Bengal Trekkers

Bengal Trekkers Bengal Trekkers - The Home of Adventure
(17)

The Hillary Step🏔The Hillary Step was a nearly vertical rock face with a height of around 12 meters (40 ft) located near...
24/12/2023

The Hillary Step🏔

The Hillary Step was a nearly vertical rock face with a height of around 12 meters (40 ft) located near the summit of Mount Everest, about 8,790 meters (28,839 ft) above sea level.

Photo by Elia Saikaly

Wishing you a Christmas filled with adventures, new horizons, and the joy of exploring the wonders this season brings. M...
24/12/2023

Wishing you a Christmas filled with adventures, new horizons, and the joy of exploring the wonders this season brings. May your travels be safe, your experiences be enriching, and may the holiday spirit accompany you on every journey.
Merry Christmas, fellow travelers!"

২৮ ডিসেম্বর আন্ধারমানিক ট্রিপের আসন একদম সীমিত! মিস করতে না চাইলে জলদি যোগাযোগ করুন 💚প্রতিদিন ৬ ঘণ্টা ট্রেকিং এবং নিজেদে...
24/12/2023

২৮ ডিসেম্বর আন্ধারমানিক ট্রিপের আসন একদম সীমিত! মিস করতে না চাইলে জলদি যোগাযোগ করুন 💚
প্রতিদিন ৬ ঘণ্টা ট্রেকিং এবং নিজেদের রান্না করে খাওয়া থাকছে এই ট্রিপে। আর রাত্রি বেলা থাকবে গহীন অরণ্যের আকাশ উপভোগ করা। যারা বড় ধরনের এক্সপেডিশন করতে চাচ্ছেন সামনে তাদের জন্য এই ট্রিপ হবে এক বিশেষ প্রস্তুতি!
----------------------------------
ডিসেম্বর ২৮ থেকে জানুয়ারি ০১
https://fb.me/e/7EXDgfD30
----------------------------------
সম্ভাব্য দর্শনীয় স্থান সমূহ:
-তৈন খাল
-পালংখিয়াং
-নারিশ্যা ঝিরি
বিস্তারিত জানতে ইনবক্স করুন বা যোগাযোগ করুন 01788499283, ⁨01830167999

সবাই ছবি দেখে, ছবির পিছের অবস্থা দেখে না 😏
24/12/2023

সবাই ছবি দেখে, ছবির পিছের অবস্থা দেখে না 😏

🍃 জুমঘর বিলাসে বেঙ্গল ট্রেকার্স 🍃আমরা গত জুমঘর ট্রিপের পর অনেকেই আফসোস করেছেন যেতে পারেন নি বলে। আপনাদের আফসোস শেষ হতে চ...
23/12/2023

🍃 জুমঘর বিলাসে বেঙ্গল ট্রেকার্স 🍃

আমরা গত জুমঘর ট্রিপের পর অনেকেই আফসোস করেছেন যেতে পারেন নি বলে। আপনাদের আফসোস শেষ হতে চলেছে। আমরা আবারো রওনা হচ্ছি জুমঘর বিলাসে। আমরা বান্দরবান এর গহীনে দুই দিনের জন্য হারাতে যাবো। হাটতে হাটতে একটা সুন্দর জায়গা দেখে ক্যাম্পিং করবো। সকলে মিলে আগুন জ্বালানোর জন্য কাঠ জোগাড় করবো, সবাই মিলে রান্না করবো, বারবিকিউ করবো, রাতে গহীন জঙ্গলে ক্যাম্প ফায়ারের সাথে গান হবে আড্ডা হবে। ❤️

লোভনীয় এই ট্রিপ মিস করতে না চাইলে দ্রুত কনফার্ম করে ফেলুন আপনার সিট। সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে।

যাত্রার তারিখঃ ২৮ ডিসেম্বর রাতে
ফেরার তারিখঃ ১ জানুয়ারি ভোরে

ইভেন্ট লিংকঃ জুমঘর বিলাসে বেঙ্গল ট্রেকার্স (৪)

বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন 01788 499 283 নাম্বারে।

23/12/2023

৫ ঘণ্টা হাঁটার পরে যখন গাইডকে জিজ্ঞেস করি আর কতক্ষন লাগবে? ৩০ মিনিট?

গাইড -

22/12/2023

শীতের রাতে টেন্ট গরম রাখার রাশিয়ান টেকনিক 😎

কক্সবাজার; পাহাড় আর সৈকতের এক অপূর্ব মিলন।সেখানে একটু বই পড়া, গা এলিয়ে বসে থাকা, ক্যাম্পিং, হাইকিং, আর চিল হবে। লোকালয় থ...
22/12/2023

কক্সবাজার; পাহাড় আর সৈকতের এক অপূর্ব মিলন।
সেখানে একটু বই পড়া, গা এলিয়ে বসে থাকা, ক্যাম্পিং, হাইকিং, আর চিল হবে। লোকালয় থেকে দূরে কেমন লাগবে সৈকতে তবু বাস করতে? তাই আমরা যাচ্ছি হাইকিং ও ক্যাম্পিং করতে
২৮ ডিসেম্বর রাতে রওনা হয়ে ২ জানুয়ারি ভোরে ঢাকায় থাকার পরিকল্পনা। আসন সীমিত। রাতের আকাশ গঙ্গা থেকে ভোরের আলো, তাঁবুর মধ্যে বসে অসাধারণ অনুভূতির সাক্ষী হতে হলে যোগদিন আমাদের সাথে।
আরো জানতে আমাকে ইনবক্স করুন বা কল করুন 01884599866 নাম্বারে।

Sundarban next tour package:Ship: The River Cruise Date: 28,29,30 December Starting from: 17,000/- BDT Contact for booki...
21/12/2023

Sundarban next tour package:
Ship: The River Cruise
Date: 28,29,30 December
Starting from: 17,000/- BDT
Contact for booking
01788499283
01830-167999

আমাদের সিগনেচার ট্রিপ কক্সবাজার ক্যাম্পিং ও হাইকিং চলে এসেছে ❤ এইবার আমাদের টার্গেট বিচ ধরে ৬০ কিলোমিটার কাভার করার! আগ্...
20/12/2023

আমাদের সিগনেচার ট্রিপ কক্সবাজার ক্যাম্পিং ও হাইকিং চলে এসেছে ❤ এইবার আমাদের টার্গেট বিচ ধরে ৬০ কিলোমিটার কাভার করার! আগ্রহী যারা আছেন আওয়াজ দিয়েন টিম রেডি হচ্ছে 😁
------------------------------------------------
যাত্রার সময়: ২৮ ডিসেম্বর, ২০২৩
ফেরার সময়: ০২ জানুয়ারি, ২০২৪
------------------------------------------------
ট্রান্সপোর্ট - এসি বাস
ট্রিপের ধরন- ক্যাম্পিং ও ব্যাগপাকিং
হাইকিং লেভেল- মডারেট
টিম সাইজঃ ১৪ জন।
💵 ইভেন্ট ফি: ৭৫০০/- টাকা মাত্র।
------------------------------------------------
অফিস ঠিকানাঃ
বাসা-০৮, রোড-০৫, ব্লক-১৬, সেকশন-১২, মিরপুর, ঢাকা-১২১৬ (মিরপুর ১২ মেট্রোরেল স্টেশন সংলগ্ন)।
ফোনঃ 01788499283, 01830167999⁩
বিস্তারিত - https://fb.me/e/49qj5gYXW

গতকালকের সান্দাকফু। আমাদের গাইড কাল সান্দাকফু থেকে নিচে নেমেই আমাকে ছবিগুলো দিয়েছে। লাস্ট ১ সপ্তাহ ধরে সান্দাকফুতে নিয়মি...
20/12/2023

গতকালকের সান্দাকফু। আমাদের গাইড কাল সান্দাকফু থেকে নিচে নেমেই আমাকে ছবিগুলো দিয়েছে। লাস্ট ১ সপ্তাহ ধরে সান্দাকফুতে নিয়মিত স্নোফল হচ্ছে।
যারা অল্প বাজেটে উচু পাহাড় ট্রেকিং করতে চান ও স্নো দেখতে চান তাদের জন্য এই ট্রিপ।

আগামিকাল রাতের বাসে রওনা দিচ্ছি। ঢাকায় থাকবো ২৬ তারিখ সকালে। আমাদের সাথে আর ২ জন এড হতে পারবেন।

বিস্তারিত: 01949336445(অভি)

আমাদের কক্সবাজার ক্যাম্পিংয়ের বুকিং কিন্তু পুরো দমে চলছে। অফবিট ও দারুন সুন্দর এক ভিন্ন কক্সবাজার দেখতে চাইলে দ্রুত আমাদ...
20/12/2023

আমাদের কক্সবাজার ক্যাম্পিংয়ের বুকিং কিন্তু পুরো দমে চলছে। অফবিট ও দারুন সুন্দর এক ভিন্ন কক্সবাজার দেখতে চাইলে দ্রুত আমাদেরকে জানান। আমরা ৬/৮ জনের ছোট টিম নিয়ে এবারের ক্যাম্পিং ও হাইকিং টিম সেট করা হয়েছে।

হবে প্রচুর আড্ডা, খানাপিনা, হাইকিং আর হ্যামকে শুয়ে ফাঁকা সমুদ্র সৈকত দেখা। যাচ্ছেন তো আমাদের সাথে?

বিস্তারিত জানতে ইনবক্স করুন বা কল করুন 01842776838 নাম্বারে।

সকাল সকাল মিস করছি জলনিবাসে ভেসে ভেসে চা আর হাওড়ের হাওয়া খাওয়াকে। আমাদের ফ্লিটের চতুর্থ নৌকা "প্রজেক্ট আটলান্টিস" এর ...
20/12/2023

সকাল সকাল মিস করছি জলনিবাসে ভেসে ভেসে চা আর হাওড়ের হাওয়া খাওয়াকে।

আমাদের ফ্লিটের চতুর্থ নৌকা "প্রজেক্ট আটলান্টিস" এর কাজ শুরু হয়ে যাচ্ছে খুব শীগ্রই। আবার হাওড়ে ভেসে থাকবো একটানা।

শুভ সকল 🏔️💚
20/12/2023

শুভ সকল 🏔️💚

পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় ট্রেক হল সান্দাকফু ট্রেক। আমাদের সিট শেষ হয়ে আসছে। শুধু এক্সপেরিয়েন্সড ট্রেকার না, যারা ...
19/12/2023

পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় ট্রেক হল সান্দাকফু ট্রেক। আমাদের সিট শেষ হয়ে আসছে।
শুধু এক্সপেরিয়েন্সড ট্রেকার না, যারা একেবারে বিগিনার লেভেলের ট্রেকার তারাও যেতে পারবেন এই দারুন ট্রেইলে। আমাদের টিম সাজিয়ে ফেলছি দুইটা সিট খালি আছে। তাই যারা যেতে ইচ্ছুক তারা দ্রুত যোগাযোগ করুন।
🚌 যাত্রা শুরু : ২১ ডিসেম্বর, ২০২৩ রাতে বাস যোগে যাত্রা শুরু।
🚌 শেষ : ২৬ ডিসেম্বর, ২০২৩ ভোরে এসে ঢাকা নামবো।
সান্দাকফু ট্রিপে আমরা যা যা ঘুরবঃ-
🔹সান্দাকফু
🔹কালাপোখরি
🔹মানেভঞ্জন
🔹ধোত্রে
🔹চিত্রে
🔹মিরিক,
🔹টংলু,
🔹তুম্লিং,
🔹গাইরিবাস,
🔹যাউবাড়ি
বিস্তারিত জানতে ইনবক্স করুন বা কল করুন 01842776838 নাম্বারে।

18/12/2023

Our guest Md Al-Amin Akik bhai give review about our December Annapurna Base Camp Trek

18/12/2023

Amazing view in Annapurna Base Camp Trek

স্লিপিং বুদ্ধার ডাকে সান্দাকফুর পথে! চলছে আমাদের সান্দাকফু ট্রিপের বুকিং। বিগিনার হিসেবে আদর্শ বলা হয় এই ট্রেককে। তার উপ...
17/12/2023

স্লিপিং বুদ্ধার ডাকে সান্দাকফুর পথে!
চলছে আমাদের সান্দাকফু ট্রিপের বুকিং। বিগিনার হিসেবে আদর্শ বলা হয় এই ট্রেককে। তার উপর এই এক ট্রেকেই আপনি হিমালয় রেঞ্জের বেশকিছু চূড়ার ভিউ দেখতে পারবেন ভাগ্য সহায় হলে। তাই দেড়ি না করে জলদি বুক করুন। মাত্র ২টি আসন ফাকা রয়েছে।

আমরা যাচ্ছি: ২১ ডিসেম্বর রাতে
ফিরবো ২৬ ডিসেম্বর সকালে।

খরচ: ১৩,৯৯৯/= ভারতীয় রুপি

|| শীতের ক্রিসতং - রুংরাং ||শীতে পাহাড়ের পরিবেষটা দারুন থাকে, তখন হাঁটার কষ্ট কম হয়, কমে যায় জোঁকের উৎপাত। বুনো জঙ্গলের...
17/12/2023

|| শীতের ক্রিসতং - রুংরাং ||
শীতে পাহাড়ের পরিবেষটা দারুন থাকে, তখন হাঁটার কষ্ট কম হয়, কমে যায় জোঁকের উৎপাত। বুনো জঙ্গলের মাঝে মেঘের রাজ্যে আমরা যাচ্ছি চিম্বুক রেঞ্জের চূড়া ক্রিসতং, রুংরাং পাহাড় সামিট অভিযানে!
যারা একটু রোমাঞ্চকর ট্রেইল পছন্দ করেন তাদের অ্যাডভেঞ্চার মনের খোরাক মিটাবে এই বুনো ট্রেইল!........................................................
যাত্রার সময়: ২৮ ডিসেম্বর, ২০২৩ রাত ১০.০০টা
ফেরার সময়: ০১ জানুয়ারি, ২০২৪ ভোর ৫.০০টা
লিংক - https://fb.me/e/4ErlPY3Ks........................................................
বাজেট- ৬৪০০/- টাকা জনপ্রতি।
বিস্তারিত জানতে ইনবক্স করুন বা কল করুন 01788499283 নাম্বারে।

সান্দাকফু ট্রিপশেষ মুহূর্তের বুকিং চলছে আমাদের ডিসেম্বর সান্দাকফু ট্রিপের, স্লিপিং বুদ্ধার সামনে এই রকমের ভিউ দেখার জন্য...
17/12/2023

সান্দাকফু ট্রিপ

শেষ মুহূর্তের বুকিং চলছে আমাদের ডিসেম্বর সান্দাকফু ট্রিপের, স্লিপিং বুদ্ধার সামনে এই রকমের ভিউ দেখার জন্য আমরা যাচ্ছি ডিসেম্বরের ২১ তারিখে। ৪ দিনের ট্রিপ শেষ করে ঢাকায় থাকবো ডিসেম্বর ২৬ তারিখ সকালে।
ইভেন্ট লিঙ্ক - https://fb.me/e/6OHv74Rfh
বিস্তারিত: 01788499283, ⁨01830167999

Beyond destination ❤️🇳🇵Our December Annapurna Base Camp Trek Team
16/12/2023

Beyond destination ❤️🇳🇵
Our December Annapurna Base Camp Trek Team

পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় ট্রেক হল সান্দাকফু ট্রেক। শুধু এক্সপেরিয়েন্সড ট্রেকার না, যারা একেবারে বিগিনার লেভেলের ট্...
16/12/2023

পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় ট্রেক হল সান্দাকফু ট্রেক।
শুধু এক্সপেরিয়েন্সড ট্রেকার না, যারা একেবারে বিগিনার লেভেলের ট্রেকার তারাও যেতে পারবেন এই দারুন ট্রেইলে। আমাদের টিম সাজিয়ে ফেলছি দুইটা সিট খালি আছে। তাই যারা যেতে ইচ্ছুক তারা দ্রুত যোগাযোগ করুন।
🚌 যাত্রা শুরু : ২১ ডিসেম্বর, ২০২৩ রাতে বাস যোগে যাত্রা শুরু।
🚌 শেষ : ২৬ ডিসেম্বর, ২০২৩ ভোরে এসে ঢাকা নামবো।
সান্দাকফু ট্রিপে আমরা যা যা ঘুরবঃ-
🔹সান্দাকফু
🔹কালাপোখরি
🔹মানেভঞ্জন
🔹ধোত্রে
🔹চিত্রে
🔹মিরিক,
🔹টংলু,
🔹তুম্লিং,
🔹গাইরিবাস,
🔹যাউবাড়ি
বিস্তারিত জানতে ইনবক্স করুন বা কল করুন 01842776838 নাম্বারে।

16/12/2023

বন্ধু আমার মাইনকার চিপায় 😎

We are coming home In Sha Allah ❤️
16/12/2023

We are coming home In Sha Allah ❤️

ছুটি মিলিয়ে সান্দাকফু যাওয়াটা অনেকের জন্যে ঝামেলার। তাই ২২-২৩-২৪-২৫ ডিসেম্বরের বন্ধে আমরা যাচ্ছি সান্দাকফু। আর এখন পিক...
15/12/2023

ছুটি মিলিয়ে সান্দাকফু যাওয়াটা অনেকের জন্যে ঝামেলার। তাই ২২-২৩-২৪-২৫ ডিসেম্বরের বন্ধে আমরা যাচ্ছি সান্দাকফু। আর এখন পিক সিজন চলছে। মূলত কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে ভীড় করবে সবাই, পশ্চিম বঙ্গের সর্বোচ্চ চূড়া থেকে। ৩৬৩৬ মিটার উঁচুতে চড়ে নিজের পাহাড়ে হাঁটার সক্ষমতাও যাচাই করে নিতে পারবেন।
এই ট্রেকে যেতে চাইলে আপনার শুধুমাত্র ভারতের ভ্যালিড ভিসা থাকলেই হবে। আর যদি পোর্ট চেংড়াবান্ধা দিয়ে থাকে তাহলে তো আরো ভালো।
আর বলাবাহুল্য যে হাই এল্টিটিউড ট্রেকে যাবার আগে নিজের সক্ষমতা দেখে নিতে পারবেন এই ট্রিপে। সান্দাকফু টপ থেকে আপনি ৪টা ৮ হাজারি শৃঙ্গ দেখতে পারবেন যা কিনা পৃথিবীর প্রথম পাঁচটার ভিতরে - এভারেস্ট, লোৎসে, কাঞ্চনজঙ্ঘা,মাকালু।
সান্দাকফু ৩য় ট্রিপ:-
🔸Duration:- ২১-২৬ ডিসেম্বর
সান্দাকফু ট্রিপে আমরা যা যা ঘুরবঃ-
🔹সান্দাকফু
🔹কালাপোখরি
🔹মানেভঞ্জন
🔹ধোত্রে
🔹চিত্রে
🔹মিরিক,
🔹টংলু,
🔹তুম্লিং,
🔹গাইরিবাস,
🔹যাউবাড়ি
বিস্তারিত জানতে ইনবক্স করুন বা কল করুন 01842776838 নাম্বারে।

আজকে আমাদের কয়েকটা টিম বের হয়ে যাচ্ছে ক্রিসতং-রুরাং, আন্দারমানিক, জুমঘর বিলাস,নিঝুম দ্বীপে ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে৷ আর যা...
14/12/2023

আজকে আমাদের কয়েকটা টিম বের হয়ে যাচ্ছে ক্রিসতং-রুরাং, আন্দারমানিক, জুমঘর বিলাস,নিঝুম দ্বীপে ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে৷

আর যারা এক্সট্রিম ট্রেক পছন্দ করেন ডিসেম্বরের শেষ দিকে আমরা যাচ্ছি যোগী হাফং, আয়ানতলাং,জোতলং এক্সপেডিশনে৷ একটা ছোট্ট টিম হবে তাই আসন সীমিত৷ বছরের শেষ সময় স্মৃতিময় করে রাখতে চাইলে ইভেন্ট ডিটেইলস দেখে বুকিং করে ফেলতে পারেন৷

🛣️যাওয়ার তারিখ: ২৭ই ডিসেম্বর রাত
🚕ফেরার তারিখ: ৩১ই ডিসেম্বর ভোর বেলায়

টিম সাইজ: ৮ জন

যোগাযোগ করুন:
✆ 01842-776838 (শূণ্য সাগর)

আন্ধারমানিক ট্রিপ!!আজকে রাতে আমাদের টিম রওনা হচ্ছে। সিট কমে যাওয়ায় আর বেশি কাউকে নেয়ার সুযোগ হবে না। তাই দ্রুত সিট বু...
14/12/2023

আন্ধারমানিক ট্রিপ!!

আজকে রাতে আমাদের টিম রওনা হচ্ছে। সিট কমে যাওয়ায় আর বেশি কাউকে নেয়ার সুযোগ হবে না। তাই দ্রুত সিট বুক করে ফেলুন। আন্ধারমানিক ছাড়াও ফিরে আসার পথে তৈনখাল ধরে এসে পালংখিয়াং দেখে ফেলবো।
ভ্রমণের সময়কালঃ
>>যাত্রার:- ১৪ ডিসেম্বর, ২০২৩ রাত
>>ফেরার:- ১৯ ডিসেম্বর, ২০২৩ ভোর
ইভেন্টের বিস্তারিত জানতে ইনবক্স করুন বা কল করুন 01842776838 নাম্বারে।

ক্রিসতং - রুংরাং অভিযান যাদের ছুটি কম ও আজকেই ভাবছেন বান্দরবানে যাবেন তাদের জন্য ক্রিসতং - রুংরাং একটি বেস্ট অপশন! বুনো ...
14/12/2023

ক্রিসতং - রুংরাং অভিযান
যাদের ছুটি কম ও আজকেই ভাবছেন বান্দরবানে যাবেন তাদের জন্য ক্রিসতং - রুংরাং একটি বেস্ট অপশন! বুনো আলিকদমের চিম্বুক রেঞ্জের দুই জায়ান্ট ক্রিসতং এবং রুংরাং পাহাড় সামিট, খেমচং পাড়ায় রাত্রি নিবাস এবং অফুরন্ত আড্ডা সব হবে এই ট্রিপে। রান্না করবো নিজেরা তাই চমৎকার এক টিম বন্ডিং হবে এই ট্রিপে ❤
যাত্রার সময়: ১৪ ডিসেম্বর, ২০২৩ রাতে
ফেরার সময়: ১৮ ডিসেম্বর, ২০২৩ ভোরে
ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ইনবক্স করুন বা কল করুন 01842776838 নাম্বারে।

14/12/2023

ট্যুর কে না বলা আপনার সেই বন্ধুদের জন্যে 😏 -

শুভ সকাল।  আজকে বেঙ্গল ট্রেকার্স গ্রুপ থেকে বান্দরবান জেলার আলিকদম উপজেলায় রয়েছে ২ টা ট্রেকিং ট্রিপ। ১. আন্দারমানিক: আজক...
14/12/2023

শুভ সকাল।

আজকে বেঙ্গল ট্রেকার্স গ্রুপ থেকে বান্দরবান জেলার আলিকদম উপজেলায় রয়েছে ২ টা ট্রেকিং ট্রিপ।

১. আন্দারমানিক: আজকে রাতে ঢাকা থেকে রওনা দিয়ে ১৯ তারিখ সকালে ঢাকা ফেরা। সিট খালি আছে ২/৩ টি। বাজেট ৮৯০০/-।

২. ক্রিসতং-রুংরাং-শামুক ঝর্ণা: আজকে রাতে ঢাকা থেকে রওনা দিয়ে ১৮ তারিখ সকালে ঢাকা। সিট খালি আছে ৪/৫ টি। বাজেট ৬৮০০/-

বিস্তারিত: 01949446445(অভি)

আমাদের নেক্সট ইভেন্ট সমূহ: আগামিকাল রাতে আমরা যাচ্ছি বান্দরবান জেলার আলিকদম উপজেলায়। আমাদের রয়েছে ২ টি ট্রেকিং ট্রিপ। ১....
13/12/2023

আমাদের নেক্সট ইভেন্ট সমূহ:

আগামিকাল রাতে আমরা যাচ্ছি বান্দরবান জেলার আলিকদম উপজেলায়। আমাদের রয়েছে ২ টি ট্রেকিং ট্রিপ।

১.আন্দারমানিক:::--- ১৪ তারিখ রাতে ঢাকা থেকে রওনা দিয়ে ঢাকায় ফিরবো ১৯ তারিখ সকালে। বাজেট ৮৯০০/-।
সিট ফাকা আছে ২/৩ টি

২. ক্রিসতং-রুংরাং-শামুক ঝর্ণা:::---১৪ তারিখ রাতে ঢাকা থেকে রওনা দিয়ে ঢাকায় ফিরবো ১৮ তারিখ সকালে। বাজেট: ৬৪০০/-। আসনখালি আছে ৪/৫ টি।

বিস্তারিত: 01949336445(অভি)

দুইটা দিন কষ্ট করে তৃতীয় দিনে যখন জঙ্গল ধরে নিচে উপত্যকার জন্যে নেমে যাবেন মনে হবে এত কষ্ট করে না এসে কত কিছু করা যেত, ...
13/12/2023

দুইটা দিন কষ্ট করে তৃতীয় দিনে যখন জঙ্গল ধরে নিচে উপত্যকার জন্যে নেমে যাবেন মনে হবে এত কষ্ট করে না এসে কত কিছু করা যেত, চিল করা যেত দারুন ভিউ যুক্ত হোটেলে।

কিন্তু ২/৩ ঘণ্টা হাঁটার পরে যখন নারিশাঝিরিতে ঢুকবেন, মুহূর্তে মনে হবে আপনি অন্য এক জগতে চলে এসেছেন। দেখে মনে হবে বার বার ফিরে আসবেন, কারণ best view is found after the hardest trek!!

আন্ধারমানিক ট্রিপের সিট কমে আসছে। তাই দ্রুত সিট বুক করে ফেলুন। আন্ধারমানিক ছাড়াও ফিরে আসার পথে তৈনখাল ধরে এসে পালংখিয়াং দেখে ফেলবো।
ভ্রমণের সময়কালঃ
>>যাত্রার:- ১৪ ডিসেম্বর, ২০২৩ রাত
>>ফেরার:- ১৯ ডিসেম্বর, ২০২৩ ভোর
ইভেন্টের বিস্তারিত জানতে ইনবক্স করুন বা কল করুন 01842776838 নাম্বারে।

ছবি আমাদের ট্রিপের গল্প বলে, একেক ট্রিপের এক এক গল্প।  ক্রিসতং - রুংরাং সামিট ট্রিপ মানেই এমন গল্পে হারিয়ে যাওয়া। সিট ...
13/12/2023

ছবি আমাদের ট্রিপের গল্প বলে, একেক ট্রিপের এক এক গল্প। ক্রিসতং - রুংরাং সামিট ট্রিপ মানেই এমন গল্পে হারিয়ে যাওয়া। সিট ফুরিয়ে আসছে, তাই যারা যাবেন ভাবছিলেন তারা দ্রুত সিট বুক করে ফেলুন। বুকিং অনুযায়ী সিট দেয়া হবে।
একদম বুনো প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করার জন্য এটা অন্যতম সেরা লোকেশন, স্নিগ্ধ সকালের পাহাড়ের জঙ্গলে বুকে মেঘের আনাগোনা এবং নীরব এক পরিবেশ এর মাঝে হারিয়ে যেতে চলুন আমাদের সাথে।
🚍যাত্রা: ১৪ ডিসেম্বর রাতে
🚍ফেরা: ১৮ ডিসেম্বর ভোরে
☎️বিস্তারিত জানতে ইনবক্স করুন বা কল করুন 01842776838 নাম্বরে।

সবাই নাকি পাহাড়ে মেঘের দেশে যায়, আমরা যাবো মেঘের উপরে!! ভোরের আলোয় বসে দেখবো নিচে বয়ে যাওয়া মেঘের নদী।না এডিট না, এ...
13/12/2023

সবাই নাকি পাহাড়ে মেঘের দেশে যায়, আমরা যাবো মেঘের উপরে!! ভোরের আলোয় বসে দেখবো নিচে বয়ে যাওয়া মেঘের নদী।

না এডিট না, এটা ১১৫০০+ ফিট উপরে দাড়িয়ে দেখবেন নিচের মেঘের নদী কেমন লাগে তার একটা দৃশ্য।

যাওয়ার জন্যে তৈরী তো সবাই?
২২-২৩-২৪-২৫ ডিসেম্বরের বন্ধে আমরা যাচ্ছি সান্দাকফুতে, পশ্চিম বঙ্গের সর্বোচ্চ চূড়ায়। ৩৬৩৬ মিটার উঁচুতে চড়ে নিজের পাহাড়ে হাঁটার সক্ষমতাও যাচাই করে নিতে পারবেন। ইন্ডিয়ান ভিসা আর চেংড়াবান্ধা পোর্ট থাকলে সহজেই আমাদের সাথে যেতে পারবেন।
আর বলাবাহুল্য যে হাই এল্টিটিউড ট্রেকে যাবার আগে নিজের সক্ষমতা দেখে নিতে পারবেন এই ট্রিপে। সান্দাকফু টপ থেকে আপনি ৪টা ৮ হাজারি শৃঙ্গ দেখতে পারবেন যা কিনা পৃথিবীর প্রথম পাঁচটার ভিতরে - এভারেস্ট, লোৎসে, কাঞ্চনজঙ্ঘা,মাকালু।
সান্দাকফু ৩য় ট্রিপ:-
🔸Duration:- ২১-২৬ ডিসেম্বর
বিস্তারিত জানতে ইনবক্স করুন বা কল করুন 01842776838 নাম্বারে।

13/12/2023

কে কে আছেন এই দলে?
শুভ সকাল 💚

আলহামদুলিল্লাহ্
12/12/2023

আলহামদুলিল্লাহ্

12/12/2023

টিম আপডেট ফ্রম এম বি সি

ক্রিসতং পাহাড়ের ট্রেইল বরাবরই আমার খুব প্রিয়। পরতে পরতে আলো-ছায়ার খেলা, উচু গাছের আড়াল থেকে সূর্যের লুকোচুরি দেখতে দেখতে...
12/12/2023

ক্রিসতং পাহাড়ের ট্রেইল বরাবরই আমার খুব প্রিয়। পরতে পরতে আলো-ছায়ার খেলা, উচু গাছের আড়াল থেকে সূর্যের লুকোচুরি দেখতে দেখতে হেটে সামিট পয়েন্ট পর্যন্ত পৌছানোর পুরোটা পথ অদ্ভূত মায়াময়। যতবারই যাই, প্রতিবারই নতুন করে ভালো লাগার জন্ম দেয় এই পথ।

আগামি ১৪ তারিখ রাতে আমরা আবারও যাচ্ছি এই ট্রেইলে। ক্রিসতং পাহাড়ের সাথে সামিট দেবো রুংরাং পাহাড়। সামিটের ক্লান্তি ধুয়ে আসবো শামুক ঝর্নার জলে ভিজে। বুকিং চলছে। আগ্রহী হলে চলুন আমাদের সাথে ভিন্নরকম এক অভিজ্ঞতা নিতে।

যাত্রা: ১৪ ডিসেম্বর রাতে
ফেরা: ১৮ ডিসেম্বর সকালে
খরচ: ৬,৪০০ টাকা জনপ্রতি


Address

Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Bengal Trekkers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bengal Trekkers:

Videos

Share

Category

Nearby travel agencies