SaintMartin Travels Group - STG

SaintMartin Travels Group - STG Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SaintMartin Travels Group - STG, Travel Company, 23/free school Street, kathalbagan, panthapath,/, Dhaka.

সেন্টমার্টিন ভ্রমণের যেকোন হোটেল,রিসোর্ট বুকিং এবং যেকোন শিপ/বাসের টিকেট নিতে আমাদের পেইজ ভিজিট করুন
All Solution In One Place✨
✈️Air Ticket
🚢Ship Ticket
🚌Bus Ticket
🧳Holiday Trip
🚌 Tour Package
📍Trekking & Travelling
🏢 Hotel & Resort Booking

জোয়ার-ভাটার উপর নির্ভর করে সেন্টমার্টিন গামী শীপের নতুন টাইম সিডিউল দেয়া হয়েছে💁‍♂️
07/12/2024

জোয়ার-ভাটার উপর নির্ভর করে সেন্টমার্টিন গামী শীপের নতুন টাইম সিডিউল দেয়া হয়েছে💁‍♂️

একটুখানি সেন্ট মার্টিন
07/12/2024

একটুখানি সেন্ট মার্টিন

পুরো ডিসেম্বর মাসের শিডিউলকক্সবাজার থেকে বারো আউলিয়া ও কর্ণফুলী এক্সপ্রেস শিপ এরআমাদের সার্ভিসশিপ টিকেটবাস টিকেটরিসোর্ট...
03/12/2024

পুরো ডিসেম্বর মাসের শিডিউল
কক্সবাজার থেকে বারো আউলিয়া ও কর্ণফুলী এক্সপ্রেস শিপ এর

আমাদের সার্ভিস
শিপ টিকেট
বাস টিকেট
রিসোর্ট বুকিং
এয়ার টিকেট
কক্সবাজার হোটেল বুকিং

সেন্টমার্টিন যাচ্ছেন তোও
29/11/2024

সেন্টমার্টিন যাচ্ছেন তোও

ট্রাভেল পাস ছাড়া সেন্টমার্টিন যাওয়া যাবে না!  অনলাইন(অ্যাপসে) আবেদনের মাধ্যমে ট্রাভেল পাস নিয়ে সেন্টমার্টিন যেতে হবে!
20/11/2024

ট্রাভেল পাস ছাড়া সেন্টমার্টিন যাওয়া যাবে না!

অনলাইন(অ্যাপসে) আবেদনের মাধ্যমে ট্রাভেল পাস নিয়ে সেন্টমার্টিন যেতে হবে!

সেন্টমার্টিন দ্বীপের বর্তমান অবস্থা : (সেন্টমার্টিন এর ভুক্তভোগী মানুষের সাথে কথা বলে নির্ভরযোগ্য খবর দিচ্ছি দিচ্ছি)১. দ...
01/11/2024

সেন্টমার্টিন দ্বীপের বর্তমান অবস্থা : (সেন্টমার্টিন এর ভুক্তভোগী মানুষের সাথে কথা বলে নির্ভরযোগ্য খবর দিচ্ছি দিচ্ছি)

১. দ্বীপের চিকিৎসা সেবা পুরোপুরি বন্ধ তিনমাস ধরে।
২. সাগরে মাছ ধরা বন্ধ।
৩. আজ থেকে বিদ্যুৎ সরবরাহ সম্পুর্ন শাট ডাউন অনির্দিষ্টকালের জন্য। যদিও বিদ্যুৎ সেবাদানকারী প্রতিষ্ঠানটি কারণ হিসেবে জানিয়েছেন টেকনিক্যাল কারণ, কিন্তু দ্বীপবাসী যেহেতু সেখানেই আছেন, তারা বলছেন এটা কোন যৌক্তিক কারণ নয়। তারা বলছেন কোন চাপে পড়ে বন্ধ করা হয়েছে বা কোন পরিকল্পনা বাস্তবায়ন এর জন্য করা হচ্ছে।
৪. পর্যটক আসা সম্পুর্ন বন্ধ।
৫. মৌলিক অধিকারের প্রায় সবকটিই বন্ধ কিংবা বন্ধের মতন অবস্থা।
৬. সেন্ট মার্টিনের স্থানীয় লোকজন দ্বীপ থেকে বাইরে গেলে বা দ্বীপে ঢুকলে বাঁধার সম্মুখীন হচ্ছেন, প্রশাসনকে কারণ ব্যাক্ষা করে যাতায়াত করা লাগছে।
৭. দ্বীপে ব্যবসায়ের সাথে সম্পৃক্ত (রিসোর্ট বা দোকান মালিক/ ম্যানেজার/ স্টাফ/ মিস্ত্রি/ কর্মী) কিন্তু দ্বীপের অধিবাসী নয়, এমন কাওকে যেতে দেয়া হচ্ছে না।
৮. জেনারেটর চালানো সম্পূর্ণ নিষেধ করা হয়েছে যেখানে বিদ্যুৎও পুরোপুরি বন্ধ।

সবই কি সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষার জন্য করা হচ্ছে?
নাকি অন্য কোন ব্যাপার আছে?
এসব তাহলে কিসের আলামত?

সেন্ট মার্টিনকে পর্যটন স্থান এর বাইরে বাংলাদেশের একটি স্থান হিসেবে কল্পনা করুন, এবং যেখানে প্রায় ১২ হাজার মানুষ বসবাস করেন, সেই চিন্তা মাথায় রেখে ভাবুন এবং মতামত জানাতে পারেন।

📍ছেঁড়া দ্বীপ, সেন্টমার্টিন।
23/10/2024

📍ছেঁড়া দ্বীপ, সেন্টমার্টিন।



Saint Martin tour Calling ☺️
03/10/2024

Saint Martin tour Calling ☺️

এই মুহুর্তে সেন্টমার্টিনের পশ্চিম বিচে🌊✨📷nur st martin
10/02/2024

এই মুহুর্তে সেন্টমার্টিনের পশ্চিম বিচে🌊✨

📷nur st martin

07/02/2024

ব্রেকিং নিউজঃ
10 ফেব্রুয়ারি থেকে টেকনাফ - সেন্টমার্টিন রুটে অনিদিষ্ট কালের জন্য শীপ চলাচল বন্ধ - জেলা প্রসাশন, কক্সবাজার

এই মুহুর্তে সেন্টমার্টিন 😍📷Shafi
30/01/2024

এই মুহুর্তে সেন্টমার্টিন 😍

📷Shafi

কক্সবাজার থেকে সেন্টমার্টিন যাবার শিপ শুধুমাত্র কর্নফুলী এক্সপ্রেস।ফেব্রুয়ারি মাসের টাইম শিডিউল দেখে নিন✨সেন্টমার্টিন ভ...
23/01/2024

কক্সবাজার থেকে সেন্টমার্টিন যাবার শিপ শুধুমাত্র কর্নফুলী এক্সপ্রেস।
ফেব্রুয়ারি মাসের টাইম শিডিউল দেখে নিন✨

সেন্টমার্টিন ভ্রমণের যেকোন হোটেল, রিসোর্ট বুকিং এবং যেকোন শিপ/বাসের টিকেট নিতে আমাদের পেইজ ভিজিট করুন

সেন্ট মার্টিন 🖤Pic  #সংগৃহীত
20/01/2024

সেন্ট মার্টিন 🖤



Pic #সংগৃহীত

সেন্টমার্টিন দ্বীপে  সৈকতে প্রায় এই চিত্র দেখা মিলছে Pyrrophyta (অগ্নি শৈবাল).. ।।  Pyrrophyta (অগ্নি শৈবাল) শৈবালের দেহ...
19/01/2024

সেন্টমার্টিন দ্বীপে সৈকতে প্রায় এই চিত্র দেখা মিলছে Pyrrophyta (অগ্নি শৈবাল).. ।।

Pyrrophyta (অগ্নি শৈবাল) শৈবালের দেহে অবস্থিত luciferase এনজাইমের উপস্থিতিতে অস্কিজেনের সাথে বিক্রিয়া করে আলোকশক্তি উৎপন্ন করে।। এই ঘটনা Bioluminescence নামে পরিচিত 💥

ছবি © #সংগৃহীত

#সেন্টমার্টিন
#অগ্নিশৈবাল

সেন্টমার্টিন দ্বীপের উত্তর বিচ।💙🏝️ #সংগৃহীত
15/01/2024

সেন্টমার্টিন দ্বীপের উত্তর বিচ।💙🏝️



#সংগৃহীত

টেকনাফ থেকে বারো আউলিয়া শিপের পুরো জানুয়ারি মাসের শিডিউল দেখে নিন।টিকেট করতে পারবেন আমাদের মাধ্যমে©সংগৃহীত
08/01/2024

টেকনাফ থেকে বারো আউলিয়া শিপের পুরো জানুয়ারি মাসের শিডিউল দেখে নিন।

টিকেট করতে পারবেন আমাদের মাধ্যমে

©সংগৃহীত

08/01/2024

আগামী ১০ই জানুয়ারী হতে চালু হতে যাওয়া ৮১৫/৮১৬ পর্যটক এক্সপ্রেস এর বিস্তারিত সকল তথ্য...... 😍

√ নামঃ পর্যটক এক্সপ্রেস।
√ ট্রেন কোডঃ ৮১৫/৮১৬।
√ রুটঃ কক্সবাজার- ঢাকা।
√ সার্ভিসঃ ননস্টপ।
√ পরিসেবাঃ ব্র‍্যান্ড নিউ কোরিয়ান লাল-সবুজ স্নিগ্ধা ও শোভন চেয়ার কোচ৷
√ সাপ্তাহিক বন্ধঃ রবিবার।

√ সময়সূচিঃ

> ৮১৫ আপ পর্যটক এক্সপ্রেস কক্সবাজার থেকে ছাড়বে রাত ০৮ টায় ➡️ চট্টগ্রাম পৌঁছাবে রাত ১০.৫০ মিনিটে ➡️ চট্টগ্রাম থেকে ছাড়বে রাত ১১.১৫ মিনিটে ➡️ ঢাকা বিমানবন্দর স্টেশন পৌঁছাবে রাত ৩.৫০ মিনিটে ➡️ ঢাকা বিমানবন্দর স্টেশন ছাড়বে রাত ৩.৫৩ মিনিটে ➡️ ঢাকা পৌঁছাবে রাত ৪.৩০ মিনিটে।

> ৮১৬ ডাউন পর্যটক ঢাকা থেকে ছাড়বে সকাল ৬.১৫ মিনিটে ➡️ বিমানবন্দর স্টেশন পৌঁছাবে সকাল ৬.৩৮ মিনিটে ➡️ বিমানবন্দর স্টেশন ছাড়বে সকাল ৬.৪৩ মিনিটে ➡️ চট্টগ্রাম পৌঁছাবে সকাল ১১.২০ মিনিটে ➡️ চট্টগ্রাম ছাড়বে সকাল ১১.৪০ মিনিটে ➡️ কক্সবাজার পৌঁছাবে দুপুর ০৩ টায়।

√ ঢাকা- কক্সবাজার রুটের চূড়ান্ত ভাড়া.....

> শোভন চেয়ার- ৬৯৫ টাকা, স্নিগ্ধা- ১৩২৫ টাকা।

√ চট্টগ্রাম- কক্সবাজার রুটের চূড়ান্ত ভাড়া.....

> শোভন চেয়ার- ২৫০ টাকা, স্নিগ্ধা- ৪৭০ টাকা।

√ বিস্তারিত সিটপ্লানঃ

> শোভন চেয়ারে উইন্ডো/জানালা নম্বর সমূহঃ ০১, ০২, ০৪, ০৫, ০৮, ০৯, ১২, ১৩, ১৬, ১৭, ২০, ২১, ২৪, ২৫, ২৮, (২৯, ৩২, ৩৩, ৩৬), ৩৭, ৩৯, ৪১, ৪৪, ৪৫, ৪৭, ৪৯, ৫১, ৫৩, ৫৬, ৫৭, ৫৯, ৬০৷ () টেবিল সিট।

> স্নিগ্ধা শ্রেণীর উইন্ডো/জানালা নম্বর সমূহঃ ০১, ০৩, ০৪, ০৭, ০৮, ১১, ১২, ১৫, ১৬, ১৯, ২০, ২৩, (২৪, ২৭, ২৮, ৩১) ৩২, ৩৫, ৩৬, ৩৯, ৪০, ৪৩, ৪৪, ৪৭, ৪৮, ৫১, ৫২, ৫৪, ৫৫। () টেবিল সিট৷

> ৮১৫ঃ কক্সবাজার- চট্টগ্রাম ৬০ থেকে ৩৬ যাত্রামুখী। চট্টগ্রাম- ঢাকা ১-৩৫ যাত্রামুখী৷
> ৮১৬ঃ ঢাকা- চট্টগ্রাম ৬০-৩৬ যাত্রামুখী। চট্টগ্রাম- কক্সবাজার ১- ৩৫ যাত্রামুখী।

√ এসি কেবিন কোচ বর্তমানে পাহাড়তলী ওয়ার্কশপে কমিশনিং হচ্ছে। এরপর ট্রায়াল হবে। এরপরে ইনশাআল্লাহ শীঘ্রই এই ট্রেনের সাথে এসি কেবিন যুক্ত হবে।

√ অন্যান্য ট্রেনের ন্যায় এই ট্রেনেরও ১০০% টিকেট অনলাইন এবং কাউন্টার এর জন্য উন্মুক্ত। তাই চাপের এই পর্যটন মৌসুমে কাউন্টার এর চেয়ে বরং অনলাইনে টিকেট প্রাপ্যতা বেশি থাকবে।

ধন্যবাদ সকলকে। 😊😌

অনলাইনে রেজিষ্ট্রেশন এবং টিকেট সংগ্রহ করার নিয়মঃ 👇

https://m.facebook.com/story.php?story_fbid=314028908065700&id=100083757796601&mibextid=RtaFA8

সিটপ্ল্যান ছবিতে দেখুনঃ 👇

https://m.facebook.com/story.php?story_fbid=314490701352854&id=100083757796601&mibextid=RtaFA8

তথ্য: রেলফ্যান গ্যালারি পেইজে।

সংগৃহীত

Address

23/free School Street, Kathalbagan, Panthapath,/
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when SaintMartin Travels Group - STG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category