22/09/2023
হে দুনিয়ার মুসলিম , গীবত ঋণের চেয়েও মারাত্মক।
ঋণ পরিশোধ করা যায় , কিন্তু গীবত পরিশোধ করা যায় না । বিচারের মাঠে যার গীবত করছেন , তাকে আপনার নেকি দিয়ে ঋণ পরিশোধ করতে হবে।
[ তিরমিজি হাদিস নং ; ২৪১৮ ]
ايحب احدكم ان ياكل لحم اخيه ميتا فكرهتموه .....
আল্লাহ বলেছেন : তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে ? বস্তুত তোমরা তো একে ঘৃণ্যই মনে কর। [ সুরা আল হুজরাত :১২ ]