Dhumketu Air Travels & Tours

Dhumketu Air Travels & Tours বিদেশ ভ্রমণপথ হোক আপনার জন্য স্বস্তি।

❄️ বিশ্বের শীর্ষ ১০টি শীতলতম স্থান: 🥶🥶🥶বিশ্বের এমন কিছু স্থান রয়েছে যেখানে শীতের প্রকোপ কল্পনাতীত মাত্রায় পৌঁছে। এই স্...
04/12/2024

❄️ বিশ্বের শীর্ষ ১০টি শীতলতম স্থান: 🥶🥶🥶

বিশ্বের এমন কিছু স্থান রয়েছে যেখানে শীতের প্রকোপ কল্পনাতীত মাত্রায় পৌঁছে। এই স্থানগুলো শুধুমাত্র তাপমাত্রার জন্যই নয়, বরফে আচ্ছাদিত পরিবেশ এবং জীবনযাপনের কঠিন চ্যালেঞ্জের জন্যও বিখ্যাত।

১. ওয়াইমিয়াকন, রাশিয়া 🇷🇺

পৃথিবীর শীতলতম বসবাসযোগ্য স্থান। ১৯৩৩ সালে এখানে তাপমাত্রা রেকর্ড হয়েছিল -৬৭.৭ ডিগ্রি সেলসিয়াস। বছরের বেশিরভাগ সময়ই বরফে ঢাকা এবং এখানকার জীবন চরম শীতের সাথে মানিয়ে নেওয়ার উপর নির্ভরশীল।

২. ভারখোয়ানস্ক, রাশিয়া 🇷🇺

সাইবেরিয়ার এই শহরটি শীতলতম স্থানগুলোর মধ্যে অন্যতম। শীতকালে তাপমাত্রা -৪৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়।

৩. ফেয়ারব্যাংকস, আলাস্কা

আলাস্কার এই শহরটি শীতকালে তীব্র ঠান্ডার সম্মুখীন হয়, যেখানে তাপমাত্রা প্রায় -৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যায়।

৪. অটোয়া, কানাডা 🇨🇦

কানাডার রাজধানী শীতকালে প্রচণ্ড ঠান্ডায় জমে যায়। জানুয়ারি মাসে এখানকার তাপমাত্রা নিয়মিতভাবে -৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

৫. অ্যান্টার্কটিকা 🇦🇶

এই মহাদেশটি পৃথিবীর সবচেয়ে শীতলতম এবং জনবসতিহীন স্থান। এখানে রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রা -৮৯.২ ডিগ্রি সেলসিয়াস।

৬. ইউরেকা, কানাডা🇨🇦

কানাডার আর্কটিক অঞ্চলের এই শহরটি পৃথিবীর শীতলতম গবেষণা কেন্দ্রগুলোর একটি।

৭. ডেনালি, আলাস্কা

ডেনালি পর্বতের উচ্চতা এবং বরফাচ্ছাদিত এলাকাগুলো শীতের প্রকোপের জন্য বিখ্যাত।

৮. উলানবাটার, মঙ্গোলিয়া🇲🇳

বিশ্বের শীতলতম রাজধানী শহর। এখানকার জানুয়ারি মাসের গড় তাপমাত্রা প্রায় -২০ ডিগ্রি সেলসিয়াস।

৯. ইলুলিসাত, গ্রিনল্যান্ড 🇬🇱

গ্রিনল্যান্ডের এই শহরটি বরফে আবৃত এবং অত্যন্ত শীতল পরিবেশের জন্য পরিচিত।

১০. নর্থ আইস, গ্রিনল্যান্ড 🇬🇱

একটি গবেষণা কেন্দ্র যেখানে পৃথিবীর অন্যতম নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এই স্থানগুলোতে প্রকৃতির শীতল রূপ কেবল পর্যটকদেরই নয়, স্থানীয় বাসিন্দাদের জীবনধারাও চ্যালেঞ্জের মুখে ফেলে। প্রকৃতির এই চরম রূপ আমাদের পরিবেশ সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দেয়।



Dhumketu Air Travels & Tours

জানুয়ারিতে ঢাকায় মিশন চালু করবে রোমানিয়া।Dhumketu Air Travels & Tours
04/12/2024

জানুয়ারিতে ঢাকায় মিশন চালু করবে রোমানিয়া।

Dhumketu Air Travels & Tours

সৌদি আরবে সকল বিদেশি কর্মীদের সাধারণ ক্ষমা ঘোষণা। টিকেট লাগলে যোগাযোগ 01814-749047 Dhumketu Air Travels & Tours
01/12/2024

সৌদি আরবে সকল বিদেশি কর্মীদের সাধারণ ক্ষমা ঘোষণা। টিকেট লাগলে যোগাযোগ 01814-749047

Dhumketu Air Travels & Tours

বিশ্বের যে কোনো দেশ থেকেই বাংলাদেশিরা পাবেন মেক্সিকোর ভিসা।Dhumketu Air Travels & Tours
01/12/2024

বিশ্বের যে কোনো দেশ থেকেই বাংলাদেশিরা পাবেন মেক্সিকোর ভিসা।

Dhumketu Air Travels & Tours

📌Bulgaria 🇧🇬 VFS done in Dhaka 2025📌Croatia 🇭🇷 VFS done in Dhaka 2025 🔥🔥 Soon good news will be come for Romania 🇷🇴☑️Dhu...
30/11/2024

📌Bulgaria 🇧🇬 VFS done in Dhaka 2025
📌Croatia 🇭🇷 VFS done in Dhaka 2025
🔥🔥 Soon good news will be come for Romania 🇷🇴☑️

Dhumketu Air Travels & Tours

মালয়েশিয়া এবং  ভিয়েতনামের টোটাল খরচ দিলাম, ভিসা--🇲🇾 ভিসা: ৪৫০০🇻🇳 এপ্রোভাল: ৬৫০০🇻🇳 স্টিকার ভিসা : ৩১০০ ($25)টোটাল:১৪১০০টি...
27/11/2024

মালয়েশিয়া এবং ভিয়েতনামের টোটাল খরচ দিলাম,

ভিসা--
🇲🇾 ভিসা: ৪৫০০
🇻🇳 এপ্রোভাল: ৬৫০০
🇻🇳 স্টিকার ভিসা : ৩১০০ ($25)
টোটাল:১৪১০০

টিকিট --
বাংলাদেশ টু কুয়ালালামপুর : ২৭ হাজার (Biman 🇧🇩)
কুয়ালালামপুর টু হু চি মিন : ৮ হাজার ( Air Asia)
হু চি মিন টু বাংলাদেশ : ২১ হাজার (Indigo)
টোটাল :৫৬ হাজার

হোটেল--
🇲🇾 ৩ রাত (৫ হাজার) ২ জনের
Oyo J Hotel, Bukit Bintang
🇻🇳৩ রাত (৫ হাজার) ২ জনের
Felix Hotel, Ho chi minh
টোটাল একজন : ৫ হাজার

খাওয়া এবং এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ :
🇲🇾 ২ দিন ২ হাজার।
🇻🇳 ৩ দিনে ৬ হাজার।

টোটাল: ৮৪১০০
বি:দ্ব- এয়ার টিকেট আর হোটেল বুকিং যাওয়ার ৫ দিন আগে কেটে নিবেন।

মালয়েশিয়া তে হোটেল আর খাবার অনেক কম।

ধন্যবাদ
Dhumketu Air Travels & Tours

আগামি বছর ২০২৫ সালের ১লা জানুয়ারি রোমানিয়া সম্পূর্ণ ভাবে শেনজেন জুনে প্রবেশ করবে।🚩২০২৪ এপ্রিল থেকে শুধু মাত্র আকাশ ও সমু...
23/11/2024

আগামি বছর ২০২৫ সালের ১লা জানুয়ারি রোমানিয়া সম্পূর্ণ ভাবে শেনজেন জুনে প্রবেশ করবে।

🚩২০২৪ এপ্রিল থেকে শুধু মাত্র আকাশ ও সমুদ্র পথে রোমানিয়া শেনজেন হয়ে ছিলো ।

🇪🇺২০২৫ জানুয়ারি থেকে স্থলপথে ও সব ধরনের শেনজেন এ যাত্রা শুরু ।
আজ অফিশিয়ালি এই ঘোষণা দেন রোমানিয়া প্রেসিডেন্ট।

💐অগ্রিম শুভ কামনা রইলো। ১৩ বছরে তাদের দাবী পূরন হলো।

🌚যারা ভিসা পেয়েছেন ও যারা পার্মিট পেয়েছেন তাদের জন্য নতুন একটি প্ল্যাটফর্ম চালু হয়েছে 🌻

আদম ব্যবসা স্বর্ণের খনির মতো, যতই প্রসারিত করবেন ততই লাভবান হবেন, সারমর্ম হচ্ছে লাখ লাখ টাকার ব্যবসা কোটি কোটি টাকা লস, ...
23/11/2024

আদম ব্যবসা স্বর্ণের খনির মতো, যতই প্রসারিত করবেন ততই লাভবান হবেন, সারমর্ম হচ্ছে লাখ লাখ টাকার ব্যবসা কোটি কোটি টাকা লস, এখানে প্রতিটা কদম ফেলতে হয় অনেক ক্যালকুলেশন করে, অনেক বড় পীর বাবাকে দেখতে মনে হবে পীর সাহেব, কিন্তু যখন আপনি লাখ লাখ ইউরো তার হাতে তুলে দিবেন একটু স্লিপ খাইলেই বুঝবেন কত ধানে কত চাল, সময়ের ক্ষেত্রে মানুষের সাথে কমিটমেন্ট ঠিক রাখা যাবে না, কারণ কাজগুলো সম্পন্ন ইমিগ্রেশন নির্ভর এবং এম্বাসি নির্ভর, ইউরোপের শ্রমবাজারের এম্বাসি গুলো ক্ষণে ক্ষণে তাদের রূপ বদলায় রং বদলায়, আপনি যত বড় মনের মানুষই হোন না কেন যত ভালো মানুষই হোন না কেন, যার কাছ থেকে পাসপোর্ট এবং টাকা পয়সা নিয়ে আপনি কাজ করতে চাইবেন, এম্বাসি জটিলতার কারণে সেটা ধীরগতি হলে, আপনি বুঝাইতে পারবেন না, পরিশেষে কাজ না করে দিতে পেরে আপনি টাকা পয়সা রিটার্ন দিলেও, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু যার টাকা রিটার্ন দিবেন তিনি সেটা বুঝবেন না আজীবন আপনাকে গালি দিবেন এবং আপনাকে অপরাধী বানায় রাখবেন সারা জীবনের জন্য। তবে এটা একটি মহান পেশা, এ পেশার মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থান হয়, একটি মানুষের কর্মসংস্থান করে দিতে পারলে একটি পরিবারের রুটি রুজির ব্যবস্থা হয়। দিনশেষে যারা আদম ব্যবসায় নামতে যাচ্ছেন একটি ভালো উদ্যোগ গ্রহণের জন্য আপনাদের ধন্যবাদ। আমি যখন শুরুতে মাঠে নেমেছিলাম অনেকেই আমাকে তিরস্কার করেছিল, যারা আমাকে তিরস্কার করেছে আল্লাহর রহমতে এখন তারা আমার টেবিলের সামনে এসে বসে থাকে। নতুনদের জন্য দোয়া এবং ভালোবাসা শুভকামনা রইল। এগিয়ে যান আপনারা। আপনাদের মাধ্যমে দেশ এবং জাতি ভালো কিছু পাবে আশা করি। কারণ আদম লাইনে দুষ্ট লোকের অভাব নাই। ভালো মানুষেরা যদি এই লাইনে আসে, আশা করি আদম ব্যবসায়ী সম্পর্কে মানুষের ধারণা পাল্টে যাবে। পরিশেষে সকলের জন্য রইলো শুভ কামনা ও দোয়া 🤲

5 Asian countries with visa on arrival for BangladeshiDhumketu Air Travels & Tours
15/11/2024

5 Asian countries with visa on arrival for Bangladeshi

Dhumketu Air Travels & Tours

বাংলাদেশীদের জন্য পর্তুগালে রেকর্ড সংখ্যক লোক নেওয়ার সুযোগ: বিস্তারিত গাইডলাইনপর্তুগালে চাকরির বাজারে বাংলাদেশীদের জন্য...
15/11/2024

বাংলাদেশীদের জন্য পর্তুগালে রেকর্ড সংখ্যক লোক নেওয়ার সুযোগ: বিস্তারিত গাইডলাইন

পর্তুগালে চাকরির বাজারে বাংলাদেশীদের জন্য বড় সুযোগ উন্মুক্ত হয়েছে। এখানে কীভাবে আবেদন করবেন এবং কাজ খুঁজবেন, তা স্টেপ বাই স্টেপ আলোচনা করা হল।

১. সঠিক ভিসা প্রকার নির্বাচন

পর্তুগালে কাজ করতে সাধারণত Work Visa বা D1 Work Visa ব্যবহার করা হয়। কিছু ক্ষেত্রে, Job Seeker Visa নামের নতুন ভিসাও বিবেচনা করা যায়, যা চাকরি খোঁজার জন্য সহায়ক।

💧 অফিসিয়াল লিংক: পর্তুগাল ইমিগ্রেশন ওয়েবসাইট https://imigrante.sef.pt/en/

২. প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ

ভিসার জন্য আবেদন করতে আপনাকে যে ডকুমেন্ট প্রস্তুত করতে হবে:

💧 বৈধ পাসপোর্ট (কমপক্ষে ছয় মাসের মেয়াদ)

💧 শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

💧 কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র

💧 পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

💧 স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট

ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ (IELTS বা TOEFL স্কোর, পর্তুগিজ ভাষা জানা থাকলে অগ্রাধিকার)

৩. কাজ খুঁজবেন কিভাবে

কাজ খোঁজার জন্য আপনি নিচের সাইটগুলো ব্যবহার করতে পারেন:

💧 EuroJobs: https://www.eurojobs.com/

💧 Jobs in Lisbon: https://www.jobsinlisbon.com/

💧 LinkedIn: পর্তুগালে কাজের জন্য অত্যন্ত কার্যকর প্ল্যাটফর্ম।

💧 Indeed Portugal: https://pt.indeed.com/

টিপস: আপনার LinkedIn প্রোফাইল আপডেট রাখুন এবং নিয়োগদাতাদের সাথে সংযোগ তৈরি করুন।

৪. খরচের হিসাব

💧 ভিসা ফি: প্রায় EUR ৮০ - ১৫০ (ভিসার ধরন অনুযায়ী পরিবর্তিত হতে পারে)

💧 মেডিক্যাল পরীক্ষা: প্রায় USD ১৫০ - ৩০০

💧 প্রথম একমাসের খরচ: আনুমানিক EUR ১,৫০০ - ২,৫০০

৫. আবেদন প্রক্রিয়া

১. নির্দিষ্ট কাজ বা চাকরি পাওয়ার পরে নিয়োগদাতা আপনাকে একটি অফার লেটার পাঠাবে। ২. প্রয়োজনীয় ডকুমেন্টসহ আপনার আবেদন পর্তুগালের কনস্যুলেটে জমা দিন। ৩. আবেদন জমা দেওয়ার পর পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে।

৬. পর্তুগালে পৌঁছানোর পর করণীয়

💧 ব্যাংক অ্যাকাউন্ট খুলুন।

💧 জাতীয় স্বাস্থ্য পরিষেবায় নিবন্ধন করুন।

💧 দ্রুত কাজ শুরু করুন।

এই ধাপগুলো অনুসরণ করলে, আপনি সহজে পর্তুগালে কাজের সুযোগ পেতে পারেন।

Dhumketu Air Travels & Tours

11/11/2024

❌এস্তোনিয়া❌
সিলেটের ১২০০+ ভিসা রিজেক্ট, ২০০+ পাসপোর্ট ব্লাক লিস্টেড।
সোর্স:বিএফএস গ্লোবাল
ফাইল ওপেনিং চার্জ 50k😁, এটাই ব্যবসা।

ব্রেকিং নিউজ : পুরোপুরি বন্ধ হয়ে গেল ভারতের ভিসা!Dhumketu Air Travels & Tours
08/11/2024

ব্রেকিং নিউজ : পুরোপুরি বন্ধ হয়ে গেল ভারতের ভিসা!

Dhumketu Air Travels & Tours

সৌদি এয়ারলাইন্স এর ফ্লাইট টাইম পরির্তন হয়েছে, ৯ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত,রাত ১ঃ৫০ এর ফ্লাইট এখন (১ঃ৩০ আগে) রাত ১২...
06/11/2024

সৌদি এয়ারলাইন্স এর ফ্লাইট টাইম পরির্তন হয়েছে, ৯ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত,
রাত ১ঃ৫০ এর ফ্লাইট এখন (১ঃ৩০ আগে) রাত ১২ঃ২০ এ যাবে,
রাত ৪ঃ৪৫ এর ফ্লাইট এখন (২ঃ৩৫ পরে) সকাল ৭ঃ২৫ এ যাবে,

Dhumketu Air Travels & Tours

💢 DHUMKETU AIR TRAVELS & TOURS 💢🇻🇳 *Vietnam Visa Price* 🇻🇳-------------------------------------✅ *Vietnam Sticker Visa A...
06/11/2024

💢 DHUMKETU AIR TRAVELS & TOURS 💢
🇻🇳 *Vietnam Visa Price* 🇻🇳
-------------------------------------
✅ *Vietnam Sticker Visa Approval*
🔯 *15 Days Stay* 🛌
▪️ *Tk.7,200/-* Normal
▪️ *Tk.12,500/-* Urgent
▪️ *Tk.15,000/-* Top Urgent
-----------------------------------------
🔯 *Processing Time:*
▪️ *Normal:* 7-10 Working Days
▪️ *Urgent:* 3 Working Days
▪️ *Top Urgent:* 1 Working Days
=====================
*Please contact us for more details*

Dhumketu Air Travels & Tours
01814-749047
*Bangladesh Office*
Shuvopur Bazar, Nangolkot, Cumilla, Bangladesh

* Saudi Arabia Office*
Commercial Center 2nd Floor, Shop No-212, Al Batha, Riyad, Saudi Arabia

ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে প্রত্যেক প্রবাসী ভাই বোনদের বলছি পাঁচটি জিনিস খেয়াল রাখবেন আপনাদের বর্তমান থাকা এমআরপি পাসপ...
05/11/2024

ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে প্রত্যেক প্রবাসী ভাই বোনদের বলছি পাঁচটি জিনিস খেয়াল রাখবেন
আপনাদের বর্তমান থাকা এমআরপি পাসপোর্ট এর সঙ্গে জন্ম নিবন্ধনের ইংরেজী অংশ অথবা এন আইডির সঙ্গে নিচের তথ্যের মিল থাকলে আপনি নিঃসন্দেহে পাসপোর্ট এর আবেদন করতে পারবেন
০১. নিজের নাম
০২. বাবার নাম
০৩. মায়ের নাম
০৪. জন্ম তারিখ
০৫. জন্মস্থান
উপরের পাঁচটি তথ্য হুবহু মিল থাকলে ই পাসপোর্ট আবেদন করতে পারবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

জন্ম নিবন্ধন অথবা এনআইডি (জাতীয় পরিচয় )পত্রের তথ্যের অমিল থাকলে তাহা বাংলাদেশ থেকে সংশোধন করার পরেই আপনি ই পাসপোর্ট এর আবেদন করতে পারবেন। জন্মনিবন্ধন সংশোধনের জন্য সৌদি আরব প্রবাসী সেবা কেন্দ্রে এসে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য (রিয়াদ বাংলাদেশ দূতাবাস, জেদ্দা দূতাবাস অথবা নিকটতম প্রবাসী সেবা কেন্দ্রে গিয়ে পরামর্শ গ্রহণ করতে পারেন)

Dhumketu Air Travels & Tours

01814-749047

বাংলাদেশে🇧🇩 ইউরোপীয়🇪🇺 দেশগুলোর মূল এম্বেসি ও ভিসা প্রসেসিং সেবা স্থাপন করার প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। ✈️🇪🇺 ব...
05/11/2024

বাংলাদেশে🇧🇩 ইউরোপীয়🇪🇺 দেশগুলোর মূল এম্বেসি ও ভিসা প্রসেসিং সেবা স্থাপন করার প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী।

✈️🇪🇺 বর্তমানে বাংলাদেশি নাগরিকদের ইউরোপীয় ভিসার জন্য ভারতের🇮🇳 নয়াদিল্লিতে যেতে হয়, যা সময়, অর্থ ও প্রচেষ্টার অপচয় ঘটায়। দেশের ভেতরে এই সেবাগুলো পাওয়া গেলে সাধারণ মানুষের যাত্রাপথের কষ্ট কমে আসবে এবং তারা স্বল্প খরচে দ্রুত ভিসা প্রসেসিং করতে পারবেন।

🇪🇺➕🇧🇩 ইউরোপীয় দেশগুলোর সাথে বাংলাদেশের নিবিড় কূটনৈতিক সম্পর্ক আরও উন্নত হবে এবং এতে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। ইউরোপীয় বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রম সহজতর হবে, যা কর্মসংস্থান ও আর্থিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে সহায়ক হবে। এছাড়াও, বাংলাদেশের উচ্চশিক্ষা ও কর্মসংস্থান খাতে ইউরোপের যে বিশাল সুযোগ রয়েছে, সেগুলোর জন্যও বাংলাদেশি ছাত্র ও পেশাজীবীদের সুবিধা সহজতর হবে।

🇪🇺➕🇧🇩 বাংলাদেশে ইউরোপীয় এম্বেসিগুলোর উপস্থিতি আন্তর্জাতিক পরিসরে দেশের মর্যাদা ও অবস্থানকে আরও দৃঢ় করবে। সংক্ষেপে, বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোর এম্বেসি ও ভিসা প্রসেসিং সেবা থাকা দেশের অর্থনীতি, সমাজ ও বৈদেশিক সম্পর্কের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।

বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোর মূল এম্বেসি ও সকল ভিসা প্রসেসিং সেবা থাকা প্রয়োজনগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ৬ টি পয়েন্ট নিম্মে তুলে ধরা হলো...

1️⃣🇪🇺🇧🇩 যাত্রাপথের কষ্ট ও খরচ হ্রাস: ভারতীয় ভিসা পেয়ে নয়াদিল্লি গিয়ে ইউরোপীয় ভিসার জন্য আবেদন করা বাংলাদেশি নাগরিকদের জন্য সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল। ঢাকায় ইউরোপীয় এম্বেসি থাকলে এই কষ্ট ও খরচ কমে আসবে।

2️⃣🇪🇺🇧🇩 সংখ্যাগরিষ্ঠ ভিসা আবেদনকারী: বাংলাদেশ থেকে প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষাগত, ব্যবসায়িক ও ব্যক্তিগত কারণে যেতে চান। বাংলাদেশে ইউরোপীয় এম্বেসি থাকলে এই বিপুলসংখ্যক আবেদনকারী সহজে ভিসার প্রক্রিয়াগুলো শেষ করতে পারবেন।

3️⃣🇪🇺🇧🇩 অর্থনীতির উন্নয়ন: ইউরোপীয় এম্বেসিগুলোর স্থায়ী অফিস বাংলাদেশে থাকলে বিদেশী বিনিয়োগ ও সহযোগিতা আরও সহজ হবে। এর মাধ্যমে বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির উন্নয়ন হবে।

4️⃣🇪🇺🇧🇩 বিস্তারিত তথ্য ও সহযোগিতা প্রদান: ইউরোপীয় দেশগুলোর জন্য বাংলাদেশি আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদান করা সহজ হবে, যার ফলে ভ্রমণ ও অভিবাসন সম্পর্কিত সঠিক নির্দেশনা দ্রুত পাওয়া যাবে।

5️⃣🇪🇺🇧🇩 বাংলাদেশের মর্যাদা ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন: ইউরোপীয় এম্বেসিগুলোর উপস্থিতি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিকভাবে গুরুত্ব ও মর্যাদা বাড়ায়। এটি দেশের বৈদেশিক সম্পর্ককে আরও দৃঢ় ও শক্তিশালী করবে।

⬇️🇪🇺🇧🇩 বাংলাদেশিদের ভ্রমণের সুযোগ বৃদ্ধি: ঢাকায় ইউরোপীয় এম্বেসি ও ভিসা প্রসেসিং সেবা থাকলে বাংলাদেশিরা আরও সহজে ও দ্রুত ইউরোপে ভ্রমণ করতে পারবেন, যা সাংস্কৃতিক ও শিক্ষাগত বিনিময়ের জন্যও সহায়ক হবে।

তাই সার্বিকভাবে উপরোক্ত আলোচনা ও কারণগুলো বিবেচনা করে, বাংলাদেশে ইউরোপীয় এম্বেসিগুলোর মূল অফিস স্থাপন ও শর্ট টার্ম এবং দীর্ঘমেয়াদি সকল ধরনের স্মুথলি ভিসা প্রসেসিং সুবিধা থাকা নিশ্চিত করা একান্ত প্রয়োজন।

আর, এইসব প্রয়োজনীয়তার গুরুত্বাবলী এ দেশের সরকার ও নীতিনির্ধারকদের উপলব্ধিতে আসা ও সেই মেতাবেক যথাযথ পলিসি এবং পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বাস্তবায়নের পথে দ্রুততার সাথে অগ্রসর হওয়াটা দেশের আর ৫-৬ টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অন্যতম একটি।

🛑👥 এ দেশের সুশীল সমাজের উচিত: এই বিষয়গুলো নিয়ে নিয়মিত পত্রপত্রিকায় ও অনলাইন ব্লগে, লেখালেখি ও প্রবন্ধ উপস্থাপন করা।

🛑👥 দেশের সাধারণ নাগরিকদের উচিত, ঐক্যবধ্যভাবে দেশের উচ্চমহলের নিকট যথাযথভাবে নিয়মিত দাবি পৌছানো এবং তাদের প্রকৃত বাস্তবতা ও গুরুত্ব উপলব্ধি করনে কাজ এবং সময় দেয়া।

🇪🇺❤️🇧🇩🇪🇺❤️🇧🇩🇪🇺❤️🇧🇩🇪🇺❤️🇧🇩🇪🇺❤️🇧🇩
যেহেতু, বর্তমানে কোন রাজনৈতিক সরকার নয়: ক্ষমতায়, তাই জনসাধারণের প্রয়োজন সরকারের উচ্চমহলের যথাযথ দৃষ্টি আকর্ষন ও দ্রুত বাস্তবায়নের একশন নিশ্চিতকরনে: যথাযথ উদ্যোগ ও পদক্ষেপ, জনসভা, গান, সংগীত, লেখা, প্রবন্ধ, ভিডিও চিত্র, আর্ট বা তৈলচিত্র, ওয়াল আর্ট, সমাবেশ ও মানববন্ধন, ভলেন্টিয়ার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা: বিভিন্নভাবে জনসচেতনতা সর্বোচ্চ করনে মনযোগী হওয়া তথা দেশের টপ টু বোটমে এই বিষয়টি গনজাগরণের মতো একটি ইস্যুতে পরিনত করে দেশের সর্বাংগীন উন্নয়নের স্বার্থে দ্রুত বাস্তবায়নের পথে দ্রুততার সাথে অগ্রসর হওয়া।
🇪🇺❤️🇧🇩🇪🇺❤️🇧🇩🇪🇺❤️🇧🇩🇪🇺❤️🇧🇩🇪🇺❤️🇧🇩

✅🇧🇩🇪🇺 আমাদের এবং ইউরোপীয় দেশগুলোর মনে রাখতে হবে...

✅1️⃣ বাংলাদেশ সাইজে ছোট হতে পারে, জনসংখ্যার হিসেবে বিশ্বের অন্যতম বড় দেশ।

✅2️⃣ বাংলাদেশের রেমিট্যান্স ও শিক্ষাখাতে ইউরোপীয় দেশগুলোর ভিসা প্রসেসিং সহজ হওয়া মানে, এ দেশের শিক্ষার্থীদের ও কর্মজীবীদের জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে দেশকে কয়েক দশক এগিয়ে নেয়া সম্ভব।

✅3️⃣ ইউরোপীয় দেশগুলোর জন্য বাংলাদেশের বিনিয়োগের মাধ্যমে স্বল্প খরচে উৎপাদন এবং বিভিন্ন প্রডাক্ট ও সার্ভিসের ব্যবসায়ের মাধ্যমে অধিকতর লাভবান হবার সুযোগ রয়েছে। যেহেতু এটি একটি অনেক বড় মার্কেট এবং তারা কোয়ালিটি প্রডাক্ট ও সার্ভিস এর ব্যবসায়ে পায়োনিয়ার হিসেবে পৃথিবীব্যাপী সমাদৃত।

✅4️⃣ বাংলাদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিকভাবে উচ্চমানের মেধাবী হিসেবে সীকৃত, যা ইউরোপীয় দেশগুলোর জন্য অত্যন্ত ইতিবাচক সম্ভাবনা।

✅5️⃣ বাংলাদেশের কর্মীরা আন্তর্জাতিকভাবে; অত্র উপমহাদেশের শ্রেষ্ঠ কর্মী হিসেবে সীকৃত যা ইউরোপীয় দেশগুলোর জন্য দক্ষ কর্মীলাভের জন্য অনেক অনেক ইফেক্টিভ একটি উপায় হিসেবে বিবেচনা করা উচিত।

✅🇪🇺➕🇧🇩 সার্বিকভাবে; বাংলাদেশের জন্য ইন্ডিয়ান এম্বেসিগুলোর উপর দায়িত্ব ন্যাস্ত না করে সরাসরি বাংলাদেশের জন্য, বাংলাদেশের মাটিতে সতন্ত্র ইউরোপীয় এম্বেসি স্থাপন উভয় পক্ষের জন্য অনেক অনেক লাভজনক।

Dhumketu Air Travels & Tours
✈️🇧🇩➕🇪🇺✈️🇧🇩➕🇪🇺✈️🇧🇩➕🇪🇺✈️🇧🇩➕🇪🇺✈️

ভারতীয় রেল ভ্রমন কালে যদি দেখেন আপনার সিট দখল করে অন্য যাত্রী বসে আছে TTE এসে ফাঁকা করবে সিট শুধু এই কাজটি করেন । ভারতীয়...
04/11/2024

ভারতীয় রেল ভ্রমন কালে যদি দেখেন আপনার সিট দখল করে অন্য যাত্রী বসে আছে TTE এসে ফাঁকা করবে সিট
শুধু এই কাজটি করেন ।

ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী রিজার্ভ করা সিটে শুধু সেই যাত্রীর ই বসার অধিকার রয়েছে। যদি কেউ অন্যায় ভাবে আপনার সিট দখল করে রাখে, তবে আপনি টি টি ই কে ডেকে আপনার অভিযোগ জানাতে পারেন। তিনি সিট ফাঁকা করে দিবেন।
যদি ভীড় ট্রেনে টি টি ই কে খুঁজে না পান তাহলে চিন্তার কোন কারণ নেই শুধু 139 নাম্বারে একটা ম্যাসেজ করেন
টি টি ই এসে আপনার সিট ফাঁকা করে দেবে।

মেসেজে কি লিখতে হবে ?

139 ভারতীয় রেলের হেল্পলাইন নাম্বার, প্রথমে মেসেজ অপশনে যান, ইংরেজি বড় অক্ষরে SEAT লিখুন স্পেস দিয়ে ট্রেনের PNR নাম্বার, তারপর স্পেস দিয়ে ট্রেনের কোচ নাম্বার, সিট নাম্বার এর পর একটা স্পেস দিয়ে OCCUPIED
BY UNKNOWN PASSENGER লেখেন এবং পাঠিয়ে দেন
139 নাম্বারে এতেই ভারতীয় রেলের কাছে সরাসরি অভিযোগ দায়ের হবে, তখন টি টি ই এসে আপনাকে
খুঁজে বের করে আপনার সিট ফাঁকা করে দিয়ে তার দায়িত্ব
পালন করবে। লেখার নিয়ম টা স্কিন সট দিয়ে সংরক্ষন করে রাখতে পারেন, কাজে লাগতে পারে।

Dhumketu Air Travels & Tours

Address

Shuvopur Bazar. Nangolkot. Cumilla
Dhaka
3583

Telephone

+8801814749047

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhumketu Air Travels & Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhumketu Air Travels & Tours:

Videos

Share

Category