Munni aktar

Munni aktar My page Follow me

14/12/2023
16/05/2023

Follow to Follow

04/10/2022

মনোযোগ দিয়ে কথা গুলো মন দিয়ে শুনুন

আলহামদুলিল্লাহ.! ছুম্মা আলহামদুলিল্লাহ...!সৌদি আরবে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ টি দেশের প্রতিযোগীদের মধ্য...
23/09/2022

আলহামদুলিল্লাহ.! ছুম্মা আলহামদুলিল্লাহ...!
সৌদি আরবে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের এক ফুটন্ত গোলাপ হাফেজে কুরআন সালেহ আহমাদ তাকরীম ৩য় স্থান অর্জন করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে, এদেশের মানুষের হৃদয়ে আশার সঞ্চার করেছে এবং সত্যিকার অর্থে বাংলাদেশ যে বিশ্বের ২য় বৃহত্তম মুসলিম রাষ্ট্র সে কথার প্রমান দিয়েছে।

নেপালে নারী খেলোয়াড়দের বিজয়ে নারী লি-প্সু না-স্তিক মহল যখন এদেশের উলামায়ে কেরাম ও ইসলাম পন্থিদের এক হাত নেয়ার চেষ্টা করছিলো ঠিক সে সময় বাংলাদেশী বিজয়ী হাফেজের এই কৃতিত্ব এদেশের আলেম উলামা ও ইসলাম পন্থিদের মুখে উজ্জ্বল হাসি ফুটিয়েছে।

দুঃখ ও পরিতাপের বিষয়, নারী খেলোয়াড়দের সংবর্ধনার জন্য মিডিয়া কর্মী, তথাকথিত সুশীল সমাজ ও বুদ্ধিজীবীদের এয়ারপোর্টে ছুটাছুটি চোখে পরার মতই কিন্তু আন্তর্জাতিক হাফেজে কুরআন দেশে ফিরে আসে তাদের জন্য কোন সংবর্ধনার ব্যবস্থা থাকে না। জাতি হিসেবে এটা আমাদের চরম ব্যর্থতা ছাড়া আর কি হতে পারে?

মিশরের মত একটি সেকুলার রাষ্ট্রেও আন্তর্জাতিক ক্বারী ও হাফেজে কুরআনদেরকে রাষ্ট্রীয় পদক ও ক্রেস্ট তুলে দেন সে দেশের রাষ্ট্রপ্রধানগন।
পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই ও থাইল্যান্ডে ক্বারী ও হাফেজদেরকে কি সম্মান ও সংবর্ধনা দেওয়া হয় তা তো বলার অপেক্ষা রাখে না আর তুরস্কের বিষয় তো আরো ভিন্ন। সে সব রাষ্ট্রগুলোতে প্রচুর সেকুলার বুদ্ধিজীবী আছে নিজ মতাদর্শে বিশ্বাসী হলেও ইসলামি তাহযিব-তামাদ্দুন ও আদর্শের প্রতি তারা শ্রদ্ধাশীল। ব্যতিক্রম শুধু উপমহাদেশের কা-ফের মু-শরেক নাস-তিক অ-বিশ্বাসীরাই। ইসলাম, মুসলমান, আলেম উলামা ও পীর মাশায়েখদের বিরুধীতা ও তাদের প্রতি বিদ্বেষ পোষনটাই যেনো তাদের নেশা ও পেশা।

তার কারনগুলোর মধ্যে নৃতাত্ত্বিক সমস্যা অনেকগুলো কারনের মধ্যে একটি। কারন এ অঞ্চলটি বিদেশি উপনিবেশিক দ্বারায় শাসিত হয়েছে শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ। পর্তুগিজ, ডাচ, ওলন্দাজ, ইংরেজ, মুঘল, খান, পাঠান বিভিন্ন উপনিবেশিকদের বংশ ধারার মিশ্রণের কারনে এ অঞ্চলের কা-ফের, মু-শরেক, নাস-তিক ও অ-বিশ্বাসীদের খাসলত বা স্বভাব খুবই নি-কৃষ্ট ও কু-রুচিপূর্ণ যে কারনে এদের চারিত্রিক অন্যতম নীতি হয়ে গিয়েছে সত্য ও ভালোর বিরুধীতা, মিথ্যা ও কু-কর্মের পৃষ্ঠ পোষকতা। বাংলাদেশেও এ প্রকৃতির মানুষের সংখ্যা নেহায়েত কম নয়।

অতএব, দুঃখ কষ্ট লাগলেও বিষয়টি স্বাভাবিক বলেই মনে হয়। কিন্তু নিরাশ হবার কিছু নেই এদেশে মহা সত্য দ্বীন ইসলামের পতাকাধারী দ্বীনের লক্ষ কোটি সৈনিক দেশ ও জাতি রক্ষায় অতন্ত্র প্রহরী হিসেবে দাঁড়িয়ে আছে।
___ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী।

14/09/2022

ভারতের বিহারে পানি শুকিয়ে ভেসে উঠল ১২০ প্রাচীন মসজিদ 🕌🕌

12/09/2022

কখনো কারো পারমিশন ছাড়া ফোনে হাত দিবে না,,

11/09/2022

আল্লাহ তাআলা পৃথিবীর সকল বাবা-মাকে জান্নাত দান করুন।🤲🤲

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Munni aktar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Passport & Visa Services in Dhaka

Show All