Sabr Hajj & Umrah

Sabr Hajj & Umrah 'SABR Hajj & Umrah Services' is committed to provide the very best in travel arrangements to the hol
(1)

13/04/2023

আলহামদুলিল্লাহ গতবার দারুনভাবে সাড়া পাবার ফলে এবারও আমরা ফিতরা ক্যাম্পেইনের আয়োজন করতে যাচ্ছি। গতবার যারা আমাদের মাধ্যমে ফিতরা আদায় করেছেন তারা আমাদের কাজে সন্তুষ্ট ছিলেন আলহামদুলিল্লাহ। তারা আমাদেরকে ফিতরা প্যাকেজের ব্যাপারে ইতোমধ্যে নক দিয়েছেন আলহামদুলিল্লাহ।

আমাদের এবারের ফিতরা প্যাকেজসমূহ:

📦 প্যাকেজ - ১: ৫২০ টাকা
১. চাল - ৩ কেজি
২. মশুর ডাল - ৫০০ গ্রাম
৩. তেল - ৫০০ মিলি
৪. লবন - ৫০০ গ্রাম
৫. পেয়াজ - ১ কেজি
৬. সেমাই - ২০০ গ্রাম
৭. চিনি - ২৫০ গ্রাম

📦 প্যাকেজ - ২: ৪০০ টাকা
১. চাল - ৩ কেজি
২. মশুর ডাল - ৫০০ গ্রাম
৩. তেল - ৫০০ মিলি
৪. লবন - ৫০০ গ্রাম

📦 প্যাকেজ - ৩: ২৭৫ টাকা
১. চাল - ৩ কেজি
২. মশুর ডাল - ৫০০ গ্রাম

✅ ফিতরা প্যাকেজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য:
- একটি প্যাকেজ সমান একটি ফিতরা। সে হিসেবে পরিবারের প্রতিটি সদস্যের জন্য একটি করে প্যাকেজ নিতে হবে।
- সঠিক সময়ে সঠিক হক্বদারদের নিকট ফিতরা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের।
- বিতরণ শেষে কোন কোন এলাকায় ফিতরা বিরতণ করা হয়েছে সে সম্পর্কে আপনাদেরকে আপডেট জানানো হবে ইনশাআল্লাহ।
- ২৭ রামাদান রাত ১০টা পর্যন্ত অর্ডার দিতে পারবেন, এরপর আর অর্ডার গ্রহণ করা হবে না।

✅ ফিতরা প্যাকেজ যেভাবে অর্ডার করবেন:
সর্বমোট প্যাকেজমূল্য পরিশোধ করে https://forms.gle/Nec8mLGJZRJBmzBT8 এই লিংক থেকে ফর্মটি পূরণ করে দিন।
[শুধুমাত্র প্যাকেজমূল্য পরিশোধ করুন, সার্ভিস চার্জ ও বিকাশ চার্জ প্যাকেজ মূল্যের মধ্যে অন্তর্ভূক্ত]

✅ যেসকল মাধ্যমে প্যাকেজ মূল্য পরিশোধ করতে পারবেন-
১. বিকাশ মার্চেন্ট - 01408487003

২. নগদ (পার্সোনাল) - 01738777756
৩. রকেট (পার্সোনাল) - 017387777561

৪.Islami Bank Bangladesh Limited
Shyamoli Branch
Mokaddes Hosen
Mudaraba Savings Account
A/C - 20502090204597005

'SABR Hajj & Umrah Services' is committed to provide the very best in travel arrangements to the hol

সাদা পবিত্র এবং চিরকাল সবচেয়ে সুন্দর। গতকাল জুমার সলাতের সময় সবার সুভ্র সাদা ড্রেস এখানে অন্য এক পরিবেশ সৃষ্টি করেছিল।মা...
01/04/2023

সাদা পবিত্র এবং চিরকাল সবচেয়ে সুন্দর।
গতকাল জুমার সলাতের সময় সবার সুভ্র সাদা ড্রেস এখানে অন্য এক পরিবেশ সৃষ্টি করেছিল।
মাশআল্লাহ।

হারামাইন শারিফাইন এর সুত্র অনুযায়ী এবারের ইতেকাফের রেজিষ্ট্রেশন নুসুক অ্যাপের মাধ্যমে  হবে ইনশাআল্লাহ।
22/03/2023

হারামাইন শারিফাইন এর সুত্র অনুযায়ী এবারের ইতেকাফের রেজিষ্ট্রেশন নুসুক অ্যাপের মাধ্যমে হবে ইনশাআল্লাহ।

যারা এই রমাদান মিস করলেন তারা এখুনি নিয়ত করুন, আগামী রমাদান কাটাবেন কা'বা তে। আল্লাহ কবুল, আমীন।আজকের এশার সলাতের চিত্র।
21/03/2023

যারা এই রমাদান মিস করলেন তারা এখুনি নিয়ত করুন, আগামী রমাদান কাটাবেন কা'বা তে। আল্লাহ কবুল, আমীন।
আজকের এশার সলাতের চিত্র।

হজ্ব প্যাকেজ ২০২৩**সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের খরচ জনপ্রতি ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা: ধর্ম প্রতিমন্ত্রী**বাংলাদেশ থেকে...
01/02/2023

হজ্ব প্যাকেজ ২০২৩
**সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের খরচ জনপ্রতি ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা: ধর্ম প্রতিমন্ত্রী

**বাংলাদেশ থেকে এবার হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন: ধর্ম মন্ত্রণালয়

05/11/2022

সকালের ব্যস্ত হারাম এরিয়া। পাহাড় কেটে কেটে এক্সটেনশন এর কাজ চলতেছে।

04/11/2022

কবুতর চত্ত্বর, মক্কা

১. রোগের ব্যাপারে সঠিক বিশ্বাস :রোগের ব্যাপারে সঠিক আক্বীদা পোষণ করতে হবে। বিশ্বাস রাখতে হবে যে, রোগ দেওয়ার মালিক একমাত্...
28/09/2022

১. রোগের ব্যাপারে সঠিক বিশ্বাস :
রোগের ব্যাপারে সঠিক আক্বীদা পোষণ করতে হবে। বিশ্বাস রাখতে হবে যে, রোগ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ এবং সুস্থতা দানের মালিকও তিনিই।

২. রোগ তাক্বদীরের অংশ
আমরা তাক্বদীরে আছে বলেই আমরা রোগাক্রান্ত হই। অন্যকারও দোষে আল্লাহ আমাদের রোগ দেন না। আল্লাহ বলেন, পৃথিবীতে বা তোমাদের জীবনে এমন কোন বিপদ আসে না, যা সৃষ্টির পূর্বে আমরা কিতাবে লিপিবদ্ধ করিনি। [হাদীদ ৫৭/২২-২৩]

৩. ধৈর্যধারণ :
অসুস্থতায় ধৈর্যধারণ করলে আল্লাহ অসুস্থতার বিনিময়ে পাপ মোচন করেন। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তুমি জ্বরকে গালমন্দ করো না। কেননা জ্বর আদম সন্তানের পাপরাশ মোচন করে দেয়, যেভাবে হাপর লোহার মরিচিকা দূরীভূত করে। [মুসলিম : ৬৪৬৪]

৪. বেশি বেশি দু‘আ :
রোগমুক্তির জন্য আল্লাহর কাছে বেশি বেশি দু‘আ করতে হবে। আল্লাহর রাসূল ﷺ বলেছেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা ও সুস্থতা কামনা কর। কেননা ঈমানের পর সুস্বাস্থ্যের চেয়ে অধিক উত্তম বস্তু কাউকে দান করা হয়নি। [তিরমিযী হা/ ৩৫৫৮]

৫. সদকা করা :
সদকার মাধ্যমেও রোগ থেকে আরোগ্য লাভ করা যায়। বিশিষ্ট তাবেঈ বিদ্বান আব্দুল্লাহ ইবনুল মুবারক -এর নিকটে জনৈক ব্যক্তি জিজ্ঞেস করল যে, গত ৭ বছর যাবৎ আমার হাঁটুতে একটি ফোঁড়া উঠে খুব কষ্ট দিচ্ছে। এ পর্যন্ত অনেক ডাক্তারের নিকটে বিভিন্ন চিকিৎসা গ্রহণ করেছি। কিন্তু কোন উপকার পাইনি। এখন আমি কি করতে পারি? আব্দুল্লাহ ইবনুল মুবারক রহিমাহুল্লাহ বললেন, তুমি অমুক স্থানে একটা কূপ খনন কর। পানির জন্য সেখানকার মানুষ খুব কষ্ট পাচ্ছে। আশা করি ফোঁড়াটির মূল অংশ বের হয়ে যাবে এবং রক্ত বন্ধ হয়ে যাবে। অতঃপর লোকটি তাই করল এবং আল্লাহর রহমতে সে আরোগ্য লাভ করল।[বায়হাক্বী, শু‘আবুল ঈমান ৫/৬৯;] রাসূলুল্লাহ ﷺ বলেছেন, دَاوُوْا مَرْضَاكُمْ بِالصَّدَقَةِ ‘তোমরা ছাদাক্বার মাধ্যমে তোমাদের রোগীদের চিকিৎসার ব্যবস্থা কর’।[ছহীহুল জামে‘ হা/৩৩৫৮]।

একটি বিশেষ ঘোষণা।
27/09/2022

একটি বিশেষ ঘোষণা।

তাওবাহর কিছু শর্ত
25/09/2022

তাওবাহর কিছু শর্ত

নারীর খেলাধুলা নিয়ে ইসলাম কী বলে?ইসলামে কী কোনো গাইডলাইন আছে নারীর খেলাধুলা নিয়ে?থাকলে সেগুলো কী?এসব প্রশ্নের উত্তর জানু...
22/09/2022

নারীর খেলাধুলা নিয়ে ইসলাম কী বলে?
ইসলামে কী কোনো গাইডলাইন আছে নারীর খেলাধুলা নিয়ে?
থাকলে সেগুলো কী?

এসব প্রশ্নের উত্তর জানুন নিচের ইনফোগ্রাফিকটি থেকে।

আবু হুরায়রা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,মুমিন ব্যক্তি তার ভাইয়ের আয়নাস্ব...
20/09/2022

আবু হুরায়রা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

মুমিন ব্যক্তি তার ভাইয়ের আয়নাস্বরূপ। এক মুমিন অপর মুমিনের ভাই। সে তার অনুপস্থিতিতে তার সম্পদের হেফাজত করবে (এবং তার অবর্তমানেও তার হেফাজত করবে)।

[আল-আদাবুল মুফরাদ : ২৩৮]

স্বভাবজাত সুন্নাত হলো এমন রীতি যা পালন করলে এর সম্পাদনকারী এমন ফিতরাতের সাথে বিশেষিত হবেন যে ফিতরাতের উপর আল্লাহ্‌ তার ব...
17/09/2022

স্বভাবজাত সুন্নাত হলো এমন রীতি যা পালন করলে এর সম্পাদনকারী এমন ফিতরাতের সাথে বিশেষিত হবেন যে ফিতরাতের উপর আল্লাহ্‌ তার বান্দাদের সৃষ্টি করেছেন এবং এর উপর ভিত্তি করে তার হাশর-নাশর হবে।

আল্লাহ্‌ তাদেরকে এর জন্য ভালবাসবেন। যেন তারা এর মাধ্যমে পূর্ণগুণের অধিকারী হতে পারে এবং আকৃতিগতভাবে মর্যাদা পায়। এটি একটি প্রাচীন সুন্নাত যা সকল নবী আলাইহিমুস সাল্লাম পছন্দ করেছেন। [নাইলুল আওতার ১/১০৯]

স্বভাবজাত রীতি অনুসরণের মাধ্যমে দ্বীনই ও দুনিয়াবী অনেক কল্যাণ রয়েছে। এর ফলে সমুদয় দৈহিক গঠন সুন্দর থাকে এবং শরীর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।

আয়িশাহ রাদ্বিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, দশটি কাজ ফিতরাতের অন্তর্ভুক্ত : মোচ খাটো করা, দাড়ি লম্বা করা, মিসওয়াক করা, নাকে পানি দিয়ে ঝাড়া, নখ কাটা এবং আঙ্গুলের গিরাসমূহ ধোয়া, বগলের পশম উপড়ে ফেলা, নাভীর নীচের পশম মুন্ডন করা এবং পানি দ্বারা ইস্তিঞ্জা করা। যাকারিয়্যা বলেন, হাদীসের রাবী মুসআব বলেন, দশমটির কথা আমি ভুলে গিয়েছি। সম্ভবতঃ সেটি হবে কুলি করা। এ হাদীসের বর্ণনায় কুতাইবাহ আরো একটি বাক্য বাড়ালেন যে, ওয়াকী বলেন, انْتِقَاصُ الْمَاءِ অর্থাৎ ইস্তিঞ্জা করা। (মুসলিম : ৪৯২)

জেনে নিন মসজিদের আদবসমূহ।
14/09/2022

জেনে নিন মসজিদের আদবসমূহ।

আবূ হুরায়রা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, নবী ﷺ -এর কিছু সাহাবী তাঁর নিকট এসে বললেন, আমাদের অন্তরে...
12/09/2022

আবূ হুরায়রা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, নবী ﷺ -এর কিছু সাহাবী তাঁর নিকট এসে বললেন, আমাদের অন্তরে এমন কিছু সংশয়ের উদয় হয়, যা আমাদের কেউ মুখে উচ্চারণ করতেও মারাত্মক মনে করে।
রাসুলুল্লাহ ﷺ উত্তরে বললেন : সত্যই কি তোমাদের তা হয়?
তারা জবাব দিলেন, জ্বী, হ্যাঁ।
রাসুলুল্লাহ ﷺ বললেন : এটাই স্পষ্ট ঈমান (কারণ ঈমান আছে বলেই সে সম্পর্কে ওয়াসওয়াসা ও সংশয়কে মারাত্মক মনে করা হয়)।
[মুসলিম : ২৪০]

মনের মধ্যে সংশয় সৃষ্টি হলে নিন্মোক্ত দু‘আ পাঠ করা উচিত :

يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ

হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন।

উমার রাদিয়াল্লাহু আনহু এর সময়ে একবার দুর্ভিক্ষ দেখা দেয়। তখন তিনি শপথ করেন যে যতদিন স্বাভাবিক অবস্থা ফিরে না আসবে, ততদিন...
09/09/2022

উমার রাদিয়াল্লাহু আনহু এর সময়ে একবার দুর্ভিক্ষ দেখা দেয়। তখন তিনি শপথ করেন যে যতদিন স্বাভাবিক অবস্থা ফিরে না আসবে, ততদিন তিনি ঘী ও গোশত স্পর্শ করবেন না। তিনি এই প্রতিজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করেন। ফলে তেল খেতে খেতে তাঁর শরীরের চামড়া শুকিয়ে কালো হয়ে যায়।

এর কিছুদিন পরে বাজারে দুটো পাত্রে দুধ ও ঘী বিক্রি হতে দেখা গেল। ওমরের দাস চল্লিশ দিরহাম দিয়ে তা কিনে উমারের কাছে আনল। সে তাঁকে বলল, ‘এখন আল্লাহ আপনার প্রতিজ্ঞা পূর্ণ করে দিয়েছেন। বাজারে দুধ ও ঘী বিক্রির জন্য এসেছে, আমি তা কিনে এনেছি।” কিন্তু যখন তিনি তার দাম জানতে পারলেন তখন বললেন, ‘‘খুব চড়া দামে কিনেছ, দুটোই সাদাকা করে দাও। আমি অপব্যয় পছন্দ করি না।”

তারপর কিছুক্ষণ তিনি মাথা নিচু করে চিন্তা করলেন। তারপর বললেন, ‘‘জনগণের যে দূরাবস্থা হয়, তা যদি আমারও না হয়, তাহলে তাদের সমস্যার গুরুত্ব আমি বুঝব কি দিয়ে?’’

উৎস : আবু বকর ও উমার রাদিয়াল্লাহু আনহুমার জীবনের কিছু ঘটনা - ইসলামহাউজ।

আমরা কেউ পাপমুক্ত নই।তবুও পাপ থেকে যথাসম্ভব বেঁচে থাকতে হয় আমাদের নিজেদের স্বার্থেই।আসুন জেনে নিই পাপ থেকে বেঁচে থাকার ক...
04/09/2022

আমরা কেউ পাপমুক্ত নই।
তবুও পাপ থেকে যথাসম্ভব বেঁচে থাকতে হয় আমাদের নিজেদের স্বার্থেই।

আসুন জেনে নিই পাপ থেকে বেঁচে থাকার কিছু উপায়।

আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাঈল আমাকে প্রতিবেশী সম্পর্কে...
30/08/2022

আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাঈল আমাকে প্রতিবেশী সম্পর্কে এতো অধিক নসীহত করতে থাকেন যে, আমি মনে মনে ভাবলাম, তিনি হয়তো প্রতিবেশীকে ওয়ারিস বানাবেন।
[আল-আদাবুল মুফরাদ-১০০]

আবু হুরায়রা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী ﷺ বলেন :এক মুসলিমের উপর অপর মুসলিমের পাঁচটি কর্তব্য রয়েছে। জিজ্ঞেস কর...
28/08/2022

আবু হুরায়রা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী ﷺ বলেন :
এক মুসলিমের উপর অপর মুসলিমের পাঁচটি কর্তব্য রয়েছে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলাল্লাহ! তা কী কী?
তিনি বলেন :
১. তুমি তার সাথে সাক্ষাত করলে তাকে সালাম দিবে।
২. সে তোমাকে দাওয়াত দিলে তুমি তার দাওয়াত কবুল করবে।
৩. সে তোমার কাছে পরামর্শ বা উপদেশ চাইলে তুমি তাকে সৎ পরামর্শ বা সদুপদেশ দিবে।
৪. সে হাঁচি দিয়ে আলহামদু লিল্লাহ বললে তুমি তার হাঁচির জবাব দিবে।
৫. সে মারা গেলে তুমি তার সংগী হবে (জানাযা পড়বে ও দাফন করবে)। (বুখারী, মুসলিম)
[আল-আদাবুল মুফরাদ : ১০০০]

জেনে নিন  আপনার দু'আগুলো কখন আল্লাহ কবুল করে নেন।
24/08/2022

জেনে নিন আপনার দু'আগুলো কখন আল্লাহ কবুল করে নেন।

ফজরে জেগে উঠবেন কীভাবে?আসুন জেনে নিই কিছু টিপস।
20/08/2022

ফজরে জেগে উঠবেন কীভাবে?

আসুন জেনে নিই কিছু টিপস।

কুরআন তিলাওয়াতের আদবসমূহ
16/08/2022

কুরআন তিলাওয়াতের আদবসমূহ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক কোন মুসলিম লোকের দ...
14/08/2022

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক কোন মুসলিম লোকের দুনিয়াবী বিপদাপদের মধ্যে একটি বিপদও দূর করে দেয়, আল্লাহ তা’আলা তার পরকালের বিপদাপদের কোন একটি বিপদ দূর করে দিবেন। যে লোক দুনিয়াতে অন্য কারো অভাব দূর করে দেয়, তার দুনিয়া ও আখিরাতের অসুবিধাগুলোকে আল্লাহ তা’আলা সহজ করে দিবেন। যে লোক দুনিয়ায় কোন মুসলিমের দোষ-ক্রটিকে গোপন রাখে, আল্লাহ তা’আলা দুনিয়া ও আখিরাতে তার দোষ-ত্রুটি গোপন রাখবেন। যে পর্যন্ত বান্দাহ তার ভাইয়ের সাহায্য-সহযোগিতায় নিয়োজিত থাকে, সে পর্যন্ত আল্লাহ তা’আলাও তার সাহায্য-সহযোগিতায় নিয়োজিত থাকেন।
[তিরমিজী : ১৯৩০]

পাপ কাজে বাঁধা দিবেন যেভাবে।
10/08/2022

পাপ কাজে বাঁধা দিবেন যেভাবে।

আশুরার সিয়াম হচ্ছে মুহাররাম মাসের ১০ তারিখের সিয়াম। রাসুল ﷺ মৃত্যুর আগের বছর ১০ তারিখে এই সিয়াম পালন করেছেন। রাসুল ﷺ কে ...
07/08/2022

আশুরার সিয়াম হচ্ছে মুহাররাম মাসের ১০ তারিখের সিয়াম। রাসুল ﷺ মৃত্যুর আগের বছর ১০ তারিখে এই সিয়াম পালন করেছেন। রাসুল ﷺ কে বলা হয়েছে, ইহুদিরাও এই দিনটিকে গুরুত্ব দিয়ে থাকে। তখন রাসুল ﷺ বলেছেন, আমি বেঁচে থাকলে আগামী বছর ৯ তারিখও এই সিয়াম রাখব। এ ক্ষেত্রে কেউ যদি আশুরার সিয়াম পালন করতে চান তাহলে মুহাররাম মাসের ৯ ও ১০ তারিখে রাখবেন।
আপনি কোনো সমস্যার কারণে ৯ তারিখ না রাখতে পারলে ১০ ও ১১ তারিখে পালন করে থাকবেন। কেউ চাইলে তিন দিনও পালন করতে পারেন। তাহলে ইহুদিদের সঙ্গে পার্থক্য হবে। আবার কেউ যদি একেবারেই অক্ষম হন, তাহলে তিনি চাইলে শুধু ১০ তারিখেই রাখতে পারেন। রাসুল ﷺ যেহেতু একদিন রেখেছেন, আপনিও রাখতে পারেন। তবে ৯ ও ১০ তারিখ পালন করা উত্তম। [শাইখ ড. মুহাম্মাদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর উত্তর থেকে]

আশুরার সিয়ামের ফজিলত :
এদিনের সিয়ামের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে আশা করি তিনি বিগত এক বছরের গুনাহ ক্ষমা করে দেবেন [সহিহ মুসলিম : ১১৬২]।

আলহামদুলিল্লাহ নতুন হিজরি বছরের উমরাহ শুরু হয়েছে।প্রথমবারের মতো সৌদি হজ্জ ও উমরাহ মন্ত্রণালয়ের নতুন নিয়ম অনুযায়ী তিন ম...
03/08/2022

আলহামদুলিল্লাহ নতুন হিজরি বছরের উমরাহ শুরু হয়েছে।

প্রথমবারের মতো সৌদি হজ্জ ও উমরাহ মন্ত্রণালয়ের নতুন নিয়ম অনুযায়ী তিন মাসের জন্য উমরাহযাত্রীদের ভিসা দেওয়া হচ্ছে। এই ভিসার মাধ্যমে উমরাহযাত্রীগণ সৌদি আরবের সব অঞ্চলে ঘুরে বেড়াতে পারবেন।

সূত্র : সৌদি গেজেট

আলহামদুলিল্লাহ, পবিত্র মক্কার মসজিদে আল হারাম এর গিলাফ পরিবর্তন করা হয়েছে। গিলাফটি ‘কিসওয়াহ’ নামে পরিচিত।গিলাফটি তৈরিতে ...
30/07/2022

আলহামদুলিল্লাহ, পবিত্র মক্কার মসজিদে আল হারাম এর গিলাফ পরিবর্তন করা হয়েছে। গিলাফটি ‘কিসওয়াহ’ নামে পরিচিত।

গিলাফটি তৈরিতে ৮৫০ কেজি রেশম ব্যবহার করা হয়। পঞ্চাশ জনেরও অধিক দক্ষ শিল্পী তাতে কুরআনের আয়াত ও অন্যান্য দোয়া এমব্রয়ডারি করেন। এ কাজে একশ কেজি খাঁটি রুপা এবং ১২০ কেজি সোনার প্রলেপযুক্ত রৌপ্য সুতা ব্যবহৃত হয়।
পবিত্র কাবা গিলাফের জন্য কিং আব্দুল আজিজ কমপ্লেক্সে প্রায় ২০০ জন পেশাদার কর্মী এবং প্রশাসক কর্মকর্তা, কাজ করছে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একমাত্র দু’টি বিষয়েই হিংসা করা যায়। একজন হচ্ছে, যাকে আল্লাহ্ কুরআন দা...
28/07/2022

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
একমাত্র দু’টি বিষয়েই হিংসা করা যায়। একজন হচ্ছে, যাকে আল্লাহ্ কুরআন দান করেছেন, আর সে তা রাতদিন তিলাওয়াত করে।
আরেকজন হল, যাকে আল্লাহ্ সম্পদ দিয়েছেন আর সে রাতদিন তা ব্যয় করে।

[বুখারী : ৭৫২৯]

মক্কা ও মাসজিদুল হারামের ফজিলত।
25/07/2022

মক্কা ও মাসজিদুল হারামের ফজিলত।

আল্লাহকে খুশি করার ছোট্ট আমল।
22/07/2022

আল্লাহকে খুশি করার ছোট্ট আমল।

21/07/2022
This is brilliant from   and   interviewing Moeen Ali & Adil Rashid and asking them to explain what Hajj is and it’s imp...
21/07/2022

This is brilliant from and interviewing Moeen Ali & Adil Rashid and asking them to explain what Hajj is and it’s importance..🕋👏🏼

আয়িশাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি...
20/07/2022

আয়িশাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত,
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি ঐসব ফেরেশতাগণের সাথে থাকবে যারা আল্লাহর অনুগত, মর্যাদাবান এবং লেখক। আর যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং তার জন্য কষ্টকর হওয়া সত্ত্বেও বারবার পড়ে সে ব্যক্তির জন্য দু’টি পুরস্কার নির্দিষ্ট আছে। [মুসলিম : ৭৯৮]

আল্লাহ কুরআনে বলেছেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ ٱلرَّحْمَـٰنِ نُقَيِّضْ لَهُۥ شَيْطَـٰنًا فَهُوَ لَهُۥ قَرِينٌযে ব্যক্তি ক...
18/07/2022

আল্লাহ কুরআনে বলেছেন,
وَمَن يَعْشُ عَن ذِكْرِ ٱلرَّحْمَـٰنِ نُقَيِّضْ لَهُۥ شَيْطَـٰنًا فَهُوَ لَهُۥ قَرِينٌ
যে ব্যক্তি কুরআনে গভীর মনোনিবেশ করে না তাকে সে এমনভাবে বিমুখ করবে যে, তার শাস্তি স্বরূপ নিত্যসঙ্গী হিসাবে শয়তানকে নিয়োগ দেয়া হবে। যে তার ভ্রষ্টতা বৃদ্ধিই করতে থাকবে।
আয-যুখরুফ : ৩৬

ইবনুল কায়্যিম রহিমাহুল্লাহ বলেন,
যখন কেউ সারাদিন শুধুমাত্র আল্লাহর ভরসায় কাটায়, তখন আল্লাহ তার সমস্ত চাহিদা ও দুশ্চিন্তার দায়িত্ব নিয়ে নেন। তিনি বান্দাকে চিন্তা মুক্ত করে দেন যাতে তার হৃদয় কেবল আল্লাহর ভালবাসায় পরিপূর্ণ থাকে এবং তার জবান আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে। আর সে কেবল মাত্র আল্লাহর আনুগত্য করে।

অপর দিকে কেউ যদি তার সম্পূর্ণ দিন আল্লাহ ব্যতীত অন্য কোন দুনিয়াবী চিন্তায় কাটায়, আল্লাহ তার জীবনকে দুঃখ-কষ্ট ও হতাশায় পূর্ণ করে দেন। আল্লাহ তাকে দুনিয়াবী বিষয়ে ব্যস্ত রাখেন এবং তার অন্তরকে আল্লাহর ভালবাসা থেকে বঞ্চিত করে, কোন সৃষ্টির ভালবাসায় তাকে ভুলিয়ে রাখেন। তার জবান দিয়ে আল্লাহর জিকির বের হয় না। সে তার সমস্ত কিছু দিয়ে সৃষ্টির আনুগত্য ও সেবায় ব্যস্ত থাকে। তাই সে আল্লাহকে ভুলে পশুর মত পরিশ্রম করে আল্লাহর সৃষ্টির দাসত্বে মগ্ন থাকে উপার্জনের জন্য।
যে আল্লাহর প্রকৃত বান্দা হওয়া থেকে, আল্লাহর আনুগত্য ও আল্লাহর ভালবাসা থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহও তাকে সৃষ্টির দাস বানিয়ে তার ভালবাসা ও আনুগত্য ঐ সৃষ্ট সত্ত্বার জন্য করে দেন।

একটু চিন্তা করলে আমরা উত্তর পেয়ে যাব, আমরা কেন এত অসুখী? আমরা কাকে সঙ্গী হিসেবে বেছে নিয়েছি? আমরা কি সত্যিই আল্লাহর আনুগত্য করার চেষ্টা করছি? শান্তির সন্ধানে আমরা কোথায় যাচ্ছি? আমরা কি আমাদের সমস্যার সমাধান করতে পারছি? কিভাবে আমরা দুঃখ বেদনা এবং উদ্বেগকে আমাদের জীবনের অংশ করে নিয়েছি? কারণগুলো কি এখনও বুঝতে পারছি না!
আমরা আল্লাহকে উপেক্ষা করে দুনিয়াবী বিষয় নিয়ে ব্যস্ত থাকার পর কিভাবে এসব অভিযোগ করি!

ইংলিশ থেকে অনূদিত | কৃতজ্ঞতা : সিরাত আল মুস্তাকিম চ্যানেল।

16/07/2022
12/07/2022

হাজিদের জন্য খাদ্য প্রস্তুত ও সরবরাহের কাজে ব্যস্ত একটা ক্যাটারিং সার্ভিস কোম্পানির কাজের কিছু অংশ।
ভিডিও করেছেন Mizanur Rahaman ভাই।

ছোট হাজি সাহেবদের দেখলেই কেমন যেন প্রশান্তি লাগে।কি সৌভাগ্যবান পিতা-মাতা!সুবহানাল্লাহ!হে আল্লাহ, আমাদের সন্তানদেরও আমাদে...
10/07/2022

ছোট হাজি সাহেবদের দেখলেই কেমন যেন প্রশান্তি লাগে।
কি সৌভাগ্যবান পিতা-মাতা!
সুবহানাল্লাহ!
হে আল্লাহ, আমাদের সন্তানদেরও
আমাদের জন্যে চক্ষু শীতলকারী বানিয়ে দিন।
প্রিয় ভায়েরা, বোনেরা!
সন্তানদের দ্বীনদার বানান ।
ঈদের ছুটিতে সন্তানদের নিয়ে সিনেমা-নাটক না দেখে
সকলে মিলে একসাথে হালাল আনন্দ-বিনোদন করুন,
তাদের সাথে নিয়ে ইবাদাত করুন।
দেখবেন, আপনার দুনিয়া-আখিরাত
ঈদের মত আনন্দঘন হয়ে যাবে, ইং শা আল্লাহ।

- শেইখ মোকতার আহমাদ

Assalamu alaikum,تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُمMay Allah accept from us and you.Eid Mubarak!
09/07/2022

Assalamu alaikum,

تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُم

May Allah accept from us and you.

Eid Mubarak!

BREAKING NEWS: “899,353 Total Hujjaj from inside and outside the Kingdom participated in this year’s Hajj”The General Au...
08/07/2022

BREAKING NEWS:

“899,353 Total Hujjaj from inside and outside the Kingdom participated in this year’s Hajj”

The General Authority for Statistics said in a statement

Address

Miraz Tower, 1st Floor, 25 Adarsho Chayanir, Ring Road, Shaymoli (Opposite Of Badshah Faisal Institute)
Dhaka
1207

Opening Hours

Monday 10:15 - 19:45
Wednesday 10:15 - 19:45
Thursday 10:15 - 19:45
Saturday 10:15 - 19:45
Sunday 10:15 - 19:45

Telephone

+8801738777756

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabr Hajj & Umrah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby travel agencies