31/10/2023
যেখানে ৩ দিনে মালয়েশিয়ার টুরিস্ট ভিসা পাওয়া যেত বর্তমানে সেখানে ৩ সপ্তাহের বেশি সময় লাগছে। তাই যারা মালয়েশিয়া টুরিস্ট ভিসায় ভিজিট করতে চান তাদের কমপক্ষে এক মাস আগে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে। আপনারা জানেন, মালয়েশিয়া টুরিস্ট ভিসা ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি হয় যা কিনা ২ মাস বা ৬০ দিন পর্যন্ত স্টে পারমিট দেয়। অনেকেই মালয়েশিয়ার সাথে সিংগাপুর ভ্রমণ করে থাকেন। সিঙ্গাপুরের ভিসা দুই মাসের হয়ে থাকে যা কিনা ডাবল এন্ট্রি। খুশির খবর হচ্ছে যে, সিঙ্গাপুরের ভিসা ৩ থেকে ৫ দিনের মধ্যেই পাওয়া যাচ্ছে। তাই যারা মালয়েশিয়া ও সিঙ্গাপুর একসাথে ভ্রমণ করতে চান তাদের জন্য ভালো হবে যদি আগে মালয়েশিয়ার ভিসা করিয়ে নেন। সুবিধা হচ্ছে মালয়েশিয়ার ভিসা পেতে দেরি হলেও পাসপোর্ট এর মূল কপি জমা দিতে হয় না। তাই আপনি মালয়েশিয়ার ভিসা এপ্লিকেশন করার পাশাপাশি একই সময়ে সিঙ্গাপুর বা থাইল্যান্ডের জন্য পাসপোর্ট জমা দিতে পারবেন। সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের ভিসার জন্য আপনাকে পাসপোর্ট জমা দিতে হবে। জেনে রাখা ভালো যে, মালয়েশিয়া ও সিঙ্গাপুর দুটি কান্ট্রিতে ই-ভিসা চালু আছে। মালয়েশিয়া ভিজিট করলে আপনার পাসপোর্টে ইমিগ্রেশন এর সময় অ্যারাইভাল এবং ডিপারচার সিল পাবেন। কিন্তু সিঙ্গাপুর ভিজিট করার সময় আপনি কোন ধরনের সিল পাসপোর্টে পাবেন না। সিঙ্গাপুরের ভিসা যেমন ইলেকট্রনিক ঠিক তেমনি ইমিগ্রেশনও অটোমেটিক ইলেকট্রনিক। তাই আপনার পাসপোর্টে কোন ধরনের অ্যারাইভাল এবং ডিপারচার সিল দেয় না। যারা স্টিকার ভিসা পছন্দ করেন এবং ভিজিটের প্রমাণ স্বরূপ পাসপোর্টে অ্যারাইভাল এবং ডিপারচার সিল নিতে চান তাদের জন্য সিংগাপুর ভ্রমণ করা বিশেষ কষ্টের কারণ হয়ে থাকবে। সে ক্ষেত্রে আপনারা থাইল্যান্ড ভিজিট করতে পারেন। আমার জানামতে আশেপাশে যতগুলো কান্ট্রি আছে যারা স্টিকার ভিসা দেয়, তাদের মধ্যে সবচাইতে সুন্দর এবং কার্যকরী স্টিকার ভিসা থাইল্যান্ড থেকে পাওয়া যায়। থাইল্যান্ড প্রথমবারে তিন মাসের সিঙ্গেল এন্ট্রি স্টিকার ভিসা দেয়। থাইল্যান্ডের ভিসা আপনার পাসপোর্টে থাকলে আপনার পাসপোর্ট এর সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। থাইল্যান্ডের ভিসার নিয়ম একটু বেশি কড়াকড়ি প্রথমবারের জন্য। যারা ইতিমধ্যে প্রথমবার থাইল্যান্ডের ভিসা পেয়েছেন তারা নিশ্চয়ই জানেন। আমার জানামতে প্রথমবার ভিসা পাওয়ার ক্ষেত্রে থাইল্যান্ডের চাইতে বেশি ভেরিফিকেশন কেউ করে না। যে কারণে অনেকের পাসপোর্টে ভিসার বদলে BL, VL, WL সিল পেয়ে থাকেন। তাছাড়া থাইল্যান্ডের টুরিস্ট ভিসায় উল্লেখ করা থাকে যে ৬০ দিনের বেশি থাকা যাবে না এবং কোন ধরনের জব করা যাবে না। তাই থাইল্যান্ডের টুরিস্ট ভিসা এপ্লিকেশন করার সময় আপনাকে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমে একবার ভিসা পেয়ে গেলে পরবর্তীতে ভিসা পেতে আর কোন ধরনের প্রবলেম হয় না।
থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এই তিন দেশের ভিসা করতে আপনি আমাদের সহযোগিতা নিতে পারেন। আমরা এই তিন দেশের ভিসা প্রসেস করে ডেলিভারি দিতে তিন সপ্তাহের মত সময় নিয়ে থাকি।
আমরা থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এই তিন দেশের প্যাকেজ ট্যুর প্রোগ্রাম করে থাকি। চাইলে আপনি তিনটি, দুইটি বা একটি দেশ ভ্রমণে আমাদের প্যাকেজে অংশগ্রহণ করতে পারেন। আশা করি সাশ্রয়ী মূল্যে আপনার ভ্রমণ খুবই আনন্দদায়ক হবে।
কল করুন: 01314-875087 (WhatsApp)
মালয়েশিয়া, সিংগাপুর, থাইল্যান্ড, ডুবাই, কাতার, চায়না, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, সৌদি আরব, ইটালি, গ্রীস, ভিসা প্রসেস্ করা হয়
Malaysia, Singapore, Thailand, Dubai, Qatar, China, Indonesia, Vietnam, Saudi Arabia, Italy, Greece VISA available
Message Atif World Travels on WhatsApp. https://wa.me/8801314875087
------------------------------------------------------------------------------
সহযোগিতায় :
Atif World Travels
Barun Bhaban 15, Gulshan Circle-2, Dhaka-1212
প্রতিদিন: সকাল ১০:০০ টা - রাত ৮:০০ টা পর্যন্ত।
WhatsApp for VISA: 01314 - 87 50 87