey একাউন্টে লগইন করুন। তারপর আপনি আপনার একাউন্টে প্রবেশ করে Start an application বাটনে ক্লিক করুন। তারপর Apply to come to Canada ক্লিক করবেন। ভিসা ক্যাটাগরি অপশন দেখাবে। যেমনঃ
1) Visitor Visa, Study and Work Permit
2) Express Entry (EE)
3) International Experience Canada (IEC)
আপনি ক্যাটাগরি থেকে প্রথম অপশনটি সিলেক্ট করবেন। তারপর যে কোশ্চেনটি আসবে
What is your current country/territory of residence?
এখানে Bangladesh সিলেক্ট করবেন।
সেম ওয়েতে বাকি সবগুলো কোশ্চেনের আনসার সিলেক্ট করবেন।
সবগুলো অপশন কমপ্লিট করার পর আপনাকে একটা ডকুমেন্টস রিকোয়ারমেন্ট এর তালিকা দেওয়া হবে। সবগুলো ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে।
নিচের তিনটা পিডিএফ ফর্ম সঠিক ইনফরমেশন দিয়ে আপনাকে ফিলআপ করতেই হবে।

1) Application Form (IMM5257)
2) Family Information (IMM5245)
3) Schedule 1(IMM5227)

Upload Required Documents for visit visa

1) Application Form
2) Travel history visa and Immigration entry exit seal
3) Passport copy
4) Bank statement bank solvency
5) Recent Photo
6) Purpose of Travel/ Flight Booking/ Hotel Reservation/ Travel Itinerary/ Invitation/ Sponsorship
7) Family Information
😎 Schedule1 Form
9) Client Information/Cover Lettter
Certificate of Employee/ Office ID Card/ NOC

সবগুলো অরজিনাল ডকুমেন্টস স্ক্যান কপি আপলোড করতে হবে। আপলোড করার পর পেমেন্ট অপশন আসবে। ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

Application fee 100 CAD & Biometrics fee 85 CAD. Total = 185 CAD

পেমেন্ট করার পর বায়োমেট্রিক রিকোয়েস্ট email আসবে। বায়োমেট্রিক দেওয়ার জন্য বিএফএস গ্লোবাল থেকে আপনাকে এপয়েন্টমেন্ট নিতে হবে। এপয়েন্টমেন্ট অনুযায়ী VFS আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে রাখবে। বায়োমেট্রিক এর কাজ শেষ হওয়ার সাথে সাথে আপনাকে পাসপোর্ট ফেরত দিবে। আপনার কাজ শেষ।

রেজাল্টের জন্য অপেক্ষা করুন। আপনার ইমেইলে নোটিশ আসলে IRCC Portal থেকে GCKey একাউন্ট চেক করুন। আপনার ভিসা রিকুয়েস্ট ডাউনলোড করে পুনরায় বিএফএস এপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট সাবমিট করুন। কংগ্রাচুলেশন! ২ সপ্তাহের মধ্যে ভিসাসহ পাসপোর্ট ফেরত পাবেন।

বাংলাদেশ থেকে আবেদন করলে সিঙ্গাপুর, ফিলিপাইন অথবা ইন্ডিয়া থেকে ভিসা ইস্যু হয়। যদি কোন কারণে ভিসা রিজেক্ট হয় তাহলে GCKey একাউন্টে রিজেকশন লেটার আসবে।

একবার বায়োমেট্রিক দিলে তা ১০ বছর মেয়াদে রিজার্ভ থাকে। কোন কারণে যদি ভিসা রিজেক্ট হয় তাহলে দ্বিতীয়বার অর্থাৎ Reapply এর সময় বায়োমেট্রিক্স ফি দিতে হবে না। শুধু মাত্র 100 CAD ভিসা ফি দিয়ে আবার এপ্লাই করতে পারবেন।

আরো তথ্য জানতে আমার সাথে যোগাযোগ করুন ধন্যবাদ ।।

Address

JFP
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dreambuzz Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dreambuzz Tours & Travels:

Videos

Share