Ridwan Ahmad

Ridwan Ahmad Hafiz Md Ridwan Ahmad welcome my Page

পায়ের তলায় তেল লাগানোর উপকারিতা১। একজন মহিলার নানার ৮৭ বছর বয়সে মৃত্যু হয়েছে, কিন্তু তার পিঠ বাঁকা হয়নি, গাঁটে ব্যথ...
02/02/2025

পায়ের তলায় তেল লাগানোর উপকারিতা

১। একজন মহিলার নানার ৮৭ বছর বয়সে মৃত্যু হয়েছে, কিন্তু তার পিঠ বাঁকা হয়নি, গাঁটে ব্যথা হয়নি, মাথা ব্যথা বা দাঁতের সমস্যা হয়নি। তিনি বলেছিলেন, "কলকাতায় রেললাইনের কাজ করার সময় একজন বুদ্ধিমান ব্যক্তি আমাকে শিখিয়েছিলেন যে, ঘুমানোর আগে পায়ের তলায় তেল লাগালে শারীরিক সুস্থতা বজায় থাকে।"

২। একজন ছাত্র জানিয়েছে, তার মায়ের পরামর্শে সে তেল লাগানোর অভ্যাস করেছিল। তার মায়ের দৃষ্টিশক্তি একসময় কমে গিয়েছিল, কিন্তু তেল লাগানোর মাধ্যমে ধীরে ধীরে তা স্বাভাবিক হয়ে যায়।

৩। এক ব্যবসায়ী চিত্রালে একবার ঘুমাতে না পারায় এক বৃদ্ধ রাত্রিকালীন প্রহরী তাকে পায়ের তলায় তেল লাগানোর পরামর্শ দেন। ফলস্বরূপ, তিনি গভীর ঘুমে ঢলে পড়েন।

৪। ঘুমানোর আগে পায়ের তলায় তেল লাগালে ক্লান্তি দূর হয় এবং গভীর ঘুম আসে।

৫। আমার পেটের সমস্যাও পায়ের তলায় তেল লাগানোর মাধ্যমে দুই দিনের মধ্যে সেরে গেছে।

৬। তেল লাগানোর এই অভ্যাসে সত্যিই জাদুর মতো কাজ করে!

৭। আমি ১৫ বছর ধরে এটি করছি। আমার সন্তানদেরও পায়ের তলায় তেল লাগাই, এতে তারা সুস্থ থাকে।

৮। পায়ে ব্যথা ছিল, তেল লাগিয়ে ব্যথা দূর হয়েছে।

৯। পায়ের ফোলাভাবও মাত্র দুই দিনে কমে গেছে।

১০। এটি ঘুমের ওষুধের থেকে ভালো কাজ করে।

১১। একজন থাইরয়েড রোগী তেল লাগানোর অভ্যাসে ধীরে ধীরে সুস্থতা লাভ করেছেন।

১২। বয়স ৯০-এর এক হাকিম আমাকে বাওয়াসিরের চিকিৎসায় তেল লাগানোর পরামর্শ দিয়েছিলেন। এটি শুধু বাওয়াসিরই নয়, কোষ্ঠকাঠিন্য এবং শরীরের ক্লান্তিও দূর করেছে।

পদ্ধতি
রাতে ঘুমানোর আগে সরিষার তেল, জলপাই তেল বা যে কোনো তেল পায়ের তলায় ২-৩ মিনিট ধরে ভালোভাবে মালিশ করুন। শিশুদেরও এই অভ্যাস গড়ে তুলুন।

প্রাচীন চীনা চিকিৎসা মতে, পায়ের নিচে প্রায় ১০০টি এক্যুপ্রেশার পয়েন্ট রয়েছে, যেগুলো মালিশের মাধ্যমে শরীরকে সুস্থ রাখে।

শেয়ার করুন:
এই সহজ অথচ কার্যকর পদ্ধতিটি সবার সাথে শেয়ার করুন। এটি আপনার জন্য সওয়াবের কাজ হবে।

আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন।

মুফতী মুহাম্মাদ আলী কাসেমী
30/০১/২০২৫ ঈসায়ী

02/02/2025

সৌদি কর্তৃপক্ষের জরুরী নোটিশ :
* পবিত্র হজ্ব উপলক্ষে ২৫ এপ্রিলের পূর্বে সবাইকে সৌদি আরব থেকে বের হতে হবে।
* ২০ মার্চ ওমরাহ ভিসার সিস্টেম বন্ধ হবে। তাই রমযানের শেষে বা ঈদের পর ওমরাহ পালনে ইচ্ছুকদের দ্রুত ভিসা করতে হবে।

সচেতনতায়:
ডিলাইট হজ্ব গ্রুপ, ঢাকা

৪ মার্চ রমযানের শুরুর ওমরাহ গ্রুপে দ্রুত বুকিং দিন। ফুল প্যাকেজ SV ১,৭০,০০০ মাত্র01886-611341
02/02/2025

৪ মার্চ রমযানের শুরুর ওমরাহ গ্রুপে দ্রুত বুকিং দিন। ফুল প্যাকেজ SV ১,৭০,০০০ মাত্র
01886-611341

৪ মার্চ রমযানের শুরুর ওমরাহ গ্রুপে দ্রুত বুকিং দিন। ফুল প্যাকেজ  1,60,000+1,70,000 মাত্র
02/02/2025

৪ মার্চ রমযানের শুরুর ওমরাহ গ্রুপে দ্রুত বুকিং দিন। ফুল প্যাকেজ 1,60,000+1,70,000 মাত্র

পবিত্র মক্কাতুল মুকাররমায় পৌঁছে সবাইকে নিয়ে ওমরাহ'র কার্যক্রম সম্পন্ন করলেন Delight Hajj Group  এর চেয়ারম্যান আলহাজ্ব...
02/02/2025

পবিত্র মক্কাতুল মুকাররমায় পৌঁছে সবাইকে নিয়ে ওমরাহ'র কার্যক্রম সম্পন্ন করলেন Delight Hajj Group এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মুহাম্মদ Neser Uddin

আলহামদুলিল্লাহ সকল হাজী সাহেবগণ সূস্থ্য আছেন, ভালো আছেন।

পিরোজপুর টু ঢাকা নিরাপদ সফরের জন্য দোয়া চাই
02/02/2025

পিরোজপুর টু ঢাকা নিরাপদ সফরের জন্য দোয়া চাই

ডিলাইট ওমরাহ গ্রুপ মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমার পথে।রব্বে কা'বা আমাদের ওমরাহ'কে সহজ করে দিন, কবুল করে নিন...
02/02/2025

ডিলাইট ওমরাহ গ্রুপ মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমার পথে।
রব্বে কা'বা আমাদের ওমরাহ'কে সহজ করে দিন, কবুল করে নিন।

০১/০২/২০২৫

01/02/2025
31/01/2025

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত মাদ্রাসা

31/01/2025

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা

যখন আমরা মিথ্যা বলি,আমরা ভাবি কেউ বুঝতে পারে না যে এটি মিথ্যা।যখন সবাই বুঝতে পারে আমি  মিথ্যা বলি , তখন কেউ আমাদের কিছু ...
31/01/2025

যখন আমরা মিথ্যা বলি,
আমরা ভাবি কেউ বুঝতে পারে না যে এটি মিথ্যা।
যখন সবাই বুঝতে পারে আমি মিথ্যা বলি ,
তখন কেউ আমাদের কিছু বলে না, কারণ তারা ভাবে
এটি তাদের সময়ের অপচয় , দুরে সরে যায় সবাই !

আলহামদুলিল্লাহ ডিলাইট হজ্ব গ্রুপের জানুয়ারী'২৫ মাসের শেষ গ্রুপের ওমরাহ যাত্রীদেরকে মদিনাতুল মনোয়ারার দর্শনীয় ও বরকতময...
30/01/2025

আলহামদুলিল্লাহ ডিলাইট হজ্ব গ্রুপের জানুয়ারী'২৫ মাসের শেষ গ্রুপের ওমরাহ যাত্রীদেরকে মদিনাতুল মনোয়ারার দর্শনীয় ও বরকতময় স্থানসমূহ জিয়ারা করান Delight Hajj Group এর চেয়ারম্যান মাওলানা আলহাজ্ব মোহাম্মদ Neser Uddin

30/01/2025
30/01/2025

সোনার মদিনা আমার প্রাণের মদিনা।

আজ বাদ আসর মদিনাতুল মনোয়ারার মসজিদে নব্বী সংলগ্ন কিছু ঐতিহাসিক ও বরকতময় স্থান জিয়ারার উদ্দেশ্যে বের হয়েছে Delight Ha...
28/01/2025

আজ বাদ আসর মদিনাতুল মনোয়ারার মসজিদে নব্বী সংলগ্ন কিছু ঐতিহাসিক ও বরকতময় স্থান জিয়ারার উদ্দেশ্যে বের হয়েছে Delight Hajj Group এর চেয়ারম্যান
আলহাজ্ব মাওলানা মোঃ Neser Uddin ।
মসজিদে গামামা, মসজিদ আবু বকর, মসজিদ ওমর, মসজিদ ওসমান, মসজিদ আলী, মসজিদ বুখারী, বনু সাকিফা, জান্নাতুল বাকী জিয়ারাকালীন নবাগত হাজী সাহেবদের আবেগতাড়িত অভিব্যক্তি শুনে রব্বে কা'বার শুকরিয়া আদায় করেন সকল হাজী সাহেব ঘন ।

রব্বে কা'বার অশেষ দয়ায় প্রিয় নবী সা.-এর রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে মদিনাতুল মুনাওয়ারার পথে রওয়ানা হলেন ডিলাইট ...
27/01/2025

রব্বে কা'বার অশেষ দয়ায় প্রিয় নবী সা.-এর রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে মদিনাতুল মুনাওয়ারার পথে রওয়ানা হলেন ডিলাইট হজ গুরুপ এর সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ নেসার উদ্দিন সহ সম্মানিত হাজী সাহেবগণ

আল্লাহ তাআলা পবিত্র ওমরা সফরকে সহজ করে দিক

Address

Dhaka
1262

Telephone

+8801833979004

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ridwan Ahmad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ridwan Ahmad:

Videos

Share

Category