25/02/2022
যাদুকাটা নদী
যাদুকাটা নদী বা জাদুকাটা নদী
(Jadukata River) সুনামগঞ্জ জেলায় বাংলাদেশ ভারতের উত্তর পূর্ব সীমান্তের কোল ঘেসে বয়ে চলেছে। নদীটির দৈর্ঘ ৩৭ কিলোমিটার ও প্রস্ত ৫৭ মিটার, ওয়েস্ট খাসি হিলস মেঘালয় থেকে এর উৎপত্তি,
ইন্ডিয়ায় এর নাম রানিকর রিভার,
রেণুকা হচ্ছে যাদুকাটা নদীর আদি নাম। কথিত আছে বেহুলার ভেলা এই স্রোতের নদী দিয়ে বিপরীতে গেছিল মানে ইন্ডিয়ার দিকে, আরো আছে চন্দ্র সওদাগর এর ডিঙ্গার কাহিনী,
জনশ্রুতি আছে, নদী তীরবর্তী কোন এক গাঁয়ের বধু তার শিশুপুত্র যাদুকে কোলে নিয়ে এই নদীর মাছ কাটছিলেন এক পর্যায়ে অন্যমনষ্ক হয়ে মাছের জায়গায় তার কোলের শিশুকে কেটে ফেলেন। পরবর্তীতে সেই প্রচলিত কাহিনী থেকেই নদীটির নাম হয় যাদুকাটা নদী। মেঘালয়ের খাসিয়া পাহাড় হতে বয়ে চলে যাদুকাটা নদীটি প্রায় বিশ মাইল পর্যন্ত গিয়ে ‘রক্তি’ নামে সুরমা নদীতে এসে মিলিত হয়েছে। নদীর এক পাড়ে দেখা যায় সবুজ বৃক্ষরাজিময় বারেক টিলা ও অন্য দিকে খাসিয়া পাহাড়। ও পশ্চিম পাশে আছে বাংলাদেশের বৃহৎ শিমুল বাগান,
পুর্বে শাহ আরেফিন এর মাজার ও জিরো পয়েন্ট ভিউ বর্ডার বাজার,
যাদুকাটা নদীতে বয়ে চলা স্বচ্ছ পানির ধারা, নীল আকাশ আর সবুজ পাহাড় একসাথে মিলেমিশে অপূর্ব এক ক্যানভাসের সৃষ্টি করেছে। যেখানে প্রকৃতি তার আপন মহিমায় স্বযত্নে সাজিয়ে রেখেছে নদীর প্রতিটি অংশ। এর পাশাপাশি যাদুকাটা নদীতে চোখে পড়ে স্থানীয় শ্রমিকদের কর্মতৎপরতা। শ্রমিকেরা প্রতিদিন ভোর হতে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নদী থেকে পাথর, কয়লা ও বালি আহরণ করে।