যাবো কই ট্যুর ও ট্রাভেল

যাবো কই ট্যুর ও ট্রাভেল I m a business man

মিষ্টি ঋতু শরতে ❣️সেন্টমার্টিন ও ছেড়াদ্বীপ ভ্রমণ ❣️করুন যাবো কই এর সাথেসিজনের শুরুতে  সেন্টমার্টিনে আপনার মিতালী হোক যাব...
08/10/2023

মিষ্টি ঋতু শরতে
❣️সেন্টমার্টিন ও ছেড়াদ্বীপ ভ্রমণ ❣️
করুন যাবো কই এর সাথে

সিজনের শুরুতে সেন্টমার্টিনে আপনার মিতালী হোক যাবো কৈ টিমের সাথে। আমরা প্রতি সপ্তাহে প্যাকেজ ট্যুর, গ্রুপ ট্যুর, কর্পোরেট ট্যুর, স্টাডি ট্যুর অফিসিয়াল ট্যুর দেশের মধ্যে আয়োজন করে থাকি নিয়মিত।

যে কোনো প্রয়োজনে আমাদের হটলাইন নাম্বারে ২৪ ঘন্টা যোগাযোগ করতে পারবেন।
☎️ 01787714750
01915-879491
______________
দেশে অসংখ্য প্রতিষ্ঠান সেন্টমার্টিন ভ্রমণ প্যাকেজ অফার করছে। যাবো কৈ ট্যুর ও ট্রাভেল এর বিশেষত্ব হল সব সময় ফিমেইল ফ্রেন্ডলি প্রিমিয়াম এবং কোয়ালিটি ট্যুর নিয়ে কাজ করে। ট্রাভেলারদের ছোটখাটো সুবিধা অসুবিধা বিবেচনায় রেখেই আমরা ট্যুর প্লান করে থাকি।
💢 ভ্রমণ তারিখঃ (৪ রাত ৩ দিন) ২২ই অক্টোবর , ২০২৩
===================

💢 ভ্রমণ খরচঃ (৪ রাত ৩ দিন)
=================
ঢাকা থেকে
✅ জনপ্রতি ৬৭৯৯৳ (৪ জন রুম শেয়ারিং)
✅ ১৪৯৯৯ ৳ (২ জন রুম শেয়ারিং /কাপল)
✅ ১৬৯৯৯ ৳ (২ জন রুম শেয়ারিং /কাপল)(বিচ ভিউ রিসোর্ট)

📛 বুকিং এর শেষ তারিখঃ আসন খালি থাকা সাপেক্ষে।
বুকিং এর জন্য
☎️ 01787714750
01915879491

💢 ভ্রমণের স্থান সমূহঃ
================
✅ সেন্টমার্টিন
✅ ছেড়াদ্বীপ
✅ নিঝুম দ্বীপ
✅ নাফ নদী
💢 ভ্রমণ খরচে যা যা অন্তর্ভুক্তঃ
======================
🚍 ঢাকা-টেকনাফ-ঢাকা বাস ভাড়া নন এসি।
🚢 টেকনাফ-সেন্টমার্টিন-টেকনাফ শীপ টিকেট
🍱 টেকনাফে প্রথম দিন সকালের খাবার থেকে শুরু করে আসার দিন দুপুর পর্যন্ত ৮ বেলা খাবার।
🏠 হোটেল/রিসোর্টে ২ রাত থাকা ।
✅ গাইড

💢 স্পেশাল ফিচারঃ
===============
🐟🐠🍗🐔সবার অংশ গ্রহনে
Fish/chicken Bar-B-Q Party
কেক পার্টি
লটারি প্রোগ্রাম
ওয়েল কাম গিফট
🏘️ রিসোর্ট:
🔸ননবিচ ভিউ: ওশান বীচ রিসোর্ট/ আজাদ বাড়ি রিসোর্ট সমমান
🔸বিচ ভিউ রিসোর্ট: হানিমুন ইকো রিসোর্ট

💢 ভ্রমণ বৃত্তান্তঃ (৪ রাত ৩ দিন)
=============
🔊 প্রথম দিনঃ ঢাকা কল্যাণপুর/আরামবাগ বাস কাউন্টার থেকে বিকাল ৫ টায় টেকনাফের উদ্দেশ্যে যাত্রা।

🔊 দ্বিতীয় দিনঃ সকালে টেকনাফ নেমে সকালের নাস্তা সেরে ৯.৩০ মিনিটে শিপে করে রওনা দিবো সেন্টমার্টিনের উদ্দেশ্যে।শীপের মধ্যে সবার উপস্থিতিতে কেক পার্টি হবে। ০৩ ঘন্টা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে করতে ১২.৩০ এর মধ্যে আমরা পৌছে যাবো সেন্টমার্টিন দ্বীপে। হোটেল চেক ইন করে ফ্রেশ হয়ে দুপুরের খাবার শেষ করে সন্ধ্যা পর্যন্ত ঘুরে দেখবো পুরো দ্বীপটি। সন্ধ্যার পর শুরু হবে বার্বি-কিউ। মাঝরাত পর্যন্ত চলবে বার্বি-কিউ, আড্ডা আর হই হুল্লোর। তারপর ঘুম।

🔊 তৃতীয় দিনঃ সকালের নাস্তা সেরেই চলে যাবো ছেড়াদ্বীপ। ছেড়াদ্বীপ থেকে এসে সমুদ্রের পানিতে ঝাপাঝাপি। তারপর দুপুরের খাবার সেরে রুমে বিশ্রাম। বিকেলটা ঘুরে দেখবো পুরো সেন্টমার্টিন। সূর্যাস্ত উপভোগ করবো বীচ থেকে। সন্ধ্যার পর থেকে শুরু হবে গল্প, আড্ডা, লটারি প্রোগ্রাম। তারপর রাতের খাবার খেয়ে সুবিধামতো সময় ঘুম।

🔊 চতুর্থ দিনঃ সকালের নাস্তা সেরে শেষবারের মতো ঘুরে দেখবো সেন্টমার্টিন। তারপর সমুদ্রে ঝাপাঝাপি করে দুপুরের খাবার সেরেই হোটেল চেক আউট করে দুপুর ৩.০০ এর শীপ । সন্ধ্যা নাগাদ টেকনাফে পৌছে তারপর ঢাকা গামী বাসে রওনা দিবো ঢাকার উদ্দেশ্যে।

🔊 পঞ্চম দিনঃ সকাল আনুমানিক ০৫ টায় ঢাকা থাকবো ইনশাআল্লাহ ।

❑ #ভ্রমণ_হোস্টঃ
যাবো কৈ

💢 নোটঃ
========
✅ বাস - নন এসি চেয়ার কোচ
✅ খাবারঃ স্থানীয় খাবার
✴️ খাবার তালিকা:
*সকালে: পরোটা ২টা , ভাজি , ডিম / খিচুড়ি ও ডিম
*দুপুরে: সাদা ভাত, ভর্তা/সবজি , ডাল, মাছ /মাংস
*রাতে : ভাত, ডাল, ভর্তা / সবজি , মুরগি,

♥️সবার উপস্থিতিতে ২য় রাতে কাম্পফায়ার ও বারবিকিউ পার্টি।।
পরটো ২টা, বারবিকিউ, সস সালাদ ,
সাথে প্রতি বেলার খাওয়ার সময় খাবার পানি
🚫 ভ্রমণে যা যা থাকছে নাঃ
===================
১। কোন ব্যক্তিগত খরচ।
২। যাত্রা বিরতিতে খাবার।
৩। ভ্রমণ বিমা
৪| লোকাল ট্রান্সপোর্ট /সেন্টমার্টিন ঘোরার ট্রান্সপোর্ট/ছেঁড়াদ্বীপ যাবার খরচ
==========================

♦♦ ভ্রমণে যা সাথে নেওয়া উচিতঃ
============================
১। পাওয়ার ব্যাংক।
২। একান্ত ব্যক্তিগত ব্যবহার্য দ্রব্যাদি।
৩। মশার কামড় থেকে বাঁচার জন্য Odomos ক্রিম।
৪। গ্লুকোজ / স্যালাইন ।
৫। গামছা, ক্যাপ অথবা হ্যাট । 🧢🧢
৬। সানগ্লাস, সান ক্রিম ( অতিরিক্ত ত্বক সচেতন হলে)
৭। টুথপেস্ট-ব্রাশ ,প্রয়োজনীয় ঔষধ।

================================

♦♦ বুকিং সিস্টেম:
================
পুরোপুরি কনফার্ম থাকলে ৩০০০+৬০=৩০৬০/- টাকা জনপ্রতি (অফেরত যোগ্য) বিকাশ/নগদ/ ব্যাংক পেমেন্টের মাধ্যমে প্রদান করে আসন কনফার্ম করতে হবে। কনফার্মের শেষ তারিখ আসন খালি থাকা সাপেক্ষে। বুকিং করার আগে অবশ্যই ফোন করে কনফার্ম হয়ে তারপর বুকিং করবেন। এবং সেন্ড মানি রেফারেন্সে অবশ্যই নিজের নাম দিবেন। এডভ্যান্স করার পর লাষ্ট তিন ডিজিট কনফার্ম করতে হবে।

♦♦ বিকাশ/নগদ নাম্বার
=================
☎ 01787714750 বিকাশ / নগদ
01915879491 নগদ


_____________

✪ অ্যাডভান্স পেমেন্টের তারিখ অনুযায়ী যাত্রাপথের বাসের সিট দেয়া হয়ে থাকে। তবে বয়স, নারী এবং কারণ বিশেষে কেউ অগ্রাধিকার পেতে পারেন।

✪ রাষ্ট্রীয়, প্রাকৃতিক, রাজনৈতিকসহ যেকোনো কারণে ইভেন্ট বাতিল করতে হলে সকলের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হয়। সেক্ষেত্রে যদি কোনো ভর্তুকি যায় তাহলে বুকিং মানি থেকে কর্তন করা হতে পারে।

✪ আর ইভেন্টের তারিখ আগাতে/পেছাতে হলে এবং তাতে ভ্রমণ ব্যয় বেড়ে গেলে সবাই মিলে অতিরিক্ত ব্যয় বহন করতে হয়।।

✪গ্রুপ ট্যুর মানে নতুন কিছু মানুষের সাথে পরিচিত হওয়া আর এক সাথে আনন্দ ভাগাভাগি করা।

✅ইনশা আল্লাহ ১০ই অক্টোবর শরতের শুভ্র মেঘের ভেলায় ভেসে বেড়াতে  সাজেকে ০২ রাত্রিযাপন ট্যুর!!!!!✅কেনো সাজেকে দুইরাত থাকার ই...
18/09/2023

✅ইনশা আল্লাহ ১০ই অক্টোবর শরতের শুভ্র মেঘের ভেলায় ভেসে বেড়াতে সাজেকে ০২ রাত্রিযাপন ট্যুর!!!!!

✅কেনো সাজেকে দুইরাত থাকার ইভেন্টে যাবেন???

➡️সাজেকে একরাত থাকার ইভেন্টে আপনি শান্তিমত সাজেককে দেখার সুযোগ পাবেন না। খুব তাড়াহুড়োর মধ্যে সব স্পট দেখতে হয়। আগেররাতে ১০টায় রওনা দিয়ে পরেরদিন দুপুরে আপনি সাজেকে পৌছাবেন। এত লং জার্নি করে তারপর আপনি ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া করতে করতে দুপুর ০৩টা পাওয়া যায়। তখন ক্লান্ত শরীরে সব স্পট লুসাইগ্রাম, কংলাক পাহাড়, সাজেক জিরো পয়েন্ট, হ্যালিপ্যাড এইগুলা সব সন্ধার মধ্যে আপনাকে দেখতে হবে। একটানা জার্নির কারনে ক্লান্ত শরীরে এত গুলা স্পট দৌড়াদৌড়ির কারনে অনেকেই কাভার করতে পারেন না। এর মধ্যে স্টোন গার্ডেন মিস হয়ে যায়।

কিন্তু আপনি যদি সাজেকে দুই রাত থাকার প্ল্যান করেন, তাহলে JTG এর ইউনিক প্ল্যানে আমরা যথেষ্ট রেস্ট করে ধীরে সুস্থে ইচ্ছামত খাওয়া-দাওয়ায় করে প্রতিটা স্পটে ইচ্ছামত সময় কাটাতে পারি। এছাড়া দুইটা সকালে আমাদের নেয়া রিসোর্টের স্পেশাল বারান্দা থেকে সকালের মেঘের সাথে সূর্যোদয় আরাম করে দেখতে পারি। বাকি কথা যারা কনফার্ম করবেন,তাদেরকে বলবো।

এই ট্যুরে আমাদের বিশেষ একটা কাপল কটেজ সিস্টেম রিসোর্ট নেয়া হয়েছে। । কুঁড়েঘর রিসোর্ট । একদম নিরিবিলিতে সাজেক ভ্যালির যে আসল সৌন্দর্য্য উপভোগের মজাটাই আলাদা। প্রত্যেকটার রুমের সাথে পারসোনাল বারান্দা আছে। রুমে-বারান্দায় বসে বসে সূর্যোদয়, চাদ উদয়, মেঘের রাজ্য দেখতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়া আমাদের রিসোর্ট টা একদম নিরিবিলি, কোলাহল মুক্ত পরিবেশে হওয়ায় একদম প্রকৃতির সান্নিধ্যে থেকে পাখির কলকাকলি শুনতে শুনতে মেঘের খেলা উপভোগ করতে পারবেন। তাছাড়া সেপারেটেড কটেজ ও ক্যাম্পের পাশে হওয়ায় সেফটি, সিকিউরিটি ও প্রাইভেসি ভাল।

এছাড়া সকলের আনন্দ উপভোগের জন্য রয়েছে মজাদার সকল একটিভিটিজ।

আর কয়েকটা রুম ফাকা আছে। কনফার্ম করতে জলদি কল করুন 01872996436 নম্বরে। নিচে ইভেন্ট লিংক দেয়া আছে, জাষ্ট ক্লিক করুন আর ডিটেইলস জানুন। ইভেন্টে অনেক ডিটেইলস দেয়া নাই, সেসব জানতে কল করুন।

ইভেন্ট লিংক-
ভরা পূর্ণিমায় মেঘবিলাসে দুই রাত সাজেকে
https://www.facebook.com/100083173664802/posts/297123106403476/?app=fbl

ছবি: কুঁড়েঘর রিসোর্ট

সিজনের শুরুতে যাবো কৈ এর সাথে ❣️সেন্টমার্টিন ও ছেড়াদ্বীপ ভ্রমণ ❣️সিজনের শুরুতে  সেন্টমার্টিনে আপনার মিতালী হোক যাবো কৈ  ...
18/09/2023

সিজনের শুরুতে যাবো কৈ এর সাথে
❣️সেন্টমার্টিন ও ছেড়াদ্বীপ ভ্রমণ ❣️

সিজনের শুরুতে সেন্টমার্টিনে আপনার মিতালী হোক যাবো কৈ টিমের সাথে। আমরা প্রতি সপ্তাহে প্যাকেজ ট্যুর, গ্রুপ ট্যুর, কর্পোরেট ট্যুর, স্টাডি ট্যুর অফিসিয়াল ট্যুর দেশের মধ্যে আয়োজন করে থাকি নিয়মিত।

যে কোনো প্রয়োজনে আমাদের হটলাইন নাম্বারে ২৪ ঘন্টা যোগাযোগ করতে পারবেন।
☎️ 01787714750
01872996436
______________
দেশে অসংখ্য প্রতিষ্ঠান সেন্টমার্টিন ভ্রমণ প্যাকেজ অফার করছে। যাবো কৈ ট্যুর ও ট্রাভেল এর বিশেষত্ব হল সব সময় ফিমেইল ফ্রেন্ডলি প্রিমিয়াম এবং কোয়ালিটি ট্যুর নিয়ে কাজ করে। ট্রাভেলারদের ছোটখাটো সুবিধা অসুবিধা বিবেচনায় রেখেই আমরা ট্যুর প্লান করে থাকি।
💢 ভ্রমণ তারিখঃ (৪ রাত ৩ দিন) ৫ই অক্টোবর , ২০২৩
===================

💢 ভ্রমণ খরচঃ (৪ রাত ৩ দিন)
=================
ঢাকা থেকে
✅ জনপ্রতি ৬৪৯৯৳ (৪ জন রুম শেয়ারিং)
✅ ১৪৪৯৯ ৳ (২ জন রুম শেয়ারিং /কাপল)
✅ ১৬৪৯৯ ৳ (২ জন রুম শেয়ারিং /কাপল)(বিচ ভিউ রিসোর্ট)

📛 বুকিং এর শেষ তারিখঃ আসন খালি থাকা সাপেক্ষে।
বুকিং এর জন্য
☎️ 01787714750
01872996436

💢 ভ্রমণের স্থান সমূহঃ
================
✅ সেন্টমার্টিন
✅ ছেড়াদ্বীপ
✅ নিঝুম দ্বীপ
✅ নাফ নদী
💢 ভ্রমণ খরচে যা যা অন্তর্ভুক্তঃ
======================
🚍 ঢাকা-টেকনাফ-ঢাকা বাস ভাড়া নন এসি।
🚢 টেকনাফ-সেন্টমার্টিন-টেকনাফ শীপ টিকেট
🍱 টেকনাফে প্রথম দিন সকালের খাবার থেকে শুরু করে আসার দিন দুপুর পর্যন্ত ৮ বেলা খাবার।
🏠 হোটেল/রিসোর্টে ২ রাত থাকা ।
✅ গাইড

💢 স্পেশাল ফিচারঃ
===============
🐟🐠🍗🐔সবার অংশ গ্রহনে
Fish/chicken Bar-B-Q Party
কেক পার্টি
লটারি প্রোগ্রাম
ওয়েল কাম গিফট
🏘️ রিসোর্ট:
🔸ননবিচ ভিউ: ওশান বীচ রিসোর্ট/ আজাদ বাড়ি রিসোর্ট সমমান
🔸বিচ ভিউ রিসোর্ট: হানিমুন ইকো রিসোর্ট

💢 ভ্রমণ বৃত্তান্তঃ (৪ রাত ৩ দিন)
=============
🔊 প্রথম দিনঃ ঢাকা কল্যাণপুর/আরামবাগ বাস কাউন্টার থেকে বিকাল ৫ টায় টেকনাফের উদ্দেশ্যে যাত্রা।

🔊 দ্বিতীয় দিনঃ সকালে টেকনাফ নেমে সকালের নাস্তা সেরে ৯.৩০ মিনিটে শিপে করে রওনা দিবো সেন্টমার্টিনের উদ্দেশ্যে।শীপের মধ্যে সবার উপস্থিতিতে কেক পার্টি হবে। ০৩ ঘন্টা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে করতে ১২.৩০ এর মধ্যে আমরা পৌছে যাবো সেন্টমার্টিন দ্বীপে। হোটেল চেক ইন করে ফ্রেশ হয়ে দুপুরের খাবার শেষ করে সন্ধ্যা পর্যন্ত ঘুরে দেখবো পুরো দ্বীপটি। সন্ধ্যার পর শুরু হবে বার্বি-কিউ। মাঝরাত পর্যন্ত চলবে বার্বি-কিউ, আড্ডা আর হই হুল্লোর। তারপর ঘুম।

🔊 তৃতীয় দিনঃ সকালের নাস্তা সেরেই চলে যাবো ছেড়াদ্বীপ। ছেড়াদ্বীপ থেকে এসে সমুদ্রের পানিতে ঝাপাঝাপি। তারপর দুপুরের খাবার সেরে রুমে বিশ্রাম। বিকেলটা ঘুরে দেখবো পুরো সেন্টমার্টিন। সূর্যাস্ত উপভোগ করবো বীচ থেকে। সন্ধ্যার পর থেকে শুরু হবে গল্প, আড্ডা, লটারি প্রোগ্রাম। তারপর রাতের খাবার খেয়ে সুবিধামতো সময় ঘুম।

🔊 চতুর্থ দিনঃ সকালের নাস্তা সেরে শেষবারের মতো ঘুরে দেখবো সেন্টমার্টিন। তারপর সমুদ্রে ঝাপাঝাপি করে দুপুরের খাবার সেরেই হোটেল চেক আউট করে দুপুর ৩.০০ এর শীপ । সন্ধ্যা নাগাদ টেকনাফে পৌছে তারপর ঢাকা গামী বাসে রওনা দিবো ঢাকার উদ্দেশ্যে।

🔊 পঞ্চম দিনঃ সকাল আনুমানিক ০৫ টায় ঢাকা থাকবো ইনশাআল্লাহ ।

❑ #ভ্রমণ_হোস্টঃ
যাবো কৈ

💢 নোটঃ
========
✅ বাস - নন এসি চেয়ার কোচ
✅ খাবারঃ স্থানীয় খাবার
✴️ খাবার তালিকা:
*সকালে: পরোটা ২টা , ভাজি , ডিম / খিচুড়ি ও ডিম
*দুপুরে: সাদা ভাত, ভর্তা/সবজি , ডাল, মাছ /মাংস
*রাতে : ভাত, ডাল, ভর্তা / সবজি , মুরগি,

♥️সবার উপস্থিতিতে ২য় রাতে কাম্পফায়ার ও বারবিকিউ পার্টি।।
পরটো ২টা, বারবিকিউ, সস সালাদ ,
সাথে প্রতি বেলার খাওয়ার সময় খাবার পানি
🚫 ভ্রমণে যা যা থাকছে নাঃ
===================
১। কোন ব্যক্তিগত খরচ।
২। যাত্রা বিরতিতে খাবার।
৩। ভ্রমণ বিমা
৪| লোকাল ট্রান্সপোর্ট /সেন্টমার্টিন ঘোরার ট্রান্সপোর্ট/ছেঁড়াদ্বীপ যাবার খরচ
==========================

♦♦ ভ্রমণে যা সাথে নেওয়া উচিতঃ
============================
১। পাওয়ার ব্যাংক।
২। একান্ত ব্যক্তিগত ব্যবহার্য দ্রব্যাদি।
৩। মশার কামড় থেকে বাঁচার জন্য Odomos ক্রিম।
৪। গ্লুকোজ / স্যালাইন ।
৫। গামছা, ক্যাপ অথবা হ্যাট । 🧢🧢
৬। সানগ্লাস, সান ক্রিম ( অতিরিক্ত ত্বক সচেতন হলে)
৭। টুথপেস্ট-ব্রাশ ,প্রয়োজনীয় ঔষধ।

================================

♦♦ বুকিং সিস্টেম:
================
পুরোপুরি কনফার্ম থাকলে ৩০০০+৬০=৩০৬০/- টাকা জনপ্রতি (অফেরত যোগ্য) বিকাশ/নগদ/ ব্যাংক পেমেন্টের মাধ্যমে প্রদান করে আসন কনফার্ম করতে হবে। কনফার্মের শেষ তারিখ আসন খালি থাকা সাপেক্ষে। বুকিং করার আগে অবশ্যই ফোন করে কনফার্ম হয়ে তারপর বুকিং করবেন। এবং সেন্ড মানি রেফারেন্সে অবশ্যই নিজের নাম দিবেন। এডভ্যান্স করার পর লাষ্ট তিন ডিজিট কনফার্ম করতে হবে।

♦♦ বিকাশ/নগদ নাম্বার
=================
☎ 01787714750 বিকাশ
01915879491 নগদ


_____________

✪ অ্যাডভান্স পেমেন্টের তারিখ অনুযায়ী যাত্রাপথের বাসের সিট দেয়া হয়ে থাকে। তবে বয়স, নারী এবং কারণ বিশেষে কেউ অগ্রাধিকার পেতে পারেন।

✪ রাষ্ট্রীয়, প্রাকৃতিক, রাজনৈতিকসহ যেকোনো কারণে ইভেন্ট বাতিল করতে হলে সকলের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হয়। সেক্ষেত্রে যদি কোনো ভর্তুকি যায় তাহলে বুকিং মানি থেকে কর্তন করা হতে পারে।

✪ আর ইভেন্টের তারিখ আগাতে/পেছাতে হলে এবং তাতে ভ্রমণ ব্যয় বেড়ে গেলে সবাই মিলে অতিরিক্ত ব্যয় বহন করতে হয়।।

✪গ্রুপ ট্যুর মানে নতুন কিছু মানুষের সাথে পরিচিত হওয়া আর এক সাথে আনন্দ ভাগাভাগি করা।

18/09/2023

📣হেললোওও.. আসছে ৫ই অক্টোবর প্রতীক্ষিত সেন্টমার্টিন ইভেন্ট.. ৪ রাত ৩ দিন। দ্রুত কল/হোয়াটস আ্যপ করুন 01872996436

With Nayma With Adiya Vloges – I just got recognized as one of their top fans! 🎉
18/09/2023

With Nayma With Adiya Vloges – I just got recognized as one of their top fans! 🎉

আসসালামুয়ালাইকুম,🍁টাঙ্গুয়ার হাওড়ে সবচেয়ে আধুনিক সব সুযোগ সুবিধাসহ প্রিমিয়াম  হাউজবোটে ভ্রমণ যাবো কৈ ট্যুর ও ট্রাভেলস এ...
17/09/2023

আসসালামুয়ালাইকুম,

🍁টাঙ্গুয়ার হাওড়ে সবচেয়ে আধুনিক সব সুযোগ সুবিধাসহ প্রিমিয়াম হাউজবোটে ভ্রমণ যাবো কৈ ট্যুর ও ট্রাভেলস এর সাথে🍂

✴️যাত্রার তারিখ: ইনশাআল্লাহ ২৮শে সেপ্টেম্বর সুনামগঞ্জ থেকে
✴️ফেরার তারিখ: ইনশাআল্লাহ ২৯ই সেপ্টেম্বর সুনামগঞ্জ থেকে
✴️ সময়কাল: ১ রাত ২ দিন

❑ সিঙ্গেল প্যাকেজ:
জনপ্রতি

সিজনের শুরুতে যাবো কৈ এর সাথে ❣️সেন্টমার্টিন ও ছেড়াদ্বীপ ভ্রমণ ❣️সিজনের শুরুতে  সেন্টমার্টিনে আপনার মিতালী হোক যাবো কৈ  ...
17/09/2023

সিজনের শুরুতে যাবো কৈ এর সাথে
❣️সেন্টমার্টিন ও ছেড়াদ্বীপ ভ্রমণ ❣️

সিজনের শুরুতে সেন্টমার্টিনে আপনার মিতালী হোক যাবো কৈ টিমের সাথে। আমরা প্রতি সপ্তাহে প্যাকেজ ট্যুর, গ্রুপ ট্যুর, কর্পোরেট ট্যুর, স্টাডি ট্যুর অফিসিয়াল ট্যুর দেশের মধ্যে আয়োজন করে থাকি নিয়মিত।

যে কোনো প্রয়োজনে আমাদের হটলাইন নাম্বারে ২৪ ঘন্টা যোগাযোগ করতে পারবেন।
☎️ 01787714750
01872996436
______________
দেশে অসংখ্য প্রতিষ্ঠান সেন্টমার্টিন ভ্রমণ প্যাকেজ অফার করছে। যাবো কৈ ট্যুর ও ট্রাভেল এর বিশেষত্ব হল সব সময় ফিমেইল ফ্রেন্ডলি প্রিমিয়াম এবং কোয়ালিটি ট্যুর নিয়ে কাজ করে। ট্রাভেলারদের ছোটখাটো সুবিধা অসুবিধা বিবেচনায় রেখেই আমরা ট্যুর প্লান করে থাকি।
💢 ভ্রমণ তারিখঃ (৪ রাত ৩ দিন) ৫ই অক্টোবর , ২০২৩
===================

💢 ভ্রমণ খরচঃ (৪ রাত ৩ দিন)
=================
ঢাকা থেকে
✅ জনপ্রতি ৬৪৯৯৳ (৪ জন রুম শেয়ারিং)
✅ ১৪৪৯৯ ৳ (২ জন রুম শেয়ারিং /কাপল)
✅ ১৬৪৯৯ ৳ (২ জন রুম শেয়ারিং /কাপল)(বিচ ভিউ রিসোর্ট)

📛 বুকিং এর শেষ তারিখঃ আসন খালি থাকা সাপেক্ষে।
বুকিং এর জন্য
☎️ 01787714750
01872996436

💢 ভ্রমণের স্থান সমূহঃ
================
✅ সেন্টমার্টিন
✅ ছেড়াদ্বীপ
✅ নিঝুম দ্বীপ
✅ নাফ নদী
💢 ভ্রমণ খরচে যা যা অন্তর্ভুক্তঃ
======================
🚍 ঢাকা-টেকনাফ-ঢাকা বাস ভাড়া নন এসি।
🚢 টেকনাফ-সেন্টমার্টিন-টেকনাফ শীপ টিকেট
🍱 টেকনাফে প্রথম দিন সকালের খাবার থেকে শুরু করে আসার দিন দুপুর পর্যন্ত ৮ বেলা খাবার।
🏠 হোটেল/রিসোর্টে ২ রাত থাকা ।
✅ গাইড

💢 স্পেশাল ফিচারঃ
===============
🐟🐠🍗🐔সবার অংশ গ্রহনে
Fish/chicken Bar-B-Q Party
কেক পার্টি
লটারি প্রোগ্রাম
ওয়েল কাম গিফট
🏘️ রিসোর্ট:
🔸ননবিচ ভিউ: ওশান বীচ রিসোর্ট/ আজাদ বাড়ি রিসোর্ট সমমান
🔸বিচ ভিউ রিসোর্ট: হানিমুন ইকো রিসোর্ট

💢 ভ্রমণ বৃত্তান্তঃ (৪ রাত ৩ দিন)
=============
🔊 প্রথম দিনঃ ঢাকা কল্যাণপুর/আরামবাগ বাস কাউন্টার থেকে বিকাল ৫ টায় টেকনাফের উদ্দেশ্যে যাত্রা।

🔊 দ্বিতীয় দিনঃ সকালে টেকনাফ নেমে সকালের নাস্তা সেরে ৯.৩০ মিনিটে শিপে করে রওনা দিবো সেন্টমার্টিনের উদ্দেশ্যে।শীপের মধ্যে সবার উপস্থিতিতে কেক পার্টি হবে। ০৩ ঘন্টা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে করতে ১২.৩০ এর মধ্যে আমরা পৌছে যাবো সেন্টমার্টিন দ্বীপে। হোটেল চেক ইন করে ফ্রেশ হয়ে দুপুরের খাবার শেষ করে সন্ধ্যা পর্যন্ত ঘুরে দেখবো পুরো দ্বীপটি। সন্ধ্যার পর শুরু হবে বার্বি-কিউ। মাঝরাত পর্যন্ত চলবে বার্বি-কিউ, আড্ডা আর হই হুল্লোর। তারপর ঘুম।

🔊 তৃতীয় দিনঃ সকালের নাস্তা সেরেই চলে যাবো ছেড়াদ্বীপ। ছেড়াদ্বীপ থেকে এসে সমুদ্রের পানিতে ঝাপাঝাপি। তারপর দুপুরের খাবার সেরে রুমে বিশ্রাম। বিকেলটা ঘুরে দেখবো পুরো সেন্টমার্টিন। সূর্যাস্ত উপভোগ করবো বীচ থেকে। সন্ধ্যার পর থেকে শুরু হবে গল্প, আড্ডা, লটারি প্রোগ্রাম। তারপর রাতের খাবার খেয়ে সুবিধামতো সময় ঘুম।

🔊 চতুর্থ দিনঃ সকালের নাস্তা সেরে শেষবারের মতো ঘুরে দেখবো সেন্টমার্টিন। তারপর সমুদ্রে ঝাপাঝাপি করে দুপুরের খাবার সেরেই হোটেল চেক আউট করে দুপুর ৩.০০ এর শীপ । সন্ধ্যা নাগাদ টেকনাফে পৌছে তারপর ঢাকা গামী বাসে রওনা দিবো ঢাকার উদ্দেশ্যে।

🔊 পঞ্চম দিনঃ সকাল আনুমানিক ০৫ টায় ঢাকা থাকবো ইনশাআল্লাহ ।

❑ #ভ্রমণ_হোস্টঃ
যাবো কৈ

💢 নোটঃ
========
✅ বাস - নন এসি চেয়ার কোচ
✅ খাবারঃ স্থানীয় খাবার
✴️ খাবার তালিকা:
*সকালে: পরোটা ২টা , ভাজি , ডিম / খিচুড়ি ও ডিম
*দুপুরে: সাদা ভাত, ভর্তা/সবজি , ডাল, মাছ /মাংস
*রাতে : ভাত, ডাল, ভর্তা / সবজি , মুরগি,

♥️সবার উপস্থিতিতে ২য় রাতে কাম্পফায়ার ও বারবিকিউ পার্টি।।
পরটো ২টা, বারবিকিউ, সস সালাদ ,
সাথে প্রতি বেলার খাওয়ার সময় খাবার পানি
🚫 ভ্রমণে যা যা থাকছে নাঃ
===================
১। কোন ব্যক্তিগত খরচ।
২। যাত্রা বিরতিতে খাবার।
৩। ভ্রমণ বিমা
৪| লোকাল ট্রান্সপোর্ট /সেন্টমার্টিন ঘোরার ট্রান্সপোর্ট/ছেঁড়াদ্বীপ যাবার খরচ
==========================

♦♦ ভ্রমণে যা সাথে নেওয়া উচিতঃ
============================
১। পাওয়ার ব্যাংক।
২। একান্ত ব্যক্তিগত ব্যবহার্য দ্রব্যাদি।
৩। মশার কামড় থেকে বাঁচার জন্য Odomos ক্রিম।
৪। গ্লুকোজ / স্যালাইন ।
৫। গামছা, ক্যাপ অথবা হ্যাট । 🧢🧢
৬। সানগ্লাস, সান ক্রিম ( অতিরিক্ত ত্বক সচেতন হলে)
৭। টুথপেস্ট-ব্রাশ ,প্রয়োজনীয় ঔষধ।

================================

♦♦ বুকিং সিস্টেম:
================
পুরোপুরি কনফার্ম থাকলে ৩০০০+৬০=৩০৬০/- টাকা জনপ্রতি (অফেরত যোগ্য) বিকাশ/নগদ/ ব্যাংক পেমেন্টের মাধ্যমে প্রদান করে আসন কনফার্ম করতে হবে। কনফার্মের শেষ তারিখ আসন খালি থাকা সাপেক্ষে। বুকিং করার আগে অবশ্যই ফোন করে কনফার্ম হয়ে তারপর বুকিং করবেন। এবং সেন্ড মানি রেফারেন্সে অবশ্যই নিজের নাম দিবেন। এডভ্যান্স করার পর লাষ্ট তিন ডিজিট কনফার্ম করতে হবে।

♦♦ বিকাশ/নগদ নাম্বার
=================
☎ 01787714750 বিকাশ
01915879491 নগদ


_____________

✪ অ্যাডভান্স পেমেন্টের তারিখ অনুযায়ী যাত্রাপথের বাসের সিট দেয়া হয়ে থাকে। তবে বয়স, নারী এবং কারণ বিশেষে কেউ অগ্রাধিকার পেতে পারেন।

✪ রাষ্ট্রীয়, প্রাকৃতিক, রাজনৈতিকসহ যেকোনো কারণে ইভেন্ট বাতিল করতে হলে সকলের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হয়। সেক্ষেত্রে যদি কোনো ভর্তুকি যায় তাহলে বুকিং মানি থেকে কর্তন করা হতে পারে।

✪ আর ইভেন্টের তারিখ আগাতে/পেছাতে হলে এবং তাতে ভ্রমণ ব্যয় বেড়ে গেলে সবাই মিলে অতিরিক্ত ব্যয় বহন করতে হয়।।

✪গ্রুপ ট্যুর মানে নতুন কিছু মানুষের সাথে পরিচিত হওয়া আর এক সাথে আনন্দ ভাগাভাগি করা।একটানা দুইদিনের সরকারি ছুটিতে সেন্টমার্টিন ভ্রমন করুন যাবো কৈ টিমের সাথে🎉🎉
❣️সেন্টমার্টিন ও ছেড়াদ্বীপ ভ্রমণ ❣️

এই শীতের শেষে ফাল্গুনী পূর্ণিমায় সেন্টমার্টিনে আপনার মিতালী হোক যাবো কৈ টিমের সাথে। আমরা প্রতি সপ্তাহে প্যাকেজ ট্যুর, গ্রুপ ট্যুর, কর্পোরেট ট্যুর, স্টাডি ট্যুর অফিসিয়াল ট্যুর দেশের মধ্যে আয়োজন করে থাকি নিয়মিত।

যে কোনো প্রয়োজনে আমাদের হটলাইন নাম্বারে ২৪ ঘন্টা যোগাযোগ করতে পারবেন।
☎️ 01787714750
+880 1915-879491
______________
দেশে অসংখ্য প্রতিষ্ঠান সেন্টমার্টিন ভ্রমণ প্যাকেজ অফার করছে। যাবো কৈ ট্যুর ও ট্রাভেল এর বিশেষত্ব হল সব সময় ফিমেইল ফ্রেন্ডলি প্রিমিয়াম এবং কোয়ালিটি ট্যুর নিয়ে কাজ করে। ট্রাভেলারদের ছোটখাটো সুবিধা অসুবিধা বিবেচনায় রেখেই আমরা ট্যুর প্লান করে থাকি।
💢 ভ্রমণ তারিখঃ (৪ রাত ৩ দিন) ৬ই মার্চ, ২০২৩
===================

💢 ভ্রমণ খরচঃ (৪ রাত ৩ দিন)
=================
ঢাকা থেকেঃ
✅ জনপ্রতি ৬৪৯৯৳ (৪ জন রুম শেয়ারিং)
✅ ১৪৯৯৯ ৳ (২ জন রুম শেয়ারিং /কাপল)
✅ ১৬৯৯৯ ৳ (২ জন রুম শেয়ারিং /কাপল)(বিচ ভিউ রিসোর্ট)

📛 বুকিং এর শেষ তারিখঃ আসন খালি থাকা সাপেক্ষে।
বুকিং এর জন্য
☎️ 01787714750
01915879491

💢 ভ্রমণের স্থান সমূহঃ
================
✅ সেন্টমার্টিন
✅ ছেড়াদ্বীপ
✅ নিঝুম দ্বীপ
✅ নাফ নদী
💢 ভ্রমণ খরচে যা যা অন্তর্ভুক্তঃ
======================
🚍 ঢাকা-টেকনাফ-ঢাকা বাস ভাড়া নন এসি।
🚢 টেকনাফ-সেন্টমার্টিন-টেকনাফ শীপ টিকেট
🍱 টেকনাফে প্রথম দিন সকালের খাবার থেকে শুরু করে আসার দিন দুপুর পর্যন্ত ৮ বেলা খাবার।
🏠 হোটেল/রিসোর্টে ২ রাত থাকা ।
✅ গাইড

💢 স্পেশাল ফিচারঃ
===============
🐟🐠🍗🐔সবার অংশ গ্রহনে
Fish/chicken Bar-B-Q Party
কেক পার্টি
লটারি প্রোগ্রাম
ওয়েল কাম গিফট

💢 ভ্রমণ বৃত্তান্তঃ (৪ রাত ৩ দিন)
=============
🔊 প্রথম দিনঃ ঢাকা কল্যাণপুর/আরামবাগ বাস কাউন্টার থেকে বিকাল ৫ টায় টেকনাফের উদ্দেশ্যে যাত্রা।

🔊 দ্বিতীয় দিনঃ সকালে টেকনাফ নেমে সকালের নাস্তা সেরে ৯.৩০ মিনিটে শিপে করে রওনা দিবো সেন্টমার্টিনের উদ্দেশ্যে।শীপের মধ্যে সবার উপস্থিতিতে কেক পার্টি হবে। ০৩ ঘন্টা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে করতে ১২.৩০ এর মধ্যে আমরা পৌছে যাবো সেন্টমার্টিন দ্বীপে। হোটেল চেক ইন করে ফ্রেশ হয়ে দুপুরের খাবার শেষ করে সন্ধ্যা পর্যন্ত ঘুরে দেখবো পুরো দ্বীপটি। সন্ধ্যার পর শুরু হবে বার্বি-কিউ। মাঝরাত পর্যন্ত চলবে বার্বি-কিউ, আড্ডা আর হই হুল্লোর। তারপর ঘুম।

🔊 তৃতীয় দিনঃ সকালের নাস্তা সেরেই চলে যাবো ছেড়াদ্বীপ। ছেড়াদ্বীপ থেকে এসে সমুদ্রের পানিতে ঝাপাঝাপি। তারপর দুপুরের খাবার সেরে রুমে বিশ্রাম। বিকেলটা ঘুরে দেখবো পুরো সেন্টমার্টিন। সূর্যাস্ত উপভোগ করবো বীচ থেকে। সন্ধ্যার পর থেকে শুরু হবে গল্প, আড্ডা, লটারি প্রোগ্রাম। তারপর রাতের খাবার খেয়ে সুবিধামতো সময় ঘুম।

🔊 চতুর্থ দিনঃ সকালের নাস্তা সেরে শেষবারের মতো ঘুরে দেখবো সেন্টমার্টিন। তারপর সমুদ্রে ঝাপাঝাপি করে দুপুরের খাবার সেরেই হোটেল চেক আউট করে দুপুর ৩.০০ এর শীপ । সন্ধ্যা নাগাদ টেকনাফে পৌছে তারপর ঢাকা গামী বাসে রওনা দিবো ঢাকার উদ্দেশ্যে।

🔊 পঞ্চম দিনঃ সকাল আনুমানিক ০৫ টায় ঢাকা থাকবো ইনশাআল্লাহ ।

❑ #ভ্রমণ_হোস্টঃ
যাবো কৈ

💢 নোটঃ
========
✅ বাস - নন এসি চেয়ার কোচ
✅ খাবারঃ স্থানীয় খাবার
✴️ খাবার তালিকা:
*সকালে: পরোটা ২টা , ভাজি , ডিম / খিচুড়ি ও ডিম
*দুপুরে: সাদা ভাত, ভর্তা/সবজি , ডাল, মাছ /মাংস
*রাতে : ভাত, ডাল, ভর্তা / সবজি , মুরগি,

♥️সবার উপস্থিতিতে ২য় রাতে কাম্পফায়ার ও বারবিকিউ পার্টি।।
পরটো ২টা, বারবিকিউ, সস সালাদ ,
সাথে প্রতি বেলার খাওয়ার সময় খাবার পানি
🚫 ভ্রমণে যা যা থাকছে নাঃ
===================
১। কোন ব্যক্তিগত খরচ।
২। যাত্রা বিরতিতে খাবার।
৩। ভ্রমণ বিমা
৪| লোকাল ট্রান্সপোর্ট /সেন্টমার্টিন ঘোরার ট্রান্সপোর্ট/ছেঁড়াদ্বীপ যাবার খরচ
==========================

♦♦ ভ্রমণে যা সাথে নেওয়া উচিতঃ
============================
১। পাওয়ার ব্যাংক।
২। একান্ত ব্যক্তিগত ব্যবহার্য দ্রব্যাদি।
৩। মশার কামড় থেকে বাঁচার জন্য Odomos ক্রিম।
৪। গ্লুকোজ / স্যালাইন ।
৫। গামছা, ক্যাপ অথবা হ্যাট । 🧢🧢
৬। সানগ্লাস, সান ক্রিম ( অতিরিক্ত ত্বক সচেতন হলে)
৭। টুথপেস্ট-ব্রাশ ,প্রয়োজনীয় ঔষধ।

================================

♦♦ বুকিং সিস্টেম:
================
পুরোপুরি কনফার্ম থাকলে ৩০০০+৬০=৩০৬০/- টাকা জনপ্রতি (অফেরত যোগ্য) বিকাশ/নগদ/ ব্যাংক পেমেন্টের মাধ্যমে প্রদান করে আসন কনফার্ম করতে হবে। কনফার্মের শেষ তারিখ আসন খালি থাকা সাপেক্ষে। বুকিং করার আগে অবশ্যই ফোন করে কনফার্ম হয়ে তারপর বুকিং করবেন। এবং সেন্ড মানি রেফারেন্সে অবশ্যই নিজের নাম দিবেন। এডভ্যান্স করার পর লাষ্ট তিন ডিজিট কনফার্ম করতে হবে।

♦♦ বিকাশ/নগদ নাম্বার
=================
☎ 01787714750 বিকাশ
01915879491 নগদ


_____________

✪ অ্যাডভান্স পেমেন্টের তারিখ অনুযায়ী যাত্রাপথের বাসের সিট দেয়া হয়ে থাকে। তবে বয়স, নারী এবং কারণ বিশেষে কেউ অগ্রাধিকার পেতে পারেন।

✪ রাষ্ট্রীয়, প্রাকৃতিক, রাজনৈতিকসহ যেকোনো কারণে ইভেন্ট বাতিল করতে হলে সকলের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হয়। সেক্ষেত্রে যদি কোনো ভর্তুকি যায় তাহলে বুকিং মানি থেকে কর্তন করা হতে পারে।

✪ আর ইভেন্টের তারিখ আগাতে/পেছাতে হলে এবং তাতে ভ্রমণ ব্যয় বেড়ে গেলে সবাই মিলে অতিরিক্ত ব্যয় বহন করতে হয়।।

✪গ্রুপ ট্যুর মানে নতুন কিছু মানুষের সাথে পরিচিত হওয়া আর এক সাথে আনন্দ ভাগাভাগি করা।

ঃবিসমিল্লাহির রহমানির রহিমঃআসসালামু  আলায়কুম, 💝""যাবো কৈ"" ট্রাভেল গ্রুপের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ...
16/09/2023

ঃবিসমিল্লাহির রহমানির রহিমঃ

আসসালামু আলায়কুম,

💝""যাবো কৈ"" ট্রাভেল গ্রুপের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।

❣️❣️❣️পাহাড় ও মেঘের দেশ সাজেক ও খাগড়াছড়ি ভ্রমণ মাত্র ৬৬৯৯ টাকায় ৪ রাত ৩ দিন

😍😍😍এটি ""যাবো কৈ"" - JTG এর ৪ রাত ৩ দিনের রিল্যাক্স , প্রিমিয়াম ট্যুর ১০ই অক্টোবর "যাবো কৈ ট্রাভেল গ্রুপ " যাচ্ছে সাজেক ভ্যালি ও খাগড়াছড়ি ভ্রমণে।সাজেক ভ্যালি এক অনন্য সুন্দর জায়গা,যার নাম শুনলে সবার যেতে ইচ্ছে করে। সাজেক শব্দটি মনে পড়লেই চোখের সামনে ভেসে ওঠে মেঘময় এক পৃথিবীর ছবি। এটি রিল্যাক্স ট্যুর হওয়াতে সিঙ্গেল ছেলে-মেয়ে, কাপল, ফ্যামিলি বাচ্চা সহ যে কেউ যেতে পারবেন।

🤔 ভাবছেন সিঙ্গেল মেয়েরা যাবেন নিরাপত্তা কতটুকু??
😍হ্যাঁ অবশ্যই সিঙ্গেল মেয়েরা সহজে আমাদের সাথে যেতে পারবেন। মেয়েদের জন্য ফিমেল দক্ষ গাইড, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা সহ আলাদা রুমের ব্যাবস্থা।

যাত্রার তারিখ: ১০ই অক্টোবর রাতে ইনশাআল্লাহ ঢাকা গাবতলী থেকে
ফেরার তারিখ :১৩ই অক্টোবর রাতে ইনশাআল্লাহ খাগড়াছড়ি থেকে,
ইনশাআল্লাহ ১৪ই অক্টোবর ভোরে ঢাকা থাকবো

✴️ সময়কাল: ৪ রাত ৩ দিন

💢 ইভেন্ট ফি
(প্রিমিয়াম)
🚺 ব্যাচেলর ৬৬৯৯ টাকা (জনপ্রতি) । ১ রুমে ৪ জন
🚻 কাপল ১৬৪৯৯ টাকা ( ২জন)

🛑বি.দ্রঃ মনে রাখবেন, সস্তার‌ তিন অবস্থা। তাই অবাস্তব‌ স্বল্পমূল্যের ইভেন্ট ফির সেবার মান ও তেমনি । কষ্টকর ভ্রমণ থেকে বাঁচতে যাচাই-বাছাই করে ভ্রমণ করুন। কারণ ভ্রমণতো আর প্রতিদিন করবেন না। তাই ভ্রমণ হোক আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যে যাবো কৈ ট্রাভেল গ্রুপ (JTG) এর সাথে।
🛑যাবো কৈ নিজেদের জন্য যেটা পছন্দ করে তাদের গেষ্ট দের জন্য সেটা আয়োজন করে🛑যাবো কৈ প্রিমিয়াম ট্যুরে কোনো রিজার্ভ বাস নেই না। 1J হিনো চেয়ারকোচ ব্যান্ডের বাসের টিকিট কেটে যায়।

🛑যাবো কৈ সবাইকে নিয়ে আনন্দ উপভোগের মাধ্যম ভ্রমণ করতে ভালোবাসে। তাই আমাদের প্রতিটি ইভেন্টে কেক পার্টি, লটারি প্রোগ্রাম, ওয়েলকাম গিফট, বারবিকিউ পার্টি সহ অনেক মজাদার একটিভিটিজ থাকে।

♥️আমরা_যা_যা_দেখবোঃ ⍣⍣⍣
◼️সাজেক 🟦 কংলাক পাহাড়
◼️রুইলুই পাড়া 🟦সাজেক জিরো পয়েন্ট
◼️ কংলাক পাড়া 🟦 আলুটিলা পর্যটন কেন্দ্র
◼️ স্টোন গার্ডেন 🟦সিকিম তৈসা ঝর্ণা
◼️ লুসাই গ্রাম 🟦সাজেক মসজিদ
◼️রিসাং ঝর্ণা🟦 নকশীপল্লী
◼️আলুটিলা গুহা🟦 বাঘাইহাট আর্মি স্কট
◼️হেলিপ্যাড🟦লাভ পয়েন্ট
◼️ঝাড়ভোজ🟦 গ্লাস ঝুলন্ত সেতু
◼️সাজেক ঝর্না
◼️হর্টিকালচার পার্ক
◼️ঝুলন্ত সেতু
◼️তারেং ( সময় সাপেক্ষে)

🔴খাবারের_তালিকা : ⍣⍣⍣
◼️ সকালের নাস্তা: পরোটা, ডাল /ভাজি ,ডিম/খিচুরী
◼️দুপুরের খাবার: ভাত, ডাল, ভর্তা, ব্যাম্বো চিকেন / চিকেন কারী
◼️বিকালের খাবার: স্ন্যাক্স
◼️রাতের খাবার: BBQ বারবিকিউ চিকেন সাথে পরাটা, সালাদ,‌ সস,‌ কোক / স্পেশাল ব্যাম্বো বিরিয়ানি

🔴এই_টাকায়_যা_যা_পাবেনঃ ⍣⍣⍣
🚌 ঢাকা - খাগড়াছড়ি - ঢাকা ( নন এসি 1J হিনো চেয়ারকোচ)
🚐 রিজার্ভ চাঁন্দের গাড়ি / সি এন জি
🍽 পুরো ৩ দিনের ৮ বেলা মূল খাবার সহ বিকালের চা নাস্তা
⛰️ সব রকম এন্ট্রি ফি।
🏡 রিসোর্টে ২ রাত্রিযাপন

♣️রিসোর্ট থাকার নিয়মঃ
🕴 ব্যাচেলর: প্রতি রুমে ৪ জন করে অবস্থান।
(মেয়েদের থাকার জন্য আলাদা রুমের ব্যবস্থা)।
🎎 কাপল: প্রতি রুমে ২ জন।

# #আর সবথেকে গুরুত্বপূর্ণঃ আমাদের কোনো প্রকার হিডেন চার্জ নেই # #

🤟 বিশেষ আকর্ষন🤟( গ্রুপের পক্ষ থেকে)

🎁🎁🎁
লটারীর মাধ্যমে আকর্ষনীয় গিফট,
মজাদার সকল খেলা,
কেক পার্টি
স্কটে পাহাড়ি সুস্বাদু ফল খাওয়া
ফানুস উৎসব (অনুমতি সাপেক্ষে) 🎁🎁


⭕ ইভেন্টে_যা_যা_থাকছেনাঃ-
❎ হাইওয়েতে খাবার ও নির্ধারিত ফুড মেন্যুর বাইরে কিছু খেতে চাইলে সেই খরচ।
❎ ব্যক্তিগত, মেডিসিন, ও এক্সট্রা পানির খরচ

🛑বিস্তারিত ট্যুর প্লানঃ
♣️রাত ১০.০০ টায় ঢাকা থেকে বাসে উঠে গাবতলী, কলাবাগান, ফকিরাপুল, কমলাপুর,সায়েদাবাদ হয়ে যাবে।
♣️ পরদিন সকালে খাগড়াছড়ি দিঘীনালা নকশিপল্লীতে ফ্রেশ হয়ে 🎂কেক পার্টি করে সকালের নাস্তা সেরে নিবো।
♣️তারপর চাঁদের গাড়ি করে স্কটে গিয়ে এন্ট্রি করবো।
♣️🥭🍌🍏স্কটে পাহাড়ি সুস্বাদু ফল খাবো।
♣️তারপর চাঁদের গাড়ি করে সাজেক যাবো।
♣️সাজেকে গিয়ে রিসোর্টে ফ্রেশ হয়ে দুপুরের খাবার ( ব্যাম্বো চিকেন) খেয়ে রেস্ট‌ নিবো।
♣️তারপর সন্ধ্যায় সূর্যোস্ত দেখবো হ্যালিপ্যাডে ☕🧈 চা নাস্তা সেরে।
♣️রাতে রুইলুই পাড়া ঘুরে তারপর 🍗বার বি কিউ পার্টি
♣️২য় দিন ভোরে কংলাক পাহাড়ে সূর্যোদয় দেখবো
♣️ তারপর সকালের নাস্তা সেরে লুসাই গ্রাম ও ঝর্না ঘুরে দুপুরের খাবার সেরে নিবো।
♣️তারপর সন্ধ্যায় সূর্যোস্ত দেখবো হ্যালিপ্যাডে ☕🧈 চা নাস্তা করবো।
♣️ ফানুস উৎসব অনুমতি সাপেক্ষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান , মজাদার সকল খেলা রাতে ব্যাম্বো বিরিয়ানি
♣️ ৩য় দিন নাস্তা সেরে স্টোন গার্ডেন ঘুরে তারপর সকাল ১০.০০টার স্কটে খাগড়াছড়ি ফিরে আসা।
♣️ দুপুরের খাবার খেয়ে আলুটিলা গুহা, আলুটিলা পর্যটন কেন্দ্র, রিসাং ঝর্না, হর্টিকালচার পার্ক, ঝুলন্ত সেতু ঘুরবো, তারেং সময় সাপেক্ষে
♣️ সন্ধ্যায় নিজেদের মতো খাগড়াছড়ি ঘুরে কেনাকাটা করে রাত ৯.০০ টার গাড়িতে ঢাকা‌ ব্যাক করবো
♣️ ইনশাআল্লাহ ভোর ৫/৬ টার মধ্যে ঢাকা থাকবো।

💲 কনফার্মেশন_সিস্টেমঃ ⍣⍣⍣
মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়, আসন কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে জনপ্রতি (২০৪০/-) টাকা (অফেরতযোগ্য)অগ্রিম প্রদান করে আসন কনফার্ম করতে হবে।

♣️আগে বুকিং দিলে আগে সিট পাবেন- এ ভিত্তিতে বাসের সিট প্ল্যান ও রির্সোটের বেস্ট রুম নির্ধারন করা হবে। মেয়েদের অগ্রাধিকার বেশী থাকবে।

⭕যেভাবে_বুকিং_দিবেনঃ নগদ/বিকাশ (অফেরতযোগ্য)

নগদ/বিকাশ :
01787714750 বিকাশ/ নগদ
(পার্সোনাল)- অবশ্যই চার্জ সহ প্রদান করতে হবে।

🛑বিঃদ্রঃ টাকা পাঠানোর পূর্বে ও পরে ফোন কল করে অবশ্যই আপনার নাম এবং শেষ তিনটি ডিজিট ও সেন্ড মানি রেফারেন্সে নিজের নাম লিখে বিকাশ নিশ্চিত করুন।

⭕ অবশিষ্ট টাকা গাড়ি ছাড়ার পুর্বে হোস্টের কাছে জমা দিয়ে আপনার নির্দিষ্ট আসনটি বুঝে নিতে হবে।

⭕পরিস্থিতি বিবেচনায় ইভেন্টের যেকোন প্রকার পরিবর্তন, সংশোধন, সংযোজন, বিয়োজন ও বাতিল করার পূর্ণ ক্ষমতা ""যাবো কৈ"" ট্রাভেল গ্রুপ সর্বসত্ত্ব সংরক্ষন করে।
অংশগ্রহণকালীন সময় যেগুলো মেনে চলতে হবেঃ

🔴বিশেষভাবে_খেয়াল_করুন
◾সর্বোপরি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে,ভ্রমণের সময়ে যেকোন ধরনের সমস্যার সম্মুখীন হতেই পারে,সেটা সমাধান করার জন্য ধৈর্য্য ধরে অপেক্ষা করার ভাল একটা মানসিকতা থাকা জরুরী।

❎মেয়েদের নিয়ে কোনো খারাপ কমেন্টস অথবা ইভটিজিং করা যাবেনা।

❎কোন ধরনের মাদকদ্রব্য সেবন বা সাথে নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

❎বাসের সিট প্লান নিয়ে কোনো তর্ক করা যাবেনা,এটা আগে বুকিং ভিত্তিতে বন্টন করা হবে।

❎ টিম লিডারের সকল সিদ্ধান্ত মেনে নিতে হবে।
বুকিং এর শেষ দিনঃ আসন খালি থাকা সাপক্ষে বুকিং চলবে।
আসন সংখ্যাঃ ২৪ জন।চেয়ার কোচ নন এসি সার্ভিস)
আমাদের গ্রুপের সকল ইভেন্ট আপডেট পেতে জয়েন করুন @যাবো কৈ ট্রাভেল গ্রুপ (JTG) ।

# বুকিং অথবা যে কোন প্রয়োজনে হোস্টের সঙ্গে কথা বলুনঃ
Call Or WhatsApp☎️ 01787714750
01872996436
🔊প্রয়োজনীয় তথ্যঃ

যে জিনিসগুলো অবশ্যই সাথে রাখতে হবেঃ
১. মাস্ক
২. হ্যান্ড সেনিটাইজার
৩. NID কার্ড
৪. ছাতা
৫. পাওয়ার ব্যাংক, চার্জার
৬.গ্রিপ জুতা
৭. গামছা, মশার জন্য অডোমস
৮.সানগ্লাস, ক্যাপ,‌
৯.ত্বক সচেতন হলে সানস্ক্রিন, সান্সপাউডার
১০. রবি, এয়ারটেল, টেলিটক সিম
১১. প্রয়োজনীয় মেডিসিন
🌿 ভ্রমন করুন সুস্থ থাকুন
""যাবো কৈ"" এর সাথে থাকুন...🌴

আসছে ১৪ই আগষ্ট বৃহস্পতিবার টাঙ্গুয়ার হাওর ইভেন্টে আর মাত্র 7 জন যেতে পারবেন..! সময় এবং আসন দুইই সীমিত তাই জলদি করে বুকিং...
08/09/2023

আসছে ১৪ই আগষ্ট বৃহস্পতিবার টাঙ্গুয়ার হাওর ইভেন্টে আর মাত্র 7 জন যেতে পারবেন..! সময় এবং আসন দুইই সীমিত তাই জলদি করে বুকিং করুন..

১ কেবিনে ৩ জন ৫২০০ টাকা।
১ কেবিন ২ জন ৬২০০ টাকা।
জরুরী যোগাযোগ
01787714750 / 01872996436
ভ্রমন করুন. সুস্থ থাকুন

03/09/2023

১৪ই সেপ্টেম্বর টাঙ্গুয়ার হাওর বুকিং চলছে। আসন সীমিত তাই দ্রুত যোগাযোগ করুন
01872996436 call/whatsapp

03/09/2023

5 tarikh Sajek event e discount e jete chaile akhoni call/whatsapp korun 01872996436

আসসালামুয়ালাইকুম,🍁টাঙ্গুয়ার হাওড়ে সবচেয়ে আধুনিক সব সুযোগ সুবিধাসহ প্রিমিয়াম  হাউজবোটে ভ্রমণ যাবো কৈ ট্যুর ও ট্রাভেলস এ...
28/08/2023

আসসালামুয়ালাইকুম,

🍁টাঙ্গুয়ার হাওড়ে সবচেয়ে আধুনিক সব সুযোগ সুবিধাসহ প্রিমিয়াম হাউজবোটে ভ্রমণ যাবো কৈ ট্যুর ও ট্রাভেলস এর সাথে🍂

✴️যাত্রার তারিখ: ইনশাআল্লাহ ৮ই সেপ্টেম্বর সুনামগঞ্জ থেকে
✴️ফেরার তারিখ: ইনশাআল্লাহ ৯ই সেপ্টেম্বর সুনামগঞ্জ থেকে
✴️ সময়কাল: ১ রাত ২ দিন

❑ সিঙ্গেল প্যাকেজ:
জনপ্রতি

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when যাবো কই ট্যুর ও ট্রাভেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to যাবো কই ট্যুর ও ট্রাভেল:

Videos

Share

Category