BDTourist Cyclist

BDTourist Cyclist সাইক্লিস্টদের নিরাপদ ভ্রমণ উৎসাহিত ?

ঢাবিতেভালোবাসার মাতৃ ভাষাসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।আজ বিকাল ৫ ঘটিকায় টি, এ,সি প্রাঙ্গণ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাই...
01/03/2022

ঢাবিতে
ভালোবাসার মাতৃ ভাষা
সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

আজ বিকাল ৫ ঘটিকায় টি, এ,সি প্রাঙ্গণ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব
আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা,
৫২ ভাষা আন্দোলনে সকল ভাষা শহীদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি সম্মান জ্ঞাপন রেখে "ভালোবাসার মাতৃ ভাষা" শ্লোগানে
সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ
শোভাযাত্রা উদ্বোধন করেন,
ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য,ড.মোঃআখতারুজান,এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়
ছাত্র লীগের সাধারণ সম্পাদক, ম.সাদ্দাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সাবেক সভাপতি, মাহমুদুুল হাসান,
ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের
সভাপতি, তানভীর হোসেন শান্ত,
বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্টের প্রধান সমন্বয়ক মোঃ আমিনুল ইসলাম টুববুস।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সাধারণ সম্পাদক আলী নেওয়াজ তুষার,
শোভাযাত্রা টি এ সি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার, ফুলার রোড ঘুরে অপরাজয় বাংলা এসে শেষ হয়।
বিভিন্ন হলের শিক্ষার্থীর এ শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায়।

23/09/2021
মাক্স,নো সাইক্লিং।কোন কিছু লিখতে মন চাচ্ছে না সার্বিক পরিস্থিতি হদ ভঙ্গ করে দিচ্ছে সমস্ত উদ্যোগকে, কি করবো কি করবো না মন...
03/04/2021

মাক্স,নো সাইক্লিং।

কোন কিছু লিখতে মন চাচ্ছে না
সার্বিক পরিস্থিতি হদ ভঙ্গ করে দিচ্ছে সমস্ত উদ্যোগকে, কি করবো কি করবো না মন স্থির নয়,তারুণ্যের
ঊর্ধ্বগতি পরিবর্তিত আয়োজন স্থগিত করতেও পারছিনা। আমরা এগিয়ে চলতে শিখেছি,তারুণ্যের উদ্দীপনায় অনেকেই আজ আমাকে ফোন করছে।
এপ্রিল প্রথম শুক্রবার সাইকেল লেন দিবসের কি হলো।
গত বছর উৎসব এর অর্থ দিয়ে আমরা হ্যান্ড স্যানিটাইজার স্প্রে সহ এক হাজার বোতল ও এক শত পরিবার কে একসপ্তাহ বাজার বিতরণ করেছি,অনলাইন দিবসের বিবৃতিও ছিল দেশি-বিদেশি ব্যক্তিবর্গের চমৎকার।
এবার সার্বিক পরিস্থিতি ভালো দেখে সব আয়োজন আমরা বুকিং করে দিয়েছি হঠাৎ সবকিছু এলোমেলো হয়ে যাওয়ায় আমাদের কিছুটা পরিবর্তিত আনতে হয়েছে। একদশক সাইকেল লেন দিবসকে সামনে রেখে
৯ এপ্রিল সচেতনতা উদ্দেশ্যে সকাল সাইক্লিস্ট সমন্বিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তক্রমে নাগরিক সচেতনতা উদ্দেশ্যে সুশৃংখলভাবে আত্মমানবতার সেবায় বিনামূল্যে মাক্স বিতরণ কর্ম সূচির উদ্বোধনের উপস্থিতে
এক দশক সাইকেল লেন দিবসের তাৎপর্য ও গুরুত্ব স্বাস্থ্যসম্মত ও দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে কেবল রেজিষ্ট্রেশন কৃতিত্ব সাইক্লিস্ট অংশ অগ্রনের মধ্যে দিয়ে সচেতনতা তৈরি তাগিদে এত্রিত হবো।
সার্বিক পরিস্থিতির উপর নির্ভরশীল, সকালে কাছে জোরদার প্রার্থনা মহান সৃষ্টিকর্তা যেনএ কয়েক দিনের মধ্যে দিয়ে সব কিছু আগের মত স্থিতিশীল করে দেন।

09/03/2021
প্রিয়,   সাইক্লিস্ট ভাই ও বোনেরা, প্রথমে শুভেচ্ছা গ্রহন করুন। যারা সাইক্লিং ভালোবাসেন তারা অবগত আছেন যে,(এপ্রিল প্রথম শু...
07/03/2021

প্রিয়,
সাইক্লিস্ট ভাই ও বোনেরা,
প্রথমে শুভেচ্ছা গ্রহন করুন।
যারা সাইক্লিং ভালোবাসেন তারা অবগত আছেন যে,(এপ্রিল প্রথম শুক্রবার) একদশক "সাইকেল লেন দিবস ২০২১ "
এবারের প্রতিপাদ্য "দেশের সকল জেলায় হোক সাইকেল লেন বাস্তবায়ন"
এ দিবসকে সামনে রেখে সাইক্লিস্টের সড়ক দুর্ঘটনা রোধে,
নিরাপদ ও সচেতনতা তৈরি লক্ষ্যে
আমরা বিশিষ্ট জনদের মতামতের পাশাপাশি সাধারণ সাইকেলিস্টদের সুমতামত প্রকাশ করতে চাই? আপনার সাইক্লিং জীবনের যে কোনো মূল্যবান গল্প/ বক্তব্য পেশ করার জন্য বিনীত ভাবে অনুরোধ( যত ছোটগল্প /বক্তব্য
বলা যায় ততই সুন্দর)
ফেসবুক ইনবক্সে মেসেঞ্জার
ছবি, এবং সংগঠনের নাম ও মনোগ্রাম পাঠিয়ে অংশগ্রহণের সুযোগ লুফে নিন।
বিস্তারিত জানতে ০১৯১৪৪২৫৭২৫
সভাপতি
(বিডি ক্লিক)

Address

Dhaka

Telephone

+8801914425725

Website

Alerts

Be the first to know and let us send you an email when BDTourist Cyclist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category



You may also like