![আসসালামু আলাইকুম, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, এখন পর্যন্ত প্রায় ২০০ ট্রাভেল গ্রুপের রেজিস্ট্রেশন , প্রায় ৪৫০+ এড...](https://img5.travelagents10.com/815/288/579873268152880.jpg)
14/01/2025
আসসালামু আলাইকুম,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, এখন পর্যন্ত প্রায় ২০০ ট্রাভেল গ্রুপের রেজিস্ট্রেশন , প্রায় ৪৫০+ এডমিন মডারেটর, প্রায় ৭০+ হোটেল, রিসোর্ট ,রেস্টুরেন্ট ,হাউস বোট মালিক সহ, প্রায় ৫৫০ জনের একটি সুবিশাল মিলনমেলা হতে যাচ্ছে, যাহা এ যাবৎ কালের সর্ববৃহৎ অনলাইন ট্যুরিজম মিলন মেলা, সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন, আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে আমরা থাকছি ২০ শে জানুয়ারি রোজ সোমবার, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, মুক্তিযুদ্ধ স্মৃতি হল,কাকরাইল আইডিইবি ভবনে ইনশাআল্লাহ।
সকলে দোয়া করবেন আমরা যেন সকলের সাথে সকলের, সুসম্পর্ক বজায় রেখে ,পর্যটন সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে পারি বহুদূর।
উক্ত অনুষ্ঠানটি আয়োজন করছে, OTAB - Online Tourism Association of Bangladesh
অনুষ্ঠানটি নামকরণ করা হয়েছে, Biggest Tourism Festival সিজন ২
আপনারা সকলে দোয়া রাখবেন এবং আমাদের পাশে থাকবেন যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন সব সময়।
বিগেস্ট ট্যুরিজম ফেস্টিভ্যাল একসময় এগিয়ে যাবে বহুদূর এবং পর্যটন খাতে আমরা কাজ করবো সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে পারস্পরিক বন্ধুত্ব বজায় রেখে ইনশাআল্লাহ্।
পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাব বহুদূর, এ প্রত্যাশাই রেখে সকলের প্রতি, সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ❤️
ধন্যবাদান্তেঃ
মো. এনামুল হক।
ফাউন্ডার এডমিন
বন্ধুমহল ট্রাভেল গ্রুপ- Bondhumohol Travel Group.