FADE Services Tours & Hospitality Service

FADE Services Tours & Hospitality Service We provide quality services, So why not us.....?

চিম্বুক পাহাড়,বান্দরবান
16/10/2019

চিম্বুক পাহাড়,বান্দরবান

Wonderful Japan
11/10/2019

Wonderful Japan

Vietnam
10/10/2019

Vietnam

Siena Tuscany, Italy
09/10/2019

Siena Tuscany, Italy

Nafakhum, the most beautiful waterfall in Bangladesh, is situated in Bandarban. The fall is created when wild hilly rive...
06/10/2019

Nafakhum, the most beautiful waterfall in Bangladesh, is situated in Bandarban. The fall is created when wild hilly river Sangu suddenly falls down. It is a perfect place for adventure lovers. You need to walk for about 2-3 hours from Remakri of Thanchi Upazila to reach the spot.

মহান আল্লাহ তায়ালার সৃষ্টিনৈসর্গিক সৌন্দর্য সাজেক ভ্যালি,,,কংলাক পাহাড়,,,
05/10/2019

মহান আল্লাহ তায়ালার সৃষ্টি
নৈসর্গিক সৌন্দর্য সাজেক ভ্যালি,,,

কংলাক পাহাড়,,,

05/10/2019
05/10/2019
05/10/2019
29/10/2017
22/10/2017
25/10/2016

শহরের যান্ত্রিক জীবনের সাথে কাজের চাপে যখন আপনি একটু হাফ ছেড়ে বাচতে আগ্রহী। ঠিক তখনও আপনার পাশে আমরা আছি। আপনাকে একটি সুন্দর মনোরম পরিবেশ পরিদর্শন করিয়ে আপনার মনকে সতেজ করার জন্য যা যথেষ্ট। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে।

নৈসর্গিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি রাঙ্গামাটি পার্বত্য জেলা। এখানে পাহাড়ের কোল ঘেঁসে ঘুমিয়ে থাকে শান্ত জলের হ্রদ, নদ...
10/10/2016

নৈসর্গিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি রাঙ্গামাটি পার্বত্য জেলা। এখানে পাহাড়ের কোল ঘেঁসে ঘুমিয়ে থাকে শান্ত জলের হ্রদ, নদী বয়ে চলে তার আপন মনে। সীমানার ওপাড়ে নীল আকাশ মিতালী করে হ্রদের সাথে, চুমু খায় পাহাড়ের বুকে। এখানে চলে পাহাড় নদী আর হ্রদের এক অপূর্ব মিলনমেলা যেখানে প্রকৃতি কথা বলে কবিতার ভাষায়। নদীর বাঁকে বাঁকে বাতাস সুর তোলে আপন মনে, গায় সৌন্দর্যের গান। মুগ্ধ নয়নে শুধু চেয়ে থাকতে হয় অসহায় মানুষ হয়ে। চারপাশ যেন পটুয়ার পটে আঁকা কোন জল রঙের ছবি। এখানে হাজার রঙের প্রজাপতি খেলা করে সবুজের মাঝে, রাতের আঁধারে দীপ জ্বেলে যায় লক্ষ কোটি জোনাকীর দল। কোন উপমাই যথেষ্ট নয় যতটা হলে বোঝানোয় যায় রাঙ্গামাটির অপরূপ সৌন্দর্য। এখানকার প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে অদেখা এক ভূবন যেখানে আপনার জন্য অপেক্ষা করছে নয়ানাভিরাম দৃশ্যপট।

পাখির কুহুতান, সবুজের মাখামাখি আর অসংখ্য নৃগোষ্ঠী এই জনপদকে দিয়েছে ভিন্ন এক রূপ। এখানে প্রায় ১৪টির মতো উপজাতী বসবাস করে। চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, মুরং, বোম, খুমি, খেয়াং, পাংখোয়া, লুসাই, সুজ সাওতাল ও রাখাইন অন্যতম। নৃগোষ্ঠীর জীবন-যাপন ও সংগ্রাম আপনাকে যেমন মুগ্ধ করবে তেমনি মুগ্ধ করবে এর পর্যটন এলাকাগুলো। রাঙ্গামাটিতে ভ্রমন করার জন্য রয়েছে অনেকগুলো দর্শনীয় স্থান। এর মধ্যে কাপ্তাই লেক, পর্যটন মোটেল, ডিসি বাংলো, ঝুলন্ত ব্রিজ, পেদা টিংটিং, সুবলং ঝর্না, রাজবাড়ি, রাজবন বিহার, উপজাতীয় জাদুঘর, কাপ্তাই হাইড্রো ইলেক্ট্রিক প্রজেক্ট, কাপ্তাই জাতীয় উদ্যান ইত্যাদি উল্লেখযোগ্য।

তাই সময় করে চলে আসুন আমাদের সাথে প্রকৃতির সান্নিধ্য নিতে। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব আপনার মনকে প্রকৃতির সাথে মিলন ঘটিয়ে দিতে।

27/08/2016
 #সাদা_মেঘের_দেশ_সাজেক_ভ্যালী_ও_রাঙ্গামাটি_ভ্রমন ঃhttps://www.facebook.com/events/1766079460274628/২ রাত ৩ দিনসাজেক ভ্যা...
17/08/2016

#সাদা_মেঘের_দেশ_সাজেক_ভ্যালী_ও_রাঙ্গামাটি_ভ্রমন ঃ

https://www.facebook.com/events/1766079460274628/

২ রাত ৩ দিনসাজেক ভ্যালী ও রাঙ্গামাটি ভ্রমণ প্যকেজ জন প্রতি ৬৯৯৯ টাকা ।

যা যা থাকছে প্যাকেজেঃ
# ০৯ বেলা খাবার (সকালের নাস্তা,দুপেরের খাবার,রাতের খাবার)
# ঢাকা - খাগড়াছড়ি - রাঙ্গামাটি
# রাঙ্গামাটি ও সাজেকে রাত্রি যাপনের রিসোর্ট ভাড়া (১ রাতের জন্য ২/৪ শেয়ারিং রুম)।
#গাড়ি পার্কিং খরচ।
#এছাড়াও খাগড়াছড়ি গারী থেকে নেমে সকাল বেলা এবং ফিরে আসার দিন রাঙ্গামাটিতে সন্ধ্যায় ফ্রেস হওয়ার ব্যবস্থা।

যেসকল স্থান ঘুরবেনঃ
১)রুইলুই পাড়া (সাজেক ভ্যালী), ২)কংলাক পাড়া, ৩) রিসাং ঝর্না, ৪)আলুটিলা গুহা, ৫) তারেং হ্যালিপ্যাড, ৬) হর্টিকালচার পার্ক , ৭) হাজাঝড়া ঝর্না, ৮) দেবতা পুকুর, ৯) কাপ্তাই হ্রদ, ১০) ঝুলন্ত শেতু, ১১) রাজবন বিহার প্যাগোডা, ১২) চাকমা সম্রাজ্য ।
------------------------------------------

যা যা থাকছেনা
*কোন ব্যক্তিগত খরচ
*মেনুর বাইরে অতিরিক্ত কোন খাবার
*কোমল পানীয়
*হোটেল বা রিসোর্টে অতিরিক্ত কোন রুম নিলে তার ভারা।
========================

বুকিং এর জন্য যোগাযোগ করুনঃ
cell : +8801977-414233

https://www.facebook.com/FADE-Tours-and-Hospitality-Management-Service-1047765475314907/
-----------------------------------------------

বুকিং এর নিয়মঃ
বুকিং চার্য জনপ্রতি ৩০০০ টাকা প্রদান করেতে হবে। ট্যুর শুরু হওয়ার ৩ দিন পূর্বে সম্পূর্ন টাকা পরিশোধ করতে হবে।
বুকিং এর শেষ তারিখঃট্যুরের ৪ দিন আগে বুকিং নিশ্চিত করতে হবে।তবে আসন সংখ্যা সীমিত হওয়ায় এর আগেও বুকিং শেষ হতে পারে।
বিঃদ্রঃ বিশেষ কোন কারনে বুকিং বাতিল অথবা সিডিউল পরিবর্তন করতে চাইলে অবস্যই বুকিং শেষ হওয়ার ২ দিন আগে যানাতে হবে।
-------------------------------------

সরাসরি অফিস এসে বুকিং চার্য প্রদান করে বুকিং দিতে পারেন

অথবা
ব্যাংক একাউন্টের মাধ্যমে তার জন্য +8801977414233 যোগাযোগ
করুন।

অথবা
বিকাশ এর মাধ্যমে প্রদান করতে পারেন : +8801786135548

যেকোন মাধ্যমে বুকিং চার্য পরিশোধ করে।
___________________________________

প্রয়োজনীয় যে সকল যিনিস সাথে নিতে হবে
১।মোবাইলের চার্যার+পাওয়ার ব্যংক ২।রবি সিম(অন্য নেটওয়ার্ক তেমন ভালো না তাই) ৩।নিজের ব্যবহার্য প্রয়োজনীয় যিনিস ৪।প্রয়োজনিয় ঔসুধ

============================

ভ্রমন বিস্তারিতঃ

১ম দিনঃ রাত ১০ টায় ঢাকা থেকে বাসে উঠে সকাল ৭ টায় খাগড়াছড়ি পৌঁছানো।
২য় দিনঃ হোটেলে ফ্রেস হয়ে সকালের নাস্তা করে রিসাং ঝর্ন,আলুটিলা গুহা, স্বর্ন মন্দির, তারেং
হেলিপ্যাঁড,পরিদর্শন করে সিস্টেম রেস্টুরেন্ট এ রকমারি মেনুর দুপুরের খাবার খাওয়া, রাতে
মনোরম পরিবেশে রাতের খাবার গ্রহন ও খাগড়াছড়িতে রাত্রিযাপন।

৩য় দিনঃ ভোর ০৬:৩০ এ ঘুম থেকে উঠে সকালের নাস্তা করে সাজেকে রওনা,সাজেকের রক
প্রসান্তি ক্যন্টিনে দুপুরের খাবার গ্রহন, বিকালে কংলাক পাড়া পরিদর্শন, রাতে মনোরম
পরিবেশে ফায়ার ক্যম্প, বারবিকিউ পার্টি উপভোগ ও সাজেকে রাত্রিযাপন।

৪র্থ দিনঃ ভোর ৫:৪০ এ ঘুম থেকে উঠে সকালের মনমুগ্ধকর পরিবেশে মেঘের ভেলায় সূর্যদয় দেখা। ১০ টায় সাজেক থেকে খাগড়াছড়ি ফেরা,পথে হাজাঝড়া ঝর্না,কৃষি গবেশনা কেন্দ্র ,বন বিহার পরিদর্শন।২:২০এ হর্টি কালচার পার্ক পরিদর্শন ও সেখানে দুপুরের খাবার পরিবেশন।

৫ম দিনঃ রাত ৯ টায় গাড়িতে ঊঠা এবং সকাল ৬ টায় ঢাকা পৌঁছান।

খাবার মেনু
১ম দিনঃ সকালের নাস্তাঃ খিচুরি/(রুটি+ডিম+সবজী)+চা
দুপুরের খাবারঃ ভাত+(মুরগির মাংশ+সবজি /শুটকি /
মাসরুম /চিংড়ির চরচড়ি)+ডাল

রাতের খাবারঃ ফ্রাইড রাইস+ফ্রাইড চিকেন+সবজি+
কোমল পানি

২য় দিনঃ সকালের নাস্তাঃ খিচুরি/(রুটি+ডিম+সবজী)+চা
দুপুরের খাবারঃ ভাত+(মুরগি /গরুর মাংশ)+সবজি+
ডাল

রাতের খাবারঃ (ভাত+মাংস+সবজি+ডাল) /
(পরটা+মাংস+সবজি)+ কোমল পানি

৩য় দিনঃ সকালের নাস্তাঃ খিচুরি/(রুটি+ডিম+সবজি) +চা
দুপুরের খাবারঃ {ভাত+(মুরগির/গরুর/হাসের মাংশ/
মাছ)+(সবজি/ভর্তা)+ডাল} অথবা
{ফ্রাইড রাইস+চিকেন ফ্রাই+সবজি}
রাতের খাবারঃ (ভাত+মাংস+সবজি+ডাল) অথবা
(চিকেনফ্রাই+ফ্রেঞ্চফ্রাই+নুডুলস/
থাইসুপ+কফি)

বিঃদ্রঃ বিশেষ কোন পরিস্থিতেতে ট্যুর সিডিউল ও খাবার মেনু পরিবর্তন হতে পারে। যেহেতু এটা গ্রুপ ট্যুর সেহেতু সকলের পরামর্শ নিয়েই করা হবে তবে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুরান্ত বলে বিবেচিত হবে.

17/08/2016

Address

H-51, Road-19, Nikunja-2, Khilkhet
Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when FADE Services Tours & Hospitality Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FADE Services Tours & Hospitality Service:

Share