GhuraFera

GhuraFera Personal Tours

কাঁকন কোর্ট ইয়ার্ড, কালিগঞ্জ।সুন্দর এক রিসোর্টে পরিবার-পরিজনদের সাথে কাটানো হল সুন্দর একটি সময়।কুয়াশাচ্ছন্ন সকাল আটটা...
31/01/2025

কাঁকন কোর্ট ইয়ার্ড, কালিগঞ্জ।
সুন্দর এক রিসোর্টে পরিবার-পরিজনদের সাথে কাটানো হল সুন্দর একটি সময়।
কুয়াশাচ্ছন্ন সকাল আটটার দিকে পৌঁছেই অপরুপ পরিচ্ছন্ন পরিবেশ দেখে মুগ্ধ, সাথে লেবুর শরবতে অভ্যর্থনা। বসার ছনের কাবানা গুলো সুন্দর ভাবে গোছানো আর প্লেছিংটাও ভালো। রুমটা ও মোটামুটি ভালো।
খাবার জায়গাটা একটু ছোট কিন্তু সুন্দর পরিপাটি। পরোটা, ডিম, সবজি, ডাল, সুজি আর চা; এই ছিল সকালের নাস্তার বুফে আইটেম। সবই একটু করে খেলাম, কিন্তু ডিম মারলাম ৫-টা আর চা ৬-টা 😁। দুপুরে ছিল মুরগি বিরানি, ভাত, কসা মুরগি, মাছ, গরু, ৪-ভর্তা (মাছ, আলু, শিম, সুটকি) আর ফিরনির বুফে। এখানেও চেখে দেখলাম সব, আর ১০-পিস মুরগি সাথে অনেক গুলো মাছ ভর্তা মারলাম। রান্না খুব চমৎকার, বিশেষ করে সকালের সবজি আর দুপুরের মুরগি বিরানি খুব ভালো হয়েছে। শুধু বুফে-স্টেশনটার আরও জায়গা লাগতো, খাবার জায়গাও একটু কম। প্রায় ৮০-জন গেস্টের জন্য একটু ঠেলাঠেলি অবস্থা।
পিঠা কর্নার আর জুস কর্নারটাও সুন্দর কিন্তু জুসের দাম অতিরিক্ত বেশি।
সবচেয়ে হতাশ সুইমিংপুল দেখে। ছোট সাইজ, কোমর-পানি, সাঁতারের উপায় নাই! মাত্র দুইটা চেন্জ রুম, পানিতে আর ডেকে ময়লা।
কিন্তু সবমিলিয়ে বেশ সুন্দর পরিবেশ, অনেক গাছ, ছায়া আর ছোট ছোট খেলার জায়গা। বাচ্চারা অনেক মজা করছে। আমরাও মজার আড্ডা পিটলাম, খেললাম। আর শীতল হাওয়ায়, কাবানার হ্যামকে যেই এক কঠিন ঘুম দিলাম!

Kankan Court Yard, Kaliganj.
Spent a beautiful time with family at a beautiful resort.
Upon reaching around 8 am in the foggy morning, I was impressed by the unique clean environment, along with a welcome drink of lemon sherbet. The sitting area is beautifully arranged and the seating placement is also good. The room is also quite good.
The dining area is a little small but nice and tidy. Paratha, eggs, vegetables, dal, suji and tea; these were the breakfast buffet items. I ate a little of everything, but I gobbled 5-eggs and 6-teas 😁. In the afternoon, there was a buffet of chicken biryani, rice, curry chicken, fish, beef, 4-vortas (fish, potatoes, beans, sutki) and phirni. Here too, I tasted everything, and I had a lot of fish vorta with 10-piece chicken. The cooking is very good, especially vegetables of breakfast and chicken biryani at lunch were very good. Only the buffet station needed more space, and the dining area was a little tight. It was a bit cramped for about 80 guests.
The pitha corner and juice corner were also nice, but the juice was overpriced.
The most disappointing thing was the swimming pool. Small size, waist-deep water, no way to swim! Only two change rooms, dirt in the water and on the deck.
But overall, it was a pretty nice environment, lots of trees, shade, and small play areas. The kids were having a lot of fun. We also had fun chatting and playing. And in the cool breeze, I had a dead sleep on the hammock in the cabana!

Bilbilai maser Hotel.Went there on last Friday. Excellent environment and food was even better. After 2 hours drive and ...
23/01/2025

Bilbilai maser Hotel.
Went there on last Friday. Excellent environment and food was even better. After 2 hours drive and 1 hour wait, we all, the hungry bunch, devoured the Yammy fried fishs with daal & rice. Enjoyed it, only thing is traffic jam, became an almost 5 hour journey

Koral fish BBQ at Kolapata restaurant in Pubachal. 2 fishes 3 kg for 10 family members. Excellent taste, all enjoyed it ...
23/01/2025

Koral fish BBQ at Kolapata restaurant in Pubachal. 2 fishes 3 kg for 10 family members. Excellent taste, all enjoyed it very much.

The Red Chamber An upscale restaurant in Gulshan-2. Small but quite busy. Went for an office dinner with colleagues. Had...
17/01/2025

The Red Chamber
An upscale restaurant in Gulshan-2. Small but quite busy. Went for an office dinner with colleagues. Had Sichuan chicken fried rice, vegetables, Firecracker shrimp, Cuttlefish in black pepper sauce, Beef with pepper and black mushroom soup. On desert, had pudding and cantaloupe in sagu. All items were very tasty and nicely cooked. I liked the Cuttlefish & beef. A bit expensive, all main items are for 3 people but will not regret it.

Pizza Hut (Gulahan-2)Went to try out offers. Staffs were very helpful but didn't like the pizzas that much. Quality has ...
17/01/2025

Pizza Hut (Gulahan-2)
Went to try out offers. Staffs were very helpful but didn't like the pizzas that much. Quality has fallen 😞

Shonavan Poultry Market, Tongi Bazar.Basically a huge wholesale market for Chicken & Duck. On 2nd level of market beside...
10/01/2025

Shonavan Poultry Market, Tongi Bazar.
Basically a huge wholesale market for Chicken & Duck. On 2nd level of market beside turag river. Price is not that low if you buy 1 or 2 but can get good deal if you buy in bulk.
Bought a Swan 🦢 and a Peking duck 🦆; price was similar to our local market but had an option choose from many.
Not recommended if you have allergies. It's dusty, smelly and filthy.

শাহাবুদ্দিন আহমেদ পার্ক আমার ছোট বেলার স্মৃতি বিজড়িত গুলশান-২ এর এই পার্কটিতে অনেক দিন পর আসলাম।আমাদের স্কুলের পাশে হওয...
29/12/2024

শাহাবুদ্দিন আহমেদ পার্ক
আমার ছোট বেলার স্মৃতি বিজড়িত গুলশান-২ এর এই পার্কটিতে অনেক দিন পর আসলাম।
আমাদের স্কুলের পাশে হওয়ায় অনেক আড্ডা, খেলা, ব্যায়াম আর ডেটিং; সবই চলেছে।
ল্যান্ডস্কেপ ডিজাইন করে অনেক হাঁটার পথ, বসার জায়গা, খেলার জায়গা করা হয়েছে। বেশ কিছু ইভেন্ট স্পষ্ট, সুন্দর দোকান আর কফিশপ আছে। সবমিলিয়ে বেশ সুন্দর আর উপভোগ্য সময় কাটানোর একটা পরিবেশ হয়েছে। খুব ভালো লাগলো।

ভিআইপি শাদ ফুসকা ও চটপটি। গুলাহান-২, রোড ৫০-এর বিলাসী-পাড়ায় খুব অল্প কিছু টিকে থাকা দোকানের মধ্যে একটি।শুধুমাত্র ফুসকা...
22/12/2024

ভিআইপি শাদ ফুসকা ও চটপটি।
গুলাহান-২, রোড ৫০-এর বিলাসী-পাড়ায় খুব অল্প কিছু টিকে থাকা দোকানের মধ্যে একটি।
শুধুমাত্র ফুসকা আইটেম বিক্রি করে। আমরা ফুসকা, চটপটি, নাগা চটপটি এবং দই-ফুসকা খেলাম। সবই খুব ভাল, আমাদের বেশ ভালই লেগেছে। সম্ভবত, আমাদের খাওয়া ঢাকার সেরা ফুসকা না, তবে দ্বিতীয় সেরা হতে পারে।

Vip Shaad Fuska & Chotpoti.
One of very few surviving shops in Rich neighborhood of Gulahan-2, road 50.
Sells only Fuska items. We tried Fuska, Chotpoti, Naga Chotpoti & Doi Fuska. All are very good, we liked it. Probably not the best Fuska we had in Dhaka, but may be 2nd best.

Pubachal Kamal HotelA hotel for Vorta vaat. Environment looked good with a good collection of Vortas and veggies. We tri...
16/12/2024

Pubachal Kamal Hotel
A hotel for Vorta vaat. Environment looked good with a good collection of Vortas and veggies. We tried many items but didn't like much. Foods are very spicy & chilly. Illish patturi was a bit burnt and super chilly- water started running from eyes & nose while eating. After returning 3 of is are having stomach aches ! Not going there again ...

Taste of Bangladesh fair at Banani field.Today visited this fair, stayed about 2 hours. Keeping 50 tk/person ticket to f...
14/12/2024

Taste of Bangladesh fair at Banani field.
Today visited this fair, stayed about 2 hours. Keeping 50 tk/person ticket to filter in only wealthy Bangalis! Lots of food stalls with traditional foods- pitha, beef & chicken items, pickle, sweets, biryani, kababs & garo-saotal foods. Price is quite high - puli or ful pitha are 60tk! Kabab 200tk++. Liked the Garo sticky rice with bamboo-fish, Harialy & Reshmi kabab was good.
Liked the idea & foods but didn't like the high pricing & environment to bring only well-to-do people; very dusty & noisy.

Ananda Bazar, Shonargaon.Just a short distance from Shonargaon, Panamnagar; a small boat dock on Meghna river. Nice swee...
11/12/2024

Ananda Bazar, Shonargaon.
Just a short distance from Shonargaon, Panamnagar; a small boat dock on Meghna river. Nice sweets and excellent Tea with thick milk, had 4 cups!

Night out in Pubachal. Had Koral fish BBQ with chicken kababs & roti. Cold & foggy weather. Fish BBQ was super, enjoyed ...
11/12/2024

Night out in Pubachal. Had Koral fish BBQ with chicken kababs & roti. Cold & foggy weather. Fish BBQ was super, enjoyed it hot in cold outside. Return drive through dense fog was also exciting !

With Sharmin Akter & Shahir Ori

Pizza Hut has introduced two new items.Quesadilla type Classic Melts wedge- full with 2 types of cheese. 199tk, nothing ...
19/11/2024

Pizza Hut has introduced two new items.
Quesadilla type Classic Melts wedge- full with 2 types of cheese. 199tk, nothing special but kids liked it.
And Chicken n cheese rice is typical baked rice with added capsicum, carrots. 299tk taste is ok.

Pubachal Sh*talakkha Restaurant at Somu market.Newly opened Bangla food restaurant. Vorta, shak, small fish etc. availab...
09/11/2024

Pubachal Sh*talakkha Restaurant at Somu market.
Newly opened Bangla food restaurant. Vorta, shak, small fish etc. available along with chicken, duck, beef bhuna. They say their specialty is Handy Beef but was not that great with full of fat & bone. Very average food.

For AGM of ARCAAB, went to Architecture faculty of BUET after a long time.
01/11/2024

For AGM of ARCAAB, went to Architecture faculty of BUET after a long time.

Jaba restora at Farm gate.Nice homely restaurant run by Garo people from Netrokona. All menus are their authentic food i...
19/10/2024

Jaba restora at Farm gate.
Nice homely restaurant run by Garo people from Netrokona. All menus are their authentic food items of the hills. Lovely decoration with bamboo furniture and lighting.
Location is not good, on Level-3 of tiles market of Green supermarket, difficult to find.
We had binni rice, chepa vorta, fish fry, bamboo corol, vegetable khari, chicken kappa, mussels gravy. We loved Mussels gravy, chicken kappa & bamboo corol. After that kids loved khir of binni rice and We had bel-tea & rice wine. All are excellent in taste and Garo staffs are very nice & friendly. Is a bit expensive but worth the money.

জবা রেস্তোরাঁ, ফার্মগেট।
নেত্রকোনার গারোদের দ্বারা পরিচালিত চমৎকার ঘরোয়া রেস্টুরেন্ট। সব খাবারই তাদের পাহাড়ের খাঁটি খাবার। বাঁশের আসবাবপত্র এবং আলো সহ মনোরম ভাবে সাজানো।
গ্রীন সুপার মার্কেটের টাইলস মার্কেটের লেভেল-৩-এ, লোকেশন খুঁজে পাওয়া কঠিন।
আমরা নিলাম বিন্নি ভাত, চেপা ভর্তা, মাছ ফ্রাই, বাঁশের করল, সবজি খারি, চিকেন কাপ্পা, ঝিনুকের গ্রেভি। আমাদের ঝিনুকের গ্রেভি, চিকেন কাপ্পা এবং বাঁশের কোরল খুব পছন্দ হয়েছে। এর পরে বাচ্চারা বিন্নি চালের খির পছন্দ করছে এবং আমরা বেল-চা এবং চালের ওয়াইন খেলাম। সবগুলোই স্বাদে চমৎকার এবং গারো কর্মীরা খুবই অমায়িক ও বন্ধুত্বপূর্ণ। কিছুটা ব্যয়বহুল তবে খাওয়ার পর কোন আফসোস থাকবে না।

বিল বেলাই মাছের হোটেল, বক্তারপুর কালিগঞ্জবড় এক বিলের ধারে গড়ে তোলা ছোট এক টং দোকানের মত হোটেল। বেশ জনপ্রিয়, আমাদের মত...
12/10/2024

বিল বেলাই মাছের হোটেল, বক্তারপুর কালিগঞ্জ
বড় এক বিলের ধারে গড়ে তোলা ছোট এক টং দোকানের মত হোটেল। বেশ জনপ্রিয়, আমাদের মত অনেকেই ঢাকা থেকে ২-ঘন্টা যাত্রা করে এখানে এসেছে।
বিল থেকে ধরা টাটকা মাছ ভাজা, সাথে আছে হাঁস ভুনা। আমরা খেলাম পাঁচ মিশালি, চাঁদা, ঘুতুম, কৈ, চিংড়ি ভাজা আর হাঁস। অসম্ভব মজাদার, ফ্রেস স্বাদ! খাবার পেতে ১.৫-ঘন্টার সিরিয়াল, তারপর মারামারি করে টেবিল দখল ; সব ভুলে গেলাম টাটকা মাছের সাথে ভাত আর ডালের স্বাদে।
গাড়ি নিয়ে গেলে দেখবেন, বাইকাররা 'drive mode'-এ Google Map রেখে যায়, তাই Map এমন সব চিপা রাস্তার short-cut দেখায় যেখান দিয়ে গাড়ি চালানো কঠিন। কালিয়াকৈর রোডে থাকে প্রচুর জ্যাম আর গ্রামের আঁকাবাঁকা রাস্তা ভয়ঙ্কর সুন্দর, আর রাতে ভুতুড়ে অন্ধকার।

Bil Belai Fish Hotel, Bakhtarpur Kaliganj.
The hotel is like a small thong shop built on the side of a big lake. Quite popular, many like us traveled 2-hours from Dhaka to come here.
Fried fresh fish caught from the lake, accompanied by vuna-duck. We had mixed fish, Chanda, Ghutum, Kai, Shrimp Fried and Duck. Incredibly amazing, fresh taste! 1.5-hour serial to get food, then fight over table; we forgot all about it after having the fresh taste of fish with rice and dal.
If you take a car, you will see that bikers use Google Map in 'drive mode', so the map shows short-cuts to all the rough roads that are difficult to drive through. There is a lot of traffic jams on the Kaliakair road and the winding roads of the village are eerily beautiful, and ghostly dark at night!

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when GhuraFera posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category