Kmbee Holidays Limited

Kmbee Holidays Limited Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kmbee Holidays Limited, Tour guide, House # 13, Level # 3, Flat # 6, Road # 8, Sector/7, Dhaka.

Kmbee Holidays is a travel agency and tour operator managed by a professional and experienced team strives to provide its best services to the valued travelers and clients in Bangladesh and abroad.

17/06/2024

ঈদ মোবারক

:)
15/06/2024

:)

Do not choose the most beautiful people in the world, but choose the people who make your world the most beautiful.
08/06/2024

Do not choose the most beautiful people in the world, but choose the people who make your world the most beautiful.

05/06/2024

প্রকৃতি চুপ থেকেই নিজের সৌন্দর্যের পরিচয় দেয় :)

উড়তে ভালোবাসি 😍
05/06/2024

উড়তে ভালোবাসি 😍

Let's go somewhere far away together
04/06/2024

Let's go somewhere far away together

04/05/2024

পুনর্জন্ম বলে যদি কিছু হয়, তাহলে আমি তোমারই পিছু নেবো :p

গর্ভবতী একটি বাঘিনি একদিন একটি ভেড়ার পালে আক্রমণ করল । হরিন বা অন্য কোন প্রানী শিকার করার চাইতে পেতে বাঘের ছানা নিয়ে তাড়...
02/10/2023

গর্ভবতী একটি বাঘিনি একদিন একটি ভেড়ার পালে আক্রমণ করল । হরিন বা অন্য কোন প্রানী শিকার করার চাইতে পেতে বাঘের ছানা নিয়ে তাড়া করে শিকার করাটা কঠিন ছিল তার জন্য ।

এই দৌড় ঝাঁপ করার সময়ে, একটি ভেড়ার গুঁতো খেয়ে সে আছড়ে পড়ল । এবং সেই ব্যাথাতেই সে বাঘের ছানা প্রসব করে গর্ভ জটিলতায় আর আঘাতের কারনে মারাই গেল ।

ভেড়ার পালের মাঝে এতিম বাঘের ছানা জন্ম নিয়ে চারপাশে শুধু ভেড়াই দেখে ।

দয়া পরবশ হয়ে একটি ভেড়ী তাকে দুধ খেতে দিল । বাঘের ছানা, ভেড়ার পালের সাথেই বড় হতে লাগল ।

ভেড়ারা ভ্যা ভ্যা করে, সেও ভ্যা ভ্যা করে, ভেড়ারা ঘাস খায়, সেও ঘাস খায় । ভেড়ার পালে নেকড়ে বা অন্য কোন শিকারি প্রানী আক্রমন করলে ভেড়ারা পালিয়ে যায়, সেও ভয়ে পালায় ।

নিজেকে ভেড়া মনে করা বাঘের ছানা এভাবেই বড় হতে লাগল ।
এবং ৩ বছর পর যখন সে পুর্ন দেহ পেল, তখনো সে ভ্যা ভ্যা করে ডাক ছাড়ে, অল্পতেই ভয় পায় ।

এই সময়ে, আরেক বাঘ সেই ভেড়ার পালে আক্রমন করে বসে । ভ্যা ভ্যা করতে করতে সব ভেড়া পালিয়ে যাওয়া শুরু করল, সেই বাঘের ছানাও জান বাজি রেখে ভোঁ দৌড় ।

আক্রমন করা বাঘ দেখে, আরেক বাঘ ভেড়ার পালের উপর আক্রমন করেছে । মেজাজ চড়ে যাওয়ায় ভেড়ার পাল বাদ দিয়ে এই বাঘ ভেড়া বাঘের পিছনে দৌড় দিল ।

ভেড়া বাঘ দেখে, বাঘ তাকে ধরতে আসে - কাজেই জানবাজি রেখে ভোঁ দৌড় । সাথে সাথে ভ্যা ভ্যা চিৎকার ।

ক্ষুধার চাইতে কৌতূহল বড় হয়ে গেল, বাঘ সব বাদ দিয়ে ভেড়া বাঘের পিছনে, ভেড়া বাঘ দৌড়ায়, পিছনে বাঘ দৌড়ায় ।

শেষ পর্যন্ত ঘাস খাওয়া তুলনামূলক দুর্বল ভেড়া বাঘকে আসল বাঘ ধরেই ফেলল ।
ভেড়া বাঘ হাত জোর করে, থর থর করে কাঁপতে কাঁপতে আসল বাঘকে বল্ল - আমি একটা নিরিহ ভেড়া আমাকে মেরোনা ভাই ।

আসল বাঘ একই সাথে হতবিহ্বল এবং অবাক হয়ে বলল- এই ব্যাটা, তুই ত একটা বাঘ । তাহলে তুই ভয়ে পালাচ্ছিলি কেন রে ?

ভেড়া বাঘ ঘাড় নেড়ে বলে, ন আ আমি নিরিহ ভেড়া, আমাকে ছেড়ে দাও ।

বাঘ, ভেড়া বাঘকে যতই বোঝায় যে সে বাঘ, কিন্তু ভেড়া বাঘ কিছুতেই স্বীকার করে না ।

না পেরে, বাঘ এই বাঘকে থাবার নিচে ধরে নিয়ে একটা লেকের পাড়ে নিয়ে গেল, এরপরে পানির কাছে নিয়ে বলল, নিচে তাকিয়ে দেখ ।
ভেড়া বাঘ ঘ্যান ঘ্যান করে বলে - আমি একটা নিরিহ ভেড়া...
ক্ষেপে গিয়ে বাঘ থাবা উচিয়ে আবার বলে নিচে দেখ ব্যাটা ।

ভেড়া বাঘ নিচে পানির দিকে তাকিয়ে অবাক হয়ে গেল । সে একবার পানিতে তাকায়, আরেকবার বাঘের দিকে

তাকায়,একবার পানিতে তাকায়, আরেকবার বাঘের দিকে তাকায় ...।
এরপরে, জীবনে প্রথম বারের মত সেই ভেড়া বাঘের গলা দিয়ে বাঘের গর্জন বের হয় । সে বুঝতে পারে যে সেও বাঘ, নিরিহ ভেড়া না ।

বুঝতে পারার পরেই, নিজেকে চেনার পরেই তার গলা থেকে গভীর গর্জন বের হয় ।

*** *** ***

সক্রেটিস বলেছিলেন, know thyself

নিজেকে তৈরি করার জন্য, উন্নতি করতে গেলে সবচে প্রথমে যা দরকার তা হল know thyself, নিজেকে জানা ।

ভেড়ার পালে আমরা বেশিরভাগ মানুষই নিজেকে ভেড়া বলেই পরিচিত করি, আর সবার মত আমরাও ভ্যা ভ্যা করি । অন্যায়ের প্রতিবাদ করি না, ঘাস খাই ।

কিন্তু মানুষের যে বিপুল সম্ভাবনা আছে, সেটাকে না জেনেই আমরা ভেড়ার পালেই ভেড়া হয়েই জীবন কাটিয়ে দেই ।

*** *** ***

২য় বিশ্বযুদ্ধে হেরে বসা জাপান বা জার্মানী পরের ৫০ বছরে আবারো শক্তিশালী হয়েছে । অবরোধ, যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে আবারো তারা অর্থনইতিক পরাশক্তি হয়েছে ।

১৯৯৪ সালে রুয়ান্ডা জেনোসাইড এর পরের ২৫ বছরে আজ রুয়ান্ডা বিজনেস ইনডেক্স এ ৩৭ তম দেশ, স্পেন, পর্তুগালসহ ইউরোপের অনেক দেশই তাদের পিছনে ।

তারা তাদের শক্তিকে কাজে লাগিয়েছে ।

আমরা আমাদের শক্তির যায়গাকে কবে চিনবো ?
বাঘের গর্জন কি আমরাও দিতে পারবো কোনদিন ?

সকালের গঙ্গামতির লেক! 🌊কুয়াকাটা, পটুয়াখালী 🌸
17/09/2023

সকালের গঙ্গামতির লেক! 🌊
কুয়াকাটা, পটুয়াখালী 🌸

Collected.
13/09/2023

Collected.

 #দেবতাখুমদেবতাখুম বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত। নৈসর্গীক বান্দরবানকে বলা হয় খুমের স্বর্গরাজ্য আর এই রাজ্যের...
12/09/2023

#দেবতাখুম

দেবতাখুম বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত। নৈসর্গীক বান্দরবানকে বলা হয় খুমের স্বর্গরাজ্য আর এই রাজ্যের শ্রেষ্ঠত্বের মুকুট নিঃসন্দেহে দেবতাখুম এর কাছেই যাবে। স্থানীয়দের মতে প্রায় ৫০-৭০ ফুট গভীর এই খুমের দৈর্ঘ্য ৬০০ ফুট যা ভেলাখুম থেকে অনেক বড় এবং অনেক বেশী বন্য। দেবতাখুম যেতে হলে আপনাকে প্রথমে রোয়াংছড়ি থেকে কচ্ছপতলী আর্মি ক্যাম্প যেয়ে অনুমতি নিয়ে ট্রেক করে শীলবাঁধা পাড়া (লিরাগাঁও) যেতে হবে। অবশ্যই শীলবাঁধা পাড়া থেকে বাঁশের মজবুত ভ্যালা বানিয়ে নিতে হবে। শীলবাঁধা গিয়ে প্রথমে পং সু আং খুম পার হতে হবে। পং সু আং খুম পার হওয়ার পর দেবতাখুমের শুরু। স্থানীয়দের কাছে এটা হল সোনাখুম। অনেকে আবার মারমা ভাষায় থংচিখুম নামেও ডাকেন।

Sundori Eco Resort - সুন্দরবন বুকিং করলেই ৬০% পর্যন্ত ছাড়!!! যান্ত্রিক জীবনের জটিলতা এড়িয়ে নিরব নিস্তব্ধ পরিবেশে আভিজ...
10/09/2023

Sundori Eco Resort - সুন্দরবন বুকিং করলেই ৬০% পর্যন্ত ছাড়!!!
যান্ত্রিক জীবনের জটিলতা এড়িয়ে নিরব নিস্তব্ধ পরিবেশে আভিজাত্যের সাথে দুই একটা দিন কাটানোর ইচ্ছা থাকলে সুন্দরবনের পাশে অবস্থিত Sundori Eco Resort - সুন্দরবন এ আপনাকে নিমন্ত্রণ।

রিসোর্টের চমৎকার লাউঞ্জ আর ওপেন ডাইনিং প্লেসে বসে সেরে নিতে পারবেন ন্যাচরাল মেডিটেশন। প্রত্যেকটি রুমের পাশেই আলাদা বারান্দায় হ্যামকে শুয়ে দেখতে পারবেন ঢাংমারী ক্যানেলের জোয়ার ভাটার অদ্ভুত সুন্দর খেলা।
রিসোর্টটিতে এক রাত যাপনেই আপনি বুঝতে পারবেন রয়েল বেঙ্গল টাইগারের বাড়ি এই ম্যানগ্রোভ ফরেস্ট যে শুধু ভয়ংকর তা নয়, হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ কিছু সময়ের স্মারক। প্রকৃতি কিংবা গাছপালার উপর কোনো প্রকার অবিচার ছাড়াই অতিযত্নে গড়া এই রিসোর্টটিতে একেক ঋতুতে দেখতে পাবেন একেক রূপ।
উদ্বোধন উপলক্ষে থাকছে ৬০% পর্যন্ত ছাড়।

৬০% ছাড়ের পর প্রতি রাতের ভাড়া- (রবি - বুধ)
- Mangrove- Sundorbon View (ম্যানগ্রোভ সুন্দরবন-ভিউ) – ৫,৬০০/-
- Gol Pata (গোল পাতা- জঙ্গল ভিউ) – ৪,৮০০/-
- Rain Castle (রেইন ক্যাসেল- সুন্দরবন ভিউ) – ৫,৬০০/-
- Bon Moyori (বন ময়ুরী - জঙ্গল ভিউ) – ৪,৮০০/-
- Chaya Sundori (ছায়া সুন্দরী - লেক ভিউ) – ৫,২০০/-
- Dimer Chor (ডিমের চর - লেক ভিউ) – ৫,২০০/-
- Dangmari F&F Villa (ঢাংমারী এফএন্ডএফ ভিলা) – ৭,২০০/-

৫৫% ছাড়ের পর প্রতি রাতের ভাড়া- (বৃহস্প্রতি - শুক্র)
- Mangrove- Sundorbon View (ম্যানগ্রোভ সুন্দরবন-ভিউ) – ৬,৩০০/-
- Gol Pata (গোল পাতা- জঙ্গল ভিউ) – ৫,৪০০/-
- Rain Castle (রেইন ক্যাসেল- সুন্দরবন ভিউ) – ৬,৩০০/-
- Bon Moyori (বন ময়ুরী - জঙ্গল ভিউ) - ৫,৪০০/-
- Chaya Sundori (ছায়া সুন্দরী - লেক ভিউ) – ৫,৮৫০/-
- Dimer Chor (ডিমের চর - লেক ভিউ) – ৫,৮৫০/-
- Dangmari F&F Villa (ঢাংমারী এফএন্ডএফ ভিলা) – ৮,১০০/-

আমাদের সকল ভিলার নিয়মিত ভাড়া এবং বিস্তারিত নিচে দেয়া হলো:
সুন্দরীতে রয়েছে সবগুলি এসি ভিলা!
- Mangrove- Sundorbon View (ম্যানগ্রোভ সুন্দরবন-ভিউ) - ১৪,০০০/-
- Gol Pata (গোল পাতা- জঙ্গল ভিউ) - ১২,০০০/-
- Rain Castle (রেইন ক্যাসেল- সুন্দরবন ভিউ) - ১৪,০০০/-
- Bon Moyori (বন ময়ুরী - জঙ্গল ভিউ) - ১২,০০০/-
- Chaya Sundori (ছায়া সুন্দরী - লেক ভিউ) - ১৩,০০০/-
- Dimer Chor (ডিমের চর - লেক ভিউ) - ১৩,০০০-
- Dangmari F&F Villa (ঢাংমারী এফএন্ডএফ ভিলা) - ১৮,০০০/-

সুন্দরবনে একমাত্র আমাদেরই রয়েছে একটি সুবিশাল জঙ্গল ভিউ ডুপ্লেক্স রেস্টুরেন্ট যেখানে বসে প্রকৃতির মাঝে আপনি খুজে পাবেন আপন সুখ ও চোখের শান্তি। আমাদের রেস্টুরেন্টের নাম দেয়া হয়েছে-
* কেওড়া ডাইন
এছাড়াও আমাদের রয়েছে একটা বারবিকিউ কর্নার যেটি পানির উপরে অবস্থিত। যার নাম দেয়া হয়েছে-
*Moon View BBQ Corner
রুম এর সাথে কমপ্লিমেন্টারী থাকবে
- ওয়েলকাম ড্রিংক
- কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট
- স্ট্যান্ডার্ড টয়লেট্রিজ (টুথ পেস্ট, টুথ ব্রাশ, বাথ জেল)
- হট ওয়াটার কেটলি এবং চা/কফির সরঞ্জাম
- ২টি টাওয়েল প্রতি রুম এ
- মশা নিরোধক ব্যবস্থা স্প্রে/মশারী

রিসোর্টে যা থাকছেঃ
* বার-বি-কিউ ব্যবস্থা
* ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা
* পর্যাপ্ত পরিমাণে দোলনা, হ্যামক এবং আরাম করার যায়গা
* সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা
* দাবা, লুডু, ক্যারাম সহ ইন্ডোর গেমস
* অগ্নি নির্বাপন ব্যবস্থা
* প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদি এবং ফার্স্ট এইড বক্স
* সুপরিসর ওয়েইটিং লাউঞ্জ
* লাইব্রেরি

বুকিং করতে যোগাযোগ করুনঃ
০১৭৬০৮৬৮৬০৬

তুমি আমার পান্ডুলিপিতেজোনাকির ঝিলমিল,গোধূলি শেষে ঘরে ফিরে আসাপ্রেমের আলোর ঝিল।রাতের জ্যোৎস্না রাতেই শোভনমুগ্ধতায় ভাসে দ...
09/09/2023

তুমি আমার পান্ডুলিপিতে
জোনাকির ঝিলমিল,
গোধূলি শেষে ঘরে ফিরে আসা
প্রেমের আলোর ঝিল।

রাতের জ্যোৎস্না রাতেই শোভন
মুগ্ধতায় ভাসে দুটি নয়ন!
সুখের যোজনা মনে
প্রেমের গুঞ্জন ক্ষণে ক্ষণে।

ভাবনা যেন সদাই বলে
প্রেম যে করে, সেই জানে
প্রেম যে জানে, সেই মানে
প্রেমের গুঞ্জন ভালবাসার গুণে।

জগতবিখ্যাত এক বাঙালি বিজ্ঞানী জন্মেছিলো আমাদের বাংলাদেশে। যার নাম প্রফুল্ল চন্দ্র রায় সংক্ষেপে আমরা যাকে পি সি রায় হিসেব...
31/08/2023

জগতবিখ্যাত এক বাঙালি বিজ্ঞানী জন্মেছিলো আমাদের বাংলাদেশে। যার নাম প্রফুল্ল চন্দ্র রায় সংক্ষেপে আমরা যাকে পি সি রায় হিসেবে চিনি। খুলনা জেলার পাইকগাছা উপজেলার বাড়ুলী গ্রামে জন্মেছিলেন এই বিখ্যাত বিজ্ঞানী।

একজন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, শিক্ষক, দার্শনিক ও কবি। তিনি বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা এবং মার্কারি (I) নাইট্রেটের আবিষ্কারক। দেশি শিল্পায়ন উদ্যোক্তাও ছিলেন । তিনি ভারতের প্রথম শিল্প প্রতিষ্ঠানের স্থপয়িতা। ১৯০১ খ্রিস্টাব্দে তিনি বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন।তিনি বৈজ্ঞানিক জগদীশ চন্দ্র বসুর সহকর্মী ছিলেন।

ছবিতে দেওয়া উক্ত বাড়িতেই জন্মেছিলেন পি সি রায়। ভুবনমোহিনী দেবী ও হরিশচন্দ্র রায়ের পুত্র। হরিশচন্দ্র রায় স্থানীয় জমিদার ছিলেন। বনেদি পরিবারের সন্তান প্রফুল্লচন্দ্র ছেলেবেলা থেকেই সব বিষয়ে অত্যন্ত তুখোড় এবং প্রত্যুৎপন্নমতি ছিলেন।

লোকেশন- পিসি রায়ের বাড়ি।
পাইকগাছা, খুলনা, বাংলাদেশ।

কিছু মানুষ আছে যারা বৃষ্টি কে অনুবভ করে, বাকিরা শুধু শরীর ভেজায়!বর্ষাকালের ঝুম বৃষ্টি
29/07/2023

কিছু মানুষ আছে যারা বৃষ্টি কে অনুবভ করে,
বাকিরা শুধু শরীর ভেজায়!
বর্ষাকালের ঝুম বৃষ্টি

উত্তাল সমুদ্রের যৌবন দেখতে কে যেতে চাও ?
29/07/2023

উত্তাল সমুদ্রের যৌবন দেখতে কে যেতে চাও ?

মনের সুখে বনবাসে
26/07/2023

মনের সুখে বনবাসে

Eid Mubarak 😀
28/06/2023

Eid Mubarak 😀

কুঁড়েঘর
26/06/2023

কুঁড়েঘর

ফেব্রুয়ারির একুশ তারিখদুপুর বেলার অক্তবৃষ্টি নামে, বৃষ্টি কোথায় ?বরকতের রক্ত।
21/02/2023

ফেব্রুয়ারির একুশ তারিখ
দুপুর বেলার অক্ত
বৃষ্টি নামে, বৃষ্টি কোথায় ?
বরকতের রক্ত।

The secret of nature is patience
08/02/2023

The secret of nature is patience

তোমার প্রেম জুয়াতে অামি সবই হারালাম :)
28/01/2023

তোমার প্রেম জুয়াতে অামি সবই হারালাম :)

নদীর একটা নিজস্ব ভাষা আছে,নীরবতা তার কথ্য রুপ।
27/01/2023

নদীর একটা নিজস্ব ভাষা আছে,
নীরবতা তার কথ্য রুপ।

প্রেমে পড়া বারণ, কারণে অকারণআঙ্গুলে আঙ্গুল রাখলেওহাত ধরা বারন!
02/01/2023

প্রেমে পড়া বারণ, কারণে অকারণ
আঙ্গুলে আঙ্গুল রাখলেও
হাত ধরা বারন!

Merry Christmas! May your happiness be large and your bills be small.
25/12/2022

Merry Christmas! May your happiness be large and your bills be small.

Ready!
25/12/2022

Ready!

- ঠক ঠক- কে?- স্যার, একটু বাইরে আসুন কথা আছে।তারপর -ঢাকা বিশ্ববিদ্যালয় :-এ এন এম মুনীর চৌধুরীডঃ জি সি দেবমোফাজ্জল হায়দার...
14/12/2022

- ঠক ঠক
- কে?
- স্যার, একটু বাইরে আসুন কথা আছে।

তারপর -

ঢাকা বিশ্ববিদ্যালয় :-
এ এন এম মুনীর চৌধুরী
ডঃ জি সি দেব
মোফাজ্জল হায়দার চৌধুরী
আনোয়ার পাশা
ডঃ জ্যোতির্ময় গুহঠাকুরতা
আবদুল মুকতাদির
এস এম রাশীদুল হাসান
ডঃ এন এম ফয়জুল মাহী
ফজলুর রহমান খান
এ এন এম মুনীরুজ্জামান
ডঃ সিরাজুল হক খান
ডঃ শাহাদাত আলী
ডঃ এম এ খায়ের
এ আর খান খাদিম
মোঃ সাদিক
শরাফত আলী
গিয়াসউদ্দীন আহমদ
আনন্দ পয়ান ভট্টাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয় :-
অধ্যাপক কাইয়ুম
হাবীবুর রহমান
শ্রী সুখরঞ্জন সমাদ্দার
ডঃ আবুল কালাম আজাদ
সাবেক গণপরিষদ সদস্য
মসিউর রহমান
আমজাদ হোসেন
আমিনুদ্দীন
নজমুল হক সরকার
আবদুল হক
ডাঃ জিকরুল হক
সৈয়দ আনোয়ার আলী
এ কে সরদার

সাংবাদিক :-
সিরাজুদ্দীন হোসেন
শহীদুল্লাহ কায়সার
খোন্দকার আবু তালেব
নিজামুদ্দীন আহমদ
আ ন ম গোলাম মোস্তফা
শহীদ সাবের
শেখ আবদুল মান্নান (লাডু)
নজমুল হক
এম আখতার
আবুল বাসার
চিশতী হেলালুর রহমান
শিবসদন চক্রবর্তী
সেলিনা পারভীন

চিকিৎসাবিদ :-
মোহাম্মদ ফজলে রাব্বী
আবদুল আলীম চৌধুরী
সামসুদ্দীন আহমদ
আজহারুল হক
হুমায়ুন কবীর
সোলায়মান খান
কায়সার উদ্দীন
মনসুর আলী
গোলাম মর্তুজা
হাফেজ উদ্দীন খান
জাহাঙ্গীর
আবদুল জব্বার
এস কে লাল
হেমচন্দ্র বসাক
কাজী ওবায়দুল হক
মিসেস আয়েশা বেদৌরা চৌধুরী
আলহাজ্জ্ব মমতাজ উদ্দীন
হাসিময় হাজরা
নরেন ঘোষ
জিকরুল হক
সামসুল হক
এস রহমান
এ গফুর
মনসুর আলী
এস কে সেন
মফিজ উদ্দীন
অমূল্য কুমার চক্রবর্তী
আতিকুর রহমান
গোলাম সরওয়ার
আর সি দাশ
মিহির কুমার সেন
সালেহ আহমদ
অনীল কুমার সিংহ
সুশীল চন্দ্র শর্মা
এ কে এম গোলাম মোস্তফা
মকবুল আহমদ
এনামুল হক
মনসুর (কানু)
আশরাফ আলী তালুকদার
লেঃ জিয়ায়ুর রহমান
লেঃ কঃ জাহাঙ্গীর
বদিউল আলম
লেঃ কঃ হাই
মেজর রেজাউর রহমান
মেজর নাজমুল ইসলাম
আসাদুল হক
নাজির উদ্দীন
লেঃ নূরুল ইসলাম
কাজল ভদ্র
মনসুর উদ্দীন

অন্যান্য :-
নূতন চন্দ্র
জহির রায়হান (সাহিত্যিক)
পূর্ণেন্দু দস্তিদার (সাহিত্যিক)
ফেরদৌস দৌলা (সাহিত্যিক)
ইন্দু সাহা (সাহিত্যিক)
মেহরুন্নেসা (সাহিত্যিক)
আলতাফ মাহমুদ (শিল্পী)
দানবীর রণদাপ্রসাদ সাহা
ধীরেন্দ্র নাথ দত্ত (রাজনৈতিক নেতা)
যোগেশ চন্দ্র ঘোষ (আয়ুর্বেদ শাস্ত্রী)
শামসুজ্জামান (চিফ ইঞ্জিনিয়ার)
মাহবুব আহমদ (সরকারি কর্মচারী)
খুরশীদ আলম (ইঞ্জিনিয়ার)
নজরুল ইসলাম (ইঞ্জিনিয়ার)
মোজাম্মেল হক চৌধুরী (ইঞ্জিনিয়ার)
মহসিন আলী (ইঞ্জিনিয়ার)
মুজিবুল হক (সরকারি কর্মচারী)

বাংলাদেশের জন্য এমন সহস্র সন্তানের আত্নত্যাগ জাতি মনে রাখবে চিরকাল...

শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

There is no such thing as the perfect man, Just find one who tries hard enough to make you happy and wants to grow with ...
29/10/2022

There is no such thing as the perfect man, Just find one who tries hard enough to make you happy and wants to grow with you.

ঐতিহাসিক হেনা এক্সপ্রেস!!! ৮০-৯০ এর দশকে  চাঁদপুর টু ঢাকা সবচেয়ে দ্রুতগামী লঞ্চ ছিলো এটি।ছবি: সংগৃহীত।
25/10/2022

ঐতিহাসিক হেনা এক্সপ্রেস!!!
৮০-৯০ এর দশকে চাঁদপুর টু ঢাকা সবচেয়ে দ্রুতগামী লঞ্চ ছিলো এটি।

ছবি: সংগৃহীত।

ঘূর্ণিঝড় সিত্রাং ক্রমশ বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসতে থাকায় মংলা ও পায়রা সমুৃ্দ্রবন্দরকে ৭নং এবং চট্টগ্রাম ও কক্সবাজ...
24/10/2022

ঘূর্ণিঝড় সিত্রাং ক্রমশ বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসতে থাকায় মংলা ও পায়রা সমুৃ্দ্রবন্দরকে ৭নং এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুৃ্দ্রবন্দরকে ৬নং বিপদসংকেত দেখাতে বলা হয়েছে! ঘূর্ণিঝড়টি আজ রাতে বাংলাদেশের দক্ষিণাংশ দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। সবাই সতর্ক থাকুন।

Address

House# 13, Level# 3, Flat# 6, Road# 8, Sector/7
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Kmbee Holidays Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kmbee Holidays Limited:

Videos

Share

Category

Nearby travel agencies