26/08/2023
💥 থাইল্যান্ড ভিসা নিয়ে সতর্কীকরণ 😔
আসসালামুআলাইকুম,
থাইল্যান্ডের ভিসা নিয়ে সম্মানিত সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,একটা সময় থাইল্যান্ডের ভিসা পেতে, কোন সমস্যা হতো না। কিন্তুু বর্তমানে থাইল্যান্ডের ভিসা পেতে একটু সমস্যা হচ্ছে। থাইল্যান্ডের এম্বাসির নির্দিষ্ট ওয়েবসাইটে যে ডকুমেন্ট লিস্ট দেওয়া আছে, এগুলা ছাড়াও এম্বাসি চাইলে যেকোন ডকুমেন্ট যে কোন সময় দাবি করতে পারে। ভিসার প্রয়োজন হলে আপনাকে এম্বাসির চাহিদা অনুযায়ী সকল নির্ভুল ডকুমেন্ট দিতে হবে। তা না হলে ভিসা পেতে সমস্যা হতে পারে।
আগে ভিসা পেতে সময় লাগত ৫ থেকে ৭ দিন। আর এখন ভিসা পেতে সময় লাগতেছে ১৫ থেকে ২০ দিন। আমরা অনেকেই আছি যারা কিনা মনে করি যে,এই ডকুমেন্ট ওই ডকুমেন্ট না দিয়েও ভিসা করাতে পারবো, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ভিসা পেতে হলে সব ডকুমেন্ট নির্ভুলভাবে জমা দিতে হবে। আর নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আপনার কোন ডকুমেন্ট দেখে যদি, এম্বাসির কাছে মনে হয়, যে ঐ ডকুমেন্টটা অরজিনাল না তার জন্য এম্বাসি চাইলে, আপনার ভিসা না দিয়ে পাসপোর্টে BL দিয়ে দিতে পারে।
🔥 বিঃদ্রঃ Lost passport, BL, VL, WL এসব ফাইল এখন এম্বাসি জমা নিচ্ছে না।
ভিসা সংক্রান্ত যেকোনো তথ্য ও ভিসার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এ ছাড়াও সব এয়ারলাইন্সের টিকেট, হজ্জ ও ওমরাহ প্যাকেজ, ট্যুর প্যাকেজ,হোটেল বুকিং এর জন্যও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
✔️বুকিং এর জন্য
✔️অফিস : এস. এ. ভবন (৩য় তলা)
১১৫/২৩,মতিঝিল সার্কুলার রোড
আরামবাগ ঢাকা-১০০০,বাংলাদেশ।
✔️ ফোন : ৮৮০ ২ ৪১০৭০৭৪২।
৪১০৭০৭৪৩।
৪১০৭০৭৪৪।
✔️মোবাইল : ৮৮ ০১৮১৯ ০৪৫ ৯৯৮।
০১৮১৯ ২১১ ৬৪৮।