ইচ্ছে ঘুরি-Iccha Ghuri

ইচ্ছে ঘুরি-Iccha Ghuri এই সত্যে দৃঢ় বিশ্বাসী যে ভ্রমণ আপনার আত্মাকে সমৃদ্ধ করে এবং আপনার মন খুলে দেয়।

বাংলাদেশের প্রতিটি জেলার ট্যুরিস্ট স্পট। -টাইমলাইনে রেখে দেওয়ার মতো
26/11/2024

বাংলাদেশের প্রতিটি জেলার ট্যুরিস্ট স্পট।

-টাইমলাইনে রেখে দেওয়ার মতো

Cholen ghure ashi😌
06/09/2024

Cholen ghure ashi😌

⏩ পাকিস্তান_ট্যুরের_নিয়মাবলী........ 🇧🇩✈🇵🇰পাাকিস্তান ট্যুরের জন্য প্রথমেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। ঘরে ব...
26/08/2024

⏩ পাকিস্তান_ট্যুরের_নিয়মাবলী........ 🇧🇩✈🇵🇰

পাাকিস্তান ট্যুরের জন্য প্রথমেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। ঘরে বসে অথবা যেকোনো কম্পিউটার দোকানের মাধ্যমে এই আবেদন করতে পারবেন।

এখন ভিসা ফ্রী হওয়ায় টাকা পয়সা লাগবেনা৷ ই ভিসা পেয়ে যাবেন।

ভিসা আসার পর টিকেট কনফার্ম করতে হবে। পাকিস্তানের উত্তরাঞ্চল ঘুরতে চাইলে আমরা অবশ্যই লাহোরে যাবো। কারন ইসলামাবাদ বা করাচীর ভাড়া বেশি। ঢাকা-টু-লাহোর রাউন্ড টিকেট (যাওয়া-আসা) এর দাম প্রায় ৫৫ হাজার থেকে ১ লাখ অব্ধি উঠানামা করে। আপনার সুবিধামত কম খরচের একটা এয়ারলাইন্সের টিকেট বুক করে নিবেন।

এভাবে বিমান যোগে পৌছাতে হবে লাহোরে। লাহোর থেকে বাসে করে পৌছুতে হবে রাজধানী ইসলামাবাদ। লাহোর এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্যাক্সি বা অন্য কিছু ভাড়া নিয়ে চলে যাবেন সিটি বাস স্টেশনে (ব্যান্ড রোড)। লাহোর-টু-ইসলামাবাদ রুটের যেকোনো একটা বাসে উঠে ৫ ঘন্টা জার্নি করে চলে আসবেন ইসলামাবাদ। খরচ পরবে ১ হাজার টাকার মত।

ইসলামাবাদে অনেক ক্যাটাগরির হোটেল আছে। আপনার বাজেট অনুজায়ী একটা বেছে নিয়ে ২-১ দিন থাকতে পারেন সেখানে। আমার কাছে মনে হয়েছে ইসলামাবাদ বিশ্বের ২য় সুন্দরতম রাজধানী, তাই চাইলে কয়েকদিন সেখানে অবস্থান করে ঘুরে দেখতে পারেন অত্যন্ত সুন্দর এবং আধুনিক এই শহরটিকে।

⏩ কারেন্সি চেঞ্জিং.......

লাহোরে এসেই প্রথমে কোনো ব্যাংক বা এয়ারপোর্টের কোনো নির্দিষ্ট স্থান থেকে বাংলাদেশি টাকাকে রুপিতে কনভার্ট করে নেবেন। নরমালী ১০০ টাকা = ১৯০ রূপি। তবে কনভার্টের সময় কিছুটা কম দেয়া হয়।

⏩ প্রাথমিক থাকা/হোটেল বুকিং....

মুল ট্যুর শুরুর পূর্বে পাকিস্তানে গিয়ে আপনাকে ১-২ দিন লাহোর বা ইসলামাবাদে থাকতে হবে। আপনি চাইলে লাহোর/ইসলামাবাদ গিয়ে অথবা বাংলাদেশে থেকেই অনলাইনে হোটেল বুক করতে পারবেন। যদিও অনলাইন বুকিং দেয়া হোটেলগুলো এক্সপেন্সিভ। আপনার সাথে যদি মহিলা বা শিশু থাকে, তাহলে ১-২ দিনের আগাম হোটেল বুকিং দিয়ে রাখতে পারেন। নতুবা দরকার নেই, কারন খরচ বেড়ে যাবে।

⏩ মুল ট্যুর......

এবার ইসলামাবাদ থেকে শুরু হবে আপনার মুল ট্যুর। খাইবার পাখতুনখা, গিলগিট-বাল্টিস্তান এবং আজাদ কাশ্মীর প্রদেশের যেকোনো অঞ্চল ট্যুরে যেতে পারবেন এখান থেকেই।

এবার আপনি দুই পদ্ধতিতে ট্যুর করতে পারেন...

১. স্বাধীন ভাবে নিজের ইচ্ছা মত।
২. কোনো ট্রাভল এজেন্সি বুক করার মাধ্যমে।

পাকিস্তানে আপনার যদি কোনো পরিচিত ব্যাক্তি থাকে, তাহলে তাকে নিয়ে স্বাধীন ভাবে পর্যটন অঞ্চলগুলো ঘুরতে পারেন। অথবা আপনি যদি উদ্দোগী হন এবং আগে থেকেই পর্যটন স্পটগুলো সম্পর্কে ভালো ভাবে তথ্য জেনে নেন, তাহলে নিজেই উদ্দোগেই ট্যুর করতে পারেন। এতে খরচ কম হবে।

আর যদি আপনি বিদেশ ভ্রমন সম্পর্কে একেবারেই অনভিজ্ঞ হন বা নিজের উদ্দোগে ট্যুর করতে অপারগ হন, তাহলে একটা ট্রাভল এজেন্সির সাথে কন্টাক করতে পারেন। তারা আপনাকে জিপ গাড়ির ব্যাবস্থা করে দিবে, ড্রাইভার কাম ট্যুর গাইডও সাথে দিয়ে দিবে। এতে করে আপনার ট্যুর করা একেবারে ইজি হয়ে যাবে, যদিও খরচ একটু বেশি হবে। তবে ৪-৫ জন গ্রুপ করে ট্যুরে গেলে খরচটা পুশিয়ে যাবে।

⏩ খরচ কত হতে পারে......?

প্রথমেই বলে রাখি, পাকিস্তানে থাকা-খাওয়া এবং অভ্যন্তরিন যাতায়ত খরচ বাংলাদেশের মতই বা এর চেয়েও কম। তাই আপনি সেখানে যত দিনই থাকুন, তাতে খরচ তেমন বাড়বে না। মুল খরচটাই হলো বিমান ভাড়া।

পাকিস্তান ট্যুরের প্রধান কিছু খরচ।

▶ পাকিস্তানী ভিসার মুল্য "ফ্রি"।
▶ ঢাকা টু লাহোর বিমান ভাড়া প্রায় ৫৫ হাজার থেকে -১ লাখ।
▶ লাহোর টু ইসলামাবাদ (যাওয়া-আসা) বাস ভাড়া ২/৩ হাজার টাকা।

ধরুন পাকিস্তানে ১৫-২০ দিন অবস্থান করলে হোটেল বিল, খাবার, যাতায়ত, ঘুরাঘুরিতে খরচ হবে আনুমানিক ১৫-২৫ হাজার টাকা।

এটা হচ্ছে সিঙ্গেল ১ জনের হিসাব। কিন্তু গ্রুপ ট্যুরে গেলে খরচ অনেক কমে যাবে। ধরুন ৪ জনের একটা গ্রুপ গেলেন। তাহলে ১ টা ডবল বেডের রুম ভাড়া নিয়েই চার জন থেকে যেতে পারবেন। কিছু যায়গায় যেতে হলে গাড়ি ভাড়া নিয়ে যেতে হয়। সেসব ক্ষেত্রে ১ জনের ভাড়াতেই চারজন ঘুরতে পারবেন৷ এভাবে বিভিন্ন ক্ষেত্রে খরচ কমে আসবে। তাই অবশ্যই গ্রুপ হিসেবে ৪-৫ জন মিলে যাবেন।

⏩ কোথায় কোথায় ঘুরবেন....?

নর্থ পাকিস্তানে ঘুরার জায়গার কোনো অভাব নাই। আপনি একটানা ১ বছর ধরে ঘুরলেও আপনার স্বাদ মিটবে না। তবে আমাদের যেহেতু এত ঘুরার সামর্থ নেই তাই আমরা বেছে বেছে কিছু যায়গায় ঘুরতে পারি। যেমন.....

১. সোয়াত
২. হুনজা
৩. স্কার্দু
৪. আজাদ কাশ্মীর।

এগুলো খুবই পপুলার পর্যটন অঞ্চল। তবে এগুলোকে আবার ছোটখাটো কোনো পর্যটন স্পট ভাববেন না। কারন এগুলো একেকটাই বাংলাদেশের ২-৩ টা জেলার সমান সাইজের। এগুলোর ভেতর আবার ছোট ছোট অনেক পর্যটন স্পর্ট আছে। যেমন....

সোয়াত...; কামরাট ভ্যালি, কালাম ভ্যালি, মালুম জব্বা রিসোর্ট, মহোদন্ড লেক, কুন্ডোল লেক ইত্যাদি....

হুনজা...; হুনজা ভ্যালি, আতাবাদ লেক, আলতিত ফোর্ট, বালতিত ফোর্ট, মাউন্ট রকাপুসি ইত্যাদি.....

স্কার্দু.....; সার্ফারাঙ্গা কোল্ড ডেজার্ট, আপার কাচুরা লেক, লোয়ার কাচুরা লেক, সাতপারা লেক, স্কার্দু সিটি ইত্যাদি....

আজাদ কাম্মীর...; মুজাফফরাবাদ সিটি, নীলাম ভ্যালী, রাত্তি-গালি লেক, চিত্তকথা লেক, ইত্যাদি....

একটা কাজ করুন.... উপরোক্ত এই পর্যটন স্পর্ট গুলো সম্পর্কে ইউটিউব ভিডিও বা আমাদের গ্রুপের পোস্ট পড়ে অভিজ্ঞতা অর্জন করুন। এর ভেতর যেই স্পর্ট গুলো আপনার সবচেয়ে ভালো লাগে তার একটা তালিকা বানিয়ে ফেলুন। পাকিস্তান গেলে তখন সেই তালিকা অনিজায়ী ট্যুর করবেন।

⏩ থাকা/হোটেল...

উপরোক্ত সবগুলো স্থানেই আবাসিক হোটেল আছে। বিশেষ করে হুনজা এবং সোয়াতে হোটেলের পরিমান বেশি। স্কার্দুতে হোটেল কম। বড় হোটেল গুলোর লোকেশন ইন্টারনেটেই পাবেন, আগাম বুকও করতে পারবেন। এছাড়াও ওখানে যাবার পর কম খরচের স্থানীয় হোটেল পাবেন।

আরেকটা কাজ করা যেতে পারে। পোর্টেবল তাবু কিনে নিজেদের মত করে থাকা যেতে পারে। লোকালয় থেকে কাছে, তবে নিরিবিলি-মনুষ্যহীন স্থানে তাবু খাটাবেন। অনেক বিদেশি ট্রাভেলারকে দেখেছি পাকিস্তানে গিয়ে এই কাজ করতে। এর ফলে খাওয়ার খরচ ছাড়া আর কোনো খরচই হবেনা। তবে একাজ তখনই করবেন, যখন আপনারা ৪-৫ জনের গ্রুপ থাকবেন, আর সাথে একজন পরিচিত পাকিস্তানী নাগরিক থাকলে ভালো হবে। আর হ্যা, শীতকালে এই কাজ না করাই উচিত। ওখানকার প্রচন্ড ঠান্ডা সহ্য করা খুব কঠিন।

এছাড়া সবগুলো অঞ্চলেই পাকিস্তান সরকারের টুরিস্ট ইনফরমেশন সেন্টার আছে। সেখান থেকে প্রয়োজনীয় তথ্য এবং সহায়তা পেতে পারেন।

⏩ কিছু বার্তি পাওয়া....

সোয়াত, হুনজা এবং স্কার্দু, এই তিনটি অঞ্চল মোটামোটি একই ডিরেকশনে। আর এগুলোতে যেতে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সড়ক কারাকোরাম হাইওয়ে দিয়ে। বিশ্বাস করুন, খোলা জীপে চড়ে যখন কারাকোরাম পাড়ি দেবেন, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মত না।

আর হুনজায় গেলে আরো দুটো বার্তি জিনিস পাবেন। ১ম টা হলো 'বাবুসর পাস' বিশ্বের সবচেয়ে উচু সড়ক। যেখানে মেঘও আপনার নিচে দিয়ে বইবে। আর ২য়টি হলো 'পাসু কোন' যেখান গেলে মনে হবে রাস্তা বুঝি আর কখনো শেষ হবেনা, সামনের পাহাড় গুলোর কাছেও কোনোদিন পৌছানো যাবে না।

আর আজাদ কাশ্মীরে যেতে হয় পীর চিনসি রোড দিয়ে। এটাও কারাকোরাম হাইওয়ের চেয়ে কোনো অংশেই কম না। এখানেও মেঘের উপর দিয়ে গাড়ি চালাতে হবে।

আর আপনি যদি মনে করেন পাকিস্তান ট্যুর খরুচে হয়ে যাচ্ছে, তাহলে স্মরণ করুন... পাকিস্তানের সৌন্দর্য সুইজারল্যান্ড, নরওয়ে, সুইডেনের মত। আর ওই দেশগুলো ট্যুরে গেলে দুই-আড়াই লাখেরও বেশি খরচ হয়। সে তুলনায় পাকিস্তান ট্যুর অনেক সস্তা।

তো আজ এতটুকুই .... আগামীতে আরো তথ্য জোগাড় করতে পারলে তা নিয়ে পোস্ট করা হবে। ধন্যবাদ সবাইকে।

লেখাঃ Abu Saeed ভাই
📷 unknown

আমাদের বিলাসী প্রিমিয়াম হাউজবোটে টাঙ্গুয়ার হাওড় ভ্রমণ:-টাঙ্গুয়ার হাওড় ভ্রমণ করার জন্য সেরা সময় হচ্ছে এখন। হাওড়ে ভরপুর পা...
12/08/2024

আমাদের বিলাসী প্রিমিয়াম হাউজবোটে টাঙ্গুয়ার হাওড় ভ্রমণ:-

টাঙ্গুয়ার হাওড় ভ্রমণ করার জন্য সেরা সময় হচ্ছে এখন।
হাওড়ে ভরপুর পানি - নীল আকাশের নিচে পানিরও একটা নীলাভ ভাব হয় , আবার মাঝেমধ্যেই মেঘের ভেলা ভেসে যায় , হুট করে বৃষ্টি নামে , পাশেই মেঘালয়ের পাহাড়ের মনোরম দৃশ্য। সকালে জাদুকাটা নদীর নীল পানি আর মেঘেঢাকা পাহাড় , অসাধারণ অনুভূতি।
এই মাসের যে কোনো তারিখে বুকিং করার জন্য বিস্তারিত জানতে পেইজে নক করুন অথবা যোগাযোগ করুন :
01618995978

আচ্ছালামুয়ালাইকুম । অনেক যুদ্ধ বিদ্রহের পর সবার একটু রিফ্রেশমেন্ট ও রিলাক্স  দরকার। আগামী ২৩ আগস্ট ও ৩০ আগস্ট টাঙ্গুয়ার ...
11/08/2024

আচ্ছালামুয়ালাইকুম ।
অনেক যুদ্ধ বিদ্রহের পর সবার একটু রিফ্রেশমেন্ট ও রিলাক্স দরকার।
আগামী ২৩ আগস্ট ও ৩০ আগস্ট টাঙ্গুয়ার হাওরের ইভেন্টে যোগ দিতে একনই যোগাযোগ করুন।
ফোন- ০১৬ ৮৯৯৫৯৭৮ এবং 01630-147911

ঘুরতে মন চায় কিন্তু বন্ধু নাই? ইচ্ছে ঘুরি-Iccha Ghuri এর সাথে চলেন ট্যুরে যায়।
25/05/2024

ঘুরতে মন চায় কিন্তু বন্ধু নাই?
ইচ্ছে ঘুরি-Iccha Ghuri এর সাথে চলেন ট্যুরে যায়।

আসসালামু আলাইকুম। ইচ্ছে ঘুরি-Iccha Ghuri আবার আয়োজন করেছে ট্যুর প্লান। গত বছরে অক্টোবরে আমরা শেষবার ট্যুর আয়োজন করেছি। ...
18/05/2024

আসসালামু আলাইকুম।

ইচ্ছে ঘুরি-Iccha Ghuri আবার আয়োজন করেছে ট্যুর প্লান। গত বছরে অক্টোবরে আমরা শেষবার ট্যুর আয়োজন করেছি। এর পূর্বে আমরা দেশে এবং দেশের বাইরে দেশি বিদেশী অনেক পর্যটকদের সাথে আমাদের ট্যুর আয়োজন করেছি, এবং সফলভাবে সমাপ্ত করতে পেরেছি। এর পর ব্যক্তিগত ব্যস্ততার কারণে প্রকৃতিকে খুজে নেওয়ার এই নেশাকে সাময়িক সময়ের জন্যে আমাদের স্থগিত রাখতে হয়।
আমরা আগামি জুন থেকে নিয়মিতভাবে দেশের বিভিন্ন স্থানে আমাদের ট্যুর আয়োজন করবো।

ট্যুর সংক্রান্ত যেকোনো তথ্য পেতে নিয়মিত চোখ রাখুন আমাদের পেইজ-এ।

অবিশ্বাস্য হলেও সত্যি টিম - ইচ্ছে ঘুরি- Iccha ghuri নিয়ে এসেছে আপনাদের জন্য দারুন অফার মাএ ৬৪৯৯ সেন্টমার্টিন ভ্রমণ। ✴️✌ ...
29/10/2023

অবিশ্বাস্য হলেও সত্যি টিম - ইচ্ছে ঘুরি- Iccha ghuri নিয়ে এসেছে আপনাদের জন্য দারুন অফার মাএ ৬৪৯৯ সেন্টমার্টিন ভ্রমণ। ✴️✌

মাত্র ৬৪৯৯ টাকায় স্বপ্নের দ্বীপ সেন্টমার্টিন ভ্রমন করে আসুন ইচ্ছে ঘুরি-iccha ghuri 🇧🇩 এর সাথে।

# ভ্রমণের তারিখঃ
➡ ১৯ ডিসেম্বর রাত ৯ টায় ( সায়েদাবাদ থেকে)
➡️ ২২ ডিসেম্বর সন্ধা ৭ টায় ( টেকনাফ থেকে রওনা )

[ ইনশাআল্লাহ ২৩ ডিসেম্বর সকালে ৬ টার মধ্যে ঢাকায় থাকবো ]

✅ যা যা দেখবোঃ
>সেন্টমার্টিন দ্বীপ।
>নাফ নদী।
>হুমায়ুন আহমেদ এর বাড়ি।
>ছেড়াদ্বীপ।

☑️ যা যা থাকছেঃ
> ঢাকা - টেকনাফ - ঢাকা ননএসি বাস টিকেট।
> টেকনাফ - সেন্টমার্টিন - টেকনাফ শীপ টিকেট।
> ৮ বেলা খাবার।
> বারবিকিউ পার্টি।
> রিসোর্টে দুইরাত থাকা।
> সকল প্রকার গাইড খরচ।

💠 যা যা থাকছে নাঃ
> ছেড়া দ্বীপ যাতায়াত খরচ ও কোন প্রকার লোকাল ট্রান্সপোর্ট (অবশ্যই সকলকে টিমের সাথে থাকতে হবে)
> মিনারেল ওয়াটার।
> হাইওয়ে বিরতি খাবার।
> প্যাকেজের বাইরে কোন প্রকার ব্যক্তিগত খরচ।

✅ ফুড মেন্যু:
>সকাল: পরোটা বা খিচুড়ি।

>দুপুর: সামুদ্রিক মাছ ফ্রাই বা মুরগী কারী, ভাত, ডাল, সবজি/ভর্তা।

>রাতে: (বারবি-কিউ, পরটা ) / (ভাত,সামুদ্রিক মাছ/মুরগী, ডাল)

( বুকিং অনুযায়ী আসন বিন্যাস করা হবে)

✅ভ্রমণ খরচ
★ জনপ্রতি ৬৪৯৯ টাকা ( একরুমে ৪/৫ জন )
★কাপল প্যাকেজ ৭৪৯৯ টাকা ( এক রুমে ২ জন )

🚦ডেডলাইনঃ ১০ নভেম্বর , ২০২৩।

💠 সম্ভাব্য ট্যুর বর্ণনাঃ
➡️➡️ ১৯ ডিসেম্বর রাতের বাসে টেকনাফ এর উদ্দেশ্যে যাত্রা।

> ২০ ডিসেম্বর সকালে টেকনাফ নেমে সকালের নাস্তা সেরে চলে যাবো শীপে, রওনা দিব স্বপ্নের দ্বীপ সেন্টমার্টিন এর উদ্দেশ্যে, যেতে যেতে দেখবো প্রকৃতির রূপ, পাখিদের খেলা এসব দেখতে দেখতে চলে যাবো সেন্টমার্টিন, সেখানে গিয়ে আগে রিসোর্টে চেক ইন করবো তারপর দুপুরের খাবার খেয়ে যে যার মতো হারিয়ে যাবো সমুদ্রের নীল জলরাশির সাথে, রাতে হবে বারবিকিউ, সাথে গানের আড্ডা, তারপর চাইলে আপনি চাঁদের আলোতে সমুদ্র পাড়ে কিছু সময় কাটাতে পারবেন মনে রাখবেন রিসোর্ট এর আশেপাশে নিরাপত্তা নিয়ে কোন সমস্যা হবেনা।

> ২১ ডিসেম্বর খুব সকালে ঘুম থেকে উঠে হাতে এক কাপ চা বা কফি নিয়ে চলে যাবেন সমুদ্র পাড়ে সেখানে কিছু সময় কাটিয়ে সকালের নাস্তা সেরে ছেড়াদ্বীপ যাবো। সেখান থেকে ফিরে এসে দুপুরের লাঞ্চ সেরে যে যার মত করে ঘুরবো অথবা রেস্ট নিবো। সন্ধায় ফানুস উৎসব। ও গানের আসর।
তারপর সবাই একসাথে ডিনার সেরে নিজেদের মত সময় কাটাবো।
🍀২২ ডিসেম্বর সকালের নাস্তা শেষ করে হুমায়ুন আহমেদ এর বসতবাড়ি। তারপর নীল পানিতে গা ভিজিয়ে দুপুরের খাবার খেয়ে আমরা শীপে করে টেকনাফ এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো, টেকনাফ এসে সবাই যারযার মত রাতের খাবার খেয়ে বাসে উঠে পড়বো ।
🔥টেকনাফ থেকে কক্সবাজার এসে সেখানে ২ ঘন্টা সময় দেওয়া হবে কেও চাইলপ সেখানেও ডিনার করতে পারবেন। আর কেনাকাটা ও করতে পারবেন।

> ইনশাআল্লাহ ২৩ ডিসেম্বর খুব সকালে আমরা সবাই ঢাকা থাকবো।


➡️➡️ ছেলে, মেয়ে, কাপল, ফ্যামিলি সহ সকল ধরণের মানুষ অংশগ্রহণ করতে পারবেন আমাদের এই ট্যুরে।

💠 বুকিং মানি - ২০০০ টাকা মাএ।
বুকিং অনুযায়ী আসন বন্টন করা হবে তাই আজই আপনার আসন বুঝে নিন।

➡️➡️ ট্যুর কনফার্ম করতে যোগাযোগ করুন

📲01956456346 ( Hasib Ahmed)
📲01618995978
📲01630147911( Johan Munna)

➡️➡️ বিকাশ :
01956456346 ( Personal)
01618995978(make payment)

➡️➡️নগদঃ
01956456346

ব্যাংকঃ-
Sabbir Hossan Munna
2050 729 02 00117015
Islami bank

Md Hasibul Islam
2050 415 02 00653517
Islami bank

🔰বুকিং মানি অফিসে এসে দিতে পারবেনঃ
ঢাকা অফিস -- মিরপুর ১২, ব্লক সি, রোড -৪, হাউজ ১৯।
নড়াইল অফিস - Hungry Buddies restrurent.

অফিস টাইমঃ সকাল ১২ থেকে রাত ৯ টা পর্যন্ত।

🌏 যাবেন যারা তারা জনপ্রতি ২০০০/= টাকা বুকিং মানি দিতে হবে। বিকাশ নগদে খরচসহ জনপ্রতি মাএ - ২০৪০ /- টাকা দিতে হবে । ( অফেরতযোগ্য)। বাকী টাকা ট্যুরের দিন বাসে উঠার আগে পরিশোধ করে বাসের আসন নং বুঝে নিতে হবে।

🚧🚧যা যা করা যাবে না:
⛔মেয়েদের সাথে কোন প্রকার অশালীন বা খারাপ আচরন করা যাবে না। কারো বিরুদ্ধে এমন কোন অভিযোগ পেলে দল থেকে বের করে দেয়ার মত কঠোর ব্যবস্থা নেয়া হবে।
⛔যেকোন সমস্যা বা প্রয়োজনে এ্যাডমিনদের সাথে সরাসরি কথা বা আলোচনা করতে হবে।
⛔এ্যাডমিনদের অনুমতি ছাড়া গ্রুপ থেকে আলাদা হওয়া যাবে না ।
🚮ঘুরতে গিয়ে যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না ।
🚭বাসে ধূমপান করা যাবে না ।

(বিঃ দ্রঃ যেকোনো পরিস্থিতিতে পরিবেশ ও সময়োপযোগী সিদ্ধান্ত কর্তৃপক্ষ কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে )

𝐒𝐔𝐍𝐃𝐀𝐑𝐁𝐀𝐍𝐒 𝐓𝐎𝐔𝐑 𝐁𝐎𝐎𝐊𝐈𝐍𝐆 𝐆𝐎𝐈𝐍𝐆 𝐎𝐍…SUNDARBANS PACKAGE TOUR - 2023Octobar & Novembar 2023𝑩𝙤𝒐𝙠 𝙉𝑶𝙒!!2 𝙣𝒊𝙜𝒉𝙩𝒔/ 3 𝙙𝒂𝙮𝒔 𝒑𝙖𝒄𝙠𝒂𝙜𝒆...
28/10/2023

𝐒𝐔𝐍𝐃𝐀𝐑𝐁𝐀𝐍𝐒 𝐓𝐎𝐔𝐑 𝐁𝐎𝐎𝐊𝐈𝐍𝐆 𝐆𝐎𝐈𝐍𝐆 𝐎𝐍…
SUNDARBANS PACKAGE TOUR - 2023
Octobar & Novembar 2023
𝑩𝙤𝒐𝙠 𝙉𝑶𝙒!!
2 𝙣𝒊𝙜𝒉𝙩𝒔/ 3 𝙙𝒂𝙮𝒔 𝒑𝙖𝒄𝙠𝒂𝙜𝒆 (𝙆𝒉𝙪𝒍𝙣𝒂 - 𝑺𝙪𝒏𝙙𝒂𝙧𝒃𝙖𝒏𝙨 - 𝙆𝒉𝙪𝒍𝙣𝒂)
T𝐨u𝐫 𝐝a𝐭e𝐬:

২৪-২৬ অক্টোবর ২০২৩
২৭-২৯ অক্টোবর ২০২৩

৩-৫ নভেম্বর ২০২৩
১০-১২ নভেম্বর ২০২৩
২৪-২৬ নভেম্বর ২০২৩

সুন্দরবন। বিশ্বের অন্যতম ঐতিহ্য। প্রতি বছর দেশ বিদেশের ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণ সুন্দরবন। যারা পরিবার নিয়ে একটু আরাম আয়েশে সুন্দরবন ঘুরতে চাচ্ছেন তাদের জন্যই আমাদের আয়োজন। যেখানে শিশু থেকে বৃদ্ধ সবাই জয়েন করতে পারবেন। কর্পোরেট, ফ্যামেলি ট্যুরের জন্য- বিলাসবহুল শিপ, ষ্টার ক্যাটাগরির ফুড, বার-বি-কিউ গালা ডিনার(নাইট), দক্ষ গাইডসহ আন্তরিক আতিথেয়তা আপনার জন্য।
𝙏𝙊𝙐𝙍 𝙎𝙋𝙊𝙏𝙎 :
১। হাড়বাড়িয়া / আন্দারমানিক
২। কটকা।
৩। জামতলা সমুদ্র সৈকত।
৪। টাইগার টিলা।
৫। কচিখালি
৬। ডিমের চর
৭। করমজল
ফুড মেন্যু জানতে আমাদেরকে ফোন করুন , হোয়াটসঅ্যাপ/মেইলে বিস্তারিত অবহিত করা হবে। +880 1701-344533
প্যাকেজ_প্রাইস ও শিশু পলিসি:

নন এসি কমান বাথ: ৮০০০/- প্রতিজন
নন এসি এটাচট বাথ: ৯০০০/- প্রতিজন
নন এসি এটাচট বাথ: ১১০০০/- প্রতিজন

নন এসি এটাচট বাথ: ৯০০০/- প্রতিজন
নন এসি এটাচট বাথ: ৯০০০/- প্রতিজন
নন এসি এটাচট বাথ: ১১০০০/- প্রতিজন

এসি সহ এটাচট বাথ: ১৪০০০/- প্রতিজন
এসি সহ এটাচট বাথ: ১৫০০০/- প্রতিজন
এসি সহ এটাচট বাথ: ১৬০০০/- প্রতিজন
এসি সহ এটাচট বাথ: ১৮০০০/- প্রতিজন।
এসি সহ এটাচট বাথ: ১৭০০০/- প্রতিজন।
শিশু : ১-৩ বছর পর্যন্ত ফ্রী, ০৩-০৮ বছর ৫০% (বেড ছাড়া) ০৮ বছরের ওপরে ১০০% পেমেন্ট ।
বুকিং যেভাবে দিতে পারবেন
Phone:
+8801630-147911(Whats app )
+8801956456346 ( Whats app)

বিস্তারিত / যোগাযোগ :
Narail office :-Hungry buddies restrurent.
Dhaka office:-
Mirpur 12, block C, road 4, house 19

২৮ জন টুরিস্ট ভাইদের নিয়ে ইচ্ছে ঘুরি-Iccha Ghuri রওনা হচ্ছে সেন-মার্টিন এর উদ্দেশ্যে।  সবাই আমাদের জন্য দোয়া করবেন।  🥹
01/10/2023

২৮ জন টুরিস্ট ভাইদের নিয়ে ইচ্ছে ঘুরি-Iccha Ghuri রওনা হচ্ছে সেন-মার্টিন এর উদ্দেশ্যে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। 🥹

ইচ্ছে ঘুরি-Iccha Ghuri  এর পক্ষ থেকে সবাইকে জানাই বিশ্ব পর্যটন দিবস ২০২৩ এর শুভেচ্ছা।
27/09/2023

ইচ্ছে ঘুরি-Iccha Ghuri এর পক্ষ থেকে সবাইকে জানাই বিশ্ব পর্যটন দিবস ২০২৩ এর শুভেচ্ছা।

Guess this place ❤️
17/09/2023

Guess this place ❤️

সেন-মার্টিন টর বর্তমান অবস্থা। 🥹🥰❤️
16/09/2023

সেন-মার্টিন টর বর্তমান অবস্থা। 🥹🥰❤️

যে কোনো স্কুল, কলেজ,  ভার্সিটি অথবা অফিসিয়াল টুরের জন্য যোগাযোগ করুন এখনই। কম খরচে সেরা সার্ভিসটি দেওয়া আমাদের লক্ষ। 😊যো...
14/09/2023

যে কোনো স্কুল, কলেজ, ভার্সিটি অথবা অফিসিয়াল টুরের জন্য যোগাযোগ করুন এখনই। কম খরচে সেরা সার্ভিসটি দেওয়া আমাদের লক্ষ। 😊
যোগাযোগ:-
ঢাকা অফিস :- মিরপুর ১২, সি ব্লক, ৪নং রোড, ১৯নং বাসা।
নড়াইল অফিস :- Hungry Buddies রেস্টুরেন্ট।

চলবে?
09/09/2023

চলবে?

পূন্যভূমি সিলেট ট্যুর ৩ রাত ২  দিন (০৮-১১ আগস্ট । ) 🔥🔥🔥🍀ভোলাগঞ্জ সাদা পাথর 🍀জাফলং জিরো পয়েন্ট 🍀রাতারগুল সোয়াম্প ফরেস্ট🍀ম...
22/07/2023

পূন্যভূমি সিলেট ট্যুর ৩ রাত ২ দিন (০৮-১১ আগস্ট । ) 🔥🔥🔥

🍀ভোলাগঞ্জ সাদা পাথর
🍀জাফলং জিরো পয়েন্ট
🍀রাতারগুল সোয়াম্প ফরেস্ট
🍀মালনিছড়া চা-বাগান
🍀 শাহ জালাল মাজার
🍀শ্রীপুর চা বাগান
🍀মায়াবি ঝর্না
🍀তামাবিল বর্ডার ও আগুনপাহাড়🔥 সময় সাপেক্ষে।

যাত্রা শুরুঃ ০৮ আগস্ট মঙ্গলবার রাত ৮ টা ৩০মিনিটে বিমানবন্দর রেলস্টেশন থেকে।

যাত্রা শেষঃ ১১ আগস্ট শুক্রবার সকাল ৬ টা বাজে ঢাকাতে থাকবো ইনশাআল্লাহ।

ইভেন্ট ফিঃ
জনপ্রতি ৩১৯৯/-টাকা (১রুমে ৪জন)
কাপল (জনপ্রতি)৩৬৯৯/-টাকা (১রুমে ২জন)

বুকিংঃ অফিসে এসে দিলে জনপ্রতি ১৫০০৳
বিকাশে দিলে ১৫৩০৳ (অফেরতযোগ্য)

বুকিংয়ের সিরিয়াল অনুসারে আসন বন্টন করা হবে।

📢 ডেডলাইনঃ ০৪ আগস্ট।

------------------------------------------
যোগাযোগের ঠিকানাঃ
================
ঢাকা :-মিরপুর-১৩, ব্লক-বি, রোড-৯, বাসা-১৯
নড়াইল :- Hungry Buddies রেস্টুরেন্ট।

এডমিন - Johan Munna
01630-147911
এডমিন - Hasib Ahmed
01618995978

🔸বুকিং নাম্বার-
🔸Johan munna 01956456346 bkash, nagad

--------------------------------------------------
💙💙 আমাদের গ্রুপ সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন 👇👇
https://www.facebook.com/profile.php?id=100086169086658

----------------------------------------------------
এই টাকায় যা যা থাকবে
=================
✅ঢাকা-সিলেট-ঢাকা (শোভন চেয়ার) ট্রেন।
✅হোটেলে ১রাত রাত্রি যাপন।
✅সিলেটে সকল স্পট ঘুরে দেখার জন্যে রিজার্ভ বাস/লেগুনা ।
✅১ম দিন সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ,রাতের খাবার ২য় দিন সকালের নাস্তা ও দুপুরের লাঞ্চ মোট ৫ বেলায় খাবার।
✅ভোলাগঞ্জ সাদা পাথর ও রাতারগুল যাওয়ার নৌকা ভাড়া

----------------------------------------------------

এই টাকায় যা অন্তর্ভুক্ত নাই
===================
❎ যাত্রাবিরতিতে চা, নাস্তা
❎ ম্যানুতে দেওয়া খাবারের অতিরিক্ত খাবার খরচ
❎২য় দিন রাতের খাবার
❎ মেডিসিন বা ব্যক্তিগত কোন খরচ
❎যাত্রা বিরতিতে খাবার
❎কোন প্রকার মিনারেল ওয়াটার
❎মায়াবী ঝর্ণা যওয়ার জন্য নৌকা ভাড়া
❎উল্লেখ করা নেই এমন কোন খরচ।

--------------------------------------------------

খাবার ম্যানু
==========
👉 সকালেঃ ভুনা খিচুড়ি, অথবা পরটা,সবজি/ডাল,ডিম
👉 দুপুরেঃ ভাত, মুরগী, সবজি,ভর্তা, ডাল
👉 রাতেঃ ভাত, গরু ,ডাল,সবজি/ভর্তা কোমল পানীয়।

----------------------------------------------------

ট্যুর প্লান
=======
১ম দিনঃ- আমরা ০৮ আগস্ট রাত
৮টা ৩০মিনিটে বিমানন্দর স্টেশন থেকে ট্রেনে সিলেটের উদ্দ্যেশে রওনা দিবো।

২য় দিনঃ- ০৯আগস্ট খুব ভোরে সিলেট শহরে নেমে সবাই একসাথে সকালের নাস্তা করবো। তারপর হোটেলে গিয়ে ফ্রেশ হবো। তরপর রিজার্ভ লেগুনা বা বাস নিয়ে সাদা পাথর দেখতে যাবো, যাওয়ার পথে মালনিছড়া চা-বাগান দেখবো । সেখানে গিয়ে হারিয়ে যাবো সবুজের আড়ালে। তারপর সেখান থেকে যাবো সাদা পাথর, সেখানে প্রচুর লাফালাফি করে ভিজবো । দুপুরের লাঞ্চ সেখানে সেরে চলে যাবো রাতারগুল সোয়াম্প ফরেস্ট। নৌকা নিয়ে হারিয়ে যাবো সবুজের আড়ালে। সেখান থেকে সন্ধার মধ্যে ফিরে ৯ঃ৩০ টায় সবাই একসাথে ডিনার সেরে যে যার মতো কিছু কেনাকাটা করে তাড়াতাড়ি ঘুমোতে যাব।

৩য় দিনঃ- ১০ আগস্ট খুব ভোরে ঘুম থেকে উঠে ৭ টার মধ্যে সকালের নাস্তা শেষ করে, রিজার্প লেগুনা বা বাস নিয়ে চলে যাবো তামাবিল বর্ডার, সেখানে সবাই পিকচার তুলে চলে যাবো জাফলং জিরো পয়েন্ট। সেখান থেকে মায়াবী ঝর্না তারপর মেঘালয় থেকে আসা ঠান্ডা পানিতে ভিজা শেষ করে সবাই একসাথে স্থানীয় হোটেলে লাঞ্চ করে চলে যাবো শ্রীপুর চা বাগানে ।
শ্রীপুর চা বাগান ঘুরা শেষ করে সন্ধার মধ্যে হোটেলে আসবো। যে যার মতো ঘুরাঘুরি করে রাতের খাবার শেষ করে রাত ৯ঃ৩০ টার বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো।

🍀 ১১ আগস্ট শুক্রবার সকাল ৬ টায় ঢাকা থাকবো ইনশাআল্লাহ।

---------------------------------------------------

🖐 যারা যারা এই ট্যুরে যেতে আগ্রহী তারা এই ইভেন্টটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করতে পারেন। তাহলে আপনার দেখাদেখি আপনার বন্ধুবান্ধব, পরিচিতরাও জয়েন করতে পারবেন।

🇧🇩বিঃদ্রঃ এটা একটা বাজেট ট্যুর। যারা একটু অতিমাত্রায় প্রিমিয়াম খুঁজছেন তারা এই ইভেন্ট থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

ধন্যবাদন্তে
Johan munna
Hasib Ahmed
ম্যানেজিং ডিরেক্টর এন্ড ফাউন্ডার এডমিন। 🔥🧨ইচ্ছে ঘুরি-iccha ghuri 🧨🔥

Address

Mirpur 13
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when ইচ্ছে ঘুরি-Iccha Ghuri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইচ্ছে ঘুরি-Iccha Ghuri:

Videos

Share

Category