15/01/2025
সবচেয়ে দীর্ঘ ১০ সমুদ্রসৈকত, কক্সবাজার কত নম্বরে? 🤔
সমুদ্রসৈকতে দাঁড়িয়ে সূর্যাস্ত বা সূর্যোদয় দেখতে অনেকেই ভালোবাসেন। কারও আবার পছন্দ সৈকতে পা ডুবিয়ে হেঁটে বেড়ানো। আমাদের কক্সবাজারের সৈকতকে বলা বিশ্বের দীর্ঘতম ‘প্রাকৃতিক বালুর’ সমুদ্রসৈকত। এমন আরও কিছু দীর্ঘ সমুদ্রসৈকত রয়েছে দেশে-বিদেশে। আসুন, সবচেয়ে দীর্ঘ ১০ সমুদ্রসৈকত সম্পর্কে জেনে নিই।
১। প্রাইয়া দো ক্যাসিনো
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের দক্ষিণাঞ্চলের সমুদ্রসৈকত প্রাইয়া দো ক্যাসিনো। দৈর্ঘ্যে এটি প্রায় ১৫০ মাইলের বেশি। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্রসৈকত এটি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের পুরো উপকূল রেখা (১২৭ মাইল) ও নিউ জার্সির উপকূল রেখার (১৩০ মাইল) চেয়েও দীর্ঘ ব্রাজিলের এ সাদাবালুর সমুদ্রসৈকত। বছরের বেশির ভাগ সময় এ সমুদ্রসৈকতের তাপমাত্রা উষ্ণ থাকে। ফলে পর্যটকদের কাছে সৈকতটি দারুণ জনপ্রিয়।
২। নাইনটি মাইল বিচ
নাম শুনেই বোঝা যাচ্ছে এ সমুদ্রসৈকতের দৈর্ঘ্য ৯০ মাইল। সৈকতটি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায়। দেশটির সবচেয়ে বড় সমুদ্রসৈকত এটি। শুধু তাই নয়, ব্রাজিলের প্রাইয়া দো ক্যাসিনো সৈকতের পর এটা বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সমুদ্রসৈকত। প্রতিবছর বহু পর্যটক এ সমুদ্রসৈকতে বেড়াতে আসেন।
৩। কক্সবাজার সৈকত
বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত এ সমুদ্রসৈকত বঙ্গোপসাগরের তীরে। সৈকতের দৈর্ঘ্য ৭৫ মাইল। এর মধ্য দিয়ে বিশ্বের তৃতীয় দীর্ঘতম সমুদ্রসৈকতের স্বীকৃতি পেয়েছে কক্সবাজারের সৈকত। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটনকেন্দ্রও এটি। কক্সবাজারকে বিশ্বের সবচেয়ে দীর্ঘ ‘প্রাকৃতিক বালুর’ সৈকত বলা হয়। ওয়ার্ল্ড অ্যাটলাস বলছে, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলেও কক্সবাজার সমুদ্রসৈকত নিয়ে বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ খুবই সীমিত।
৪। পাদ্রে আইল্যান্ড ন্যাশনাল সি-শোর
যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ সমুদ্রসৈকত পাদ্রে আইল্যান্ড ন্যাশনাল সি-শোর। টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণে এর অবস্থান। সৈকতের দৈর্ঘ্য ৭০ মাইল। এর মধ্য দিয়ে বিশ্বের চতুর্থ দীর্ঘ সমুদ্রসৈকতের স্বীকৃতি পেয়েছে পাদ্রে আইল্যান্ড। সৈকত ঘেঁষে রয়েছে পাদ্রে আইল্যান্ড ন্যাশনাল পার্ক। এ পার্ক আর দীর্ঘ সমুদ্রসৈকত দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি জায়গা।
৫। প্লায়া নোভিল্লেরো
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর সবচেয়ে দীর্ঘ সমুদ্রসৈকত প্লায়া নোভিল্লেরো। বিশ্বের দীর্ঘ সমুদ্রসৈকতের তালিকায় এটা পঞ্চম অবস্থানে রয়েছে। সৈকতের দৈর্ঘ্য ৫৬ মাইল। স্প্যানিশ ভাষায় প্লায়া অর্থ সমুদ্রসৈকত। অর্থাৎ মেক্সিকোয় প্লায়া নোভিল্লেরো শব্দগুচ্ছের অর্থ নোভিল্লেরো সমুদ্রসৈকত। দেশটির পর্যটকদের কাছে সৈকতটির আকর্ষণ ব্যাপক।
৬। নাইনটি মাইল সৈকত (নিউজিল্যান্ড)
এটি অস্ট্রেলিয়ার নাইনটি মাইল সৈকত নয়; বরং একই নামের এ সমুদ্রসৈকতের অবস্থান পাশের দেশ নিউজিল্যান্ডে। সৈকতের দৈর্ঘ্য ৫৫ মাইল। অর্থাৎ মেক্সিকোর দীর্ঘতম সমুদ্রসৈকত প্লায়া নোভিল্লেরোর চেয়ে নিউজিল্যান্ডের এ সমুদ্রসৈকতের দৈর্ঘ্য মাত্র এক মাইল কম। তাই প্লায়া নোভিল্লেরোর পর বিশ্বের ষষ্ঠ দীর্ঘতম সমুদ্রসৈকতের তকমা পেয়েছে নাইনটি মাইল সৈকত।
৭। ভার্জিনিয়া সৈকত
যুক্তরাষ্ট্রের জনবহুল ভার্জিনিয়া অঙ্গরাজ্যে আটলান্টিক মহাসাগরের তীরে এ সমুদ্রসৈকতের অবস্থান। দৈর্ঘ্যে এটি ৩৫ মাইল। পাদ্রে আইল্যান্ড ন্যাশনাল সমুদ্রসৈকতের পর এটা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দীর্ঘতম সৈকত। দীর্ঘ সমুদ্রসৈকতের বৈশ্বিক তালিকায় ভার্জিনিয়া সৈকত সপ্তম অবস্থানে। প্রতিবছর দেশি-বিদেশি অসংখ্য পর্যটক ভার্জিনিয়া সৈকতে ঘুরতে আসেন।
৮। লং বিচ
নাম লং বিচ বা দীর্ঘ সমুদ্রসৈকত হলেও এটা কিন্তু যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সৈকত নয়; বরং তৃতীয় দীর্ঘতম সমুদ্রসৈকত। দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে লং বিচের অবস্থান। দৈর্ঘ্য ২৮ মাইল। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্রসৈকতের তালিকায় লং বিচ অষ্টম স্থানে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ব্যস্ততম কনটেইনার বন্দর জনপ্রিয় এ সমুদ্রসৈকতের পাশেই।
৯। মুইজেনবার্গ সৈকত
আফ্রিকা মহাদেশের সবচেয়ে দীর্ঘ সমুদ্রসৈকত এটি। অবস্থান দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। মুইজেনবার্গ সৈকত দৈর্ঘ্যে ২৫ মাইল। যুক্তরাষ্ট্রের লং বিচের চেয়ে তিন মাইল কম হওয়ায় বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্রসৈকতের তালিকায় মুইজেনবার্গ ৯ম অবস্থানে রয়েছে।
১০। স্টকটন সৈকত
বিশ্বের দীর্ঘ ১০টি সমুদ্রসৈকতের তালিকায় এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় কোনো সৈকত। এর অবস্থান দেশটির নিউসাউথ ওয়েলসে। সৈকতটির দৈর্ঘ্য ২০ মাইল। অস্ট্রেলিয়ার জনপ্রিয় পর্যটককেন্দ্রগুলোর একটি এই সৈকত। সেই সঙ্গে বিচিত্র ধরনের মাছ পাওয়া যায় সৈকতঘেঁষা সাগরে।