27/01/2024
Fire & Fork, Zoo road
Lots of hype in Facebook but alas, didn't meet expectations.
Decoration & environment is nice. But it's actually made of 2-shops in a market. Access stair is narrow & dirty, gas cylinder at the entrance! Inside is full of smoke as kitchen ventilation doesn't work.
Food are tasty, Sauteed Chicken was good but beef steak was not that good. Amount of food is small compared to price. It's too pricey! 150gm steak and 100gm rice + a quarter-chicken steak is 1200++. Plus 5% vat and if you don't say ahead, would add 10% service charge.
Totally not worth the food we got.
ফায়ার অ্যান্ড ফর্ক, চিড়িয়াখানার রাস্তা
ফেসবুকে প্রচুর হাইপ কিন্তু, প্রত্যাশা পূরণ হয়নি।
সাজসজ্জা এবং পরিবেশ সুন্দর। কিন্তু এটি আসলে একটি মার্কেটের 2-দোকান দিয়ে তৈরি। প্রবেশের সিঁড়ি সরু ও নোংরা, প্রবেশপথে গ্যাস সিলিন্ডার! রান্নাঘরের বায়ুচলাচল কাজ করে না বলে ভিতরে ধোঁয়ায় পূর্ণ।
খাবার সুস্বাদু, সতেড চিকেন ভালো ছিল কিন্তু বিফ স্টেক তেমন ভালো ছিল না। দামের তুলনায় খাবারের পরিমাণ কম। বেশ দামী! 150 গ্রাম স্টেক এবং 100 গ্রাম চাল + এক কোয়ার্টার-চিকেন স্টেক 1200++; প্লাস 5% ভ্যাট এবং আপনি যদি আগে না বলেন, তাহলে 10% সার্ভিস চার্জ যোগ হবে।
দামের তুলনায় যে খাবার পেয়েছি তা একেবারেই বাজে।