23/10/2021
আসসালামু আলাইকুম।
ভ্রমণের আরবি হলো সফর। আল সাফার ট্যুরস এন্ড ট্রাভেলসের নামকরণ এখান থেকেই। দুরে ও কাছে যারা লিখাটি পড়ছেন সকলকে জানাই সালাম ও আন্তরিক মোবারকবাদ।
ভ্রমণ একটি আনন্দময় ইবাদত এবং জ্ঞান-প্রজ্ঞা ও অভিজ্ঞতার উৎস। ভ্রমণ বা সফরের বিশেষ উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সৃষ্টি-রহস্য অবলোকন করে জ্ঞানার্জন করা এবং তাঁর কুদরত ও শক্তির প্রতি অনুগত হওয়া।
আল্লাহ রব্বুল আলামীন সুরা আনকাবুত, ২০ নম্বর আয়াতে বর্ণনা করেন,
قُلْ سِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَٱنظُرُوا۟ كَيْفَ بَدَأَ ٱلْخَلْقَ ۚ ثُمَّ ٱللَّهُ يُنشِئُ ٱلنَّشْأَةَ ٱلْءَاخِرَةَ ۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
অনুবাদঃ বলো, ‘তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং অনুধাবন করো, কীভাবে তিনি সৃষ্টির সূচনা করেছেন? অতঃপর আল্লাহ সৃজন করবেন পরবর্তী সৃষ্টি। আল্লাহ তো সর্ব বিষয়ে সর্বশক্তিমান।’
আল সাফার ট্যুরস এন্ড ট্রাভেলস এর প্রধান উদ্যেশ্য হলো ভ্রমন পিপাশুদের যথাযথ নিরাপত্তা এবং সুযোগ সুবিধা নিশ্চিত করে দেশের সকল প্রান্তের প্রাকৃতিক সৌন্দর্য দেখার ব্যবস্থা করে দেয়া।
পাশাপাশি দ্বীনদার ভাই ও বোনদের জন্য পর্দা বজায় রেখে ভ্রমণ করার পরিবেশ তৈরি করে দেওয়া। দম্পতি ভাই ও বোনেরা যারা ভ্রমণে অভস্ত নন তাদের ভ্রমণ সহজ করা এবং সকল অপ্রীতিকর ঘটনা থেকে নিরাপত্তা নিশ্চিত করা।
আপনাদের ভ্রমণ অভিজ্ঞতাকে সুন্দর করতে আপনাদের সেবায় নিয়জিত রয়েছে অভিজ্ঞ ট্যুর গাইড, আপনাদের ভ্রমণ সংক্রান্ত যেকোনো তথ্য অনুসন্ধানের জন্য ২৪ ঘন্টা কাস্টমার কেয়ার সার্ভিস এবং আরো অনেক সুবিধা।
আগামি ৩ ডিসেম্বর ২০২১ তারিখে হবে আমাদের আনুষ্ঠানিক পথচলা। সবাইকে আল সাফার ট্যুরস এন্ড ট্রাভেলস বিডির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
এডমিন
আল সাফার ট্যুরস এন্ড ট্রাভেলস বিডি।