Sajek Tour & Travel STT

Sajek Tour & Travel STT নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের বিশ্বস্ত ?
(7)

২৭ ই ডিসেম্বর সাজেক ভ্যালি৩ রাত ২ দিনকাপল পেকেজ -৯০০০ টাকাস্টুডেন্ট প্যাকেজ - ৩৬৫০ টাকাফ্যামিলি প্যাকেজ - ১৪৫০০ টাকা (৪ ...
19/12/2021

২৭ ই ডিসেম্বর সাজেক ভ্যালি
৩ রাত ২ দিন
কাপল পেকেজ -৯০০০ টাকা
স্টুডেন্ট প্যাকেজ - ৩৬৫০ টাকা
ফ্যামিলি প্যাকেজ - ১৪৫০০ টাকা (৪ জন)

02/09/2021

শুধুমাত্র সিলেটবাসীদের কে নিয়ে ইনশাআল্লাহ আগামী ৩০ সেপ্টেম্বর মেঘের দেশ রাঙ্গামাটির সাজেকে ট্যুর হবে।

22/08/2021

আলহামদুলিল্লাহ ২৬ তারিখ সাজেক ট্যুরে এই পর্যন্ত ১৬ জন বুকিং নিশ্চিত করেছে ।

২৬,২৭,২৮ আগস্ট , ৩ রাত ২ দিন সাজেক ভ্রমণ মাত্র ৪৫০০৳ প্রথম ১০ জনের জন্য রয়েছে বিশেষ ছাড় । আগ্রহীরা পেইজ / গ্রুপে জয়েন...
13/08/2021

২৬,২৭,২৮ আগস্ট , ৩ রাত ২ দিন সাজেক ভ্রমণ মাত্র ৪৫০০৳
প্রথম ১০ জনের জন্য রয়েছে বিশেষ ছাড় ।
আগ্রহীরা পেইজ / গ্রুপে জয়েন হন https://www.facebook.com/groups/sajektlover/?ref=share
☎️☎️📞 ০১৬৩২৬৭০৮৫০ ০১৮৩৮৪৮৪৮৯৮

26/05/2021

কক্সবাজার সমুদ্রসৈকতে লোকসমাগম নিষিদ্ধ এবং হোটেল–মোটেল বন্ধ থাকবে। গতকাল রোববার রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্চ্যুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়েছে। গণপরিবহন চালু ও শর্ত সাপেক্ষে হোটেল-রেস্তোরাঁ খোলা রাখার নির্দেশনা দিয়ে ৩০ মে পর্যন্ত চলমান বিধিনিষেধ বাড়ানোর ঘোষণায় আশার আলো দেখেছিলেন এখানকার পর্যটন ব্যবসায় জড়িত ব্যক্তিরা। তবে কমিটির এমন সিদ্ধান্তে তাঁরা এখন হতাশ।

কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশ সুপার (এসপি) মো. জিললুর রহমান বলেন, করোনা প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সৈকতে পর্যটকসহ লোকসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে সৈকতে যেন কেউ নামতে না পারেন, সে জন্য পুলিশের পাহারা বসানো আছে। বিনোদনকেন্দ্রগুলোও বন্ধ আছে।

আজ সোমবার বেলা দেড়টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টে নেমে দেখা গেল, কেউ নেই। পুরো সৈকত ফাঁকা। সৈকতের পাশে কয়েকটি কাঠের তৈরি রেস্তোরাঁ খোলার প্রস্তুতি নিচ্ছে। কর্মচারীরা রেস্তোরাঁ পরিষ্কার–পরিচ্ছন্ন করছেন। একটি রেস্তোরাঁর কর্মচারী ইব্রাহিম আজাদ বললেন, গত ১ এপ্রিল থেকে রেস্তোরাঁগুলো বন্ধ। এতে কর্মচারীরা বেকার বসে আছেন।

সৈকতের সুগন্ধা, সিগাল, লাবণী ও শৈবাল পয়েন্টও ফাঁকা পড়ে আছে। সৈকতে পর্যটকদের বসার জন্য তৈরি দুই হাজারের বেশি কাঠের চেয়ার-ছাতা (কিটকট) ১ এপ্রিল থেকেই বালুচরে স্তূপ করে ফেলে রাখা হয়েছে। এগুলো রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন কিটকট মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান।

সকাল থেকে সড়কের বিভিন্ন পয়েন্ট ও মোড়ে পাহারা বসিয়েছে ট্যুরিস্ট পুলিশ ও ট্রাফিক পুলিশ। লোকজনের পাশাপাশি তারা যানবাহন চলাচলও নিয়ন্ত্রণ করছে।

তবে দুপুরের পর থেকে শহরের পরিবহন প্রতিষ্ঠানের টিকিট কাউন্টারগুলো খুলেছে। কিন্তু টিকিট বিক্রি হচ্ছে কম। দীর্ঘ দেড় মাস পর কক্সবাজার থেকে চট্টগ্রামের পথে কয়েকটি বাস ছেড়েছে। বাসের অর্ধেক আসন খালি রাখা হচ্ছে। ট্রাফিক পুলিশ গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ করছে। শীতাতপনিয়ন্ত্রিত গ্রিন লাইন পরিবহনের পরিচালক সুলতান আহমদ বলেন, ‘সকাল থেকে বিকেল পর্যন্ত কক্সবাজার থেকে কোনো বাস ঢাকায় ছেড়ে যায়নি। তবে সন্ধ্যার পর বাস ছাড়বে। টিকিট বিক্রি হচ্ছে কম।’

শ্যামলী, হানিফ, এনা, এস আলম, সৌদিয়া পরিবহনেরও একই অবস্থা। সন্ধ্যা ও রাতে ১০ থেকে ১৫টি বাস ঢাকায় ছাড়তে পারে। তবে বিকেল পর্যন্ত ঢাকা থেকে কোনো বাস কক্সবাজার পৌঁছেনি।

অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এস এম রাকিবুর রাজা বলেন, দূরপাল্লার বাসে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না, তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ট্রাফিক পুলিশ। নিয়মের বাইরে যাত্রী তুললে ব্যবস্থা নেওয়া হবে।

দুপুর থেকে সৈকত এলাকার অধিকাংশ হোটেল-রেস্তোরাঁ খোলা রাখা হলেও বেচাবিক্রি তেমন নেই। এই রেস্তোরাঁগুলো পযটকনির্ভর। কক্সবাজার কলাতলী মেরিন ড্রাইভ হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, সর্বশেষ জারি করা সরকারি প্রজ্ঞাপনে গণপরিবহন চালুর পাশাপাশি হোটেল-রেস্তোরাঁগুলোও সীমিত আকারে খোলা রাখার নির্দেশনা আছে। কিন্তু সৈকতে পর্যটকের সমাগম নিষিদ্ধ থাকায় হোটেল–রেস্তোরাঁগুলো খোলা রেখেও লাভ হচ্ছে না। সকাল থেকে কোনো হোটেলে কক্ষ ভাড়া দেওয়া হয়নি। তাঁর দাবি, গত ১ এপ্রিল থেকে শহরের পাঁচ শতাধিক হোটেল–মোটেল খালি পড়ে থাকায় শত কোটি টাকা লোকসান গুনছেন মালিক কর্তৃপক্ষ। অনেকে ব্যাংকঋণ নিয়ে হোটেল ব্যবসা চালু রেখেছেন। এখন ঋণের কিস্তি পরিশোধ করা দূরের কথা, হোটেলের বিদ্যুৎ বিল ও কর্মচারীদের বেতন–ভাতা পরিশোধ করা যাচ্ছে না। সংকট নিরসনে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে হলেও সৈকতে পর্যটকদের আসার সুযোগ দেওয়ার দাবি জানান তিনি।

কক্সবাজার হোটেল মোটেল গেস্টহাউস অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ বলেন, ১ এপ্রিল থেকে সৈকতে পর্যটক সমাগম নিষিদ্ধ করে জেলা প্রশাসন। ঘোষণার আগে মার্চে বেতন–ভাতা পরিশোধ না করেই অন্তত ৩০ হাজার কর্মচারীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছেন হোটেলমালিকেরা। এখনো অধিকাংশ কর্মচারীর মার্চ ও এপ্রিল মাসের বেতন–ভাতা পরিশোধ করা হয়নি। বেশির ভাগ কর্মচারী মানবেতর জীবন কাটাচ্ছেন। সরকারি প্রজ্ঞাপনে হোটেল-রেস্তোরাঁ খোলা রাখার ঘোষণায় কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরলেও এখন হতাশ সবাই।

এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিন আল পারভেজ বলেন, করোনা সংক্রমণের দিক থেকে কক্সবাজার এমনিতে ঝুঁকিতে আছে। এ অবস্থায় সৈকতে লোকসমাগম ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সবকিছু আগের মতই চলবে, হোটেল–মোটেল বন্ধ থাকবে। তবে রেস্তোরাঁগুলো শর্ত সাপেক্ষে ও স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে।

কক্সবাজারের সিভিল সার্জন মাহবুবুর রহমান বলেন, জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১০৮ জন। এর মধ্যে রোহিঙ্গা ১৩ জন।

সংক্রমণ রোধে ২৩ মে থেকে ৩০ মে পর্যন্ত উখিয়া উপজেলাকে লকডাউনের আওতায় আনা হয়েছে। আগের দিন লকডাউন দেওয়া হয় টেকনাফ উপজেলাতেও। একই সময় উখিয়ার চারটি, টেকনাফের একটিসহ পাঁচটি রোহিঙ্গা শিবিরে কঠোর লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। আরও ২৯টি রোহিঙ্গা শিবিরে সেবা কার্যক্রম সীমিত করা হয়।

সোর্স - প্রথম আলো

11/02/2021

১৮ - ২১ ফেব্রুয়ারি ছুটি উপলক্ষে আমাদের টোটাল ৪৮ জন কনফার্ম করেছে।

যার মধ্যে ২৬ জন সাজেক
২২ জন সেন্টমার্টিন ।

💑👪  সাজেক ট্যুর করুন  💑👪       যেকোনো সময় যেকোনো দিন🇧🇩 বাংলাদেশের যেকোন প্রান্তে 🇧🇩                  ভ্রমণের জন্য  আমাদ...
25/01/2021

💑👪 সাজেক ট্যুর করুন 💑👪
যেকোনো সময় যেকোনো দিন

🇧🇩 বাংলাদেশের যেকোন প্রান্তে 🇧🇩
ভ্রমণের জন্য
আমাদের সাথে যোগাযোগ করুন

♦️ ( ঢাকা টু ঢাকা
সরকারি ছুটির দিন )

প্রতি রুমে ৬ জন = ৩৬০০
প্রতি রুমে ৪ জন = ৪০০০
প্রতি রুমে ২ জন = ৪৩০০

♦️ ( সরকারি ছুটির দিন ব্যতীত )

প্রতি রুমে ৬ জন = ৩৪০০
প্রতি রুমে ৪ জন = ৩৭০০
প্রতি রুমে ২ জন = ৪০০০

♦️ ( চট্টগ্রাম টু চট্টগ্রাম
সরকারি ছুটির দিন )

প্রতি রুমে ৬ জন = ২৯৫০
প্রতি রুমে ৪ জন = ৩৩০০
প্রতি রুমে ২ জন = ৩৬০০

♦️ ( সরকারি ছুটির দিন ব্যতীত )

প্রতি রুমে ৬ জন = ২৭৫০
প্রতি রুমে ৪ জন = ৩০০০
প্রতি রুমে ২ জন = ৩৪০০

ভ্রমণে যা যা থাকছে

★★ ঢাকা / চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যাওয়া আসা বাস টিকেট।

★★ খাগড়াছড়ি থেকে সাদা চাদের গাড়ি ২দিনের জন্য রিজার্ভ নিয়ে সাজেক ও খাগড়াছড়ি সকল স্পট ভ্রমণ।
★★ সাজেকের রিসোর্টে এক রাত্রি থাকা ( ভালো মানের )
★★ প্রতি বেডে ২ জন করে ।
★★ প্যাকেজে মোট ৬ বেলা খাবার।
★★সকল প্রকার প্রবেশ ফি।
◽▫️ ২৪ ঘন্টা মিনারেল ওয়াটার ও গাইড এর ব্যবস্থা ।

★★ভ্রমণ স্পটগুলো★★
** সাজেক
** রুইলুই পাড়া
** কংলাক পাড়া
** হেলিপ্যাড
** রিসাং ঝর্ণা
** আলুটিলা গুহা
** জেলা পরিষদ পার্ক
** ঝুলন্ত ব্রীজ

★★কোন হিডেন চার্জ নেই।★★★

★★ চাইল্ড পলিসিঃ

- ০ থেকে ৩ বছরের শিশুদের জন্য ফ্রি এবং ৩+ থেকে ৬ বছরের শিশুদের জন্য ৫০% ছাড় প্রযোজ

খাবার আইটেম
প্রথম দিনঃ
সকালঃ ডাল বাজি, ডিম মামলেট,চা, পরটা / রুটি । অথবা ভূনা খিচুড়ি ও চা ।
দুপুরঃ ভাত, পাহাড়ি মুরগি / হাঁসের মাংস, সবজি, ভর্তা, ডাল, সালাত,

রাতঃ বেম্বুচিকেন ও রুটি / বেম্বুচিকেন ভাত,সবজি, ভর্তা, ডাল,
অথবা বারবিকিউ পার্টি ।

দ্বিতীয় দিনঃ
সকালঃ ডাল বাজি , ডিম মামলেট , পরটা ও চা । অথবা ভুনা খিচুরি ও চা ।
দুপুরঃ ভাত , গরু / হাঁস / পাহাড়ি মোরগের মাংস / মাছ , সবজি , মাছের ভর্তা , ডাল , সালাত ।

রাতেঃ ঢাকার বাবুর্চির স্পেশাল বিরিয়ানি / দুপুরের মেনু ।

★বুকিং এবং ভ্রমণ বিষয়ক যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন,

★ সাকিল = ০১৬৩২৬৭০৮৫০
** সাবিত = ০১৮২০৭৩৭৪৭৫
** সাইফুল = ০১৫১৫২২৩২৬১

★★ যারা এখনো আমাদের গ্রুপ এবং পেইজে জয়েন করেননি, তারা এখনি নিচের গ্রুপ এবং পেইজ লিংক ক্লিক করে জয়েন হয়ে নিন।

https://www.facebook.com/groups/sajektlover/?ref=share

https://www.facebook.com/NTGiud/

ঢাকা অফিস :- ৩৭, বীর উত্তম সি আর দত্ত নাহার প্লাজা ১৫০৬ / ৫ম তলা , হাতিরপুল ঢাকা ।

চট্টগ্রাম অফিস :- চট্টগ্রাম বিপনী বিতান দ্বিতীয় তলা রিচম্যান শোরুম

খাগড়াছড়ি অফিস :- খাগড়াছড়ি ঈদগা মার্কেট দ্বিতীয় তলা , সদর , খাগড়াছড়ি ।

06/01/2021

আগামীকাল ২৪ জনকে নিয়ে ঢাকা থেকে সাজেক এর উদ্দেশ্যে রওনা হব কেউ আমাদের সাথে এড হতে চাইলে যোগাযোগ করুন

দেশের মধ্যে অপরূপ একটি জায়গা। দেশের সবচেয়ে বড় ইউনিয়ন সাজেক। যেতে হয় খাগড়াছড়ি শহর হয়ে। ভৌগোলিক অবস্থান রাঙামাটিতে হলেও যা...
06/01/2021

দেশের মধ্যে অপরূপ একটি জায়গা। দেশের সবচেয়ে বড় ইউনিয়ন সাজেক। যেতে হয় খাগড়াছড়ি শহর হয়ে। ভৌগোলিক অবস্থান রাঙামাটিতে হলেও যাতায়াতের সহজ পথ খাগড়াছড়ি শহর হয়ে। খাগড়াছড়ি শহর থেকে সাজেক ভ্যালির দূরত্ব ৬৫ কিলোমিটার। সাজেক থেকে ভারতের অঙ্গরাজ্য মিজোরাম প্রদেশের দূরত্ব মাত্র ১৫ কিলোমিটার। দেখা যায় লুসাই পাহাড়ের অপরূপ দৃশ্য।
অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়। বাঘাইঘাট জোনে নাম, ঠিকানা ও মোবাইল নম্বর অ্যান্ট্রি করে যাত্রা করতে হয় সাজেক ভ্যালির দিকে।

বিদায় ২০২০   নতুন ☀️ সূর্য ওঠার অপেক্ষায় পৃথীবির সকল প্রাণীস্বাগতম ২০২১" Sajek Tour সাজেক ভ্রমণ " গ্রুপের সকল সদস্যদের...
31/12/2020

বিদায় ২০২০
নতুন ☀️ সূর্য ওঠার অপেক্ষায় পৃথীবির সকল প্রাণী
স্বাগতম ২০২১
" Sajek Tour সাজেক ভ্রমণ " গ্রুপের সকল সদস্যদের জানাচ্ছি নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা

আরো ২ টি লাশ -- অনুগ্রহ করে আমরা যারা ঘুরতে পছন্দ করি আমাদের সবসময় সাবধানতা অবলম্বন করা উচিত ।বছরের শেষ দিনে এই ধরনের প...
31/12/2020

আরো ২ টি লাশ -- অনুগ্রহ করে আমরা যারা ঘুরতে পছন্দ করি আমাদের সবসময় সাবধানতা অবলম্বন করা উচিত ।
বছরের শেষ দিনে এই ধরনের পোস্ট করতে হবে কল্পপনাও করিনি ।
লোকেশন:- রিছাং ঝর্না খাগড়াছড়ি

আলহামদুলিল্লাহ ৭৫ জনের টিম নিয়ে  সাজেক ট্যুর শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম সকলে দোয়া করবেন যেন সুস্থভাবে ঢাকায় পৌ...
27/12/2020

আলহামদুলিল্লাহ ৭৫ জনের টিম নিয়ে সাজেক ট্যুর শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম সকলে দোয়া করবেন যেন সুস্থভাবে ঢাকায় পৌঁছাতে পারি ।

25/12/2020

আজ রাত ১০টায় ঢাকা মিরপুর থেকে ৭৫ জনের টিম নিয়ে
Sajek Tour_সাজেক ভ্রমণ গ্রুপ
সাজেকের উদ্দেশ্য রওনা হবে
দোয়া করবেন যেন সুন্দর ভাবে ট্যুর শেষ করতে পারি ।

25/12/2020

নাম পরিবর্তন :- নিরাপদ টুরিস্ট গাইড ( পূর্বের নাম ) এখন Sajek Tour সাজেক ভ্রমণ STS

খাগড়াছড়িতে অবস্থিত আলুটিলা গুহা এরিয়ায়  একটি নামাজের ঘর ও অজুর ব্যাবস্থা থাকলেও নাই কোন অজুর পানি, পর্যটকরা, নামাজ পড়ত...
21/12/2020

খাগড়াছড়িতে অবস্থিত আলুটিলা গুহা এরিয়ায় একটি নামাজের ঘর ও অজুর ব্যাবস্থা থাকলেও নাই কোন অজুর পানি, পর্যটকরা, নামাজ পড়তে চাইলেও অজু করতে পারছেন না, কেউ কেউ, পানি কিনে অজু করছেন,
পরিচালকদের প্রতি অনুরোধ করছি পানির ব্যাবস্থা করলে।
মুসুল্লিদের উপকার হতো,
ও পর্যটকরাও খুশি হতো ।

21/12/2020

শিডিউল পরিবর্তন !! আগামীকাল থেকে ১০:৩০ এর পরিবর্তে ৯:৩০ মিনিটে বাঘাইহাট থেকে সাজেকের উদ্দেশ্যে সকল গাড়ি ছেড়ে যাবে ।

২৮০০ টাকায় সাজেকে গ্রুপ ট্যুর     * শুধুমাত্র চট্টগ্রাম , ফেনী ও তার আশপাশ এলাকার জন্য প্রযোজ্য  ঢাকা থেকে হলে ৭০০ টাকা...
20/12/2020

২৮০০ টাকায় সাজেকে গ্রুপ ট্যুর

* শুধুমাত্র চট্টগ্রাম , ফেনী ও তার আশপাশ এলাকার জন্য প্রযোজ্য

ঢাকা থেকে হলে ৭০০ টাকা অতিরিক্ত লাগবে

(ভ্রমণ সময় ২ দিন ১ রাত)

★★ (২৮০০ টাকা জনপ্রতি)

★★ কাপল রুমের জন্য ৮০০ টাকা অতিরিক্ত লাগবে যদি কাপল রুম চান।

রওয়ানার তারিখ ২৪/০১/২০২১ ইং রবিবার সকাল ০৬ টা চট্টগ্রাম বাইজিদ ক্যান্টনমেন্টের পাশে শান্তি কাউন্টার থেকে
ফেনী থেকে হলে ফেনী মহিপাল ফ্লাইওভারের পাশে শান্তি কাউন্টার থেকে

আসার তারিখ ২৫/০১/২০২১ ইং বিকাল ৩.৩০ টায় খাগড়াছড়ি হইতে ।

★★ বুকিং এর শেষ সময় আসন খালি সাপেক্ষ।

★★ বাস শান্তি পরিবহন

★★ যারা যাবেন আসন নিশ্চিত
করার জন্য অগ্রিম ১০০০ টাকা বুকিং মানি হিসেবে দিতে হবে।

★★ সরাসরি অথবা বিকাশে বুকিং দেয়া যাবে, বিকাশে দিলে খরচ দিতে হবে।

★সাইফুল = ০১৫১৫২২৩২৬১, বিকাশ পার্সোনাল

★★ আমাদের আন্তরিকতা ও নিরাপত্তার কারণে বহু মেয়ে ট্রাভেলারস আমাদের গ্রুপ থেকে ভ্রমণ করেন । এবং বরাবরের মত থাকছে মেয়েদের জন্য আলাদা রুমে থাকার ব্যবস্থা।

★★ ভ্রমণে যা যা থাকছে★★

★★ চট্টগ্রাম / ফেনী থেকে খাগড়াছড়ি যাওয়া আসা বাস টিকেট।

★★ সাদা চাদের গাড়ি ২দিনের জন্য রিজার্ভ নিয়ে সাজেক ও খাগড়াছড়ি সকল স্পট ভ্রমণ।

★★ সাজেক কটেজে এক রাত্রি থাকা ।

★★ প্রতি রুমে দুইটি বেড থাকবে

★★ প্রতি বেডে ২ জন করে মোট ৪ জন
★★ প্যাকেজে মোট ৫ বেলা খাবার।

★★সকল প্রকার প্রবেশ ফি।

★★ভ্রমণ স্পটগুলো★★

** সাজেক
** রুইলুই পাড়া
** কংলাক পাড়া
** হেলিপ্যাড
** রিসাং ঝর্ণা
** আলুটিলা গুহা
** জেলা পরিষদ পার্ক
** ঝুলন্ত ব্রীজ

★★কোন হিডেন চার্জ নেই।★★

★★ চাইল্ড পলিসিঃ

- ০ থেকে ৩ বছরের শিশুদের জন্য ফ্রি এবং ৩+ থেকে ৬ বছরের শিশুদের জন্য ৫০% ছাড় প্রযোজ

খাবার আইটেম
প্রথম দিন
সকল:- পরটা / রান রুটি, ডাল ভাজি, ডিম মামলেট , ও চা

দুপুর :- ভাত , মুরগির মাংস অথবা বেম্বু চিকেন , সবজি , আলু ভর্তা , ডাল , সালাত

রাতঃ বারবিকিউ পার্টি , অথবা ব্যাম্বু চিকেন , ভাত , সবজি , আলু ভর্তা , ডাল , সালাত ।

দ্বিতীয় দিনঃ
সকালঃ ডাল বাজি , ডিম মামলেট , পরটা ও চা / ভূনা খিচুড়ি ও চা ।

দুপুরঃ ভাত , পছন্দমত মাংস , সবজি , ভর্তা , ডাল , সালাত ।

★ আগ্রহীগণ দেখা করে অথবা বিকাশে বুকিং করতে পারবেন।

★বুকিং এবং ভ্রমণ বিষয়ক যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন,

★ সাকিল = ০১৮৩৮৪৮৪৮৯৮
** সাবিত = ০১৮২০৭৩৭৪৭৫

★★ যারা এখনো আমাদের গ্রুপ এবং পেইজে জয়েন করেননি, তারা এখনি নিচের গ্রুপ এবং পেইজ লিংক ক্লিক করে জয়েন হয়ে নিন।

https://www.facebook.com/groups/sajektlover/?ref=share

https://www.facebook.com/NTGiud/

চট্টগ্রাম অফিস :- বিপনী বিতান রিচ ম্যান শোরুম চট্টগ্রাম ।

খাগড়াছড়ি অফিস :- খাগড়াছড়ি ঈদগা মার্কেট দ্বিতীয় তলা , সদর , খাগড়াছড়ি।

https://fb.me/e/1OYTPv3gW ১৪ই ফেব্রুয়ারীর স্পেশাল কাপল ট্যুর সম্পর্কে জানতে কল করুন ০১৬৩২৬৭০৮৫০

10/12/2020

চলতি বছরেই জাফলংয়ে ২জন গাইড খুন। সিলেট সহ সমগ্র বাংলাদেশে কর্মরত ট্যুরিস্ট গাইডদের নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন।সবাইকে এক প্লাটফর্মে আসাতে হবে।

৫৫০০ টাকায় সাজেক  ট্যুর  বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে অংশগ্রহণ করতে পারবেন   🤗 সাজেক ক্লাসিক রিসোর্ট  - বেস্ট ভিউ সাজে...
05/12/2020

৫৫০০ টাকায় সাজেক ট্যুর

বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে অংশগ্রহণ করতে পারবেন

🤗 সাজেক ক্লাসিক রিসোর্ট - বেস্ট ভিউ সাজেক 😚


(ভ্রমণ সময় ৩ রাত ২ দিন)

★★ (৫৫০০ টাকা জনপ্রতি)

★★ কাপলদের রুমের জন্য ২০০০ টাকা অতিরিক্ত লাগবে যদি কাপল রুম চান।


রওয়ানার তারিখ ১৬/১২/২০২০ ইং রাত ১০ টা ঢাকা সায়েদাবাদ বাসট্যান্ড থেকে।

আসার তারিখ ১৮/১২/২০২০ ইং রাত ১০ টায় খাগড়াছড়ি হইতে রওয়ানা হবো ১৯ তারিখ সকাল ৫/৬ টার মধ্যে ঢাকা থাকবো ইনশাআল্লাহ।

★★ বুকিং এর শেষ সময় আসন খালি সাপেক্ষ।

★★ বাস ( শ্যামলী//ইউনিক/সেন্টমার্টিন পরিবহন)

★★ যারা যাবেন আসন নিশ্চিত করার জন্য অগ্রিম ২০০০ টাকা বুকিং মানি হিসেবে দিতে হবে।

★★ সরাসরি অথবা বিকাশে বুকিং দেয়া যাবে, বিকাশে দিলে খরচ দিতে হবে।

★সাইফুল = ০১৫১৫২২৩২৬১, বিকাশ পার্সোনাল

★★ আমাদের আন্তরিকতা ও নিরাপত্তার কারণে বহু মেয়ে ট্রাভেলারস আমাদের গ্রুপ থেকে ভ্রমণ করেন এবং বরাবরের মত থাকছে মেয়েদের জন্য আলাদা রুমে থাকার ব্যবস্থা।

ভ্রমণে যা যা থাকছে

★★ ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়া আসা বাস টিকেট।

★★ খাগড়াছড়ি থেকে সাদা চাদের গাড়ি ২দিনের জন্য রিজার্ভ

নিয়ে সাজেক ও খাগড়াছড়ি সকল স্পট ভ্রমণ।

★★ সাজেকের সাজেক ক্লাসিক রিসোর্টে এক রাত্রি থাকা

★★ প্যাকেজে মোট ৬ বেলা খাবার।

▫️◽ সব সময় গাইড এবং মিনারেল ওয়াটারের ব্যবস্থা ।

★★সকল প্রকার প্রবেশ ফি।

◽▫️ডিএসএলআর ক্যামেরা দ্বারা ছবি সংরক্ষণ

★★ভ্রমণ স্পটগুলো★★
** সাজেক
** রুইলুই পাড়া
** কংলাক পাড়া
** হেলিপ্যাড
** রিসাং ঝর্ণা
** আলুটিলা গুহা
** জেলা পরিষদ পার্ক
** ঝুলন্ত ব্রীজ

#ভ্রমণের_সম্ভাব্য_বর্ণনাঃ
.. * রাত এ রওনা দিয়ে সকালে খাগড়াছড়ি পৌঁছাবো।

★ রেস্টুরেন্টে গিয়ে ফ্রেশ হয়ে এরপর নাস্তা।

★ এরপর নতুন চাঁদের গাড়িতে করে সাজেক রওনা।

★ এর পর সাজেক রওনা দিয়ে পৌঁছাবো দুপুরে।

★ হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার ।

★ বিকেলে কংলাক পাহাড়ের চূড়ায় সাজেকের অপরূপ দৃশ্য দেখব

🌞 সূর্যাস্ত দেখব হেলিপ্যাড থেকে

★ রাতে সবার অংশ গ্রহনে বারবিকিউ / বাম্বু চিকেন ডিনার।

★ পরের দিন ভোর 5 টায় ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখব এরপর মেঘে ঘেরা সাজেক এর বিভিন্ন স্পটের মেঘ দেখব ।

★ এরপর সকালের নাস্তা সেরে দশটার এসকর্ট এ খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা।

★ খাগড়াছড়ি পৌঁছানোর পর দুপুরের খাবার।

★ খাওয়া-দাওয়া শেষে রেস্ট এরপর-- আলুটিলা, হর্টিকালচার পার্ক, ঝুলন্ত ব্রিজ , রিছাং ঝর্না ঘুরে
রাত ১০ টার গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা হব ।

★★কোন হিডেন চার্জ নেই।★★★

★★ চাইল্ড পলিসিঃ

- ০ থেকে ৩ বছরের শিশুদের জন্য ফ্রি এবং ৩+ থেকে ৬ বছরের শিশুদের জন্য ৫০% ছাড় প্রযোজ

খাবার আইটেম
প্রথম দিনঃ
সকালঃ ডাল বাজি, ডিম মামলেট,চা, পরটা / রুটি । অথবা ভূনা খিচুড়ি ও চা ।

দুপুরঃ ভাত, পাহাড়ি মুরগি / হাঁসের মাংস, সবজি, ভর্তা, ডাল, সালাত,

রাতঃ বারবিকিউ পার্টি / বেম্বুচিকেন ও রুটি / বেম্বুচিকেন ভাত,সবজি, ভর্তা, ডাল, কোকাকোলা,

দ্বিতীয় দিনঃ
সকালঃ ডাল বাজি , ডিম মামলেট , পরটা ও চা ।

দুপুরঃ ভাত , গরু / হাঁস / পাহাড়ি মোরগের মাংস / মাছ , সবজি , মাছের ভর্তা , ডাল , সালাত ।

রাতেঃ ঢাকার বাবুর্চির স্পেশাল বিরিয়ানি / দুপুরের মেনু ।

★ আগ্রহীগণ দেখা করে অথবা বিকাশে বুকিং করতে পারবে।

★বুকিং এবং ভ্রমণ বিষয়ক যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন,

★ সাকিল = ০১৮৩৮৪৮৪৮৯৮
** সাবিত = ০১৮২০৭৩৭৪৭৫

★★ যারা এখনো আমাদের গ্রুপ এবং পেইজে জয়েন করেননি, তারা এখনি নিচের গ্রুপ এবং পেইজ লিংক ক্লিক করে জয়েন হয়ে নিন।

https://www.facebook.com/groups/sajektlover/?ref=share

https://www.facebook.com/NTGiud/

ঢাকা অফিস :- ৩৭, বীর উত্তম সি আর দত্ত নাহার প্লাজা ১৫০৬ / ৫ম তলা , হাতিরপুল ঢাকা ।

খাগড়াছড়ি অফিস :- খাগড়াছড়ি ঈদগা মার্কেট দ্বিতীয় তলা , সদর , খাগড়াছড়ি ।

03/12/2020

ডিসম্বরের ১৬,১৭,১৮ তারিখে ১/৪ হলে ১৬ জন
১/২ হলে ৮ জনের একটি টুর হবে ।
সাজেক ক্লাসিক রিসোর্টে ।

৪৮০০ টাকায় সাজেকে রিল্যাক্স গ্রুপ ট্যুর     * শুধুমাত্র চট্টগ্রাম ও তার আশপাশ এলাকার জন্য প্রযোজ্য *                   ...
29/11/2020

৪৮০০ টাকায় সাজেকে রিল্যাক্স গ্রুপ ট্যুর
* শুধুমাত্র চট্টগ্রাম ও তার আশপাশ এলাকার জন্য প্রযোজ্য *


(ভ্রমণ সময় ৩ দিন ২ রাত)

★★ (৪৮০০ টাকা জনপ্রতি)

★★ কাপলদের রুমের জন্য ১০০০ টাকা অতিরিক্ত লাগবে যদি কাপল রুম চান।

রওয়ানার তারিখ ২৭/১২/২০২০ ইং সকাল ০৯ টা চট্টগ্রাম বাইজিদ ক্যান্টনমেন্টের পাশে শান্তি কাউন্টার থেকে।

আসার তারিখ ২৯/১২/২০২০ ইং বিকাল ৩.৩০ টায় খাগড়াছড়ি হইতে ।

★★ বুকিং এর শেষ সময় আসন খালি সাপেক্ষ।

★★ বাস শান্তি পরিবহন

★★ যারা যাবেন আসন নিশ্চিত
করার জন্য অগ্রিম ১০০০ টাকা বুকিং মানি হিসেবে দিতে হবে।

★★ সরাসরি অথবা বিকাশে বুকিং দেয়া যাবে, বিকাশে দিলে খরচ দিতে হবে।

★সাইফুল = ০১৫১৫২২৩২৬১, বিকাশ পার্সোনাল

★★ আমাদের আন্তরিকতা ও নিরাপত্তার কারণে বহু মেয়ে ট্রাভেলারস আমাদের গ্রুপ থেকে ভ্রমণ করেন । এবং বরাবরের মত থাকছে মেয়েদের জন্য আলাদা রুমে থাকার ব্যবস্থা।

★★ ভ্রমণে যা যা থাকছে★★

★★ চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যাওয়া আসা বাস টিকেট।

★★ খাগড়াছড়ি থেকে সাদা চাদের গাড়ি ২দিনের জন্য রিজার্ভ নিয়ে সাজেক ও খাগড়াছড়ি সকল স্পট ভ্রমণ।

★★ খাগড়াছড়ি ও সাজেক কটেজে দুই রাত্রি থাকা ।

★★ প্রতি রুমে দুইটি বেড থাকবে

★★ প্রতি বেডে ২ জন করে মোট ৪ জন
★★ প্যাকেজে মোট ৭ বেলা খাবার।

★★সকল প্রকার প্রবেশ ফি।

★★ভ্রমণ স্পটগুলো★★

** সাজেক
** রুইলুই পাড়া
** কংলাক পাড়া
** হেলিপ্যাড
** রিসাং ঝর্ণা
** আলুটিলা গুহা
** জেলা পরিষদ পার্ক
** ঝুলন্ত ব্রীজ

#ভ্রমণের_সম্ভাব্য_বর্ণনাঃ
.. * সকালে এ রওনা দিয়ে দুপুরে আলুটিলা পৌঁছাবো।

★ আলুটিলা গুহা ঘুরে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হব

★ এরপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খাব ।

★ এর পর হর্টিকালচার পার্ক ও ঝুলন্ত ব্রিজ এর উদ্দেশ্যে রওনা দিব বিকাল ৪ টায় ।

★ রাতে খাগড়াছড়ির উপজাতি
মার্কেট ও খাগড়াছড়ি বাজারে ঘুরবো

🔸সকালে উঠে নাস্তা করে সকাল ৮ টায় সাজেক এর উদ্দেশ্যে রওনা হব

🔹দুপুর একটার মধ্যে সাজেকে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খাব

★ বিকেলে কংলাক পাহাড়ের চূড়ায় সাজেকের অপরূপ দৃশ্য দেখব

🌞 সূর্যাস্ত দেখব হেলিপ্যাড থেকে

★ রাতে সবার অংশ গ্রহনে বাম্বু চিকেন ডিনার।

★ পরের দিন ভোর 5 টায় ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখব এরপর মেঘে ঘেরা সাজেক এর বিভিন্ন স্পট ঘুরে দেখব।

★ এরপর সকালের নাস্তা সেরে দশটার এসকর্ট এ খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা।

★ খাগড়াছড়ি পৌঁছানোর পর দুপুরের খাবার খাব

★ খাওয়া-দাওয়া শেষে রেস্ট এর পর ৩.৩০ টার গাড়িতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হব ।

★★কোন হিডেন চার্জ নেই।★★★

★★ চাইল্ড পলিসিঃ

- ০ থেকে ৩ বছরের শিশুদের জন্য ফ্রি এবং ৩+ থেকে ৬ বছরের শিশুদের জন্য ৫০% ছাড় প্রযোজ

খাবার আইটেম
প্রথম দিন
দুপুরঃ ভাত, পাহাড়ি মুরগি / হাঁস / গরুর মাংস, সবজি, মাছের ভর্তা, ডাল, সালাত,

রাতঃ ঢাকার বাবুর্চির স্পেশাল বিরিয়ানি ।

দ্বিতীয় দিনঃ
সকালঃ ডাল বাজি , ডিম মামলেট , পরটা ও চা / ভূনা খিচুড়ি ও চা ।

দুপুরঃ ভাত , হাঁস /পাহাড়ি মোরগের মাংস / সবজি , ভর্তা , ডাল , সালাত

রাতেঃ ব্যাম্বু চিকেন ও পরোটা , সালাত / ভাত , সবজি , ভর্তা, ডাল , সালাত ।

তৃতীয় দিন
সকালে : ডালবাজি, ডিম মামলেট, পরটা , চা
দুপুরে :
মাছ , সবজি , ডাল ভর্তা , ডাল , সালাত ।

★ আগ্রহীগণ দেখা করে অথবা বিকাশে বুকিং করতে পারবে।

★বুকিং এবং ভ্রমণ বিষয়ক যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন,

★ সাকিল = ০১৮৩৮৪৮৪৮৯৮
** সাবিত = ০১৮২০৭৩৭৪৭৫

★★ যারা এখনো আমাদের গ্রুপ এবং পেইজে জয়েন করেননি, তারা এখনি নিচের গ্রুপ এবং পেইজ লিংক ক্লিক করে জয়েন হয়ে নিন।

https://www.facebook.com/groups/sajektlover/?ref=share

https://www.facebook.com/NTGiud/

চট্টগ্রাম অফিস :- বিপনী বিতান দ্বিতীয় তলা চট্টগ্রাম ।

খাগড়াছড়ি অফিস :- খাগড়াছড়ি ঈদগা মার্কেট দ্বিতীয় তলা , সদর , খাগড়াছড়ি।

যমজ দুই নারী ট্রাভেলার ✈️  &   তারা দুজনই ইন্দোনেশিয়ান Twins Girls ট্রাভেলার, মডেল এবং সেচ্ছাসেবী হিসেবে ব্যাপক পরিচিত। ...
26/11/2020

যমজ দুই নারী ট্রাভেলার ✈️

& তারা দুজনই ইন্দোনেশিয়ান Twins Girls ট্রাভেলার, মডেল এবং সেচ্ছাসেবী হিসেবে ব্যাপক পরিচিত। 🌸🌸
তারা সব সময় একই সাথে ঘুরেন সর্বএ।
এছাড়াও দুজনেই ইন্দোনেশিয়ার বিভিন্ন ব্রান্ডের মডেলিং ও টিভি ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেন।
তাছাড়াও তাদের একটি মুভমেন্ট আছে যেটি মূলত Instagram এ নামে পরিচালনা করা হয়। বিশ্ব ব্যাপি প্লাস্টিকের বিরুদ্ধে তাদের এই মুভমেন্ট।
তারা অব্যবহৃত প্লাস্টিক সংগ্রহ করে তা দিয়ে তারা বিভিন্ন জিনিস তৈরি করে তা বিক্রি করে এবং সেই টাকার একটি অংশ গাছ লাগানোর জন্য ব্যবহার করে।
তারা প্লাস্টিক পন্য ব্যবহার না করার জন্য সর্বদা সোচ্চার থাকেন এবং মানুষকে তা বর্জনের জন্য আহব্বান জানান।♥

হয়তো আমাদের দেশে তাদের কেউ তেমন ভাবে চিনবেন না। তবুও তাদের কে পরিচয় করিয়ে দেবার সাথে সাথে একটি ম্যাসেজ আমি দিতে চাই প্রকৃতি আসলেই ধংস্বের পথে।
প্রকৃতিকে বাঁচাতে সবাই সোচ্চার হউন।
প্লাস্টিক পন্য ব্যবহার করে তা যএতএ ফেলে আসবেন না।🙏

বিঃদ্রঃ ছবি গুলো তাদের থেকে সংগ্রহ করা এবং লিখা গুলো তাদের আইডি উপর বেস করে লিখেছি।
হয়তো কম বেশি ভুল থাকতে পারে।
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

লিখাঃ Mohammod Hasan Ali Shek
ধন্যবাদ।♥

৪৫০০ টাকায় সাজেকে গ্রুপ ট্যুর  বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে অংশগ্রহণ করতে পারবেন                        (ভ্রমণ সময় ৩ র...
26/11/2020

৪৫০০ টাকায় সাজেকে গ্রুপ ট্যুর

বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে অংশগ্রহণ করতে পারবেন


(ভ্রমণ সময় ৩ রাত ২ দিন)

★★ (৪৫০০ টাকা জনপ্রতি)

★★ কাপলদের রুমের জন্য ১০০০ টাকা অতিরিক্ত লাগবে যদি কাপল রুম চান।


রওয়ানার তারিখ ২৭/১২/২০২০ ইং রাত ১০ টা ঢাকা সায়েদাবাদ বাসট্যান্ড থেকে।

আসার তারিখ ২৯/১২/২০২০ ইং রাত ১০ টায় খাগড়াছড়ি হইতে রওয়ানা হবো ৩০ তারিখ সকাল ৫/৬ টার মধ্যে ঢাকা থাকবো ইনশাআল্লাহ।

★★ বুকিং এর শেষ সময় আসন খালি সাপেক্ষ।

★★ বাস ( শ্যামলী//ইউনিক/সেন্টমার্টিন পরিবহন)

★★ যারা যাবেন আসন নিশ্চিত করার জন্য অগ্রিম ১০০০ টাকা বুকিং মানি হিসেবে দিতে হবে।

★★ সরাসরি অথবা বিকাশে বুকিং দেয়া যাবে, বিকাশে দিলে খরচ দিতে হবে।

★সাইফুল = ০১৫১৫২২৩২৬১, বিকাশ পার্সোনাল

★★ আমাদের আন্তরিকতা ও নিরাপত্তার কারণে বহু মেয়ে ট্রাভেলারস আমাদের গ্রুপ থেকে ভ্রমণ করেন এবং বরাবরের মত থাকছে মেয়েদের জন্য আলাদা রুমে থাকার ব্যবস্থা।

ভ্রমণে যা যা থাকছে

★★ ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়া আসা বাস টিকেট।

★★ খাগড়াছড়ি থেকে সাদা চাদের গাড়ি ২দিনের জন্য রিজার্ভ নিয়ে সাজেক ও খাগড়াছড়ি সকল স্পট ভ্রমণ।
★★ সাজেকের কটেজে এক রাত্রি থাকা
★★ প্রতি রোমে দুইটি বেড থাকবে,
★★ প্রতি বেডে ২ জন করে মোট ৪ জন
★★ প্যাকেজে মোট ৬ বেলা খাবার।

★★সকল প্রকার প্রবেশ ফি।

★★ভ্রমণ স্পটগুলো★★
** সাজেক
** রুইলুই পাড়া
** কংলাক পাড়া
** হেলিপ্যাড
** রিসাং ঝর্ণা
** আলুটিলা গুহা
** জেলা পরিষদ পার্ক
** ঝুলন্ত ব্রীজ

#ভ্রমণের_সম্ভাব্য_বর্ণনাঃ
.. * রাত এ রওনা দিয়ে সকালে খাগড়াছড়ি পৌঁছাবো।

★ রেস্টুরেন্টে গিয়ে ফ্রেশ হয়ে এরপর নাস্তা।

★ এরপর নতুন চাঁদের গাড়িতে করে সাজেক রওনা।

★ এর পর সাজেক রওনা দিয়ে পৌঁছাবো দুপুরে।

★ হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার ।

★ বিকেলে কংলাক পাহাড়ের চূড়ায় সাজেকের অপরূপ দৃশ্য দেখব

🌞 সূর্যাস্ত দেখব হেলিপ্যাড থেকে

★ রাতে সবার অংশ গ্রহনে বাম্বু চিকেন ডিনার।

★ পরের দিন ভোর 5 টায় ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখব এরপর মেঘে ঘেরা সাজেক এর বিভিন্ন স্পটের মেঘ দেখব ।

★ এরপর সকালের নাস্তা সেরে দশটার এসকর্ট এ খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা।

★ খাগড়াছড়ি পৌঁছানোর পর দুপুরের খাবার।

★ খাওয়া-দাওয়া শেষে রেস্ট এরপর-- আলুটিলা, হর্টিকালচার পার্ক, ঝুলন্ত ব্রিজ , রিছাং ঝর্না ঘুরে
রাত ১০ টার গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা হব ।

★★কোন হিডেন চার্জ নেই।★★★

★★ চাইল্ড পলিসিঃ

- ০ থেকে ৩ বছরের শিশুদের জন্য ফ্রি এবং ৩+ থেকে ৬ বছরের শিশুদের জন্য ৫০% ছাড় প্রযোজ

খাবার আইটেম
প্রথম দিনঃ
সকালঃ ডাল বাজি, ডিম মামলেট,চা, পরটা / রুটি । অথবা ভূনা খিচুড়ি ও চা ।
দুপুরঃ ভাত, পাহাড়ি মুরগি / হাঁসের মাংস, সবজি, ভর্তা, ডাল, সালাত,

রাতঃ বেম্বুচিকেন ও রুটি / বেম্বুচিকেন ভাত,সবজি, ভর্তা, ডাল,

দ্বিতীয় দিনঃ
সকালঃ ডাল বাজি , ডিম মামলেট , পরটা ও চা ।
দুপুরঃ ভাত , গরু / হাঁস / পাহাড়ি মোরগের মাংস / মাছ , সবজি , মাছের ভর্তা , ডাল , সালাত ।

রাতেঃ ঢাকার বাবুর্চির স্পেশাল বিরিয়ানি ।

★ আগ্রহীগণ দেখা করে অথবা বিকাশে বুকিং করতে পারবে।

★বুকিং এবং ভ্রমণ বিষয়ক যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন,

★ সাকিল = ০১৮৩৮৪৮৪৮৯৮
** সাবিত = ০১৮২০৭৩৭৪৭৫

★★ যারা এখনো আমাদের গ্রুপ এবং পেইজে জয়েন করেননি, তারা এখনি নিচের গ্রুপ এবং পেইজ লিংক ক্লিক করে জয়েন হয়ে নিন।

https://www.facebook.com/groups/sajektlover/?ref=share

https://www.facebook.com/NTGiud/

ঢাকা অফিস :- ৩৭, বীর উত্তম সি আর দত্ত নাহার প্লাজা ১৫০৬ / ৫ম তলা , হাতিরপুল ঢাকা ।

খাগড়াছড়ি অফিস :- খাগড়াছড়ি ঈদগা মার্কেট দ্বিতীয় তলা , সদর , খাগড়াছড়ি ।

22/11/2020

2020 সালের সাজেকের শেষ টু্র কত তারিখে তা দুই দিনের মধ্যে জানানো হবে ।

🧑‍🎓🧑‍🏫সাজেক স্টুডেন্ট প্যাকেজ মাত্র ৩৪০০ টাকায় মেঘের রাজ্য সাজেক ভ্যালি ভ্রমণ, নিরাপদ ট্যুর এন্ড ট্রাভেলস এর সাথে☺️০১ - ...
17/11/2020

🧑‍🎓🧑‍🏫সাজেক স্টুডেন্ট প্যাকেজ মাত্র ৩৪০০ টাকায় মেঘের রাজ্য সাজেক ভ্যালি ভ্রমণ, নিরাপদ ট্যুর এন্ড ট্রাভেলস এর সাথে☺️
০১ - ০৩ ডিসেম্বর , ২০২০

( আসা যাওয়া ২ রাত, সাজেক থাকা ১ রাত)

আমাদের সাথে ভ্রমণ করার কারণ :-
স্টুডেন্ট প্যাকেজে পূর্বে আমাদের মত
রুম অন্য কেউ দেয়নি , আর খাবারের বিষয়ে আমরা সবসময়ই যত্নশীল ।

🚐যাত্রার তারিখ:
০১ ডিসেম্বর , ২০২০ রাত ১১ টা
( মিরপুর / সায়দাবাদ, ঢাকা কাউন্টার)

🚗ফেরার তারিখ ০৩ ডিসেম্বর, ২০২০ রাত ০৯:০০ টা
খাগড়াছড়ি থেকে ।

ঢাকা থেকে জনপ্রতিঃ
🚗 ৩৪০০/- জনপ্রতি ননএসি বাস

😎🤓বুকিং অনুযায়ী বাসের সিট দেওয়া হবে।

🚗সিট সংখ্যা - ৩৬ টি
( প্রয়োজনে বাড়ানো হবে)

♦️বাংলাদেশের যেকোনো জেলা থেকে অংশগ্রহণ করতে পারবেন। ঢাকার বাহিরে যারা আছেন তাদেরকে ঢাকাতে এসে জয়েন করতে হবে

***ইভেন্ট প্লান:

♦️ প্রথম দিনঃ ০১ ডিসেম্বর রাত ১১ টায় ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিবো।

♦️দ্বিতীয় দিনঃ ০২ ডিসেম্বর ভোরে খাগড়াছড়ি পৌছেই ফ্রেশ হয়ে সকালের নাস্তা খেয়ে রিজার্ভ চাঁদের গাড়ি করে সাজেকের উদ্দেশ্যে যাত্রা। যাত্রাপথে হাজাছড়া ঝর্না ( যদি প্রবেশের অনুমতি থাকে) পরখ করে সাজেক (রুইলুই পাড়া) পোঁছাবো, বেলা ১.০০ নাগাদ রিসোর্টে চেক-ইন। দুপুরের খাবারের পর রুইলুই পাড়া থেকে কংলাক যাত্রা। সূর্যাস্ত ✴️ দেখবো হেলিপ্যাডে এসে। রাতে বারবিকিউ ডিনার, আড্ডা।

♦️ তৃতীয় দিনঃ ০৩ ডিসেম্বর খুব ভোরে উঠে সাজেকের হেলিপ্যাডে গিয়ে সূর্য উদয় ✴️ দেখবো হোটেল থেকেও দেখা যাবে। ফিরে এসে সকালের নাস্তার পর ১০ টায় সাজেক ত্যাগ। এরপর খাগড়াছড়িতে বেলা ১টা দুপুরের খাবারের পর জেলা পরিষদের ঝুলন্ত ব্রীজ, রিসাং ঝর্ণা, আলুটিলা গুহা ঘুরে রাত ৯:৩০ টায় ঢাকার উদ্দেশ্যে রওনা।

♦️যেসব স্থানে আমরা ঘুরবোঃ
* সাজেক
* রুইলুই পাড়া সম্পূর্ণ
* কংলাক পাড়া সর্বোচ্চ চূড়া
* স্টোন গার্ডেন ( ২০ টাকা এন্ট্রি ফি ব্যক্তিগত)
* লুসাই গ্রাম ( ৩০ টাকা এন্ট্রি ফি ব্যক্তিগত )
* হাজাছড়া ঝর্ণা। ( যদি অনুমতি থাকে)
* রিসাং ঝর্ণা
* আলুটিলা গুহা ( ৪০ টাকা এন্ট্রি ফী আমাদের )
* জেলা পরিষদ পার্ক, ঝুলন্ত ব্রিজ ( ৩০ টাকা এন্ট্রি ফী আমাদের )
এবং সম্ভব হলে খাগড়াছড়ি শহরস্থ স্থান।

♦️ ভ্রমনে যা যা থাকছেঃ
★ ফ্রী ফটোগ্রাফি। 📸📷

১। ঢাকা টু খাগড়াছড়ি আপডাউন টিকিট (নন এসি/ এসি চেয়ার কোচ) 🚗🚐

২। প্রত্যেকটি রুম এটাচ বাথ বিশিষ্ট এবং রুমে দুইটি বড় খাট থাকবে

৩। কাপলদের জন্য এটাচ বাথ বিশিষ্ট রুম। 🏠

৪। মেয়েদের থাকার রুম আলাদা থাকবে।

৫। প্রতিদিন সকাল, দুপুর ও রাতের খাবার ( ৬ বেলা) 🍜🍛🍔
৬। অভ্যন্তরীন পরিবহনের জন্য দুই দিনের জন্য চাঁন্দের গাড়ি।🚗
৭। সাজেক, আলুটিলায়, জেলা পরিষদ পার্কে এন্ট্রি টিকিট।
৮। দক্ষ গাইড সার্ভিস, নিরপত্তা এবং উন্নত সেবা।

🤫 ভ্রমণে যা যা থাকছে নাঃ
১। কোন ব্যক্তিগত খরচ।
২। যাত্রা বিরতিতে খাবার।
৩। মিনারেল ওয়াটার খরচ।

♦️ভ্রমণে যা সাথে নেওয়া উচিতঃ

🤫 মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ অবশ্যই নিতে হবে। তা না হলে সাজেকে প্রবেশ করতে দিবে না।

১। রবি, টেলিটক, এয়ারটেল সিম অবশ্যই নিয়ে আসতে হবে। ( সাজেক ভ্যালিতে অন্য কোন সিমের নেটওয়ার্ক নেই)

২। পাওয়ার ব্যাংক।

৩। একান্ত ব্যক্তিগত ব্যবহার্য দ্রব্যাদি।

♦️কনফার্ম করার শেষ সময় ২৮ নভেম্বর ।
কনফার্ম করার জন্য বিকাশ খরচ সহ ১৫৩০/- টাকা জমা দিতে হবে, বাকী টাকা ট্যুরের আগে পরিশোধ করতে হবে।

***টাকা পরিশোধের উপায়:
বিকাশ পেমেন্ট করার আগে অবশ্যই ফোন করে জানাবেন। খরচসহ টাকা পাঠিয়ে অবশ্যই কল করে নিশ্চিত হবেন। সরাসরি এসে পেমেন্ট করতে পারেন ১৫০০/- টাকা।

🇧🇩ঢাকা অফিস ঠিকানাঃ ৩৭, বীরউত্তম সি আর দত্ত নাহার প্লাজা ১৫০৬, ৫ম তলা, হাতিরপুল ঢাকা

🔶খাগড়াছড়ি অফিস ঠিকানাঃ
খাগড়াছড়ি পৌরসভার ঈদগা মার্কেট ২য় তলা খাগড়াছড়ি।

📞বিকাশ পার্সোনাল নম্বরঃ ছনি :- ০১৫১৫২২৩২৬১

বিশেষ প্রয়োজনে 📲
সাকিল :- ০১৮৩৮৪৮৪৮৯৮
সাবিত :-। ০১৮২০৭৩৭৪৭৫

♦️বিশেষ দ্রষ্টব্যঃ
-বুকিং বাতিল পলিসি নাই, তবে রিপ্লেসমেন্ট পাওয়া গেলে বুকিং মানি ফিরিয়ে দেওয়া হবে।
- উন্নত গ্রাহক সেবা এবং নিরপত্তার কারনে আমাদের সাথে প্রচুর নারী ট্রাভেলার ভ্রমণ করে থাকেন তাই বরাবরের মতই মেয়েদের থাকার রুম আলাদা থাকবে।
- গ্রুপ ট্যুর তাই সবার সাথে একত্রে থেকে সময়টাকে উপভোগ করার মানসিকতা থাকতে হবে।
পেইজ লিংক :-
https://www.facebook.com/NTGiud/
গ্রুপ লিংক
https://www.facebook.com/groups/sajektlover/?ref=share

17/11/2020

সতর্কতাঃ পোস্ট
খাগড়াছড়ি জেলায় মোবাইল কোর্টের বিশেষ অভিযান শুরু হয়েছে সাজেক যাওয়ার সময় অবশ্যই সাথে মাক্স নিবেন ।

সকলের সামনে আমরা
13/11/2020

সকলের সামনে আমরা

13/11/2020

নিরাপদ ট্যুর এন্ড ট্রাভেলস এখন সাজেকের খুব কাছাকাছি

" ট্যুরিস্টদের আগমনে পরিবর্তন এলো পাহাড়ে "একসময় জুম চাষ ছাড়া জীবিকা নির্বাহের তেমন কোনো মাধ্যম ছিল না রাঙামাটি জেলার শে...
13/11/2020

" ট্যুরিস্টদের আগমনে পরিবর্তন এলো পাহাড়ে "

একসময় জুম চাষ ছাড়া জীবিকা নির্বাহের তেমন কোনো মাধ্যম ছিল না রাঙামাটি জেলার শেষসীমান্ত সাজেকে। কৃষিনির্ভর অর্থনীতির ওপর বেঁচে থাকা এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকায় নতুন মাত্রা যোগ করেছে পর্যটন। এতে অনেক নিম্ন আয়ের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বদলে গেছে তাদের জীবনধারা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সাজেকে পর্যটন কেন্দ্র গড়ে ওঠার আগে জুম চাষ ছাড়া ছোটখাটো ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন এ এলাকার মানুষ। তবে তাদের উৎপাদিত কৃষিজাত পণ্য অনেক কম দামে বিক্রি করতে হতো। কিন্তু সাজেকের পর্যটন জনপ্রিয় হওয়ার পর এসব পণ্যের চাহিদা বাড়তে থাকে। বাড়তে থাকে দামও। এতে দিন দিন দোকান-পাট ও ব্যবসাপ্রতিষ্ঠানও বৃদ্ধি পাচ্ছে।


তারা আরও বলছেন, পর্যটন জনপ্রিয় হওয়ার পর অনেকে পরিবারের জীবিকা নির্বাহের নতুন নতুন মাধ্যম সৃষ্টি হচ্ছে। তরুণরাও পর্যটনকেন্দ্রিক নানা কাজে ঝুঁকছেন। যাদের সামর্থ্য আছে তারা রিসোর্ট দিচ্ছে, জিপগাড়ি বা সিএনজি কিনছেন। আর যাদের সামর্থ্য নেই তারা এসব জায়গায় কাজ করে জীবিকা নির্বাহ করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সাজেকে বেসরকারি উদ্যোগে ৮০টির বেশি রিসোর্ট (কটেজ) গড়ে উঠেছে। প্রতিটি রিসোর্টে একজন ম্যানেজর ও ২ থেকে ৪ জন পর্যন্ত কর্মচারী কাজ করছেন। ৩৫টি রেস্টুরেন্ট রয়েছে। এসব রেস্টুরেন্টে ম্যানেজার, কর্মচারী, বাবুর্চি মিলিয়ে ৬ থেকে ১০ জন কাজ করছেন। এখনো অনেক কটেজ রেস্টুরেন্ট নির্মাণ করা হচ্ছে। যেখানে কাজ করছেন অসংখ্য মিস্ত্রি। শুধু এই রিসোর্ট ও রেস্টুরেন্টের মাধ্যমে হাজার খানেক মানুষের কর্মসংস্থান হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যার পর রাস্তার পাশে বিভিন্ন স্পটে অনেক ভাসমান খাবার

দোকান বসে। খাবার তৈরির কাজে মহিলা ও মেয়েদের বেশি দেখা যায়। এসব খাবারের মধ্যে রয়েছে ব্যাম্বু ফ্রাই, ব্যাম্বু টি (চা) ও সামুদ্রিক মাছ ভাজা বেশ জনপ্রিয়। তাছাড়া নানা ধরনের তৈরি খাবারসহ ফলমূল বিক্রি করেন তারা।

সাজেকের সবচেয়ে বড় সমস্যা পানি। রিসোর্ট ও রেস্টুরেন্টগুলোতে ব্যবহারের জন্য পানি নিয়ে আসতে হয় ঝর্ণা থেকে। চান্দের গাড়িতে করে ১ হাজার ৫০০ লিটার পানি আনা যায়। এই পানি বিক্রি হয় ১ হাজার টাকায়। ঝর্ণা থেকে পানি নিয়ে আসার কাজ করে অনেকেই জীবিকা নির্বাহ করছেন।

সাজেক ভ্যালির মূল পয়েন্টে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বসে ছোট বাজার। যেখানে পাহাড়ে উৎপাদিত নানা শাকসবজি ও ফলমূল ছাড়াও নানা ধরনের চাল বিক্রি করেন মহিলারা। পর্যটকদের কাছে এসব পণ্য বেশ ভালো দামে বিক্রি করছেন তারা।

পর্যটকদের সমতল থেকে পাহাড়ে নিয়ে আসতে পাঁচ শতাধিক গাড়ি রয়েছে। এসব গাড়ির মধ্যে চান্দের গাড়ি (জিপ), পিকআপ ও সিএনজি রয়েছে। যেগুলো প্রতিদিন পর্যটকদের বাঘাইছড়ি থেকে সাজেক ভ্যালিতে নিয়ে আসেন। এতে গাড়ির মালিক ছাড়াও চালক ও হেল্পারের জীবিকার সংস্থান হয়েছে। তাছাড়া অনেকে মোটরসাইকেলে করে পর্যটকদের পৌঁছে দিচ্ছে নির্দিষ্ট গন্তব্যে।

তাছাড়া বাঘাইহাট থেকে সাজেক ভ্যালিতে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় যাত্রাবিরতি দিতে হয়। এসব রাস্তার পাশে ছোট বাজার ও দোকান গড়ে উঠেছে। এসব দোকান বেশিরভাগই নারীরা পরিচালনা করেন। এর বাইরে পুরো রাস্তাজুড়ে ঝুড়িতে করে নানা ফলমূল বিক্রি করে পাহাড়ি ছেলেমেয়েরা। রাস্তার পাশে গাড়ি থামতেই পর্যটকদের কাছে ফলের ঝুড়ি নিয়ে ছুটে যান তারা। বিশেষ করে আখ, পেঁপে, কলা, কমলা, মালটা সুলভ মূল্যে বিক্রি করেন তারা।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শীতকালে বেশি পর্যটক এলেও সারা বছরই তাদের আনাগোনা থাকে সাজেকে। অন্যান্য দিনের তুলনায় শুক্রবার বেশি ভিড় থাকে। এ দিন কোনো রিসোর্টে তিল ধারণের জায়গা থাকে না। অনেক মানুষ জিপ গাড়িতেও (চান্দের গাড়ি) রাত কাটান। সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হলেও তা পর্যাপ্ত নয়। এ এলাকাকে আরও আকর্ষণীয় করে উপস্থাপন করতে পারলে বিশ্ব পর্যটনের বাজারে জায়গা করে নিতে পারে সাজেক। পাহাড়ি সম্ভাবনাকে কাজে লাগিয়ে সময়োপযোগী প্রকল্প গ্রহণ করলে স্থানীয়দের পাশাপাশি সরকারের রাজস্ব আহরণ করারও সুযোগ রয়েছে।

এসব বিষয়ে আলাপকালে সাজেক রিসোর্ট মালিকদের সংগঠনের সভাপতি খুশিরাম ত্রিপুরা বলেন, এখানে পর্যটন কেন্দ্র গড়ে ওঠায় অনেকে ভাগ্য বদলেছে। যাদের একটু জমি আছে তারা ব্যবসায়ীদের সঙ্গে চুক্তি করে রিসোর্ট গড়ে তুলছেন। অনেকেই কাজ পেয়েছেন। সরকারের পক্ষ থেকে আরও একটু জোর দিলে এই এলাকার মানুষ আরও সুন্দর জীবনযাপন করতে পারবে বলে জানান তিনি।

এসব বিষয়ে কথা হয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের সাথে। তিনি বলেন, এই অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। বিনামূল্যে সোলার প্যানেল বিরতণ করা হবে। সৌরবিদু্যতের আলোতে পাহাড়ি গ্রামগুলো আলোকিত হয়ে উঠবে। এতে তাদের ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কর্মকান্ড সহজ হবে। পাহাড়ের মানুষের জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন এলাকায় সরকারের পক্ষ মিশ্র ফল বাগান প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।‌।।

Address

Room #7589; Lucky Chamber 4th Floor, Motijheel C/A Dhaka-1000
Dhaka
4400

Alerts

Be the first to know and let us send you an email when Sajek Tour & Travel STT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sajek Tour & Travel STT:

Share

Category

আকর্ষণীয় স্থান ভ্রমণের বিশ্বস্ত সহযোগী ।

খাগড়াছড়ি,সাজেক ভ্যালি, আলুটিলা, রিছাং ঝর্না সহ আরো অনেক আকর্ষণীয় স্থান ভ্রমণের বিশ্বস্ত সহযোগী ।