11/11/2023
#জরুরী_ঘোষণা
১. কোনরকম আনফিট পাসপোর্ট অথবা রেফারেন্স নাম্বারে বা পুরাতন পাসপোর্ট নাম্বারে আনফিট ছিল এমন পাসপোর্ট এম্বাসিতে জমা করা যাবে না।
যাত্রীর শুধুমাত্র একটি পাসপোর্ট হলে অবশ্যই মেডিকেলের পূর্বে আগে কোন সময় আনফিট ছিল কিনা জেনে নিতে হবে।
২. নয় থেকে দশ মাসের কম মেয়াদের পাসপোর্ট মেডিক্যাল না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
৩. এম্বাসীতে জমা দেয়ার সময় পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে আট (৮) মাস থাকতে হবে।
৪. পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই সরকারি ওয়েবসাইটে অনলাইন থাকতে হবে।
৫. পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ এক বছরের মধ্যে থাকতে হবে।
৬. পুলিশ ক্লিয়ারেন্সে নাম, ঠিকানাসহ সকল তথ্য অবশ্যই পাসপোর্ট এর সাথে সম্পুর্ণ মিল থাকতে হবে।
৭. পাসপোর্ট এর মধ্যে যে পাসপোর্ট নাম্বার থাকবে সেই পাসপোর্ট নাম্বারেই পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে। কোন রেফারেন্স নাম্বার বা পুরাতন পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স করলে হবেনা।
৮. যাত্রীর বয়স অবশ্যই ২১ থেকে ৫৮ ভিতর হতে হবে।
৯. Tashir অফিসে ফিঙ্গার দেয়ার পরে ফিঙ্গারে successful হয়েছে কিনা অবশ্যই মানি রিসিভে চেক করে নিবেন।
উপরে উল্লেখিত নিয়মগুলো না মানায় শাস্তি স্বরুপ বিভিন্ন অফিসের পাসওয়ার্ড লক করে দেওয়া হয়েছে।