17/11/2022
আপনি যদি রোমানিয়া যেতে আগ্রহী হন তবে Besaf Tours & Travel হবে আপনার আস্থার জায়গা
মানুষের মনে রোমানিয়া নিয়ে নতুন কিছু কমন প্রশ্ন সব সময় থেকেই যায় ❓❓
★ রোমানিয়াতে কি ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে❓
👉🏻উত্তরঃ- হ্যা, ভিসা হচ্ছে।
★ভিসা পেতে কতোদিন লাগে❓
👉🏻উত্তরঃ- বর্তমানে কমপক্ষে ৫-৭ মাস সময় লাগতেছে। যদি আপনার এজেন্সি যথা সময়ে আপনার সব পেপার্স সাবমিট করে রাখে।
বিঃ দ্রঃ এখন এম্বাসি তে ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে একটু জটিলতা আছে নরমালি এখন অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত সময়ে পাওয়া জায়না
তবে সেক্ষেত্রে কিছু অপশন থাকে ফাস্ট অ্যাপয়েন্টমেন্ট পেতে, তাই আপনি যে এজেন্সি তে ফাইল জমা দিবেন তাদের সাথে বিষয়
গুলো নিয়ে বিস্তারিত কথা বলে নিবেন এবং তার পরে একটা ডিসিশন নিবেন নিজের মত করে।
★ ইমিগ্রেশনে কি কি প্রশ্ন করে❓
👉🏻উত্তরঃ-ইমিগ্রেশনে এর সময় বেসিক কিছু প্রশ্নের উত্তর দিতে হয় সবাইকে, আপনার নাম, কোম্পানির নাম/ঠিকানা, বেতন কতো, কোথায় থাকবেন, কি কাজ, ইংলিশে এতোটুকু উত্তর দিতে পারলেই চলবে।
★ রোমানিয়া এয়ারপোর্ট থেকে নাকি বাংলাদেশিদের ফেরত পাঠিয়ে দিচ্ছে❓
👉🏻উত্তরঃ- বিষয় টি সম্পূর্ণ গুজব। রোমানিয়া এয়ারপোর্ট এ যদি কোম্পানি থেকে ক্লিয়ারেন্স দিয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই।
তবে আমাদের সমাজে এমন কথা অনেকে বলে থাকে, যা সম্পূর্ন বানোয়াট এবং মিথ্যা। আপনার ভেলিড ভিসা থাকলে & ইমিগ্রেশন এ সকল প্রশ্নের উত্তর দিতে পারলে কেন ফেরত পাঠাবে?
★ রোমানিয়ার ভিসা করতে খরচ কেমন❓
👉🏻উত্তরঃ- ভিসার দাম ৮ লক্ষ থেকে ৯ লক্ষ পর্যন্ত নিয়ে থাকে বিভিন্ন এজেন্সি। বিঃ দ্রঃ বর্তমানে ইউরো এর দাম বেরে যাওয়ায় খরচ টা একটু বেশি।
★ রোমানিয়া গিয়ে নাকি কোন কাজ নাই/ গিয়ে লাভ নাই❓
👉🏻উত্তরঃ- এটা ভুল ধারনা ! আসলে কাজ পাওয়া যায়। সেঞ্জেনের তুলনায় বেতন কম।
★ রোমানিয়া থেকে কি সেঞ্জেন এ যাওয়া যায়❓
👉🏻উত্তরঃ- জি। বৈধ ভিসা নিয়ে যাওয়া যায়। ভিসা কিভাবে করবেন, একটু ইন্টারনেটে দেখে নিন।
★ রোমানিয়া তে বেতন কত❓
👉🏻উত্তরঃ- এ ক্ষেত্রে এজেন্সি গুলো অনেক সময় মিথ্যা বলে থাকে, যে ৭০/৮০ হাজার টাকা বেতন। আসলে বেতন পায় ৪০/৪৫ হাজারের মতো ! অনেকের ক্ষেত্রে কমবেশি হতে পারে !
★ রোমানিয়া ভিসার জন্য আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগে❓
👉🏻উত্তরঃ-
১. অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
২. ছবি।
৩.ভেলিট পাসপোর্ট।
★ ভিসার জন্য কি ইন্ডিয়া তে যাওয়া লাগবে❓
👉🏻উত্তরঃ- সাধারণত ইন্ডিয়া যাওয়া লাগে না। আপনার এজেন্সি ভিসা স্টিকার করে নিয়ে আসবে। তবে এম্বাসি থেকে কল করলে যেতে হবে।
★ এজেন্সি ব্যাংকের চেক দিতে বলতেছে❓
👉🏻উত্তরঃ- চাইলে আপনি চেক দিতে পারেন, আর ডিট(স্টাম্প) এর মধ্যে চেক নাম্বার সহ কি কারনে দিচ্ছেন তা উল্লেখ করে দিবেন।
★ ভিসা পেলে করনীয় কি❓
এজেন্সির সাথে লেনদেন শেষ করুন & ম্যানপাওয়ার করুন ! মনে রাখবেন ভিসা যদি অরিজিনাল না হয় তাহলে কখনই ম্যানপাওয়ার হবে না।
যারা রোমানিয়া তে ওয়ার্ক ভিসায় যেতে ইচ্ছুক
বা
সঠিক পরামর্শের জন্য ফোন বা অফিস ভিজিট করতে পারেন।
(ফোন করার সময়ঃ সকাল ১১ টা হইতে বিকাল ৬ টা পর্যন্ত)।
Hotline : 01927-125125
WhatsApp Number: +8801927-125125
Office: Green Regency, Level-3, Amin Mohammed Foundation Ltd. 26, 27, 27/1 Kakrail, Dhaka, Bangladesh