AJWAH Hajj Agency

AJWAH Hajj Agency Standard Service of Allah Guests... The licenses under which we provide Umrah and Hajj services are: Noor Mecca Madina Hajj Service, License No-1414
(2)

18/11/2024

২৫ ডিসেম্বর ডিরেক্ট ফ্লাইট ২ সিট খালি আছে।
ফুল প্যাকেজ মূল্য ---১,৩৯,৫০০/-

15/11/2024

উমরাহ যে দরিদ্রতা কমায়, রাসুলের এই হাদিসের চাক্ষুস প্রমান দেখলাম…

আমার খুব নিকটাত্মীয় একজন। একসময় বেশ সম্পদশালী ছিলেন। পরবর্তীতে ব‍্যবসায় লসসহ নানা কারনে এতটাই অর্থসংকটে পড়েন যে, এমনও দিন গিয়েছে যে একদিনের বাজার খরচটা পর্যন্ত তার কাছে থাকতো না। চক্ষু লজ্জার কারনে কারো কাছে চাইতেও পারতেন না, এদিকে অর্থ সংকট দিন দিন আরও ঘণিভুত হচ্ছিল।

তার একটি জমি ছিল। যেই জমিটার বাজার মুল্য বেশ চড়া। কিন্তু গত ৫ বছর যাবত এই জমিটি তিনি বহুবার বিক্রি করতে চেয়েও করতে পারেন নি। নানা ভুয়া দখলদারের ভুয়া কাগজপত্রের জেরে এবং ভিলেজ পলিটিক্সের কারনে বহুবারই ক্রেতা কেনার ওয়াদা করেও ফিরে গিয়েছে। একটা পর্যায়ে তিনি আশাই ছেড়ে দিলেন, এই জমি আর বিক্রি করা সম্ভব হবে না।

এদিকে লোনের পর লোন করতে করতে প্রায় ৩০ লক্ষ টাকা লোন হয়ে গিয়েছিল তার। মাঝে মাঝেই আমাকে বলতেন, আল্লাহ যদি আত্মহত্যা করা জায়েজ রাখতো বহু আগেই আমি এই দুনিয়া থেকে চলে যেতাম।

এই বছর এপ্রিলের কাহিনী…

সিদ্ধান্ত নিলেন উমরাহ করতে যাবেন। সবাই অবাক। বাজার খরচ নাই, সেখানে উমরাহ করতে চাওয়া তো বিলাসিতা মনে হয় অনেকের কাছে। কিন্তু তিনি নাছোড়বান্দা। তার বড় ভাই থেকে ১ লক্ষ টাকা লোন করে উমরাহর জন্য নাম লেখালেন।

কিন্তু আল্লাহর কী ফায়সালা। তার উমরাহ ভিসা হলো না। প্লেনের টিকেট কেটেছিলেন আগেই। এয়ারপোর্টে লাগেজ নিয়ে চলে গিয়েছিলেন এই আশায় যে যদি শেষ মুহুর্তে ভিসা আসে। কিন্তু ভিসা আর আসলো না…

একে একে আমরা সবাই প্লেনে উঠে গেলাম। তিনি এয়ারপোর্টের বাইরে ঠায় দাড়িয়ে রইলেন বহুক্ষন।

ক্লান্ত, শ্রান্ত!

একটু ভাবুন তার মনের অবস্থা… ১ লক্ষ টাকা লোন করে যে টিকেট কেটেছিলেন, সেটা ছিল প্রায় নন রিফেন্ডবল। (মানে নানা কাহিনী করে খুব সামান্য টাকা ফেরত পাওয়া গিয়েছিল।)

তার লোনের পরিমান বাড়লো, যাওয়া হলো না উমরাহতেও।

এত বড় পরিক্ষাতে আমি হলে কী করতাম জানি না। কিন্ত তিনি সবর করলেন। কষ্ট ছিল, আফসোস ছিল, কিন্ত সেই সাথে রবের ফায়সালাতে সন্তুষ্টিও ছিল।

মাস দুয়েক আগে! পুনরায় তিনি উমরাহতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কী অদম্য জযবা তার। নানা দিক থেকে আবারও টাকা ম্যানেজ করে উড়াল দিলেন আল্লাহর ঘরের উদ্দেশ‍্যে। এবং ১৩ দিনের মুবারক সফর শেষে বাড়ি ফিরে আসলেন।

ইহরামের চাদর গায়ে তার তাওয়াফ, উমরাহ, আল্লাহর কাছে রোনাজারী, এতদিনকার সবর… সব যেন কবুল হয়ে গেলো একসাথেই।..

ফিরে আসার এক মাসের মাথায় তার সেই জমিটির এক চতুর্থাংশ বিক্রি হয়ে গেলো। যেই জমিটি বিক্রির জন‍্য জুতার তলা ক্ষয় করে ফেলেছিলেন, সেই জমি সেধে এসে কিনে নিলো এক ক্রেতা। এরপর সেই বিক্রির খবর যখন এলাকাতে জানাজানি হলো, আরও একজন ক্রেতা কেনার আগ্রহ প্রকাশ করলেন। অবশেষে মাত্র সপ্তাহখানেকের আলোচনা শেষে আজ রেজিস্ট্রি হয়ে গেলো আরও এক চতুর্থাংশেরও।

অর্ধেক জমি বিক্রি হয়ে গিয়েছে শুনে এখন আর ক্রেতার অভাব হচ্ছে না। জমির ভুয়া দখলদারের কারনে সবাই দোটানার মধ‍্যে থাকলেও, এখন আর সেই ভয়টা নেই।

যাকাত নেয়ার উপযুক্ত ব‍্যক্তি হয়ে গেলেন যাকাত দাতা। এক ঝটকায় ত্রিশ লক্ষ টাকা লোন শোধ হয়ে তিনি আলহামদুলিল্লাহ আজ বেশ বড় ফিগারের অর্থের মালিক।

পৃথিবীর সব মিথ‍্যা হয়ে যেতে পারে। আমার আল্লাহর কথা, তার রাসুলের বানীর একটি অক্ষরও তো মিথ‍্যা হতে পারেনা।

“তোমরা বারবার হজ ও উমরাহ করতে থাক। কারণ এ দুটি দারিদ্র্য ও গুনাহকে এমনভাবে দূর করে, যেমনভাবে হাঁপর লোহা ও সোনা-রুপার ময়লা দূর করে।” - সুনানে নাসায়ী।
সংগ্রহীত_

14/11/2024

ডিরেক্ট ফ্লাইট উমরাহ প্যাকেজ! ২৬ নভেম্বর ১৪ দিনের। ১৩৮,০০০/- ফুল প্যাকেজ। দ্রুত যোগাযোগ করুন: 01861-918614

১ বছর মেয়াদি সৌদি আরবের মাল্টিপল ভিসা! সৌদি বিজনেস( মাল্টিপল) ভিজিট ভিসা প্রসেসিং শুরু হয়েছে !——————————————————————ভিসা...
14/11/2024

১ বছর মেয়াদি সৌদি আরবের মাল্টিপল ভিসা! সৌদি বিজনেস( মাল্টিপল) ভিজিট ভিসা প্রসেসিং শুরু হয়েছে !
——————————————————————

ভিসা ক্যাটেগরি / (জিয়ারা লিত্তেজারাহ ) যারা বেড়াতে অথবা বিজনেস করতে অথবা সৌদি আরবের প্রচুর বিজনেস সম্ভাবনাকে কাজে লাগাতে সৌদি আরব যেতে চান এবং একটু বেশি দিন থাকতে চান তাদের জন্য সৌদি আরবের বিজনেস ভিজিট ভিসা।
এই ভিসায় আপনি যে সকল সুবিধা পাবেন !
———————————————————————
১. প্রতি বার সর্বোচ্চ ৩ মাস করে ১ বছর পর্যন্ত সৌদি আরবে থাকতে পারবেন ।
২. এক বছরের মধ্যে যতবার ইচ্ছা দেশে যাতায়েত করতে পারবেন পুণরায় সৌদি আরব ডুকতে আপনার নতুন করে ভিসা নিতে হবে না।
৩. এই ভিসায় আপনি পবিত্র মক্কা মদিনা যিয়ারত সহ উমরাহ পালন করতে পারবেন।
৪. এই ভিসায় আপনি সৌদি আরবের যে কোন স্থানে ভ্রমন করতে পারবেন এবং বিজনেস opportunity (সম্ভাবনা ) যাচাই করতে পারবেন ।
৫. সর্বাপরি বিজনেস ভিসা হওয়াতে সৌদি আরবের যে কোন জাগায় আপনি সম্মান পাবেন এবং পরবর্তিতে অন্য যে কোন দেশের ভিসা পাওয়ার জন্য এই ভিসা আপনার জন্য বড় সহায়ক হবে !

ভিসার ধরণ: বিজনেস ভিজিট ১ বছর (Multiple entry)

প্রয়োজনীয় ডকুমেন্টস যা যা লাগবেঃ
১. মূল পাসপোর্ট ও ছবি।
২. ট্রেড লাইসেন্সের স্ক্যান কপি
৩. ভিজিটিং কার্ড ও প্যাড
৪. আইডি / জন্ম নিবন্ধন মুল কপি।
৫. পুলিশ ক্লিয়ারেন্স।

নোট: বিশেষ প্রয়োজনে আপনার সকল ডকুমেন্ট সাপোর্ট দিয়ে ভিসা করার ব্যবস্থা আছে !

রব্বে ক'বার মেহমান হিসেবে আপনার আগ্রহকে বরাবরই মুল্যায়ন করে AJWAH Hajj Agency। চাহিদা অনুযায়ী উমরাহ প্যাকেজ বুকিং করুন এবং আপনার যাত্রাকে করুন ভাবনাহীন। কল করুন স্ক্রিনে থাকা নাম্বারে অথবা সরাসরি চলে আসুন অফিসে। এছাড়াও আজওয়াহ হজ্ব এজেন্সিতে হজ্বের নিবন্ধন চলছে।

যোগাযোগ করুন:
01861-918614 (ফোন/ হোয়াটসঅ্যাপ )
ইমেইল: [email protected]
H-30/32, R-5, B-E, S-1, Aftab Nagor
Badda, Dhaka-1212

আবারও শুরু হলো ১ বছর মেয়াদি সৌদি আরবের মাল্টিপল ভিসা! সৌদি বিজনেস( মাল্টিপল) ভিজিট ভিসা প্রসেসিং শুরু হয়েছে !———————————...
14/11/2024

আবারও শুরু হলো ১ বছর মেয়াদি সৌদি আরবের মাল্টিপল ভিসা! সৌদি বিজনেস( মাল্টিপল) ভিজিট ভিসা প্রসেসিং শুরু হয়েছে !

——————————————————————
ভিসা ক্যাটেগরি / (জিয়ারা লিত্তেজারাহ ) যারা বেড়াতে অথবা বিজনেস করতে অথবা সৌদি আরবের প্রচুর বিজনেস সম্ভাবনাকে কাজে লাগাতে সৌদি আরব যেতে চান এবং একটু বেশি দিন থাকতে চান তাদের জন্য সৌদি আরবের বিজনেস ভিজিট ভিসা।
এই ভিসায় আপনি যে সকল সুবিধা পাবেন !
———————————————————————
১. প্রতি বার সর্বোচ্চ ৩ মাস করে ১ বছর পর্যন্ত সৌদি আরবে থাকতে পারবেন ।
২. এক বছরের মধ্যে যতবার ইচ্ছা দেশে যাতায়েত করতে পারবেন পুণরায় সৌদি আরব ডুকতে আপনার নতুন করে ভিসা নিতে হবে না।
৩. এই ভিসায় আপনি পবিত্র মক্কা মদিনা যিয়ারত সহ উমরাহ পালন করতে পারবেন।
৪. এই ভিসায় আপনি সৌদি আরবের যে কোন স্থানে ভ্রমন করতে পারবেন এবং বিজনেস opportunity (সম্ভাবনা ) যাচাই করতে পারবেন ।
৫. সর্বাপরি বিজনেস ভিসা হওয়াতে সৌদি আরবের যে কোন জাগায় আপনি সম্মান পাবেন এবং পরবর্তিতে অন্য যে কোন দেশের ভিসা পাওয়ার জন্য এই ভিসা আপনার জন্য বড় সহায়ক হবে !
ভিসার ধরণ: বিজনেস ভিজিট ১ বছর (Multiple entry)

প্রয়োজনীয় ডকুমেন্টস যা যা লাগবেঃ
১. মূল পাসপোর্ট ও ছবি।
২. ট্রেড লাইসেন্সের স্ক্যান কপি
৩. ভিজিটিং কার্ড ও প্যাড
৪. আইডি / জন্ম নিবন্ধন মুল কপি।
৫. পুলিশ ক্লিয়ারেন্স।

নোট: বিশেষ প্রয়োজনে আপনার সকল ডকুমেন্ট সাপোর্ট দিয়ে ভিসা করার ব্যবস্থা আছে !

রব্বে ক'বার মেহমান হিসেবে আপনার আগ্রহকে বরাবরই মুল্যায়ন করে AJWAH Hajj Agency। চাহিদা অনুযায়ী উমরাহ প্যাকেজ বুকিং করুন এবং আপনার যাত্রাকে করুন ভাবনাহীন। কল করুন স্ক্রিনে থাকা নাম্বারে অথবা সরাসরি চলে আসুন অফিসে। এছাড়াও আজওয়াহ হজ্ব এজেন্সিতে হজ্বের নিবন্ধন চলছে।

যোগাযোগ করুন:
01861-918614 (ফোন/ হোয়াটসঅ্যাপ )
ইমেইল: [email protected]
H-30/32, R-5, B-E, S-1, Aftab Nagor
Badda, Dhaka-1212

ক্লাইন্ড ম্যানেজমেন্ট এবং কাস্টমার কন্টাক্টের জন্য ২জন কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ হবে।কোম্পানি: ট্রাভেল কোম্পানি এবং ...
11/11/2024

ক্লাইন্ড ম্যানেজমেন্ট এবং কাস্টমার কন্টাক্টের জন্য ২জন কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ হবে।
কোম্পানি: ট্রাভেল কোম্পানি এবং অনলাইন শপ।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান সম্পন্ন
দক্ষতা: কাস্টমার সার্ভিসের ৬ মাস জব (জরুরী নয়)।
সেলারি: আলোচনা সাপেক্ষে।
অফিস: আফতাব নগর, বাড্ডা।
সিভি পাঠান: [email protected]
What's app: 01861-918614

11/11/2024

সৌদি মাল্টিপল বিজনেস ভিসার জন্য যোগাযোগ করুন। দ্রুত যোগাযোগ করুন। যে কোনো সময় বন্ধ হতে পারে...
01861-918614

আলহামদুলিল্লাহ্!মক্কার ২টা জিয়ারাহ্ শেষ করেছি আমরা। একটি গাড়িতে করে আরেকটি পায়ে হেটে। আমাদের পরবর্তী উমরাহ্ প্যাকেজ আগাম...
27/10/2024

আলহামদুলিল্লাহ্!
মক্কার ২টা জিয়ারাহ্ শেষ করেছি আমরা। একটি গাড়িতে করে আরেকটি পায়ে হেটে।

আমাদের পরবর্তী উমরাহ্ প্যাকেজ আগামী ২৫ নভেম্বর ২৫।

25/10/2024

লাখো মানুষের সমাগম
মক্কার জুম'আর জামাত...

আলহামদুলিল্লাহ্! আমাদের হাজ্বীগণ মুয়াল্লিমসহ মদীনা থেকে মক্কার উদ্দেশ্য যাত্রা শুরু করেছে। রাব্বুল কা'বা সহলকে কবুল করুন...
24/10/2024

আলহামদুলিল্লাহ্!
আমাদের হাজ্বীগণ মুয়াল্লিমসহ মদীনা থেকে মক্কার উদ্দেশ্য যাত্রা শুরু করেছে।
রাব্বুল কা'বা সহলকে কবুল করুন এবং সকলকে উমরাহ পালনের তাওফিক দিন। আমিন!

আলহামদুলিল্লাহ্! অক্টোবরের ৭ দিনের প্যাকেজের হাজ্বীগণ মদীনার সকল জিয়ারাহ্ সফল ভাবে সম্পন্ন করেছেন আজ।
24/10/2024

আলহামদুলিল্লাহ্!
অক্টোবরের ৭ দিনের প্যাকেজের হাজ্বীগণ মদীনার সকল জিয়ারাহ্ সফল ভাবে সম্পন্ন করেছেন আজ।

আলহামদুলিল্লাহ্! আমাদের অক্টোবরের ৭ দিনের শর্ট প্যাকেজের যাত্রীগণ এখন আকাশে উড়ার অপেক্ষায়...নভেম্বরের প্যাকেজ ২৫ নভেম্বর...
21/10/2024

আলহামদুলিল্লাহ্! আমাদের অক্টোবরের ৭ দিনের শর্ট প্যাকেজের যাত্রীগণ এখন আকাশে উড়ার অপেক্ষায়...
নভেম্বরের প্যাকেজ ২৫ নভেম্বর।

20/10/2024

৭ দিনের উমরাহ গ্রুপ প্যাকেজ। যারা সময়ের স্বল্পতার কারনে কম সময়ে উমরাহ সম্পন্ন করতে চান তাদের জন্য। আপনার আসনটি নিশ্চিৎ করতে আজই যোগাযোগ করুন।

চাহিদা অনুযায়ী উমরাহ প্যাকেজ বুকিং করুন এবং আপনার যাত্রাকে করুন ভাবনাহীন। উমরাহ্ বুকিং এর জন্য আজই যোগাযাগ করুন আজওয়াহ হজ্জ এজেন্সিতে। কল করুন স্ক্রিনে থাকা নাম্বারে অথবা সরাসরি চলে আসুন অফিসে।

উমরাহ সফর
২৫ নভেম্বর, ২৩ ডিসেম্বর
(ডাইরেক্ট এবং ট্রানজিট উভয় ধরনের প্যাকেজ আছে)

♦ ৭ দিনের সফর
উমরাহ্‌ প্যাকেজের অন্তর্ভুক্ত___
♦ রিটার্ন এয়ার টিকেট।
♦ উমরাহ্ ভিসা।
♦ মক্কা-মদিনা হোটেল।
♦ সকল ট্রান্সপোর্টঃ জেদ্দা – মক্কা – মদিনা।
♦ মক্কায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন - জিয়ারা।
♦ মদিনায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন – জিয়ারা।
♦ উমরাহ্’র বাংলাদেশী গাইড।
♦ ৩ বেলা খবার।

উমরাহ্‌ প্যাকেজে আমাদের হোটেল___
ইকনোমি স্ট্যান্ডার্ড প্যাকেজঃ
♦ মক্কা – হোটেল (২৫০ মিটারের মধ্যে)।
মাক্কাহ্ হোটেলে এর নামঃ Hotel ‍AL Ghali/Lou Lou Al Says সিমিলার।
♦ মদিনা – হোটেল (২০০-৩০০ মিটারের মধ্যে)।
মাদীনা হোটেল এর নামঃ
Taj Ward Hotel Madinah/ সিমিলার।

উমরাহ বুকিং করার জন্য যা যা লাগবে__
১. পাসপোর্টের কপি।
২. বুকিং মানিঃ প্যাকেজ মূল্যের ৫০%।
* ৩০% টাকা টিকেট কনফার্ম করার সময় বাকি ২০% টাকা সবকিছু বুঝে নেওয়ার সময় পরিশোধ করতে হবে।

যোগাযোগ করুন:
01861-918614
ইমেইল: [email protected]
H-30-32, R-5, B-E, S-1, Aftab Nagor
Badda, Dhaka-1212

সব কিছু উমরাহ সহিহ হওয়ার জন্য আবশ্যক না। তবে প্রয়োজনীয়। ব্যবহারের প্রয়োজনীয়তা অনুযায়ী চাইলে কিছু জিনিস বাদ দিতে পারেন। শ...
18/10/2024

সব কিছু উমরাহ সহিহ হওয়ার জন্য আবশ্যক না। তবে প্রয়োজনীয়। ব্যবহারের প্রয়োজনীয়তা অনুযায়ী চাইলে কিছু জিনিস বাদ দিতে পারেন। শুকরিয়া!

আল্লাহ্ সকলকে পবিত্র কা'বা তাওয়াফ ও রাসূলের রাওজা জিয়ারত করার তাওফিক দিন। আমিন!

আলহামদুলিল্লাহ্!২১ অক্টোবরের ৭ দিনের গ্রুপ প্যাকেজের প্রস্তুতি সম্পন্ন।পরবর্তী ৭ দিনের উমরাহ গ্রুপ প্যাকেজ ২৫ নভেম্বর।
17/10/2024

আলহামদুলিল্লাহ্!
২১ অক্টোবরের ৭ দিনের গ্রুপ প্যাকেজের প্রস্তুতি সম্পন্ন।
পরবর্তী ৭ দিনের উমরাহ গ্রুপ প্যাকেজ ২৫ নভেম্বর।

11/10/2024

৭ দিনের উমরাহ শর্ট প্যাকেজ। যারা সময়ের স্বল্পতার কারনে কম সময়ে উমরাহ সম্পন্ন করতে চান তাদের জন্য। আপনার আসনটি নিশ্চিৎ করতে আজই যোগাযোগ করুন।

চাহিদা অনুযায়ী উমরাহ প্যাকেজ বুকিং করুন এবং আপনার যাত্রাকে করুন ভাবনাহীন। উমরাহ্ বুকিং এর জন্য আজই যোগাযাগ করুন আজওয়াহ হজ্জ এজেন্সিতে। কল করুন স্ক্রিনে থাকা নাম্বারে অথবা সরাসরি চলে আসুন অফিসে।

উমরাহ সফর
২০ অক্টোবর, ২৫ নভেম্বর, ২৫ ডিসেম্বর
♦ ৭ দিনের সফর

উমরাহ্‌ প্যাকেজের অন্তর্ভুক্ত___
♦ রিটার্ন এয়ার টিকেট।
♦ উমরাহ্ ভিসা।
♦ মক্কা-মদিনা হোটেল।
♦ সকল ট্রান্সপোর্টঃ জেদ্দা – মক্কা – মদিনা।
♦ মক্কায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন - জিয়ারা।
♦ মদিনায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন – জিয়ারা।
♦ উমরাহ্’র বাংলাদেশী গাইড।
♦ ৩ বেলা খবার।

উমরাহ্‌ প্যাকেজে আমাদের হোটেল___
স্ট্যান্ডার্ড প্যাকেজঃ
♦ মক্কা – ৩★ হোটেল (১৫০ মিটারের মধ্যে)।
মাক্কাহ্ হোটেলে এর নামঃ Hotel ‍AL Ghali/ সিমিলার।
♦ মদিনা – ৩★ হোটেল (২০০-৩০০ মিটারের মধ্যে)।
মাদীনা হোটেল এর নামঃ
Taj Ward Hotel Madinah/ সিমিলার।

উমরাহ বুকিং করার জন্য যা যা লাগবে__
১. পাসপোর্টের কপি।
২. বুকিং মানিঃ প্যাকেজ মূল্যের ৫০%।
* ৩০% টাকা টিকেট কনফার্ম করার সময় বাকি ২০% টাকা সবকিছু বুঝে নেওয়ার সময় পরিশোধ করতে হবে।

যোগাযোগ করুন:
01861-918614
ইমেইল: [email protected]
H-30-32, R-5, B-E, S-1, Aftab Nagor
Badda, Dhaka-1212

অক্টোবরের ৭ দিনের উমরাহ্ প্যাকেজের ভিসা চলে আসছে। পাসপোর্ট রেডি থাকলে দ্রুত যোগাযোগ করুন...নভেম্বরের প্যাকেজ বুকিং চলছে।
03/10/2024

অক্টোবরের ৭ দিনের উমরাহ্ প্যাকেজের ভিসা চলে আসছে। পাসপোর্ট রেডি থাকলে দ্রুত যোগাযোগ করুন...

নভেম্বরের প্যাকেজ বুকিং চলছে।

21/09/2024

৭ দিনের উমরাহ শর্ট প্যাকেজ। অফার প্রাইজ ১১৪,৯০০/- এই সাপ্তাহের মধ্যে বুকিং!
যারা সময়ের স্বল্পতার কারনে কম সময়ে উমরাহ সম্পন্ন করতে চান তাদের জন্য।

চাহিদা অনুযায়ী উমরাহ প্যাকেজ বুকিং করুন এবং আপনার যাত্রাকে করুন ভাবনাহীন। উমরাহ্ বুকিং এর জন্য আজই যোগাযাগ করুন আজওয়াহ হজ্জ এজেন্সিতে। কল করুন স্ক্রিনে থাকা নাম্বারে অথবা সরাসরি চলে আসুন অফিসে।

প্যাকেজ চার্জ ১১৭,৫০০/- জনপ্রতি
২০ অক্টোবর এবং ২৫ নভেম্বর

উমরাহ সফর
♦ ৭ দিনের সফর (৪ দিন মক্কা, ৩ দিন মদীনা)
উমরাহ্‌ প্যাকেজের অন্তর্ভুক্ত___
♦ রিটার্ন এয়ার টিকেট (ট্রানজিট ফ্লাইট)।
♦ উমরাহ্ ভিসা।
♦ মক্কা-মদিনা হোটেল।
♦ সকল ট্রান্সপোর্টঃ জেদ্দা – মক্কা – মদিনা।
♦ মক্কায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন - জিয়ারা।
♦ মদিনায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন – জিয়ারা।
♦ উমরাহ্’র বাংলাদেশী গাইড।
♦ ৩ বেলা খবার।

উমরাহ্‌ প্যাকেজে আমাদের হোটেল___
♦ মক্কা হোটেল (১৫০ মিটারের মধ্যে)।
মাক্কা হোটেলে এর নামঃ Hotel ‍AL Ghali/ সিমিলার।
♦ মদিনা হোটেল (২০০-৩০০ মিটারের মধ্যে)।
মাদীনা হোটেল এর নামঃ
Taj Ward Hotel Madinah/ সিমিলার।

উমরাহ বুকিং করার জন্য যা যা লাগবে__
১. পাসপোর্টের কপি।
২. বুকিং মানিঃ প্যাকেজ মূল্যের ৫০%।
* ৩০% টাকা টিকেট কনফার্ম করার সময় বাকি ২০% টাকা সবকিছু বুঝে নেওয়ার সময় পরিশোধ করতে হবে।

যোগাযোগ করুন:
01861-918614
ইমেইল: [email protected]
H-30-32, R-5, B-E, S-1, Aftab Nagor
Badda, Dhaka-1212

Address

House-33, Road-5, Block-E, Sector-1, Aftab Nagor, Badda
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when AJWAH Hajj Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AJWAH Hajj Agency:

Videos

Share

Category