J.P Travels International

J.P Travels International Visa processing. Air tiket . Hotel booking.Doctor Appointment,

29/01/2025

H.E. Ms. Shahnaz Gazi, the newly appointed Ambassador of Bangladesh to Romania, met with Ms. Florenta Ciobotaru, Chief of Protocol, on 28 January 2025 at the Romanian Foreign Ministry.

During their meeting, they discussed various protocol-related matters and explored ways to strengthen bilateral relations between Bangladesh and Romania. Key topics included the possibility of opening consular services in Bangladesh and facilitating visa procedures for Bangladeshi nationals.

Both sides reaffirmed their commitment to working together to enhance cooperation between the two countries. The meeting concluded on a positive note, with mutual pledges to foster closer diplomatic and people-to-people ties.

রোমানিয়া, বুলগেরিয়া, মলদোভা ও নর্থ মেসিডোনিয়ায় বসবাসকারী সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের জানানো যাচ্ছে যে, রোমানিয়ায় নবনিয...
27/01/2025

রোমানিয়া, বুলগেরিয়া, মলদোভা ও নর্থ মেসিডোনিয়ায় বসবাসকারী সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের জানানো যাচ্ছে যে, রোমানিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মিজ শাহনাজ গাজী গত ২৫ জানুয়ারি ২০২৫ ইং তারিখে দূতাবাসের দায়িত্বভার গ্রহণ করেছেন। মান্যবর রাষ্ট্রদূত আগামী ৩১ জানুয়ারি ২০২৫ ইং তারিখ, রোজ শুক্রবার বিকাল ০৫:৩০ মিনিটে দূতাবাস প্রাঙ্গনে রাজধানী বুখারেস্ট এবং পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের (উদ্যোক্তা, শিক্ষার্থী, চাকুরীজীবী, শ্রমিক, পেশাজীবী, গৃহিণী) সাথে একত্রিত হবার জন্য একটি মতবিনিময় ও পরিচয়পর্ব সভা আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছেন।

০২। অপরিহার্য কাজ না থাকলে আগামী ৩১ জানুয়ারি ২০২৫ ইং তারিখ, রোজ শুক্রবার বিকাল ০৫:৩০ মিনিটে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে উক্ত মতবিনিময় ও পরিচয়পর্ব সভায় অংশ নিতে মান্যবর রাষ্ট্রদূতের পক্ষ থেকে বুখারেস্ট এবং পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিত হতে সবিনয়ে আমন্ত্রণ জানানো হলো।

যোগাযোগের ঠিকানাঃ
Embassy of the People’s Republic of Bangladesh
Strada dr. Burghelea nr. 5
Sector- 02, Bucharest- 024032
Phone for urgent contact: +40742553809

03/01/2025

🇭🇷 ক্রোয়েশিয়ার নতুন এপ্লিকেশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা:

---

👇
যারা ২০২৫ সালে ক্রোয়েশিয়া এপ্লাই করতে চাচ্ছেন, দয়া করে ভেবে নেবেন না যে এখন আবেদন করলেই দ্রুত ওয়ার্ক পারমিট চলে আসবে বা ভিএফএস সেন্টারে ফাইল জমা দিতে পারবেন। পুরো প্রক্রিয়াটি দীর্ঘ এবং ধৈর্যের পরীক্ষা। এটি সম্পন্ন করতে কিছু ধাপ অনুসরণ করতে হবে। নিচে ধাপে ধাপে বিস্তারিত তুলে ধরা হলো:

---

ক্রোয়েশিয়ায় যাওয়ার ধাপসমূহ:

১. পুলিশ ক্লিয়ারেন্স:

প্রথমে একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরি করতে হবে।

এটি পেতে সাধারণত ১-২ সপ্তাহ সময় লাগে।

২. অ্যাটেস্টেশন:

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি DHL-এর মাধ্যমে দিল্লিতে প্রেরণ করতে হবে।

দিল্লিতে অবস্থিত বাংলাদেশ এম্বাসি এবং ক্রোয়েশিয়া এম্বাসি থেকে এটেস্টেশন করাতে হবে।

এই ধাপে সময় লাগে ১৫-২০ দিন।

৩. কোম্পানির ভেকেন্সি অনুযায়ী ফাইল প্রেরণ:

কোম্পানির চাহিদা অনুযায়ী আপনার ফাইল প্রস্তুত করে ক্রোয়েশিয়া প্রেরণ করা হবে।

৪. HZZ অনলাইন প্রসেস:

ক্রোয়েশিয়ার কাজের অনুমতি বিষয়ক সংস্থা HZZ-এ আপনার ফাইল প্রক্রিয়া করা হবে।

এটি সাধারণত ১ মাস লাগে। তবে বেশি ফাইল থাকলে ২-৩ মাস বা তার বেশি সময় লাগতে পারে।

৫. পারমিট ইস্যু:

অনলাইন অনুমোদনের পর পারমিট ইস্যু হতে সাধারণত ২-৬ মাস লাগে।

কিছু ক্ষেত্রে এই সময় কম-বেশি হতে পারে।

৬. এম্বাসি প্রসেস:

পারমিট পাওয়ার পর এম্বাসিতে জমা দেওয়ার কাজ এবং ভিসা ডেলিভারির প্রক্রিয়া সম্পন্ন করতে আরও ২-৩ মাস সময় লাগে।

৭. ভিসা এবং ফ্লাইট:

ভিসা ইস্যু হলে আলহামদুলিল্লাহ! এরপর ম্যানপাওয়ার ট্রেনিং এবং ফ্লাইটের জন্য ১ মাসের প্রস্তুতি সময় লাগবে।

যদি ভিসা রিজেক্ট হয়, তবে এই পর্যন্ত সময়, শ্রম, এবং অর্থ নষ্ট।

---

সময়সীমার বাস্তবতা:

পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে ১ বছর বা তার বেশি সময় লেগে যেতে পারে।

কোনো কোনো ক্ষেত্রে কাজ দ্রুত সম্পন্ন হলেও, কিছু ক্ষেত্রে ১ বছরেও কাজ শেষ নাও হতে পারে।

---

কেন দ্রুত বা ধীরগতিতে কাজ হয়?

১. সৌভাগ্যের বিষয়:

কিছু কোম্পানির পারমিট সৌভাগ্যক্রমে দ্রুত ইস্যু হলে, পুরো প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়।

২. দুর্ভাগ্যের বিষয়:

পারমিট দেরিতে ইস্যু হলে পুরো প্রক্রিয়া দীর্ঘ হয়ে যায়।

শহরভেদেও পারমিট ইস্যুর সময় কম-বেশি হতে পারে।

---

পরামর্শ:

ইউরোপের যেকোনো দেশেই আবেদন করার আগে ১ বছর সময় ধরে পরিকল্পনা করুন।

এজেন্সি যা-ই বলুক, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।

মনে রাখবেন, ওয়ার্ক পারমিট ইস্যু নাও হতে পারে বা ভিসা নাও পেতে পারেন। এই বাস্তবতাও মেনে নিতে হবে।

---

শেষ কথা:

১০ বার ভেবে-চিন্তে ফাইল জমা দিন।

এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। কাজ হলে খুশি, না হলে লস ধরে রাখবেন।

হুজুগে না গিয়ে সঠিক তথ্য এবং সঠিক পরিকল্পনার ভিত্তিতে কাজ করুন।

( সংগ্রহ করা)

31/12/2024
24/12/2024

ফেব্রুয়ারি থেকে দুবাই টুরিস্ট ভিসা চালু হচ্ছে 🇦🇪

19/12/2024

ইতালির শ্রমবাজারে অস্থির সময় কাটলেও স্পন্সর ভিসা পাওয়ায় এগিয়ে আছেন বাংলাদেশিরা।

বিস্তারিত: https://www.somoynews.tv/news/2024-12-19/Z35vKTJV

14/12/2024

বুলগেরিয়া🇪🇺🇪🇺🇪🇺
বুলগেরিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। দেশটির আয়তন প্রায় ৪২,৮০০ বর্গ মাইল। এর প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে রোমানিয়া, সার্বিয়া, উত্তর মেসিডোনিয়া, গ্রিস, এবং তুরস্ক। বুলগেরিয়ার জনসংখ্যা প্রায় ৭ মিলিয়ন। ১ বুলগেরিয়ান লেভ = ৫৮.৪০ বাংলাদেশী টাকা। একটু কম বেশ হতে পারে।

✅. বুলগেরিয়া এমবেসি কত ধরণের ভিসা দিয়ে থাকে:*
বুলগেরিয়া এমবেসি ৪ ধরনের ভিসা প্রদান করে: ✈️✈️
(ক) এয়ারপোর্ট ট্রানজিট ভিসা
(খ) ট্রানজিট ভিসা
(গ) স্বল্পমেয়াদী ভিসা (C টাইপ)
(ঘ) দীর্ঘমেয়াদী ভিসা (D টাইপ)

➡️. বাংলাদেশ থেকে বুলগেরিয়া এম্বাসি চালু হলে কত ধরণের ভিসাতে যেতে পারবেন?*
Student Visa, Work Visa, Family Visa, Visit Visa, Tourist Visa, Transit Visa, Business Visa.

🔜 বাংলাদেশ থেকে বুলগেরিয়া যেতে হলে কত টাকা খরচ লাগতে পারে?
পার্মিট খরচ এর উপর নির্ভর করে, একেক কোম্পানির পার্মিটের খরচ একেক রকম, তাই খরচ ও এজেন্সী ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে, তবে ১০-১২ লাখ বাজেট করলে হবে।
যেহেতু বুলগেরিয়াও ইউরোপীয় ইউনিয়নের অংশ।🇪🇺🇪🇺

☑️. বুলগেরিয়ার এমবেসি বাংলাদেশে আছে কিনা?

আগে ছিলো না,জানুয়ারিতে ঢাকায় বুলগেরিয়া এম্বাসি চালু করার সিন্ধান্ত নিয়েছে?

✅বুলগেরিয়া কোন কাজের চাহিদা বেশি?

যারা বুলগেরিয়ায় কাজের ভিসা নিয়ে যেতে চান তাদের অবশ্যই বুলগেরিয়া কোন কাজের চাহিদা বেশি সেটা জেনে যাওয়া উচিত। তাহলে যাওয়ার পূর্বে দক্ষতা অর্জনের পাশাপাশি অভিজ্ঞতা নিয়ে যেতে পারবেন। কারণ দক্ষ এবং অভিজ্ঞ লোকের চাহিদা রয়েছে। এছাড়া নতুন অবস্থায় আপনি খুব সহজে কাজ খুঁজে পাবেন। বুলগেরিয়ার কিছু চাহিদা সম্পন্ন কাজ:

ইলেকট্রিশিয়ান
প্লাম্বার
রাজমিস্ত্রি
ওয়েল্ডিং শ্রমিক
পেইন্টার
বাগান শ্রমিক
ড্রাইভার
গার্মেন্টস শ্রমিক
হাউজকিপার
ওয়েটার
☑️. বুলগেরিয়াতে মিনিমাম বেতন কত?*
বুলগেরিয়াতে মিনিমাম বেতন 477 ইউরো।

➡️. একজন বাংলাদেশী হিসাবে বুলগেরিয়াতে আপনি কত টাকা কামাইতে পারবেন?*
আপনি মাসে ৪০০ থেকে ৬০০ ইউরো পর্যন্ত কামাইতে পারবেন। কম বেশ হতে পারে তা কাজের উপর ভিত্তি করে।

☑️☑️. বুলগেরিয়া ওয়ার্ক পারমিটের ধরণ:*
- Seasonal Workers
- Trainees
- Athletes
- Permanent Employees
- Cross-border Workers
- Nominal Work

➡️➡️ বুলগেরিয়া ওয়ার্ক পারমিট পেতে কত দিন সময় লাগে?*
১ থেকে ৩ মাস সময় লাগে

✅বুলগেরিয়া এমবেসি ইন্টারভিউ দিতে হয় কি না?*
হ্যাঁ, বুলগেরিয়া এমবেসি ইন্টারভিউ দিতে হয়, যেখানে ২০ থেকে ২৫ টি প্রশ্ন করা হয়।
📣 বুলগেরিয়া ভিসা রেসিও কত?*
৭০% থেকে ৮০%
🔜. বুলগেরিয়া ভিসা পেতে কত দিন সময় লাগে?*
৬ সপ্তাহ থেকে ১২ সপ্তাহ।

বুলগেরিয়া TRC কার্ড কত দিনে দেয়?*
৩০ দিনে।
বুলগেরিয়া TRC কার্ড দিয়ে কোন দেশে যেতে পারবেন?*
সেনজেন যেকোনো দেশে যেতে পারবেন।

✅✅বুলগেরিয়া PR কত দিনে দেয়?*

৫ বছর অথবা ৫ বছর ৬ মাস বুলগেরিয়াতে বসবাস করলে PR পাওয়া সম্ভব।

কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন👏👏👏

📣📣বর্তমানে মধ্যম মানের খরচের মধ্যে বুলগেরিয়া বেস্ট অপশন হতে পারে, দিন দিন বুলগেরিয়া শ্রমবাজার প্রসারিত হচ্ছে। আপনি ইচ্ছে করলেই, বুলগেরিয়া কে আপনার ড্রিম লিষ্টে স্হান দিতে পারেন।কিছু কিছু মাধ্যম বুলগেরিয়া শ্রমবাজার নিয়ে কাজ করছে,আশা করা যায় ২০২৫ সাল বুলগেরিয়াতে বিশাল বাংলাদেশী কমিউনিটি গড়ে উঠবে🇪🇺🇪🇺🇪🇺

13/12/2024

শেনজেনের পূর্ণ সদস্যপদ পেলো রোমানিয়া ও বুলগেরিয়া

সংযুক্ত আরব আমিরাতের সকল ভিসার আজকের সর্বশেষ আপডেট!🇦🇪🇧🇩বর্তমানে ইনসাইডে যারা ক্যান্সেলে আছেন তাদের আরবীর ঘরের ভিসা হচ্ছে...
26/11/2024

সংযুক্ত আরব আমিরাতের সকল ভিসার আজকের সর্বশেষ আপডেট!🇦🇪🇧🇩
বর্তমানে ইনসাইডে যারা ক্যান্সেলে আছেন তাদের আরবীর ঘরের ভিসা হচ্ছে। এবং অনার্স অথবা ডিগ্রীর সার্টিফিকেট থাকলে হাইপ্রফেশন ভিসা হচ্ছে। লো ক্যাটাগরির অর্থাৎ লেবার ক্যাটাগরির ভিসা ট্রান্সফার সম্পুর্ন বন্ধ আছে।

আউট সাইডের ভিজিট ভিসা, লেবার ভিসা, হাই প্রফেশন ভিসা, ফ্যামিলী ভিসা, পার্টনার ভিসা, আরবীর ঘরের ভিসা এবং পাঁচ বছরের মাল্টিপল ভিজিট ভিসা এর সবগুলোই টোটালি বন্ধ রয়েছে।

ইনসাইড এবং আউট সাইডের ফ্রী জোনের ভিসা হচ্ছে। আর ফ্রী জোনের ভিসা সবসময়ই চালু থাকে।
(ফ্রী জোন হচ্ছে আরব আমিরাতের আধাসরকারী এরিয়া)

ভিসা কখন চালু হবে এরকম কোনো আপডেট নাই। তবে সাধারণ ক্ষমা শেষ হলে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এখন কারো সাথে ভিসার জন্য লেনদেন করে ঝামেলায় জরাবেন না।

সাধারণ ক্ষমা ৩১ ডিসেম্বর শেষ হব।

আলহামদুলিল্লাহ, রোমানিয়া পুরোপুরি সেনজেন  আওতাভুক্ত হতে চলেছে আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে! 🇷🇴🤝আগে শুধু আকাশ পথে এবং জলপ...
25/11/2024

আলহামদুলিল্লাহ, রোমানিয়া পুরোপুরি সেনজেন আওতাভুক্ত হতে চলেছে আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে! 🇷🇴🤝
আগে শুধু আকাশ পথে এবং জলপথে সেনজেন হলেও স্থলপথে বর্ডার বন্ধ ছিল! এখন থেকে আর কোন বাঁধা রইল না স্থলপতেও রোমানিয়া থেকে ইউরোপের বাকি ২৮ টি সেনজেনভুক্ত দেশের ঘুরতে পারবেন ইজিলি! 🤝🇷🇴🇪🇺

যারা ও অ*বৈ*ধ ছিলেন রোমানিয়াতে, তারাও চাইলে এখন ইজিলি মু*ভ করতে পারবেন যেকোনো দে*শে! 🇪🇺

রোমানিয়া নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, সেনজেন হবে না, এখানে ভবিষ্যৎ নাই, সব সমালোচনার উচিত জবাব দিয়ে দিল রোমানিয়া! 🇷🇴

আর যদি বলি সর্বোচ্চ ভিসা ইউরোপের মধ্যে কোন দেশ দিয়েছে : উত্তর :-রোমানিয়া

©️

বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব H.E Mr. Svetlan Stoev ( প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী) এবং পরবর্তীতে পরিচাল...
25/11/2024

বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব H.E Mr. Svetlan Stoev ( প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী) এবং পরবর্তীতে পরিচালক, কনস্যুলার ডিরেক্টরেট এর সাথে আজ ২৫শে নভেম্বর ২০২৪ সকালে বিদায়ী সাক্ষাৎ হয়। । অন্যান্য বিষয়ের মধ্যে আলোচনার সময় তারা আশ্বস্ত করেছে যে আগামী জানুয়ারি ২০২৫ থেকে বাংলাদেশী কর্মী এবং শিক্ষার্থীরা VFS এর মাধ্যমে ঢাকায় তাদের বুলগেরিয়ান ভিসার আবেদন জমা দিতে পারবে। তারা এই প্রক্রিয়া চূড়ান্ত করার জন্য কাজ করছে।

24/11/2024
বিশেষ ঘোষণাএতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ২৩-১১-২০২৪ তারিখ হতে (সাপ্তাহিক ছুটির দিন বুধবার ব্যতীত) যমুন...
23/11/2024

বিশেষ ঘোষণা

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ২৩-১১-২০২৪ তারিখ হতে (সাপ্তাহিক ছুটির দিন বুধবার ব্যতীত) যমুনা ফিউচার পার্ক খোলা থাকবে, ধন্যবাদ।

Address

Jamuna Future Park, 30/C, Block-C , Level#/2 , South Court (Travel Zone)
Dhaka
1219

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801811484895

Website

Alerts

Be the first to know and let us send you an email when J.P Travels International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to J.P Travels International:

Videos

Share

Category