Kandaree

Kandaree At Kandaree, we offer comprehensive services for leisure and corporate travel as well as completely

সকলের জীবন রঙিন হোক এই নতুন বসন্তে ভালোবাসার অটুট বন্ধনে।
14/02/2024

সকলের জীবন রঙিন হোক এই নতুন বসন্তে ভালোবাসার অটুট বন্ধনে।


সকলের জীবন রঙিন হোক এই নতুন বসন্তে ভালোবাসার অটুট বন্ধনে।
14/02/2024

সকলের জীবন রঙিন হোক এই নতুন বসন্তে ভালোবাসার অটুট বন্ধনে।

In this loveliest and happiest of seasons, may you find many reasons to celebrate. Have a wonderful Christmas!
25/12/2023

In this loveliest and happiest of seasons, may you find many reasons to celebrate. Have a wonderful Christmas!

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা!যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের প্রতি জানাই বিনম্র...
16/12/2023

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা!
যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা!

সবাইকে বিশ্ব পর্যটন দিবসের শুভেচ্ছা। আপনার ভ্রমণ হোক আনন্দময়য়, আরামদায়ক এবং নিরাপদ। 🏖       #বিশ্বপর্যটনদিবস
27/09/2023

সবাইকে বিশ্ব পর্যটন দিবসের শুভেচ্ছা। আপনার ভ্রমণ হোক আনন্দময়য়, আরামদায়ক এবং নিরাপদ। 🏖

#বিশ্বপর্যটনদিবস

*ঈদ মোবারক *ঈদ আমাদের সাম্যের শিক্ষা দেয়, ত্যাগের মহিমা শেখায়। পবিত্র ঈদুল আযহা এ নিজেদেরকে পরিশুদ্ধ করি সবাই। সব ভালো...
28/06/2023

*ঈদ মোবারক *
ঈদ আমাদের সাম্যের শিক্ষা দেয়, ত্যাগের মহিমা শেখায়। পবিত্র ঈদুল আযহা এ নিজেদেরকে পরিশুদ্ধ করি সবাই। সব ভালোটুকু গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাই সবাইকে নিয়ে।

ঈদ হোক আনন্দময়, ঈদের আনন্দে গ্লানি দুঃখ সব দূর হয়ে যাক। সবাইকে ঈদের শুভেচ্ছা।

23/03/2023

Ramadan Mubarak! May this month be a time of spiritual reflection, self-improvement, and gratitude. Let's remember those who are less fortunate and spread kindness wherever we can. May Allah bless us all during this blessed month and always. Ramadan Kareem.

21/03/2023

জলবায়ু পরিবর্তনের অশনি বিপদ থেকে রক্ষা করতে বনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গাছ থাকলে নিরাপদ থাকবে পরিবেশ। অক্সিজেন বৃদ্ধির পাশাপাশি সবুজ বন পরিবেশের ভারসাম্যও বজায় রাখে।
মানুষ এবং বিভিন্ন আদিবাসী সংস্কৃতি তাদের জীবিকা নির্বাহের জন্য বনের উপর নির্ভরশীল। শুধু মানুষের অস্ত্বিই নয়, প্রাণী এবং পোকামাকড়কে আশ্রয়স্থল , বাতাসে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং আর্দ্রতার ভারসাম্য বজায় রাখা, নদীতে মিষ্টি পানি সরবরাহকারী জলাশয়গুলো রক্ষাসহ পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে পৃথিবীতে বনের বিকল্প অসম্ভব।
তাই প্রত্যেকেরই উচিত নিজ ও ভবিষ্যত প্রজন্মের স্বার্থে বেশি বেশি গাছ লাগানো।
আন্তর্জাতিক বন দিবসে #কান্ডারীর পক্ষ থেকে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানাচ্ছি।
#আন্তর্জাতিকবনদিবস

পবিত্র শবে বরাত এর মহিমায় সন্দর হয়ে উঠুক সকলের জীবন!
07/03/2023

পবিত্র শবে বরাত এর মহিমায় সন্দর হয়ে উঠুক সকলের জীবন!

অমর একুশে ফেব্রুয়ারী। সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা!
21/02/2023

অমর একুশে ফেব্রুয়ারী। সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা!

01/01/2023

Happy New Year!

ট্রাফিক এলার্ট! আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত বিশেষ ব্যবস্থাপনায় বিমানবন্দর স...
23/11/2022

ট্রাফিক এলার্ট!
আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত বিশেষ ব্যবস্থাপনায় বিমানবন্দর স্টেশন এলাকায় সড়কের উন্নয়নকাজ চলবে। এতে যানজট সৃষ্টির আশঙ্কায় বিকল্প পথ ব্যবহার করা পরামর্শ দিয়েছে সড়ক ও জনপথ অধিদফতর (সওজ)। সওজের গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের পরিচালক এ এস এম ইলিয়াস শাহ্ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যান চলাচল স্থায়ীভাবে নির্বিঘ্ন করার লক্ষ্যে বিআরটি প্রকল্পের আওতাভুক্ত ঢাকা বিমানবন্দর স্টেশন এলাকায় ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা থেকে ২৭ নভেম্বর সকাল ছয়টা পর্যন্ত বিশেষ ব্যবস্থাপনায় সড়কের উন্নয়নকাজ চলমান থাকবে। সড়ক উন্নয়নকাজ চলমান অবস্থায় যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় চলাচলরত জনসাধারণ ও পরিবহনকে সম্ভাব্য বিকল্পপথ ব্যবহারের অনুরোধ অনুরোধ করা হয়।

পঞ্চগড় থেকে প্রতি বছর অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত খালি চোখে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা শুধু একটি পর্বত এর চূড়া ন...
07/11/2022

পঞ্চগড় থেকে প্রতি বছর অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত খালি চোখে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা শুধু একটি পর্বত এর চূড়া নয়। এর সাথে আরও রয়েছে আরও ১৭ টি চূড়া। যার সবগুলোই পঞ্চগড় থেকে দৃশ্যমান। কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের পর্বতমালার দ্বিতীয় এবং বিশ্বে তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ।

২ দিনের ট্যুরে ঘুরে আসুন পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে। পঞ্চগড়ে শুধু কাঞ্চনজঙ্ঘাই নয় দেখার মত আরো অনেক কিছু আছে।

প্রথমে আসি কিভাবে যাবেনঃ

ঢাকার গাবতলী এবং আবদুল্লাহ পুর থেকে বাস আছে। সময় লাগবে ১১ থেকে সাড়ে ১১ ঘন্টা।

যা যা দেখতে পারবেনঃ
১. বাংলাবান্ধা জিরো পয়েন্ট।
২. তেঁতুলিয়া ডাক-বাংলো থেকে মহানন্দা নদী।
৩. কাজী এন্ড কাজী টী এস্টেট।
৪. আনন্দধারা রিসোর্ট ( ভিতরে ঢুকতে রেফারেন্স লাগবে)।
৫. সমতল ভূমিতে চা বাগান।
৬. বাংলাদেশের একমাত্র রকস্ মিউজিয়াম।
৭. মহারাজার দীঘি।
৮. বাংলাদেশের সবচেয়ে মোটা কাঞ্চন বাঁশ।
কাজী এন্ড কাজী টী এস্টেট ঘুরে বের হওয়ার সময় তাদের সেলস্ স্টোর মিনি মিনা বাজার থেকে বিভিন্ন ফ্লেভারের চা পাতি/ টী ব্যাগ আনতে পারবেন।

থাকার ব্যবস্থাঃ
১. ডাক বাংলো আছে।
২. সীমান্তের পাড় নামে একটা হোটেল আছে।

Address

Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Kandaree posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kandaree:

Videos

Share

Category