07/12/2024
হজ্জ ও উমরাহ সফরে আদব শিক্ষকের গুরুত্ব: একটি আবেগঘন আহ্বান
আপনি কি কখনো ভেবে দেখেছেন, কেন একটি হজ্জ বা উমরাহ কোম্পানিতে একজন মু'আদ্দিব বা আদবের শিক্ষক থাকা জরুরি? কীভাবে একজন মু'আদ্দিব এই পবিত্র সফরে হাজীদের জীবনকে আরও সুন্দর ও অর্থবহ করে তুলতে পারেন?
আমরা যখন একটি ভালো মানের রেস্টুরেন্টে খেতে যাই, সেখানে আমাদের কিছু নির্ধারিত নিয়ম মানতে হয়। টেবিলে বসার ধরণ, খাবারের উপস্থাপনা, হাত ধোয়ার শিষ্টাচার—সবকিছুর মধ্যে একটি সুসংগঠিত নিয়ম ও শৃঙ্খলা লক্ষ্য করা যায়। তাহলে চিন্তা করুন, হজ্জ বা উমরাহর মতো জীবনের সবচেয়ে বড় ও পবিত্র সফরে কি আমাদের কিছু বেসিক আদব শেখা এবং তা চর্চা করা আরও বেশি গুরুত্বপূর্ণ নয়?
বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে আরবের পবিত্র ভূমিতে আমরা যখন হজ্জের জন্য যাই, তখন সারা পৃথিবীর নানা জাতি, ভাষা ও সংস্কৃতির মানুষের সঙ্গে আমাদের দেখা হয়। এই ভিন্ন সংস্কৃতির মানুষদের সঙ্গে মিলেমিশে চলতে গিয়ে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি, উত্তেজনা বা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু ইসলাম আমাদের বিশ্বভ্রাতৃত্বের এক অপূর্ব শিক্ষা দিয়েছে। এই শিক্ষা তখনই সফল হয়, যখন আমরা ভিন্নতাকে গ্রহণ করার মানসিকতা ও ধৈর্য ধারণ করি।
ভাবুন, আপনি দীর্ঘ ফ্লাইটে আপনার সহযাত্রী হাজ্জির পাশে বসে আছেন। ক্লান্তির কারণে তিনি বারবার আপনার কাঁধে ঢলে পড়ছেন। আপনি কী করবেন? ধাক্কা দিয়ে সরিয়ে দেবেন, নাকি নম্রতার সঙ্গে তাকে অবগত করবেন? এটি নির্ভর করবে আপনার নৈতিকতা, আচরণ এবং সবরের উপর।
এরকম আরও বহু ছোট ছোট ব্যাপারে, যেমন: সাক্ষাতের আদব, খাবারের আদব, সফরের আদব এবং মজলিসের আদব—এসব ক্ষেত্রে আমাদের ধৈর্য ও শিষ্টাচারের পরীক্ষা দিতে হয়। এসব আদব শিখতে ও চর্চা করতে একজন মু'আদ্দিবের ভূমিকা অপরিসীম।
আলহামদুলিল্লাহ, এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের সঙ্গী হয়েছেন মুহতারাম জুনায়েদ মুনির স্যার। তার গভীর জ্ঞান, জীবনের অভিজ্ঞতা এবং শাণিত শিক্ষাদান কৌশল আমাদের আদব ও আখলাক শেখার ক্ষেত্রে দিকনির্দেশক হবে। তার থেকে শেখা আদব কেবল হজ্জ সফরে নয়, আমাদের দৈনন্দিন জীবনেও প্রয়োগ করা সম্ভব হবে ইনশাআল্লাহ।
হজ্জ ও উমরাহ শুধুই একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি আত্মশুদ্ধির পথ। আর এই পথের সৌন্দর্য বাড়িয়ে তোলে আদব ও শিষ্টাচার। আসুন, আমরা আমাদের এই সফরকে আরও অর্থবহ করে তুলতে আদব চর্চায় মনোযোগী হই।
"সদাচারণ ও আদবই আমাদের প্রকৃত পরিচয়।"