FLYing Ababil

FLYing Ababil May the journey be peaceful, beautiful, joyful.

সতর্কীকরণ বিজ্ঞপ্তি ⚠️সম্প্রতি একটি অসাধুচক্র একটি ফেইক ইমেইলের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক কিছু ট্রাভেল এজ...
19/12/2022

সতর্কীকরণ বিজ্ঞপ্তি ⚠️

সম্প্রতি একটি অসাধুচক্র একটি ফেইক ইমেইলের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক কিছু ট্রাভেল এজেন্সিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে মর্মে বার্তা ছড়াচ্ছে। বিষয়টি বিমান কর্তৃপক্ষের নজরে এসেছে। এ বিষয়ে বিমান-এর কোন সংশ্লিষ্টতা নেই। বিমান কর্তৃক ট্রাভেল এজেন্সিসমূহকে কালো তালিকাভুক্ত করার বিষয়ে কোন নোটিশ জারি করা হয়নি।

বিমান-এর নাম ও লোগো ব্যবহার করে প্রেরিত এ ধরনের ফেইক ইমেইল বার্তায় বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার জন্য সকলকে অনুরোধ করা হলো। ⚠️

✈️সিলেট থেকে জেদ্দা রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু✈️যাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট থেকে জেদ্দা রু...
24/11/2022

✈️সিলেট থেকে জেদ্দা রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু✈️

যাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট থেকে জেদ্দা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে।✈️
২৪শে অক্টোবর সোমবার বিমানের ফ্লাইট BG235 ঢাকা থেকে স্থানীয় সময় বিকাল 04:50 টায় উড্ডয়ন করে সিলেট পৌঁছাবে বিকাল 05:30 টায়, এরপর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা 06:30 টায় জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে।✈️
ফ্লাইটটি জেদ্দা পৌঁছাবে স্থানীয় সময় রাত 10:10 টায়।✈️
ফিরতি ফ্লাইট জেদ্দা থেকে মঙ্গলবার রাত 12:10 টায় ছেড়ে এসে সিলেট পৌঁছাবে মঙ্গলবার সকাল 09:45 টায়, এরপর সিলেট থেকে সকাল 10:45 টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে সকাল 11:25 টায়।✈️

সিলেট থেকে জেদ্দা রুটে সপ্তাহে প্রতি সোমবার একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। ✈️

✈️নভেম্বর হতে সিলেট থেকে শারজাহ্ রুটে বিমানের সরাসরি ফ্লাইট শুরু!'✈✈🌍যাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা...
23/11/2022

✈️নভেম্বর হতে সিলেট থেকে শারজাহ্ রুটে বিমানের সরাসরি ফ্লাইট শুরু!
'✈✈🌍
যাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে সিলেট হয়ে শারজাহ্ রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। ✈️
আগামীকাল ০১লা নভেম্বর মঙ্গলবার বিমানের ফ্লাইট বিজি২৫১ ঢাকা থেকে স্থানীয় সময় রাত ০৮:৪৫ টায় উড্ডয়ন করে সিলেট পৌঁছাবে রাত ০৯.৩০ টায়, এরপর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১০:৩০টায় শারজাহ্-এর উদ্দেশ্যে যাত্রা করবে। ✈️
ফ্লাইটটি শারজাহ্ পৌঁছাবে ০২ নভেম্বর বুধবার স্থানীয় সময় রাত ০২:০০ টায়। ফিরতি ফ্লাইট শারজাহ থেকে বুধবার রাত ০৩:৩০ টায় ছেড়ে এসে সিলেট পৌঁছাবে বুধবার সকাল ১০:১৫ টায়, এরপর সিলেট থেকে সকাল ১১:০০ টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে সকাল ১১:৪০ টায়।✈️

ঢাকা থেকে সিলেট হয়ে শারজাহ্ রুটে সপ্তাহে প্রতি মঙ্গলবার একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।✈️

2022 সনের ওমরাহ পালনের কতিপয় গুরুত্পূর্ণ নির্দেশনা সংক্ষিপ্ত [FLYing Ababil]1.  বারো ( ১২ ) বছরের উর্ধে যে কেউ উমরাহ পাল...
14/03/2022

2022 সনের ওমরাহ পালনের কতিপয় গুরুত্পূর্ণ নির্দেশনা সংক্ষিপ্ত [FLYing Ababil]

1. বারো ( ১২ ) বছরের উর্ধে যে কেউ উমরাহ পালন করতে পারবে, তবে উমরাহ্‌ সর্বোচ্চ কোন বয়সসীমা নাই।
2. কোভিড (Covid Vaccine ) টিকা সনদ থাকতে হবে ।
3. উল্লেখ যে , ২য় Dose টিকা ফ্লাইটের কমপক্ষে ১৪ দিন পূর্বে নিতে হবে ।
4. ফ্লাইটের ৪৮ ঘন্টা পূর্বে Corona টেস্ট করতে হবে ।
5. একটি বাসে যাত্রী থাকবে ২৪-৩০ জন মাত্র ।
6. সম্পূর্ন প্যাকেজ উমরাহ এজেন্ট থেকে নিতে হবে।
7. ভিসা হওয়ার আগেই হোটেল এবং টিকেট কনফার্ম করতে হবে।
8. সফটওয়্যার মাধ্যমে মসজিদ আল নববীর রিয়াজুল জান্নায় সালাত , কবর জিয়ারাত, মক্কায় মসজিদ আল হারামের সালাত ও উমরাহ আদায়ের জন্য পারমিশন সিরিয়াল দিতে হবে।
9. এয়াপোর্ট ইমিগ্রেশন এর জন্য করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে।
10. উমরাহ পালনকারী সৌদি আরবে যাওয়ার পূর্বেই , উমরাহ পালন , মদীনা জিয়ারত সহ অন্যান্য বিষয় নিদ্রিষ্ট এপ এর মাদ্ধমে শিডিউল ( উমরাহ এজেন্সী [FLYing Ababil] এবং তার গ্রূপের সাথে সমন্বয় করে ) নির্ধারণ করবে ।
11 . প্রত্যেক উমরাহ যাত্রী ফ্লাইটের পূর্বেই তার আইডি কার্ড ( উমরাহ এজেন্সি কর্তৃক প্রদত্ত ) গলায় ঝুলিয়ে রাখবে এবং দৃশ্যমান থাকতে হবে ।
12. সর্বোপরি উমরাহ পালনকারী সৌদিআরবে অবস্থান কালিন সময় , সৌদি সরকার কর্তৃক নির্ধারিত সকল নিয়মাবলী শতভাগ মেনে চলবেন এবং গ্রূপের অন্যান্যদের প্রতি সহনশীল থাকবেন ।
13. পাসপোর্ট ,লাগেজ ও হ্যান্ড বাগে উমরাহ কোম্পানির স্টিকার থাকতে হবে
** উল্লেখ যে, করোনা ভাইরাস চলমান থাকায়, উমরাহ ভিসা / প্যাকেজ / ট্রাভেল সংক্রান্ত নিয়মাবলী যেকোনো সময় সৌদি সরকার কর্তৃক পরিবর্তন – পরিমার্জন হইতে পারে ।

উল্লেখ, আপনারা চাইলে রমজানের আগে/পরে এবং রমজানে ওমরাহ full পেকেজ (২০২২) আমাদের পেতে পারেন,তাই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে [WhatsAPP]........

এছাড়া,,,,,,,,

বিদেশগামী কর্মীর যাবতীয় সমস্যার সমাধান,( MANPOWER CARD, AIR TICKET, VISA PROCESSING, E-PASSPORT ) সুযোগ সুবিধা পেতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে..........[FLYing Ababil]

MANPOWER BMET-SMART CARD.ম্যানপাওয়ার কার্ড হলো বাংলাদেশ থেকে বিদেশে কাজের জন্য যাওয়ার অনুমতি পত্র। যারা কাজের জন্য বিদে...
12/03/2022

MANPOWER BMET-SMART CARD.

ম্যানপাওয়ার কার্ড হলো বাংলাদেশ থেকে বিদেশে কাজের জন্য যাওয়ার অনুমতি পত্র। যারা কাজের জন্য বিদেশে যান তাদের কে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর নিকট হতে একটি সার্টিফিকেট বা অনুমতিপত্র নিতে হয়।
ম্যান পাওয়ার কার্ড করার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। দেশে থাকা বিভিন্ন রিক্রুটিং এজেন্সীগুলো বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষ এজন্সিগুলো তাদের বাছাই করা প্রার্থীদেরকে ভিসা দেয়।
কর্মী নিজের পাসপোর্ট,ভিসা ,ট্রেনিং সার্টিফিকেট সহ বাকি সকল কাগজ প্রবাসী কল্যাণ মন্ত্রণায়ে জমা দিয়ে ফিঙ্গার দেয়া সম্পন্ন করতে হবে ।

আপনি রিক্রুটিং এজেন্সির [ FLYing Ababil ]সহায়তা নিয়ে ম্যান পাওয়ার কার্ড নিতে পারবেন।

বিদেশগামী কর্মীর যাবতীয় সমস্যার সমাধান,( MANPOWER CARD, AIR TICKET, VISA PROCESSING, E-PASSPORT ) সুযোগ সুবিধা পেতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে.........WhatsAPP.

https://flyingababil.blogspot.com/2022/02/blog-post_28.html
28/02/2022

https://flyingababil.blogspot.com/2022/02/blog-post_28.html

 24 ফেব্রুয়ারী, কাতারে এবং কাতার ফেরত নীতিতে পরিবর্তন ঘোষণা করেছে, 28 ফেব্রুয়ারী সন্ধ্যা 7 টা থেকে কার্যকর হবে।যতক....

মালয়েশিয়ার সাথে শ্রমিক নিয়োগে নতুন সমঝোতা: যেসব খাতে কর্মী নেবে আর যারা যেতে পারবেন?????মালয়েশিয়ায় গত বছর ধরে বন্ধ...
21/02/2022

মালয়েশিয়ার সাথে শ্রমিক নিয়োগে নতুন সমঝোতা: যেসব খাতে কর্মী নেবে আর যারা যেতে পারবেন?????

মালয়েশিয়ায় গত বছর ধরে বন্ধ রয়েছে বাংলাদেশি শ্রমিক নিয়োগ।

তিন বছর বন্ধ থাকার পর নতুন করে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আন্তর্জাতিক শ্রমবাজারগুলির একটি, মালয়েশিয়াতে নতুন করে কর্মী পাঠানোর বিষয়ে রোববার দেশটির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

সিন্ডিকেটের মাধ্যমে অভিবাসন ব্যয় বাড়ানোর অভিযোগে ২০১৮ সালে বাংলাদেশ থেকে কর্মী গ্রহণ বাতিল করে দেয় মালয়েশিয়ার সরকার।

সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমেদ এবং সচিব আহমেদ মুনিরুছ সালেহীন এই মূহুর্তে কুয়ালালামপুরে অবস্থান করছেন।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ১৮ থেকে ৪৫ বছর বয়সী যেকোন বাংলাদেশী নাগরিক মালয়েশিয়াতে শ্রমিক হিসেবে আবেদন করতে পারবেন।

এক্ষেত্রে, কিছু যোগ্যতা নির্ধারণ করে দেয়া হয়েছে। এর মধ্যে একটি ভাষা শিক্ষা, নূন্যতম ইংরেজির জ্ঞান মানে দেখে পড়তে পারার যোগ্যতা থাকতে হবে। এর সঙ্গে মালয় ভাষার জ্ঞান বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

মূলত কৃষি, নির্মাণ, খনি, গৃহকর্ম, বাগান, পরিচ্ছন্নতাকর্মী এসব খাতে নিয়োগ করা হবে শ্রমিক।

Flying Ababil

16/02/2022

16/02/2022
E-TICKET ONLINE PLATFORMS.
06/02/2022

E-TICKET ONLINE PLATFORMS.

23/01/2022
23/01/2022

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when FLYing Ababil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FLYing Ababil:

Share

Category


Other Travel Agencies in Dhaka

Show All