Rawasi Hajj & Umrah Experiences

Rawasi Hajj & Umrah Experiences Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rawasi Hajj & Umrah Experiences, Travel Service, Dhaka.

Book your Customized Umrah Package for January/February 2024! => 5* Hotels in Mecca & Medina (Buffet Breakfast) => Priva...
21/12/2023

Book your Customized Umrah Package for January/February 2024!

=> 5* Hotels in Mecca & Medina (Buffet Breakfast)
=> Private Ground Transports
=> Flexible Flight Dates (As per Client's requirement)
=> Visa
=> Jiyarah

কেন কাস্টমাইজড/পার্সোনালাইজড উমরাহ এর ক্ষেত্রে আমাদেরকে বেছে নিবন? ১. পরিবার নিয়ে কাস্টমাইজড পার্সোনালাইজড উমরাহ পরিকল্প...
14/12/2023

কেন কাস্টমাইজড/পার্সোনালাইজড উমরাহ এর ক্ষেত্রে আমাদেরকে বেছে নিবন?

১. পরিবার নিয়ে কাস্টমাইজড পার্সোনালাইজড উমরাহ পরিকল্পনা এবং সম্পন্ন করতে আমরা অভিজ্ঞ এবং আত্মবিশ্বাসি। আপনার চাহিদা মাফিক আমরা আপনাকে পুরো ট্যুর প্ল্যান সাজিয়ে দিতে সহযোগিতা করব এবং সে অনুসারে সার্ভিসমূহ নিশ্চিত করব।

২. আপনি ফ্লাই করার পূর্বেই মক্কা-মদিনার হোটেলগুলোর বুকিং স্লিপ পেয়ে যাবেন।

৩. গ্রাউন্ড ট্রান্সপোর্টগুলোর ব্যাপারে আপনি ভ্রনণের আগেই ড্রাইভারের কন্টাক্ট ডিটেলস যেনে যাবেন।

৪. উমরাহ করার সময় কোনো মুয়াল্লেম এর প্রয়োজন হলে সেটার ব্যবস্থা করা হবে।

৫. মক্কা মদিনার বাইরেও সৌদি আরবের যেকোনো জায়গায় সফর কিংবা পরিদর্শন প্ল্যান করতে চাইলে তা ব্যবস্থা করা।

সর্বোপরি, আমরা আমাদের অভিজ্ঞতা এবং সততার মাধ্যমে আপনাকে আপনার চাহিদা অনুসারে সর্বোচ্চ সার্ভিস নিশ্চিত করতে বদ্ধ পরিকর।

উমরাহ এর জন্য সুইটেবল টাইম কোনটি? আসলে উমরাহ করতে বেশি সময় লাগে না, তারপরেও আমরা উমরাহ ট্যুর ইউজুয়ালি ০৭-১৪ দিনের মতো এক...
29/11/2023

উমরাহ এর জন্য সুইটেবল টাইম কোনটি?

আসলে উমরাহ করতে বেশি সময় লাগে না, তারপরেও আমরা উমরাহ ট্যুর ইউজুয়ালি ০৭-১৪ দিনের মতো একটা সময় নিয়ে প্ল্যান করি যেহেতু এখানে জার্নিটা বেশ সময় সাপেক্ষ এবং কিছুটা ব্যয়বহুল। এখানে উমরাহ ছাড়াও আমরা এই সময়টাই মসজিদ আল হারামে সালাত আদায় করার সুযোগ হয়। তাছাড়া মক্কা এবং মদিনার ঐতিহাসিক স্থানসমূহ দেখে আসার সু্যোগটা মিস করি না।

তো, এই লম্বা ট্যুরটা আসলে আমরা নিজেদের সুবিধাজনক সময়েই করে থাকি। হজ্জের মৌসুম ছাড়া সাধারণত পুরো বছরই আপনি উমরাহ ট্রিপ প্ল্যান করতে পারবেন।
যদি এখন আমরা সুইটেবল সময় নিয়ে কথা বলি, তাহলে এখানে কয়েকটি বিষয় সামনে রাখা যেতে পারে,

১. রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে বেস্ট টাইম হলো রামাদানে উমরাহ করা, আমরা জানি রামাদানের উমরাহ করার এক্সট্রা রিওয়ার্ড আছে। তাই রামাদানে উমরাহ এর জন্য প্রচুর ক্রাউড থাকে, আর হ্যাঁ, এই কারণে এই সময়ে উমরাহ ট্রিপের খরচ একটু বেশি। তবে, শেষ ১০ দিন ইতিক্বাফ করলে আবার হোটেল খরচটা সেভ করতে পারবেন।

২. খরচের বিষয় বিবেচনা করলে হজ্জের পর খরচ তুলনামূলক সবচেয়ে কম থাকে, সেটা ক্রমাগত ডিসেম্বর পর্যন্ত বাড়ে, এরপর আবার রামাদানের আগ পর্যন্ত কিছুটা কমে।

৩. সর্বশেষ ওয়েদারের কথা বিবেচনা করলে মক্কা/মদিনাতে ঠান্ডা আবহাওয়ার সময় উমরাহ তুলনামূলক আরামদায়ক। সাধারণত এখন ডিসেম্বর জানুয়ারিতে শীতের সময়।
তাছাড়া ফ্যামিলি নিয়ে উমরাহ করতে গেলেও এই সময়টা ভালো, সন্তানদের নতুন বছর কিংবা মিড টার্মের ছুটিতে প্ল্যান করা যায়। আর হ্যাঁ, এসময়টা খরচ রামাদানের চেয়ে কম হলেও অন্যান্য সময়ের তুলনায় একটু বেশি।

সবমিলিয়ে এক্সপেন্সেস এবং কম্ফোর্টেবিলিটির কথা বিবচনা করে আপনারা ট্রেড অফ করতে পারেন আপনার জন্য সুইটেবলট টাইম টা কোনটি।

তো আজকের মতো এতটুকুতেই থাকলো। আরেকদিন কথা হবে ভিন্ন কোনো টপিক নিয়ে ইন শা আল্লাহ।

#উমরাহ_জিজ্ঞেসা_এবং_আমাদের_অভিজ্ঞতা

26/11/2023

Way to Madina from Makkah by road.

উমরাহ এর জন্য ডিরেক্ট ফ্লাইট নাকি ট্রানজিট? উমরাহ জার্নি প্ল্যানিং এর সময় যে বিষয়টি আমরা শুরুতেই কন্সিডারেশনে আনি সেটা হ...
26/11/2023

উমরাহ এর জন্য ডিরেক্ট ফ্লাইট নাকি ট্রানজিট?

উমরাহ জার্নি প্ল্যানিং এর সময় যে বিষয়টি আমরা শুরুতেই কন্সিডারেশনে আনি সেটা হলো ডিরেক্ট ফ্লাইটে যাবো নাকি ট্রানজিট ফ্লাইটে?

দুটোরই কিছু সুবিধা এন্ড অসুবিধা আছে। আসলে এটা ব্যক্তিবিশেষ নির্ভর করবে,
ডিরেক্ট ফ্লাইটের ক্ষেত্রে আপনি সরাসরি ঢাকা থেকে জেদ্দা /মদিনা এয়ারপোর্টে চলে যেতে পারবেন। স্বাভাবিকভাবেই মাঝখানে কোনো ফ্লাইট চেইঞ্জের ঝামেলা নেই। আর হ্যাঁ, ডিরেক্ট ফ্লাইটে তাই সাধারণত ফ্লাইট ফেয়ার বেশি থাকে।

আরেকটি বিষয় আছে, যেটা জেনে রাখলে ভালো, যারা আগে জেদ্দাহ যাবেন, অর্থ্যাৎ যারা সরাসরি আগে মক্কা গিয়ে উমরাহ করবেন তাঁদেরকে ঢাকা থেকেই ইহরামের কাপড় পরিধান করে ফেলতে হবে। জেদ্দাহ পৌছানোর পূর্বে ফ্লাইটে মিকাত অতিক্রম করার আগে এনাউন্স করলেও সেখানে ইহরাম চেঞ্জ করা কম্ফোর্টেবল না।

আর ট্রানজিট ফ্লাইটে ক্ষেত্রে ফার্স্ট পয়েন্টটা হলো তুলনামূলক ফ্লাইট ফেয়ার কম। এয়ারলাইন্স ভেদে আপনি এখানে বেশ কিছু টাকা সেভ করতে পারবেন। তাছাড়া, মাঝখানে ট্রানজিট এয়ারপোর্টে কিছু সময় কাটাতে পারবেন (যাদের নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালো লাগে তাদের ভালো লাগতে পারে)। ইম্পর্টেন্ট একটা ইনফর্মেশন হলো সাধারণত ট্রানজিট টাইম খুব কম না হলে এই পয়েন্ট থেকেই রিলাক্স-এ আপনি ইহরামের কাপড় পরিধান করতে পারেন। সো আপনার ঢাকা থেকে আপনি ক্যাজুয়াল ড্রেসে ফ্লাই করতে পারছেন।

দুটি বিষয়টি জেনে রাখা ভালো, ট্রানজিট ফ্লাইটে যেহেতু প্লেইন চেঞ্জ করা লাগে তাই যারা এই বিষয়টা বেশি ঝামেলা মনে করেন তারা এটা এভয়েড করতে পারেন। আর ট্রানজিট সময়টা যেন অতিরিক্ত বেশি না হয় সেটাও খেয়াল রাখা জরুরি।

অন্যথা টুকিটাকি এই বিষয়গুলো প্রবলেম না হলে ট্রানজিট ফ্লাইটে যেতে পারেন।
তো আজকের মতো এতটুকুতেই থাকলো। আরেকদিন কথা হবে ভিন্ন কোনো টপিক নিয়ে ইন শা আল্লাহ।

#উমরাহ_জিজ্ঞেসা_এবং_আমাদের_অভিজ্ঞতা

স্বপ্ন যখন মুহুর্তের ব্যবধানে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমীন
24/11/2023

স্বপ্ন যখন মুহুর্তের ব্যবধানে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমীন

হে মু’মিনগণ! জুমু’আর দিন যখন সালাতের জন্য আহবান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয়-বিক্রয় ত্যাগ কর; এটাই ...
24/11/2023

হে মু’মিনগণ! জুমু’আর দিন যখন সালাতের জন্য আহবান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয়-বিক্রয় ত্যাগ কর; এটাই তোমাদের জন্য শ্রেয়, যদি তোমরা উপলদ্ধি কর।

[সূরা আল-জুমু’আ, ০৯]

সংগৃহীত ছবি: ১৯৭০ সাল, হারামাইন শরীফ, মক্কা।
23/11/2023

সংগৃহীত ছবি:
১৯৭০ সাল, হারামাইন শরীফ, মক্কা।

মাসজিদে নববি থেকে, যেখানে পবিত্র বাতাসে আত্মা প্রশান্ত হয়। سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهِআমি আল্লাহর প্রশংসাসহ পবিত্রতা ...
16/11/2023

মাসজিদে নববি থেকে, যেখানে পবিত্র বাতাসে আত্মা প্রশান্ত হয়।

سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهِ

আমি আল্লাহর প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি।

ফযরের নামাযের পরে। কেউ যিকর-আযকারে ব্যস্ত, কেউ হালকা বিশ্রাম নিয়ে নিচ্ছেন। বড়ই প্রশান্তির জায়গা। মসজদি আল হারাম, মক্কাহ।
12/11/2023

ফযরের নামাযের পরে। কেউ যিকর-আযকারে ব্যস্ত, কেউ হালকা বিশ্রাম নিয়ে নিচ্ছেন। বড়ই প্রশান্তির জায়গা।

মসজদি আল হারাম, মক্কাহ।

হেজাজের পথে-প্রান্তরে...
11/11/2023

হেজাজের পথে-প্রান্তরে...

From Masjid Al Haram, Makkah, 01/11/23
01/11/2023

From Masjid Al Haram, Makkah, 01/11/23

Birds Eye View Of Macca. 22nd October 2023.
22/10/2023

Birds Eye View Of Macca.
22nd October 2023.

Pigeon Square, Makkah20october 2023
22/10/2023

Pigeon Square, Makkah

20october 2023

06/10/2023

সীরাহ কুইজ,

কুরআনের একটি আয়াতে এসেছে,
"তারা বলে, এই কুরআন কেন দুই জনপদের কোন প্রতিপত্তিশালী ব্যক্তির ওপর অবতীর্ণ হলো না?"

এখানে কোন দুটি জনপদের কথা বলা হয়েছে?

যাজাকাল্লাহু খাইর।

এয়ারপোর্ট এর উদ্দেশ্যে রওনা। মক্কা ছেড়ে আসার মতো কষ্টের আর কিছু নেই। ২৯/০৯/২০২৩
29/09/2023

এয়ারপোর্ট এর উদ্দেশ্যে রওনা। মক্কা ছেড়ে আসার মতো কষ্টের আর কিছু নেই।

২৯/০৯/২০২৩

25/09/2023

Live Isha Azan from Masjid Al Haram

25/09/2023

Magrib Azan from Majid Al Haram

25/09/2023

Live Asr Azan from Masjid Al Haram

মাসজিদ আন নববি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)২৩/০৯/২০২৩
23/09/2023

মাসজিদ আন নববি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)

২৩/০৯/২০২৩

22/09/2023

Live Magrib Azan from Masjid Al Nawabi

নিশ্চয়ই প্রথম ঘর, যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে, তা মক্কায়। যা বরকতময় ও হিদায়াত বিশ্ববাসীর জন্য। [সূরা আলে-ইমরান, ৯৬]...
20/09/2023

নিশ্চয়ই প্রথম ঘর, যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে, তা মক্কায়। যা বরকতময় ও হিদায়াত বিশ্ববাসীর জন্য।
[সূরা আলে-ইমরান, ৯৬]

ছবি: সংগৃহিত

সবচেয়ে বেশি জানেন তিনি, যিনি এই ঘরের মালিক, রাব্বুল আরশিল আযীম।
20/09/2023

সবচেয়ে বেশি জানেন তিনি, যিনি এই ঘরের মালিক, রাব্বুল আরশিল আযীম।

মদিনা মুনাওয়ারার রাস্তায়, ঐ  যে উহুদ পাহাড় দেখা যায়! এই উহুদ ইতিহাসের সাক্ষি। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহুদ...
19/09/2023

মদিনা মুনাওয়ারার রাস্তায়, ঐ যে উহুদ পাহাড় দেখা যায়! এই উহুদ ইতিহাসের সাক্ষি।

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহুদ এমন একটি পাহাড় যা আমাদের ভালোবাসে এবং আমরাও তাকে ভালোবাসি।

সকালে তাওয়াফ শেষে ফিরছিলাম হোটেলের দিকে। তখনো বাইতুল্লাহ দৃশ্যমান। দেশ থেকে নক দিল একজন, তুই এখনো উমরাহ সফরে আছিস? দু'আ ...
18/09/2023

সকালে তাওয়াফ শেষে ফিরছিলাম হোটেলের দিকে। তখনো বাইতুল্লাহ দৃশ্যমান।

দেশ থেকে নক দিল একজন, তুই এখনো উমরাহ সফরে আছিস? দু'আ করিস।

--হুম আছি, এখন ক্বাবার সামনেই, ফিরছিলাম। কোনো বিশেষ দুআ আছে তোর?

"আল্লাহ যেন জান্নাতে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথী করেন।"

রাসূল এর ভালোবাসা একদিন আমাদের রাসূল এর কাছেই নিয়ে যাবে।

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

হাসান ইনায়া মাসজিদ, জেদ্দাহ। উমরাহ যিয়ারাহ ফটো আর্কাইভ,  ১ জানিয়ারি ২০২৩ ইংরেজি
11/09/2023

হাসান ইনায়া মাসজিদ, জেদ্দাহ।

উমরাহ যিয়ারাহ ফটো আর্কাইভ, ১ জানিয়ারি ২০২৩ ইংরেজি

ইসলামের ইতিহাসে রাসূল সা. প্রথম যে উমরাহ এর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন সেটা ছিল মদিনা মুনাওয়ারাহ থেকে। এছাড়াও আমরা যারা অ...
02/09/2023

ইসলামের ইতিহাসে রাসূল সা. প্রথম যে উমরাহ এর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন সেটা ছিল মদিনা মুনাওয়ারাহ থেকে। এছাড়াও আমরা যারা অনেক দূর থেকে সফর শুরু করি, মদিনা থেকে উমরাহ পালনে আছে বেশ কিছু সহজতা।

১. ঢাকা থেকে দীর্ঘক্ষণের ফ্লাইটে ইহরাম পরিধান করে থাকা লাগছে না।
২. মদিনা থেকে মক্কায় আসতে পথিমধ্যে মিকাত থেকেও চাইলে ইহরাম পরিধান করতে পারেন। সব ধরনের সুযোগ-সুবিধা আছে।
৩. বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে উমরাহ করার প্ল্যান করেছেন তাদের জন্য এটা অত্যন্ত আরামদায়ক হবে ইন শা আল্লাহ।

সর্বোপরি মদিনা মুনাওয়ারাহ-নবিজির শহর হলো আত্মাকে প্রশান্তি করার শহর। প্রশান্ত চিত্তে রওনা হলেন বাইতুল্লাহর উদ্দেশ্যে। আমাদের অভিজ্ঞিতার আলোকে আমরা চিন্তা করেছি আমরা নিয়মিত মদিনা মুনাওয়ারাহ হয়ে উমরা প্যাকজে করব। তাছাড়া সবরকমকের কাস্টমাইজড অপশন তো থাকছেই।

► প্যাকেজ মূল্যঃ ১,৫৫,০০০ টাকা
প্যাকেজে যা যা থাকছে:
⦿ ১৪ দিনের সফর। সম্ভ্যাব্য তারিখ ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর এর মধ্যে।
⦿ ঢাকা - মদিনা, জেদ্দা - ঢাকা ( ট্রাইনজিট ফ্লাইট, কুয়েত/এমিরাত/গালফ এয়ার/কাতার এয়ারলাইন্স)
⦿ বীমাসহ উমরাহ ভিসা
⦿ এয়ারপোর্ট থেকে থেকে মক্কা এবং মদিনা হোটেল আসা যাওয়া বাসে যাতায়াত।
⦿ মক্কা ও মদীনার ঐতিহাসিক স্থানমূহে যিয়ারাহ
⦿ মক্কাহ ও মদিনায় পুরো সফর জুড়ে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতায় অভিজ্ঞ ব্যক্তি থাকবেন।
⦿ সফরের পূর্বে উমরাহ ট্রেনিং
স্ট্যান্ডার্ড প্যাকেজ:
➼ মক্কায় স্ট্যান্ডার্ড হোটেল: আরিয আল ফালাহ বা সমমান। (হারাম থেকে আনুমানিক ২৫০-৫০০ মিটার)
➼ মদীনা স্ট্যান্ডার্ড হোটেল: করম আল হিযাজ/করব তাইবাহ আলমাসি । (হারাম থেকে আনুমানিক ২০০-৪০০ মিটার)

* বিশেষ দ্রষ্টব্য: প্যাকেজের বাইরে চাহিদা মাফিক যেকোনো ধরনের কাস্টমাইজেশন প্রযোজ্য হতে পারে, সেক্ষেত্রে এক্সট্রা চার্জ প্রযোজ্য।

বিস্তারিত উমরাহ সম্পর্কিত যেকোনো জিজ্ঞেসা কিংবা পরামর্শের জন্য আমাদের ইনবক্স করুন।

ইসলাম, ঈমান, ইহসান এবং কিয়ামত সম্পর্কে জানুন... উমার রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্...
28/08/2023

ইসলাম, ঈমান, ইহসান এবং কিয়ামত সম্পর্কে জানুন...

উমার রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন,

একদিন আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম, এমন সময় হঠাৎ এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হয়, যার কাপড় ছিল ধবধবে সাদা, চুল ছিল ভীষণ কালো; তার মাঝে ভ্রমণের কোন লক্ষণ পরিলক্ষিত হচ্ছিল না। আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারে নি। সে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে বসে, নিজের হাঁটু তার হাঁটুর সঙ্গে মিলিয়ে নিজের হাত তার উরুতে রেখে বললেন: “হে মুহাম্মাদ, আমাকে ইসলাম সম্পর্কে বলুন”।

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: “ইসলাম হচ্ছে এই- তুমি সাক্ষ্য দাও যে, আল্লাহ্ ছাড়া আর কোন সত্য ইলাহ্ নেই এবং মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর রাসূল, সালাত প্রতিষ্ঠা কর, যাকাত আদায় কর, রমাদানে সওম সাধনা কর এবং যদি সামর্থ থাকে তবে (আল্লাহর) ঘরের হজ্জ কর।”

তিনি (লোকটি) বললেন: “আপনি ঠিক বলেছেন”। আমরা বিস্মিত হলাম, সে নিজে তার নিকট জিজ্ঞাসা করেছে আবার নিজেই তার জবাবকে ঠিক বলে ঘোষণা করছে। এরপর বলল: “আচ্ছা, আমাকে ঈমান সম্পর্কে বলুন”।

তিনি (রাসূল) বললেন: “তা হচ্ছে এই- আল্লাহ্, তাঁর ফিরিশ্‌তাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসূলগণ ও আখেরাতর উপর ঈমান আনা এবং তাকদীরের ভাল-মন্দের উপর ঈমান আনা।”

সে (আগন্তুক) বলল: “আপনি ঠিক বলেছেন”। তারপর বলল: “আমাকে ইহসান সম্পর্কে বলুন”।

তিনি বলেন: “তা হচ্ছে এই- তুমি এমনভাবে আল্লাহর ইবাদাত কর যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর তুমি যদি তাঁকে দেখতে নাও পাও তবে তিনি তোমাকে দেখছেন”।

সে (আগন্তুক) বলল: “আমাকে কেয়ামত সম্পর্কে বলুন”।

তিনি (রাসূল) বললেন: “যাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে জিজ্ঞাসাকারী অপেক্ষা বেশী কিছু জানে না”।
সে (আগন্তুক) বলল: “আচ্ছা, তার লক্ষণ সম্পর্কে বলুন”।
তিনি (রাসূল) বললেন: “তা হচ্ছে এই- দাসী নিজের মালিককে জন্ম দেবে, সম্পদ ও বস্ত্রহীন রাখালগণ উঁচু উঁচু প্রাসাদে দম্ভ করবে”।
তারপর ঐ ব্যক্তি চলে যায়, আর আমি আরো কিছুক্ষণ বসে থাকি। তখন তিনি (রাসূল) আমাকে বললেন: “হে উমার, প্রশ্নকারী কে ছিলেন, তুমি কি জান? আমি বললাম: “আল্লাহ্ ও তাঁর রাসূল অধিক ভাল জানেন”। তিনি বললেন: “তিনি হলেন জিবরীল। তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিতে তোমাদের কাছে এসেছিলেন।”

[সহীহ্ মুসলিম: ৮]

25/08/2023

নবিজির শহর, নবিজির মাসজিদ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

প্রথমবার ক্বাবা দেখার অনুভুতি মুখের ভাষায় কিংবা লেখনিতে প্রকাশ করা অসম্ভব। এই অনভুতি কেবল হৃদয়ে অনুভব করা যায়। কালো গিলা...
24/08/2023

প্রথমবার ক্বাবা দেখার অনুভুতি মুখের ভাষায় কিংবা লেখনিতে প্রকাশ করা অসম্ভব। এই অনভুতি কেবল হৃদয়ে অনুভব করা যায়।

কালো গিলাফে আবৃত বাইতুল্লাহর এই মায়া আপনি ছাড়তে পারবেন না। বারংবার এই মায়ায় মানুষ এখানে ছুটে আসে। আল্লাহ সুবহানাহু তা'আলা আমাদের সেই কাফেলায় শামিল করুন।

বাইতুল্লাহর কালো গিলাফ আর মদিনার সবুজ গম্ভুজ! কত দিনের স্বপ্ন!  কারো কারো এই স্বপ্ন বাস্তবে ধরা দেয়। কারো কাছে স্বপ্ন স্...
23/08/2023

বাইতুল্লাহর কালো গিলাফ আর মদিনার সবুজ গম্ভুজ! কত দিনের স্বপ্ন! কারো কারো এই স্বপ্ন বাস্তবে ধরা দেয়। কারো কাছে স্বপ্ন স্বপ্নই থেকে যায়। ব্যাকুল অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকে। তবে এই প্রাপ্তি এবং অপ্রাপ্তির চেয়ে বড় হলো স্বপ্ন পুরণে বান্দার আন্তরিকতা, বান্দার ব্যাকুলতা।

কিছু সময় স্বপ্নের ব্যাকুলতা সপ্ন পূরণের তৃপ্তি থেকে কম সুন্দর নয়।

23/08/2023

এই অপেক্ষা কত সুন্দর। কত পবিত্র!

নামাযের অপেক্ষারত ব্যক্তি যেন নামাযেই থাকেন। ফেরেশতারাও এই সময় তার জন্য দুআ করতে থাকেন।

এশার আযানের সময় মসজিদে হারামের ভেতরকার একটি একটি চিত্র।

রাসূল সা. বলেছেন, "তোমরা বার বার হজ্জ ও উমরাহ আদায় কর, কেননা এ দুটো দরিদ্রতা ও গুনাহকে সে ভাবে মুছে ফেলে, যে ভাবে কর্মকা...
19/08/2023

রাসূল সা. বলেছেন, "তোমরা বার বার হজ্জ ও উমরাহ আদায় কর, কেননা এ দুটো দরিদ্রতা ও গুনাহকে সে ভাবে মুছে ফেলে, যে ভাবে কর্মকারের হাওয়া দেয়ার যন্ত্র লোহার ময়লাকে দূর করে থাকে"। (নাসায়ী- হাদীস সহীহ)

আলহামদুলিল্লাহ, পবিত্র হজ্জের পর আবার উমরাহ কার্যক্রম শুরু হয়ে গেল। রাওয়াসি থেকে আমরাও উমরাহ পালনে ইচ্ছুকদের জন্য সুলভ এবং স্ট্যান্ডার্ড একটি প্যাকেজ নিয়ে এসেছি।
► প্যাকেজ মূল্যঃ ১,৩৪,৯৯০ টাকা
প্যাকেজে যা যা থাকছে:
⦿ ১৪ দিনের সফর। সম্ভ্যাব্য তারিখ ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর এর মধ্যে।
⦿ ঢাকা - জেদ্দা -ঢাকা সরাসরি ফ্লাইট (সৌদি এয়ারলাইন্স)
⦿ বীমাসহ উমরাহ ভিসা
⦿ এয়ারপোর্ট থেকে থেকে মক্কা এবং মদিনা হোটেল আসা যাওয়া বাসে যাতায়াত।
⦿ মক্কা ও মদীনার ঐতিহাসিক স্থানমূহে যিয়ারাহ
⦿ মক্কাহ ও মদিনায় পুরো সফর জুড়ে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতায় অভিজ্ঞ ব্যক্তি থাকবেন।
⦿ সফরের পূর্বে উমরাহ ট্রেনিং

স্ট্যান্ডার্ড প্যাকেজ:
➼ মক্কায় স্ট্যান্ডার্ড হোটেল: আরিয আল ফালাহ। (হারাম থেকে আনুমানিক ৩০০ মিটার)
➼ মদীনা স্ট্যান্ডার্ড হোটেল: করম আল হিযাজ। ( হারাম থেকে আনুমানিক ৩০০ মিটার)

উমরাহ এর বুকিং দিতে যা যা প্রয়োজন:
১। মার্চ ৩১, ২০২৪ পর্যন্ত মেয়াদ সম্বলিত পাসপোর্ট।
২। সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি।

যোগাযোগের ঠিকানা:
রাওয়াসি হজ্জ এবং উমরাহ সার্ভিসেস
৩য় তলা, বাসা ১৭, রোড ১১, সেক্টর ১৪, উত্তরা ঢাকা।

যা যা অন্তর্ভুক্ত নয়:
- খাবার

* বিশেষ দ্রষ্টব্য:
১. ডলার/রিয়ালের মূল্য পরিবর্তন এবং সরকারি নীতিমালা সাপেক্ষে সবগুলো প্যাকেজে যেকোন পরিবর্তন/পরিমার্জন এজেন্সি কর্তৃপক্ষ করতে পারে।
২. প্যাকেজের বাইরে চাহিদা মাফিক যেকোনো ধরনের কাস্টমাইজেশন প্রযোজ্য হতে পারে, সেক্ষেত্রে এক্সট্রা চার্জ প্রযোজ্য।

"আল্লাহ ব্যবসাকে হালাল এবং সূদকে হারাম করেছেন" (সূরা বাক্বারাহ: ২৭৫)
19/08/2023

"আল্লাহ ব্যবসাকে হালাল এবং সূদকে হারাম করেছেন" (সূরা বাক্বারাহ: ২৭৫)

মদিনা এয়ারপোর্ট মসজিদ। মদিনা মুনাওয়ারাহ, ঊমরাহ ট্রিপ ২০২২।
13/08/2023

মদিনা এয়ারপোর্ট মসজিদ।

মদিনা মুনাওয়ারাহ, ঊমরাহ ট্রিপ ২০২২।

Address

Dhaka
1230

Telephone

+8801402926408

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rawasi Hajj & Umrah Experiences posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like