15/11/2022
সাজেক ভ্যালি ভ্রমণ মাএ ৩৩০০ টাকায় Backpackwali এর সাথে
(৩ রাত ২ দিন)
🌀 সবাই যেতে পারবে এই ট্যুর এ
🌀 গন্তব্য:: সাজেক ও খাগড়াছড়ি!
🌀 যাত্রার তারিখ: ২৩ই নভেম্বর রাত ১০ টা ঢাকা থেকে
🌀 ফেরার তারিখ: ২৫ই নভেম্বর সন্ধ্যা ৬টা খাগড়াছড়ি থেকে
🌀 ঢাকায় পৌছাবো ২৬ই নভেম্বর ভোর সকালে
🌀 খরচ:--৩৩০০/-টাকা
🌀 কাপল হলে আরো-৫০০/-টাকা যোগ হবে, জনপ্রতি! কাপলরা এক রুমে থাকবে!
🌀 (নন এসি ইকোনো/শান্তি পরিবহন বাসে যাওয়া আসা,)
🌀 ফ্যামিলি, কাপল, সিঙ্গেল, ছেলে, মেয়ে, সবাই যেতে পারবেন এই ট্যুর এ
🌀 আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন-
ইভা:01307534932
➡️ ২১/১১/২২-তারিখ বুকিং এর শেষ দিন।
➡️ বুকিং করতে ১৫৩০/-টাকা এডভান্স করতে হবে। যা (অফেরৎযোগ্য)
➡️ ভ্রমণের স্থান সমূহ-
১/ সাজেক ভ্যালি (রুইলুই পাড়া)
২/ কংলাক পাহাড়,
৩/ হেলিপ্যাড,
৪/ আলুটিলা গুহা ও ঝুলন্ত ব্রিজ ইত্যাদি
➡️ প্যাকেজে অন্তর্ভুক্ত-
🌀 ঢাকা-খাগড়াছড়ি-ঢাকা আসা-যাওয়া বাসের টিকিট। (নন-এসি)
🌀 চাঁদের গাড়ি এন্ট্রি ফি
🌀 ২ দিনের ব্রেকফাস্ট লাঞ্চ ও ডিনার
মোট ৫ বেলার খাবার
🌀 গাইড
🌀 গাড়ির ড্রাইভার ও হেলপার এর যাবতীয় খরচ।
🌀 কটেজে রাত্রিযাপনের ব্যবস্থা।
➡️ প্যাকেজে যা যা থাকছে না
🌀 যাত্রাকালের খাবার।
🌀 ওষুধ বা মেডিকেল সার্ভিস।
🌀 প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনার জন্য কোন খরচ।
🌀 শপিং।
ব্যক্তিগত কোনো খরচ।
➡️ হোটেল/কটেজ
🌀 তারেং/ রুইলুই কুইন
➡️ ➡️ বিদ্যুৎ ও সর্বক্ষণিক পানির ব্যবস্থা রয়েছে।
➡️ কনফার্ম করার আগে যে ব্যপারগুলো অবশ্যই বিবেচনা করতে হবে।
🌀 এক রুমে ৪ জন করে থাকা ২ টি বড় বেড থাকবে।
🌀 অবশ্যই সিঙ্গেল মেয়েদের থাকার রুম আলাদা থাকবে।
🌀 সব রুমে এটাস্ট বাথরুম থাকবে।
➡️ চাইল্ড পলিসি
🌀 ০ থেকে ৩ বছরের শিশুদের জন্য ফ্রি।
🌀 ৩+ থেকে ৬ বছরের শিশুদের জন্য আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে।
➡️ এই ভ্রমণে ছেলে,মেয়ে,কাপল,সিঙ্গেল
ও ফ্যামিলি নিয়েও আমাদের সাথে যেতে পারবেন।
➡️ ভ্রমণ বিস্তারিত::
🌀 ২৩ই নভেম্বর রাত ১০ টায় ঢাকা সায়েদাবাদ থেকে রওনা দিব ইনশাল্লাহ।
➡️ রিজাভ বাস।
🌀 পরদিন সকালে খাগড়াছড়ি পৌছাবো হোটেলে ফ্রেশ হয়ে তারপর সকালের নাস্তা।
🌀 এরপর সাজেক এর উদ্দেশ্যে চাঁদের গাড়ীতে করে রওনা দিব।
🌀 সাজেক পৌঁছে রিসোর্টে চেকিং করে ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে নিব।
🌀 ২ ঘন্টা রেস্ট নিব, ৪ টায় রওনা দিব কংলাক পাহাড়ের উদ্দেশ্যে।
🌀 সেখানে সূর্যাস্ত দেখে সন্ধ্যায় সাজেক রুইলুই পাড়া/স্টোনগার্ডেন সময় কাটাবো
🌀 সবাই নিজেদের মতো করে রাতে সবার অংশগ্রহণে BAR-Q পার্টি,অথবা বেম্বো চিকেন দিয়ে ডিনার সেরে নিব।
সাথে হালকা চায়ের আড্ডা তো আছেই।
🌀 পরদিন সকাল ৫ টায় ঘুম থেকে উঠে হেলিপ্যাডে সবাই মেঘের ভেলায় ভাসবো
🌀 সারাটা সকাল সাজেক এর চারিদিকে ঘুরে কাটিয়ে দিব, তারপর সকালে নাস্তা করে সাজেক থেকে চাঁদের গাড়ীতে করে খাগড়াছড়ি এর উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ, খাগড়াছড়ি পৌঁছে হোটেলে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খাব, তারপর
আলুটিলা গুহা, তারেং, ঝুলন্ত ব্রিজ ঘুরবো, ঘোরাফেরা শেষ করে বিকালে কিছুটা সময় রেস্ট করব।
তারপর রাতের খাবার খেয়ে বাসে উঠে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে ভোরে ঢাকায় থাকবো ইনশাল্লাহ।
➡️ কিছু গুরুত্বপূর্ণ কথা:
🌀 প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
🌀 ভ্রমণকালীন যেকোনো সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
🌀 আপনি বিশাল বড় সমালোচক হলে এই ট্যুর আপনার জন্য নয়।
🌀 ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করবেন ইনশাল্লাহ। আশা রাখি
🌀 আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের নিয়ে ভালো একটা ট্যুর দিয়ে আসার।
🌀 স্থানীয়দের সাথে কোনভাবেই তর্কে জড়ানো যাবে না।
🌀 খাবারের মান যতটা ভালো করা যায় তার চেষ্টা করব।
🌀 পরিস্থিতির ওপর নির্ভর করে যে কোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা করে নেয়া হবে এবং সেক্ষেত্রে এডমিন মডারেটরদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
🌀 যত্রতত্র ময়লা না ফেলে একটা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবো।
🌀 সর্বোপরি সবার সহযোগিতা ও আন্তরিকতায় ট্যুর সুন্দর ও মনমুগ্ধকর করা সম্ভব।
🌀 প্রাকৃতিক দুর্যোগ, বাস নষ্ট হয়ে গেলে এক্সট্রা কোন খরচ হলে যা এই ট্যুরে লিখা নেই এমন ধরনের কিছু ঘটলে অবশ্যই অতিরিক্ত যে টাকাটা আসবে সেটা গ্রুপ এডমিন বা মডারেটর জানিয়ে দিবে এবং তা পরিশোধ করতে হবে।
➡️ ঠিকানা : 760/1 East Manikdi Dhaka Cantonment dhaka-1206
➡️ আপনাদের সকলের সহযোগিতা Backpackwali এর একান্ত কাম্য