Sabr Hajj & Umrah

Sabr Hajj & Umrah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sabr Hajj & Umrah, Travel Service, Miraz Tower, 1st Floor, 25 Adarsho Chayanir, Ring Road, Shaymoli (Opposite of Badshah Faisal Institute), Dhaka.

'SABR Haj & Umrah Services' is committed to provide the very best in travel arrangements to the holy land for every pilgrim with the highest level of performance excellence Insha'Allah.

22/12/2024

সাপ্তাহিক সীরাতের ক্লাস

লিংক কমেন্টে

আসসালামুআলাইকুম, বাইতুল্লাহর মুসাফিরগণ ! কেমন চলছে আপনাদের সীরাহ ট্রিপ ২.০ এর প্রস্তুতি?  আপনাদের প্রস্তুতিকে আরেকটু বেগ...
21/12/2024

আসসালামুআলাইকুম, বাইতুল্লাহর মুসাফিরগণ !
কেমন চলছে আপনাদের সীরাহ ট্রিপ ২.০ এর প্রস্তুতি? আপনাদের প্রস্তুতিকে আরেকটু বেগবান করতে নিয়ে এলাম আরেকটি আনন্দঘন সুখবর আর সেটি হলো,

মুহতারাম Shiblee Mehdi যুক্ত হচ্ছেন আমাদের 'Seerah Trip With Kabir Anwar 2.0' তে।

তো দেখা হচ্ছে সীরাতের সফরে, সবরের সাথে।

Embarking on a New Journey! We're thrilled to announce the launch of our brand-new YouTube series: "My Hajj Experience" ...
20/12/2024

Embarking on a New Journey!

We're thrilled to announce the launch of our brand-new YouTube series: "My Hajj Experience"

Channel details in comment. Go and hit the subscribe button, hurry !

https://youtu.be/EBkg7TIX_EI

আমার হজ্জ অভিজ্ঞতা | শিবলী মেহেদি ও কবির আনোয়ার | SABR PRESENTS "আমার হজ্জ পডকাস্ট" (এপিসোড ১)Video by - .official Edited by - .official This c...

স্মৃতির পাতায় আমাদের সীরাহ ট্রিপ 1.0 ছবিটি তায়েফের মাটিতে। আমাদের গত সীরাহ ট্রিপে এভাবেই সেকেলে বেশে আমরা তায়েফের কিছু স...
18/12/2024

স্মৃতির পাতায় আমাদের সীরাহ ট্রিপ 1.0

ছবিটি তায়েফের মাটিতে। আমাদের গত সীরাহ ট্রিপে এভাবেই সেকেলে বেশে আমরা তায়েফের কিছু সবক নিচ্ছিলাম আমাদের সীরাহ গাইড ওস্তাদ Kabir Anwar এর কাছ থেকে। সবর সবসময় দৃঢ়প্রতিজ্ঞ প্রচলিত ধারা থেকে বের হয়ে ভিন্ন কিছু উপহার দেবার জন্য।

📢Sabr presents 'Seerah Trip with Kabir Anwar 2.0'

চলুক প্রস্তুতি এখন থেকেই। দেখা হচ্ছে ফেব্রুয়ারিতে, সীরাতের পাতায়, সবরের সাথে।

Alhamdulillah ! We are fascinated to be a part of this prestigious event.
14/12/2024

Alhamdulillah !
We are fascinated to be a part of this prestigious event.

১৬ই ডিসেম্বর অনুষ্ঠিতব্য Prophetic Leadership Conference-2024 সফলভাবে সম্পন্ন করার জন্য যেসকল প্রিয় প্রতিষ্ঠান এগিয়ে এসেছে তাদের মধ্যে অন্যতম Sabr Hajj & Umrah. হজ ও উমরার সেবায় তাদের পথচলা খুব বেশীদিনের না হলেও সেবার মান ও হাজীদের সন্তুষ্টি বিবেচনায় নিঃসন্দেহে তারা প্রথমদিকেই থাকবে।

এছাড়াও তাদের একটি সিগনেচার প্যাকেজ হল- Seerah Trip. উমরার সাথে সাথে সীরাতের ঘটনাগুলি on spot live discussion হল এই ট্রিপের ইউনিক বৈশিষ্ট্য। এই ট্রিপের প্রথম ব্যাচ কিছুদিন আগে হয়ে গেল, শীঘ্রই দ্বিতীয় ব্যাচ যাবে ইনশা আল্লাহ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন তাদের পেইজ ইনবক্সে।

ক্লাস শুরু হয়েছে আলহামদুলিল্লাহ।  সবর সাপ্তাহিক হালাকা ; সীরাতের পাঠশালাSunday, 29 December · 6:45 – 8:00pmTime zone: UT...
08/12/2024

ক্লাস শুরু হয়েছে আলহামদুলিল্লাহ।

সবর সাপ্তাহিক হালাকা ; সীরাতের পাঠশালা
Sunday, 29 December · 6:45 – 8:00pm
Time zone: UTC
Google Meet joining info
Video call link: https://meet.google.com/ggq-umgc-hwe

হজ্জ ও উমরাহ সফরে আদব শিক্ষকের গুরুত্ব: একটি আবেগঘন আহ্বানআপনি কি কখনো ভেবে দেখেছেন, কেন একটি হজ্জ বা উমরাহ কোম্পানিতে এ...
07/12/2024

হজ্জ ও উমরাহ সফরে আদব শিক্ষকের গুরুত্ব: একটি আবেগঘন আহ্বান

আপনি কি কখনো ভেবে দেখেছেন, কেন একটি হজ্জ বা উমরাহ কোম্পানিতে একজন মু'আদ্দিব বা আদবের শিক্ষক থাকা জরুরি? কীভাবে একজন মু'আদ্দিব এই পবিত্র সফরে হাজীদের জীবনকে আরও সুন্দর ও অর্থবহ করে তুলতে পারেন?

আমরা যখন একটি ভালো মানের রেস্টুরেন্টে খেতে যাই, সেখানে আমাদের কিছু নির্ধারিত নিয়ম মানতে হয়। টেবিলে বসার ধরণ, খাবারের উপস্থাপনা, হাত ধোয়ার শিষ্টাচার—সবকিছুর মধ্যে একটি সুসংগঠিত নিয়ম ও শৃঙ্খলা লক্ষ্য করা যায়। তাহলে চিন্তা করুন, হজ্জ বা উমরাহর মতো জীবনের সবচেয়ে বড় ও পবিত্র সফরে কি আমাদের কিছু বেসিক আদব শেখা এবং তা চর্চা করা আরও বেশি গুরুত্বপূর্ণ নয়?

বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে আরবের পবিত্র ভূমিতে আমরা যখন হজ্জের জন্য যাই, তখন সারা পৃথিবীর নানা জাতি, ভাষা ও সংস্কৃতির মানুষের সঙ্গে আমাদের দেখা হয়। এই ভিন্ন সংস্কৃতির মানুষদের সঙ্গে মিলেমিশে চলতে গিয়ে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি, উত্তেজনা বা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু ইসলাম আমাদের বিশ্বভ্রাতৃত্বের এক অপূর্ব শিক্ষা দিয়েছে। এই শিক্ষা তখনই সফল হয়, যখন আমরা ভিন্নতাকে গ্রহণ করার মানসিকতা ও ধৈর্য ধারণ করি।

ভাবুন, আপনি দীর্ঘ ফ্লাইটে আপনার সহযাত্রী হাজ্জির পাশে বসে আছেন। ক্লান্তির কারণে তিনি বারবার আপনার কাঁধে ঢলে পড়ছেন। আপনি কী করবেন? ধাক্কা দিয়ে সরিয়ে দেবেন, নাকি নম্রতার সঙ্গে তাকে অবগত করবেন? এটি নির্ভর করবে আপনার নৈতিকতা, আচরণ এবং সবরের উপর।

এরকম আরও বহু ছোট ছোট ব্যাপারে, যেমন: সাক্ষাতের আদব, খাবারের আদব, সফরের আদব এবং মজলিসের আদব—এসব ক্ষেত্রে আমাদের ধৈর্য ও শিষ্টাচারের পরীক্ষা দিতে হয়। এসব আদব শিখতে ও চর্চা করতে একজন মু'আদ্দিবের ভূমিকা অপরিসীম।

আলহামদুলিল্লাহ, এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের সঙ্গী হয়েছেন মুহতারাম জুনায়েদ মুনির স্যার। তার গভীর জ্ঞান, জীবনের অভিজ্ঞতা এবং শাণিত শিক্ষাদান কৌশল আমাদের আদব ও আখলাক শেখার ক্ষেত্রে দিকনির্দেশক হবে। তার থেকে শেখা আদব কেবল হজ্জ সফরে নয়, আমাদের দৈনন্দিন জীবনেও প্রয়োগ করা সম্ভব হবে ইনশাআল্লাহ।

হজ্জ ও উমরাহ শুধুই একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি আত্মশুদ্ধির পথ। আর এই পথের সৌন্দর্য বাড়িয়ে তোলে আদব ও শিষ্টাচার। আসুন, আমরা আমাদের এই সফরকে আরও অর্থবহ করে তুলতে আদব চর্চায় মনোযোগী হই।

"সদাচারণ ও আদবই আমাদের প্রকৃত পরিচয়।"

মানুষের যাত্রা ভবিষ্যতমুখী হলেও সে ফিরে যেতে চায় অতীতের পানে। অতীত মানুষকে বাঁচতে শেখায়, সামনে এগিয়ে যাওয়ার তাড়না যোগায়।...
30/11/2024

মানুষের যাত্রা ভবিষ্যতমুখী হলেও সে ফিরে যেতে চায় অতীতের পানে। অতীত মানুষকে বাঁচতে শেখায়, সামনে এগিয়ে যাওয়ার তাড়না যোগায়। নিজের হারানো পরিচয় স্মরণে এনে দেয় অতীত। তাই তো আমরা সর্বদা খোঁজে থাকি কোথায় গেলে নিজেকে কিছুটা হলেও অনুভব করাতে পারবো হারানো সেই স্বাদ।

আমাদের এবারের সীরাহ ট্রিপে এমনই একটি খেজুরের বাগানের সন্ধান পেয়েছিলাম যেথায় বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি, একে অপরের সাথে গল্পে মজেছি। সফরের ক্লান্তি ভুলে গিয়ে হারানো ঐতিহ্যে নিজেদের সপে দেওয়ার চেষ্টা করেছি। কে জানে, হয়তো এভাবেই আমাদের প্রিয় নবী তাঁর সাথীদের নিয়ে কোনো এক খেজুর বাগানে বসে গল্প করেছেন। বিশ্রাম নিয়েছেন।

হাজার বছর পরে তাঁরই গুটি কয়েক অনুসারী অচেনা এক খেজুর বাগানে বসে নিজেদের আবিষ্কার করতে চেয়েছেন সেই বরকতময় সময়ে। কিছু সময়ের জন্য হারিয়ে যেতে চেয়েছেন প্রাচীন আরবের কোনো একটি উত্তপ্ত দিনে, যেখানে এমন খেজুরের মাজরাই ছিল রুহকে তৃপ্তি দেবার অন্যতম উপায়।

আশা করি আমাদের আবার দেখা হবে শতদিন পরে, কোনো এক মধ্যাহ্নে, আরবের ধুলোমাখা চেহারায়। মেতে উঠবো আবারও খেজুরে আলাপে।

সবর সাপ্তাহিক হালাকা ''সিরাতের পাঠশালা''। ক্লাস - ০৭গুগল মিট লিংক - To join the meeting on Google Meet, click this link:...
26/11/2024

সবর সাপ্তাহিক হালাকা ''সিরাতের পাঠশালা''।
ক্লাস - ০৭

গুগল মিট লিংক - To join the meeting on Google Meet, click this link:
https://meet.google.com/joc-dwna-kyh

Or open Meet and enter this code: joc-dwna-kyh

26/11/2024

আসসালামু আলাইকুম!

সবর আয়োজিত সাপ্তাহিক সীরাতের পাঠশালার ক্লাস বাদ মাগরিব অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ। কমেন্ট বক্সে জয়েন লিঙ্ক যথাসময়ে দিয়ে দেওয়া হবে ইনশা আল্লাহ।

সবর এটা চিন্তা করেছে যে, একজন মুসলিমের হজ্জের জার্নিটা তার হজ্জে যাবার আগে ও ফিরে আসার পর পর্যন্ত অব্যাহত থাকে। হজ্জ শেষ...
23/11/2024

সবর এটা চিন্তা করেছে যে, একজন মুসলিমের হজ্জের জার্নিটা তার হজ্জে যাবার আগে ও ফিরে আসার পর পর্যন্ত অব্যাহত থাকে। হজ্জ শেষ মানেই তার আর কোন কাজ নেই ব্যাপারটা এরকম নয়, বরং ফিরে এসে হজ্জকে নিজের জীবনের সাথে তীব্রভাবে ধারণ করেতে পারাটা হল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

মূলকথা হল, আমাদের হজ্জ যদি আমাদের জীবনে কোনো প্রভাব ফেলতে না পারে তাহলে সেটা জীবন পরিবর্তনকারী হজ্জ হলোনা, সবর টিম এটা মনে করে।

আলহামদুলিল্লাহ, একজন হাজী তার সফরের আগে ও পরে কিভাবে হজ্জের শিক্ষাকে নিজের সাথে মিলিয়ে হজ্জ সফরকে জীবন পরিবর্তনকারী সফরে রূপান্তর করতে পারবে সেই অনুপ্রেরণায় মুহতারাম শাহরিয়ার খান আমাদের সাথে যুক্ত হয়েছেন।

আহলান ওয়া সাহলান ভাই। আমরা আপনাকে আমাদের সবর পরিবারে পেয়ে আনন্দিত ও উচ্ছ্বাসিত।
আল্লাহর আমাদের এই জার্নিকে জান্নাত পর্যন্ত দীর্ঘায়িত করুন, আমিন।

সবর কর্তৃক আয়োজিত সাপ্তাহিক হালাকা ''সিরাতের পাঠশালা''।  - চেক কমেন্ট
17/11/2024

সবর কর্তৃক আয়োজিত সাপ্তাহিক হালাকা ''সিরাতের পাঠশালা''।

- চেক কমেন্ট

13/11/2024

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন শেষ হয়েছে প্রায় ১৪৫০ বছর হয়ে গেছে অথচ এখনো আমাদের জীবনের সাথে কতটা বাস্তবিক!

যুগে যুগে শুধু নাম আর চেহারা পরিবর্তন হয়েছে কিন্ত আবু জাহেল আর আবু লাহাব, উতবা, শাইবা রা রয়ে গেছে।

শুধু আমরা এদের চিনতে পারছিনা!

( আলোচনাটি ''সীরাহ ট্রিপ উইথ কবির আনোয়ার'' এর একটি অংশ থেকে নেয়া হয়েছে।)

আমাদের 'সিরাহ ট্রীপ উইথ কবির আনোয়ার' এর বেস্ট পার্ট হলো রাতে ঘুমানোর আগের রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীব...
11/11/2024

আমাদের 'সিরাহ ট্রীপ উইথ কবির আনোয়ার' এর বেস্ট পার্ট হলো রাতে ঘুমানোর আগের রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী সম্পর্কে আলোকপাত।

পরবর্তী ট্রিপ এর জন্য আমরা কিন্তু প্রস্তুতি শুরু করেছি আলহামদুলিল্লাহ। আপনারা প্রস্তুতি নিচ্ছেন তো! সাম্নের ট্রীপে কিন্ত...
11/11/2024

পরবর্তী ট্রিপ এর জন্য আমরা কিন্তু প্রস্তুতি শুরু করেছি আলহামদুলিল্লাহ।

আপনারা প্রস্তুতি নিচ্ছেন তো!

সাম্নের ট্রীপে কিন্ত আরও চমক থাকছে ইনশাআল্লাহ।

09/11/2024

''সীরাহ ট্রিপ উইথ কবির আনোয়ার ''

এটা সত্যিই সৌভাগ্যের। আমরা আজকে মক্কা থেকে মদিনা যাচ্ছি। আলহামদুলিল্লাহ।

08/11/2024

''সীরাহ ট্রিপ উইথ কবির আনোয়ার''

আমরা এখন হুদাইবিয়া যাচ্ছি, আলহামদুলিল্লাহ।

সবর কর্তৃক আয়োজিত ''সীরাহ ট্রিপ উইথ কবির আনোয়ার'' এর অংশ হিসেবে সিরাতের দারস চলতেছে আলহামদুলিল্লাহ।
06/11/2024

সবর কর্তৃক আয়োজিত
''সীরাহ ট্রিপ উইথ কবির আনোয়ার'' এর অংশ হিসেবে সিরাতের দারস চলতেছে আলহামদুলিল্লাহ।

Address

Miraz Tower, 1st Floor, 25 Adarsho Chayanir, Ring Road, Shaymoli (Opposite Of Badshah Faisal Institute)
Dhaka
1207

Opening Hours

Monday 10:15 - 19:45
Wednesday 10:15 - 19:45
Thursday 10:15 - 19:45
Saturday 10:15 - 19:45
Sunday 10:15 - 19:45

Telephone

+8801738777756

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabr Hajj & Umrah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category