ইউনানি মেডিকেল হল - Unani Medical Hall

ইউনানি মেডিকেল হল - Unani Medical Hall .

26/08/2023

📣আলহামদুলিল্লাহ,
আমেরিকার নিউইয়র্কে সকল মসজিদে মাইকে আজান দেওয়ার অফিসিয়াল অনুমতি দিয়েছে নিউইয়র্ক সিটি প্রশাসন।

📣আমিদানির খবরে কাঁচা মরিচের দাম কেজিতে ১২০ টাকা কমেছে সূত্রঃ বাংলা ট্রিবিউন।
02/07/2023

📣আমিদানির খবরে কাঁচা মরিচের দাম কেজিতে ১২০ টাকা কমেছে

সূত্রঃ বাংলা ট্রিবিউন।

♥️মাশাআল্লাহ♥️হজ এবং ঈদ-উল আযহার পর মসজিদ আল 🕋হারামে প্রথম জুমার নামাজের নয়ন জুড়ানো কিছু স্থিরচিত্র। খতিব ছিলেন শায়খ আব্...
30/06/2023

♥️মাশাআল্লাহ♥️
হজ এবং ঈদ-উল আযহার পর মসজিদ আল 🕋হারামে প্রথম জুমার নামাজের নয়ন জুড়ানো কিছু স্থিরচিত্র।

খতিব ছিলেন শায়খ আব্দুল্লাহ জুহানী।

♥️মাশাআল্লাহ♥️ঈদ-উল আযহা উপলক্ষে মসজিদ আল 🕋হারামের প্রেসিডেন্সি হজযাত্রীদের মাঝে উপহার বিতরণ করেছেন।
28/06/2023

♥️মাশাআল্লাহ♥️
ঈদ-উল আযহা উপলক্ষে মসজিদ আল 🕋হারামের প্রেসিডেন্সি হজযাত্রীদের মাঝে উপহার বিতরণ করেছেন।

27/06/2023

প্রবাসে অবস্থানরত সকল রেমিট্যান্স হিরোদের জানাই পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা।
ঈদ মোবারক🌙

27/06/2023

📣হজ খুতবা লাইভঃ

📣বাংলায় হজের খুতবা শুনবেন যেভাবেঃযেকোনো ডিভাইস থেকে মানারাতুল হারামাইন https://manaratalharamain.gov.sa/arafa/arafa_serm...
27/06/2023

📣বাংলায় হজের খুতবা শুনবেন যেভাবেঃ
যেকোনো ডিভাইস থেকে মানারাতুল হারামাইন

https://manaratalharamain.gov.sa/arafa/arafa_sermon/en

ওয়েবসাইটে প্রবেশ করুন এবং ভাষা নির্বাচন করুন।
এছাড়াও খুতবা শোনা যাবে মানারাতুল হারামাইন অ্যাপ, আল কোরআন চ্যানেল, আস সুন্নাহ চ্যানেলে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউটিউব, ফেসবুক ও টুইটারে খুতবা শুনতে পারবেন।

মসজিদ নামিরা থেকে সৌদির স্থানীয় সময় বেলা সাড়ে ১২ টার দিকে হজযাত্রীদের উদ্দেশ্যে খুতবা পাঠ করবেন শায়খ ড. ইউসুফ বিন মোহাম্মদ বিন সাঈদ।

📣আলহামদুলিল্লাহ,হজযাত্রীদের বরণ করার জন্য আরাফাত ময়দানে অবস্থিত মসজিদ আল নামিরাহ-তে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হজযাত্রীদের...
26/06/2023

📣আলহামদুলিল্লাহ,
হজযাত্রীদের বরণ করার জন্য আরাফাত ময়দানে অবস্থিত মসজিদ আল নামিরাহ-তে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হজযাত্রীদের খেদমতে ১ লাখ ২৫ হাজার মিটারের বেশী কার্পেট বিছানো হয়েছে এবং ১ হাজার টয়লেট স্থাপন করা হয়েছে।

📣১৪৪৪ হিজরির হজ মৌসুমে ১.৮ মিলিয়ন হজ ই-ভিসা ইস্যু করেছে জানিয়েছেন সৌদি হজ ও ওমরাহ উপমন্ত্রী ড. আব্দুলফাত্তাহ মাশাত।সূত্র...
26/06/2023

📣১৪৪৪ হিজরির হজ মৌসুমে ১.৮ মিলিয়ন হজ ই-ভিসা ইস্যু করেছে জানিয়েছেন সৌদি হজ ও ওমরাহ উপমন্ত্রী ড. আব্দুলফাত্তাহ মাশাত।

সূত্রঃ সৌদি গেজেট

25/06/2023

📣আলহামদুলিল্লাহ,
হজযাত্রীরা মিনার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে

♥️আলহামদুলিল্লাহ♥️মসজিদ আল🕋হারাম এখন কানায় কানায় পূর্ণ। ছবিঃ ২০২০ সালে হজের আগের এবং ২০২৩ সালে হজের আগের দৃশ্য।
25/06/2023

♥️আলহামদুলিল্লাহ♥️
মসজিদ আল🕋হারাম এখন কানায় কানায় পূর্ণ।

ছবিঃ ২০২০ সালে হজের আগের এবং ২০২৩ সালে হজের আগের দৃশ্য।

18/06/2023

আলহামদুলিল্লাহ,
সৌদিতে জিলহজ্ব মাসের 🌙চাঁদ দেখা গেছে। ২৭ জুন পবিত্র হজ এবং ২৮ জুন ঈদুল আযহা উদযাপিত হবে।

প্রশ্ন: কোরবানির গরুর ভাগের মধ্যে আকিকার ভাগ নেয়া যাবে কিনা?
18/06/2023

প্রশ্ন: কোরবানির গরুর ভাগের মধ্যে আকিকার ভাগ নেয়া যাবে কিনা?

📣মরুভূমি অঞ্চলের একটি পার্কের নয়নাভিরাম দৃশ্য।চলতি সপ্তাহের তোলা ছবি। লোকেশন: আবহা, সৌদি আরব।সংগৃহীত পোস্ট
16/06/2023

📣মরুভূমি অঞ্চলের একটি পার্কের নয়নাভিরাম দৃশ্য।
চলতি সপ্তাহের তোলা ছবি।
লোকেশন: আবহা, সৌদি আরব।

সংগৃহীত পোস্ট

আলহামদুলিল্লাহ,লিবিয়া আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে বাংলাদেশী প্রতিযোগি হাফেজ আবু তালহা।বিদ...
13/06/2023

আলহামদুলিল্লাহ,
লিবিয়া আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে বাংলাদেশী প্রতিযোগি হাফেজ আবু তালহা।

বিদেশে বাংলাদেশের মুখ উজ্জ্বল করায় হাফেজ আবু তালহাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

📣মাঝে মাঝে কবরস্থান পরিদর্শন করার চেষ্টা করুন, কারণ এটি আপনাকে আপনার চূড়ান্ত গন্তব্যের কথা মনে করিয়ে দেয়।
11/06/2023

📣মাঝে মাঝে কবরস্থান পরিদর্শন করার চেষ্টা করুন, কারণ এটি আপনাকে আপনার চূড়ান্ত গন্তব্যের কথা মনে করিয়ে দেয়।

📣খালি পেটে পানি পান করার উপকারিতা:সকালে খালি পেটে পানি পান করলে তা নতুন রক্তকোষ তৈরি করতে এবং রক্তপ্রবাহ স্বাভাবিক রাখতে...
11/06/2023

📣খালি পেটে পানি পান করার উপকারিতা:

সকালে খালি পেটে পানি পান করলে তা নতুন রক্তকোষ তৈরি করতে এবং রক্তপ্রবাহ স্বাভাবিক রাখতে সাহায্য করে। এছাড়াও শরীর থেকে রক্তের দূষিত পদার্থগুলো বের করে দিতে কাজ করে এভাবে পানি পান করার অভ্যাস। যে কারণে ওজন নিয়ন্ত্রণে রাখাও সহজ হয়।

সকালে খালি পেটে এক গ্লাস পানি পান করলে তা অনেকভাবে আপনার উপকারে আসবে। তার মধ্যে একটি হলো এটি হজমের সমস্যার সমাধান করে। রাতে সাত-আট ঘণ্টা ঘুমানোর ফলে হজমের ক্রিয়া ধীর থাকে, তাই সকালে খালি পেটে এক গ্লাস পানি পান করলে হজম শক্তি পুনরায় সচল হয়।
প্রতিদিন সকালে এক গ্লাস হালকা গরম পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে খেলে তা পেট পরিষ্কার রাখতে কাজ করবে। এতে শরীরের বিপাক হার বৃদ্ধি পাবে। সেইসঙ্গে কমবে অতিরিক্ত ওজনও। তাই নিজেকে ফিট রাখতে হলে প্রতিদিন সকালে খালি পেটে পানি পান করতে হবে।

বাতের ব্যথা ও কিডনির সমস্যা কমাতেও কাজ করে সকালবেলা খালি পেটে পানি পান করার অভ্যাস। এর পাশাপাশি বমি বমি ভাব, গলার সমস্যা, মাইগ্রেন কমাতেও কাজ করে এই অভ্যাস। সুস্থ থাকার জন্য সকালে খালি পেটে পানি পান করার অভ্যাস ধরে রাখুন।

📣মাস্টারবেশন এর অপকারীতা:মাস্টারবেশন খুবই ট্যাবু একটি বিষয়। এ ব্যাপারে আলোচনা খুবই কম হয়। আমাদের দেশে প্রাইমারী এবং হাইস...
06/06/2023

📣মাস্টারবেশন এর অপকারীতা:

মাস্টারবেশন খুবই ট্যাবু একটি বিষয়। এ ব্যাপারে আলোচনা খুবই কম হয়। আমাদের দেশে প্রাইমারী এবং হাইস্কুল লেভেলে এসব টপিকে প্রায় কোন আলোচনাই হয়না। বরং আমাদের শিক্ষকেরা এসব বিষয় এড়িয়ে যান। সদ্য যৌবনে পদার্পণ করা কোন ছেলে বা মেয়ে যখন নিজের পরিবর্তনগুলো দেখতে পারে তখন অনেকেই অতিরিক্ত হস্তমৈথুনে আসক্ত হয়ে পড়ে যা পরবর্তীতে নানাবিধ ক্ষতি ডেকে আনে।অনেকেই উপযুক্ত বয়সে বিয়ে করতে ভয় পায়।তাছাড়া অনেকে বিভিন্ন পর্নোগ্রাফির সাইটগুলোতে বিভিন্ন ভিডিও দেখে উত্তেজিত হয়ে পড়ে এবং বারবার হস্তমৈথুন করে।আসুন জেনে নেয়া যাক এর কুপ্রভাব সম্পর্কে।

📛📛 মাস্টারবেশনের অপকারীতাঃ

➡️ মানসিক অপরাধবোধে ভোগা
➡️অবসাদ
➡️শারীরিক দুর্বলতা
➡️পুরুষদের দ্রুত বীর্যপাত
➡️পুরুষদের বীর্যের পরিমান কমে যাওয়া
➡️পুরুষদের লিংগ উত্থানে সমস্যা
➡️পুরুষদের লিংগ কিছুটা বাকা হয়ে যাওয়া
➡️মনোযোগহীনতা
➡️যৌনমিলনে অনীহা
➡️জননাংগে ব্যথা
➡️পুরুষদের অণ্ডকোষে ব্যথা
➡️মেয়েদের পিঠ ব্যথা
➡️চুল পড়ে যাওয়া
➡️দৃষ্টি শক্তি হ্রাস পাওয়া

অল্প বয়সী তরুন বা তরুণী যারা আছেন তাদেরকে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। হোমিওপ্যাথি বা ইউনানি যেসব চটকদার বিজ্ঞাপন পাওয়া যায় সেসব ওষুধের ফলে সাময়িক কিছু উপকার পাওয়া গেলেও তা থেকে কিডনী ড্যামেজ হতে পারে।তাই এসব ওষুধ বর্জন করবেন। যারা অতিরিক্ত হস্তমৈথুনের কারনে উপরের সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন তারা চিকিৎসকের শরনাপন্ন হোন।

Address

মুক্তিযোদ্ধা সুপার মার্কেট (চতুর্থ তলা) দোকান নং-৯ (পূর্ব বারান্দা) মিরপুর-১
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইউনানি মেডিকেল হল - Unani Medical Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইউনানি মেডিকেল হল - Unani Medical Hall:

Videos

Share

Category