Ecstatic Travellers

Ecstatic Travellers Info of being Ecstatic while Travelling

সবচেয়ে দীর্ঘ ১০ সমুদ্রসৈকত, কক্সবাজার কত নম্বরে? 🤔 সমুদ্রসৈকতে দাঁড়িয়ে সূর্যাস্ত বা সূর্যোদয় দেখতে অনেকেই ভালোবাসেন। কার...
15/01/2025

সবচেয়ে দীর্ঘ ১০ সমুদ্রসৈকত, কক্সবাজার কত নম্বরে? 🤔

সমুদ্রসৈকতে দাঁড়িয়ে সূর্যাস্ত বা সূর্যোদয় দেখতে অনেকেই ভালোবাসেন। কারও আবার পছন্দ সৈকতে পা ডুবিয়ে হেঁটে বেড়ানো। আমাদের কক্সবাজারের সৈকতকে বলা বিশ্বের দীর্ঘতম ‘প্রাকৃতিক বালুর’ সমুদ্রসৈকত। এমন আরও কিছু দীর্ঘ সমুদ্রসৈকত রয়েছে দেশে-বিদেশে। আসুন, সবচেয়ে দীর্ঘ ১০ সমুদ্রসৈকত সম্পর্কে জেনে নিই।

১। প্রাইয়া দো ক্যাসিনো
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের দক্ষিণাঞ্চলের সমুদ্রসৈকত প্রাইয়া দো ক্যাসিনো। দৈর্ঘ্যে এটি প্রায় ১৫০ মাইলের বেশি। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্রসৈকত এটি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের পুরো উপকূল রেখা (১২৭ মাইল) ও নিউ জার্সির উপকূল রেখার (১৩০ মাইল) চেয়েও দীর্ঘ ব্রাজিলের এ সাদাবালুর সমুদ্রসৈকত। বছরের বেশির ভাগ সময় এ সমুদ্রসৈকতের তাপমাত্রা উষ্ণ থাকে। ফলে পর্যটকদের কাছে সৈকতটি দারুণ জনপ্রিয়।

২। নাইনটি মাইল বিচ
নাম শুনেই বোঝা যাচ্ছে এ সমুদ্রসৈকতের দৈর্ঘ্য ৯০ মাইল। সৈকতটি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায়। দেশটির সবচেয়ে বড় সমুদ্রসৈকত এটি। শুধু তাই নয়, ব্রাজিলের প্রাইয়া দো ক্যাসিনো সৈকতের পর এটা বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সমুদ্রসৈকত। প্রতিবছর বহু পর্যটক এ সমুদ্রসৈকতে বেড়াতে আসেন।

৩। কক্সবাজার সৈকত
বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত এ সমুদ্রসৈকত বঙ্গোপসাগরের তীরে। সৈকতের দৈর্ঘ্য ৭৫ মাইল। এর মধ্য দিয়ে বিশ্বের তৃতীয় দীর্ঘতম সমুদ্রসৈকতের স্বীকৃতি পেয়েছে কক্সবাজারের সৈকত। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটনকেন্দ্রও এটি। কক্সবাজারকে বিশ্বের সবচেয়ে দীর্ঘ ‘প্রাকৃতিক বালুর’ সৈকত বলা হয়। ওয়ার্ল্ড অ্যাটলাস বলছে, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলেও কক্সবাজার সমুদ্রসৈকত নিয়ে বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ খুবই সীমিত।

৪। পাদ্রে আইল্যান্ড ন্যাশনাল সি-শোর
যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ সমুদ্রসৈকত পাদ্রে আইল্যান্ড ন্যাশনাল সি-শোর। টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণে এর অবস্থান। সৈকতের দৈর্ঘ্য ৭০ মাইল। এর মধ্য দিয়ে বিশ্বের চতুর্থ দীর্ঘ সমুদ্রসৈকতের স্বীকৃতি পেয়েছে পাদ্রে আইল্যান্ড। সৈকত ঘেঁষে রয়েছে পাদ্রে আইল্যান্ড ন্যাশনাল পার্ক। এ পার্ক আর দীর্ঘ সমুদ্রসৈকত দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি জায়গা।

৫। প্লায়া নোভিল্লেরো
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর সবচেয়ে দীর্ঘ সমুদ্রসৈকত প্লায়া নোভিল্লেরো। বিশ্বের দীর্ঘ সমুদ্রসৈকতের তালিকায় এটা পঞ্চম অবস্থানে রয়েছে। সৈকতের দৈর্ঘ্য ৫৬ মাইল। স্প্যানিশ ভাষায় প্লায়া অর্থ সমুদ্রসৈকত। অর্থাৎ মেক্সিকোয় প্লায়া নোভিল্লেরো শব্দগুচ্ছের অর্থ নোভিল্লেরো সমুদ্রসৈকত। দেশটির পর্যটকদের কাছে সৈকতটির আকর্ষণ ব্যাপক।

৬। নাইনটি মাইল সৈকত (নিউজিল্যান্ড)
এটি অস্ট্রেলিয়ার নাইনটি মাইল সৈকত নয়; বরং একই নামের এ সমুদ্রসৈকতের অবস্থান পাশের দেশ নিউজিল্যান্ডে। সৈকতের দৈর্ঘ্য ৫৫ মাইল। অর্থাৎ মেক্সিকোর দীর্ঘতম সমুদ্রসৈকত প্লায়া নোভিল্লেরোর চেয়ে নিউজিল্যান্ডের এ সমুদ্রসৈকতের দৈর্ঘ্য মাত্র এক মাইল কম। তাই প্লায়া নোভিল্লেরোর পর বিশ্বের ষষ্ঠ দীর্ঘতম সমুদ্রসৈকতের তকমা পেয়েছে নাইনটি মাইল সৈকত।

৭। ভার্জিনিয়া সৈকত
যুক্তরাষ্ট্রের জনবহুল ভার্জিনিয়া অঙ্গরাজ্যে আটলান্টিক মহাসাগরের তীরে এ সমুদ্রসৈকতের অবস্থান। দৈর্ঘ্যে এটি ৩৫ মাইল। পাদ্রে আইল্যান্ড ন্যাশনাল সমুদ্রসৈকতের পর এটা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দীর্ঘতম সৈকত। দীর্ঘ সমুদ্রসৈকতের বৈশ্বিক তালিকায় ভার্জিনিয়া সৈকত সপ্তম অবস্থানে। প্রতিবছর দেশি-বিদেশি অসংখ্য পর্যটক ভার্জিনিয়া সৈকতে ঘুরতে আসেন।

৮। লং বিচ
নাম লং বিচ বা দীর্ঘ সমুদ্রসৈকত হলেও এটা কিন্তু যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সৈকত নয়; বরং তৃতীয় দীর্ঘতম সমুদ্রসৈকত। দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে লং বিচের অবস্থান। দৈর্ঘ্য ২৮ মাইল। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্রসৈকতের তালিকায় লং বিচ অষ্টম স্থানে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ব্যস্ততম কনটেইনার বন্দর জনপ্রিয় এ সমুদ্রসৈকতের পাশেই।

৯। মুইজেনবার্গ সৈকত
আফ্রিকা মহাদেশের সবচেয়ে দীর্ঘ সমুদ্রসৈকত এটি। অবস্থান দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। মুইজেনবার্গ সৈকত দৈর্ঘ্যে ২৫ মাইল। যুক্তরাষ্ট্রের লং বিচের চেয়ে তিন মাইল কম হওয়ায় বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্রসৈকতের তালিকায় মুইজেনবার্গ ৯ম অবস্থানে রয়েছে।

১০। স্টকটন সৈকত
বিশ্বের দীর্ঘ ১০টি সমুদ্রসৈকতের তালিকায় এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় কোনো সৈকত। এর অবস্থান দেশটির নিউসাউথ ওয়েলসে। সৈকতটির দৈর্ঘ্য ২০ মাইল। অস্ট্রেলিয়ার জনপ্রিয় পর্যটককেন্দ্রগুলোর একটি এই সৈকত। সেই সঙ্গে বিচিত্র ধরনের মাছ পাওয়া যায় সৈকতঘেঁষা সাগরে।

বাংলাদেশ থেকে ফিলিপাইনে ভ্রমণের জন্য ভিসা পেতে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে:প্রয়োজনীয় কাগজপত্র:১. ভিসা আবেদন ফর্...
15/01/2025

বাংলাদেশ থেকে ফিলিপাইনে ভ্রমণের জন্য ভিসা পেতে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে:

প্রয়োজনীয় কাগজপত্র:

১. ভিসা আবেদন ফর্ম: সঠিকভাবে পূরণ করা আবেদন ফর্ম।

২. পাসপোর্ট: ন্যূনতম ৬ মাসের মেয়াদসহ পাসপোর্ট। পূর্ববর্তী পাসপোর্ট থাকলে সেগুলোর কপিও জমা দিতে হবে।

৩. জাতীয় পরিচয়পত্র: জাতীয় পরিচয়পত্র বা ১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদের ফটোকপি।

৪. ছবি: সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (৪.৫ সেমি x ৩.৫ সেমি) সাদা ব্যাকগ্রাউন্ডসহ।

৫. ব্যাংক স্টেটমেন্ট: সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট, যেখানে ন্যূনতম ব্যালেন্স ২,০০,০০০ টাকা থাকতে হবে, এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট।

৬. পেশাগত নথিপত্র:

ব্যবসায়ীদের জন্য: হালনাগাদ ট্রেড লাইসেন্সের ফটোকপি।

চাকরিজীবীদের জন্য: অফিস আইডি কার্ড, ভিজিটিং কার্ড, এবং নো অবজেকশন সার্টিফিকেট (NOC)।

ছাত্রদের জন্য: স্টুডেন্ট আইডি কার্ড।

৭. পাসপোর্টের ফটোকপি: পাসপোর্টের প্রথম দুই পৃষ্ঠার ফটোকপি।

৮. পূর্ববর্তী ভিসার কপি: পূর্ববর্তী ভিসার কপি (যদি থাকে)।

৯. ভ্রমণ সংক্রান্ত নথিপত্র: এয়ার টিকেট বুকিং, হোটেল বুকিং, এবং ভ্রমণ পরিকল্পনা (ট্রাভেল আইটিনারি)।

১০. বিবাহ সনদ: বিবাহিত দম্পতির ক্ষেত্রে বিবাহ সনদের ফটোকপি।

আবেদন প্রক্রিয়া:

১. কাগজপত্র প্রস্তুত করা: উপরে উল্লেখিত সকল কাগজপত্র ইংরেজিতে থাকতে হবে। যদি কোনো নথি বাংলায় হয়, তাহলে ইংরেজিতে নোটারি করতে হবে।

২. আবেদন জমা: ফিলিপাইনের দূতাবাস বা কনসুলেটে সরাসরি আবেদন জমা দিতে হবে।অবশ্যেই আগে ইমেল করে এপয়েন্টমেন্ট নিতে হবে।

৩. ফি প্রদান: পর্যটক ভিসার জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসার ফি প্রায় ৩,০০০ – ৫,০০০ টাকা এবং মাল্টিপল এন্ট্রি ভিসার ফি প্রায় ৭,০০০ – ১০,০০০ টাকা।

৪. প্রসেসিং সময়: সাধারণত ১০ থেকে ১৫ কার্যদিবসের মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়।

মেয়াদ:

সিঙ্গেল এন্ট্রি ভিসা: ৩ মাসের মেয়াদ, যার মধ্যে প্রবেশের পর সর্বোচ্চ ৩০ দিন থাকতে পারবেন।

বর্ধিত মেয়াদ: প্রয়োজনীয় কাগজপত্র প্রদান সাপেক্ষে প্রথম ৩০ দিনের পরে আরও ২৯ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে।

এজেন্সির মাধ্যমে আবেদন:

আপনি চাইলে নির্ভরযোগ্য ট্রাভেল এজেন্সির মাধ্যমেও ভিসা আবেদন করতে পারেন। এক্ষেত্রে এজেন্সি ফি প্রায় ১,০০০ – ১,৫০০ টাকা হতে পারে।

গুরুত্বপূর্ণ তথ্য:

ছবিতে কাপড় দ্বারা কান ঢাকা বা মুখমণ্ডলের বেশিরভাগ অংশ আবৃত থাকা যাবে না।

পূর্বের ভিসাতে প্রদানকৃত ছবি পুনরায় নতুন আবেদনের সাথে না দেওয়াই শ্রেয়।

ছবি ল্যাব প্রিন্ট হতে হবে এবং পুনরায় প্রিন্ট করা ছবি গ্রহণযোগ্য নয়।

সঠিক কাগজপত্র এবং তথ্য প্রদান নিশ্চিত করে ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

মধ্যরাতে সেন্টমার্টিনের কিংশুক ও বিচ ভ্যালিসহ ৩টি ইকো রিসোর্টে অগ্নিকাণ্ড 😢 সেন্টমার্টিনে কিংশুক ও বিচ ভ্যালিসহ ৩টি ইকো ...
15/01/2025

মধ্যরাতে সেন্টমার্টিনের কিংশুক ও বিচ ভ্যালিসহ ৩টি ইকো রিসোর্টে অগ্নিকাণ্ড 😢

সেন্টমার্টিনে কিংশুক ও বিচ ভ্যালিসহ ৩টি ইকো রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মধ্যরাত ২টার দিকে আগুন লাগে। এ সময় পর্যটকরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।

প্রাণ বাঁচানোর জন্য আগুন লাগা রিসোর্টগুলো থেকে বের হয়ে পাশের রিসোর্ট গুলোতে আশ্রয় নেন পর্যটকরা। ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয়রা বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়।

আগুনের খবর পেয়ে সহায়তায় যোগ দেয় নৌবাহিনীর সদস্যরা। প্রায় ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। স্থানীয়দের ধারণা, বীচ ভ্যালী রিসোর্টের রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

১লা জানুয়ারি ২০২৫ থেকে স্পেন  দূতাবাস সকল সেবার বর্ধিত ফি'র তালিকা।
14/01/2025

১লা জানুয়ারি ২০২৫ থেকে স্পেন দূতাবাস সকল সেবার বর্ধিত ফি'র তালিকা।

𝗠𝗔𝗡𝗗𝗔𝗧𝗢𝗥𝗬 𝗩𝗔𝗖𝗖𝗜𝗡𝗔𝗧𝗜𝗢𝗡for Kingdom of Saudi Arabia 𝗘𝗳𝗳𝗲𝗰𝘁𝗶𝘃𝗲 𝗗𝗮𝘁𝗲: 𝟬𝟭 𝗙𝗲𝗯𝗿𝘂𝗮𝗿𝘆, 𝟮𝟬𝟮𝟱
14/01/2025

𝗠𝗔𝗡𝗗𝗔𝗧𝗢𝗥𝗬 𝗩𝗔𝗖𝗖𝗜𝗡𝗔𝗧𝗜𝗢𝗡
for Kingdom of Saudi Arabia

𝗘𝗳𝗳𝗲𝗰𝘁𝗶𝘃𝗲 𝗗𝗮𝘁𝗲: 𝟬𝟭 𝗙𝗲𝗯𝗿𝘂𝗮𝗿𝘆, 𝟮𝟬𝟮𝟱

Here are 16 interesting facts about Canada 🇨🇦 ❤️ 1. Canada is the second-largest country in the world by land area.2. Ca...
14/01/2025

Here are 16 interesting facts about Canada 🇨🇦 ❤️

1. Canada is the second-largest country in the world by land area.

2. Canada has the longest coastline in the world, with over 243,000 kilometers of shoreline.

3. Canada has more lakes than any other country, with over 2 million lakes covering about 8% of its land area.

4. The country's name comes from the St. Lawrence Iroquoian word "kanata," meaning "village" or "settlement."

5. Canada is home to the world's oldest known rock, the Acasta Gneiss, which is approximately 4.01 billion years old.

6. The country has six time zones: Pacific, Mountain, Central, Eastern, Atlantic, and Newfoundland and Labrador.

7. Canada is home to the world's longest street, the Trans-Canada Highway, which spans over 7,800 kilometers.

8. The country has a vast array of wildlife, including bears, moose, wolves, and beavers.

9. Canada is the world's largest producer of maple syrup, accounting for over 70% of global production.

10. The country has a diverse population, with over 20% of Canadians being foreign-born.

11. Canada has two official languages: English and French.

12. The country is home to the world's largest freshwater island, Manitoulin Island, located in Lake Huron.

13. Canada has a strong reputation for its natural beauty, with many famous attractions like Niagara Falls, Banff National Park, and the Canadian Rockies.

14. The country has a thriving arts and culture scene, with numerous museums, galleries, and festivals.

15. Canada is known for its friendly and welcoming people, with a high standard of living and a strong social safety net.

Mention the name of your friends 😝
13/01/2025

Mention the name of your friends 😝

12/01/2025
🇹🇭 Thailand 🇹🇭 যারা থাইল্যান্ডের ই-ভিসার জন্য আবেদন ঘরে বসেই করতে চান তাদের জন্য নিচে পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো...
12/01/2025

🇹🇭 Thailand 🇹🇭

যারা থাইল্যান্ডের ই-ভিসার জন্য আবেদন ঘরে বসেই করতে চান তাদের জন্য নিচে পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো:

প্রথম ধাপ:
প্রথমে আপনাকে নীচের এই ওয়েবসাইট তে ভিজিট করতে হবে:
[https://www.thaievisa.go.th](https://www.thaievisa.go.th)

১. এখান থেকেই আপনাকে রেজিস্ট্রেশন এবং আবেদন সম্পুর্ণ করতে হবে।

২. একটি অ্যাকাউন্ট তৈরি করুন:
- একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ১০ জনের আবেদন জমা দেওয়া যাবে।
- পাসপোর্ট বায়োডাটা পেজ এবং ছবি আপলোড করুন (jpg File 3 MB এর মধ্যে হতে হবে)।
- পাসপোর্ট থেকে তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফর্মে আসবে। এর পরেও তথ্য সঠিকভাবে যাচাই করে নিবেন।

৩. তথ্য এবং ডকুমেন্টস আপলোড করুন:
- প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট বা বর্তমান অবস্থানের প্রমাণ আপলোড করুন।

৪. ভিসার ধরন নির্বাচন করুন:
ভিসা ফি (টাকা):
- ট্যুরিস্ট ভিসা (সিঙ্গেল এন্ট্রি): 3,500
- ট্যুরিস্ট ভিসা (মাল্টিপল এন্ট্রি): 17,000
আপনি যদি অন্য ধরণের ভিসার আবেদন করতে চান যেমন মেডিকেল / বিজনেস ইত্যাদি তবে সেখানেই অর্থাৎ অন্যান্য সেই সকল ভিসার বিস্তারিত ফি ও তথ্য ওয়েবসাইটে পাবেন।

৫. এম্বেসি নির্বাচন করুন:
- বাংলাদেশ থেকে আবেদনকারীরা শুধুমাত্র ঢাকার রয়্যাল থাই এম্বেসির মাধ্যমে আবেদন করতে পারবেন।

২য় ধাপ: পেমেন্ট প্রক্রিয়া
১. পেমেন্ট ইনফো সামারি (P*S) শীট:
- আবেদন জমা দেওয়ার পর QR কোড এবং রেফারেন্স নাম্বার সম্বলিত একটি শীট পাবেন।

২. পেমেন্ট করুন: [Commercial Bank of Ceylon](https://www.combank.net.bd/thaievisa)-এর ওয়েবসাইটে যান।
- ভিসা ফি জমা দেওয়ার পর P*S শীটটি পেমেন্ট প্ল্যাটফর্মে আপলোড করুন।
- পেমেন্ট নিশ্চিত হলে ই-রিসিপ্ট ই- মেইলে পাঠানো হবে।

৩য় ধাপ: ভিসা অনুমোদন
১. প্রসেসিং সময়:
- আবেদন প্রক্রিয়ার জন্য মিনিমাম ১০ কার্যদিবস সময় লাগবে।
- এম্বাসি প্রয়োজন মনে করলে অতিরিক্ত ডকুমেন্ট চাইতে হতে পারে।

২. ই-ভিসা গ্রহণ:
- যদি আবেদন এপ্রুভড হয় তবে ই- মেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পেয়ে যাবেন।
- ই-ভিসা প্রিন্ট করে থাই ইমিগ্রেশনে দেখান।

আবেদন পত্র সম্পুর্ণ হলো কিনা তা নিশ্চিত হতে পারবেন।

কী প্রাপ্তি ও সময়সূচি (পয়েন্ট আকারে)

★রেজিস্ট্রেশন:
- অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড পাবেন।

★আবেদন জমা দেওয়ার পর:
- P*S শীট (QR কোড এবং পেমেন্ট তথ্য সহ) পাবেন।
★পেমেন্টের পর: ই-রিসিপ্ট
★অনুমোদনের পর:
- ই-ভিসা / অতিরিক্ত তথ্যের অনুরোধ / আবেদন প্রত্যাখ্যান সংক্রান্ত ই-মেইল পাবেন।

সহজেই আবেদন করুন, নিরাপদে ভ্রমন করুন থাইল্যান্ড। ❤️

Sundarbans 🌳 🌲 🌴 Calling……. 🤩 Booking going on……First Come, First Serve……!!Event Date: February 21-23, Fri-Sat-Sunday, 2...
11/01/2025

Sundarbans 🌳 🌲 🌴 Calling……. 🤩
Booking going on……
First Come, First Serve……!!
Event Date: February 21-23, Fri-Sat-Sunday, 2025
Ship: Everline Cruise 🚢 (Full AC with Geyser)
Event Link: ম্যানগ্রোভ ফরেস্ট বাঘ মামার রাজ্য সুন্দরবন ভ্রমণ

 # # # ফ্লাইট মিস হলে কী করবেন? মাথা ঠান্ডা রাখুন! 🧘‍♂️✈️ফ্লাইট মিস করার অভিজ্ঞতা যেকোনো ভ্রমণকারীর জন্য খুবই হতাশাজনক। ...
08/01/2025

# # # ফ্লাইট মিস হলে কী করবেন? মাথা ঠান্ডা রাখুন! 🧘‍♂️✈️

ফ্লাইট মিস করার অভিজ্ঞতা যেকোনো ভ্রমণকারীর জন্য খুবই হতাশাজনক। তবে চিন্তা করবেন না! ঠান্ডা মাথায় পরিকল্পনা করলে আপনি সহজেই পরিস্থিতি সামাল দিতে পারবেন। এখানে কয়েকটি কার্যকর টিপস রইলো:
---
১. দ্রুত এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করুন
👉 যা করবেন:
ফ্লাইট মিস করার সঙ্গে সঙ্গেই এয়ারলাইন্সের কাস্টমার কেয়ার বা এজেন্টের সাথে যোগাযোগ করুন।
👉 কেন জরুরি?
- এয়ারলাইন্স অনেক সময় “No Show” ফি কেটে পরবর্তী ফ্লাইটে জায়গা দেয়।
- কিছু ক্ষেত্রে, Standby List-এ আপনাকে রাখা হতে পারে।
---
২. টিকিটের নিয়ম জানুন
👉 ফ্লেক্সিবল টিকিট কিনেছেন?
আপনার টিকিট যদি ফ্লেক্সিবল বা রিফান্ডেবল হয়, তাহলে ফ্লাইট মিসের পরও টিকিট পরিবর্তন বা রিফান্ড পাওয়ার সুযোগ থাকতে পারে।
👉 বাজেট এয়ারলাইন্সের টিকিট?
বাজেট এয়ারলাইন্সের টিকিট সাধারণত Non-Refundable। তবে তাদের সাথে কথা বলে কম খরচে বিকল্প ব্যবস্থা করা যেতে পারে।
---
৩. এয়ারপোর্টে থাকুন এবং সাহায্য চেয়ে নিন
👉 এয়ারলাইন ডেস্কে যান:
বিমানবন্দরে এয়ারলাইন কাউন্টারে গিয়ে আপনার সমস্যা জানান।
👉 কেন দরকার?
- এয়ারলাইন কখনো কখনো বিশেষ পরিস্থিতিতে ওয়েভার দেয়।
- তারা আপনাকে নিকটবর্তী ফ্লাইটের জন্য সাহায্য করতে পারে।
---
৪. নতুন ফ্লাইট বুকিং নিয়ে ভাবুন
👉 বিকল্প ফ্লাইট দেখুন:
- এয়ারলাইন্সের অ্যাপ/ওয়েবসাইটে নতুন ফ্লাইটের খোঁজ নিন।
- ট্রাভেল এজেন্টের মাধ্যমে দ্রুত ব্যবস্থা করতে পারেন।
👉 কম খরচের উপায়:
- যদি হাতে সময় থাকে, তাহলে ভিন্ন কানেক্টিং রুট বা বাজেট এয়ারলাইন্সের দিকে নজর দিন।
---
৫. ভিসা এবং হোটেল চেক করুন
👉 কী করবেন:
ফ্লাইট মিস হলে ট্রানজিট ভিসা লাগতে পারে। এছাড়াও হোটেল বুকিং এর শর্তাবলী চেক করুন।
👉 পরামর্শ:
আপনার ভিসার মেয়াদ এবং হোটেলের ক্যান্সেলেশন পলিসি জানুন।
---
৬. মাথা ঠান্ডা রাখুন এবং সঠিক সিদ্ধান্ত নিন
👉 নিজেকে দোষারোপ করবেন না।
👉 পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিন।
---
# # # শেয়ার করে জানিয়ে দিন!
এই টিপসগুলো যেকোনো ভ্রমণকারীর জন্য খুবই কাজে আসতে পারে। তাই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। 😊
আপনার অভিজ্ঞতা আমাদের জানাতে কমেন্ট করুন! 💕

বাংলাদেশের সমুদ্রসীমায় এমন একটি জায়গা রয়েছে যেটি দীর্ঘদিন ধরে রহস্যে ঘেরা। এই জায়গাটির নাম "Swatch of No Ground" ও এটি ব...
08/01/2025

বাংলাদেশের সমুদ্রসীমায় এমন একটি জায়গা রয়েছে যেটি দীর্ঘদিন ধরে রহস্যে ঘেরা। এই জায়গাটির নাম "Swatch of No Ground" ও এটি বঙ্গোপসাগরে অবস্থিত একটি আংশিকভাবে সংরক্ষিত জায়গা।

এটি পৃথিবীর বৃহত্তম পানিতে নিমজ্জিত গিরিপথ ও অনেক বিশেষজ্ঞের মতে এটি দ্বিতীয় বৃহত্তম খাদ, অথচ এটির গভীরতা নির্ণয় করা অসম্ভব। এই অঞ্চলে রয়েছে বিলুপ্ত হওয়ার পথে থাকা ডলফিন ও আট ধরণের তিমি মাছ।

ব্রিটিশরা ধারণা করেছিল যে, এটির গভীরতার কোনো সীমা নেই। কেউ কেউ বলেন যে, এই অঞ্চলটিতে ধনরত্নে ভরা কিছু জাহাজ লুকিয়ে রয়েছে! এটি কিন্তু সুন্দরবন থেকে খুব বেশি দূরে নয়, দুবলার-চর দ্বীপ থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে 😳

06/01/2025

Sundarbans 🌳 🌲 🌴 Calling……. 🤩
Booking going on……
First Come, First Serve……!!
Event Date: February 21-23, Fri-Sat-Sunday, 2025
Ship: Everline Cruise 🚢 (Full AC with Geyser)
Event Link: ম্যানগ্রোভ ফরেস্ট বাঘ মামার রাজ্য সুন্দরবন ভ্রমণ

any doubt? 😳
05/01/2025

any doubt? 😳

H A P P Y  N E W  Y E A R  2 0 2 5  💕 🧳 💕 Keep Travelling, Be Fit 💪 ❤️ 💪
01/01/2025

H A P P Y N E W Y E A R 2 0 2 5 💕 🧳 💕
Keep Travelling, Be Fit 💪 ❤️ 💪

বাংলাদেশি নাগরিকদের জন্য নেপালের ভিসা বছরে মাত্র ১ বার ফ্রি! 🇳🇵বাংলাদেশি নাগরিকরা প্রতি বছর একবার নেপালের ফ্রি ভিসা পেতে...
30/12/2024

বাংলাদেশি নাগরিকদের জন্য নেপালের ভিসা বছরে মাত্র ১ বার ফ্রি! 🇳🇵

বাংলাদেশি নাগরিকরা প্রতি বছর একবার নেপালের ফ্রি ভিসা পেতে পারেন।
👉 প্রথমবার ফ্রি, দ্বিতীয়বার ভিসা ফি দিতে হবে।
👉 ভিসার মেয়াদ: ৬ মাস (৩০ দিনের ভ্রমণ অনুমতি)।

ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস 📋:

1️⃣ পাসপোর্ট (মেয়াদ কমপক্ষে ৬ মাস)।
2️⃣ ২ কপি ছবি (সাইজ: ৩.৫x৪.৫ সেমি)।
3️⃣ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (NID)।
4️⃣ ব্যাংক স্টেটমেন্ট: শেষ ৩ মাসের।
5️⃣ এনওসি বা ট্রেড লাইসেন্স: চাকরিজীবী বা ব্যবসায়ীদের জন্য।
6️⃣ হোটেল বুকিং ডকুমেন্টস।
7️⃣ বিমানের রাউন্ড ট্রিপ টিকিট।
8️⃣ আবেদন ফর্ম।

প্রসেসিং টাইম এবং ঠিকানা :
• আবেদন জমা: সকাল ৯:০০ – দুপুর ১২:৩০।
• ডেলিভারি টাইম: দুপুর ২:০০ – বিকাল ৪:০০।
• প্রসেসিং টাইম: মাত্র ৩ দিন।

অতিরিক্ত তথ্য ✈️:
• শিশুদের জন্য বাবা-মায়ের পাসপোর্ট ও স্কুলের NOC জমা দিতে হবে।
• ভিসার তারিখ নির্ধারণের সময় পরিকল্পনা অনুযায়ী সঠিক দিন উল্লেখ করুন।
• ফ্রি ভিসার সুবিধা বছরে মাত্র একবার প্রযোজ্য।
• ট্যুরিজমের জন্য অক্টোবর-ডিসেম্বর সেরা সময়।

বিশেষ পরামর্শ ⚠️:
• নেপালে হিমালয় অঞ্চলে ঘোরার জন্য গাইড রাখুন।
• পর্যাপ্ত নেপালি রুপি নিয়ে নিন, কারণ সব জায়গায় কার্ড চলে না।
• পরিবার নিয়ে ভ্রমণে সবাইকে আলাদা ডকুমেন্টস নিতে হবে।

পাহাড়ে ঝুলন্ত হোটেল 🏨 😳 🏨 অবসর সময় কাটাতে বরাবরই মানুষের প্রিয় গন্তব্য সমুদ্র কিংবা পাহাড়। ভ্রমণপ্রিয় মানুষের আবাসনের ব্...
30/12/2024

পাহাড়ে ঝুলন্ত হোটেল 🏨 😳 🏨

অবসর সময় কাটাতে বরাবরই মানুষের প্রিয় গন্তব্য সমুদ্র কিংবা পাহাড়। ভ্রমণপ্রিয় মানুষের আবাসনের ব্যবস্থা করতে পাহাড় ও সমুদ্রের কোলঘেঁষে তৈরি হয়েছে অভিনব সব স্থাপনা। এমনই খাঁড়া পাহাড়ের গা-বরাবর ১ হাজার ৩০০ ফুট উচ্চতায় ঝুলন্ত এক হোটেল তৈরি করা হয়েছে লাতিন দেশ পেরুর কুজকো অঞ্চলের স্যাক্রেড উপত্যকায়।

‘ন্যাটুরা ভাইভ স্কাই লজ’ নামের হোটেলটি দেখতে অনেকটা ক্যাপসুল আকৃতির। এসব ক্যাপসুল পুরোটাই স্বচ্ছ কাচে ঘেরা। চব্বিশ ফুট দৈর্ঘ্য ও আট ফুট প্রস্থের একেকটি ক্যাপসুল স্যুটে রয়েছে আটজনের শয়নকক্ষ, একটি ডাইনিং রুম ও একটি বাথরুম। গোপনীয়তা রক্ষায় ব্যবহার করা হয়েছে ভারী পর্দা। বাড়ির কার্নিশের মতোই এ ক্যাপসুলের বাইরে পর্যটকদের সময় কাটানোর জন্য পাহাড়ের ওপর আছে বসার জায়গা।

এখানে পৌঁছানোর জন্যও আছে বিশেষ ব্যবস্থা। যেতে হয় জিপ লাইনের সাহায্যে; কেউ চাইলে চড়তেও পারবেন খাড়া পাহাড়। তাতে কোমরে দড়ি বেঁধে, পাহাড়ের গা বেয়ে চড়তে হবে গুনে গুনে ৪০০ মিটার। নিরাপত্তার কথা বিবেচনা করে ক্যাপসুলগুলো তৈরিতে ব্যবহার করা হয়েছে অ্যারোস্পেস অ্যালুমিনিয়াম ও পলি কার্বোনেট দিয়ে। এর পর বৈজ্ঞানিক উপায়ে বিশেষভাবে পাহাড়ের ওপর উলম্বভাবে ঝুলিয়ে রাখা হয়েছে এদের।

পর্যটকরা এখান থেকে সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারেন। রাতে বেডরুম থেকেই চোখে পড়ে উপত্যকার অপরূপ সৌন্দর্য। এ হোটেলে এক রাত থাকতে বাংলাদেশি মুদ্রায় জনপ্রতি গুনতে হয় চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা।

Address

Dhaka
1207

Telephone

+8801717529990

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ecstatic Travellers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ecstatic Travellers:

Videos

Share