#বিষয়_সেইন্ট_মার্টিন
সেইন্ট মার্টিনের সিজন অফিসিয়ালি শুরু হচ্ছে নভেম্বরের ১ তারিখ।
অনেক নক আসতেসে, ফোন আসতেসে, ফেসবুকেও গ্রুপে গ্রুপে পোস্ট হচ্ছে এই ব্যাপারে।
সংখ্যাপে কিছু তথ্য দিচ্ছি। এর বাইরেও প্রশ্ন থাকলে জানাবেন।
* কবে শিপ চালু হবে?
-- নভেম্বরের ১ তারিখ থেকে অফিসিয়ালি শিপ চলবে।
এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে কক্সবাজার ইনানি জেটি থেকে শিপ চলাচলের অনুমতি পেয়েছে তিনটি শিপ। কর্ণফুলী, বারো আউলিয়া, বে ওয়ান।
* কিভাবে যেতে হবে?
-- ঢাকা থেকে কক্সবাজারের বাসে চড়ে কলাতলী বা ডলফিন মোড়ে নেমে সেখান থেকে সি এন জি/ অটোতে করে শিপ ঘাটে চলে যেতে হবে।
সেইন্ট মার্টিন থেকে ফেরার ক্ষেত্রেও একই প্রসিডিউর ফলো করলেই হবে।
* কখন ছাড়বে?
-- সকাল ৯ টায় শিপ ছাড়বে।
* খরচ কেমন শিপের?
-- কর্ণফুলী আর বারো আউলিয়া শিপে স্ট্যান্ডিং ১৮০০ টাকা এবং সিটিং ২৫০০ থেকে শুরু।
বে ওয়ান স্ট্যান্ডিং ২২০০ ট
আলহামদুলিল্লাহ আজকে ট্রায়ালে বার আউলিয়া শীপ।
টেকনাফ টু সেন্টমার্টিন
শীপ টিকেটের জন্য কল করুন 01675362010 নাম্বারে।