16/01/2025
*ভ্যাকসিন কোথায় কোথায় পাওয়া যাচ্ছে*
মেনিনজাইটিস (Quadrivalent Neisseria meningitis) এর দুই ধরণের টিকা পাওয়া যায়।
১. Polysaccharide: মেয়াদ ৩ বছর, Ingovax (ইনসেপ্টা) এর দাম ১০০০ টাকা।
২. Conjugate: মেয়াদ ৫ বছর / লাইফটাইম, দাম ৪০০০-৪৫০০ টাকা
যেখানে পাওয়া যাচ্ছে :
১. ইবনে সিনা হসপিটাল (শুধু ধানমন্ডি). ১০০০ টাকা / ৪৫০০ টাকা, দুই মানের আছে। যেকোন দিন সকাল ৭টা থেকে রাত ১০ টা
২. ICDDR,B, মহাখালী (৪৮০০ টাকা + ১০০ টাকা রেজিস্ট্রেশন)
৩. স্কয়ার হসপিটাল (৪৫০০ টাকা )
৪. Bangladesh Specialized Hospital, মিরপুর, (৪৬০০/৪৮০০)
৫. Praava Health, বনানী (১০০০ টাকা + ৩০০ টাকা সার্ভিস চার্জ )