08/11/2020
#সুন্দরবন_ট্যুর
কম খরচে সুন্দরবন ভ্রমণ
ঢাকা - সুন্দরবন - ঢাকা
প্যাকেজ প্রোগ্রাম
৩ দিন ৪ রাত্রের ভ্রমন
ভ্রমনের তারিখঃ ১২ই নভেম্বর , ১৯শে নভেম্বর এবং ২৬ শে নভেম্বার
ভ্যাসেল: এম.এল পেলিক্যান
বেড ক্যাপাসিটি: ৪০ জন
ভ্রমণ ফিঃ- ৮৫০০ টাকা ( কমন বাথ ) ১ রুমে ২ জন (নন এসি বাস)
৯৫০০ টাকা ( এটাচ বাথ ) ১ রুমে ২ জন (নন এসি বাস)
ভ্রমনের স্থানঃ
১। #হাড়বাড়িয়া (ইকো ট্যুরিজম সেন্টার ওয়াচ টাওয়ার)
২। #কটকা ( #জামতলা #সিবিচ, #টাইগারটিলা, অফিস পার)
৩। #দুবলার চর
৪। #হিরণ পয়েন্ট (নীলকমল)
৫। #করমজল।
▶️ সুন্দরবন ভ্রমণ বিবরণীঃ
বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে রওনা দিয়ে ভোর ৬ টায় খুলনা পৌঁছবো
প্রথম দিনঃ
◙ নির্ধারিত দিনে খুলনা জেলখানা ঘাটে সকাল ৭ টার মধ্যে পৌঁছাতে হবে।
◙ আমাদের ট্যুর গাইড রিসিভ করে ট্রলারে করে শীপে নিয়ে আসবে।
◙ তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন।
◙ জাহাজ মংলা পোর্টে পৌঁছানোর পূর্বে রুপসা ব্রীজ, খুলনা শীপ ইর্য়াড ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখা যাবে।
◙ দুপুর ১ টা থেকে ২:৩০ মিনিটের মধ্যে আমরা চাঁদপাই ফরেস্ট অফিস পৌছাবো। বন বিভাগের অনুমোদনপত্র ও গার্ড নিয়ে বিকাল ৩:৩০ মিনিট - ৪ টার মধ্যে হাড়বাড়িয়ায় পৌছানো যেখানে বন বিভাগের ইকো ট্যুরিজম স্পট দেখতে পাওয়া যাবে।
◙ এরপর বনের ভিতর দিয়ে ছোট ছোট ক্যানেল পার হয়ে কটকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত প্রায় ১ টায় পৌছানো
◙ রাতে ডিনার করে জাহাজেই রাত্রিযাপন ।
▶️ দ্বিতীয় দিনঃ
◙ খুব ভোরে হালকা চা-নাস্তা করে ফরেস্টের নির্ধারিত স্থানে নেমে প্রায় ২ কিঃমিঃ হেঁটে জামতলা সি-বীচ যাবো।
◙ সেখানে হরেকরকম শুকর, বানর, বন মোরগ প্রাই দেখা মেলে৷ তাইতো এটি বেঙ্গল টাইগারের ফুড জোন বলা হয়।
◙ বীচে কিছুক্ষন সময় কাটিয়ে ভেসেলে ফিরে আসা এবং সকালের নাস্তা করা।
◙ নাস্তা শেষে ওয়াচ টাওয়ার, কটকার অফিস পার, জামতলা সী বীচে নেমে ঘু্রাঘুরি করা এবং হেঁটে টাইগার টিলাতে যাওয়া।
◙ টাইগার টিলাতে প্রচুর হরিণ দেখতে পাওয়া যাবে এবং ভাগ্য সুপ্রসন্ন থাকলে বাঘ ও দেখা যেতে পারে।
◙ দুপুরের খাবারের পর গন্তব্য কচিখালি ছন বনে। বড় সাইজের শিং ওয়ালা হরিণের ছুটে চলা আর গা ছম ছমে পরিবেশ পুকুর পাড়ের তাল গাছের নিচে দাঁড়িয়ে উপভোগ করা৷
◙ রাতে বার-বি-কিউ ডিনার করে জাহাজে রাত্রি যাপন। জাহাজ চলবে করমজলের উদ্দেশ্যে।
▶️ তৃতীয় দিনঃ
◙ সকালের নাস্তা খেয়ে করমজল ইকো ট্যুরিজম স্পট পরিদর্শন। সকালে ১০ টায় করমজলে নেমে প্রচুর বানর, হরিন, কুমিরের প্রজননকেন্দ্র-এ দেখতে পাওয়া যাবে।
◙ দুপুরের দিকে খুলনার উদ্দেশ্যে রওনা। আনুমানিক সন্ধ্যা ৬/৭ টা নাগাদ খুলনা আসাযাবে- ইনশা-আল্লাহ।
বি:দ্রঃ যেকোনো পরিস্থিতি এড়ানোর জন্য "হেরিটেজ কতৃপক্ষ " যেকোনো প্যাকেজ বা সাইটসিইং পরিবর্তন করার অধিকার সংরক্ষন করে।
▶️ প্যাকেজের অন্তর্ভুক্ত :
◙ ঢাকা টু খুলনা টু ঢাকা নন এসি বাস টিকেট
◙ ২ রাত জাহাজে/শীপে থাকার ব্যবস্থা
◙ প্রতিদিন সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার
◙ সাইটসীয়ীইং (As per Itinerary)
◙ প্রতিদিনের হালকা নাস্তা
◙ প্রতিদিনের চা/কফি
◙ স্বশস্ত্র প্রহরী
◙ অভিজ্ঞ গাইড
▶️ প্যাকেজে যা অন্তর্ভুক্ত নয়ঃ
◙ অন্যান্য ব্যক্তিগত খরচ যা “প্যাকেজ অন্তর্ভুক্ত" অংশে উল্লেখ নেই
◙ টিপস, বীমা, লন্ড্রি, ফোন কল
◙ ক্যামেরা ফি, কোমল বা হার্ড পানীয় (অ্যালকোহলিক, খনিজ, এরেটেড)
◙ খারাপ আবহাওয়া, রাস্তার যানজট, ফ্লাইট/বাস/ট্রেন বিলম্ব বা বাতিলকরণ, ধর্মঘট বা রাজনৈতিক অস্থিরতার কারণে খরচ বৃদ্ধি পেলে তা ক্লাইন্টকে বহন করতে হবে।
▶️ নিরাপত্তা:
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপস নাই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগ থেকে অস্ত্রসহ নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে বি এস এফ এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।
▶️ যা যা সাথে নেয়া দরকার
◙ ছোট সাইজের ট্রাভেল ব্যাগ
◙ তোয়ালে বা গামছা
◙ স্যান্ডেল, কেডস
◙ ক্যামেরা, মেমোরী কার্ড, ব্যাটারী ও চার্জার
◙ টর্চ লাইট + পাওয়ার ব্যাংক
◙ সানক্রিম ও লোশন
◙ সানগ্লাস ও সানক্যাপ বা হ্যাট
◙ টুথপেষ্ট+ ব্রাশ+ সাবান+শ্যাম্পু
◙ ব্যক্তিগত ঔষধপত্র
▶️ ভ্রমনের আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
◙ এক রুমে ৪ জন করে থাকা। রুমে দুইটি বড় বেড থাকবে। সব রুমে এটাচ বাথ থাকবে।
◙ মেয়েদের থাকার রুম আলাদা থাকবে।
◙ বুকিং মানি অফেরতযোগ্য, কিন্তু সমস্যার কারণে যেতে না পারলে পরবর্তীতে যাওয়ার সুযোগ থাকবে,তবে সেটা ট্যুরের কমপক্ষে ৩ দিন আগে জানাতে হবে।
◙ প্রাকৃতিক দূর্যোগ অথবা যে কোন ধরনের সহিংসতার জন্য যাত্রার সময় বা তারিখ বিলম্ব হলে সকলের সাথে কথা বলে পরবর্তী সময় নির্ধারণ করা হবে ।
◙ প্রাকৃতিক বা রাজনৈতিক কারনে ভ্রমনের স্থানে আটকা পরে গেলে বাড়তি সকল খরচ নিজেদের বহন করতে হবে।
◙ কোনভাবেই কোন প্রকার মাদক দ্রব্য সেবন বা সাথে বহন করা যাবে না।
◙ খাবার মেন্যু, ভেন্যু পরিস্থিতি ও সময়ের উপর পরিবর্তন হতে পারে, তবে রিপ্লেস যা হবে সেটা অবশ্যই আগের তুলনায় ভাল হবে
◙ যেখানে সেখানে ময়লা/আবর্জনা ফেলে পরিবেশের ক্ষতি করা যাবে না।নিজের দেশের সৌন্দর্য বজায় রাখা আমাদেরই দায়িত্ব।
বুকিং এর জন্য ইনবক্স করুন।