28/01/2025
প্রতীক্ষিত স্বপ্নের বাস্তবতা জীবনের এক পরম মুহূর্ত। আশাব্যঞ্জক জীবনের বহিঃপ্রকাশ ও এগিয়ে চলার শক্তি। সর্বোপরি আত্মমর্যাদা, আত্মপ্রত্যয় ও স্থির লক্ষ্যে কঠোর সাধনায় প্রাপ্ত স্বার্থক জীবনের নিদর্শন। পার্থিব জীবন ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ লাভের নিমিত্তে কর্মময় হওয়া বাঞ্ছনীয়। কিন্তু কর্মক্ষেত্রে মানবপ্রকৃতির স্বরুপ দেখে বিব্রত হই। ভেতর-বাহিরের অসামঞ্জস্যতায় পীড়াবোধ করি। স্বার্থপরতা ও অসহযোগিতাকে আমি জীবনের সবচেয়ে বড় দারিদ্র মনে করি। আমি স্বপ্ন দেখি মানব সভ্যতায় বিধৌত স্নিগ্ধ-সুন্দর কর্মময় এক জীবন। আলহামদুলিল্লাহ, কাঙ্ক্ষিত সে জীবনাভিমুখে আমার ক্রম পথচলায় আমি আনন্দিত, অনুপ্রাণিত ও সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞ।
একটা Travel Agency আমার স্বপ্ন ছিল। স্বপ্নের বাস্তবায়নে নিরলস চেষ্টা-সাধনা ও দোয়া-প্রার্থনার বিনিয়োগও ছিলো। অনেক চড়াই-উৎরাই, প্রতিকূলতা ও অনিশ্চয়তার পর আজ সে স্বপ্ন আলোর মুখ দেখতে যাচ্ছে। এ জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি-আলহামদুলিল্লাহ! প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছে- RH Travel Agency । আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে আজ থেকে তার কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ!
এই মাহেন্দ্রক্ষণে RH Travel Agency এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের ব্যবসায়িক এ প্রতিষ্ঠানটির জন্য দোয়া চাচ্ছি।
👉 https://www.rhtrips.com