Touraloy

Touraloy Travel with knowledge.
(2)

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় এবার জাপানকে টপকে শীর্ষস্থান দখলে নিয়েছে সিঙ্গাপুর। তালিকার অ্যামেরিকা অষ্টম...
21/07/2023

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় এবার জাপানকে টপকে শীর্ষস্থান দখলে নিয়েছে সিঙ্গাপুর। তালিকার অ্যামেরিকা অষ্টম ও বাংলাদেশ রয়েছে ৯৬তম অবস্থানে।

১৯০টি দেশে বিনা ভিসায় প্রবেশাধিকার নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি, ইতালি ও স্পেন। জাপান, সাউথ কোরিয়া, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, লুক্সেমবার্গ ও সুইডেন রয়েছে তালিকার তৃতীয় স্থানে।

এই সাত দেশের নাগরিকেরা ১৮৯টি দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন।

বিশ্বের কতগুলো দেশে বিনা ভিসায় বা অন-ডিমান্ড ভিসায় প্রবেশ করা যাবে- সেই ক্ষমতার ভিত্তিতে হেনলে পাসপোর্ট ইনডেক্স এই তালিকা প্রকাশ করে।

এ বছরের তালিকায় দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। এই দেশের পাসপোর্টের অবস্থান ৫৭। এরপর ভারত আছে ৮০তম, ভুটান ৮৪তম ও শ্রীলঙ্কা আছে ৯৫তম অবস্থানে।

র‍্যাংকিংয়ে বাংলাদেশের পরে আছে নেপাল, যার অবস্থান ৯৮-এ। আর পাকিস্তান আছে ১০০তম অবস্থানে।

লন্ডনভিত্তিক বৈশ্বিক নাগরিকত্ব ও আবাসিক উপদেষ্টা সংস্থা হেনলে অ্যান্ড পার্টনার্স এই তালিকা করে প্রতিবছর।

21/07/2023

the nature/ প্রকৃতি

সন্তানের জন্মসনদ, প্রাতিষ্ঠানিক সনদ, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের তথ্যের যেন কোনো গড়মিল না থাকে সেটা খেয়াল রাখবেন। সময়মত...
21/05/2023

সন্তানের জন্মসনদ, প্রাতিষ্ঠানিক সনদ, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের তথ্যের যেন কোনো গড়মিল না থাকে সেটা খেয়াল রাখবেন। সময়মতো খেয়াল না রাখলে কি পরিমাণ ভোগান্তির মধ্যে পড়তে হয় তা বর্তমান সময়ের অনেক প্রবাসী বুঝতে পেরেছেন৷ বিশেষ করে ই-পাসপোর্ট বানাতে গিয়ে প্রায় ৬০ শতাংশ প্রবাসীর তথ্যের গড়মিল ধরা পড়েছে৷

SHAH AMANAT INTERNATIONAL AIRPORT CHATTOGRAM AIRFIELD WILL REMAIN CLOSED DUE TO CYCLONIC STROM   # FROM 13 MAY 2023 TO 1...
12/05/2023

SHAH AMANAT INTERNATIONAL AIRPORT CHATTOGRAM AIRFIELD WILL REMAIN CLOSED DUE TO CYCLONIC STROM # FROM 13 MAY 2023 TO 14 MAY 2023 TILL 12PM. শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম এয়ারফিল্ড 13 মে 2023 থেকে 14 মে 2023 পর্যন্ত সাইক্লোনিক স্ট্রোম 'মোখা' এর কারণে বন্ধ থাকবে দুপুর ১২টা পর্যন্ত.

বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করতে চাচ্ছে বাজেট এয়ারলাইন উইজ এয়ার আবুধাবি। ফ্লাইট পরিচালনা করতে ইতোমধ্যে বেসামরিক বিমান চলাচ...
12/05/2023

বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করতে চাচ্ছে বাজেট এয়ারলাইন উইজ এয়ার আবুধাবি। ফ্লাইট পরিচালনা করতে ইতোমধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে আবেদন জানিয়েছে এয়ারলাইনটি।

ইউরোপে বাজেট এয়ারলাইন হিসেবে পরিচিতি ইউজ এয়ার। ২০০৩ সালে হাঙ্গেরিতে প্রতিষ্ঠিত হয় উইজ এয়ার। এই এয়ারলাইনের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হচ্ছে উইজ এয়ার আবুধাবি, উইজ এয়ার মাল্টা, উইজ এয়ার ইউকে।

সর্বনিম্ন কত পয়সার কয়েন দিয়ে কিছু ক্রয় করেছেন  ?
27/04/2023

সর্বনিম্ন কত পয়সার কয়েন দিয়ে কিছু ক্রয় করেছেন ?

25/03/2023

বাংলাদেশ স্বাধীনতার ৫২ বছর পূর্তিতে সকল মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

একজন ক্ষুদে শিল্পীর শিল্পকর্ম। 😂 বাবার পাসপোর্টের একটি ভিসার উপর তিনি শিল্পচর্চা করেছেন। কাজেই আপনাদের পাসপোর্টগুলো ঘরের...
05/03/2023

একজন ক্ষুদে শিল্পীর শিল্পকর্ম। 😂 বাবার পাসপোর্টের একটি ভিসার উপর তিনি শিল্পচর্চা করেছেন। কাজেই আপনাদের পাসপোর্টগুলো ঘরের মহান শিল্পীদের নাগালের বাইরে রাখুন। 🤣

21/02/2023

গতোকাল থেকে দুবাইতে বাংলাদেশীদের নতুন Work Permit Type হচ্ছে না৷দুবাইতে বাংলাদেশীদের লেবার/এম্পলয়মেন্ট ভিসা বন্ধ হওয়ার গুঞ্জন শুনা যাচ্ছে৷

বিস্তারিত জানতে সাথে থাকুন।

21/02/2023

1 Month Left Until Ramadan !

Love Is Truly In The Air✈️💕From all of us at Touraloy, we wish you and your loved ones a day full of love, joy and happy...
14/02/2023

Love Is Truly In The Air✈️💕

From all of us at Touraloy, we wish you and your loved ones a day full of love, joy and happy moments!💌

30/01/2023

২৭ ফেব্রুয়ারি ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনা দূতাবাস…

26/01/2023

আপনি কি শীঘ্রই আকাশ পথে ✈ ভ্রমণ করবেন?
👉 কিছু প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করলে আপনার যাত্রা হবে সহজ , সুন্দর ও নিরাপদ। বাংলা এভিয়েশনের পক্ষ থেকে বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত টিপস, যা আপনাকে প্রস্তুতি নিতে সহায়তা করবে।
💻 ল্যাপটপ, ক্যামেরা, সহ ইলেকট্রনিক্স পণ্যের বাটারি ফুল চার্জ দিয়ে সঙ্গে রাখুন। নিরাপত্তা তল্লাশির সময় আপনাকে চালু করে দেখাতে হতে পারে, চালু না হলে সেগুলো বহণের সুযোগ নাও পেতে পারেন।
** ১০০ মিলি বেশি তরল আপনার হাত ব্যাগে কিংবা সঙ্গে নিয়ে বিমানে উঠতে পারবেন না। বেশি পরিমানে তরল (যেমন: শ্যাম্পু, বডি স্প্রে, লোশন, মধু, রসমাইল, রসগোল্পা ইত্যাদি) সঙ্গে নিতে চাইলে চেক ইন লাগেজে রাখুন।
📸 ক্যামেরা💻ল্যাপটপ 📱 মোবাইল ফোন আপনার হাত ব্যাগে নিয়ে নিজের সঙ্গে বহন করুন। চেক ইন লাগেজে এ ধরণের পণ্য না রাখা উত্তম।
🛸 ড্রোন নিয়ে ভ্রমণের ক্ষেত্রে আপনি যে দেশে যাচ্ছেন, সেদেশের ড্রোন নীতিমালা জেনে নিন। নীতিমালার বাইরে ড্রোন নিয়ে গেলে আপনার ড্রোন সেদেশের বিমানবন্দরে জব্দ হতে পারে।
💻 স্ক্যানার মেশিনে তল্লাশির সময় আালাদা ট্রেতে ল্যাপটপ এবং বড় বৈদ্যুতিক আইটেম রাখুন।
#বাংলা_এভিয়েশন
#বাংলা_প্রবাস

25/01/2023

প্রবাসীদের কাছ থেকে বাংলা এভিয়েশনের কাছে যেসব বিষয়ে প্রশ্ন বেশি আসে, তার মধ্যে অন্যতম- বিদেশ থেকে আমি মদ আনতে পারবো ?

** জাতীয় রাজস্ব বোর্ডের ব্যাগেজ রুলস অনুযায়ী, একজন প্রবাসী/যাত্রী নিজের সাথে করে মদ বা অ্যালকোহল জাতীয় পানীয় আনতে পারবেন না। আনলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ (Detention memo) বুঝে নিবেন।

** সিগারেট ১ কার্টন (২০০ শলাকা) পর্যন্ত সিগারেট শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন।

#বাংলা_এভিয়েশন #বাংলা_প্রবাস

দুবাইয়ের ৩ জনপ্রিয় দর্শনীয় স্থানে  বিনামুল্যে প্রবেশের সুযোগ দেবে এমিরেটসযাত্রীদের দুবাইয়ের ৩টি জনপ্রিয় দর্শনীয় স্থানে ব...
22/01/2023

দুবাইয়ের ৩ জনপ্রিয় দর্শনীয় স্থানে বিনামুল্যে প্রবেশের সুযোগ দেবে এমিরেটস

যাত্রীদের দুবাইয়ের ৩টি জনপ্রিয় দর্শনীয় স্থানে বিনামূল্যে প্রবেশের সুযোগ দিবে সংযুক্ত আরব আমিরাতে এয়ারলাইন এমিরেটস। যে যাত্রীরা দুবাই ভ্রমণের বা স্টপওভারের জন্য এমিরেটস রিটার্ণ টিকিট ক্রয় করবেন তারা এ সুযোগ পাবেন।
এমিরেটস জানিয়েছে, ‘এট দা টপ, বুর্জ খলিফা’, ‘দুবাই ফাউন্টেইন বোর্ডওয়াক এক্সপেরিয়েন্স’ এবং ৪৫ মিনিটব্যাপী ‘ইয়েলো বোটস আটলান্টিস ব্লাস্ট ট্যুর এ কোন প্রবেশ ফি দিতে হবে না যাত্রীদের। ১৬ জানুয়ারী থেকে ২৯ জানুয়ারী মধ্যে টিকিট কিনলে এ সুবিধা পাওয়া যাবে। তবে যাত্রীদের ১৮ জানুয়ারী থেকে ৩১ মার্চ এর মধ্যে দুবাই ভ্রমণ করতে হবে।

এট দা টপ, বুর্জ খলিফায় বিশ্বের সর্বোচ্চ অট্টালিকার ১২৫তম লেভেল থেকে দুবাইয়ের মনোমুগ্ধকর দৃশ্য অবলোকনের পাশাপাশি সুস্বাদু পেস্ট্রি এবং কফি উপভোগ করার সুযোগ পাবেন এমিরেটসের যাত্রীরা। দুবাই ফাউন্টেইন বোর্ডওয়াকের অধীনে ৯০০ ফুটের অধিক দীর্ঘ একটি ভাসমান গ্ল্যাটফর্ম থেকে বুর্জ খলিফার দৃষ্টিনন্দন ওয়াটার, মিউজিক, ও লাইট স্পেকটেকল দেখার সুযোগ দেয়া হবে যাত্রীদের। ইয়েলো বোটস আটলান্টিস ব্লাস্ট ট্যুরে একজন অভিজ্ঞ গাইডের সাহায্যে ৪৫ মিনিটব্যাপী একটি ট্যুর অনুষ্ঠিত হবে। দুবাই মেরিনা থেকে পাম জুমেরা পর্যন্ত আটলান্টিস দি পাম সংলগ্ন এলাকায় পর্যটকরা মনোভিরাম দৃশ্য অবলোকন করার সাথে সাথে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক বিভিন্ন অজানা তথ্য জানার সুযোগ পাবেন ।

কম্বোডিয়ার ভিসা থাইল্যান্ডের ব্যাংকক থেকে যেভাবে ১ দিনে কম্বোডিয়ার ভিসা করবেন :ডকুমেন্টস :১. থাইল্যান্ডের ভিসার ফটোকপি ...
16/01/2023

কম্বোডিয়ার ভিসা

থাইল্যান্ডের ব্যাংকক থেকে যেভাবে ১ দিনে কম্বোডিয়ার ভিসা করবেন :

ডকুমেন্টস :

১. থাইল্যান্ডের ভিসার ফটোকপি অবশ্যই অ্যারাইভাল সিল সহ।

২. পূরনকৃত ভিসা এপ্লিকেশন ফরম।

৩. এক কপি ছবি। (পাসপোর্ট সাইজ হলেও হবে)

৪. হোটেল বুকিং

৫. এয়ার টিকিট অনলি বুকিং।

৬. ভিসা ফি ১২০০-১৬০০ থাই বাথ।

৭. ব্যাংক স্টেটমেন্ট/ ক্রেডিট কার্ড ফটোকপি ।

সকাল ১০ টা থেকে ১১ টার মধ্যে জমা দিলে বিকেল ৪টায় নিশ্চিত ডেলিভারি পেয়ে যাবেন। ১ঘন্টায় ডেলিভারি পেয়ে যাবেন..যদি লোক কম থাকে..

কম্বোডিয়া এম্বাসীর ঠিকানা :

518 4 Pracha Uthit Rd, Wang Thonglang, Bangkok 10310, Thailand

জরুরী তথ্য
15/01/2023

জরুরী তথ্য

জরুরি তথ্য …..
আজ রবিবার (১৫ জানুয়ারি) ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বা ঐ সড়কে যাতায়াত করতে অবশ্যই অতিরিক্ত সময় নিয়ে বের হবেন। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আজ। তাই বিমানবন্দর সড়কে সকাল থেকেই তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
সচেতনতায়: প্রবাস তথ্যকেন্দ্র।

14/01/2023

শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগুলো বাংলাদেশ

বাংলাদেশের পাসপোর্ট দিয়ে কয়টি ও কি কি দেশে ভিসা ছাড়াই যাওয়া যায়, জানেন?

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স সম্প্রতি বিশ্বের পাসপোর্টগুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। বিশ্বে ভিসামুক্ত চলাচল স্বাধীনতার ওপর গবেষণা করে প্রতিবছর এ সূচক প্রকাশ করে তারা।

২০২২ সালের তুলনায় এ বছর শক্তিশালী হয়েছে বাংলাদেশের পাসপোর্ট। ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’-এর প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী, এ বছর বাংলাদেশের অবস্থান ১০১তম অবস্থানে। গত বছর এই র‌্যাঙ্কিং-এ ১০৪ ছিল বাংলাদেশ। দুর্বল পাসপোর্টের দেশ হিসেবে নবম বাংলাদেশ।বর্তমানে বিশ্বের ৪১ দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন বাংলাদেশিরা।এই ৪১ দেশে ভিসা ছাড়া অথবা অন অ্যারাইভাল ভিসা নিয়ে প্রবেশ করা যাবে। দেশগুলোর তালিকা নিচে দেওয়া হলো।

এশিয়া মহাদেশের ৬টি দেশ
ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও তিমুর।

আফ্রিকা মহাদেশের ১৬টি দেশ
কেপ ভার্দ দ্বীপপুঞ্জ, কমোরোস দ্বীপপুঞ্জ, গাম্বিয়া, গিনি বিসাউ, কেনিয়া, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেনেগাল, সিসিলি, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো ও উগান্ডা।

ওশেনিয়ার ৭টি দেশ
কুক আইল্যান্ডস, ফিজি, মাইক্রোনেশিয়া, নিউই, সামাউ, টুভালু ও ভানুয়াতু।

ক্যারিবীয় অঞ্চলের ১১টি দেশ
বাহামা, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিন্স ও ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো।

আমেরিকার মাত্র একটি দেশ
বলিভিয়া।

বিশ্বের দুর্বলতম পাসপোর্ট আফগানিস্তানের। এই দেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগমনী ভিসা নিয়ে মাত্র ২৭টি দেশে ঢুকতে পারেন।

আফগানিস্তানের ঠিক ওপরেই আছে ইরাক, ১০৮তম স্থানে। শেষ থেকে চার নম্বরে আছে পাকিস্তান। র‌্যাঙ্কিংয়ে ১০৬ নম্বরে থাকা পাকিস্তানের লোকজন ভিসা ছাড়া যেতে পারেন ৩২টি দেশে। ভারত আছে ৮৫তম অবস্থানে, দেশটির নাগরিকেরা ভিসামুক্ত ৫৯টি দেশে যেতে পারেন।

চলুন দেখা যাক, সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী দেশগুলোর তালিকা—

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স সম্প্রতি বিশ্বের পাসপোর্টগুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। বিশ্বে ভিসামুক্ত চলাচল স্বাধীনতার ওপর গবেষণা করে প্রতিবছর এ সূচক প্রকাশ করে তারা।

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০১তম। দুর্বল পাসপোর্টের দেশ হিসেবে নবম বাংলাদেশ। বিশ্বের দুর্বলতম পাসপোর্ট আফগানিস্তানের। এই দেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগমনী ভিসা নিয়ে মাত্র ২৭টি দেশে ঢুকতে পারেন।

আফগানিস্তানের ঠিক ওপরেই আছে ইরাক, ১০৮তম স্থানে। শেষ থেকে চার নম্বরে আছে পাকিস্তান। র‌্যাঙ্কিংয়ে ১০৬ নম্বরে থাকা পাকিস্তানের লোকজন ভিসা ছাড়া যেতে পারেন ৩২টি দেশে। ভারত আছে ৮৫তম অবস্থানে, দেশটির নাগরিকেরা ভিসামুক্ত ৫৯টি দেশে যেতে পারেন।

চলুন দেখা যাক, সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী দেশগুলোর তালিকা—

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স সম্প্রতি বিশ্বের পাসপোর্টগুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। বিশ্বে ভিসামুক্ত চলাচল স্বাধীনতার ওপর গবেষণা করে প্রতিবছর এ সূচক প্রকাশ করে তারা।

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০১তম। দুর্বল পাসপোর্টের দেশ হিসেবে নবম বাংলাদেশ। বিশ্বের দুর্বলতম পাসপোর্ট আফগানিস্তানের। এই দেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগমনী ভিসা নিয়ে মাত্র ২৭টি দেশে ঢুকতে পারেন।

আফগানিস্তানের ঠিক ওপরেই আছে ইরাক, ১০৮তম স্থানে। শেষ থেকে চার নম্বরে আছে পাকিস্তান। র‌্যাঙ্কিংয়ে ১০৬ নম্বরে থাকা পাকিস্তানের লোকজন ভিসা ছাড়া যেতে পারেন ৩২টি দেশে। ভারত আছে ৮৫তম অবস্থানে, দেশটির নাগরিকেরা ভিসামুক্ত ৫৯টি দেশে যেতে পারেন।

চলুন দেখা যাক, সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী দেশগুলোর তালিকা—

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের। এই পাসপোর্টধারী ব্যক্তির বিশ্বের ১৯৩টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার মেলে।

সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার পাসপোর্ট যাঁদের আছে, তাঁরা ১৯২টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকারের সুবিধা পান।

জার্মানি ও স্পেনের নাগরিকেরা বিশ্বের ১৯০টি দেশে যেতে পারেন আগাম ভিসা না নিয়েই।

ফিনল্যান্ড, ইতালি ও লুক্সেমবার্গের পাসপোর্টে মেলে ১৮৯টি দেশের ভিসামুক্ত প্রবেশাধিকার।

অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও সুইডেনের পাসপোর্ট বিশ্বের পঞ্চম শক্তিশালী। এই পাসপোর্টে ১৮৮ দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায়।

ফ্রান্স, আয়ারল্যান্ড, পর্তুগাল, যুক্তরাজ্যের পাসপোর্টে মেলে ১৮৭টি দেশের ভিসামুক্ত ভ্রমণের সুযোগ।

বেলজিয়াম, চেক রিপাবলিক, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের নাগরিকেরা ভিসামুক্ত সুবিধা পান ১৮৬টি দেশে।

অস্ট্রেলিয়া, কানাডা, গ্রিস ও মাল্টার পাসপোর্টে ১৮৫টি দেশে ভিসামুক্তভাবে যাওয়া যায়।

হাঙ্গেরি ও পোল্যান্ডের নাগরিকেরা পান ১৮৪টি দেশের ভিসামুক্ত ভ্রমণের সুবিধা।

লিথুনিয়া ও স্লোভাকিয়ার পাসপোর্টধারী ব্যক্তিরা পান ১৮৩টি দেশের ভিসামুক্ত প্রবেশাধিকার।

লাটভিয়া ও স্লোভেনিয়ার নাগরিকেরা পান ১৮২টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুযোগ।

এস্তোনিয়ার পাসপোর্টে ভিসামুক্তভাবে যাওয়া যায় ১৮১টি দেশে।

আইসল্যান্ডের পাসপোর্টধারী ব্যক্তিরা ১৮০টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান।

Address

Paltan
Dhaka

Opening Hours

Monday 11:00 - 21:00
Tuesday 11:00 - 21:00
Wednesday 11:00 - 21:00
Thursday 11:00 - 21:00
Friday 17:00 - 22:00
Sunday 11:00 - 21:00

Telephone

+8801712725505

Website

Alerts

Be the first to know and let us send you an email when Touraloy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Touraloy:

Videos

Share


Other Tourist Information Centers in Dhaka

Show All