World Heritage & Travel Ltd

World Heritage & Travel Ltd দেশের যে কোনো স্থানে ভ্রমণ করুন, সহজে, ?

বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো প্রাকৃতিক সৌন্দর্য্যের ডাকে সাড়া দিতে, World Heritage & Travel Ltd. নিয়ে এসেছে আকর্ষণীয় সব ট্যুর প্যাকেজ। পরিবার, বন্ধু-বান্ধব সহ ঘুরে আসুন কক্সবাজার, জাফলং, সেন্টমার্টিন, বান্দরবান, খাগড়াছড়ি সহ আরো মনোমুগ্ধকর সব দর্শনীয় স্থানে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৭৯৫-১৩২১৯৩

নিরাপদ, নিরবিচ্ছিন্ন ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে World Heritage & Travel Ltd

https://www.facebook.com/103065258238652/posts/118796659998845/?app=fbl
02/12/2023

https://www.facebook.com/103065258238652/posts/118796659998845/?app=fbl

💥মাত্র ১৫৫০ টাকায় সিলেট ট্যুর💥ভোলাগঞ্জ সাদা পাথর , চা বাগান, হযরত শাহজালাল (রঃ) এর মাজার জিয়ারত
বুকিংএর জন্য কল দিন
01842153617
যাত্রা শুরুঃ ১৫ডিসেম্বর রাত ১১ঃ০০
যাত্রা শেষঃ ১৬ডিসেম্বর রাত

#প্লিজ_আগে_সম্পুর্ণ_বিস্তারিত_ভালোভাবে_পরে_তারপর_আপনার_সিদ্ধান্ত_নিন, ট্রিপে গিয়ে কোনোরকম এক্সকিউজ কোনোভাবেই গ্রহনযোগ্য নয় ধন্যবাদ
ইভেন্টের আপডেট পেতে Interested বাটনে ক্লিক করলেই চলবে।
যারা শিওর যাবেন তারাই Going ক্লিক
যাদের বন্ধুবান্ধব, পরিচিত ভাই-বোনদের ও সাথে নিতে চান তারা নিজের ফেসবুকে শেয়ার দিতে পারেন এতে করে আপনার পরিচিতরাও যেতে পারে।
#এটি ১ রাত ১ দিনের হাল্কা ট্রাকিং ডে ট্রিপ।
# সিলেট ইভেন্টস
# Sylhet Events

বিস্তারিত ট্যুর প্ল্যান:
১৫ডিসেম্বর রাত ১১ঃ০০ মিনিটে সায়দাবাদ থেকে রওয়ানা।সকালে পৌঁছে শাহ জালাল (রঃ) এর মাজার জিয়ারত করব।তারপর নাস্তা করে চলে যাবো রাতারগুল,সেখানে নৌকায় সোয়াম্প ফরেস্ট ঘুরে বেড়াবো।ঘুরাঘুরি শেষে চলে যাবো ভোলাগঞ্জে।দুপুরের খাবার খেয়ে ট্রলারে করে চলে যাবো সাদা পাথরের সেই জায়গায়, সেখানে যেয়ে সবাই গোসল করব।পথে একটা চা বাগানে নেমে ছবি তুলবো।সব ঠিক থাকলে শুক্রবার রাত ১১/১২টার মধ্যেই ঢাকা পৌঁছে যাবো ইনশাআল্লাহ।
#যাদের পরের দিন মানে শনিবার ডিউটি আছে তারা রিল্যাক্সে অফিস করতে পারবেন
#গ্রুপ এর এই ট্যুরে ছেলে/মেয়ে, ফ্যামিলি সহ যেকোনো বয়সের যে কেউ আমাদের সাথে যেতে পারবেন।
@যা যা দেখবো
✪ ভোলাগঞ্জ সাদা পাথর 🏔🏔
✪শাহজালাল (রঃ) মাজার
✪প্রাকৃতিক পাহাড়
✪চা বাগান
✪কনফার্ম_করার_লাস্ট_ডেট: নির্দিষ্ট আসন শেষ হয়ে গেলেই ইভেন্ট ক্লোজ করে দেওয়া হবে।
__ভ্রম_ভ্রমণ_খরচ: ১৫৫০/- টাকা মাত্র প্রতি জন।কায় যা যা থাকছে:
✪ ঢাকা-সিলেট&ভোলাগঞ্জ -ঢাকা যাতায়াত ( NoN AC BuS) রিজার্ভ বাস
✪ভোলাগঞ্জ ট্রলার খরচ
✪ সকালের নাস্তা ও দুপুরের খাবার।
✪সারাক্ষণ অভিজ্ঞ & দক্ষ গাইড
✪বিঃদ্রঃ যাদের স্টুডেন্ট আইডি কার্ড আছে তারা দয়া করে কার্ড সাথে নিয়ে আসবেন
#যা_যা_থাকছে না:
✪ ঢাকা-ভ্রমণ স্পট-ঢাকা আসা-যাওয়ার পথে হাইওয়েতে খাবার।
✪ব্যাক্তিগত ঔষধ খরচ
✪ব্যাক্তিগত কেনাকাটার খরচ

@ খাবারের আইটেম
✪সকালে পানশি/ পাঁচ ভাই রেস্টুরেন্টের স্পেশাল খিচুরি
✪দুপুর : মুরগির মাংস + ভাত +ডাল+বর্তা .
কনফার্মেশন সিস্টেম:
মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। আসন কনফার্ম করার জন্য আপনাকে ৫০০+২০(বিকাশ চার্জ) = ৫২০/- টাকা বিকাশের মাধ্যমে প্রদান করে আসন কনফার্ম করতে হবে।
#বিকাশঃ 01795132193 (পার্সোনাল)
অথবা আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসেও টাকা জমা দিতে পারেন।
বাকি টাকা যাত্রা শুরু হওয়ার সময় গাড়িতে বসে দিয়ে খাবার টিকেট

অংশগ্রহণকালীন যা মেনে চলতে হবে:
✪এটি একটি গ্রুপ ট্যুর, অন্য কেউ কষ্ট পাবে এমন কোন আচরণ গ্রহণযোগ্য নয়।
✪মেয়েদের সাথে কোনো খারাপ কমেন্টস অথবা ইভটিজিং করা যাবেনা
✪বাসের সিট প্লান নিয়ে কোনো তর্ক করা যাবেনা এটা আগে বুকিং ভিত্তিতে আগে সিট বন্টন করা হবে
✪হস্পিলিটি এবং নিরাপত্তার জন্য মেয়েদের সামনের দিকে আসন বরাদ্দ থাকবে
✪ প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করা যাবে না।
✪বরাবরের মতো নিরাপত্তার এবং হস্পিলিটির সুবিধার কারনে এই ট্রিপে মেয়েরা যেতে পারবেন, সেক্ষেত্রে যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমাদের কাছে আমানত হিসেবে থাকবেন।
বিঃদ্রঃ এই ট্রিপের সকল সিদ্ধান্ত, দাপ্তরিক দায়িত্ব, উক্ত টুর কমিটির হাতে সংরক্ষিত।ধন্যবাদ।
For Bookin

আমাদের পেইজ লিংকhttps://www.facebook.com/103065258238652/posts/108886860989825/?sfnsn=mo

আমাদের গ্রুপ লিংকhttps://www.facebook.com/groups/865738310296559/?ref=share

ইভেন্ট লিংক

02/12/2023

সুন্দর হোক আগামীর পথ চলা

11/11/2023

আপনি নতুন কোন ভ্রমনে যেতে চাইলে যোগাযোগ করুন

মাত্র ৬০০/ টাকায় , চন্দ্রনাথ পাহাড়,  ভ্রমনবুকিং করতে কল করুন 01842153617বিকাশ 01795132193১৫ ডিসেম্বর রাত ১০:৩০ মিনিটে ঢা...
17/04/2023

মাত্র ৬০০/ টাকায় , চন্দ্রনাথ পাহাড়, ভ্রমন

বুকিং করতে কল করুন
01842153617

বিকাশ 01795132193

১৫ ডিসেম্বর রাত ১০:৩০ মিনিটে ঢাকা সায়েদাবাদ থেকে যাত্রা শুরু হবে।

✪ বুকিং দেবার পূর্বে বিস্তারিত পড়ে নিন

ট্রিপের সময়সীমাঃ ১ রাত ১ দিন
ট্রিপের ধরণঃ ট্র্যাকিং ডে ট্রিপ

বিস্তারিত ট্যুর প্ল্যান

যাত্রা শুরুর সময়ঃ ১৫ ডিসেম্বর রাত ১০:৩০ মিনিট।
যাত্রা শুরুর স্থানঃ সায়েদাবাদ, ঢাকা।
যাত্রা শেষের সময়ঃ ১৬ ডিসেম্বর আনুমানিক রাত ১০ টা থেকে ১১ টা।

ছেলে/মেয়ে, ফ্যামিলি বা যেকোনো বয়সের সবাই আমাদের সাথে ট্যুরে অংশগ্রহণ করতে পারবেন।

যে সকল স্থান দর্শনে যাওয়া হবেঃ

✪ চন্দ্রনাথ পাহাড় ও মন্দির

নির্ধারিত আসন শেষ হয়ে গেলে বুকিং ক্লোজ করে দেওয়া হবে, বুকিং করতে দ্রুত যোগাযোগ করুন।

ভ্রমণ খরচঃ প্রতি জন মাত্র ৬০০/টাকা।

এই প্যাকেজে যা যা থাকছেঃ

✪ ঢাকা-সীতাকুণ্ড -ঢাকা যাতায়াত ( Non-AC Hino AK1J Series Bus) রিজার্ভ বাস টিকেট
✪ সারাক্ষণ অভিজ্ঞ ও দক্ষ গাইড

বিঃ দ্রঃ স্টুডেন্ট আইডি কার্ড যদি থাকে তাহলে অবশ্যই সাথে নিতে হবে

বুকিং দেওয়ার সিস্টেমঃ
✪ মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। ৫১০ টাকা বিকাশের মাধ্যমে প্রদান করে আসন বুকিং দিতে হবে। অথবা আপনি সরাসরি অফিসে এসেও বুকিং দিতে পারেন। বাকি টাকা যাত্রা শুরু হওয়ার সময় পরিশোধ করতে হবে।

ট্যুর চলাকালীন যে সকল নিয়ম মেনে চলতে হবেঃ
✪ এটি একটি গ্রুপ ট্যুর, কাজেই অন্য কেউ কষ্ট পাবে এমন কোনো আচরণ করা যাবে না।
✪ মেয়ে অংশগ্রহণকারীদের সাথে অসদাচারণ করা যাবে না।
✪ বাসের সিট প্ল্যান নিয়ে কোনো প্রকার তর্ক করা যাবে না। যিনি আগে বুকিং করবেন, তিনি আগে সিট পাবেন।
✪ হস্পিটালিটি এবং নিরাপত্তার জন্য মেয়েদের সামনের দিকে থেকে আসন বরাদ্দ করা থাকবে।
✪ যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না।
✪ প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করা যাবে না।

বিঃদ্রঃ এই ট্রিপের সকল সিদ্ধান্ত, দাপ্তরিক দায়িত্ব, উক্ত ট্যুর কমিটির হাতে সংরক্ষিত।

বুকিং করতে কল করুনঃ-বিকাশ

04/04/2023

সৃষ্টি কর্তা সবার জন্য উওম কিছু রাখেন।

30/03/2023

ভালো সবার জন্য ই ভালো

28/10/2022

শরীর বিক্রি করে চালিয়েছেন পড়াশোনা, সুন্দরী প্রতিযোগিতায় জিতেছেন বহুবার

দেশের প্রথম রূপান্তরকামী সুন্দরী তিনি। দেশে তো বটেই বিদেশেও সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে আন্তর্জাতিক খেতাব জিতেছেন। একবার নয় সাত বার। তবু উপার্জনের জন্য এখনও নিয়মিত রাস্তায় দাঁড়াতে হয় তাঁকে।

নাজ জোশী একজন রূপান্তরকামী। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি)-র ছাত্রী। পোশাক ডিজাইনিংয়ে স্নাতক। নিজের ব্যাচে শীর্ষ স্থানাধিকারী ছিলেন নাজ। তবে নিজের পড়াশোনার খরচ চালাতে বারে নাচতে হয়েছে। এমনকি খারাপ কাজও করেছেন নাজ। ছোটবেলাতেই বাবা-মা তাঁকে দূরে সরিয়ে দিয়েছিলেন। তাঁর মেয়েলি হাবভাবে লজ্জায় পড়তেন তাঁরা। প্রতিবেশীদের ভয়ে মুম্বইয়ের এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন তাঁকে। সেখানেই মানুষ হন নাজ।

তবে নিজের খরচ বরাবর নিজেই বহন করেছেন। পড়াশোনার ইচ্ছে ছিল প্রবল। ১২ বছর বয়স থেকে বারে নাচছেন। তাতে অবশ্য নাজের কোনও অসুবিধা হয়নি। বরং মেয়েদের মতো পোশাক পড়তে পেরে, মেক আপ করার সুযোগ পেয়ে ভালই লাগত তাঁর। এ ভাবেই উপার্জন করে আইএমটি থেকে এমবিএ-ও করেছেন নাজ। পড়াশোনার পাশাপাশি নিজের লিঙ্গ পরিবর্তন সংত্রান্ত অস্ত্রোপচারের খরচও জোগাড় করেছিলেন নিজেই।

মডেলিং করবেন কখনও ভাবেননি। বরং ডিজাইনার হওয়ারই ইচ্ছে ছিল। পেশায় মডেল এক তুতো বোনের মাধ্যমে মডেলিংয়ের দুনিয়ায় আসা তাঁর। পরে সেই বোনেরই অকাল মৃত্যুতে মডেলিংকে পেশা হিসেবে নেওয়ার কথা মাথায় আসে নাজের।

২০১২ সাল থেকে মডেলিং এজেন্সির কাজ করতে শুরু করেন। ২০১৪-এ প্রথম সৌন্দর্য্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন নাজ। তাঁর সাম্প্রতিক সাফল্য এমপ্রেস আর্থের খেতাব জয়। মে মাসে ভারতের হয়ে এই আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন নাজ। গত ১ জুন সেই প্রতিযোগিতায় জয়ী হন। ওই প্রতিযোগিতায় নাজ একাই ছিলেন রূপান্তরকামী।

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় নারীদের সঙ্গে টক্কর দিয়ে সেরা সুন্দরীর খেতাব ছিনিয়ে নেওয়া রূপান্তরকামী তিনিই প্রথম। তবে নাজকে তার জন্য অনেক গঞ্জনা সহ্য করতে হয়েছে। এমনকি কমবয়সিদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়ায় বয়স নিয়েও কুমন্তব্য শুনতে হয়েছে তাঁকে।

মোট ১৫টি দেশের প্রতিযোগী অংশ নিয়েছিলেন। নাজ জানিয়েছেন, একজন রূপা’’ন্তরকামীর সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে জেনে অনেকে প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নেন। তবে এই সব অপমান গায়ে মাখেননি নাজ। তিনি তাঁর সেরাটা দিয়ে নিজেকে প্রমাণ করেছেন এবং সেরার খেতাবটি ছিনিয়ে নিয়েছেন।

নাজের সঙ্গে শেষ পাঁচে ছিলেন কলম্বিয়া, মেক্সিকো, ব্রাজিল এবং স্পেনের সুন্দরীরা। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন কলম্বিয়ার প্রতিযোগী ভ্যালেন্টিনা। তৃতীয় স্থানে ছিলেন মেক্সিকোর অলিভিয়া। দু’জনেই নাজের বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন।

এমপ্রেস আর্থের এই প্রতিযোগিতা দুবাইয়ে হওয়ার কথা ছিল। কিন্তু অতিমারির দ্বিতীয় ঢেউয়ের আবহে আয়োজকরা স্থান বদলান। ঠিক হয় কোনও নির্দিষ্ট দেশের বদলে ভার্চুয়াল প্ল্যাটফর্মেই বসবে এমপ্রেস আর্থের আসর। সেই মতো ডিজিটাল প্রতিযোগিতায় প্রতিযোগীদের নানারকম কাজ দেওয়া হয়েছিল। সেই সব কাজ সম্পূর্ণ করার পাশাপাশি ইভনিং গাউন এবং নিজের দেশের জাতীয় পোশাক ও সংস্কৃতির প্রদর্শন করতে বলা হয় প্রতিযোগীদের। সামাজিক দায়িত্ব পালনের কাজে গ্রামের মহিলাদের আত্মরক্ষার পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলেন নাজ। তাঁর সেই আলোচনা বিচারকদের প্রশংসা পায়।

শেষ রাউন্ডে ছিল প্রশ্নোত্তর পর্ব। শেষ পাঁচ প্রতিযোগীকে একই প্রশ্ন করেছিলেন বিচারকেরা। জানতে চাওয়া হয়, ‘‘লকডাউনই কি অতিমারির একমাত্র সমাধান?’’ জবাবে নাজ বলেন, ‘‘লকডাউন হয়তো রোগীর সংখ্যা কিছুটা কমাতে পারে। তবে অতিমারিকে সম্পূর্ণ নির্মূল করতে পারে মানুষের স্বাস্থ্য সচেতনতাই। আর আমরা যাঁরা বৃহত্তর প্ল্যাটফর্ম থেকে মানুষের সঙ্গে যোগাযোগ রাখার সুবিধা পাই, তাঁরা এই মঞ্চকে সচেতনতা বাড়ানোর কাজে লাগাতে পারি। তাঁদের ধৈর্য্য ধরতে বলতে পারি। ইতিবাচক হওয়ার প্রেরণা দিতে পারি।’’ অতিমারি এবং লকডাউন নিয়ে নাজের ভাবনা ভাল লাগে বিচারকদের।

নাজ অবশ্য এর আগেও আরও বহু আন্তর্জাতিক শিরোপা জিতেছেন। ২০২০ সালে মিস ইউনিভার্স ডাইভারসিটির খেতাব পেয়েছেন। ২০১৭ সাল থেকে ২০১৯ পর্যন্ত পর পর তিন বার মিস ওয়ার্ল্ড ডাইভারসিটির মুকুট উঠেছে তাঁর মাথায়। এ ছাড়া মিস রিপাবলিক ইন্টারন্যাশনাল সৌন্দর্য রাষ্ট্রদূত হয়েছেন। রাষ্ট্রপুঞ্জের তরফেও সৌন্দর্য দূত হিসাবে নির্বাচিত করা হয় তাঁকে।

তবে আন্তর্জাতিক খেতাব পেলেও ব্যক্তিগত জীবনে এখনও বেশ অসহায় নাজ। স্থায়ী উপার্জনের রাস্তা নেই। ফ্যাশন ডিজাইনের টপার, আইএমটি থেকে এমবিএ করা নাজ বহু চেষ্টা করেও একটি চাকরি পাননি। নাজ জানিয়েছেন, এর কারণ তিনি একজন রূপান্তরকামী আর সমাজ এখনও একজন রূপান্তরকামীকে আলাদা চোখেই দেখে।

বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে কাজ করেছেন। তবে সে সব অনিয়মিত। এখনও অন্য বহু রূপান্তরকামীদের মতো নিয়মিত সকালে রাস্তায় নেমে হাত পাততে হয় তাঁকে। তবে নাজ জানিয়েছেন সমাজের এই মনোভাবের বিরুদ্ধে তাঁর উঠে দাঁড়ানোর চেষ্টা জারি থাকবে। তাঁর মতো আর যাঁরা এই পরিস্থিতির শিকার, তাদের প্রতি দায়িত্ববোধ থেকেই এই চেষ্টা চালিয়ে যাবেন তিনি। বরাবরই নিজর খরচ নিজে চালানোর পক্ষপাতি নাজ তাই কোনও কাজকেই ছোট মনে করেন না

মুসলিম মা এবং হিন্দু পাঞ্জাবী বাবার সন্তান নাজ। তবে বাবা এখনও কথা বলেন না তাঁর সঙ্গে। মা-ও সুযোগ পেলেই গঞ্জনা দেন। নাজ জানিয়েছেন, রূপান্তরকামী হিসেবে অনেকরকম মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় তাঁদের। এর সঙ্গে পরিবারকে পাশে না পাওয়া আরও বেদনাদায়ক।

নাজ এখন একা মা। দু’টি মেয়ে আছে তাঁর। একটি আইভিএফ শিশু। অন্য জনকে তার মা ময়লা ফেলার পাত্রে ফেলে দিয়েছিল। সেখান থেকে তাকে তুলে এনে দত্তক নিয়েছেন নাজ। তাদের নিজের মতো করে মানুষ করছেন। নাজ জানিয়েছেন, ভালবাসা তাঁর দুই সন্তানের কাছেই পেয়েছেন তিনি।

ভালো কিছু সকল এর ভালো লাগে
28/10/2022

ভালো কিছু সকল এর ভালো লাগে

04/09/2021

ভালো থাকুন ভালো রাখুন।

04/07/2021

ভালোর সাথে
আলোর পথে

02/05/2021

উওম চরিত্রের ফলাফল উওম কিছু।

26/02/2021

Address

Dhaka
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when World Heritage & Travel Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby travel agencies