
31/01/2025
কাঁকন কোর্ট ইয়ার্ড, কালিগঞ্জ।
সুন্দর এক রিসোর্টে পরিবার-পরিজনদের সাথে কাটানো হল সুন্দর একটি সময়।
কুয়াশাচ্ছন্ন সকাল আটটার দিকে পৌঁছেই অপরুপ পরিচ্ছন্ন পরিবেশ দেখে মুগ্ধ, সাথে লেবুর শরবতে অভ্যর্থনা। বসার ছনের কাবানা গুলো সুন্দর ভাবে গোছানো আর প্লেছিংটাও ভালো। রুমটা ও মোটামুটি ভালো।
খাবার জায়গাটা একটু ছোট কিন্তু সুন্দর পরিপাটি। পরোটা, ডিম, সবজি, ডাল, সুজি আর চা; এই ছিল সকালের নাস্তার বুফে আইটেম। সবই একটু করে খেলাম, কিন্তু ডিম মারলাম ৫-টা আর চা ৬-টা 😁। দুপুরে ছিল মুরগি বিরানি, ভাত, কসা মুরগি, মাছ, গরু, ৪-ভর্তা (মাছ, আলু, শিম, সুটকি) আর ফিরনির বুফে। এখানেও চেখে দেখলাম সব, আর ১০-পিস মুরগি সাথে অনেক গুলো মাছ ভর্তা মারলাম। রান্না খুব চমৎকার, বিশেষ করে সকালের সবজি আর দুপুরের মুরগি বিরানি খুব ভালো হয়েছে। শুধু বুফে-স্টেশনটার আরও জায়গা লাগতো, খাবার জায়গাও একটু কম। প্রায় ৮০-জন গেস্টের জন্য একটু ঠেলাঠেলি অবস্থা।
পিঠা কর্নার আর জুস কর্নারটাও সুন্দর কিন্তু জুসের দাম অতিরিক্ত বেশি।
সবচেয়ে হতাশ সুইমিংপুল দেখে। ছোট সাইজ, কোমর-পানি, সাঁতারের উপায় নাই! মাত্র দুইটা চেন্জ রুম, পানিতে আর ডেকে ময়লা।
কিন্তু সবমিলিয়ে বেশ সুন্দর পরিবেশ, অনেক গাছ, ছায়া আর ছোট ছোট খেলার জায়গা। বাচ্চারা অনেক মজা করছে। আমরাও মজার আড্ডা পিটলাম, খেললাম। আর শীতল হাওয়ায়, কাবানার হ্যামকে যেই এক কঠিন ঘুম দিলাম!
Kankan Court Yard, Kaliganj.
Spent a beautiful time with family at a beautiful resort.
Upon reaching around 8 am in the foggy morning, I was impressed by the unique clean environment, along with a welcome drink of lemon sherbet. The sitting area is beautifully arranged and the seating placement is also good. The room is also quite good.
The dining area is a little small but nice and tidy. Paratha, eggs, vegetables, dal, suji and tea; these were the breakfast buffet items. I ate a little of everything, but I gobbled 5-eggs and 6-teas 😁. In the afternoon, there was a buffet of chicken biryani, rice, curry chicken, fish, beef, 4-vortas (fish, potatoes, beans, sutki) and phirni. Here too, I tasted everything, and I had a lot of fish vorta with 10-piece chicken. The cooking is very good, especially vegetables of breakfast and chicken biryani at lunch were very good. Only the buffet station needed more space, and the dining area was a little tight. It was a bit cramped for about 80 guests.
The pitha corner and juice corner were also nice, but the juice was overpriced.
The most disappointing thing was the swimming pool. Small size, waist-deep water, no way to swim! Only two change rooms, dirt in the water and on the deck.
But overall, it was a pretty nice environment, lots of trees, shade, and small play areas. The kids were having a lot of fun. We also had fun chatting and playing. And in the cool breeze, I had a dead sleep on the hammock in the cabana!