ইৎমিনান - হজ ও উমরাহ সার্ভিসেস

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ইৎমিনান - হজ ও উমরাহ সার্ভিসেস

ইৎমিনান - হজ ও উমরাহ সার্ভিসেস হজ প্যাকেজ, উমরাহ প্যাকেজ, এয়ার টিকিট, ভিসা সহ বিভিন্ন পন্যের অনলাইন শপ।

03/06/2024

হজ ২০২৪ | মাদিনা
হোটেল রুম থেকে তোমায় দেখি হে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

02/06/2024

হজ ২০২৪ | জিয়ারাহঃ মাদিনা মুনাওয়ারাহ
২৫ যিলক্বদ ১৪৪৫, রবিবার (০২ জুন)

02/06/2024

হজ ২০২৪ | জিয়ারাহঃ মাদিনা মুনাওয়ারার পথে।
২৫ যিলক্বদ ১৪৪৫, রবিবার (০২ জুন)

31/05/2024

রাতের মক্কা... মাশা'আল্লাহ 👌

হজ ২০২৪ | লাগেজ শিফটিং
চলছে... এই ফাকে ট্রাকের উপর থেকে রাতের মক্কা দেখি।

30/05/2024

হজ ২০২৪ | জিয়ারাহঃ মক্কা
রেড সি, জেদ্দাহ।
৩০ মে, বৃহস্পতিবার

28/05/2024

হজ ২০২৪ | জিয়ারাহঃ তায়েফ - যাদুঘর
২০ যিলক্বদ ১৪৪৫ (২৮ মে), মঙ্গলবার

28/05/2024

হজ ২০২৪ | জিয়ারাহঃ তায়েফ
২০ যিলক্বদ ১৪৪৫ (২৮ মে), মঙ্গলবার

27/05/2024

হজ ২০২৪ | ডিলাক্স প্যাকেজের সকালের নাস্তা
দুই এক দিন পরপর ভিন্নতা থাকে নাস্তায়, আলহামদুলিল্লাহ।
হোটেল আশ'শোহাদা, আজইয়াদ রোড, মক্কা।

25/05/2024

হজ ২০২৪ | ইকোনমি প্যাকেজের সকালের নাস্তা
দুই এক দিন পরপর ভিন্নতা থাকে নাস্তায়, আলহামদুলিল্লাহ।
হোটেল এমার আল ডাহাবি, আল হিজরা রোড, মক্কা।

25/05/2024

হজ ২০২৪ | মক্কা জিয়ারাহ
২৫ মে (১৭ যিলক্বদ ১৪৪৫), শনিবার

24/05/2024

হজ ২০২৪ | ২৪ মে, জুমাবার
স্ট্যান্ডার্ড প্যাকেজের সকালের নাস্তা
হোটেল আন্দালুসিয়া, ইবরাহিম খলিল রোড, মক্কা।

16/05/2024

দিক নির্দেশনা...
হজ ২০২৪

14/05/2024

জেদ্দা থেকে কাবার পথে...
হজ ২০২৪

13/05/2024

রহমানের অতিথি হয়ে কাবার পথে...

13/05/2024

Checking for Hajj 2024

13/05/2024

চলছে....
হজ ২০২৪, আশকোনা হাজি ক্যাম্প
১৩ মে ২০২৪

১৩ তারিখ ফাস্ট ফ্লাইট ✈️হজ ২০২৪ সালের যাত্রীদের যাবতীয় ডকুমেন্টস বিতরণ চলছে।রব্বুল আলামিন এই পবিত্র সফর সহজ ও কবুল করেন,...
11/05/2024

১৩ তারিখ ফাস্ট ফ্লাইট ✈️
হজ ২০২৪ সালের যাত্রীদের যাবতীয় ডকুমেন্টস বিতরণ চলছে।

রব্বুল আলামিন এই পবিত্র সফর সহজ ও কবুল করেন, আমিন।

🕋
২০২৫/২৬ সালের হজে অংশগ্রহণ করার জন্য যোগাযোগ করুন। প্রি-রেজিষ্ট্রেশন/ প্রাক-নিবন্ধন চলমান আছে।

উত্তপ্ত মরুভূমির কোলে লাক্সারি বাসগুলো হাজীদের জন্য অপেক্ষামান। 🕋 ২০২৪ সালের হজ ব্যবস্থাপনা (১৪৪৫ হিঃ)
27/04/2024

উত্তপ্ত মরুভূমির কোলে লাক্সারি বাসগুলো হাজীদের জন্য অপেক্ষামান।

🕋 ২০২৪ সালের হজ ব্যবস্থাপনা (১৪৪৫ হিঃ)

26/04/2024
16/04/2024

হজের প্রথম ধাপ হলো "প্রি-রেজিষ্ট্রেশন"
এক কথায় হজ গমনে ইচ্ছুক হিসাবে সরকারের খাতায় নাম উঠানোকেই হজ প্রি-রেজিষ্ট্রেশন বলা হয়। এই প্রক্রিয়াটি হজ যাত্রায় আগ্রহী সকলের জন্য বাধ্যতামূলক। সবসময় কিছু প্রশ্ন থেকে যায়, যেমনঃ

▪️ কিভাবে হজ প্রাক-নিবন্ধন করতে হয়?
▪️ এই ফি কি ফেরত যোগ্য?
▪️ প্রাক-নিবন্ধন মানেই কি চলতি বছরে হজে যেতে পারবো?
▪️ নিজ প্রাক-নিবন্ধন কি নিজেই করা যায়?
▪️ যে এজেন্সির মাধ্যমে প্রাক-নিবন্ধন করবো হাজীকে কি সেই এজেন্সির মাধ্যমেই হজে যেতে হবে?

উপরোক্ত প্রশ্নগুলোর উত্তর পেতে, এবং হজ কেন্দ্রিক যে কোন প্রয়োজনীয় আলোচনার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুনঃ

✆ ফোন নাম্বারঃ +880
1911-539030 অথবা 1971-871607

⊕ ওয়েবসাইটঃ www.
ithminaan.com

🕋 কাবার মালিক পবিত্র হজের জন্য আমাদেরকে তাওফিক দান করেন, সহজ করেন, কবুল করেন, আমিন।

#হজ #হজ্জ #উমরাহ #ওমরাহ #মক্কা #মদিনা

(হজ্জ প্রাক-নিবন্ধন / Hajj Pre-Registration)

ছবি এই মানুষটিকে যদি সলাতে আপনার পাশে পেতেন তবে আপনি ওনাকে কি বলতে?...এই রমাযানেরই কথা। ইতিকাফে অবস্থান করার কারনে মুহাব...
16/04/2024

ছবি এই মানুষটিকে যদি সলাতে আপনার পাশে পেতেন তবে আপনি ওনাকে কি বলতে?...
এই রমাযানেরই কথা। ইতিকাফে অবস্থান করার কারনে মুহাব্বতের অনেক ভাই দেখা করতে মাসজিদে আসতেন। বিশেষত দ্বীনের উপর মুহাব্বত থেকেই ওনারা আসতেন, অধিকাংশ ভাইয়ের সাথে দস্তর শেয়ার করতাম; হয় কারও সাথে ইফতার নয়তো রাতের খাবার অথবা সাহরি। ওনারা আসতেন, দ্বীনি আলোচনায় মশগুল হতেন, সবই আল্লাহর করুনা... আলহামদুলিল্লাহ। তাদের অনেকেরই দাড়ি নেই, বেশিভাগই ওয়েস্টার্ন ড্রেস। কয়েকজনের বিদায়ে ইৎমিনান ছিলো না কারন, সলাতের মাঝে বিব্রত হতে হয়েছে। অনেক মুসল্লি তাদের পোশাক পরিচ্ছেদে নিয়ে তাদেরকে অপরিপক্ক তথা অযথা নসিহা করতেন; "নামাজ পড়া উচিৎ পাঞ্জাবি পড়ে" "আপনার টুপি কই?" আপনার দাড়ি ছোট কেনো?" ইত্যাদি। আফসোস ঐসব মুসল্লিদের জন্য যারা নিজের উপর সন্তুষ্ট হয়ে যায় এবং নিজেকে হেদায়েতপ্রাপ্ত মনে করেন। এটা কোন দিক দিয়েই দাওয়াতের পন্থা হতে পারে না, কখোনোই নয়! রাস্তায় হাজারো মানুষ সলাতের সময় ফাহিসা কাজে নিজেদেরকে ব্যস্ত রেখে ফরজ ইবাদাত থেকে গাফেল হচ্ছে সেখানে যিনি মাসজিদে এসেছেন তাকে এভাবে বিব্রত করার মানে কি!!! ছবিটি দেখে মনে হলো এনাকে দেখলে আমাদের সেই সব মুসল্লিরা কি করতেন??? চিন্তা করতেই শরীর শিউরে উঠে!!!

ভাই, ইসলামি শাষনতন্ত্র কায়েম করতে গেলে এই ধরনের হীন মানসিকতা পরিহার করতে হবে। মাসজিদ সম্পর্কে যথাযথ ধারনা অর্জন করতে হবে, দাওয়াতের পন্থা আলিম উলামার সহবতে শিখতে হবে। মাসজিদ আল্লাহর ঘর, এখানে সলাত হবে, বিয়ে হবে, বিচার হবে, সমাজ গড়ার প্রান কেন্দ্র হবে। দুই হারামের মাসজিদদ্বয় ছাড়া আর সকল মাসজিদে প্রবেশের জন্য মুসলিম হওয়ার প্রয়োজন হয় না, উযু থাকাও জরুরি নয়।

তাই আসুন দ্বীনের আদব শিখি, শরিয়তের জ্ঞান অর্জন করি, দাওয়াতের পন্থা শিখি, সাম্য বজায় রাখি, নিজের সীমা ও অন্যের অধিকার সম্পর্কে সচেতন হয়, মধ্যপন্থা অবলম্বন করি, ইত্যাদি এবং সর্বপরি হীনমন্যতা বয়কট করি।

রব্বুল আলামিন আমাদেরকে উপকারী ইলম অর্জন করার তাওফিক দান করেন, অপকারী ইলম থেকে দূরে রাখুন। অপর ভাইয়ের হক আদায়ে সচেষ্ট হওয়া সহজ করে দেন। অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দিয়ে অন্তর তাকওয়া ও ইখলাস দ্বারা পরিপূর্ণ করে দেন। দ্বীনের ও নিজের উপর জুলুম হয় এমন সব কাজ ও কথা বয়কট করে দুনিয়াতে বিনয়ী তথা শান্তি কায়েম করার তাওফিক দান করেন। সুন্নার উপর পাবন্দি করার তাওফিক দেন এবং দ্বীনের খাদেম হিসাবে আমাদেরকে কবুল করেন। আমাদের দুনিয়া ও আখিরাত সহজ ও নিরাপদ করে দেন যেন রহমানের বান্দা হিসাবে আমরা ইৎমিনান হয়ে যায়। আমিন ইয়া রব্বুল আলামিন।

এটি মাসজিদ আন-নববীর একাংশ, যেখানে আহসাবে সুফফারা বা যারা দুর-দুরান্ত থেকে দিনের পর রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল...
13/04/2024

এটি মাসজিদ আন-নববীর একাংশ, যেখানে আহসাবে সুফফারা বা যারা দুর-দুরান্ত থেকে দিনের পর রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহচার্যে থাকতেন এবং স্বচক্ষে প্রানাধিক প্রিয় নবীজীকে দেখতেন, শুনতেন ও আলোচনায় অংশ নিতেন; যার মাধ্যমে শিখতেন দ্বীন। পর্যাপ্ত সময়ের পর ফিরে যেতেন নিজভূমে দ্বীন চর্চা ও শেখানোর তথা ইসলামের প্রচার ও প্রসারের তাগীদে।

স্থানটি আল্লাহর রাসূল মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুজরা তথা কামরার উত্তর দিকের অংশ। হজ ও উমরাহ পালনকারীগন মদিনা মনওয়ারার জিয়ারতের সময় এই স্থানটি পরিদর্শন ও এখানে কিছুটা সময় কাটিয়ে সিরাত উপভোগ করে নিজের ঈমান উদ্দীপ্ত করে নেন।

রব্বুল আলামিন আমাদের সবাইকে তার ঘরের জিয়ারত ও তার প্রিয় হাবীব সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শহর মদিনায় ভ্রমন, উক্ত মাসজিদে সলাত আদায় ও সরাসরি রাসূলকে সালাম জানানোর তাওফিক দান করেন। তাওফিকে বারাকাহ হিসাবে আমাদেরকে ক্ষমা করে আমাদের দুনিয়া ও আখিরাত নিরাপদ, সহজ ও সম্মানজনক করে দেন। আমিন ইয়া রব্বুল আলামিন।

12/04/2024

এই সিজনে আমাদের শেষ উমরাহ কাফেলা। এখনও কয়েকটি সিট খালি থাকায় আগ্রাহীরা যোগাযোগ করতে পারেন। আগে দেখে দিন বিস্তারিত 👇

১৪৬,৫০০ টাকায় উমরাহ! (রমাযান ১৪৪৫ ঈদের পর)
🗓️ ১৭ এপ্রিল, ২০২৪

✅ ১৪ দিনের প্যাকেজে যা যা থাকছেঃ
√ ভিসা
√ ডাইরেক্ট ফ্লাইট
√ হোটেল (৬০০ - ৯০০ মিঃ দুরত্ব, ১ রুমে ৪/৫ জন)
√ যাতায়াত
√ খাবার
√ জিয়ারাহ
√ গাইড
√ প্রশিক্ষন
√ মুয়াল্লিম (উমরাহ করানোর জন্য আলেম/ অভিজ্ঞ গাইডের এর ব্যবস্থা করার চেষ্টা করা হবে, ইনশা'আল্লাহ)

✈️ ফ্লাইট ডিটেইলসঃ
1 SV 799Q 17APR 3 DACMED SS1 0640 1115 /DCSV /E
2 SV 802T 30APR 2 JEDDAC SS1 1505 0045 01MAY 3 /DCSV /E

🌐 বিস্তারিত দেখতে ভিজিট করুনঃ
https://ithminaan.com/after-ramadan-2024/

☎️ বুকিং করতে কল করুনঃ
+৮৮০ ১৯১১ ৫৩৯ ০৩০
সরাসরি বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।

✅ উমরাহ এর বুকিং দিতে যা যা প্রয়োজনঃ
- অক্টোবর ৩১, ২০২৪ পর্যন্ত পাসপোর্ট এর মেয়াদ
- সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি
- জনপ্রতি ৭০,০০০ টাকা অ্যাডভান্স বুকিং মানি

লক্ষনীয় 🚥
☞ এয়ারলাইন্সের টিকিট থাকা সাপেক্ষে বুকিং চলছে। আগ্রহীরা অতিশিঘ্রই যোগাযোগ করুন।
☞ ডলার/ রিয়ালের মূল্য পরিবর্তন এবং সরকারি নীতিমালা সাপেক্ষে প্যাকেজে যেকোন পরিবর্তন/পরিমার্জন কাফেলা পরিচালনাকারী কর্তৃপক্ষের এখতিয়ারাধীন।

🔗

♥️ 🕋 ♥️

সবুজ পাহাড়ের কোলে ঈদের সলাত ✨সৌদি আরবের জিঝান প্রদেশে ফায়ফা সরকার কর্তৃক আয়োজিত ঈদ উল ফিতর সলাতের জামাত। 🎉🌙🎉            ...
12/04/2024

সবুজ পাহাড়ের কোলে ঈদের সলাত ✨
সৌদি আরবের জিঝান প্রদেশে ফায়ফা সরকার কর্তৃক আয়োজিত ঈদ উল ফিতর সলাতের জামাত।

🎉🌙🎉

11/04/2024

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ✨🎉
সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতর ২০২৪ এর শুভেচ্ছা 💐
আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করে আমাদের দুনিয়া ও আখিরাত সহজ, সম্মানজনক তথা সফল করে দেন, আমিন 🤲

১৪৬,৫০০ টাকায় উমরাহ! (রমাযান ১৪৪৫ ঈদের পর)🗓️  ১৭ এপ্রিল, ২০২৪✅  ১৪ দিনের প্যাকেজে যা যা থাকছেঃ√ ভিসা√ ডাইরেক্ট ফ্লাইট√ হ...
02/04/2024

১৪৬,৫০০ টাকায় উমরাহ! (রমাযান ১৪৪৫ ঈদের পর)
🗓️ ১৭ এপ্রিল, ২০২৪

✅ ১৪ দিনের প্যাকেজে যা যা থাকছেঃ
√ ভিসা
√ ডাইরেক্ট ফ্লাইট
√ হোটেল (৬০০ - ৯০০ মিঃ দুরত্ব, ১ রুমে ৪/৫ জন)
√ যাতায়াত
√ খাবার
√ জিয়ারাহ
√ গাইড
√ প্রশিক্ষন
√ মুয়াল্লিম (উমরাহ করানোর জন্য আলেম/ অভিজ্ঞ গাইডের এর ব্যবস্থা করার চেষ্টা করা হবে, ইনশা'আল্লাহ)

✈️ ফ্লাইট ডিটেইলসঃ
1 SV 799Q 17APR 3 DACMED SS1 0640 1115 /DCSV /E
2 SV 802T 30APR 2 JEDDAC SS1 1505 0045 01MAY 3 /DCSV /E

🌐 বিস্তারিত দেখতে ভিজিট করুনঃ
https://ithminaan.com/after-ramadan-2024/

☎️ বুকিং করতে কল করুনঃ
+৮৮০ ১৯১১ ৫৩৯ ০৩০
সরাসরি বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।

✅ উমরাহ এর বুকিং দিতে যা যা প্রয়োজনঃ
- অক্টোবর ৩১, ২০২৪ পর্যন্ত পাসপোর্ট এর মেয়াদ
- সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি
- জনপ্রতি ৭০,০০০ টাকা অ্যাডভান্স বুকিং মানি

লক্ষনীয় 🚥
☞ এয়ারলাইন্সের টিকিট থাকা সাপেক্ষে বুকিং চলছে। আগ্রহীরা অতিশিঘ্রই যোগাযোগ করুন।
☞ ডলার/ রিয়ালের মূল্য পরিবর্তন এবং সরকারি নীতিমালা সাপেক্ষে প্যাকেজে যেকোন পরিবর্তন/পরিমার্জন কাফেলা পরিচালনাকারী কর্তৃপক্ষের এখতিয়ারাধীন।

🔗

♥️ 🕋 ♥️

সময়ের এক ফোড় অসময়ের দশ!এই প্রবাদটি হজ উমরাহ যাত্রীদের ক্ষেত্রে বেশ পরিলক্ষিত হয়। এই কারনেই বলছি যে, যখন কোন আগ্রহী যাত্র...
02/04/2024

সময়ের এক ফোড় অসময়ের দশ!
এই প্রবাদটি হজ উমরাহ যাত্রীদের ক্ষেত্রে বেশ পরিলক্ষিত হয়। এই কারনেই বলছি যে, যখন কোন আগ্রহী যাত্রী আমাদের কাছে উমরাহ বা হজের জন্য আগ্রহ প্রকাশ করেন তখন আগ্রহী সম্মানিত যাত্রীদের প্রশ্নগুলো যেমন হয়;
◾ খরচ কতো?
◾ কোন হোটেলে এবং কতো দূর রাখবেন?
◾ খাওয়ার কি ব্যবস্থা?
◾ কোথায় কোথায় বেড়াবেন?
◾ আলিম আছে কি না গ্রুপে?

৯৯.৯৯% যাত্রীরা উপরোক্ত প্রশ্নগুলোই করেন। কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি সেটা অলমোস্ট কেউই করেন না (ইল্লা মাশা'আল্লাহ গুটি কয়েক মানুষ ছাড়া) সেটা হচ্ছে; "আপনারা কি হজ বা উমরার প্রশিক্ষন করান?" 👈

❓ প্রশিক্ষন কিভাবে হয়?
❓ কে/ কারা প্রশিক্ষণ দেন?
❓ কি কি শিখবো আমরা? ইত্যাদি...

আসলে এই প্রশিক্ষনটাই মূল, অর্থাৎ প্রশিক্ষন ছাড়া এই পবিত্র সফর কঠিন হয়ে পড়ে। কারন প্রশিক্ষণ মানেই প্রথমত সম্ভাব্য আমাল ও তার পদ্ধতি এবং পরে সম্পৃক্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত ধারনা আলোচনা হয়। প্রশিক্ষনের সুবিধা;
✅ আল্লাহ নিয়াত দেখেন আর প্রশিক্ষনে অংশ নেওয়া মানেই মজবুত নিয়াত।
✅ প্রশিক্ষনে অংশগ্রহণ করলে সম্ভাব্য সঠিক পদ্ধতি জানা ও শেখা যায়।
✅ অনেক জানা বা অস্পষ্ট বিষয়গুলো পরিষ্কার হয়ে যায়।
✅ গ্রুপের সবার মানে সহযাত্রীদের সাথে আগে থেকেই পরিচয় হয়ে যায় যাতে সখ্যতা হয় তাতে সফরকালীন সময় পরিবেশ ও পরিস্থিতি অনুকূলে থাকে।
✅ সর্বপরি সফরকালীন সময়ে কোন কিছুই নতুন বা কঠিন মনে হয় না, এছাড়াও আরও অনেক উপকারিতা বিদ্যমান।

প্যাকেজ মূল্য, হোটেল, এয়ার টিকিট, ইত্যাদি বিষয়গুলো অবশ্যই জানবেন কারন আপনার পরিশ্রমের বিনিময়ে উপার্জিত অর্থ খরচ করে কি পাচ্ছেন তা পরিষ্কার হওয়া এবং করা যাত্রী ও এজেন্সি উভয়ের জন্য আবশ্যকীয় তবে প্যাকেজ নির্ধারনের সময় প্রশিক্ষনের দিকে বিশেষ নজড় দেওয়া সর্বাধিক গুরুত্বপূর্ণ। আপনার আশেপাশে খেয়াল করলে দেখবেন যারা বায়তুল্লার সফর করেছেন তাদের অধিকাংশেরই কোন কোন অভিযোগ থাকে, এই অভিযোগ তথা অসন্তোষের জন্য শুধু কি এজেন্সিই দায়ী! মানে প্রশ্ন করুন এজেন্সিকে, সব বিষয়ে... খুটিনাটি যেনে নিন সবিস্তারে!

ভিসা, হোটেল, এয়ার টিকিট, খাবার সহ অন্যান্য যাবতীয় প্রয়োজনীয় সেবা/ সুবিধা সব এজেন্সিই দিয়ে থাকে কারন এটা আমাদের ব্যবসা। এবং সব এজেন্সিই যাত্রীর চাহিদা অনুযায়ী বিভিন্ন রকমের প্যাকেজ করে, তাই শুধু মাত্র প্যাকেজ মূল্যের দিকে মনোযোগ না দিয়ে আপনার চাহিদার তালিকায় প্রশিক্ষনও রাখুন। হজ বা উমরার সফর যেমন হওয়া উচিৎ তেমনি ভাবেই উপভোগ করুন, মনে রাখবেন "রহমানের মেহমান সবাই হতে পারে না, আপনি হয়েছেন তাই এই সুযোগ যথাযথ কাজে লাগিয়েই ফিরতে হবে; তা হচ্ছে রহমানের করুনাঃ ক্ষমা! 💐

🤲
কাবার মালিক রহমান আল্লাহ আমাদের সবার সফর সহজ করেন, ইবাদত বান্দেগী কবুল করেন। তার পবিত্র শহর দ্বয়ে আমাদেরকে আদবের সাথে সফর করান, কাবার জিয়ারত কবুল করেন, তার রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার তাওফিক দান করেন। আমাদের দুনিয়া ও আখিরাত নিরাপদ ও সম্মানজনক করে দেন। আমাদের তাওফিকে বারাকাহ দিয়ে আমাদেরকে ইৎমিনান করে দিন। আমিন ইয়া রব্ব!!!

🔗
#হজ #হজ্জ #উমরাহ #ওমরাহ #প্রশিক্ষণ

❤️🕋❤️

27/03/2024

মাসজিদুন নববী থেকে সরাসরি...
শায়েখ আব্দুল মুহসিন আল কাসিম মক্কায় জন্মগ্রহণ করেন। শিক্ষাবিদ পরিবারে বেড়ে উঠা তার। খুব অল্প বয়সেই তিনি কুরআন মাজীদ হিফজ করেন। পরবর্তীতে প্রখ্যাত সব শিক্ষাবিদের সান্নিধ্যে শরিয়ার উপর পড়ালেখা শুরু করেন, এবং পিএইচডি অর্জন করেন। বিচারক হিসাবে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে মাসজিদ আন নববীতে ইমাম ও খতিব হিসাবে নিযুক্ত হন।

শায়েখের উজ্জ্বল জীবনকে আরও উজ্জ্বল করে তার সুরলিত তিলোয়াত, ভাবগম্ভীর বক্তব্য, তার লেখা কিতাব। আর এ সব কিছুকে ছাপিয়ে এগিয়ে যা থাকে তা হচ্ছে শায়েখের তার বিনয়, নম্রতা ও জ্ঞানার্জনের প্রতি আগ্রহ।

আল্লাহ শায়েখের সম্মান সম্মুন্নত রাখেন, নেক হায়াত দারাজ করেন, বারাকায় পরিপূর্ণ করে দেন, দুনিয়া ও আখিরাত নিরাপদ করে দেন। সর্বপরি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। আমিন, ইয়া রব্ব!!!

যিনি পৃথিবীর শ্রেষ্ঠতম মাসজিদে ইতিকাফ করবেন তিনি কতোই না সৌভাগ্যবান। সুবহান'আল্লাহ!রমাযানে উমরাহ পালনে হজের সওয়াব পাওয়া ...
28/02/2024

যিনি পৃথিবীর শ্রেষ্ঠতম মাসজিদে ইতিকাফ করবেন তিনি কতোই না সৌভাগ্যবান। সুবহান'আল্লাহ!

রমাযানে উমরাহ পালনে হজের সওয়াব পাওয়া যায়। আর ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদর পাওয়া সুনিশ্চিত হয়। ইতিকাফের মাধ্যমে অসংখ্য গুনাহ থেকে পরিত্রাণ লাভ করা যায়। পাপাচারের সয়লাব থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ তাআলার ঘর যেন লৌহপ্রাচীর বেষ্টিত চির সংরক্ষিত এক মহা দূর্গ। ইতিকাফের মাধ্যমে নিজেকে জাগতিক নানা ঝামেলা থেকে মুক্ত করে সম্পূর্ণরূপে আল্লাহর নিকট সঁপে দেয়া হয়। ইতিকাফের দ্বারা চব্বিশ ঘণ্টা ফেরেশতাসুলভ আচরণের উপর অবিচল থাকার চমৎকার প্রশিক্ষণ হয়।

আসছে রমাযান ১৪৪৫ (২০২৪ ঈঃ) এর শেষ দশক যথাযথ উদযাপনের জন্য আমাদের থাকছে "কদর প্যাকেজ" অর্থাৎ সাশ্রয়ী মূল্যে মানসম্মত সেবা সমৃদ্ধ উমরাহ ও ইতিকাফ প্যাকেজ।

💰
প্যাকেজ মূল্য ১৫৫,০০০/- থেকে শুরু।
প্যাকেজ বিস্তারিতঃ https://t.ly/Ajykr

☎️
প্রয়োজনে যোগাযোগ করুনঃ
(+880) 1911-539030
(+880) 1971-871607

🕋

রমযান নিঃসন্দেহে উমরাহ পালনের জন্য সর্বোত্তম মাস। বছরের অন্যান্য মাসে উমরাহ করলে শুধু উমরার সওয়াব পাওয়া যায়, কিন্তু র...
25/01/2024

রমযান নিঃসন্দেহে উমরাহ পালনের জন্য সর্বোত্তম মাস। বছরের অন্যান্য মাসে উমরাহ করলে শুধু উমরার সওয়াব পাওয়া যায়, কিন্তু রমযান মাসে উমরাহ করলে হজের সওয়াব পাওয়া যায়। কারণ রমযান মাসকে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন কারণে সম্মানিত করেছেন। আর্থিক ও শারীরিক অবস্থাসম্পন্ন কোন মুমিন বান্দা যদি রমযান মাসে উমরাহ করার সুযোগ পান তবে ঐ সুযোগটি যথাপোযোক্তরুপে ব্যবহার করেন।

রমযানে আমরা কমপক্ষে দুইটি কাফেলার পরিকল্পনা করেছি, যার প্রথমটি ইতোমধ্যে প্রকাশ হয়েছে। এয়ার টিকিট ও হোটেল নির্ধারন হওয়া সাপেক্ষে দ্বিতীয়টি প্রকাশের অপেক্ষায়।

প্যাকেজ ফিচারঃ
-----------------
- রমযানের প্রথম দশকের এই কাফেলা।
- এক জুমা মাক্কায়, আরেক জুমা মাদিনায়।
- ১৩ রাত, ১৪ দিন।
- যাত্রার সম্ভাব্য তারিখঃ ১২ – ১৪ মার্চ ২০২৪
- আসার সম্ভাব্য তারিখঃ ২৬ – ২৮ মার্চ ২০২৪
- অংশগ্রহনকারী প্রতি হাজীর খরচঃ ১,৫৫,০০০/-

প্যাকেজে যা যা পাবেনঃ
------------------------
- বীমা সহ উমরাহ ভিসা।
- এয়ার টিকিট।
- যাতায়াত।
- হোটেল।
- ঐতিহাসিক স্থান পরিদর্শন।
- গাইড

আর রহমানের অতিথিদের খেদমতে ইৎমিনানের পক্ষ থেকে হাদিয়া স্বরুপ উমরাহ প্রশিক্ষন ও প্রয়োজনীয় কয়েকটি বই।

~ প্যাকেজ বিস্তারিতঃ https://t.ly/H2wX-

সিট খালি থাকা সাপেক্ষে বুকিং চলছে। বুকিং করতে অথবা আলোচনা করতে যোগাযোগ করুনঃ 01911-539030 এবং 01971-871607 (সরাসরি বা হোয়াটস-এ্যাপ)

Ramadan Umrah Packages from Bangladesh #উমরাহ #ওমরাহ #রমাদান #রমযান #রমজান

Address

Shamoli
Dhaka
1207

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801911539030

Alerts

Be the first to know and let us send you an email when ইৎমিনান - হজ ও উমরাহ সার্ভিসেস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইৎমিনান - হজ ও উমরাহ সার্ভিসেস:

Videos

Share


Other Dhaka travel agencies

Show All