Fatema Hajjah tours & Travels

Fatema  Hajjah tours & Travels Fatema Hajjah Tours & Travels is a reputed & trusted Umrah and Hajjah Travel Organisation.

হজ আল্লাহ তাআলার একটি বিশেষ বিধান। হজ ইসলামের পঞ্চস্তম্ভের একটি। আর্থিক ও শারীরিকভাবে সমর্থ পুরুষ ও নারীর ওপর হজ ফরজ। হজ...
20/11/2023

হজ আল্লাহ তাআলার একটি বিশেষ বিধান। হজ ইসলামের পঞ্চস্তম্ভের একটি। আর্থিক ও শারীরিকভাবে সমর্থ পুরুষ ও নারীর ওপর হজ ফরজ। হজ সম্পর্কে কোরআন শরিফে আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহর তরফ থেকে সেই সব মানুষের জন্য হজ ফরজ করে দেওয়া হয়েছে, যারা তা আদায়ের সামর্থ্য রাখে।’ (সুরা আল ইমরান; আয়াত: ৯৭)।

কোরআন ও হাদিসে ওমরাহর অনেক ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহতায়ালা বলেন, ‘তোমরা আল্লাহর উদ্দেশে হজ ও ওমরাহ পরিপূর্ণভাবে পালন করো।’ (সুরা বাকারা: ১৯৬)।

হজ নিবন্ধন করতে লাগবে ২,০৫,০০০/ টাকা।
Mobile no. 01764061071

14/11/2023

খাবার ছাড়া মাত্র ১,২০,০০০/- উমরাহ করার সুযোগ।

20 NOV DAC-SHJ-JED-0800-1130-1350-1600
04 DEC MED-SHJ-DAC-1010-1330-1615-2240

উপরোক্ত সিডিউলে 7 টি সিট খালি আছে ( এয়ার এরাবিয়া ) ভিসা+টিকেট+ফুল ট্রান্সপোর্ট+মক্কা-মদিনায় জিয়ারা এবং রওজা পারমিট
অভিজ্ঞ মোয়াল্লেম।

আগামী ১৫ নভেম্বর থেকে ২০২৪ ইং সালের হজ নিবন্ধন শুরু
09/11/2023

আগামী ১৫ নভেম্বর থেকে ২০২৪ ইং সালের হজ নিবন্ধন শুরু

19/10/2023

সৌদি এয়ারলাইনস ডাইরেক্ট ফ্লাইট টিকিট ও ভিসা ১০৫০০০.০০
২৫ অক্টোবর ।

17/10/2023

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বরকাতুহু।
উমরাহ প্যাকেজ কম খরচে সৌদ এয়ারলাইনস ডাইরেক্ট
২৫ অক্টোবর ২০২৩
যোগাযোগ : ০১৭৬৪০৬১০৭১

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বরকাতুহু।
13/09/2023

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বরকাতুহু।

11/08/2023

আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই হজ্জ যাওয়ার নিয়ত করেছি। ১৬ সেপ্টেম্বর থেকে হজ্জ রেজিষ্ট্রেশন শুরু হচ্ছে। আজই যোগাযোগ করুন। শুধু মাত্র ৩২০০০/- ও এনআইডি সহ।

উমরাহ ভিসা ১৯৫০০/-যোগাযোগ করুন মোবাইল নং  ০১৭৬৪০৬১০৭১
09/08/2023

উমরাহ ভিসা ১৯৫০০/-
যোগাযোগ করুন
মোবাইল নং ০১৭৬৪০৬১০৭১

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বরকাতুহু। আকর্ষণীয় উমরাহ প্যাকেজ ২৯ শে সেপ্টেম্বর ঢাকা টু জেদ্দা, মদিনা টু  ঢাকা স...
04/08/2023

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বরকাতুহু।
আকর্ষণীয় উমরাহ প্যাকেজ ২৯ শে সেপ্টেম্বর ঢাকা টু জেদ্দা, মদিনা টু ঢাকা সৌদি এয়ারলাইনস

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বরকাতুহু। ইনশাআল্লাহ ২৩ শে আগষ্ট  ২০২৩হজ্জ পরবর্তী উমরাহ প্যাকেজ মাত্র ১৩৫০০০.০০ট্...
30/07/2023

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বরকাতুহু।
ইনশাআল্লাহ
২৩ শে আগষ্ট ২০২৩
হজ্জ পরবর্তী উমরাহ প্যাকেজ
মাত্র ১৩৫০০০.০০
ট্রানজিট ফ্লাইটে দুবাই
টিকিট, ভিসা,জিয়ারহ ও খাবারসহ
১৫দিনের জন্য।

24/07/2023
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বরকাতুহু। ইনশাআল্লাহ ২৩ শে আগষ্ট  ২০২৩হজ্জ পরবর্তী উমরাহ প্যাকেজ মাত্র ১৩৫০০০.০০ট্...
24/07/2023

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বরকাতুহু।
ইনশাআল্লাহ
২৩ শে আগষ্ট ২০২৩
হজ্জ পরবর্তী উমরাহ প্যাকেজ
মাত্র ১৩৫০০০.০০
ট্রানজিট ফ্লাইটে দুবাই
টিকিট, ভিসা,জিয়ারহ ও খাবারসহ
১৫দিনের জন্য।

9900 thread of silk per meter and ten stages for making the Kiswah of Kaaba!
16/07/2023

9900 thread of silk per meter and ten stages for making the Kiswah of Kaaba!

রমজান পরবর্তী উমরাহ কাফেলা
11/07/2023

রমজান পরবর্তী উমরাহ কাফেলা

ঈদের পর উমরাহ কাফেলা২৭শে এপ্রিল আলহামদুলিল্লাহ আজ কিছু পাসপোর্ট জমা দিয়েছেন উমরাহ করার জন্য।  আমাদের আগারগাঁও তালতলা (মো...
03/04/2023

ঈদের পর উমরাহ কাফেলা২৭শে এপ্রিল

আলহামদুলিল্লাহ আজ কিছু পাসপোর্ট জমা দিয়েছেন উমরাহ করার জন্য। আমাদের আগারগাঁও তালতলা (মোল্লাপাড়া) ভাগ্নে জাহিদ, উনার আম্মা ও শাশুড়ী আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত করেছেন।

আল্লাহ চাইলে সম্ভব । ইনশা আল্লাহ ২৭শে এপ্রিল কাফেলায় আমার যাওয়ার সম্ভবনা আছে।

বন্ধুরা আমার জন্য একটু দোয়ার দরখাস্ত রইল।

হে আল্লাহ আমাকে আবারো তৌফিক দান করুন আপনার ঘর তাওয়াফ করার জন্য ।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বরকাতুহু। হজ্জ ও উমরাহ বুকিং চলছে।
04/03/2023

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বরকাতুহু।
হজ্জ ও উমরাহ বুকিং চলছে।

01/02/2023
হাদীস শরীফে প্রিয়নবী (সা.) বলেছেন, তোমরা বারবার হজ্জ ও উমরাহ আদায় কর, কেননা এ দুটো দারিদ্রতা ও গুনাহকে সে ভাবে মুছে ফে...
21/01/2023

হাদীস শরীফে প্রিয়নবী (সা.) বলেছেন, তোমরা বারবার হজ্জ ও উমরাহ আদায় কর, কেননা এ দুটো দারিদ্রতা ও গুনাহকে সে ভাবে মুছে ফেলে, যে ভাবে কর্মকারের হাওয়া দেয়ার যন্ত্র লোহার ময়লাকে দূর করে থাকে। (নাসায়ী শরিফ।

Fatema  Hajjah tours & Travels  97 west Kafrul, agargaon আগারগাঁও, Taltolah, Sher e Bangla Nagar, Dhaka1207Mobile no 017...
04/01/2023

Fatema Hajjah tours & Travels
97 west Kafrul, agargaon আগারগাঁও, Taltolah, Sher e Bangla Nagar, Dhaka1207
Mobile no 01764061071/01621723282

Fatema  Hajjah tours &  Travels 97 west Kafrul, agargaon আগারগাঁও, Taltolah, Sher e Bangla Nagar, Dhaka1207Mobile no 017...
03/01/2023

Fatema Hajjah tours & Travels
97 west Kafrul, agargaon আগারগাঁও, Taltolah, Sher e Bangla Nagar, Dhaka1207
Mobile no 01764961071

H/O : nabid travel (6th floor)
Naoakali Tower Purana Paltan

উমরাহ  বুকিং   ২৫শে জানুয়ারি ২০২৩ইং। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্‌দা ওয...
23/12/2022

উমরাহ বুকিং ২৫শে জানুয়ারি ২০২৩ইং।

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্‌দা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুল্‌ক, লা শারিকা লাক' (আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার)।

প্রিয়নবী (সা.) বলেছেন, তোমরা বারবার হজ্জ ও উমরাহ আদায় কর, কেননা এ দুটো দারিদ্রতা ও গুনাহকে সে ভাবে মুছে ফেলে, যে ভাবে কর্মকারের হাওয়া দেয়ার যন্ত্র লোহার ময়লাকে দূর করে থাকে। (নাসায়ী শরিফ।)

শীতের আমেজে হোক ওমরাহ

শীতকালীন আবহাওয়া যে কোনো সফর বা ভ্রমণে বের হওয়ার জন্যই উপযোগী। ওমরাহ্ সফরের জন্যও এই সময়টা চমৎকার উপযোগী ও আরামদায়ক।

গ্রুপ ট্যুর/ ফেমলি প্যাকেজ
প্যাকেজে যা থাকছে
🔳 ওমরাহ ভিসা ও ইন্সুরেন্স
🔳 রিটার্ন এয়ার টিকেট ( কুয়েত/কাতার/এমিরেটস /গালফ)
🔳 লাক্সারিয়াস শীততাপ নিয়ন্ত্রিত বাসে এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ, ।
🔳 মক্কা ও মদীনায় থ্রি স্টার হোটেল ৪ বেড শেয়ার্ড
🔳 মক্কায় সাওর পর্বত, জাবালে রহমত, মিনা, আরাফা, মুজদালিফা ও হেরা গুহা পরিদর্শন
🔳 মদীনায় ওহুদ প্রান্তর, খন্দক, মসজিদে কিবলাতাইন, মসজিদে কূবা পরিদর্শন

বুকিংয়ের জন্য যোগাযোগ করুন:
হোয়াটসঅ্যাপ: ০১৭৬৪০৬১০৭১/
০১৬২৩১৭২৩২৮২।

জান্নাতি পাথর "হাজরে  আসওয়াদ"হাজরে আসওয়াদ - কাবা ঘরের দেয়ালে বিশেষভাবে স্থাপনকৃত একটি পাথরের নাম।  আরবি ‘হাজর’ শব্দের অর...
20/12/2022

জান্নাতি পাথর "হাজরে আসওয়াদ"

হাজরে আসওয়াদ - কাবা ঘরের দেয়ালে বিশেষভাবে স্থাপনকৃত একটি পাথরের নাম। আরবি ‘হাজর’ শব্দের অর্থ পাথর আর ‘আসওয়াদ’ শব্দের অর্থ কালো। অর্থাৎ কালো পাথর। ‘হাজরে আসওয়াদ’ বেহেশতের মর্যাদাপূর্ণ একটি পাথর। হজযাত্রীরা হজ করতে গিয়ে এতে সরাসরি বা ইশারার মাধ্যমে চুম্বন দিয়ে থাকেন।

হাজরে আসওয়াদ জান্নাত থেকে কিভাবে পৃথিবীতে এলো ?

ইব্রাহিম আঃ কর্তৃক পবিত্র কাবাঘর নির্মাণ একটি স্বীকৃত বিষয় যা কুরআনে কারীম ও বিভিন্ন হাদীসে নববী দ্বারা প্রমাণিত। পবিত্র কুরআনে আল্লাহ তা'আলা ইরশাদ করেন - “স্মরণ করুন সে সময়ের কথা যখন ইব্রাহিম আ: ও ইসমাঈল আ: কাবা ঘর নির্মাণ করে ছিলেন আর বলে ছিলেন, হে আমাদের প্রভূ! আপনি আমাদের পক্ষ হতে উহা কবুল করুন। নিশ্চয় আপনি সর্বশ্রোতা এবং সর্ব জ্ঞাতা।” [সূরা আল-বাকারা : ১২৭]
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী - ‘যদি কেউ অশ্লীলতা ও পাপাচারে না জড়িয়ে হজ্জ কার্য সম্পাদন করতে পারে। তবে সে হজ্জ হতে এমনভাবে প্রত্যাবর্তন করবে। যেন সে সদ্ব্য জন্মলাভ করলো।’ [ফাতহুল বারী ৪/২৫ হা. ১৫২১]
ইব্রাহিম আঃ পবিত্র কাবাঘর নির্মাণ করেছেন,যখন তিনি কাবাঘর এর একটি গঠনে দাঁড় করিয়েছেন তখন তিনি তার ছেলে ইসমাঈল আ: কে ডেকে বললেন, হে ইসমাঈল কাবাঘর নির্মাণ গিয়েছে , সকলে যে তওয়াফ করবে, এ তওয়াফ যেন সুন্দরভাবে করতে পারে সেজন্য একটি চিহ্ন দরকার, একটি পাথর নিয়ে আসো, যেটি আমি এই কাবা শরীফ এ সেঁটে দিবো। তখন ইসমাঈল আ: বললেন, হে সম্মানিত পিতা আপনি আদেশ করেছেন আমি অবশ্যই পালন করব, তবে পিতা আমি এতক্ষন আপনার সাথে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পরেছি,এই মুহূর্তে পারছিনা কিছুক্ষণ পর নিয়ে আসি, পিতা বললেন, তুমি যতই ক্লান্ত হওনা কেন যাও একটি সুন্দর পাথর নিয়ে আসো যেটি আমি এখানে সেঁটে দিব। তখন ইসমাঈল আ: তার পিতার আদেশ পালন করার উদ্দেশ্যে বের হলেন,তিনি পাথরের খোঁজে কিছুটা দূরে গেলেন,যাওয়ার পর তিনি একজন ব্যক্তি দেখতে পেলেন, উনি বুঝতে পারেন নি তিনি একজন ফেরেশতা ( জীবরাইল আ:)। তিনি হাতে একটি পাথর নিয়ে এসেছেন,এত সুন্দর পাথর যে পাথরটি দুধের থেকেও সাদা ধবধবে ছিল। পাথরটি নিয়ে ইসমাঈল আ: এর হাতে দিয়ে বললেন যাও ইসমাঈল তোমার পিতাকে দিয়ে আসো এবং বলো এই পাথরটি দুনিয়ার কোন পাথর নয়,বরং এই পাথরটি আল্লাহ তা'য়ালা জান্নাতি পাথর ভেঙ্গে একটি টুকরা তোমার এবং তোমার পিতার জন্য পাঠিয়েছেন। তখন ইসমাঈল আ:সেই পাথরটি নিয়ে তার পিতার হাতে দিলেন,ইব্রাহিম আঃ সেই পাথরটি নিয়ে কাবা শরিফ আ সেঁটে দিলেন।
বিশ্বনবী হযরত মুহাম্মদ(সঃ) বলেছেন , ‘কিয়ামতের দিন এ পাথর আবু কুবাইস পাহাড় থেকে বড় আকার ধারণ করে উপস্থিত হবে। তার একটি জিহ্বা ও দুটি ঠোঁট থাকবে, (বায়তুল্লাহর জিয়ারতকারীরা) কে কোন নিয়তে তাকে চুম্বন করেছে, সে সম্পর্কে বক্তব্য দেবে। ’ (ইবনে খুজায়মা : ৪/২২১, মুসতাদরাকে হাকেম : ১/৪৫৭)।

হাজরে আসওয়াদের ঐতিহাসিক তথ্যঃ

ইসলামপূর্ব কোরাইশদের যুগে কাবা শরিফের গিলাফ যখন পুড়ে গিয়েছিল, তখন হাজরে আসওয়াদও পুড়ে গিয়েছিল। ফলে তার কৃষ্ণতা আরো বৃদ্ধি পায়।
আবদুল্লাহ ইবনে জুবাইর (রা.)-এর শাসনামলে হাজরে আসওয়াদ ভেঙে তিন টুকরো হয়ে গিয়েছিল। ফলে তিনি তা রুপা দিয়ে বাঁধাই করেছেন। আর তিনিই সর্বপ্রথম হাজরে আসওয়াদকে রুপা দিয়ে বাঁধানোর সৌভাগ্য অর্জনকারী।

• ১৭৯ হিজরিতে আব্বাসীয় খলিফা হারুনুর রশিদ হাজরে আসওয়াদকে হীরা দিয়ে ছিদ্র করে রুপা দিয়ে ঢালাই করেন।

• ৩১৭ হিজরিতে কারামতিয়ারা হারাম শরিফে অতর্কিত আক্রমণ করে হাজরে আসওয়াদ ছিনিয়ে নিয়ে যায়। পরে ৩৩২ হিজরিতে ফিরিয়ে এনে চুনা দিয়ে তার চারপাশ এঁটে দেওয়া হয়।

• ৪১৩ হিজরিতে এক নাস্তিক লৌহ শলাকা দ্বারা হাজরে আসওয়াদের ওপর হামলে পড়ে। ফলে তা ছিদ্র হয়ে যায়। এরপর বনি শায়বার কিছু লোক তার ভগ্নাংশগুলো একত্রিত করে কস্তুরী দ্বারা ধৌত করে তার টুকরোগুলো ফের জোড়া লাগিয়ে দেয়।

• ১৩৩১ হিজরিতে সুলতান মুহাম্মদ রাশাদ হাজরে আসওয়াদের চারপাশে রুপার একটি নতুন বেষ্টনী তৈরি করে দেন।

• ১৩৫১ হিজরির এপ্রিলের ১৮ তারিখে বাদশাহ আবদুল আজিজ বিশিষ্ট ব্যক্তি ও আলেম-ওলামাসহ কাবা শরিফে উপস্থিত হন এবং হাজরে আসওয়াদের অবস্থান সুদৃঢ় করার জন্য তাতে মেশকে আম্বরের মতো মূল্যবান পাথর সংযুক্ত করেন।

• ১৪১৭ হিজরিতে পবিত্র কাবাঘরের সঙ্গে হাজরে আসওয়াদেও বিশেষ রুপার দ্বারা নতুন বেষ্টনী স্থাপিত হয়।

সাদা হাজরে আসওয়াদ কালো হলো কেন?

হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'হাজরে আসওয়াদ জান্নাত থেকে এমন অবস্থায় অবতীর্ণ হয়েছিল; যখন এটি দুধ হতেও বেশি সাদা ছিল। কিন্তু এটিকে আদম সন্তানের গুনাহ এমন কালো করে দিয়েছে।' (তিরমিজি, ইবজে খুজায়মা, মিশকাত, তালিকুর রাগিব)

হাজরে আসওয়াদ একটি আলোকপ্রভা, উজ্জ্বল পাথর ছিল। যার আলোকে নিষ্প্রভ করে দেওয়া হয়েছে। হাদিসে এসেছে-

হযরত আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমি বলতে শুনেছি, 'হাজরে আসওয়াদ ও মাকামে ইবরাহিম জান্নাতের ইয়াকুত (দীপ্তিশীল মূল্যবান মণি) থেকে দুটি ইয়াকুত। আল্লাহ্ তাআলা এই দুটির আলোকপ্রভা নিম্প্রভ করে দিয়েছেন। এ দুটির আলোকপ্রভা যদি তিনি নিস্তেজ করে না দিতেন তাহলে তা পূর্ব-পশ্চিমের মধ্যে যা কিছু আছে সব আলোকিত করে দিত।' (তিরমিজি, মিশকাত)

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেলো, সত্যিই হাজরে আসওয়াদ জান্নাত থেকে উজ্জ্বল আলো ও দুধের চেয়ে ধবধবে সাদা অবস্থায় দুনিয়াতে আসে। আর তা মানুষের গুনাহের কারণে আস্তে আস্তে কালোতে পরিণত হয়।

Address

97 West Kafrul, Zam Zam Shopping Centre, Agargaon Taltolah, Sher-E/Bangla Nagar
Dhaka
1207

Telephone

+8801764061071

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fatema Hajjah tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category