On Time Travels

On Time Travels 1.Domestic & International Tickets (Air/Bus/Train/Launch/Cruise)
2.Domestic & International Hotel & Accommodation Service
3.

Visa Processing Service (Tourist & Medical)
4. Tour Package ( Inbound & Outbound)
5. উমরাহ হজ্জ (Packages)

থাইল্যান্ড ই-ভিসা আবেদন করার পদ্ধতি: সহজ ধাপে ধাপে গাইড  থাইল্যান্ডে ভ্রমণ করতে চান? এখন আবেদন প্রক্রিয়া আরও সহজ! e-Vis...
23/12/2024

থাইল্যান্ড ই-ভিসা আবেদন করার পদ্ধতি: সহজ ধাপে ধাপে গাইড

থাইল্যান্ডে ভ্রমণ করতে চান? এখন আবেদন প্রক্রিয়া আরও সহজ! e-Visa পদ্ধতিতে ঘরে বসেই ভিসার জন্য আবেদন করা সম্ভব। নিচে পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো:

---

ধাপ ১: রেজিস্ট্রেশন এবং আবেদন
1. ওয়েবসাইট ভিজিট করুন:
[https://www.thaievisa.go.th](https://www.thaievisa.go.th)।
2. একটি অ্যাকাউন্ট তৈরি করুন:
- একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ১০ জনের আবেদন জমা দেওয়া যাবে।
- পাসপোর্ট বায়োডাটা পেজ এবং ছবি আপলোড করুন (jpg ফাইল, ৩MB এর কম)।
- পাসপোর্ট থেকে তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফর্মে আসবে। তথ্য সঠিকভাবে যাচাই করুন।
3. তথ্য এবং ডকুমেন্ট আপলোড করুন:
- প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট বা বর্তমান অবস্থানের প্রমাণ আপলোড করুন।
4. ভিসার ধরন নির্বাচন করুন:
ভিসা ফি (টাকা):
- ট্যুরিস্ট ভিসা (সিঙ্গেল এন্ট্রি): ৩,৫০০
- ট্যুরিস্ট ভিসা (মাল্টিপল এন্ট্রি): ১৭,০০০
- অন্যান্য ভিসার বিস্তারিত ফি ও তথ্য ওয়েবসাইটে পাবেন।
5. এম্বেসি নির্বাচন করুন:
- বাংলাদেশ থেকে আবেদনকারীরা শুধুমাত্র ঢাকার রয়্যাল থাই এম্বেসির মাধ্যমে আবেদন করতে পারবেন।

---

ধাপ ২: পেমেন্ট প্রক্রিয়া
1. পেমেন্ট ইনফো সামারি (P*S) শীট:
- আবেদন জমা দেওয়ার পর এটি পাবেন। শীটটিতে QR কোড এবং রেফারেন্স নম্বর থাকবে।
2. পেমেন্ট করুন:
- [Commercial Bank of Ceylon](https://www.combank.net.bd/thaievisa)-এর ওয়েবসাইটে যান।
- ভিসা ফি জমা দেওয়ার পর P*S শীটটি পেমেন্ট প্ল্যাটফর্মে আপলোড করুন।
- পেমেন্ট নিশ্চিত হলে ই-রিসিট ইমেইলে পাঠানো হবে।

---

ধাপ ৩: ভিসা অনুমোদন
1. প্রসেসিং সময়:
- আবেদন প্রক্রিয়ার জন্য অন্তত ১০ কার্যদিবস সময় লাগবে।
- অতিরিক্ত ডকুমেন্ট চাওয়া হতে পারে।
2. ই-ভিসা গ্রহণ:
- ইমেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পাবেন।
- ই-ভিসা প্রিন্ট করে থাই ইমিগ্রেশনে দেখান।

---

কী প্রাপ্তি ও সময়সূচি (পয়েন্ট আকারে)

- রেজিস্ট্রেশন:
- অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড পাবেন।

- আবেদন জমা দেওয়ার পর:
- P*S শীট (QR কোড এবং পেমেন্ট তথ্য সহ) পাবেন।

- পেমেন্টের পর:
- ই-রিসিট পাবেন।

- অনুমোদনের পর:
- ই-ভিসা / অতিরিক্ত তথ্যের অনুরোধ / আবেদন প্রত্যাখ্যান সংক্রান্ত ই-মেইল পাবেন।

---

থাইল্যান্ড ভ্রমণ এখন আরও সহজ এবং দ্রুত। সময় নষ্ট না করে আজই আবেদন করুন! .

ভিসার কোন প্রকার সহযোগিতার জন্য যোগাযোগ করুন 🪽





থাইল্যান্ড ই-ভিসা আবেদন করার পদ্ধতি: সহজ ধাপে ধাপে গাইড  থাইল্যান্ডে ভ্রমণ করতে চান? এখন আবেদন প্রক্রিয়া আরও সহজ! e-Vis...
19/12/2024

থাইল্যান্ড ই-ভিসা আবেদন করার পদ্ধতি: সহজ ধাপে ধাপে গাইড

থাইল্যান্ডে ভ্রমণ করতে চান? এখন আবেদন প্রক্রিয়া আরও সহজ! e-Visa পদ্ধতিতে ঘরে বসেই ভিসার জন্য আবেদন করা সম্ভব। নিচে পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো:

---

ধাপ ১: রেজিস্ট্রেশন এবং আবেদন
1. ওয়েবসাইট ভিজিট করুন:
[https://www.thaievisa.go.th](https://www.thaievisa.go.th)।
2. একটি অ্যাকাউন্ট তৈরি করুন:
- একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ১০ জনের আবেদন জমা দেওয়া যাবে।
- পাসপোর্ট বায়োডাটা পেজ এবং ছবি আপলোড করুন (jpg ফাইল, ৩MB এর কম)।
- পাসপোর্ট থেকে তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফর্মে আসবে। তথ্য সঠিকভাবে যাচাই করুন।
3. তথ্য এবং ডকুমেন্ট আপলোড করুন:
- প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট বা বর্তমান অবস্থানের প্রমাণ আপলোড করুন।
4. ভিসার ধরন নির্বাচন করুন:
ভিসা ফি (টাকা):
- ট্যুরিস্ট ভিসা (সিঙ্গেল এন্ট্রি): ৩,৫০০
- ট্যুরিস্ট ভিসা (মাল্টিপল এন্ট্রি): ১৭,০০০
- অন্যান্য ভিসার বিস্তারিত ফি ও তথ্য ওয়েবসাইটে পাবেন।
5. এম্বেসি নির্বাচন করুন:
- বাংলাদেশ থেকে আবেদনকারীরা শুধুমাত্র ঢাকার রয়্যাল থাই এম্বেসির মাধ্যমে আবেদন করতে পারবেন।

---

ধাপ ২: পেমেন্ট প্রক্রিয়া
1. পেমেন্ট ইনফো সামারি (P*S) শীট:
- আবেদন জমা দেওয়ার পর এটি পাবেন। শীটটিতে QR কোড এবং রেফারেন্স নম্বর থাকবে।
2. পেমেন্ট করুন:
- [Commercial Bank of Ceylon](https://www.combank.net.bd/thaievisa)-এর ওয়েবসাইটে যান।
- ভিসা ফি জমা দেওয়ার পর P*S শীটটি পেমেন্ট প্ল্যাটফর্মে আপলোড করুন।
- পেমেন্ট নিশ্চিত হলে ই-রিসিট ইমেইলে পাঠানো হবে।

---

ধাপ ৩: ভিসা অনুমোদন
1. প্রসেসিং সময়:
- আবেদন প্রক্রিয়ার জন্য অন্তত ১০ কার্যদিবস সময় লাগবে।
- অতিরিক্ত ডকুমেন্ট চাওয়া হতে পারে।
2. ই-ভিসা গ্রহণ:
- ইমেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পাবেন।
- ই-ভিসা প্রিন্ট করে থাই ইমিগ্রেশনে দেখান।

---

কী প্রাপ্তি ও সময়সূচি (পয়েন্ট আকারে)

- রেজিস্ট্রেশন:
- অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড পাবেন।

- আবেদন জমা দেওয়ার পর:
- P*S শীট (QR কোড এবং পেমেন্ট তথ্য সহ) পাবেন।

- পেমেন্টের পর:
- ই-রিসিট পাবেন।

- অনুমোদনের পর:
- ই-ভিসা / অতিরিক্ত তথ্যের অনুরোধ / আবেদন প্রত্যাখ্যান সংক্রান্ত ই-মেইল পাবেন।

---

থাইল্যান্ড ভ্রমণ এখন আরও সহজ এবং দ্রুত। সময় নষ্ট না করে আজই আবেদন করুন!

দিল্লি নয়, এখন ঢাকা থেকেই শেনজেন ভিসা! 🇪🇺ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে শেনজেন ভিসা আবেদন কেন্দ্র।এখন থেকে ক্রোয়েশিয়া, ...
01/12/2024

দিল্লি নয়, এখন ঢাকা থেকেই শেনজেন ভিসা! 🇪🇺

ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে শেনজেন ভিসা আবেদন কেন্দ্র।
এখন থেকে ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইডেনের ভিসা আবেদন করতে পারবেন সরাসরি ঢাকায়।

আপনার ইউরোপ ভ্রমণের স্বপ্ন আরেক ধাপ কাছে!

• দিল্লি যাওয়ার ঝামেলা শেষ।
• দ্রুত, সহজ এবং সুবিধাজনকভাবে আবেদন করুন।
• শেনজেন ভিসায় ২৭টি দেশে ভ্রমণের সুযোগ!

আজই আবেদন করুন এবং আপনার ইউরোপ যাত্রার প্রস্তুতি নিন!
বিশেষ সুবিধা এখন ঢাকাতেই।

🎉 সুখবর! 🎉জানুয়ারি থেকে ক্রোয়েশিয়ার এম্বাসি ঢাকাতে কাজ শুরু করবে! 🇭🇷✨এখন আর আপনাকে ইন্ডিয়া বা নেপালে যেতে হবে না ভিসার জ...
29/11/2024

🎉 সুখবর! 🎉
জানুয়ারি থেকে ক্রোয়েশিয়ার এম্বাসি ঢাকাতে কাজ শুরু করবে! 🇭🇷✨
এখন আর আপনাকে ইন্ডিয়া বা নেপালে যেতে হবে না ভিসার জন্য।
এই পরিবর্তন আপনার সময়, অর্থ এবং ঝামেলা কমাবে।
তৈরি হোন, সহজেই ক্রোয়েশিয়া যাওয়ার স্বপ্ন পূরণ করুন! 🌍✈️

🛑নতুন জাপান ভিসা আবেদন পদ্ধতিবাংলাদেশিদের জন্য ভিসা ফি লাগবেনা শুধু vfs ১৯০০ টাকা সার্ভিস ফি নিবে।সবচেয়ে বড় সুবিধা হচ্ছে...
03/11/2024

🛑নতুন জাপান ভিসা আবেদন পদ্ধতি

বাংলাদেশিদের জন্য ভিসা ফি লাগবেনা শুধু vfs ১৯০০ টাকা সার্ভিস ফি নিবে।
সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইন্টারভিউ ফেস করতে হবেনা এবং ভিসা ইস্যু হবে ডকুমেন্টস বেজড্। আমি এটাকে সুখবর ই বলবো ।
৩ নভেম্বর, ২০২৪ থেকে, ভিএফএস গ্লোবাল (VFS Global) জাপান দূতাবাসের পক্ষ থেকে ভিসা আবেদন পরিষেবা প্রদান করবে। জাপান দূতাবাস এর পর সরাসরি ভিসার আবেদন গ্রহণ করবে না।
প্রয়োজনীয় ডকুমেন্টস :
১. এপ্লিকেশন ফর্ম
২. ভেলিড পাসপোর্ট ও ফটোকপি
৩ .পুরনো পাসপোর্ট ও ফটোকপি
৪ .ছবি ২ কপি – ৩৫*৪৫
৫ .এয়ারলাইন্স বুকিং কপি
৬ .হোটেল বুকিং কপি
৭ . ট্যাক্স পেমেন্ট রিসিপ্ট ( লাস্ট ৩ বছরের )
৮ .ব্যাংক স্টেমেন্ট ( বিগত ছয় মাসের )
৯ . ভিজিট শিডিউল
১০ .এন ও সি
১১ কাভার লেটার
** এক্সট্রা বৈধ ডকুমেন্টস
যদি গ্যারান্টার থাকে
১ .ইনভাইটেশন লেটার গ্যারান্টেরের কাছ থেকে
২ .গ্যারান্টারের সাথে সম্পর্কের প্রত্যয়িত বা ব্যাখ্যা করার নথি
৩ .ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের সর্বশেষ (ব্যক্তিগত/কোম্পানী) যদি ভ্রমণ খরচ জাপানে বসবাসকারী একজন গ্যারান্টার দ্বারা বহন করা হয়
৪ .গ্যারান্টি লেটার

আপনার ভ্রমণবিষয়ক যেকোনো সহযোগীতার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্স, হটলাইনঃ 01811444430 কিংবা, আমাদের ইমেইলঃ o...
02/11/2024

আপনার ভ্রমণবিষয়ক যেকোনো সহযোগীতার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্স, হটলাইনঃ 01811444430 কিংবা,
আমাদের ইমেইলঃ [email protected] এর মাধ্যমে।
আমাদের অফিসঃ On Time Travels
Satmosjid Super Market.Mohammadpur Bus Stand
2nd Floor Mohammadpur,Dhaka-1207
#

আপনার ভ্রমণবিষয়ক যেকোনো সহযোগীতার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্স, হটলাইনঃ 01811444430 কিংবা, আমাদের ইমেইলঃ o...
29/10/2024

আপনার ভ্রমণবিষয়ক যেকোনো সহযোগীতার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্স, হটলাইনঃ 01811444430 কিংবা,
আমাদের ইমেইলঃ [email protected] এর মাধ্যমে।
আমাদের অফিসঃ On Time Travels
Satmosjid Super Market.Mohammadpur Bus Stand
2nd Floor Mohammadpur,Dhaka-1207

বাংলাদেশিদের জন্য ই-ভিসা সুবিধা চালু করতে যাচ্ছে থাইল্যান্ড
27/10/2024

বাংলাদেশিদের জন্য ই-ভিসা সুবিধা চালু করতে যাচ্ছে থাইল্যান্ড

থাইল্যান্ড ভিসা নিয়ে ঝামেলাই আছেন, কোন এজেন্সি থেকে ভিসা করবেন, বিশ্বস্ত কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না। তাহলে আজ চলে আস...
24/10/2024

থাইল্যান্ড ভিসা নিয়ে ঝামেলাই আছেন, কোন এজেন্সি থেকে ভিসা করবেন, বিশ্বস্ত কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না। তাহলে আজ চলে আসুন On Time Travels- এ, আমাদের কিছু দক্ষ ভিসা এক্সপার্ট রয়েছে তাদের সহযোগিতায় আপনার ভিসা পাবার পসিবিলিটি টা বেড়ে যাবে বহু গুণ,

On Time Travels
Suite: 17, 2nd Floor, Satmosjid Super Market
Near Mohammadpur Bus Stand, Dhaka-1207
Call: 02-58156161,01811444430.

12/10/2024


# Petronas Twin Towers

Glass Beach in California.
29/08/2023

Glass Beach in California.

🇧🇩থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্বে জাপান 🇯🇵 আগামী তিন অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্...
09/08/2023

🇧🇩থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্বে জাপান 🇯🇵
আগামী তিন অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। পরিচালনার দায়িত্ব জাপান কে দেয়া নি:স্বন্দেহে সময়ের সেরা সিদ্ধান্ত।

বাংলাদেশ থেকে ভিসা ছাড়া  ৪১ টি দেশে যেতে পারবেন। #এশিয়ার মধ্যে রয়েছে-৫ টি১। ভুটান ২। মালদ্বীপ ৩।নেপাল ৪। শ্রীলঙ্কা ৫। প...
30/07/2023

বাংলাদেশ থেকে ভিসা ছাড়া ৪১ টি দেশে যেতে পারবেন।

#এশিয়ার মধ্যে রয়েছে-৫ টি
১। ভুটান ২। মালদ্বীপ ৩।নেপাল ৪। শ্রীলঙ্কা ৫। পূর্ব তিমুর।
#আফ্রিকার মধ্যে রয়েছে-১৬ টি
৭। বেনিন ৮। কেপ ভার্দ ৯। কমোরো দ্বীপপুঞ্জ ১০। জিবুতি ১১। গাম্বিয়া ১২। গিনি বিসাউ ১৩। কেনিয়া ১৪। লেসোথো ১৫। মাদাগাস্কার ১৬। মৌরিতানিয়া ১৭। মোজাম্বিক ১৮। রুয়ান্ডা ১৯। সিসিলি ২০। সোমালিয়া ২১। টোগো ২২। উগান্ডা।
#আমেরিকার মধ্যে রয়েছে-১ টি
২৩। বলিভিয়া
#ওশেনিয়া অঞ্চলের মধ্যে রয়েছে-৭ টি
২৪। কুক আইল্যান্ডস ২৫। ফিজি ২৬। মাইক্রোনেশিয়া ২৭। নিউই ২৮। সামাউ ২৯। ত্রিভালু ৩০। ভানুয়াতু।
#ক্যারিবীয় অঞ্চলের মধ্যে রয়েছে-১২ টি
৩১। বাহামা ৩২। বার্বাডোজ ৩৩। ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস ৩৪। ডোমিনিকা ৩৫। গ্রেনাডা ৩৬। হাইতি ৩৭। জামাইকা ৩৮। মন্টসেরাত ৩৯। সেন্ট কিটস অ্যান্ড নেভিস ৪০। সেন্ট ভিনসেন্ট
৪১। ত্রিনিদাদ ৪২। টোব্যাগো।

থাইল্যান্ড বাংলাদেশি ভ্রমন পিপাসুদের জন্য একটি জনপ্রিয় দেশ..ফেব্রুয়ারি ২০২২ থেকে অনেক দিন পর কোয়ারাইন্ট ছাড়াই ঘুরে আসতে ...
29/07/2023

থাইল্যান্ড বাংলাদেশি ভ্রমন পিপাসুদের জন্য একটি জনপ্রিয় দেশ..ফেব্রুয়ারি ২০২২ থেকে অনেক দিন পর কোয়ারাইন্ট ছাড়াই ঘুরে আসতে পারেন আপনার পছন্দের দেশটিতে...কর্পোরেট ট্যুর, ফ্যামিলি ট্যুর,বিজনেজ ট্যুর সহ দেশের সেরা রেট এর জন্য কল করুন.
On Time Travels
Suite: 17, 2nd Floor, Satmosjid Super Market
Near Mohammadpur Bus Stand, Dhaka-1207
Call: 02-58156161,01811444430.

ইন্ডিয়া ভিসা আপডেটঃ (১) যেসব আবেদনকারী তাদের ভিসা আবেদন হাইকমিশন কর্তৃক প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহার করার জন্...
13/07/2023

ইন্ডিয়া ভিসা আপডেটঃ

(১) যেসব আবেদনকারী তাদের ভিসা আবেদন হাইকমিশন কর্তৃক প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহার করার জন্য নিজেদের পাসপোর্ট ফেরত পেতে চান, তাদের জন্য এখন আইভ্যাকে ভিসা আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা থাকবে। ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারির তারিখের ৭ দিন আগে আইভ্যাক-এ তাদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।

(২) ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীরা এখন আইভ্যাক-এ তাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন। এটি আবেদনকারীদেরকে আবেদন জমা দেওয়ার সময় আইভ্যাক-এ দীর্ঘসময় অপেক্ষা করা থেকে মুক্তি দেবে।

(৩) যারা গত ১০ জুলাই পর্যন্ত সুনির্দিষ্ট তারিখ এবং সময়বিহীন ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দিয়েছেন, তাদেরকে আগামী ২০ জুলাইয়ের মধ্যে অতিসত্বর আইভ্যাকে ভিসা আবেদন ফরম জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

(৪) সুনির্দিষ্ট তারিখ এবং সময় সংবলিত ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দেওয়ার রিসিট ভিসা আবেদনের সঙ্গে অবশ্যই প্রিন্ট করে আনতে হবে।

(৫) আবেদনকারী যে অ্যাপয়েন্টমেন্ট তারিখ ও সময় নির্ধারণ করে ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দিয়ে যে তারিখ ও সময় পাবেন, আবেদনকারীকে অবশ্যই সেই তারিখ ও সময় অনুযায়ী আইভ্যাকে আসতে হবে।

Good Morning from Sydney City, Australia😍😍Good morning! Sydney City in Australia welcomes you with its breathtaking beau...
11/07/2023

Good Morning from Sydney City, Australia😍😍

Good morning! Sydney City in Australia welcomes you with its breathtaking beauty and vibrant energy. As the sun rises, it illuminates the iconic landmarks of the city, including the Sydney Opera House and the Sydney Harbour Bridge. The sparkling waters of Sydney Harbour provide a picturesque backdrop to the city's bustling streets and lively neighborhoods.

Evening view of Shanghai City, China🥰😍The evening view of Shanghai City in China is a sight to behold, radiating with da...
11/07/2023

Evening view of Shanghai City, China🥰😍

The evening view of Shanghai City in China is a sight to behold, radiating with dazzling lights and vibrant energy. As the sun sets, the city's iconic skyline comes alive with a symphony of illuminated skyscrapers, including the Oriental Pearl Tower, the Shanghai World Financial Center, and the Jin Mao Tower.

Address

Shop No 17, 2nd Floor, Satmosjid Super Market, Mohammadpur Bus Stand
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when On Time Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to On Time Travels:

Videos

Share

Category

On Time Travels

On Time Travels is a leading Travel Agent and a professional and best Tour operator in Bangladesh. We have got worldwide connection with sophisticated communication network and earned a good reputation in handling both inbound & outbound tourists with all satisfaction & trust. We have taken all out endeavor to promote the tourism in this region keeping pace with the trend of regional & world tourism in such a manner where services and nature both are guaranteed. As a best tour operator in Bangladesh we played most important rule. The founders and employees of On Time Travels are experienced travelers and travel professionals who are knowledgeable, capable and passionate about the products and services we can offer, we are the best tour operator in Bangladesh. Thank you very much for visiting our Facebook PAge.

We do not want you to have just a holiday, we want you to have a FANTASTIC holiday.