Tour information center BD -TICB

Tour information center BD -TICB বাংলাদেশ থেকে যে কোন দেশে travel করার জন্?

Kashmir tourআসসালামু আলাইকুম। কাশ্মীর।  নামটা নিলেই মনের মধ্যে একটা শান্তি অনুভূতি হয়। কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ কাশ্ম...
16/06/2022

Kashmir tour
আসসালামু আলাইকুম। কাশ্মীর। নামটা নিলেই মনের মধ্যে একটা শান্তি অনুভূতি হয়। কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ কাশ্মীর অর্থাৎ কেউ যদি জান্নাতের একটা ঝলক দেখতে চাই সেজন্য কাশ্মীর যায়। আজকে আমি কাশ্মীরে সম্পর্ক বলব। কারণ কাশ্মীর যারা যায় তারা সাধারণত বাংলাদেশ কিংবা কাশ্মীরে গিয়ে বিভিন্ন প্যাকেজ গ্রহণ করে থাকে। যা একটু ব্যয়বহুল। কিন্তু আমি আজকে বলব একা গিয়ে কিভাবে সম্পূর্ণভাবে কাশ্মীরে সুন্দরভাবে দেখতে পারেন। সবচেয়ে কম খরচে। কিভাবে যাবেন, কোথায় থাকবেন। কোন কোন জায়গায় ঘুরবেন। একে বারে লোকালভাবে। তার সম্পূর্ণ আমি আজকে আলোচনা করব। কাশ্মীর নিয়ে আমার টোটাল দুইটা ভিডিও থাকবে প্রথম ভিডিও মানে আজকের ভিডিও তে থাকবে কিভাবে ঢাকা থেকে কাশ্মীরে বাইএয়ার অথবা বাই রোড এ যাবেন তা নিয়ে আলোচনা করবো। আর দ্বিতীয় ভিডিও থাকবে টোটাল কাশ্মীর tour সম্পর্কে।

…………….. Day 1………

কাশ্মীর আপনি দুটি উপায়ে যেতে পারেন। একটা হচ্ছে বাই এয়ার । আরেকটা হচ্ছে বাই রোড

By air

প্রথম আমি এয়ার সম্পর্কে আলোচনা করব।

আগেই বলে নেই ঢাকা থেকে সরাসরি কাশ্মীরে কোন ফ্লাইট নেই। আপনাকে প্রথমে যেতে হবে ঢাকা টু কলকাতা কলকাতা টু শ্রীনগর
অথবা
ঢাকা টু দিল্লি দিল্লি টু শ্রীনগর
ঢাকা টু কলকাতা যদি আপনি যেতে চান তাহলে ভাড়া পড়বে 12 থেকে 15 হাজার টাকা

আর কলকাতা থেকে শ্রীনগর এর ভাড়া পড়বে 10 থেকে 15 হাজার টাকা
আর যদি ঢাকা টু দিল্লি যান সে ক্ষেত্রে ভাড়া পড়বে 20 থেকে 25 হাজার টাকা
দিল্লি টু শ্রীনগর ভাড়া পড়বে 10 থেকে 12 হাজার টাকা
আপনি যত আগে টিকিট কাটবেন দাম তত কম পাবেন।

By road

এবার আসুন জেনে নেয় বাই রোডে কিভাবে আপনি কাশ্মীর যাবেন। আগেই আমি বলে দেই বাই রোডে সরাসরি কাশ্মীরে কোন বাস বা ট্রেন পাওয়া যায় না। আপনাকে বাই রোডে যেতে হলে আগে যেতে হবে কলকাতা। কলকাতা থেকে দিল্লি দিল্লি থেকে জম্মু। জম্মু থেকে শ্রীনগর। একটু ঝামেলা তবে খরচ কিছুটা কম। আবার জারনি টা অনেক বেশি।
প্রথমে আপনাকে যেতে হবে বেনাপোল বর্ডার হয়ে কলকাতা
ঢাকার গাবতলী কল্যাণপুর শ্যামলী অথবা যাত্রাবাড়ী থেকে বাস পেয়ে যাবেন। আপনি চাইলে সরাসরি কলকাতার টিকিট কাটতে পারেন অথবা আপনি চাইলে ঢাকা থেকে বেনাপোল এর টিকিট কাটতে পারেন।

এখানে একটা কথা বলে নেই সেটা হচ্ছে আপনি যদি সরাসরি কলকাতা বাসের টিকিট কাটেন তাহলেও আপনাকে বেনাপোল বর্ডারে নেমে বর্ডারের যত কার্যক্রম আছে আপনাকে নিজেই কমপ্লিট করতে হবে। এরপরে ইন্ডিয়ার বর্ডার পার হয়ে সেখান থেকে আপনাকে নিয়ে যাবে কলকাতা।
সে ক্ষেত্রে ভাড়া পড়বে 1400 থেকে 2000 টাকা

অথবা আরেকটা উপায় আছে সেটা হচ্ছে আপনি চাইলে ঢাকা থেকে বেনাপোল যেতে পারেন সেখানে বর্ডার এর কার্যক্রম শেষ করে ইন্ডিয়ান ইমিগ্রেশন পার হয়ে লোকাল ভাবে তবর্ডার থেকে নিউমার্কেট পর্যন্ত যেতে পারেন। সেক্ষেত্রে আপনার এসি নন এসি মিলিয়ে ভাড়া পড়বে 500 থেকে 1000 টাকা।

সবগুলো বাস রাত একটা বাজে ছেড়ে যায় এবং সকাল সাতটার মধ্যে বেনাপোল বর্ডারে গিয়ে পৌঁছায় কি আপনার প্রথম কাজ ফ্রেশ হয়ে নাস্তা করে নেওয়া শেষ হওয়ার জন্য ইমিগ্রেশন অফিসে আপনি ভালো ব্যবস্থা রয়েছে এখানে দুইটা জিনিস মাথায় রাখবেন

এক- দালালের দূরত্ব বেশি তাই চোখ কান খোলা রেখে কোন প্রকার দালালর ছাড়া আপনি আপনার ইমিগ্রেশনের কাজ নিজে সম্পন্ন করুন কোন প্রকার ঝামেলা নেই আপনি তা সহজেই করতে পারবেন
দুই -তাড়াতাড়ি লাইনে দাঁড়াবেন ইমিগ্রেশনের সিল এর জন্য। কারণ এখানে অনেক ভিড় থাকে। আপনি যদি ট্রাভেল ট্যাক্স ঢাকা থেকে দিয়ে যান তাহলে অনেক ভালো আর যদি না দিয়ে যান তাহলে সমস্যা নেই ইমিগ্রেশন অফিসের ভিতরে সোনালী ব্যাংকের শাখা আছে
সেখানে ট্রাভেল ট্যাক্স দিতে পারবেন। ট্রাভেল ট্যাক্স দিয়ে সাথে সাথে এটি departure সিলের জন্য লাইনে দাঁড়াবেন কারণ অনেক বিড় থাকে
সবসময়
ইমিগ্রেশন কমপ্লিট করতে আপনার যেসব কাগজপত্র লাগবে তা হচ্ছে
ট্রাভেল ট্যাক্স
আর যদি আপনি চাকরি করেন তাহলে চাকরি থেকে এনওসি আপনাকে নিতে হবে
আর ভিসা পাসপোর্ট সাথেই রাখবেন। সেই সাথে একটা departure ফরম দিবে তা পুরন করতে হবে

Indian border to kolkata

ইন্ডিয়ান বর্ডার এর কাজ শেষ করে আপনি আপনার টাকা বা ডলারগুলো কে রুপি তে কনভার্ট করে নেবেন আশেপাশে অনেক মানি এক্সচেঞ্জ পেয়ে যাবেন কারণ বর্ডারে টাকার রেট ভালো পাওয়া যায়
এরপরে আপনি যদি সরাসরি কলকাতার বাসের টিকিট কিনে থাকেন তাহলে বাসে উঠবেন আর যদি না কেটে থাকেন তাহলে টেক্সি অথবা বাসে করে চলে যাবেন কলকাতা নিউমার্কেট নিউমার্কেট এর আশেপাশে 800 থেকে 1000 টাকার মধ্যে ভাল মানের থাকার হোটেল পেয়ে যাবেন আর চাইলে ঢাকা থেকে booking.com এর মাধ্যমে আগে থেকে বুকিং করে যেতে পারেন।
তবে আমি সাজেস্ট করবো ওখানে গিয়ে রুম বুক করলে সবচেয়ে বেশি ভালো আর যদি আগে থেকে বুকিং করে দেন তাহলে কখনই আগে পেমেন্ট করবেন না

হোটেলে উঠে ফ্রেশ হয়ে বের হয়ে যান রাতের কলকাতা দেখতে কলকাতার আশেপাশে একটু ঘুরে দেখুন এবং মাস্ট কলকাতার স্ট্রিটফুড ট্রাই করবেন রাতের ডিনার শেষে যত তারাতারি পারেন ঘুমিয়ে যাবেন ত কারণ কালকের সিডিউল টা আপনার জন্য খুব টাফ হবে

…….. Day 2

Kolkata to Kashmir

কলকাতা থেকে আপনি চাইলে সরাসরি জাম্বু ট্রেনে যেতে পারেন পরে জাম্বু থেকে শ্রীনগর বাসে করে অথবা কলকাতা থেকে দিল্লি
দিল্লি থেকে জাম্বু। জাম্বু থেকে শ্রীনগর
আমি সাজেস্ট করবো কলকাতা থেকে দিল্লি দিল্লি থেকে যাবেন। কারণ হচ্ছে এতে আপনার জার্নিটা সহজ হবে
আপনি যদি ঢাকা থেকে দিল্লী ট্রেনের টিকিট কেটে আসেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় ইন্ডিয়ান রেলওয়ে ওয়েবসাইট থেকে টিকিট কাটতে পারেন আর যদি তা না করেন তাহলে খুব ভোরে উঠে আপনাকে যেতে হবে কলকাতা ফেয়ারলি প্লেস সেখান থেকে কলকাতা টু দিল্লি রাজধানী এক্সপ্রেস এর টিকিট কাটবেন ভাড়া পরবে 2900 থেকে 5000 টাকার মধ্যে খাবার ইনক্লুডেড

সময় লাগে 18 ঘন্টার মতন দিল্লি স্টেশনে নেমে পাহারর্গঞ্জ স্টেশনের গেট দিয়ে বের হয়ে যান কাউকে জিজ্ঞাসা করলেই হবে পাহার্গঞ্জ গেট কোথায় স্টেশন এর আশেপাশে একটা হোটেল বুক করে দিন ভাড়া পড়বে 800 থেকে 1000 রুপি

পরের দিন আপনার ট্রেনের সময় অনুযায়ী আপনার চলে যান স্টেশনে টিকেট রাতের হলে তাহলে দিনে তাজমহল ঘুরে আসতে পারেন
দিল্লি থেকে জম্মু ট্রেন এর ভাড়া 600 থেকে 2000 এর মধ্যে হয়ে থাকে সময় লাগে 10 থেকে 11 ঘণ্টা
জাম্বু স্টেশন থেকে বের হয়ে বাসে করে অথবা ট্যাক্সিতে করে চলে যাবেন শ্রীনগর। বাসে 380 টাকা আর শেয়ার ট্যাক্সিতে ভাড়া পরবে 600 টাকা

শ্রীনগর পৌঁছে একটা হোটেল বুক করে নেন 1500 থেকে 2000 rupee মধ্যে ভালো মানের হোটেল পেয়ে যাবেন
আর হোটেল চাইলে আগে থেকে বুক করে নিতে পারেন আর
হোটেল নির্বাচনের ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখবেন একটা হচ্ছে গিজার গরম পানি গোসল করার জন্য আরেকটা হচ্ছে ইলেকট্রিক হিটিং বেড কারণ ওখানে প্রচন্ড ঠান্ডা তাই আপনার যদি এই সুবিধা না থাকে তাহলে আপনার খুবই কষ্ট হবে এবং না থাকলে আপনি হোটেল নির্বাচন করবেন না
আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ সেখানে থাকবে টোটাল কাশ্মীর ট্যুর প্ল্যান সম্পর্কে সাথেই থাকুন
আল্লাহ হাফেজ

16/06/2022
16/06/2022

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tour information center BD -TICB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category