Bidya Tour & Travels

Bidya Tour & Travels Allah alone is the guardian of life and wealth

31/12/2023
.......Dhaka To Doha.......QR- DOH =39,800*26 *OV- DOH =33800*29*31G9- DOH =32900* 26*27 * T 2 WITH FOOD.
20/12/2023

.......Dhaka To Doha.......
QR- DOH =39,800*26 *
OV- DOH =33800*29*31
G9- DOH =32900* 26*27 * T 2 WITH FOOD.

12/12/2023

বিদ্যা ট্যুরস এন্ড ট্রাভেলস সেবা সমূহ......

✈️ওমরাহ্ হজ্ব ✈️ বিমান টিকেট ✈️ ভিসা প্রসেসিং ✈️ ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ✈️ ভ্রমন ভিসা ✈️ হোটেল বুকিংসহ বিভিন্ন বিষয়ে সেবা দিয়ে থাকি।

09/12/2023

07/12/2023

28/11/2023

QATAR**OV- DOH=36800*17-24 NOV F.T 05:05-10:05 T1:35HOV-QR-DOH=39,800*13,14 NOV-*****
09/11/2023

QATAR**
OV- DOH=36800*17-24 NOV F.T 05:05-10:05 T1:35HOV-
QR-DOH=39,800*13,14 NOV-
*****

31/10/2023

14/10/2023

বিশেষ বিজ্ঞপ্তিঃ

অনিবার্য কারণবশতঃ সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ (কাওলা) কেন্দ্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কমিজ ৩ (কিচেন) ও কমিজ ৩ (বেকারি) পদের নির্ধারিত লিখিত পরীক্ষা ১৪ অক্টোবর ২০২৩ এর পরিবর্তে আগামী ২১ অক্টোবর ২০২৩ তারিখ বিকাল ৩:০০টায় একই কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে টেলিটকের মাধ্যমে পরীক্ষার্থীদের ফোনে ক্ষুদে বার্তা প্রেরণের মাধ্যমে অবগত করা হয়েছে এবং বিমানের www.biman.gov.bd ওয়েবসাইটে এ সংক্রান্ত নোটিশ আপলোড করা হয়েছে।

25/09/2023
20/09/2023

09/09/2023
By the grace of Allah, I am spending a lot of time in the office today even on a closed day😍😍😍
01/09/2023

By the grace of Allah, I am spending a lot of time in the office today even on a closed day😍😍😍

29/08/2023

23/08/2023

22/08/2023

19/08/2023

#অফার, অফার,দারুণ অফার__
মাত্র ২৪,৯০০ টাকায় পাহাড় + বরফের রাজ্য একসাথে " কাশ্মির ভ্রমন যাওয়া আসা সহ ৫ রাত ৬ দিন।

✅ইভেন্ট ফিঃ-
🧍‍♀️ 🧍‍♀️সিংগেল জনপ্রতি= ২৪,৯০০/- টাকা। (১ রুমে ৪ জন)
👩‍❤️‍👨 কাপল জনপ্রতি = ২৬,৯০০/- টাকা। (১ রুমে ২ জন)
🏨 হোটেল স্ট্যান্ডার্ড ও প্রতিদিন ২ বেলা খাবার আসার দিন সকাল পর্যন্ত।

আমাদের পরবর্তী ইভেন্ট সমূহ:
❇️ ২২ই জুন ২৩
❇️ ২৯ই জুন ২৩
❇️ ১৭ই জুলাই ২৩

⚛️ বুকিং হটলাইনঃ০১৯৪৯৯৯৯৩৩১,০১৬১১৯৯১৯৮৭।

০-৩ বছরের শিশুর জন্যে র্চাজ প্রযোজ্য নহে। এছাড়া্, স্টুডেন্ট, ফ্যামিলি ও কর্পোরেট প্যাকেজও রয়েছে। ভ্রমনের ১৫ দিন পূর্বে যোগাযোগ করতে হবে।

😍 ভ্রমন বিস্তারিত 😍

❤️ দিন ০১ :-ঢাকা-শ্রীনগর।
শ্রীনগর, লেক সিটিতে স্বাগতম। শ্রীনগর বিমানবন্দরে পৌঁছানোর পর, আমাদের ড্রাইভার আপনাকে পিকআপ করে তারপর আমরা সুন্দর শ্রীনগর শহরে ড্রাইভ করে আপনার জন্য আগে থেকে বুক করা হোটেলে চেক ইন করব। মধ্যাহ্নভোজের পরে শ্রীনগরের বিখ্যাত মুঘল উদ্যানগুলি দেখব যা হল নিশাত বাগ (আনন্দের বাগান) এবং শালিমার বাগ (প্রেমের আবাস)। এই বাগানগুলো ডাল লেকের তীরে অবস্থিত। দুটি বাগানের মধ্যে নিশাত বাগটি বড় এবং এর সর্বোচ্চ বারান্দায় চিনার গাছের একটি চিত্তাকর্ষক রোপণ রয়েছে। উভয় উদ্যানই কেন্দ্রীয় জলপথের একটি প্রতিসম পরিকল্পনার ভিত্তিতে তৈরি করা হয়েছে যার মধ্যে ফোয়ারাগুলি বাগানের টেরেসগুলির একটি সিরিজকে বিভক্ত করেছে।
রাত্রিযাপন: শ্রীনগরে।
{ফুড: সকালের নাস্তা এবং রাতের খাবার}

❤️ দিন ০২ :- শ্রীনগর- গুল্মাগ- শ্রীনগর।
খুব সকালে উইলো গাছ, দ্রুত প্রবাহিত স্রোত এবং সবুজ তৃণভূমি পেরিয়ে গুলমার্গের দিকে এগিয়ে যাব আমরা। গুলমার্গ - ফুলের তৃণভূমি এই সুন্দর ফুল-ভাঙা তৃণভূমির জন্য একটি উপযুক্ত শব্দ যা লম্বা কনিফারের ঘন বন এবং বিশাল ফার এবং পাইন গাছে আচ্ছাদিত বিশাল তুষার-ঢাকা চূড়াগুলির একটি দর্শনীয় দৃশ্য বহন করে। অবসরে হেঁটে যাব বা পনি রাইড (আপনার নিজস্ব অর্থ দিয়ে) সবুজ তৃণভূমি পেরিয়ে বিশ্বের সর্বোচ্চ গলফ কোর্সের একটিতে যাব। নতুন চালু হওয়া গন্ডোলা লিফটে (আপনার নিজস্ব অর্থপ্রদানের মাধ্যমে) একটি মজাদার রাইড অবশ্যই উপভোগ করা উচিত। গুলমার্গে পুরো দিন উপভোগ করার পর আমরা শ্রীনগর ফিরে যাব।
রাত্রিযাপন: শ্রীনগরে।
{ফুড: সকালের নাস্তা এবং রাতের খাবার}

❤️ দিন ০৩ :শ্রীনগর- সন্মার্গ - শ্রীনগর।
আমরা হোটেলে নাস্তা সেরে সোনামার্গের দিকে রওনা দিব। ড্রাইভটি খুব বেশি ব্যস্ত নয় কারণ নৈসর্গিক দৃশ্য আপনাকে পুরো পথ জুড়ে আটকে রাখবে। পটভূমিতে রাজকীয় চূড়া, এবং রঙিন ফুলে ভরা তৃণভূমি এই হিল স্টেশনটিকে অবশ্যই দেখার মতো করে তোলে। আমরা থাজিওয়াস হিমবাহে ভ্রমণের জন্য পোনি ভাড়া করব। শ্রীনগর ফিরে আমরা হোটেলে চেক ইন করব এবং আরাম করব।
রাত্রিযাপন: শ্রীনগরে।
{ফুড: সকালের নাস্তা এবং রাতের খাবার}

❤️ দিন ০৪:- শ্রীনগর থেকে পেহেল্গাম ।
হোটেলে সকালের নাস্তার পরে, আমরা হোটেল থেকে চেক আউট করব এবং পাহলগামের উদ্দেশ্যে রওনা হব। এটি 'মেষপালকদের উপত্যকা' নামেও পরিচিত যা লিডর এবং শীষনাগ হ্রদ থেকে প্রবাহিত স্রোতের সঙ্গমস্থলে অবস্থিত। পাহলগামে পৌঁছে আশেপাশের সৌন্দর্য উপভোগ করুন বা বাইসারেনে হাঁটুন, যা পহেলগাম থেকে প্রায় 2 কিমি দূরে। পাইন এবং ফার বনের মধ্যে অবস্থিত একটি ছোট গ্রাম আনন্দদায়ক এবং ভাল দৃশ্য দেখায়। সম্পূর্ণ উপভোগ করার পরে, আমরা চেক ইন এবং বিশ্রামের জন্য আপনার জন্য আগে থেকে বুক করা হোটেলে চেক ইন করব।
রাত্রিযাপন: পেহেলগামে।
{ফুড: সকালের নাস্তা এবং রাতের খাবার}

❤️ দিন ০৪:- পেহেল্গাম এ সাইটসিং এবং হাউসবোটে চেক ইন ।
সকালের নাস্তা শেষ করে চলুন একটি পুরো দিনের পাহালগাম স্থানীয় সফরের জন্য রওনা হই যার মধ্যে রয়েছে, আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনওয়ারি। আমরা পাহলগামে পুরো দিনের অ্যাডভেঞ্চার করব। এর পরে, আমরা শ্রীনগর ফিরে যাব। বিকেলে শ্রীনগর পৌঁছানোর পর, আমরা শ্রীনগর শহরের বিখ্যাত বাজার ঘুরে দেখব এবং কিছু কেনাকাটা করব এবং শ্রীনগর স্থানীয় সফর করব। আমরা হাউসবোটে চেক ইন করব এবং আরাম করব।
রাত্রিযাপন: হাউসবোটে।
{ফুড: সকালের নাস্তা এবং রাতের খাবার}

❤️ দিন ০৬: ফেরা।
সকালের নাস্তার পরে, হোটেল থেকে চেক আউট করব এবং স্মৃতির সাথে আপনার শব্দ ভ্রমণের জন্য আপনাকে শ্রীনগর বিমানবন্দরে নামিয়ে দেবে।
{ফুড: সকালের নাস্তা }

♻️ প্যাকেজে যা যা থাকছে ♻️
✅ এয়ার পোর্ট পিক এবং ড্রপ
✅ ৫ রাত ৩ তারকা মানের হোটেলে থাকা
✅ প্রতিদিন সকালের নাস্তা এবং রাতের খাবার
✅ সকল সাইটসিং
✅ সকল সাইটসিং এর জন্য প্রাইভেট ট্রান্সপোর্ট
✅ ১ ঘন্টার জন্য সিকারা রাইড
✅ সকল প্রকার ট্যাক্স

⛔️ প্যাকেজে যা যা থাকছে না ⛔️
❎ ব্যক্তিগত খরচ যেমন লন্ড্রি, টেলিফোন কল, টিপস, মদ, বোটিং এবং আনন্দ যাত্রা।
❎ অন্য কোন আইটেম "খরচ অন্তর্ভুক্ত" এ নির্দিষ্ট করা নেই।
❎ অতিরিক্ত দর্শনীয় স্থান বা যানবাহনের ব্যবহার ভ্রমণপথে উল্লেখ নেই।
❎ প্রবেশ ফি।

👨‍👩‍👧 ===শিশু পলিসি=== 👨‍👩‍👧
# ০-৩ বছরঃ কোন খরচ লাগবেনা (বাবা মার সাথে থাকবে, বাসে বাবা মার সাথে বসবে)
# ৪-৭ বছরের বাচ্চার ক্ষেত্রে ৮০% প্রযোজ্য।

💵 ======বুকিং পলিসি====== 💵
বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ১০,০০০ টাকা জমা দিতে হবে

আমাদের অফিস ঠিকানাঃ
বিদ্যা ট্যুরস এন্ড ট্রাভেলস
''অফিস এড্রেস:
🏘 ভাই ভাই প্লাজা (নিচতলা), মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের বিপরীতে) মেঘুলা বাজার রোড,দোহার ঢাকা- ১৩৩০,বাংলাদেশ।
📱 ফোন নাম্বার : ০১৯৪৯৯৯৯৩৩৪,০১৯১৯১৫৫৫২৯,০১৯৪৯৯৯৯৩৩২,
☎️ অফিস নাম্বার :০১৯৪৯৯৯৯৩৩১।

Address

Dohar, Meghula Bazar
Dhaka
1330

Telephone

+8801949999331

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bidya Tour & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bidya Tour & Travels:

Videos

Share

Category