যাযাবর-Xtreme

যাযাবর-Xtreme Extreme এবং Relax সকল ভ্রমণ সম্ভব আমাদের সাথে ।।

এমন অবস্থা হলে তো দেশের পর্যটন ব্যবস্থা হুমকির সম্মুখীন হবে ।। এর থেকে দ্রুত মুক্তির জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি...
08/10/2024

এমন অবস্থা হলে তো দেশের পর্যটন ব্যবস্থা হুমকির সম্মুখীন হবে ।। এর থেকে দ্রুত মুক্তির জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।।

সুন্দর ও আনন্দদায়ক ভ্রমণ হোক যাযাবর-Xtreme এর সাথে

কীভাবে নুসা লেম্বনগান থেকে নুসা পেনিডা যাবেন II How to go Nusa Penida from Nusa Lembongan II
07/10/2024

কীভাবে নুসা লেম্বনগান থেকে নুসা পেনিডা যাবেন II How to go Nusa Penida from Nusa Lembongan II

কীভাবে নুসা লেম্বনগান থেকে নুসা পেনিডা যাবেন II How to go Nusa Penida from Nusa Lembongan II

কেমন দেখতে Nusa Penida Marine Drive..? দেখুন যাযাবরXtreme er sathe..
06/10/2024

কেমন দেখতে Nusa Penida Marine Drive..? দেখুন যাযাবরXtreme er sathe..

Worlds best Nusa Penida Marine Drive.

    Nusa Lembongan     Next Tour   &  , Get ready..
05/10/2024

Nusa Lembongan

Next Tour & , Get ready..

Gala-Gala Underground House

   Must visited place in
23/09/2024

Must visited place in

Our Meghalaya tour video.. Like & Subscrib plz..
21/09/2024

Our Meghalaya tour video..

Like & Subscrib plz..

এশিয়ার সব থেকে পরিষ্কার পানির নদী - Dawki
20/09/2024

এশিয়ার সব থেকে পরিষ্কার পানির নদী - Dawki

Nohkalikai falls
18/09/2024

Nohkalikai falls

Phe phe falls
18/09/2024

Phe phe falls

18/09/2024

আমাদের পরবর্তী ট্যুর .
এটি সম্পূর্ণ Relax একটি Corporate ট্যুর
সকল খাবার সহ AC House Boat এ থাকা

আমাদের এবারের মেঘালয় ট্যুর এর ভিডিও।।
16/09/2024

আমাদের এবারের মেঘালয় ট্যুর এর ভিডিও।।

10/09/2024

7 sister waterfall Cherapunji Meghalaya

View on 29/08/2024

Our Meghalaya Tour27/08/2024  to  01/9/2024Our next Meghalaya Tour 12/09/2024
08/09/2024

Our Meghalaya Tour

27/08/2024 to 01/9/2024

Our next Meghalaya Tour 12/09/2024

অবশেষে সাজেকের পর্যটকদের সুবিধার জন্য চাঁদের গাড়ীর ভাড়া কমানো হলো। অভিনন্দন নতুন কমিটিকে। আশা করি আপনারা ট্যুরিস্টদের জন...
05/09/2024

অবশেষে সাজেকের পর্যটকদের সুবিধার জন্য চাঁদের গাড়ীর ভাড়া কমানো হলো।

অভিনন্দন নতুন কমিটিকে।

আশা করি আপনারা ট্যুরিস্টদের জন্য ভালো সার্ভিস দিবেন এবং পর্যটন বান্ধব হবেন।

ধন্যবাদান্তে যাযাবর-Xtreme

28/07/2024

টাঙ্গুয়ার হাওর ভ্রমণের ১০টি টিপস ও সতর্কতা-

এই বর্ষা মৌসুমে আপনি হয়তো #টাঙ্গুয়ার হাওর ভ্রমণের পরিকল্পনা করছেন। কারণ বর্ষাকাল হাওর ভ্রমণের উত্তম সময়। এসময় জলমগ্ন হাওরের পর্যটন স্পটগুলো ছবির মতো সুন্দর হয়ে উঠে। আজকে আপনাদের সাথে হাওর ভ্রমণ সম্পর্কিত কিছু তথ্য শেয়ার করবো।

১. হাওর ভ্রমণ আরামদায়ক হওয়ার জন্য প্রথমেই দরকার আপনার বাজেটের মধ্যে ভালো একটা হাউজবোট। ভালো হাউজবোট কিন্তু বেশি টাকার উপর নির্ভর করেনা। সবচেয়ে বেশি দাম এবং সবচেয়ে কম দাম, দুই ধরণের বোট এভয়েড করাই ভালো। মাঝামাঝি দামের বোট বাছাই করতে পারেন।

২. হাওরের ট্যুর হয় ১ রাত ২ দিনের। এক রাত থাকার জন্য অতিরিক্ত বাজেটের বোটের কোনো প্রয়োজন নেই। আবার একেবারে লো-কোয়ালিটির হাউজবোটও বাছাই করতে যাবেননা। তাতে আপনার ট্যুরের বারোটা বেজে যাবে।

৩. তাহিরপুরের অনেক লোকাল লোকজন তাদের ট্রেডিশনাল বোটকে ভেঙে কেবিন সিস্টেম করে হাউজবোট নাম দিয়ে দিছে। এসব বোট হাউজবোট নামের কলঙ্ক। এসব বোট মালিক আপনার কাছে দাম চাইবে ৩/৪/৫ হাজার টাকা জনপ্রতি। কিন্তু তাদের সার্ভিস কোয়ালিটি ১৫০০ টাকা মানের। সম্ভব হলে তাহিরপুর/মধ্যনগরের লোকাল বোট এভয়েড করুন।

৪. কিছু চটকদার কথা, যেমন- "আর মাত্র ৩টি কেবিন ফাঁকা আছে" কিংবা "ক্যান্সেলজনিত কারণে ৫ জনের ক্যাপাসিটি ফাঁকা আছে" এসব কথায় কান দিবেন না। প্রকৃতপক্ষে তার একজন গেস্টও হয়নি। আপনিই হয়তো প্রথম বুকিং দিবেন।

৫. কিছু ধান্ধাবাজ লোকজন আছে, যারা আপনাকে সুনামগঞ্জ থেকে রিসিভ করবে বলে বুকিং নেয়। পরে ট্যুরের দিন এটা সেটা কারণ দেখিয়ে তাহিরপুর থেকে বোটে উঠায়। এক্ষেত্রে বুঝে নিবেন, আপনাকে অবশ্যই লোকাল বোট গছিয়ে দিচ্ছে। প্রকৃতপক্ষে যিনি বুকিং নিয়েছেন তিনি বোট মালিকই না, তিনি মিডলম্যান। এক্ষেত্রে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিন।

৬. যাদুকাটা নদীতে চোরা স্রোত আছে। কারণ শুকনো মৌসুমে নদী থেকে পাথর উত্তোলনের কারণে নদীতে পানির নিচে অনেক বড় বড় গর্ত হয়ে যায়। সেখানে তীব্র স্রোত থাকে, যা উপর থেকে বোঝা যায়না। আপনি সাঁতার জানলেও লাইফ জ্যাকেট ছাড়া যাদুকাটা নদীতে নামবেন না।

৭. বোট বুকিং করার সময় হিডেন কস্টগুলো জেনে নিবেন। অনেক বোট আপনাকে টেকেরঘাট থেকে অটোরিকশায় যাদুকাটা নদী বারিক্কা টিলা শিমুল বাগান ঘুরিয়ে আনবে। এই কাজটা করে মূলত হাজবোটের তেল খরচ বাচানোর জন্য। বুকিংয়ের সময় নিশ্চিত হয়ে নিন যাদুকাটা নদীতে সরাসরি নৌকা যাবে, নাকি আপনাকে অটোরিকশায় নিয়ে যাবে?

৮. অনেক বোট আছে তাদের পর্যাপ্ত লোক না হওয়ায় শেষ মূহুর্তে আপনার ট্যুর ক্যান্সেল করে দিবে। বুকিংয়ের সময় ভালোভাবে জেনে নিবেন এই বিষয়ে। তাছাড়া বুকিংয়ের পর আপনার ব্যক্তিগত কারণেও ট্যুর ক্যান্সেল করতে হতে পারে। এক্ষেত্রে বুকিংয়ের আগেই ভালোভাবে ক্যান্সেলেশন পলিসি জেনে নিবেন।

৯. জেনারেটর হয়তো ২৪ ঘন্টা চালানো সম্ভব হয়না। কিন্তু কতক্ষণ জেনারেটর সর্ভিস দিবে এটা বুকিংয়ের আগে জেনে নিবেন। রাতে ৮ ঘন্টা ও দিনে ৬ ঘন্টা জেনারেরটর সার্ভিস হচ্ছে স্ট্যান্ডার্ড। বাকি সময় হয়তো আপনি বিভিন্ন স্পটে ঘুরে বেড়াবেন।

১০. হাওরের মেইন সৌন্দর্য থাকে ৮০ থেকে ৮৫ দিন। এই ৮৫ দিনের মধ্যে হাওর ভ্রমণের চেষ্টা করুন। সময়কালটা হচ্ছে শ্রাবণ মাসের ১ তারিখ থেকে আশ্বিনের ২৫ তারিখ। অর্থাৎ জুলাই মাসের ১৫ তারিখ থেকে অক্টোবরের ১০ তারিখ পর্যন্ত। এর আগে কিংবা পরে গিয়ে হাওরের আসল সৌন্দর্য উপভোগ করা সম্ভব না।

যেকোনো প্রয়োজনে টুরিস্ট পুলিশের সহায়তা নিন। আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন পোস্টের কমেন্ট বক্সে।

ভালো লাগলে পোস্টটি শেয়ার করুন।

ধন্যবাদ, যাযাবর-Xtreme (সংগৃহীত)

আমারা অনেক সময় বাইক বা প্রাইভেট কার নিয়ে বহুদূর ভ্রমণে যাই, সেই সময় নিরাপদ ড্রাইভিং অভিজ্ঞতার জন্য আপনার টায়ারের শেল...
07/07/2024

আমারা অনেক সময় বাইক বা প্রাইভেট কার নিয়ে বহুদূর ভ্রমণে যাই, সেই সময় নিরাপদ ড্রাইভিং অভিজ্ঞতার জন্য আপনার টায়ারের শেলফ লাইফ এবং সর্বাধিক ডিজাইন করা গতি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনি কি জানেন যে প্রতিটি টায়ারের গতির রেটিং টায়ারের দেয়ালে একটি অক্ষর দ্বারা নির্দেশিত হয়, L থেকে H পর্যন্ত?

অতিরিক্তভাবে, টায়ারের শেলফ লাইফ দেয়ালে একটি চার-সংখ্যার সংখ্যা দ্বারা নির্দেশিত হয়, প্রথম দুটি সংখ্যা উৎপাদনের সপ্তাহ নির্দেশ করে এবং শেষ দুটি বছর নির্দেশ করে। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে একটি টায়ারের বৈধতা সাধারণত উৎপাদনের তারিখ থেকে দুই থেকে তিন বছর হয়।

অতএব, দুর্ঘটনা এড়াতে আপনার টায়ারগুলি উচ্চ গতির চাপ সহ্য করতে পারে তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বর্ধিত গতির কারণে অনেক টায়ার বিস্ফোরণ ঘটে এবং এটি আপনার টায়ারের উপর নির্দেশিত অক্ষর পরীক্ষা করে প্রতিরোধ করা যেতে পারে। প্রতিটি চাকা বা টায়ারের একটি নির্দিষ্ট গতির রেটিং আছে, যার নিচের ছবিতে দেয়া আছে ।।

আপনার টায়ারের সর্বোচ্চ পরিকল্পিত গতি এবং শেলফ লাইফ সম্পর্কে সচেতন হয়ে রাস্তায় নিরাপদ থাকুন । ( সংগৃহীত)

ধন্যবাদান্তে যাযাবর-Xtreme

গত শুক্রবারে (21/06/2024) তোলা খৈয়া ছড়া ঝর্ণা ।  বন্ধের দিন ভ্রমণ স্পট গুলোর প্রায় একই অবস্থা হয় ।তাই পরিবার নিয়ে ভ...
23/06/2024

গত শুক্রবারে (21/06/2024) তোলা খৈয়া ছড়া ঝর্ণা । বন্ধের দিন ভ্রমণ স্পট গুলোর প্রায় একই অবস্থা হয় ।

তাই পরিবার নিয়ে ভির এড়িয়ে ভ্রমণ করতে চাইলে ছুটির দিন পরিহার করুন ।।

ছবি সংগৃহীত ।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত  #টাঙ্গুয়ার হাওড় সহ  #সুনামগঞ্জের সকল ভ্রমণ স্পট  #বন্ধ ঘোষনা করা হয়েছে ।সংগৃহীত.
22/06/2024

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত #টাঙ্গুয়ার হাওড় সহ #সুনামগঞ্জের সকল ভ্রমণ স্পট #বন্ধ ঘোষনা করা হয়েছে ।

সংগৃহীত.

সকলকে ঈদের শুভেচ্ছা  .. ঈদ মোবারক যাযাবর-Xtreme
15/06/2024

সকলকে ঈদের শুভেচ্ছা .. ঈদ মোবারক

যাযাবর-Xtreme

ঢাকা-কোলকাতা রুটের ডিরেক্ট বাসের বর্ডারে ভিআইপি ইমিগ্রেশন লাইন। বর্ডারে হাজার মানুষের ভিড় থাকলেও  ডিরেক্ট বাসে কলকাতা ভ...
12/06/2024

ঢাকা-কোলকাতা রুটের ডিরেক্ট বাসের বর্ডারে ভিআইপি ইমিগ্রেশন লাইন। বর্ডারে হাজার মানুষের ভিড় থাকলেও ডিরেক্ট বাসে কলকাতা ভ্রমনে সর্বোচ্চ কম সময়ে ইমিগ্রেশন সম্পূর্ন করতে পারবেন আপনারা । সৌহার্দ্য পরিবহণ এর ডিরেক্ট সার্ভিস দিয়ে । শ্যামলী এবং গ্রীন লাইন এই 2 টা সার্ভিসের বাস হয় সৌহার্দ্য পরিবহণে। ।।

সৌহার্দ্য পরিবহণ এর ডিরেক্ট সার্ভিসের সময় সূচি

রবিবার,মঙ্গল এবং বৃহস্পতিবার :
⛔️কোচ নং ৭১২১ :
আরামবাগ থেকে রাত ১০ঃ৪৫ মিনিট (হুন্দাই)

⛔️কোচ নং ৭০০৬ :
আরামবাগ থেকে রাত ১১ঃ৫০মিনিট (হুন্দাই)

সোম,বুধ এবং শুক্র :
⛔️কোচ নং ৭০০৩
সকাল ৭ঃ৩০মিনিট (হুন্দাই)

এবং কোচ নং ৭০০৪
রাত ১০ঃ১৫ মিনিট (হুন্দাই)

সোম,বুধ এবং শুক্র ভায়া পাটুরিয়া ঘাট (ভলভো) :
⛔️কোচ নং ৭০০৮ রাত ৯ঃ০০

মঙ্গল/ বৃহস্পতি/ শনি
⛔️কোচ নং ৭০১০ সকাল ৭ঃ৩০মিনিট

এবং
কোচ নং ৭০১১ রাত ১০ঃ১৫ মিনিট ( সৌহার্দ্য ভলভো)

✆ Kallyanpur : 02-8091164, 02-8091165
✆ Panthopath : 01865068905, 019990 11999, 02-222240804
✆ Kamlapur : 02-49353882, 58312094
✆ Arambagh : 01894617795,01894617785

নোট - এই পোস্ট টি সৌহার্দ্য পরিবহণ এর কোন প্রকার Sponsor এর জন্য বা প্রচার এর জন্য না। শুধুমাত্র সকলের সহযোগিতার জন্য । ধন্যবাদ

যাযাবর-Xtreme এর সঙ্গেই থাকুন ।

►  #কলকাতা মেট্রো রেলের A to Z ◄কলকাতা ঘুরতে গিয়ে সঠিক গাইড লাইনের অভাবে অনেকেই ট্যাক্সি বা ক্যাবের পিছনে অনেক টাকা খরছ ...
11/06/2024

► #কলকাতা মেট্রো রেলের A to Z ◄

কলকাতা ঘুরতে গিয়ে সঠিক গাইড লাইনের অভাবে অনেকেই ট্যাক্সি বা ক্যাবের পিছনে অনেক টাকা খরছ করছেন । যারা ওই অতিরিক্ত খরছ কমিয়ে সুন্দর ভাবে ঘুরতে চাচ্ছেন তাদের ভরসার অন্য নাম হতে পারে কলকাতা মেট্রো রেল । এ সম্পর্কে আপনাদের কিছু বিষয় জানাচ্ছি । মেট্রো রেল গুলো প্রতি ৪ মিনিট পর পর সকাল থেকে রাত ১০.২০ মিনিট পর্যন্ত পাওয়া যায় । আপনি যদি টাকা কে পাইলটের মত উড়াতে ভালোবাসেন তবে আমার এই পোস্ট টি আপনাদের জন্য নয় :)
অনেকেই বনগাঁ থেকে সরাসরি শিয়ালদাহ স্টেশনে চলে আসেন । এর পর ক্যাবে ১০০ - ১৫০ রুপি দিয়ে পার্ক স্ট্রিট বা মির্জা গালিব স্ট্রীটে । আপনারা সরাসরি বনগাঁ থেকে দমদম জং এ এসে নামবেন ( দম দম জং এবং দম দম ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে প্যাঁচ লাগাবেন না ) । এখান থেকে মাত্র ১০ রুপি দিয়ে মেট্রো রেলে করে পার্ক স্ট্রীট চলে আসতে পারবেন ।

কলকাতা মেট্রো রেলের রুট
=====================
দম দম > বেল গাছি > শ্যাম বাজার > শোভা বাজার > গিরিশ পার্ক > M.G রোড > সেন্ট্রাল > চাঁদনী চক > স্প্লানেড > পার্ক স্ট্রীট > মায়দান > রবিন্দ্র সনদ > নেতাজী ভবন > জতিন দাস পার্ক > কালীঘাট > রবিন্দ্র সরোবর > টলিগঞ্জ > নেতাজি >মাস্টার দা সুর্যসেন > গীতাঞ্জলী > কবি নজরুল > শহীদ ক্ষুদিরাম > কবি সুভাস

ভাড়া ৫, ১০ , ১৫ , ২০ । আপনি যদি দমদম থেকে পার্ক স্ট্রীট আসেন তবে ভাড়া ১০ রুপি আবার পার্ক স্ট্রীট থেকে চাঁদনী চক যান তবে ভাড়া ৫ রুপির মত । চিন্তা করার কোন কারন নেই এই দ্রুত গামী মেট্রো রেলের প্রতিটি স্টেশনে সে স্টেশন থেকে যে স্টেশনে যাবেন সেখানকার ভাড়া লিখা আছে । আপনি টিকিট কেটে উপরের সাইনবোর্ড দেখে বাম বা ডান দিকের প্লাটফর্মের ট্রেনের জন্য অপেক্ষা করবেন ।
এবার আলোচনা করি কোন মেট্রো রেলওয়ে স্টেশনের পাশে কি কি আছে ।
=====================================================
👉 ভিক্টরিয়াল মেমোরিয়ালঃ ময়দান মেট্রো স্টেশন
👉 গড়ের মাঠঃ ময়দান মেট্রো স্টেশন
👉 হাওড়া ব্রিজঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
👉 ইন্ডিয়ান মিউজিয়ামঃ পার্ক স্ট্রীট অথবা ময়দান মেট্রো স্টেশন
👉 জোড়া সাঁকোর ঠাকুর বাড়িঃ গিরিশ পার্ক মেট্রো স্টেশন
👉 রাম মন্দিরঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
👉 মার্বেল প্লেসঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
👉 ময়দানঃ ময়দান মেট্রো স্টেশন
👉 কালীঘাট কালী মন্দিরঃ কালীঘাট মেট্রো স্টেশন
👉 ইডেন গার্ডেনঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
👉 কার্জন পার্কঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
👉 নেতাজী সুভাস স্টেডিয়ামঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
👉 মিনেলিয়াম পার্কঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
👉 দ্বিতীয় হুগলী ব্রিজঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
👉 কলকাতা হাইকোর্টঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
👉 বাবুঘাট কলকাতাঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
👉 প্রিন্সেপ ঘাটঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
👉 ফোর্ট উইলিয়ামঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
👉 শহীদ মিনারঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
👉 সেন্ট পল চার্চঃ রবীন্দ্র সদন মেট্রো স্টেশন
👉 চাঁদনী চকঃ চাঁদনী চক মেট্রো
👉 নিউমার্কেটঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
👉 বড় বাজারঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
👉 রবীন্দ্র সরোবরঃ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন
👉 লায়ন সাফারি পার্কঃ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন

আমরা অনেকেই নিউমার্কেট এরিয়ায় অনেক সময় হোটেল সংকটের কারনে বেশি দামে হোটেল ভাড়া দিয়ে থাকি । আপনারা ইচ্ছে করলেই দমদম বা শোভা বাজার এদিকের হোটেলে থাকতে পারেন । সেক্ষেত্রে মাত্র ১০ বা ৫ রুপি দিয়ে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে চলে আসুন । এখান থেকে মিনিট ২ হাটলেই নিউমার্কেট এরিয়া ।

#নোটঃ মেট্রো রেলওয়ে স্টেশন গুলো থেকে ভ্রমনের স্থান গুলো খুব বেশি হলে ১ কিঃ মিঃ এর মধ্যে অবস্থিত, যারা ট্রাভেলার তাদের জন্য এটা কিছুই না :) তবে মেট্রো রেলের স্টেশন গুলোতে #ছবি তোলা নিষিদ্ধ এবং এই ট্রেন গুলো তে আপনি বড় বড় বস্তা ক্যারি করতে পারবেন না । সাধারন ব্যাগ , হ্যান্ড ব্যাগ , অফিস ব্যাগ , শপিং ব্যাগ ইত্যাদি বহন করতে পারবেন । ( সংগৃহীত)

যাযাবর-Xtreme এর সঙ্গেই থাকুন ।।

07/06/2024

ঢাকায় যারা আছেন বা ভ্রমনের যাচ্ছেন সাবধান…

১। গাজীপুর হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানুষ একজন মানুষ কে মেরে রক্তাত্ত করে চলেছে আর সে আপনাকে বলছে ভাই, সাহায্য করেন। আপনি দয়া দেখাতে গিয়ে রক্ষা করতে এগিয়ে গেলেই বিপদ হতে পারে। ওরা আপনাকে মেরে সব কিছু নিয়ে যেতে পারে, কারণ তারা সংঘবদ্ধ প্রতারক চক্র।

২। ওভার ব্রিজ এর উপর মহিলা কাঁদছে যে, সে যার সাথে দেখা করবে তার মোবাইলে কল দিতে হবে কিন্তু তার কাছে টাকা নেই। বলবে আপনার মোবাইল দিয়ে সেই লোকের নাম্বারে মিসকল দিলেও সে ব্যাক করবে। আপনি কল দিলেন তো ফাঁদে পড়লেন। ওরা নিরীহ মানুষ দেখে তাদের নম্বর সংগ্রহ করে ও পরবর্তীতে সেই নাম্বারে কল করে লোভনীয় প্রস্তাব দেয়, রাজী হলে আপনাকে তাদের আস্তানাতে নিয়ে ব্লাক মেইল করবে।

৩। শাহবাগ, মহাখালী, যাত্রাবাড়ী জ্যামে আটকে আছেন, নানা ধরণের লিফলেট যেমনঃ দুর্বলতা,রোগে, নানা লোভে আপনাকে ফাঁদে ফেলার ব্যবস্থা।
এমন বলে যে রুম ডেট এর ব্যবস্থা আছে।

৪। রাস্তায় সুন্দর চোখ এর বোরকা আলি আপনার সাথে কথা বলতে চায়, প্রেমের প্রস্তাব নয়, কিন্তু ইসারা, যে আপনি ভাববেন একটু চেষ্টা করলে কাছে পাবেন, যদি তাই ভাবেন তবে ধরা পড়ার সম্ভাবনা শতভাগ। আপনাকে তাদের আস্তানায় নিবে, তারপর আর কিছু আপনার করা লাগবে না। সব হারাবেন। মেয়ে দিয়ে ব্লাক মেইল করবে।

৫। গাবতলি, সায়েদাবাদ, কিংবা সদরঘাট , মাওয়া, আরিচা, দৌলতদিয়া ফেরি ঘাটে বসে আছেন, দেখলেন যে বাইরে তাস, লুডু ইত্যাদি খেলছে, কাছে গেলেন কি ফেঁসে গেলেন।

৬। যাত্রাপথে অপরিচিত লোক এর সাথে মতবিনিময় করবেন খুবই কম। আপনি যে স্থানে যাবেন সে স্থান যেন আপনার পরিচিত।

৭। রেলগাড়ির ছাঁদে চলাচল করা থেকে বিরত থাকবেন, কারণ এক দল ছেলে পাওয়া যায়, যারা রেলের ছাদের উপর থেকে ছিনতাই করে ছাদ থাকে ফেলে দেয়।

৮। লঞ্চ এ কম যাত্রী থাকলে উঠবেন না।

৯। যারা দ্রুত যাতায়াত এর জন্য স্পীড বোট এ যাতায়াত করবেন তারা টাকা বা মুল্যবান কিছু সাথে নিবেন না। কারণ দেখা গিয়েছে যে, এক দল আছে যারা বোট ছাড়ার পর নির্জন স্থানে বোট ভিড়িয়ে ছিনতাই করে আপনাকে নামিয়ে দিতে পারে।

১০। হেঁটে যেতে হলে বিভিন্ন বাসের মাঝখান দিয়ে যাওয়া অনুচিত কারণ নেশাখোর ওঁত পেতে থাকে ছিনতাই এর জন্য।

এছাড়াও যাতায়াতের সময় এ জাতীয় অন্যান্য ব্যাপারে সতর্ক থাকতে হবে। সচেতনতা সৃষ্টিতে শেয়ার করে সকলকে জানিয়ে দিন।
সবাইকে ধন্যবাদ।

Address

Uttara
Dhaka
1230

Telephone

+8801913880241

Website

Alerts

Be the first to know and let us send you an email when যাযাবর-Xtreme posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to যাযাবর-Xtreme:

Videos

Share

Category

Nearby travel agencies