RH Travel Agency

RH Travel Agency World Wide All Kinds Of Airlines Flight Tickets, visa process & manpower services

28/01/2025

প্রতীক্ষিত স্বপ্নের বাস্তবতা জীবনের এক পরম মুহূর্ত। আশাব্যঞ্জক জীবনের বহিঃপ্রকাশ ও এগিয়ে চলার শক্তি। সর্বোপরি আত্মমর্যাদা, আত্মপ্রত্যয় ও স্থির লক্ষ্যে কঠোর সাধনায় প্রাপ্ত স্বার্থক জীবনের নিদর্শন। পার্থিব জীবন ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ লাভের নিমিত্তে কর্মময় হওয়া বাঞ্ছনীয়। কিন্তু কর্মক্ষেত্রে মানবপ্রকৃতির স্বরুপ দেখে বিব্রত হই। ভেতর-বাহিরের অসামঞ্জস্যতায় পীড়াবোধ করি। স্বার্থপরতা ও অসহযোগিতাকে আমি জীবনের সবচেয়ে বড় দারিদ্র মনে করি। আমি স্বপ্ন দেখি মানব সভ্যতায় বিধৌত স্নিগ্ধ-সুন্দর কর্মময় এক জীবন। আলহামদুলিল্লাহ, কাঙ্ক্ষিত সে জীবনাভিমুখে আমার ক্রম পথচলায় আমি আনন্দিত, অনুপ্রাণিত ও সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞ।
একটা Travel Agency আমার স্বপ্ন ছিল। স্বপ্নের বাস্তবায়নে নিরলস চেষ্টা-সাধনা ও দোয়া-প্রার্থনার বিনিয়োগও ছিলো। অনেক চড়াই-উৎরাই, প্রতিকূলতা ও অনিশ্চয়তার পর আজ সে স্বপ্ন আলোর মুখ দেখতে যাচ্ছে। এ জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি-আলহামদুলিল্লাহ! প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছে- RH Travel Agency । আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে আজ থেকে তার কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ!
এই মাহেন্দ্রক্ষণে RH Travel Agency এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের ব্যবসায়িক এ প্রতিষ্ঠানটির জন্য দোয়া চাচ্ছি।

👉 https://www.rhtrips.com

Sajek Valley ViewSunrise from Konglak Hill
22/12/2024

Sajek Valley View
Sunrise from Konglak Hill

বিমানবন্দরে কেউ যদি  আপনার কাছে কোন প্রকার ঘুষ দাবি করে, হয়রানি করে সঙ্গে সঙ্গে বিমানবন্দরে ম্যাজিস্ট্রেট কোর্টে অভিযোগ ...
11/12/2024

বিমানবন্দরে কেউ যদি আপনার কাছে কোন প্রকার ঘুষ দাবি করে, হয়রানি করে সঙ্গে সঙ্গে বিমানবন্দরে ম্যাজিস্ট্রেট কোর্টে অভিযোগ দিন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২য় তলায় দক্ষিণ দিকে ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে আপনার অভিযোগ জানান।

🇧🇩 বাংলাদেশ থেকে সৌদি ভিজিট ভিসা. 💥আলহামদুলিল্লাহ💥আজকে টোটাল ৫ জনের ফাইল হাতে বুঝিয়ে দেওয়া হল , ২০ তারিখে তাদের এপয়েন...
18/11/2024

🇧🇩 বাংলাদেশ থেকে সৌদি ভিজিট ভিসা.

💥আলহামদুলিল্লাহ💥
আজকে টোটাল ৫ জনের ফাইল হাতে বুঝিয়ে দেওয়া হল , ২০ তারিখে তাদের এপয়েন্টমেন্ট।( Tasheer )

যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

01886097863
Whatsapp 01916-097863

সাথে থাকার জন্য ধন্যবাদ💕

Apportionment location: Plot no. GA - 37, Jamalpur Twin Tower, 1 Nurerchala Rd, Dhaka
1212

৭ দিন সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকবে শাহজালালের রানওয়েহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে লাইটিং সিস্টেম মেইনটেন্যা...
09/11/2024

৭ দিন সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকবে শাহজালালের রানওয়ে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে লাইটিং সিস্টেম মেইনটেন্যান্স কার্যক্রম আগামী ৮ নভেম্বর দিবাগত রাত থেকে ১৪ নভেম্বর দিবাগত রাত পর্যন্ত ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে। অর্থাৎ এই ৭ দিন রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত তিন ঘণ্টা ৩০ মিনিট পর্যন্ত মেইনটেন্যান্স চলবে। এতে রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বিরত থাকবে। সংশ্লিষ্ট সব এয়ারলাইনস ও সংস্থাকে জানাতে এরই মধ্যে নোটাম জারি করা হয়েছে।

মেরামতকালীন বিমানবন্দরের সব ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। ফলে ফ্লাইট সূচিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

↘️ এই সময়ের ফ্লাইটগুলো নতুন সূচি অনুযায়ী পরিচালিত হবে। সময়সূচি জানতে এয়ারলাইনের সাথে যোগাযোগ করুন।↖️

#বাংলা_এভিয়েশন #বাংলা_প্রবাস

রোজগারের জন্য যে মানুষটা প্রিয় মানুষগুলোকে ছেড়ে প্রবাসে থাকে, সে জানে প্রিয়জনের মূল্য।আমরা যারা পরিবারে থাকি, তাদের কাছে...
27/10/2024

রোজগারের জন্য যে মানুষটা প্রিয় মানুষগুলোকে ছেড়ে প্রবাসে থাকে, সে জানে প্রিয়জনের মূল্য।
আমরা যারা পরিবারে থাকি, তাদের কাছে পরিবার মূল্যহীন।

বিমানবন্দরে ‘স্যার’ ডাক শুনে উচ্ছ্বসিত প্রবাসীরাএক সপ্তাহের নেপাল ভ্রমণ শেষে সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিম...
17/09/2024

বিমানবন্দরে ‘স্যার’ ডাক শুনে উচ্ছ্বসিত প্রবাসীরা

এক সপ্তাহের নেপাল ভ্রমণ শেষে সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন নোয়াখালীর ইউসুফ হোসেন। দুপুর ২টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস থেকে অবতরণের পর ২টা ৩০ মিনিটে তিনি তার লাগেজ হাতে পান। এর ১০ মিনিট পর তিনি ‘ক্যানোপি ১’ দিয়ে বাইরে চলে আসেন
এ যেন অবিশ্বাস্য ব্যাপার!’ ক্যানোপির বাইরে বাংলা ট্রিবিউনের সঙ্গে এমন আশ্চর্য হয়ে অনুভূতি প্রকাশ করেন ইউসুফ। বলেন, ‘এর আগে বহুবার শাহজালাল বিমানবন্দর দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছি। কিন্তু এ রকম দ্রুততার সঙ্গে লাগেজ কোনও দিনই আসেনি। এ ছাড়া ভেতরের কর্মকর্তাদের ব্যবহারও যেন অবাক করার মতো।’

তিনি আরও বলেন, ‘স্যার ছাড়া কথাই বলছেন না কেউ। শাহজালালের ভেতরের সেবা এ রকম বদলে যেতে পারে, তা এক কথায় অবিশ্বাস্য। আগে লাগেজ পেতে দেরি কিংবা ট্রলি ব্যাগ এমনভাবেই ছুড়ে মারতো, সেটি প্রায় নষ্ট হয়ে যেতো, এগুলোর কিছুই নেই
কর্মকর্তারা কিন্তু বদলাননি, তাদের মন-মানসিকতার পরিবর্তন হয়েছে। শুধু মন-মানসিকতার পরিবর্তনেই এত বদল হয়ে গেছে ভেতরের সেবা?’ এমনটা মনে করে তিনি আরও বলেন, ‘এ সেবা অব্যাহত থাকলে প্রবাসীরাও খুশি হবে। কর্মকর্তাদের নামে যে বদনাম, সেটিও দূর হবে’- এমনটাই মনে করেন ইউসুফ।

সোমবার সরেজমিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সেবাপ্রাপ্তির এমন চিত্রই দেখা গেছে। আরও দেখা গেছে, দুপুরের পর থেকে বিকাল ৫টা পর্যন্ত যাত্রীদের সে রকম চাপ না থাকলেও যারাই আসছেন, সেবা পেয়ে তাদের মুখে হাসি। লাগেজ বিড়ম্বনা কিংবা লাগেজ থেকে কিছু চুরি যাওয়া বা কাটাকাটির ভয় ছিল না তাদের।

তিন বছর পর ওমান থেকে আসেন শরীয়তপুরের আব্দুল খালেক। তিনি বলেন, ‘আমি প্রায় তিন বছর পর দেশে এলাম। যাওয়ার সময়ও এক ধরনের ঝামেলা ছিল। কিন্তু এখন আসার পর সবাই ভালোভাবে সম্মান করলো। অনেকে স্যার স্যার বলেই সম্বোধন করলো। খুবই ভালো লাগছে বহুদিন পর এসব দেখে।’

তিনি বলেন, ‘আমরা প্রবাসীরা কী চাই? এতটুকুই তো! বিমানবন্দরে যেন আমাদের আর কেউ হয়রানি না করেন। আমরা সহজেই যেন বিমানবন্দর ব্যবহার করতে পারি। আমাদের মালামাল যেন চুরি না হয়। এটাই চাওয়া আমাদের। সেই সেবাটাই এখন মিলছে। আমরা এতে খুব খুশি।’

দেশে আসা প্রবাসী জারিফ বলেন, ‘আমরা এমন সেবাই তো চেয়েছিলাম। আমাদের কেউ যেন হয়রানি না করেন। একজন প্রবাসী দীর্ঘদিন পর দেশে আসেন। অথচ বিমানবন্দরে লাগেজ পেতে কত সমস্যা পোহাতে হয়। অনেক সময় লাগেজ চুরি হয়। সব মিলিয়ে প্রবাসীদের একরকম টেনশনে থাকতে হতো। কিন্তু আজ আসার পর আগের চিত্র নেই। আমরা খুব সহজেই লাগেজও পেলাম, আবার বের হয়েও আসতে পেরেছি। আমরা এখন খুব খুশি।’

খোঁজ নিয়ে জানা গেছে, বিমানবন্দর ব্যবহার করা যাত্রীরা যেন কোনও হয়রানি না হন, সে জন্য কড়া নির্দেশনা রয়েছে কর্তৃপক্ষের। পাশাপাশি যাত্রীরা যেন সহজেই তাদের লাগেজ পান, সে ব্যাপারেও দেওয়া হয়েছে কঠোর নির্দেশনা।

কর্মকর্তারাও খুশি জানিয়ে এই নির্বাহী পরিচালক বলেন, ‘যাত্রীর সন্তুষ্টিই আমাদের সন্তুষ্টি। বর্তমানে সেবার মান নিয়ে যাত্রীদের যে অভিব্যক্তি, এতে আমরাও খুশি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’

আলহামদুলিল্লাহ আমাদের হাতে সৌদি ফ্যামিলি ভিজিট ভিসার আরো একটি ফাইল এসেছে , ঘরে বসেই নিশ্চিন্তে কাজ করতে পারবেন আমাদের মা...
02/09/2024

আলহামদুলিল্লাহ
আমাদের হাতে সৌদি ফ্যামিলি ভিজিট ভিসার আরো একটি ফাইল এসেছে , ঘরে বসেই নিশ্চিন্তে কাজ করতে পারবেন আমাদের মাধ্যমে।

আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

জিয়ারা/ফ্যামিলি ভিসা প্রসেস করার জন্য যা প্রয়োজন- 1) ভিসা কপি।   2)তলবকারীর ( Sponsor) পাসপোর্ট ও আবশির থেকে ডাউনলোডকৃত ...
02/09/2024

জিয়ারা/ফ্যামিলি ভিসা প্রসেস করার জন্য যা প্রয়োজন-
1) ভিসা কপি।
2)তলবকারীর ( Sponsor) পাসপোর্ট ও আবশির থেকে ডাউনলোডকৃত ইকামা কপি।
3) যাত্রীর মূল পাসপোর্ট।
4) মূল কাবিননামা।(ওয়াইফ এর ক্ষেত্রে)
4)যাত্রীর এন আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন
5) ২ কপি ছবি (ল্যাবপ্রিন্ট সাদা ব্যাকগ্রাউন্ড।

সকল দেশের ম্যানপাওয়ার করুন সবচে কম খরচে কম সময় ।
যোগাযোগ করুন----
WhatsApp IMO
+8801916-097863
+8801886097863

ডঃ মো ইউনুস স্যারঢাকা এয়ারপোর্টে ১। সকলের জন্য ফ্রি টেলিফোন ।২। সকলের জন্য ফ্রি ওয়াইফাই।৩। হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভি...
31/08/2024

ডঃ মো ইউনুস স্যার
ঢাকা এয়ারপোর্টে
১। সকলের জন্য ফ্রি টেলিফোন ।
২। সকলের জন্য ফ্রি ওয়াইফাই।
৩। হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভিস।
৪।দ্রুত ল্যাগেজ প্রদান।
৫। সকলের জন্য ভালো ব্যবহার।
৬। ল্যাগেজ ভাঙ্গলে বা কোনো কিছু চুরি হলে, কর্মিদের বেতন থেকে টাকা কাটা হবে।

আমি যখন ২০২২ সালে দুবাইতে বেড়াতে যাই দুবাই এয়ার পোর্টে এই সকল সুবিধা বিদ্যমান ছিল। অনেক creative । একই সাথে ডঃ মো ইউনুস স্যার এর সাথে দেখা হয় । দুবাই এয়ারপোর্টে পেসেঞ্জাররা যেখানে হেঁটে যায় সেখানে ডঃ মো ইউনুস স্যারকে এয়ার পোর্টে ভিতরে কর্তৃপক্ষ ইলেকট্রনিক গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছিল। উনার জন্য একট্রা ব্যাবস্থা। তখন থেকেই উনাকে বিশ্ব অতিরিক্ত সম্মান করেছে। কিন্তু তত্কালীন বাংলাদেশ কর্তৃপক্ষ যথাযথ সম্মান করে নাই।

ঢাকা এয়ার পোর্টের যাত্রীদের জন্য শুভকামনা।

অনেকদিন পর দেশে ফিরে আপনি সবচেয়ে বিস্মিত হবেন বিমানবন্দরের ইমিগ্রেশন অফিসারের ব্যবহারে।মুখে হাসি তো দূরের কথা, আপনার দি...
02/07/2024

অনেকদিন পর দেশে ফিরে আপনি সবচেয়ে বিস্মিত হবেন বিমানবন্দরের ইমিগ্রেশন অফিসারের ব্যবহারে।

মুখে হাসি তো দূরের কথা, আপনার দিকে লুকটা এমনভাবে দিবে, মনে হবে আপনি তার কাছে টাকা ধার নিয়ে দেশ ছেড়ে পালিয়েছিলেন, অথবা কোনো ক্রিমিনাল হিসেবে দেশে ফিরেছেন।

অথবা, তার করুনায় আপনি বিদেশে যেতে পারেন, তার করুনায় দেশে ফিরতে পারেন।

জিজ্ঞাসাবাদ শেষে পাসপোর্টটা ফেরত দেয়ার সময় ডেস্কে এমনভাবে থপাস করে রাখবে, যেনো সকাল সকাল ঘুম থেকে উঠে অফিসে আসার রাগটা আপনার ওপর ঝারলো।

তবে মাঝেমধ্যে দু একজন পাওয়া যায় যারা ভালো ব্যবহার করে। এই ডিপার্টমেন্টটা পুরো রিইনস্টল করে বিদেশে নিয়ে ভালো ব্যবহারের ব্যাপকতর প্রশিক্ষণ দরকার।

তবে অবশ্য জাতিগতভাবে আমরা ভালো ব্যবহারে খুব অভ্যস্ত নই।

Umrah Package Available Booking Start...Contact WhatsApp 01916-097863 Call +8801886097863
25/06/2024

Umrah Package Available Booking Start...

Contact
WhatsApp 01916-097863
Call +8801886097863

যারা দীর্ঘ দিন আগে সৌদি আরব থেকে ধরা খেয়ে দেশে গেছেন বা কোম্পানি পাঠিয়ে দিয়েছে আপনাকে।আপনি নতুন করে আবার আসতে  চাচ্ছেন ক...
03/06/2024

যারা দীর্ঘ দিন আগে সৌদি আরব থেকে ধরা খেয়ে দেশে গেছেন বা কোম্পানি পাঠিয়ে দিয়েছে আপনাকে।
আপনি নতুন করে আবার আসতে চাচ্ছেন কিন্তু জানেন না যে, আপনি সৌদিতে ঢুকতে পারবেন কি না তাদের সুবিধার জন্য এই পোস্টটি।

আপনার পাসপোর্টটি নিয়ে সৌদি এম্বাসি বারিধারায় গিয়ে চেক করাতে পারবেন। অবশ্যই নিজে যেতে হবে পাসপোর্ট সাথে নিয়ে।। এম্বাসির গেটে গিয়ে দারোয়ানকে বলতে হবে সৌদি যেতে পারবো কি না চেক করাতে আসছি।
তখন আপনাকে উনারাই দেখায় দিবে কোন রুমে যেতে হবে। কোনো টাকা লাগবে না চেক করতে । ⭐⭐⭐

বিঃদ্রঃ বিষয়টা অনেকেই জানেন আবার বেশির ভাগ মানুষ জানেন না তাই পোস্ট করলাম।। হয়তো কারো উপকার হবে।।এবং নিজে সচেতন থাকুন অন্য জন কে সচেতন করুন!!

ঘরে বসে Online Visa চেক করার 40+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা। ১। -তানজানিয়া http://www.tanza...
30/03/2024

ঘরে বসে Online Visa চেক করার 40+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।

১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/2015/05/online-visa-60.html .WVMAe6sj.dpuf

২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions?action=geteServiceVisaInfoInput&language=english

৩। -কুয়েত http://www.moi.gov.kw

৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/

৫। -সৌদি আরব http://www.moi.gov.sa/

৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae

৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/

৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd

৯।- সাইপ্রাস http://moi.gov.cy/

১০। -নেপাল http://www.moic.gov.np/

১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/

১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/

১৩। -জর্দান http://www.moi.gov.jo/

১৪। -ইন্ডিয়া http://labour.nic.in/

১৫। -কেনিয়া http://www.labour.go.ke/

১৬। -ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/

১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/

১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en

১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/

২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/

২১। -ইরান http://www.irimlsa.ir/en

২২। -ঘানা http://www.ghana.gov.gh/

২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th

২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।

২৫। -ভূটান http://www.molhr.gov.bt/

২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz

২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/

২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/

২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english

৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/

৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/

৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/

৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/

৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/

৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/

৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/

৩৭। -লেবানন http://www.labor.gov.lb/

৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en

৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk

৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en

৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/

৪২। -স্পেন http://www.mtin.e

Best of luck ✈️আপনার স্বপ্ন পরিপূর্ণ হোক।
02/03/2024

Best of luck ✈️
আপনার স্বপ্ন পরিপূর্ণ হোক।

09/02/2024

নিজে শ্রম দিয়ে, মেধা দিয়ে, শক্তি দিয়ে, রান্না করে, কাপড় ধুয়ে, স্বজনদের অবহেলা সহ্য করে, পরিবারে টাকা দিয়ে, সব প্যারা মাথায় নিয়ে একাকীত্বকে সঙ্গী করে হাজার জনের একজন হয়ে বেঁচে থাকার নামই প্রবাসী।

Address

461/B, Khilgaon Taltola
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when RH Travel Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RH Travel Agency:

Videos

Share

Category