Ruhi Communication

Ruhi Communication যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসা এবং টিকিট করা হয়।হজ্জ ও উমরাহ প্যাকেজ করা হয়।

ট্যুরিস্ট ও বিজনেস ভিসাধারী যাত্রীরা ভারত প্রবেশ করতে পারবেনা।ভারতের লোকসভা নির্বাচনের জন্য আগামীকাল ১৮ তারিখ সকাল ৬ টা ...
17/05/2024

ট্যুরিস্ট ও বিজনেস ভিসাধারী যাত্রীরা ভারত প্রবেশ করতে পারবেনা।

ভারতের লোকসভা নির্বাচনের জন্য আগামীকাল ১৮ তারিখ সকাল ৬ টা থেকে ২০ তারিখ পর্যন্ত ভ্রমন ও ব্যবসা ভিসা যাত্রী ভারতে প্রবেশ করতে পারবে না।তবে জরুরী মেডিকেল ভিসা যাত্রী ভারতে যেতে পারবে।

ওসি
ইমিগ্রেশন
বেনাপোল।

১ ভিসা দিয়ে ৬টি দেশ ভ্রমন করুন -- সেনজেন ভিসার মত চালু হচ্ছে GCC ভিসা।✓GCC ভিসা আসলে কী?উত্তর: GCC ভিসা দিয়ে ৬ টা দেশ ...
08/05/2024

১ ভিসা দিয়ে ৬টি দেশ ভ্রমন করুন --

সেনজেন ভিসার মত চালু হচ্ছে GCC ভিসা।

✓GCC ভিসা আসলে কী?

উত্তর: GCC ভিসা দিয়ে ৬ টা দেশ ভ্রমন করতে পারবেন এবং কোন দেশে ৩০ দিনের বেশী থাকা যাবে না।

✓GCC ৬ টি দেশ হলো:

সৌদী আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত।

পুরো বিষয়টা এখনও পরিষ্কার নয়। আজকে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাকি নিউজ খুব শীঘ্রই পেয়ে যাবেন।

✓জিসিসি ভিসা কি একসঙ্গে হবে?
নাকি প্রত্যেক দেশের ভিসা আলাদা করে করা লাগবে?

উত্তর: GCC Visa দিয়ে আপনি এক ভিসায় ৬টি দেশই ট্রাভেল করতে পারবেন। তাতে কোন বাধা নেই।

✓ আমি GCC ভিসা করলাম তারপর সৌদি দুবাই কাতার গেলাম বাকি ৩ টা গেলাম না। তাহলে কী ট্রাভেল করতে পারবো?

উত্তর:জি আপনি যে কোন একটা /দুইটা বা অধিক দেশেও ভ্রমণ করেতে পারবেন, তবে কোনভাবেই মোট ভ্রমণ সময় ৩০দিনের উপরে হবে না।

সকল কিছুই সংবাদের ভিত্তিতে বলা। যখন এই ভিসা চালু হবে, তবে আরো বিস্তারিত হয় তো আমরা জানতে পারবো।

যেকোনো দেশের ভিসা সাপোর্ট, বিমান টিকিট, হোটেল বুকিং, ট্যুর প্যাকেজ হজ্জ উমরাহ সেবা নিতে পারেন।

13/03/2024

আসসালামুয়ালাইকুম
সম্মানিত ভাই ও বোনেরা।

আজ দুপুরে উমরাহ এর উদ্দেশ্যে ছোট্ট একটি কাফেলার গাইড হিসেবে মক্কায় রওনা হব ইনশাআল্লাহ। কাফেলাটি অস্ট্রেলিয়ান সিটিজেন বাংলাদেশী ভাই-বোন,যেখানে ১জন বোন রিভার্টেড(নওমুসলীম),আল্লাহ কবুল করুন,আমীন।

আমার অনুপস্থিতিতে আমার স্ত্রী,মাদ্রাসার দায়িত্ব পালন করবে।আপনাদের কাছে অনুরোধ আমি নিয়মিত পোস্টে আপডেট না দিতে পারলেও,আপনারা আমার ইয়াতীমখানার বাচ্চাদেরকে ভূলে যাবেন না প্লিজ।
রমজানে প্রতিদিন আপনারা ইফতার ও সাহরীতে ৪ হাজার টাকা দেন,যার পুরাটা খরচ হয় না,কিছু টাকা বাড়তি থাকলে সেটা জমা থাকে,কারণ মাদ্রাসা চালাতে প্রতিমাসে অনেক খরচ।স্থানীয় কোনো কালেকশন নাই,বাচ্চাদের দিয়ে আমি কখনো হাত পাতাই না,আমার স্থায়ী ফান্ড না থাকায়,রমজানে আপনাদের থেকে প্রাপ্ত টাকা আগামি ১১ মাস আমাকে কিছুটা স্বস্তি দেয়।আমি বাচ্চাদের বলেছি,তোমরা শুধু আমাকে হাফেজ হয়ে দেখায়,আমি ভিক্ষা করবো,কিন্তু তোমাদের দিয়ে কোনো কালেকশন নয়।

মাহে রমজানের এই বরকতময় সওয়াবের মাসে আপনাদের মা-বাবা বা নিজের জন্য প্রাণখুলে সাদকাহ করুন,আপনি যেটা করছেন এটাউ আপনার আমলনামায় যাবে ইনশাআল্লাহ। আর আনি চেষ্টা করি আপনাদের টাকার সঠীক ব্যবহারের,যাতে আপনাদের সওয়াবের সাথে এই অধমকে ও যেন আল্লাহ কিছুটা সওয়াব প্রদান করেন।

পবিত্র মক্কা-মদীনায় যেয়ে আপনাদের জন্য দোয়া করবো,আপনারা ও আমাকে দোয়াতে স্মরণ রাখবেন।আপনাদের খাদেম -

তাসনীম আলম
0171134859( what's up)(bkash/Nagad)

আলহামদুলিল্লাহ ।প্রথম রমজানের ইফতার। যিনি ইফতার ও সাহরীর আয়োজন করলেন আল্লাহ তার মনের নেক আশাগুলো কবুল করে নিন।ইয়াতীমখানা...
12/03/2024

আলহামদুলিল্লাহ ।
প্রথম রমজানের ইফতার।
যিনি ইফতার ও সাহরীর আয়োজন করলেন আল্লাহ তার মনের নেক আশাগুলো কবুল করে নিন।
ইয়াতীমখানার বাচ্চাদের ইফতার ও সাহরীর জন্য আপনার সাদকাহ পাঠাতে পারেন।

01711348594 (bkash/nagad)

আসসালামুয়ালাইকুম ।রমাদান কারীম। রমজানের পবিত্রতায় ভরে উঠুক মু'মিন হৃদয়। প্রশান্তি ছড়িয়ে পড়ুক সবখানে❤️
11/03/2024

আসসালামুয়ালাইকুম ।
রমাদান কারীম।
রমজানের পবিত্রতায় ভরে উঠুক মু'মিন হৃদয়। প্রশান্তি ছড়িয়ে পড়ুক সবখানে❤️

আলহামদুলিল্লাহ ।লন্ডনের ভিসা হাতে পেলাম।সঠীকভাবে ফাইল প্রসেস আর রিয়েল ইনভাইটেশন থাকলে,আপনি পেতে পারেন ব্রিটিশ ভিসা।আমার ...
10/03/2024

আলহামদুলিল্লাহ ।
লন্ডনের ভিসা হাতে পেলাম।

সঠীকভাবে ফাইল প্রসেস আর রিয়েল ইনভাইটেশন থাকলে,আপনি পেতে পারেন ব্রিটিশ ভিসা।
আমার ক্নডিয়া,নেপাল,থাইল্যান্ড,মালয়েশিয়া,সিংগাপুর,চায়না,দুবাই,সৌদি আরব ভিজিট ছিল।
সম্পদ,ব্যাংক আর ইনকাম ট্যাক্স ফাইল ঠীক থাকলে যোগাযোগ করতে পারেন।

অযথা প্রশ্ন করে সময় নস্ট করবেন না,ভিসা করলে হোয়াটসঅ্যাপ এ নক দিন।

07/03/2024

চ্যানেল টুয়েন্টি ফোর এ মাহে রমজানে প্রচারিত "সময়ের সেরা হাফেজ" অনুষ্ঠানের উপস্থাপক শাইখ ড.ফখরুল আশেকি ভাই এর কন্ঠে অসাধারণ একটি গান।

02/03/2024

*🇸🇦 সৌদি আরবের এক বছরের মাল্টিপল টুরিস্ট ভিসা। 🇸🇦*
যারা যোগাযোগ করেছিলেন এবং দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন তারা আবার যোগাযোগ করতে পারেন।

*যা কিছু লাগবেঃ*
[১] পাসপোর্ট
[২] পাসপোর্ট সাইজ ছবি
[৩] NID কপি

সকল ডকুমেন্ট *JPG file* দিতে হবে।
অবশ্যই পিডিএফ দিবেন না, এবং পাসপোর্ট স্ক্যান করে বর্ডার রেজুলেশন সব ঠিক রেখে JPG ফাইল আকারে পাঠাবেন।

ভিসা ফি ৫০,০০০ টাকা।

আহা! গতকালের আলোঝলমল বিল্ডিংটা,আজ মৃত্যুপুরী হয়ে জীর্ণশীর্ণ হয়ে দাড়িয়ে আছে।এটাই মিছে দুনিয়ার চাকচিক্য।
01/03/2024

আহা! গতকালের আলোঝলমল বিল্ডিংটা,আজ মৃত্যুপুরী হয়ে জীর্ণশীর্ণ হয়ে দাড়িয়ে আছে।
এটাই মিছে দুনিয়ার চাকচিক্য।

দুবাই ৫ বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা। সৌদি ১ বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা।শুধু পাসপোর্ট কপি আর ছবি দিয়ে ভিসা বুঝে নিন,...
01/03/2024

দুবাই ৫ বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা।
সৌদি ১ বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা।

শুধু পাসপোর্ট কপি আর ছবি দিয়ে ভিসা বুঝে নিন,যতবার ইচ্ছা ভ্রমণ করুন।

20/02/2024

কম খরচে নির্ভূলভাবে কানাডার ভিজিট ভিসা প্রসেস করছি।
দেশের বাইরে থেকে ও এপ্লাই করতে পারবেন।
ইনভাইটেশন সহ এপ্লাই করতে নক দিন।

13/02/2024

সৌদি বিজনেস মাল্টিপল ভিসার জন্য অনেকে ইনবক্স করেছিলেন।
এখন ভিসা হচ্ছে।
কেউ চাইলে নিতে পারেন।

মালদ্বীপে জরুরী নিয়োগ চলছে।যারা সেখানে গিয়ে কাজ করতে চান অতিসত্বর যোগাযোগ করুন। মাত্র ১৫ দিনের মধ্যে ফ্লাইট করা হবে।ভিসা...
10/02/2024

মালদ্বীপে জরুরী নিয়োগ চলছে।
যারা সেখানে গিয়ে কাজ করতে চান অতিসত্বর যোগাযোগ করুন। মাত্র ১৫ দিনের মধ্যে ফ্লাইট করা হবে।
ভিসার মেয়াদ ২ বছর চাইলে আবার নবায়ন করা যাবে।
থাকা খাওয়া কোম্পানির।

ভিসা খরচ - ৪৫০,০০০
মাসিক বেতন- ৩০/৪০ হাজার।

মেডিকেল খরচ যাত্রীর বহন করতে হবে।
মেডিকেলে আনফিট হলে যাওয়া যাবেনা।
শুরুতেই মেডিকেল করতে হবে।

আমাদের ক্লায়েন্ট ২০৩৩ সাল পর্যন্ত কানাডার ১০ বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা পেয়েছেন। কানাডার টুরিস্ট ভিসায় সফলতা পাওয়ার জ...
09/02/2024

আমাদের ক্লায়েন্ট ২০৩৩ সাল পর্যন্ত কানাডার ১০ বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা পেয়েছেন।

কানাডার টুরিস্ট ভিসায় সফলতা পাওয়ার জন্য কিছু ধাপ আছে যেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ।

🔶 প্রথমত যেই ধাপটি কানাডার ভিজিট ভিসা পাওয়ার জন্য বেশ গুরুত্বপূর্ণ সেটি হলো VISA APPLICATION LETTER অথবা SOP (Statement of Purpose). অনেকেই হয়ত জানেন কানাডার টুরিস্ট ভিসা হলো ডকুমেন্টস নির্ভর ভিসা তবে ডকুমেন্টস থেকেও অনেক গুরুত্বপূর্ণ হলো এই VISA APPLICATION LETTER. আপনার ডকুমেন্টস অনেক স্ট্রং তবে আপনি যদি এই লেটারে নিজের ঘুরতে যাওয়ার উদ্দেশ্যকে সঠিক ভাবে উপস্থাপন করতে না পারেন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কম। সুন্দর এবং সুমধুর একটি VISA APPLICATION LETTER এর মাধ্যমে আপনার ভিসা পাওয়ার যোগ্যতা এবং প্রয়োজনীয়তা গুলো উল্লেখ করা লাগবে। এই লেটারে আপনি যা উল্লেখ করবেন তা অবশ্যই আপনার প্রোফাইলের সাথে সামঞ্জস্যপুর্ণ হওয়াটা জরুরি। তাই একজন প্রফেশনাল এক্সপার্ট কাওকে দ্বারা এই VISA APPLICATION LETTER লিখাটা বেশ গুরুত্বপূর্ণ।

🔶 দ্বিতীয়ত কানাডার ভিসা পাওয়ার ক্ষেত্রে যেই বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো অর্থনৈতিক অবস্থা প্রমান করা অথবা Proof of income. আপনি ব্যবসা বা চাকরি যেটাই করেন না কেনো, আপনার মাসিক আয় যে ভালো সেটা প্রমান করাটা জরুরি। তবে এর মানে এই নয় যে আপনার ব্যাংকে অনেক অনেক পরিমাণ টাকা থাকা লাগবে। শুধুমাত্র কানাডা ঘুরে আসার জন্য যতোটুকু টাকা প্রয়োজন অতটুকু টাকা ব্যাংকে থাকাটাই যথেষ্ট।

🔶 তৃতীয় যেই জিনিষটি কানাডার ভিসার জন্য গুরুত্বপূর্ণ সেটি হলো ট্রাভেল হিস্ট্রি বা পুর্বে অন্যান্য দেশে ট্রাভেল করার অভিজ্ঞতা থাকা। কানাডার মতো দেশে ট্রাভেল করার জন্য আপনার অবশ্যই দুই একটি দেশ ট্রাভেল থাকাটা জরুরী তবে ব্যাপারটি এমন নয় যে আপনি অনেকগুলো দেশ ভিজিট করলেই সহজে কানাডার ভিসা পেয়ে যাবেন। পূর্ববর্তী ট্রাভেল হিস্ট্রি কেবল একটি সহায়ক ভুমিকা পালন করে মাত্র। ট্রাভেল হিস্ট্রি এর পাশাপাশি আপনাকে সঠিক নিয়মে ডকুমেন্টস গুছাতে হবে এবং VISA APPLICATION LETTER লিখতে হবে।

🔶 চতুর্থ গুরুত্বপূর্ণ জিনিষ হলো ইনভাইটেশন। আপনার পরিচিত কেও কানাডাতে থাকলে তার থেকে ইনভাইটেশন নিয়ে আসতে পারেন। ইনভাইটেশন এর ফরমেট আমরাই আপনাকে দিয়ে দিবো। ইনভাইটেশন একটি সহায়ক ভুমিকা পালন করে অবশ্যই তবে এটি বাধ্যতামুলক নয়। আপনার যদি কানাডাতে কেও না থেকে থাকে সেক্ষেত্রে আপনি ইনভাইটেশন ছাড়া হোটেল এড্রেস ব্যবহার করতে পারেন।

🔶 পঞ্চম এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনার কান্ট্রি টাই প্রমান করা৷ আপনার যে নিজ দেশের প্রতি টান আছে এবং আপনি যে কানাডা থেকে ফেরত আসবেন সেটা প্রমান করাটা গুরুত্বপূর্ণ এবং এটি প্রমান করার পথ হলো VISA APPLICATION LETTER এর মাধ্যমে নিজের দেশে যে আপনার শক্ত একটি অবস্থান আছে সেটা উল্লেখ করা।

🔷 কানাডার ভিজিট ভিসার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন তা সহজে আপনাদের জন্য উল্লেখ করার চেষ্টা করছিঃ
১. বর্তমান পাসপোর্ট এর স্ক্যানড কপি (ইনফরমেশন পেজ অর্থাৎ যেখানে আপনার তথ্য রয়েছে সেই পেজ) অবশ্যই পিডিএফ ফরমেটে হতে হবে।
২. পুরাতন পাসপোর্ট এর স্ক্যানড কপি (যেখানে বিগত ১০ বছরের এন্ট্রি এবং এক্সিস্ট সিল রয়েছে অর্থাৎ শুধু ভিসা ও সিল রয়েছে সেই পেজ গুলা লাগবে) অবশ্যই একটা পিডিএফ ফরমেটে হতে হবে।
৩. শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য যেমন ইউনিভার্সিটির নাম, পোস্ট গ্রাডুয়েশন এর পাশের সাল। কোন ধরনের সার্টিফিকেট লাগবে না শুধুমাত্র পাশের সাল গুলো (ব্যবসায়িদের ক্ষেত্রে পড়াশোনা খুব বেশি জরুরী না,থাকলে দিতে পারেন না থাকলে খুব বেশি জরুরি না)
৪. বিগত ৪ মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি এফডিআর থাকলে দিতে পারেন (এটাসটেড)
৫. ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স এর কপি ইংলিশ নোটারাইজড
৬. অ্যাসেট ভাল্যুশন (এটা সিএ ফার্ম থেকে করে দিতে হবে এবং নোটারাইজড হতে হবে)
৭. চাকুরীজীবি হলে স্যালারি স্ট্যাটমেন্ট অথবা পে স্লীপ লাগবে
৮. ওয়াইফ, ভাই-বোন, সন্তান এর বাসার এড্রেস, ফোন নাম্বার ইমেল আইডি
৯. বাবা মা এর জন্ম সাল যদি জীবিত থাকে, মৃত্যু হলে প্রয়োজন নেই।
১০. ম্যারেজ সার্টিফিকেট ইংলিশ করে দিতে হবে। (নোটারাইজ)
১২. ভোটার আইডির স্ক্যান কপি বা বার্থ সার্টিফিকেট এর স্ক্যান কপি (ভোটার আইডির সাথে যদি পাসপোর্ট এর কোন প্রবলেম ও থাকে সেই ক্ষেত্রে চিন্তার কোন কারণ নেই sop তে লিখে দিলেই হবে
১৩. ৩৫*৪৫ সাইজ এর ছবি কানাডায়িন সাইজ।
১৪. পাসপোর্ট, বাসার এড্রেস, ইমেইল আইডি, ফোন নাম্বার।

বর্তমানে কানাডার এম্বাসি ফি এবং ভিএফএস ফিংগার দেয়ার ফি হলো $১৮৫ কানাডিয়ান ডলার।
সকল ডকুমেন্টস এবং এম্বাসি ফি জমা দেয়ার পর আপনাকে গুলশানের ভিএফএসে যেয়ে ফিংগার প্রিন্ট দেয়া লাগবে তারপর কেবল অপেক্ষা করা লাগবে এম্নাসি এর সিদ্ধান্তের জন্য। যদি এম্বাসি আপনার ভিসা অনুমোদন করে থাকে তাহলে ইমেইল এর মাধ্যমে পাসপোর্ট গুলশানের ভিএফএসে জমা করতে বলবে। আপনার পাসপোর্ট ভিএফএস থেকে সিঙ্গাপুরে পাঠানো হবে এবং সেখান থেকেই ভিসা প্রিন্ট হয়ে পরবর্তীতে ভিএফএস থেকেই আপনার পাসপোর্ট আপনাকে ফেরত দেয়া হবে।

07/02/2024

বিশ্বজয়ী হাফেজ মুশফিকুর রহমানের মনোমুগ্ধকর তেলোয়াত>3

কাতারে প্রথমস্থান অর্জনকারী-২০২৪
সৌদি আরবে ৪র্থ স্থান অর্জনকারী-২০২৩

শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিন।

এখন কোনো ঝামেলা ছাড়াই দুবাই ৫ বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা করুন মাত্র ৩ দিনে। এছাড়া দুবাই নো ব্যাক ভিসা।১/২ মাসের ট্যুর...
05/02/2024

এখন কোনো ঝামেলা ছাড়াই দুবাই ৫ বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা করুন মাত্র ৩ দিনে।
এছাড়া দুবাই নো ব্যাক ভিসা।
১/২ মাসের ট্যুরিস্ট ভিসা।

আমেরিকা যেতে চাচ্ছেন কিন্তু কিভাবে এপ্লাই, কিভাবে কি করবেন, বুঝতে পারছেন না! আমেরিকান ভিসার কথা শুনলেই, প্রথমে মনে হয় "আ...
01/02/2024

আমেরিকা যেতে চাচ্ছেন কিন্তু কিভাবে এপ্লাই, কিভাবে কি করবেন, বুঝতে পারছেন না!

আমেরিকান ভিসার কথা শুনলেই, প্রথমে মনে হয় "আমি আসলেই যেতে পারবো" ভয় পেয়ে যাই, ফলাফল আর চেষ্টাই করা হয় না। অথচ বাস্তবতা হলো , অন্যান্য দেশের ভিসার তুলনায় আমেরিকান টুরিস্ট ভিসা পাওয়া অনেকটা সহজ। হেজিটেশন, দ্বিধা-দ্বন্দ্ব মানসিকতা থেকে বের হয়ে আপনাকে নির্ভুল ও সঠিক উপায়ে চেষ্টা করতে হবে, তাহলেই আপনি ভিসা পাবেন-ই, ইনশাআল্লাহ।

কী কী করলে আপনি ঝামেলাবিহীন, খুব সহজেই আমেরিকার টুরিস্ট ভিসা পেতে পারেন এ সংক্রান্ত স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমেরিকান টুরিস্ট ভিসা সাধারণতো ৫ বছরের মাল্টিপোল ভিসা এবং এই ভিসাটি মূলতো ২ টা বিষয়ের উপর ভিত্তি করে হয়ে থাকে।

১. DS -160 ফর্ম অর্থাৎ এপ্লিকেশন ফর্ম এর উপর।
২. ছোট একটি ইন্টারভিউ এর উপর।

আপনাকে অবশ্যই আমেরিকা যাওয়ার যৌক্তিক কারন দেখাতে হবে। আপনি যদি ইন্টারভিউ এর সময় ভিসা অফিসারদের বুঝাতে পারেন,আপনার আমেরিকা যাওয়ার যথেষ্ট যৌক্তিকতা আছে এবং আপনি আমেরিকায় যাবেন এবং ফিরে আসবেন, তাহলে-ই আপনার ভিসা হয়ে যাবে ইনশাআল্লাহ।

কিছু কিছু কান্ট্রি ভিজিট করা থাকলে সেটা নিঃস্বন্দেহে ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করে কিন্তু এর মানে এই নয় যে ভিজিট করা থাকলেই আপনি আমেরিকার ভিসা পেয়ে যাবেন । আপনাকে সঠিক পলিসি টা জানতে হবে। আমেরিকার ভিসা সাদা পাসপোর্টেও হয়ে থাকে।

বেশির ভাগ মানুষের ধারণা এই ভিসা করতে অনেক কাগজপত্রের প্রয়োজন হয় বা অনেক ঝামেলা পোহাতে হয়, এই ধারণাটিও সঠিক নয়, অন্যান্য দেশের মতো এটি ডকুমেন্ট বেইসড ভিসা না, এটি সম্পূর্ণ ইন্টারভিউ এর উপর নির্ভর করে ভিসা হয়ে থাকে। অনেকেই প্রশ্ন করেন, ভাই ডকুমেন্ট না দেখলে উনারা কি ভাবে বুঝবে আমি আমেরিকা যাওয়ার যোগ্য বা আমেরিকা গিয়ে আমি ফেরত আসবো? এটা বিচার করবে প্রথমতো আপনার এপ্লিকেশন ফর্ম অর্থাৎ DS 160 ফর্ম দেখে, তারপর আপনার সাথে ইন্টারভিউ এর সময় কথা বলে।

ইন্টারভিউ বাংলাদেশে সাধারণতো দুই ভাষায় হয়ে থাকে, বাংলা এবং ইংরেজী। আপনি চাইলে বাংলাতেও ইন্টারভিউ দিতে পারবেন।
ইন্টারভিউ সাধারণতো ২ থেকে ৫ মিনিটের হয়ে থাকে।

আপনি আমেরিকা যাওয়ার যোগ্য সেটা এম্বাসিকে কি করে বুঝাবেন? সেটা বুঝাবেন আপনার এপ্লিকেশন ফর্ম এর মাধ্যমে অর্থাৎ Ds-160 এর ফর্ম এর মাধ্যমে। আমেরিকান এম্বাসির একটি অনলাইন ফর্ম আছে যার নাম DS-160 ফর্ম। এই এপ্লিকেশন ফর্ম অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ফর্ম এর উপর আপনার ভিসা অনেকাংশ নির্ভর করে। তাই অবশ্যই একজন অভিজ্ঞ ব্যক্তি দ্বারা ফর্মটি পূরণ করা উচিত। মূলত এই ফর্মটি আপনার ভিসা পাওয়ার পূর্ব শর্ত হিসাবে বিবেচিত হয়। আপনি বলতে পারেন ৭০% চান্স নির্ভর করে এই DS-160 ফর্ম এর উপর, বাকি ২৫% নির্ভর করে আপনার ইন্টারভিউ এর উপর।

এই দুইটির সঠিক সফল কম্বিনেশন ই আপনার ভিসা পাওয়া চান্স নিশ্চিত করবে ইনশাআল্লাহ।
DS-160 ফর্ম এর তথ্য এবং আপনার ইন্টারভিউ এর তথ্য এই দুই এর মধ্যে চমৎকার একটা মিল থাকতে হবে। অদক্ষ লোক দ্বারা ভিসা ফর্ম পূরণ করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

আবার অনেকেই মনে করেন আমেরিকার ভিসা কন্ট্রাক্ট এ করা যায়। আমেরিকার ভিসা কন্টাক্ট এ হয় না, ভুলেও এই কন্টাক্ট এ যাবেন না, কারণ আমেরিকা এম্বাসির সাথে কারও লিংক বা লবিং থাকার কোন প্রশ্নই আসে না। কেউ যদি বলে থাকে আমেরিকা এম্বাসির সাথে লিংক আছে, তার মানে তিনি আপনাকে মিথ্যা তথ্য দিয়েছে।

নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরী করুন, সঠিক গাইড লাইন ফলো করুন, সঠিক তথ্য দিয়ে
DS -160 ফর্ম ফিলাপ করুন, ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নিন ইনশাআল্লাহ আপনার ভিসা কেউ আটকাতে পারবে না।

আমেরিকান টুরিস্ট ভিসা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা ম্যাক্সিমাম মানুষ করে থাকেন সেটা হলো ভাই আমেরিকা যেতে কতো টাকা লাগে?

আমেরিকার টুরিস্ট ভিসার ফী ১৮৫ ডলার যা বাংলাদেশ এর টাকায় কনভার্ট করলে আসে ২০৩৫০ টাকার মতো। এটাই আমেরিকান টুরিস্ট ভিসার মূল খরচ। এই টাকা শুধুমাত্র EBL অর্থাৎ ইস্টার্ন ব্যাংক লিমিটেড এ জমা দিতে হয়।

আপনার ভিসা তখন ই হবে যখন আপনি -

১. DS -160 সঠিক ও চমৎকার ভাবে পূরণ করবেন।
২. ইন্টারভিউ এর সময় আপনার আমেরিকা যাওয়ার যথেষ্ট যৌক্তিক কারণ দেখাতে পারবেন।
৩. আপনার আমেরিকা থেকে ফেরত আসার যথেষ্ট ভালো কারণ দেখাতে পারবেন।

বুধবার (৩১ জানুয়ারি) রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান ...
01/02/2024

বুধবার (৩১ জানুয়ারি) রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত স্লোবোদান ইউজোনোব। সেখানেই এদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন মেসিডোনিয়ান রাষ্ট্রদূত।

বৈঠকে আইটি, মেডিকেল, কৃষি ও নির্মাণ খাতে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এই খাতগুলোতে কাজ করা কর্মীর ন্যূনতম মাসিক আয় হবে ৪০০ ইউরো। তবে কী পদ্ধতিতে এবং কত সংখ্যক কর্মী নেবে নর্থ মেসিডোনিয়া, তা এখনো নির্ধারণ করা হয়নি।

কর্মী নিতে বাংলাদেশের পক্ষ থেকে সমঝোতা চুক্তির কথা বলা হয়েছে। এ সময় নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত সমঝোতা স্মারকের নমুনা চেয়েছেন। শিগগিরই নমুনা সমঝোতা স্বারক মেসিডোনিয়ায় পাঠানো হবে বলে আশ্বস্ত করেছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, আমরা নতুন শ্রমবাজার সৃষ্টির চেষ্টা করছি। নর্থ মেসিডোনিয়া ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে এসেছিলেন। নর্থ মেসিডোনিয়া নতুন শ্রমবাজার। তারা নতুন দেশ হিসেবে আমাদের দেশ থেকে কর্মী নেবে। সে ব্যাপারে আলাপ-আলোচনা হয়েছে।

অস্ট্রেলিয়া, কানাডা সহ অনেক অয়েস্টার্ন কান্ট্রিতে অনেকেই স্কিল্ড মাইগ্রেশন নিয়ে আসতে চান। তবে বেশিরভাগ ক্ষেত্রেই স্কিল...
01/02/2024

অস্ট্রেলিয়া, কানাডা সহ অনেক অয়েস্টার্ন কান্ট্রিতে অনেকেই স্কিল্ড মাইগ্রেশন নিয়ে আসতে চান। তবে বেশিরভাগ ক্ষেত্রেই স্কিল্ড মাইগ্রেশন বলতে কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি এগুলোকে বোঝেন। কিন্তু এমন অনেক প্রফেশন রয়েছে যার চাহিদা এখানে আকাশচুম্বী। যেমন, Plumber, Electrician, Bricklayer, Aged & Disability Care Worker, Child Care Worker, Nurse, Burber, Automotive Electrician, Automotive Mechanic, ইত্যাদি। এমন অসংখ্য প্রফেশন রয়েছে যেখানে বাংলাদেশ থেকে আসার সুবর্ণ সুযোগ রয়েছে।

এখানে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে আসেন তাঁদের বেশিরভাগই আইটি, একাউন্টিং, ইঞ্জিনিয়ারিং, বিজনেস সাবজেক্টে পড়তে আসেন। তবে এগুলো ছাড়াও অনেক সাবজেক্ট রয়েছে যার চাহিদা এখানে আকাশচুম্বী এবং ইনকামও অনেক অনেক ভাল।

অস্ট্রেলিয়া, কানাডা সহ সকল অয়েস্টার্ন কান্ট্রিতে আসার আগে অবশ্যই একটু হোম ওয়ার্ক করে নিবেন। যদি হোম ওয়ার্ক না করে 100% অন্যের উপর নির্ভর করেন তাহলে নিশ্চিত প্রতারিত হবার সম্ভাবনা রয়েছে।

🎯একজন ভিসা অফিসার ঠিক ততটাই জানতে পারে, যতটা আমরা তার কাছে প্রমাণ করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রমাণের জায়গাটিতে আ...
31/01/2024

🎯একজন ভিসা অফিসার ঠিক ততটাই জানতে পারে, যতটা আমরা তার কাছে প্রমাণ করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রমাণের জায়গাটিতে আমরা ব্যর্থ হই।
আমাদের দেশ থেকে রিফিউজাল এর ক্ষেত্রে বেশিরভাগ ভিসাই রিফিউজ হয় ফাইনালসিয়াল গ্রাউন্ডে।
অর্থাৎ বেশিরভাগ আবেদনকারীই তাদের শক্তিশালী অর্থনৈতিক অবস্থা ভিসা অফিসারের কাছে প্রমাণ করতে ব্যর্থ হন।
বারবার ভিসা প্রত্যাখ্যান।
যোগাযোগ করুন আমাদের সাথে। ফ্রি কনসালটেন্সি। আমাদের অভিজ্ঞতার আলোক থেকে আপনাকে সঠিক পথ নির্দেশনা দেব। ভিসা প্রত্যাখ্যান হওয়ার পিছনে যে সকল কারণ আছে। সে সকল কারণ নিয়ে আলোচনা
ভিসা আবেদনপত্র। সম্পূর্ণরূপে সম্পন্ন এবং স্বাক্ষরিত.
সম্প্রতি তোলা দুটি ছবি সংযুক্ত করতে হবে। ভিসার ছবির প্রয়োজনীয়তা অনুযায়ী উভয় ছবিই শেষ তিন মাসের মধ্যে তুলতে হবে।
একটি বৈধ পাসপোর্ট। 10 বছরের বেশি পুরানো নয়, এবং আপনি যে তারিখ থেকে শেনজেন এলাকা ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন তার পরে অন্তত আরও তিন মাসের জন্য এটি বৈধ হওয়া উচিত। ভিসা সহ পুরানো পাসপোর্ট (যদি আপনার থাকে)।
রাউন্ড ট্রিপ রিজার্ভেশন বা ভ্রমণপথ। এটিতে অবশ্যই তারিখ এবং ফ্লাইট নম্বরগুলি অন্তর্ভুক্ত থাকতে হবে যাতে সেনজেন এলাকা থেকে প্রবেশ এবং প্রস্থান নির্দিষ্ট করে৷ আপনি এই মত ভিসা পরামর্শ সেবা ব্যবহার করতে পারেন. এই ছেলেরা ইমেলের মাধ্যমে বিনামূল্যে পরামর্শ সহ আপনার ভিসার প্রয়োজনীয়তাগুলির বেশিরভাগই পরিচালনা করতে পারে, যেমন ফ্লাইট যাত্রাপথ এবং হোটেল রিজার্ভেশন।
ভ্রমণ বীমা পলিসি। একটি নথি যা প্রমাণ করে যে আপনার পুরো শেনজেন অঞ্চলের জন্য ভ্রমণ স্বাস্থ্য বীমা রয়েছে, যে কোনো চিকিৎসা জরুরী যেমন অসুস্থতা, দুর্ঘটনা এবং এমনকি মৃত্যুর ক্ষেত্রে প্রত্যাবাসনের ক্ষেত্রে ন্যূনতম 30,000 ইউরোর কভারেজ সহ। বীমা পলিসি সহজেই ইউরোপ সহায়তা থেকে অনলাইনে কেনা যায়।
বাসস্থানের প্রমাণ। একটি নথি যা দেখায় যে শেনজেনে আপনার থাকার সময় আপনাকে কোথায় রাখা হবে। এটি নিম্নলিখিতগুলির মধ্যে একটি হতে পারে:
একটি হোটেল/হোস্টেল বুকিং।
একটি ভাড়া চুক্তি।
আপনি যার বাড়িতে থাকবেন একজন হোস্টের কাছ থেকে আমন্ত্রণের একটি চিঠি।
আর্থিক উপায়ের প্রমাণ। শেনজেনে থাকাকালীন আপনার আর্থিকভাবে সমর্থন করার জন্য আপনার যথেষ্ট অর্থ রয়েছে তার প্রমাণ। এটি নিম্নলিখিতগুলির মধ্যে একটি হতে পারে:
ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট - যা দেখায় আপনার অ্যাকাউন্টে ট্রিপের জন্য পর্যাপ্ত টাকা আছে। বিবৃতিটি 3 মাসের বেশি পুরানো হবে না।
স্পন্সরশিপ লেটার - অন্য একজনের দ্বারা যা নিশ্চিত করে যে তারা আপনার শেঞ্জেনে ভ্রমণে আর্থিকভাবে সহায়তা করবে। এই চিঠিটি বৈধ হওয়ার জন্য, এটির সাথে স্পনসরের একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে, যা তিন মাসের বেশি নয়৷
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট এবং স্পনসরশিপের একটি চিঠির সংমিশ্রণ।
ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করার সময় প্রয়োজনীয় কাগজপত্র
পর্যটনের উদ্দেশ্যে শেনজেন ভিসা পাওয়ার জন্য অতিরিক্ত প্রয়োজনীয় নথিগুলি হল:
ব্যাংক দলিল. বিশেষত গত 6 মাসের জন্য।
সমর্থন হলফনামা. যদি একজনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে বা এই ভ্রমণের সময় তাদের খরচের যত্ন নেওয়ার জন্য পর্যাপ্ত তহবিলের মালিক না থাকে, তবে একজনকে অবশ্যই তার/এর সংশ্লিষ্ট অফিসে একটি "সহায়তার অফিসিয়াল হলফনামা" স্বাক্ষর করতে দর্শনার্থী বন্ধু বা আত্মীয়দের বলতে হবে। তার থাকার জায়গা। ভিসার জন্য আবেদন করার সময় নিশ্চিত করুন যে আপনি আসল নথিটি সঙ্গে রাখবেন।
ভ্রমণের সুনির্দিষ্ট পরিকল্পনা. আবেদনকারীর তাদের ভ্রমণের বর্ণনা, ভ্রমণের উদ্দেশ্য, সময়সীমা এবং একটি চিঠিতে লেখা সমস্ত ব্যক্তিগত তারিখ, সেইসাথে হোটেল রিজার্ভেশন বা শেনজেন দেশের বাসিন্দার কাছ থেকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণ পত্র।

আপনারা যারা ভিজিট ভিসা নিয়ে সুইডেন যেতে আগ্রহী তাদের জন্য আজকের এই পোস্ট। সুইডেনের ভিজিট ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা করা ...
31/01/2024

আপনারা যারা ভিজিট ভিসা নিয়ে সুইডেন যেতে আগ্রহী তাদের জন্য আজকের এই পোস্ট। সুইডেনের ভিজিট ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই পোস্টে।

জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে সুইডিশ জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর এ কারনে সারা বিশ্বের অসংখ্য মানুষ উন্নত জীবনের লক্ষ্যে আজ সুইডেনে পাড়ি জমাচ্ছে। কিছু সংখ্যক যাচ্ছে পড়াশুনা অথবা ব্যবসায়িক কাজে আর কিছু সংখ্যক মানুষ যাচ্ছে কেবলমাত্র প্রযুক্তির শিখরে অবস্থানকারী দেশটিকে ঘুরে দেখতে। প্রতি বছর বাংলাদেশ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক লোক সুইডেনের ভিসার জন্য আবেদন করে থাকেন।

সুইডেনের ভিসার আবেদন প্রক্রিয়া: ব্যবসায়িক এবং কনফারেন্সের কাজে, স্বল্পকালীন ভ্রমনে অথবা পরিবার ও বন্ধুদের সাথে দেখা করার জন্য সুইডেন যেতে আগ্রহী ব্যক্তিকে ঢাকাস্থ সুইডেন দূতাবাসের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে হবে। সুইডেন ইউরোপের সেনজেন এলাকা ভুক্ত দেশ হওয়ায়, ৯০ দিন বা এর চেয়ে কম সময়ের জন্য সুইডেন যাওয়ার জন্য ভিসা আবেদন করতে ঢাকাস্থ সুইডেন দূতাবাসের মাধ্যমে সেনজেন ভিসার জন্য আবেদন করতে হবে।

আর ভিসার মেয়াদ যদি ৯০ দিনের বেশি প্রয়োজন হয় তবে ‘দীর্ঘ সময়ের জন্য ভিসা’র (visa for longer stays) আবেদন করতে হবে। ‘দীর্ঘ সময়ের জন্য ভিসা’ কে ‘ডি’ টাইপ ভিসা অথবা জাতীয় ভিসা (National Visa) বলা হয়। এই ‘ডি’ টাইপ ভিসার মেয়াদ সর্বচ্চো এক বছর।

ভিসার ক্যাটাগরী: ব্যবসায়িক এবং কনফারেন্স ভিসা (Business and Conference Visa)। ট্যুরিস্ট ভিসা (Tourist Visa)। আত্মীয় ও বন্ধুদের সাথে দেখা করার ভিসা (Visiting Family and Friends Visa)।

ব্যবসায়িক এবং কনফারেন্স ভিসা (Business and Conference Visa): ব্যবসায়িক কাজে সুইডেন যেতে চাইলে বিজনেস ভিসা অথবা সেনজেন ভিসার জন্য আবেদন করতে হবে। এই ভিসার মেয়াদ ৩ মাস। যদি ৩ মাসের বেশি সময় প্রয়োজন হয় তবে দূতাবাসে কারণ উল্লেখ করে নির্ধারিত ফর্মের মাধ্যমে ‘বসবাসের অনুমোদনপত্র (residence permit) অথবা ‘দীর্ঘ সময়ের জন্য ভিসা’র (visa for longer stays) আবেদন করতে হবে। ‘দীর্ঘ সময়ের জন্য ভিসা’ কে ‘ডি’ টাইপ ভিসা বলা হয়।

সুইডেনের বিজনেস ভিসার আবেদনের নিয়ম: পাসপোর্ট (পাসপোর্টের মেয়াদ ৩ মাসের বেশি থাকতে হবে) সেনজেন ভিসা ফর্মটি সঠিক ভাবে পূরণ করতে হবে। ভিসার জন্য আবেদন ফর্মটি সুইডেন দূতাবাস থেকে সংগ্রহ করতে পারবেন অথবা সুইডেন দূতাবাসের ওয়েবসাইট থেকেও সংগ্রহ করতে পারবেন।

সুইডেনে অবস্থিত যে কোম্পানির কাছে ব্যবসায়িক কাজে যেতে হবে, সেই কোম্পানির আমন্ত্রণপত্র ভিসার আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। আবেদনকারীর নিজস্ব তথ্য, সুইডেনে যাওয়ার তারিখ ও সুইডেন থেকে ফিরে আসার তারিখ, ব্যবসায়িক কাজের ধরণ, সুইডেনে থাকাকালীন যে ব্যক্তি আপনাকে সাহায্য করবে (ব্যবসায়িক অংশীদার অথবা সুইডেনে অবস্থানরত আত্মীয়) ‘ভিসা আবেদনকারীদের জন্য প্রশ্নাবলী’ (Questionnaire for visa applicants) ফর্মটি সঠিক ভাবে পূরণ করে আবেদন ফর্মটির সাথে জমা দিতে হবে।

পাসপোর্ট, ভ্রমণের অন্যান্য কাগজপত্র এবং এগুলোর ফটোকপি আবেদনকারীর ছবি: সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি (৩৫ মি.মি. x ৪৫ মি.মি.), ছবি অবশ্যই রঙ্গিন হতে হবে, ছবিতে আবেদনকারীর সম্পূর্ণ মুখ স্পষ্ট বোঝা যেতে হবে, মাথায় কোন প্রকার টুপি অথবা মাথায় বাঁধার ফিতা অথবা পাগড়ি অথবা কাপড় থাকা যাবেনা। শুধু মাত্র ধর্মীয় ক্ষেত্রে রাখা যেতে পারে কিন্তু সম্পূর্ণ মুখ স্পষ্ট বোঝা যেতে হবে।

ট্র্যাভেল ইন্সুরেন্স থাকতে হবে, যা জরুরী ডাক্তারি সেবা, অ্যাম্বুলেন্স সেবা সহ অন্যান্য সেবার খরচ বহন করতে পারবে। ট্র্যাভেল ইন্সুরেন্স কমপক্ষে ৩০০০০ ইউরো (২৫,১৭,৫৬৫ টাকা) এর হতে হবে। ট্র্যাভেল ইন্সুরেন্সের পরিমাণ সময় সাপেক্ষে পরিবর্তনশীল। আবেদনের সময় সুইডেন দূতাবাস থেকে জেনে নিতে পারেন।

ট্যুরিস্ট ভিসা (Tourist Visa): ভ্রমণের জন্য সুইডেন যেতে চাইলে ভ্রমণ বা ট্যুরিস্ট ভিসা অথবা সেনজেন ভিসার জন্য আবেদন করতে হবে। এই ভিসার মেয়াদ ৩ মাস। যদি ৩ মাসের বেশি সময় প্রয়োজন হয় তবে দূতাবাসে কারণ উল্লেখ করে নির্ধারিত ফর্মের মাধ্যমে ‘বসবাসের অনুমোদনপত্র (residence permit) অথবা ‘দীর্ঘ সময়ের জন্য ভ্রমণ ভিসা’র (visa for longer stays) আবেদন করতে হবে। ‘দীর্ঘ সময়ের জন্য ভিসা’ কে ‘ডি’ টাইপ ভিসা বলা হয়।

সুইডেনের ট্যুরিস্ট ভিসার আবেদনের নিয়ম: পাসপোর্ট (পাসপোর্টের মেয়াদ ৩ মাসের বেশি থাকতে হবে) সেনজেন ভিসা ফর্মটি সঠিক ভাবে পূরণ করতে হবে। ভিসার জন্য আবেদন ফর্মটি সুইডেন দূতাবাস থেকে সংগ্রহ করতে পারবেন অথবা সুইডেন দূতাবাসের ওয়েবসাইট থেকেও সংগ্রহ করতে পারবেন।

ভ্রমণকারীর পরিবারের বিস্তারিত তথ্য দিতে হবে। এজন্য ‘পরিবার সম্পর্কীয় বিবরণ ফর্ম’ (Family Appendix for Applicants) সঠিক ভাবে পূরণ করতে হবে। আবেদনকারীর ছবি: সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি (৩৫ মি.মি. x ৪৫ মি.মি.)ছবি অবশ্যই রঙ্গিন হতে হবে, ছবিতে আবেদনকারীর সম্পূর্ণ মুখ স্পষ্ট বোঝা যেতে হবে মাথায় কোন প্রকার টুপি অথবা মাথায় বাঁধার ফিতা অথবা পাগড়ি অথবা কাপড় থাকা যাবেনা। শুধু মাত্র ধর্মীয় ক্ষেত্রে রাখা যেতে পারে কিন্তু সম্পূর্ণ মুখ স্পষ্ট বোঝা যেতে হবে।

কি উদ্দেশ্যে ভ্রমণ করতে চান তার কাগজপত্র, হোটেল বুকিং এর কাগজ অথবা কোন এজেন্সির মাধ্যমে গেলে তার কাগজপত্র।আবেদনকারী কি কাজ করেন তার প্রমাণপত্র। যেমন – আবেদনকারী চাকরি করেন নাকি পড়াশুনা। ভ্রমণ করার জন্য পর্যাপ্ত অর্থ আছে কিনা তার প্রমাণপত্র (ব্যাংক স্টেটমেন্ট)। ট্র্যাভেল ইন্সুরেন্স থাকতে হবে, যা জরুরী ডাক্তারি সেবা, অ্যাম্বুলেন্স সেবা সহ অন্যান্য সেবার খরচ বহন করতে পারবে। ট্র্যাভেল ইন্সুরেন্স কমপক্ষে ৩০০০০ ইউরো (২৫,১৭,৫৬৫ টাকা) এর হতে হবে। ট্র্যাভেল ইন্সুরেন্সের পরিমাণ সময় সাপেক্ষে পরিবর্তনশীল। আবেদনের সময় সুইডেন দূতাবাস থেকে জেনে নিতে পারেন।

আত্মীয় ও বন্ধুদের সাথে দেখা করার ভিসা (Visiting Family and Friends Visa): আত্মীয় বা বন্ধুদের সাথে দেখা করার জন্য সুইডেন যেতে চাইলে আত্মীয় ও বন্ধুদের সাথে দেখা করার ভিসা অথবা সেনজেন ভিসার জন্য আবেদন করতে হবে। এই ভিসার মেয়াদ ৩ মাস। যদি ৩ মাসের বেশি সময় প্রয়োজন হয় তবে দূতাবাসে কারণ উল্লেখ করে নির্ধারিত ফর্মের মাধ্যমে ‘বসবাসের অনুমোদনপত্র (residence permit) অথবা ‘দীর্ঘ সময়ের জন্য ভিসা’র (visa for longer stays) আবেদন করতে হবে। ‘দীর্ঘ সময়ের জন্য ভিসা’ কে ‘ডি’ টাইপ ভিসা বলা হয়।

সুইডেনের আত্মীয় ও বন্ধুদের সাথে দেখা করার ভিসার আবেদনের নিয়ম: পাসপোর্ট (পাসপোর্টের মেয়াদ ৩ মাসের বেশি থাকতে হবে) সেনজেন ভিসা ফর্মটি সঠিক ভাবে পূরণ করতে হবে। ভিসার জন্য আবেদন ফর্মটি সুইডেন দূতাবাস থেকে সংগ্রহ করতে পারবেন অথবা সুইডেন দূতাবাসের ওয়েবসাইট থেকেও সংগ্রহ করতে পারবেন।

পাসপোর্ট ও ভ্রমণের অন্যান্য কাগজপত্র এবং তার ফটোকপি: ভ্রমণকারীর পরিবারের বিস্তারিত তথ্য দিতে হবে। এজন্য ‘পরিবার সম্পর্কীয় বিবরণ ফর্ম’ (Family Appendix for Applicants) সঠিক ভাবে পূরণ করতে হবে। আবেদনকারীর ছবি: সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি (৩৫ মি.মি. x ৪৫ মি.মি.) ছবি অবশ্যই রঙ্গিন হতে হবে, ছবিতে আবেদনকারীর সম্পূর্ণ মুখ স্পষ্ট বোঝা যেতে হবে, মাথায় কোন প্রকার টুপি অথবা মাথায় বাঁধার ফিতা অথবা পাগড়ি অথবা কাপড় থাকা যাবেনা। শুধু মাত্র ধর্মীয় ক্ষেত্রে রাখা যেতে পারে কিন্তু সম্পূর্ণ মুখ স্পষ্ট বোঝা যেতে হবে।

সুইডেনে বেড়াতে যাওয়ার আমন্ত্রণপত্র। কোন তারিখে বেড়াতে যেতে চান এবং কোন তারিখে সুইডেন থেকে ফিরবেন তা ‘আমন্ত্রণ ও প্রশ্নাবলী’ (Invitation and Questionnaire) ফর্মে সঠিক ভাবে উল্লেখ করতে হবে ভ্রমণকারীর পরিবারের বিস্তারিত তথ্য দিতে হবে। এজন্য ‘পরিবার সম্পর্কীয় বিবরণ ফর্ম’ (Family Appendix for Applicants) সঠিক ভাবে পূরণ করতে হবে।

ট্র্যাভেল ইন্সুরেন্স থাকতে হবে, যা জরুরী ডাক্তারি সেবা, অ্যাম্বুলেন্স সেবা সহ অন্যান্য সেবার খরচ বহন করতে পারবে। ট্র্যাভেল ইন্সুরেন্স কমপক্ষে ৩০০০০ ইউরো (২৫,১৭,৫৬৫ টাকা) এর হতে হবে। ট্র্যাভেল ইন্সুরেন্সের পরিমাণ সময় সাপেক্ষে পরিবর্তনশীল। আবেদনের সময় সুইডেন দূতাবাস থেকে জেনে নিতে পারেন।

সুইডেনে যাওয়ার ফ্লাইট বুকিং ডকুমেন্ট: আবেদনকারী যে আত্মীয় বা বন্ধুর সাথে দেখা করতে যাবেন, সেই আত্মীয় বা বন্ধু যদি সুইডেনে বসবাসরত হন তবে তার সুইডেনে বসবাসের প্রমাণপত্র যেমন- স্থানীয় আয়কর অফিস (Local Tax Office) অথবা সুইডিশ ন্যাশনাল ট্যাক্স বোর্ড (Swedish National Tax Board) এর ওয়েবসাইট থেকে প্রমাণপত্র সংগ্রহ করে আবেদনকারীর ভিসা আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। আবেদনকারী কি কাজ করেন তার প্রমাণপত্র। যেমন – আবেদনকারী চাকরি করেন নাকি পড়াশুনা। চাকরি করলে চাকরির প্রমাণপত্র, বেতনের পরিমাণ, ব্যাংক বই এর কপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে ভ্রমণ করার জন্য পর্যাপ্ত অর্থ আছে কিনা তার প্রমাণপত্র (ব্যাংক স্টেটমেন্ট)।

30/01/2024

মিশর প্যাকেজ।
অনেকে নীলনদ আর ফেরাউন দেখতে মিশর যেতে চেয়েছিলেন।
মাত্র ৯ জন হলেই।
উমরাহ + মিশর সফর করতে পারবেন।
পাসপোর্ট রেডি থাকলে ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ।
১০ দিন মক্কা+মদীনা, আর ৫দিন মিশর।
মোট খরচ ২ লক্ষ ৪৫ হাজার টাকা।
wa.me/+8801711348594

ফ্রি এয়ার টিকেট ও টিউশন ফি সহ স্কলারশীপ নিয়ে কাতার যাওয়ার সুযোগ।Applications are open to apply for Hamad Bin Khalifa Uni...
28/01/2024

ফ্রি এয়ার টিকেট ও টিউশন ফি সহ স্কলারশীপ নিয়ে কাতার যাওয়ার সুযোগ।

Applications are open to apply for Hamad Bin Khalifa University Scholarship in Qatar 2024. Study in Qatar with Hamad Bin Khalifa University Scholarship. HBKU Scholarships are outstanding opportunities for international students who want to study in Qatar on fully funded scholarships. Fully Funded HBKU Scholarships are for Bachelor, Masters, and PhD degree-level students.

Fully funded Hamad Bin Khalifa University (HBKU) Qatar scholarship 2024 Details

Benefits and financial coverage

1. Full Tuition free Coverage
2. Stipend amount of 5000 Qatari Rials for Bachers/Masters
3. Stipend 7500 QAR for PhD degree program.
4. Air ticket
5. Accommodation

HBKU Scholarships for International Students application Deadline

The last date to apply for HBKU Scholarships in Qatar for International Students is 1st February 2024 while for Nationals and Residents of Qatar is 14th March 2024

Eligibility Criteria for Hamad Bin Khalifa University Qatar Scholarship

In order to apply for Hamad Bin Khalifa University Qatar Scholarship 2024 following are application requirements,
1. Be an International Student or a Resident of Qatar.
2. Must Complete Secondary School for Bachelors Degree, and have a BS degree for Masters Degree Programs, and an MS degree for the PhD program.
3. IELTS required but exempted in few cases and degree program . exempted in case applicant completed their studies at an institution in a country where English is the native language.
4. The applicant provides an official letter from the university where they completed their undergraduate studies confirming that they obtained their degree from an institution where the medium of instruction is in English.

Hamad Bin Khalifa University Courses/Disciplines for HBKU scholarships
Following study fields/degree programs are available at Hamad Bin Khalifa University qatar for for Bachelors, Masters & Ph.D. Degree
College of Islamic Studies
• Master of Arts in Islam and Global Affairs
• Master of Arts in Applied Islamic Ethics
• Master of Science in Islamic Art, Architecture and Urbanism
• Master of Science in Islamic Finance
• Ph.D. in Islamic Finance and Economy
College of Humanities & Social Sciences
• Master of Arts in Intercultural Communication
• Master of Arts in Audiovisual Translation
• Master of Arts in Digital Humanities
• Master of Arts in Translation Studies
• Master of Arts in Women, Society, and Development
• Ph.D. in Humanities and Social Sciences

College of Science & Engineering
• Bachelor of Science in Computer Engineering
• Master of Data Analytics in Health Management
• Master of Information Systems in Health Management
• Master of Science in Cybersecurity
• Master of Science in Data Science and Engineering
• Master of Science in Logistics and Supply Chain Management
• Master of Science in Sustainable Energy
• Master of Science in Sport and Entertainment Management
• Master of Science in Sustainable Environment
• Ph.D. in Computer Science and Engineering
• Ph.D. in Logistics and Supply Chain Management (LSCM)
• Ph.D. in Sustainable Energy
• Ph.D. in Sustainable Environment

College of Law
• LLM in International Economic and Business Law
• LLM in International Law and Foreign Affairs
• Doctor of Juridical Science
College of Health & Life Sciences
• Master of Science in Biological and Biomedical Sciences
• Master of Science in Exercise Science
• Master of Science in Genomics and Precision Medicine
• Ph.D. in Biological and Biomedical Sciences
• Ph.D. in Genomics and Precision Medicine

Documents Required for HBKU Scholarship• A valid passport

• Student Resume/CV
• Last educational certificates and transcripts
• IELTS Certificate (if required)
• A Letter of Recommendation
• A study Plan
• Personal Statement of Interests

How to Apply for Hamad bin khalifa university (HBKU) Scholarship?

Application for the Hamad Bin Khalifa University scholarship 2024 s online. Visit the official university link below to apply.
https://www.hbku.edu.qa/en/admissions

If you are interested in applying for UK scholarships. Apply for Imperial college london fully funded scholarships

Imperial college london scholarship details

https://drasmajabeen.com/imperial-college-london-president-scholarships/

27/01/2024

কানাডার টুরিস্ট ভিসায় সফলতা পাওয়ার জন্য কিছু ধাপ আছে যেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ।
-
🔶 প্রথমত যেই ধাপটি কানাডার ভিজিট ভিসা পাওয়ার জন্য বেশ গুরুত্বপূর্ণ সেটি হলো VISA APPLICATION LETTER অথবা SOP (Statement of Purpose). অনেকেই হয়ত জানেন কানাডার টুরিস্ট ভিসা হলো ডকুমেন্টস নির্ভর ভিসা তবে ডকুমেন্টস থেকেও অনেক গুরুত্বপূর্ণ হলো এই VISA APPLICATION LETTER. আপনার ডকুমেন্টস অনেক স্ট্রং তবে আপনি যদি এই লেটারে নিজের ঘুরতে যাওয়ার উদ্দেশ্যকে সঠিক ভাবে উপস্থাপন করতে না পারেন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কম। সুন্দর এবং সুমধুর একটি VISA APPLICATION LETTER এর মাধ্যমে আপনার ভিসা পাওয়ার যোগ্যতা এবং প্রয়োজনীয়তা গুলো উল্লেখ করা লাগবে। এই লেটারে আপনি যা উল্লেখ করবেন তা অবশ্যই আপনার প্রোফাইলের সাথে সামঞ্জস্যপুর্ণ হওয়াটা জরুরি। তাই একজন প্রফেশনাল এক্সপার্ট কাওকে দ্বারা এই VISA APPLICATION LETTER লিখাটা বেশ গুরুত্বপূর্ণ।
-
🔶 দ্বিতীয়ত কানাডার ভিসা পাওয়ার ক্ষেত্রে যেই বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো অর্থনৈতিক অবস্থা প্রমান করা অথবা Proof of income. আপনি ব্যবসা বা চাকরি যেটাই করেন না কেনো, আপনার মাসিক আয় যে ভালো সেটা প্রমান করাটা জরুরি। তবে এর মানে এই নয় যে আপনার ব্যাংকে অনেক অনেক পরিমাণ টাকা থাকা লাগবে। শুধুমাত্র কানাডা ঘুরে আসার জন্য যতোটুকু টাকা প্রয়োজন অতটুকু টাকা ব্যাংকে থাকাটাই যথেষ্ট।
-
🔶 তৃতীয় যেই জিনিষটি কানাডার ভিসার জন্য গুরুত্বপূর্ণ সেটি হলো ট্রাভেল হিস্ট্রি বা পুর্বে অন্যান্য দেশে ট্রাভেল করার অভিজ্ঞতা থাকা। কানাডার মতো দেশে ট্রাভেল করার জন্য আপনার অবশ্যই দুই একটি দেশ ট্রাভেল থাকাটা জরুরী তবে ব্যাপারটি এমন নয় যে আপনি অনেকগুলো দেশ ভিজিট করলেই সহজে কানাডার ভিসা পেয়ে যাবেন। পূর্ববর্তী ট্রাভেল হিস্ট্রি কেবল একটি সহায়ক ভুমিকা পালন করে মাত্র। ট্রাভেল হিস্ট্রি এর পাশাপাশি আপনাকে সঠিক নিয়মে ডকুমেন্টস গুছাতে হবে এবং VISA APPLICATION LETTER লিখতে হবে।
-
🔶 চতুর্থ গুরুত্বপূর্ণ জিনিষ হলো ইনভাইটেশন। আপনার পরিচিত কেও কানাডাতে থাকলে তার থেকে ইনভাইটেশন নিয়ে আসতে পারেন। ইনভাইটেশন এর ফরমেট আমরাই আপনাকে দিয়ে দিবো। ইনভাইটেশন একটি সহায়ক ভুমিকা পালন করে অবশ্যই তবে এটি বাধ্যতামুলক নয়। আপনার যদি কানাডাতে কেও না থেকে থাকে সেক্ষেত্রে আপনি ইনভাইটেশন ছাড়া হোটেল এড্রেস ব্যবহার করতে পারেন।
-
🔶 পঞ্চম এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনার কান্ট্রি টাই প্রমান করা৷ আপনার যে নিজ দেশের প্রতি টান আছে এবং আপনি যে কানাডা থেকে ফেরত আসবেন সেটা প্রমান করাটা গুরুত্বপূর্ণ এবং এটি প্রমান করার পথ হলো VISA APPLICATION LETTER এর মাধ্যমে নিজের দেশে যে আপনার শক্ত একটি অবস্থান আছে সেটা উল্লেখ করা।
-
🔷 কানাডার ভিজিট ভিসার জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন তা সহজে আপনাদের জন্য উল্লেখ করার চেষ্টা করছিঃ

১. বর্তমান পাসপোর্ট এর স্ক্যানড কপি (ইনফরমেশন পেজ অর্থাৎ যেখানে আপনার তথ্য রয়েছে সেই পেজ) অবশ্যই পিডিএফ ফরমেটে হতে হবে।
২. পুরাতন পাসপোর্ট এর স্ক্যানড কপি (যেখানে বিগত ১০ বছরের এন্ট্রি এবং এক্সিস্ট সিল রয়েছে অর্থাৎ শুধু ভিসা ও সিল রয়েছে সেই পেজ গুলা লাগবে) অবশ্যই একটা পিডিএফ ফরমেটে হতে হবে।
৩. শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য যেমন ইউনিভার্সিটির নাম, পোস্ট গ্রাডুয়েশন এর পাশের সাল। কোন ধরনের সার্টিফিকেট লাগবে না শুধুমাত্র পাশের সাল গুলো (ব্যবসায়িদের ক্ষেত্রে পড়াশোনা খুব বেশি জরুরী না,থাকলে দিতে পারেন না থাকলে খুব বেশি জরুরি না)
৪. বিগত ৪ মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি এফডিআর থাকলে দিতে পারেন (এটাসটেড)
৫. ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স এর কপি ইংলিশ নোটারাইজড
৬. অ্যাসেট ভাল্যুশন (এটা সিএ ফার্ম থেকে করে দিতে হবে এবং নোটারাইজড হতে হবে)
৭. চাকুরীজীবি হলে স্যালারি স্ট্যাটমেন্ট অথবা পে স্লীপ লাগবে
৮. ওয়াইফ, ভাই-বোন, সন্তান এর বাসার এড্রেস, ফোন নাম্বার ইমেল আইডি
৯. বাবা মা এর জন্ম সাল যদি জীবিত থাকে, মৃত্যু হলে প্রয়োজন নেই।
১০. ম্যারেজ সার্টিফিকেট ইংলিশ করে দিতে হবে। (নোটারাইজ)
১২. ভোটার আইডির স্ক্যান কপি বা বার্থ সার্টিফিকেট এর স্ক্যান কপি (ভোটার আইডির সাথে যদি পাসপোর্ট এর কোন প্রবলেম ও থাকে সেই ক্ষেত্রে চিন্তার কোন কারণ নেই sop তে লিখে দিলেই হবে
১৩. ৩৫*৪৫ সাইজ এর ছবি কানাডায়িন সাইজ।
১৪. পাসপোর্ট, বাসার এড্রেস, ইমেইল আইডি, ফোন নাম্বার।

-
বর্তমানে কানাডার এম্বাসি ফি এবং ভিএফএস ফিংগার দেয়ার ফি হলো $১৮৫ কানাডিয়ান ডলার।
-

সকল ডকুমেন্টস এবং এম্বাসি ফি জমা দেয়ার পর আপনাকে গুলশানের ভিএফএসে যেয়ে ফিংগার প্রিন্ট দেয়া লাগবে তারপর কেবল অপেক্ষা করা লাগবে এম্নাসি এর সিদ্ধান্তের জন্য। যদি এম্বাসি আপনার ভিসা অনুমোদন করে থাকে তাহলে ইমেইল এর মাধ্যমে পাসপোর্ট গুলশানের ভিএফএসে জমা করতে বলবে। আপনার পাসপোর্ট ভিএফএস থেকে সিঙ্গাপুরে পাঠানো হবে এবং সেখান থেকেই ভিসা প্রিন্ট হয়ে পরবর্তীতে ভিএফএস থেকেই আপনার পাসপোর্ট আপনাকে ফেরত দেয়া হবে।

Address

Dhaka
1311

Telephone

+8801711348594

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruhi Communication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ruhi Communication:

Videos

Share

Category



You may also like